Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Cristiano on June 09, 2021, 10:02:41 AM

Title: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Cristiano on June 09, 2021, 10:02:41 AM
কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি মার্কেট অনেকটাই নিম্ন পর্যায়ে চলে এসেছে। মার্কেট সব সময় 32 হাজার ডলার থেকে 40 হাজার ডলার এর মধ্যে অবস্থান করছে। (https://i.imgur.com/gGmenvR.jpg)
22,550 বিটকয়েন সামগ্রিকভাবে গতকাল এক্সচেঞ্জ থেকে প্রত্যাহার করে।  এটি এই বছরের মধ্যে সবচেয়ে বড় নেট প্রবাহ। net-Outflow
প্রথমেই Inflow ও Outflow এই দুইটি শব্দটির সাথে পরিচয় হই।  Inflow মানে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান নিজেদের ওয়ালেট থেকে বিটকয়েনকে এক্সচেঞ্জে ডিপোজিট করতেছে লিকুইডেট/বিক্রি করার জন্য এবং Outflow  মানে এক্সচেঞ্জ থেকে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বিটকয়েনকে নিজেদের ওয়ালেটে উইথড্র করেছে হোল্ডিং করার জন্য। এখন আসি উপরের দেয়া চিত্রটিতে, glassnode এর ওই চিত্রটি হলো Net inflow and outflow graph, যার মানে হচ্ছে, সবুজ রঙের গ্রাফটি হলো inflow কিংবা এক্সচেঞ্জে ডিপোজিট হওয়ার নির্দেশক এবং লাল রঙের গ্রাফটি হলো outflow কিংবা এক্সচেঞ্জ থেকে কেউ বিটকয়েন ক্রয় করার পর নিজের ওয়ালেটে উইথড্র করেছে ।
রিভিউ মাস্টার ভাই কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি ভুল ধরিয়ে সংশোধন করার জন্য। আসলে আমার প্রথমে কাজ ছিল এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার।

 বিটকয়েনের দাম 32 হাজারের নিচে নামলে কি হতে পারে আপনার ধারণা?
(https://i.imgur.com/9jJ0eup.jpg)
বর্তমানে বিটকয়েন মার্কেটের এনালাইসিস ফলো করলে দেখা যাবে 32 হাজার ডলারে বিটকয়েনের শক্তিশালী একটি সাপোর্ট জোন রয়েছে। বিটকয়েনের দাম যদি 32 হাজার ডলারের নিচে নেমে যায় তাহলে বিটকয়েন এর আরেকটি সাপোর্ট জন রয়েছে 30000 ডলার এ । মার্কেট যদি 32 হাজারের নিচে নামলে অবশ্যই 30000 এ টাচ করবে। আবার বিটকয়েন মার্কেটের 27000 এবং 25 হাজার ডলারে শক্তিশালী একটি সাপোর্ট জোন রয়েছে। যেখান থেকে বোঝা যাচ্ছে মার্কেট আর বেশি নিম্ন পর্যায়ে চলে যেতে পারে না। মার্কেট অতি তাড়াতাড়ি তাদের পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েন ডাম্পিং হওয়ার মূল কারণ কি এটাই এবং বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Terrasin on June 09, 2021, 10:09:08 AM
এখন ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েনের দাম 33710 ডলার। বিটকয়েনের দাম অনেক কমে গেছে তবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
Title: Re: বিটকয়েন ডাম্পিং হওয়ার মূল কারণ কি এটাই এবং বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Cristiano on June 09, 2021, 11:00:47 AM
এখন ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েনের দাম 33710 ডলার। বিটকয়েনের দাম অনেক কমে গেছে তবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
আগামী দুই-তিন দিনের মধ্যে বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পাবে। কারণ হলো:
(https://i.imgur.com/HCkdxle.jpg)
বিটকয়েন বিনিয়োগকারী Justin Sun বর্তমানে ভালো রকমের বিটকয়েন কিনে রেখেছে। বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট হবে 35 হাজার ডলার থেকে 40 হাজার ডলার।
(https://i.imgur.com/JsUST1i.jpg)
কেউ যদি বিটকয়েন কিনে প্রফিট অর্জন করতে চান তাহলে বর্তমান সময়ে বিটকয়েন কিনে রাখুন। অল্প কিছুদিনের মধ্যে মার্কেট অনেকটাই উচ্চ পর্যায়ে চলে যাবে।
Title: Re: বিটকয়েন ডাম্পিং হওয়ার মূল কারণ কি এটাই এবং বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Review Master on June 09, 2021, 01:55:41 PM
22,550 বিটকয়েন সামগ্রিকভাবে গতকাল এক্সচেঞ্জ থেকে প্রত্যাহার করে। যার কারণে মার্কেট এত নিম্ন পর্যায়ে চলে এসেছে। এটি এই বছরের মধ্যে সবচেয়ে বড় নেট প্রবাহ।

আপনি Inflow ও Outflow এই দুইটি শব্দ সম্পর্কে ভালোভাবে জানার পর পোষ্টটি করলে ভালো হইতো , কারণ আপনি যেটিকে কারণ দেখাচ্ছেন সেটি ভুল। প্রথমেই Inflow ও Outflow এই দুইটি শব্দটি সকলের জন্য পরিচয় করে দিয়ে, আসল কারণটি বলবো। Inflow মানে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান নিজেদের ওয়ালেট থেকে বিটকয়েনকে এক্সচেঞ্জে ডিপোজিট করতেছে লিকুইডেট/বিক্রি করার জন্য এবং Outflow  মানে এক্সচেঞ্জ থেকে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বিটকয়েনকে নিজেদের ওয়ালেটে উইথড্র করেছে হোল্ডিং করার জন্য। এখন আসি উপরের দেয়া চিত্রটিতে, glassnode এর ওই চিত্রটি হলো Net inflow and outflow graph, যার মানে হচ্ছে, সবুজ রঙের গ্রাফটি হলো inflow কিংবা এক্সচেঞ্জে ডিপোজিট হওয়ার নির্দেশক এবং লাল রঙের গ্রাফটি হলো outflow কিংবা এক্সচেঞ্জ থেকে কেউ বিটকয়েন ক্রয় করার পর নিজের ওয়ালেটে উইথড্র করেছে। তাহলে বলুন, কেউ যদি 22,550 বিটকয়েন ক্রয় করে এবং নিজের ওয়ালেটে উইথড্র করে, কেমন করে সেটি বিটকয়েনের মূল্য কমাবে বরং বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবার কথা।  ;)

এখন আসি মূল্য কারণটিতে, প্রথমত বিটকয়েন নিয়ে ট্রাম্প মন্তব্য করেছে এবং এটিকে স্ক্যাম বলেছে এবং দ্বিতীয়ত চীনের অনবরত ফড ( FUD ) কিংবা গুজবের কারণে বিটকয়েনের মূল্য কমে যাচ্ছে। আজকেই প্রায় ২-৩ টি গুজব চীন ছড়িয়েছে, যেমন: চীনের সকল সার্চ ইঞ্জিনে "বাইন্যান্স, হুয়োবি" এসব শব্দকে ব্লক করা হয়েছে। আসা করি, বিষয়টি বুঝতে পেরেছেন এবং পোষ্টটি সংশোধন করে নিয়েন, যেন অন্যান্যরা ভুল বিষয় না জানতে পারে।  :D
Title: Re: বিটকয়েন ডাম্পিং হওয়ার মূল কারণ কি এটাই এবং বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Cristiano on June 09, 2021, 04:14:19 PM
22,550 বিটকয়েন সামগ্রিকভাবে গতকাল এক্সচেঞ্জ থেকে প্রত্যাহার করে। যার কারণে মার্কেট এত নিম্ন পর্যায়ে চলে এসেছে। এটি এই বছরের মধ্যে সবচেয়ে বড় নেট প্রবাহ।

আপনি Inflow ও Outflow এই দুইটি শব্দ সম্পর্কে ভালোভাবে জানার পর পোষ্টটি করলে ভালো হইতো , কারণ আপনি যেটিকে কারণ দেখাচ্ছেন সেটি ভুল। প্রথমেই Inflow ও Outflow এই দুইটি শব্দটি সকলের জন্য পরিচয় করে দিয়ে, আসল কারণটি বলবো। Inflow মানে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান নিজেদের ওয়ালেট থেকে বিটকয়েনকে এক্সচেঞ্জে ডিপোজিট করতেছে লিকুইডেট/বিক্রি করার জন্য এবং Outflow  মানে এক্সচেঞ্জ থেকে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বিটকয়েনকে নিজেদের ওয়ালেটে উইথড্র করেছে হোল্ডিং করার জন্য। এখন আসি উপরের দেয়া চিত্রটিতে, glassnode এর ওই চিত্রটি হলো Net inflow and outflow graph, যার মানে হচ্ছে, সবুজ রঙের গ্রাফটি হলো inflow কিংবা এক্সচেঞ্জে ডিপোজিট হওয়ার নির্দেশক এবং লাল রঙের গ্রাফটি হলো outflow কিংবা এক্সচেঞ্জ থেকে কেউ বিটকয়েন ক্রয় করার পর নিজের ওয়ালেটে উইথড্র করেছে। তাহলে বলুন, কেউ যদি 22,550 বিটকয়েন ক্রয় করে এবং নিজের ওয়ালেটে উইথড্র করে, কেমন করে সেটি বিটকয়েনের মূল্য কমাবে বরং বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবার কথা।  ;)

এখন আসি মূল্য কারণটিতে, প্রথমত বিটকয়েন নিয়ে ট্রাম্প মন্তব্য করেছে এবং এটিকে স্ক্যাম বলেছে এবং দ্বিতীয়ত চীনের অনবরত ফড ( FUD ) কিংবা গুজবের কারণে বিটকয়েনের মূল্য কমে যাচ্ছে। আজকেই প্রায় ২-৩ টি গুজব চীন ছড়িয়েছে, যেমন: চীনের সকল সার্চ ইঞ্জিনে "বাইন্যান্স, হুয়োবি" এসব শব্দকে ব্লক করা হয়েছে। আসা করি, বিষয়টি বুঝতে পেরেছেন এবং পোষ্টটি সংশোধন করে নিয়েন, যেন অন্যান্যরা ভুল বিষয় না জানতে পারে।  :D
+১
অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটি ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং সংশোধন করার জন্য। আপনি খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। যেটা সবাই খুব সহজেই বুঝে নিতে পারবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: azmirihaque on June 09, 2021, 06:32:29 PM
ক্রিপ্টো মার্কেট এখন একটি অস্থির অবস্থার মধ্যদিয়ে যাচ্ছে।  দাম খুব দ্রুত ওঠানামা করছে। সাধারনত প্রত্যেক মার্কেটে দাম ওঠানামা করে। ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করে। তবে বিটকয়েনের দাম হঠাৎ ৬৪০০০ ডলার থেকে নেমে যে ৩২০০০ ডলারে আসবে সেটা কেও আশা করেনি। এটা সম্পুর্ন অপ্রকাশিত এবং সাধারন মার্কেট ওঠা নামার চিত্র বহির্ভূত।  এই জন্য এখন বলা কঠিন যে বিটকয়েনের দার আরে কমবে কিনা। হঠাৎ আরো কমতে পারে, আবার বেড়েও যেতে পারে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Sabiha14 on June 09, 2021, 07:06:08 PM
আমার মনে হয় না যে বিটকয়েনের দাম আরও ডাম্প করবে। বিটকয়েনের দাম ইতোমধ্যেই অনেক ডাম্প করেছে, ৬৪০০০$+  থেকে বিটকয়েনের দাম ৩৩০০০$+ এ এসে পরেছে। তবে আমার মনে হচ্ছে যে বিটকয়েনের দাম কিছু দিনের মধ্যেই আবারও পাম্প করবে এবং খুব ভালো একটা পজিশনে চলে যাবে।                               
Title: Re: বিটকয়েন ডাম্পিং হওয়ার মূল কারণ কি এটাই এবং বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Irfan12@ on June 09, 2021, 07:08:33 PM
এখন ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েনের দাম 33710 ডলার। বিটকয়েনের দাম অনেক কমে গেছে তবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
আগামী দুই-তিন দিনের মধ্যে বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পাবে। কারণ হলো:
(https://i.imgur.com/HCkdxle.jpg)
বিটকয়েন বিনিয়োগকারী Justin Sun বর্তমানে ভালো রকমের বিটকয়েন কিনে রেখেছে। বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট হবে 35 হাজার ডলার থেকে 40 হাজার ডলার।
(https://i.imgur.com/JsUST1i.jpg)
কেউ যদি বিটকয়েন কিনে প্রফিট অর্জন করতে চান তাহলে বর্তমান সময়ে বিটকয়েন কিনে রাখুন। অল্প কিছুদিনের মধ্যে মার্কেট অনেকটাই উচ্চ পর্যায়ে চলে যাবে।
সেজন্য আমিও কিছু বিটকয়েন কিনে হোল্ড করে রেখেছি। আমি সব সময় বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের টুইটার টুইট গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকি যারা এই ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করেন। আমিও মনে করি বিটকয়েনের দাম খুব শীঘ্রই 40 হাজার ডলার হিট করবে। এখন বিটকয়েন কিনে হোল্ড করে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: AIam333 on June 10, 2021, 03:05:10 AM
আমি মনে করি এটি এখন বর্তমান সময়ে আরও অনেক বেশি ডাম্পিং হবে। বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অতটা ভালো নয়। এটি এখন অনেক নিচের দিকে ডাম্পিং হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি বিটকয়েনের দাম হঠাৎ ৬৪০০০ ডলার থেকে নেমে যে ৩২০০০ ডলারে এসেছে। আমি এটা কখনো আশা করিনি। আমার মনে হয় বিটকয়েনের দাম পরবর্তীতে আবার পাম্পিং হবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Salman y90 on June 10, 2021, 12:18:45 PM
এখন বর্তমানে যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে বিটকয়েনের দাম আরো ডাম্পিং হবে।আমরা কিছুদিন আগে দেখেছি বিটকয়েনের দাম হঠাৎ করে অনেকটা ডাম্পিং হয়েছে। বিটকয়েনের দাম 65 হাজার ডলার থেকে 32 হাজার ডলারে চলে এসেছে। এখন বর্তমানে পরিস্থিতি আমার মনে হয় বিটকয়েনের দাম আরো ডাম্পিং হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েন ডাম্পিং হওয়ার মূল কারণ কি এটাই এবং বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: abir khan on June 10, 2021, 12:23:53 PM
এখন ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েনের দাম 33710 ডলার। বিটকয়েনের দাম অনেক কমে গেছে তবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
আগামী দুই-তিন দিনের মধ্যে বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পাবে। কারণ হলো:
(https://i.imgur.com/HCkdxle.jpg)
বিটকয়েন বিনিয়োগকারী Justin Sun বর্তমানে ভালো রকমের বিটকয়েন কিনে রেখেছে। বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট হবে 35 হাজার ডলার থেকে 40 হাজার ডলার।
(https://i.imgur.com/JsUST1i.jpg)
কেউ যদি বিটকয়েন কিনে প্রফিট অর্জন করতে চান তাহলে বর্তমান সময়ে বিটকয়েন কিনে রাখুন। অল্প কিছুদিনের মধ্যে মার্কেট অনেকটাই উচ্চ পর্যায়ে চলে যাবে।
আপনি সঠিক কথা বলেছেন কারণ বিটকয়েনের দাম এখন আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে বর্তমান বিটকয়েনের দাম 38 হাজার ডলার হয়েছে। আমার ধারণা বিটকয়েনের দাম আবার আগের অবস্থানে যাবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: SobujAkash#8 on June 10, 2021, 03:41:00 PM
Bitcoin is currently the most popular in the world.  Bitcoin prices have been down a bit for a while now but I think Bitcoin prices are slowly rising now.  So I have no idea more about the price of Bitcoin.
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: HeartBit143 on June 10, 2021, 04:49:02 PM
আমার কাছে মনে হচ্ছে যে বিটকয়েনের দাম কমার আর কোন সম্ভাবনা নেই।  ধিরে ধিরে এখন বিটকয়েন পাম্প করবে বলে আমি বিশ্বাস করি।  বিভিন্ন কারনে ক্রিপ্টো মার্কেট ডাম্প হয়েছে যার ফলে বিটকয়েনের এই অবস্থা।  তবে খুব শীগ্রই এই অবস্থার উন্নতি হবে মনে হচ্ছে।                         
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Bma on June 10, 2021, 08:43:12 PM
মার্কেট একসময় ডাম্পিং হয় আবার আরেক সময় পাম্পিং হয় এটা নিয়ে মানুষের ভয় পাওয়ার কিছু নেই। কিছুদিন অপেক্ষা করেন দেখতে পারবেন বিটকয়েন আবার আগের চেয়ে আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে বিটকয়েন সারা পৃথিবীতে রাজত্ব করবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিটকয়েন দিয়ে বিজনেস করবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Mental on June 10, 2021, 08:47:28 PM
মার্কেট একসময় ডাম্পিং হয় আবার আরেক সময় পাম্পিং হয় এটা নিয়ে মানুষের ভয় পাওয়ার কিছু নেই। কিছুদিন অপেক্ষা করেন দেখতে পারবেন বিটকয়েন আবার আগের চেয়ে আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে বিটকয়েন সারা পৃথিবীতে রাজত্ব করবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিটকয়েন দিয়ে বিজনেস করবে।
আপনি অনেক মূল্যবান একটি কথা বলেছেন আপনার কথা এক সময় সত্যি হবে বলে মনে হচ্ছে। কারণ প্রত্যেকটা মানুষের বিটকয়েনের প্রতি আকর্ষণ অনেক বেড়েছে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Random203 on June 10, 2021, 09:20:54 PM
বিটকয়েনের দাম আর কমবে না।  বিটকয়েনের দাম এখন বৃদ্ধি পেতে শুরু করেছে।  আমার মনে হয় এখন এই পাম্প এর ধারা অব্যাহত থাকবে এবং মিনিমাম ৫০০০০$ হবে এই চলতি রানেই। এবং এই বছরের শেষের দিকে গিয়ে বিটকয়েনের দাম ৭০০০০$ হতে পারে বলে আমার মনে হচ্ছে।               
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Afnan on June 11, 2021, 07:41:04 AM
কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি মার্কেট অনেকটাই নিম্ন পর্যায়ে চলে এসেছে। মার্কেট সব সময় 32 হাজার ডলার থেকে 40 হাজার ডলার এর মধ্যে অবস্থান করছে। (https://i.imgur.com/gGmenvR.jpg)
22,550 বিটকয়েন সামগ্রিকভাবে গতকাল এক্সচেঞ্জ থেকে প্রত্যাহার করে।  এটি এই বছরের মধ্যে সবচেয়ে বড় নেট প্রবাহ। net-Outflow
প্রথমেই Inflow ও Outflow এই দুইটি শব্দটির সাথে পরিচয় হই।  Inflow মানে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান নিজেদের ওয়ালেট থেকে বিটকয়েনকে এক্সচেঞ্জে ডিপোজিট করতেছে লিকুইডেট/বিক্রি করার জন্য এবং Outflow  মানে এক্সচেঞ্জ থেকে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বিটকয়েনকে নিজেদের ওয়ালেটে উইথড্র করেছে হোল্ডিং করার জন্য। এখন আসি উপরের দেয়া চিত্রটিতে, glassnode এর ওই চিত্রটি হলো Net inflow and outflow graph, যার মানে হচ্ছে, সবুজ রঙের গ্রাফটি হলো inflow কিংবা এক্সচেঞ্জে ডিপোজিট হওয়ার নির্দেশক এবং লাল রঙের গ্রাফটি হলো outflow কিংবা এক্সচেঞ্জ থেকে কেউ বিটকয়েন ক্রয় করার পর নিজের ওয়ালেটে উইথড্র করেছে ।
রিভিউ মাস্টার ভাই কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি ভুল ধরিয়ে সংশোধন করার জন্য। আসলে আমার প্রথমে কাজ ছিল এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার।

 বিটকয়েনের দাম 32 হাজারের নিচে নামলে কি হতে পারে আপনার ধারণা?
(https://i.imgur.com/9jJ0eup.jpg)
বর্তমানে বিটকয়েন মার্কেটের এনালাইসিস ফলো করলে দেখা যাবে 32 হাজার ডলারে বিটকয়েনের শক্তিশালী একটি সাপোর্ট জোন রয়েছে। বিটকয়েনের দাম যদি 32 হাজার ডলারের নিচে নেমে যায় তাহলে বিটকয়েন এর আরেকটি সাপোর্ট জন রয়েছে 30000 ডলার এ । মার্কেট যদি 32 হাজারের নিচে নামলে অবশ্যই 30000 এ টাচ করবে। আবার বিটকয়েন মার্কেটের 27000 এবং 25 হাজার ডলারে শক্তিশালী একটি সাপোর্ট জোন রয়েছে। যেখান থেকে বোঝা যাচ্ছে মার্কেট আর বেশি নিম্ন পর্যায়ে চলে যেতে পারে না। মার্কেট অতি তাড়াতাড়ি তাদের পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্রিপ্টো মার্কেটের অবস্থান আগের তুলনায় অনেক নিম্নে অবস্থান করছে। বিটকয়েন প্রায় ৬০ হাজার ডলার থেকে দাম কমে এখন প্রায় ৩২ হাজার ডলারে নেমে এসেছে। ক্রিপ্টো মার্কেট সবসময় উঠানামা করবে এটা স্বাভাবিক তবে আমার মনে হয় বিটকয়েনের দাম খুব একটা বেশি কমবে না। ২০২১ সালের শেষের দিকে বিটকয়েন আবারও পাম্প করবে বলে আমি মনে করি।                     
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Tamsialu$$ on June 12, 2021, 05:35:57 AM
বিটকয়েনের প্রাইস যতটাই নিম্নমুখী থাকুক না কেন 30k ডলারের নিচে নামার সম্ভাবনা নেই। আবার দেখছি অনেকেই ধারণা করছে যে বিটকয়েনের প্রাইস নাকি 2018 সালের মতো হতে পারে। যদিও এখন বৃদ্ধি পাবার সম্ভাবনা খুবই কম কিন্তু খুব শিগগিরই বিটকয়েনের প্রাইস পূর্বের যে প্রাইস ছিল সেটা অতিক্রম করবে। বিটকয়েনের প্রাইস এই বছরের মধ্যে 100k ডলার হিট করবেই। যতটাই বিটকয়েন নেগেটিভ মন্তব্য করা হবে অতি সামনে পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Labonno on June 12, 2021, 10:07:21 AM
আমার কাছে মনে হয় ক্রিপ্টো মার্কেট যতই ডাম্প করুক না কেনো এটি কখনো ২০১৮ সালের মতো হবে না।  ফলে আমার কাছে মনে হয় যে বিটকয়েনের দাম কখনোই আর ২৫০০০$-৩০০০০$ এর নিচে নামবে না।  তবে এখন বিটকয়েনের দাম আবার পাম্প করার সম্ভাবনা তৈরী হয়েছে।                       
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Pikachu on June 12, 2021, 10:38:07 AM
আমরা জানি বিটকয়েন একটি জনপ্রিয় কয়েন বর্তমান বাজার ৩৫৩৭৯ এটা অনেকটা কম কিন্তু ভবিষ্যতে এত কম দাম থাকবে বলে মনে হয় না আমার কারণ বিটকয়েনের দাম সব সময় ওঠানামা করে। আর আমরা জানিয়ে যে বিটকয়েনের দাম যখন বৃদ্ধি পায় তখন সব কয়েনের ই দাম বৃদ্ধি পায় তাই আশা করি বিটকয়েনের দাম ভবিষ্যতে 70000 ডলার এর চেয়ে বেশি বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Gentle on June 13, 2021, 06:26:08 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মার্কেটে বিভিন্ন কয়েনের দাম ওঠানামা কর। বর্তমানে মার্কেটে বিটকয়েনের দাম অনেক কমে গিয়েছে। কিছুদিন আগে বিটকয়েনের দাম প্রায় 64000 ডলার স্পর্শ করেছিল। মার্কেট ডাম্পিং হওয়ার ফলে বিটকয়েনের বর্তমান দাম 36 হাজার ডলারে নেমে এসেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে আগাম কোন কিছু বলা কঠিন। তবে অবশ্যই বিটকয়েনের দাম ঘুরে দাঁড়াবে। অতীতের রেকর্ড অতিক্রম করবে আশা করি।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Rifan Khan on June 13, 2021, 08:28:09 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন এর দাম সব সময় ওঠানামা করে। বিটকয়েন কখনো স্থির হয়ে বসে থাকে না। এটি সদাচরল চলতে থাকে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাম্পিং হওয়ার কারণেই কিন্তু 36 হাজার ডলারে নেমে এসেছে। বিটকয়েন পরবর্তীতে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কি হবে তা কিছু বলা যায় না। এটি কি আবার পাম্পিং হবে নাকি ডাম্পিং হবে। তার কিছুই সঠিকভাবে বলা যায়না।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Rds3b on November 24, 2021, 02:11:44 PM
আমরা আশা করি যে বিটকয়েনের দাম হয়তো আর বেশি কমবে না কারণ বিটকয়েন সে তার আগের জায়গায় যাওয়া শুরু করেছে তার অবস্থান তার আগের সেই জায়গায় ছাড়িয়ে যাবে। আমরা দেখেছি বেশ কয়দিন আগে হঠাৎ করে বিটকয়েনের মার্কেট অনেক খারাপ অবস্থায় যাওয়া শুরু করেছিল কিন্তু আবার সেখান থেকে তার মার্কেট আবার ফিরে পাওয়া শুরু করেছে তবে আমরা আশা করি বিটকয়েন ভালো একটি পর্যায়ে চলে যাবে। ইতিমধ্যেই বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে মনে হচ্ছে আর কমবে না এখন শুধু বাড়তেই থাকবে এর কারণ আমরা একটি পোস্টে দেখেছি যে ইলন মাস্ক সে বিটকয়েন কে নিয়ে আবারো কথা বলেছেন যে তেলসা কোম্পানি আবার বিটকয়েন নিবে ব্যবহার করবে তাই বিটকয়েন আবার দাম বাড়ার শুরু করেছে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Spyroo on November 25, 2021, 03:50:18 AM
বিটকয়েনের দাম কিন্তু একসময় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। তবে এখন অবশ্য বিটকয়েনের দাম কিছুটা পরিমাণে কমে গেছে। অনেকেই মনে করছে নভেম্বর মাস ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কারেকশন এর মধ্যে থাকবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Azharul on December 29, 2021, 08:30:46 AM
আমরা জানি যে ক্রিপ্টো জগতে বিটকয়েনের দাম সব চেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। তবে আমরা লক্ষ করলে দেখতে পাবো যে বর্তমান সময়ে এর অবস্থা একটু খারাপ অবস্থানে রয়েছে। কেননা আমরা জানি যে ক্রিপ্টো কারেন্সী মার্কেট সব সময় ওঠা, নামার উপর নির্ভর করে থাকে। তাই আমরা আশা করি যে এর অবস্থা বর্তমান সময়ে খারাপ হলেও খুব তাড়াতাড়ি আবার ভালো অবস্থানে চলে আসবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: raisajahan on December 30, 2021, 05:11:28 PM
বিটকয়েন এর দাম আরও কমতে পারে তবে যে কোন সময় বিটকয়েন এর দাম বাড়তে পারে সে কারনে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে আমাদের প্রফিট করতে অসুবিধা না হয়। আর একটা বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যেন বিটকয়েন এর দাম কমলে ও আমাদের মার্কেট থেকে প্রফিট করতে এবং মার্কেট পজিশন বুঝে আমরা কাজ করতে পারি।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: raisajahan on December 31, 2021, 06:02:06 PM
বিটকয়েন এর দাম আবার বাড়বে কারন বিটকয়েন এর দাম কিচ্ছুদিন বাড়ে আবার কিচ্ছু দিন কমে এটাই হল বিটকয়েন এর সাভাবিক ধর্ম। তাই আমি মনে করি বিটকয়েন এর দাম আরো কমতেও পারে আবার বাড়তেও পারে তবে বিটকয়েন এর দাম আল্টিমেটলি বাড়বে এটা আমার ধারনা কারন এটা আমার গত কয়েক বসর এর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Distroyboy on January 25, 2022, 11:57:22 AM
বিটকয়েনের দাম আরো কমবে কিনা সঠিক বলা যাচ্ছে না । কারণ এটা যেকোন সময় বেড়ে যেতে পারে, আবার কমতেও পারে তবে আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে। আমরা সবাই জানি যে এক সময়ে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন কমে গেছে। তবে আমরা ধারনা করতে পারি যে অচিরেই বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Power420 on February 01, 2022, 06:44:32 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে আজ ও কোনো ব্যক্তি বিটকয়েনের বা অন্যান্য যে সকল কয়েন রয়েছে এর একটিরো ভবিষ্যত সম্পর্কে সঠিক ধারণা দিতে পারে নি। তবে আনুমানিক ভাবে বলা যায় যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর বাজার মূল্য কমতে পারে অথবা বৃদ্ধি পেতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে ইনভেস্টর দের উপর এবং কয়েনের রোডম্যাপ যদি ভালো থাকে তাহলে ইনভেস্টর রা যদি ইনভেস্ট করে তাহলে কয়েনের দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Diknel on February 17, 2022, 05:43:47 PM
বিটকয়েন হলো একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন প্রথম স্থান দখল করে আছে। এই বিটকয়েনের জনপ্রিয়তা রয়েছে অনেক। বর্তমানে মার্কেটে বিটকয়েনের দাম একটু নিম্নগতির দিকে রয়েছে। কিন্তু আমি মনে করি, বেশিদিন মার্কেট ডাম্পিং থাকবে না। আবারো বিটকয়েনের দাম অনেক পাম্পিং করবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Tepona on February 18, 2022, 06:34:25 AM
বিটকয়েনের দাম কখন ডাম্পিং করে কখন পাম্পিং করে তা বলা একেবারেই মুশকিল। বিটকয়েন হলো একটি জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা। প্রতিনিয়ত বাজার ওঠানামা করে। আর বাজার ওঠানামা করবে এটাই স্বাভাবিক। বিটকয়েনের দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। কিন্তু আমি মনে করি, বেশিদিন বিটকয়েনের দাম ডাম্পিং থাকবে না ‌‌। এই জনপ্রিয় কয়েন বিটকয়েন আবার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড করবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Piku on February 19, 2022, 09:39:51 AM
বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে কিছুদিন আগেও 68 হাজার ডলারে পৌঁছেছিল। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম 40 হাজার ডলার এর আশেপাশে অবস্থান করতেছে। এই মূল্য কখনোই স্থায়ীভাবে অবস্থান করবে না। কারণ বিটকয়েনের দাম সব সময় উঠানামা করে। বিশ্বের সব ধনী ধনী ব্যক্তিরা বিটকয়েন নিয়ে বাণিজ্য করে। তাই বিটকয়েনের দাম বাউন্স ব্যাক করে। এবং বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পায়। তাই বর্তমান মূল্য থেকে বিটকয়েনের দাম অবশ্যই বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Bitrab on February 20, 2022, 06:01:02 AM
বিটকয়েন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বর্তমান প্রেমেন্ট মেথড তৈরি করতেছে। সারা পৃথিবীব্যাপী বিটকয়েন জনপ্রিয় হচ্ছে। তাই ভবিষ্যতের দিনগুলোতে আমরা দেখতে পাব বিটকয়েনের উন্নয়ন। কারণ সারা পৃথিবীব্যাপী ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে পরিমাণ মানুষ ঝুঁকছে, আগামী দিনগুলোতে বিটকয়েনের সুদিন আসতে শুরু করেছে। মানুষ বর্তমানে টাকা লেনদেন খুব একটা করে না, বিটকয়েনে বেশি বিশ্বাস করে। এবং এরাই আগামী দিনে বিটকয়েনের নিয়ন্ত্রণ রক্ষা করবে। বিটকয়েনের দাম অবশ্যই কমবে আবার পুনরায় বৃদ্ধি পাবে। তাই ভবিষ্যতে হোল্ডাররা লাভবান হবেন।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Perfect540 on February 20, 2022, 01:54:33 PM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি বাজারের সর্বপ্রথম জনপ্রিয় মুদ্রা। এই মুদ্রাটির দাম কোন কোন সময় অনেক ডাম্পিং করে। পরবর্তীতে অনেক পাম্প করে। গত কয়েক বছরের এনালাইসিস করে আমরা দেখতে পাই, যদি 50 থেকে 90 শতাংশ কমে যেতে থাকে, পরবর্তী  দুই থেকে এক বছরের মধ্যে সেটা রিকভার করে আবার আগের দামের তুলনায় 50 থেকে 70 শতাংশ বৃদ্ধি পায়। সুতরাং নিঃসন্দেহে বলা যায় আগামী দিনগুলোতে অবশ্যই বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে দেখা যাবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Centus on February 21, 2022, 08:12:07 AM
আমরা একটু এনালাইসিস করি, বিটকয়েন $38k এলাকার প্রতিরোধের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সপ্তাহান্তে উচ্চ অস্থিরতা দেখতে পাব। এই ত্রিভুজের বিরতি পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। যদি আরোহী ত্রিভুজটি ঊর্ধ্বমুখী দিকে ভেঙ্গে যায় তাহলে আমরা $43k ক্ষেত্রফলের দিকে ঊর্ধ্বমুখী গতি দেখতে পাব। কবে দীর্ঘমেয়াদী হোল্ড এখানে কার্যকারী। যদি ত্রিভুজটি নিচের দিকে ভেঙ্গে যায় তাহলে আমরা $35k সাপোর্ট এরিয়ার দিকে অগ্রসর হতে দেখব। এটা শুধু একটি চার্ট এনালাইসিস।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Cinno3 on February 22, 2022, 01:35:19 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে অবস্থা তাতে মনে হয়, বিটকয়েনের দাম আরো কমবে। 2021 সালের ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর দাম বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু 2022 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা অনেকটাই নিম্নগতির থেকে চলে গেছে। বর্তমানে বিটকয়েনের মূল্য 37 থেকে 40 হাজারের মধ্যে ওঠানামা করছে। দিনদিন বিটকয়েনের দাম শুধু কমেই যাচ্ছে। তাতে মনে হয়, বিটকয়েনের দাম আরো কমতে পারে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Fulshai on February 28, 2022, 02:33:44 AM
বিটকয়েন হচ্ছে একটি ভার্চুয়াল মুদ্রা। যার দাম কখনো ডাম্পিং করে এবং পাম্পিং করে। অতীতে কয়েক বছর আগে বিটকয়েনের দাম পাম্পিং করছিল। কিন্তু বর্তমানে এর দাম কিছুটা ডাম্পিং করছে। বর্তমানে সারাবিশ্বে বিটকয়েন লেনদেন চলতেছে। তাই বলা যায় বিটকয়েনের দাম অচিরেই আবার পাম্পিং করবে। বিশ্বের বড় বড় কোম্পানিরা এখন বিটকয়েনের মাধ্যমে লেনদেন শুরু করছে। তাই আশা করা যায় ভবিষ্যতে বিটকয়েনের দাম বেড়ে দ্বিগুণ হবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Rayhankhan78 on March 05, 2022, 01:55:44 PM
বর্তমান বিটকয়েন 39k এর মধ্যে রয়েছে। আমার ধারণা বিটকয়েন সামনে একটি ভালো পর্যায় যাবে। আর যদি বিটকয়েন ভালো পর্যায় যায় তাহলে মার্কেটে সব কয়েনের দাম বাড়বে। তখন মার্কেট স্বাভাবিক ভাবে চলবে ‌
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Imran88 on March 08, 2022, 04:10:13 AM
এটি বলা খুবই মুশকিল, কিন্তু আমার মনে হয় বিটকয়েনের দাম সাময়িক সময়ের জন্য কমলেও এর দাম আবার 70 হাজার ডলারে পৌঁছাবে
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Rubelstor on April 13, 2022, 08:31:10 AM
প্রিয় সম্মানিত ভাইয়েরা আপনারা সবাই জানেন যে বিটকয়েন মূলত এটি একটি অনলাইন কাজ। তাই এটার দাম বাড়তেও পারে কমতেও পারে । ভাবে বলা যাচ্ছে না যে, এটার দাম বাড়বে কিংবা কমে যাবে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Papusha20 on April 21, 2022, 04:08:27 PM
বিটকয়েন হল ভার্চুয়াল মুদ্রা এর দাম কম বেশি হওয়াটা স্বাভাবিক। যদিও ক্রিপ্টোকারেন্সি তে কমবেশি সবাই ইনভেস্ট করে এজন্য এর দাম সব সময় আপডাউন হতে থাকে। বর্তমানে বিটকয়েনের দাম 42 হাজার 755 ডলার। যদিও বিটকয়েনের দাম অতীতের তুলনায় অনেক কম তবে বিটকয়েনের দাম আরো অনেক বেশি বৃদ্ধি পাবে 1 লক্ষ ডলারে পৌঁছাতে পারে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Rubelstor on May 15, 2022, 07:14:58 AM
সবাই অবগত আছেন যে কয়েকদিন ধরে বিটকয়েনের দাম কমে যাচ্ছে। এটা একটি ভার্চুয়াল মুদ্রা শুধু এটার দাম কমবে বাড়বে এটা স্বাভাবিক।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: LeoKnight on May 22, 2022, 04:47:11 PM
বিটকয়েন বর্তমানে ৩০ হাজারের নিচেও ট্রেড হয়েছে।আমার মনে হই আরো কমতে পারে।
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Madmax789 on May 22, 2022, 07:36:34 PM
গত  কিছু দিন যাবত বিটকয়েন  এর মান মার্কেট নিম্ন পযায়ে  অবস্থান  আশা করা যায় বিটকয়েন এর মান অনেক তাড়াতাড়ি দাম বৃদ্ধি করবে,তাছাড়া আমি বাকিটা সিনিয়রদের মন্তব্য আশা করছি
Title: Re: বিটকয়েনের দাম কি আরও কমবে?
Post by: Madmax789 on May 23, 2022, 06:54:22 PM
অনেক দিন যাবত মার্কেটের অবস্থা খুবই খারাপ, আশা করা যাচ্ছে কিছুদিনের ভিতর এর পূর্ণতা আবার ফিরে পাবে।।