Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ => Topic started by: Sumaia20201 on January 26, 2019, 02:02:35 PM

Title: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Sumaia20201 on January 26, 2019, 02:02:35 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: JISAN on January 26, 2019, 04:19:29 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
তারা এয়ারড্রপ ও বাউন্টি ছাড়ে কারন এতে তাদের প্রজেক্ট পাবলিশ হয় ও তারা এর থেকে অনেক ইনভেস্টর পায়। তাদের মূল উদ্দেশ্য থাকে টোকেন বিক্রি করা তার জন্য তারা কিছু ফ্রি টোকেন দিয়ে তাদের প্রজেক্ট পাবলিশ করে। আর তারা কখনই তাদের টোকেন বিক্রি শেষ না হওয়ার আগে এয়ারড্রপ বা বাউন্টির টোকেন দিবে না। তাদের যখন যথষ্ঠ পরিমান টোকেন বিক্রি শেষ হয় তখন বাউন্টি ও এয়ারড্রপের ডিসটিভিসন শুরু করে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Plnshah65 on January 27, 2019, 04:07:57 PM
Airdrops holo olpo khoroche besi faida neya. Samanno Kisu token allocation Kore ico market e coin K porichito korai holo airdrops. Present time maximum airdrops scam hosse.
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Malam90 on March 01, 2019, 08:15:41 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

জি এয়ারড্রপ হচ্ছে ফ্রি টোকেন ডিস্ট্রিবিউশন। যখন কোন নতুন প্রজেক্ট আসে তখন তাদের কয়েনকে সবার কাছে পরিচিত করানোর জন্য মূলত কিছু কয়েন ফ্রি দিয়ে থাকেন। আর এর জন্য তাদের ওয়েবসাইটে একাউন্ট করা কিংবা, ট্রেলিগ্রাম, ফেসবুক, টুইটার একাউন্টে ফলো করে কিছু সামান্য কাজ করতে বলে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Fariwala on March 01, 2019, 06:52:03 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
ভাই আপনি Airdrop সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়েছেন আর একটু ভালো হতো যদি আপনি airdrop জয়েন হতে কি কি লাগে কি করতে হয় তা যদি একটু details বলতেন তাহলে সবার উপকার হত
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Malam90 on March 03, 2019, 07:31:14 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
ভাই আপনি Airdrop সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়েছেন আর একটু ভালো হতো যদি আপনি airdrop জয়েন হতে কি কি লাগে কি করতে হয় তা যদি একটু details বলতেন তাহলে সবার উপকার হত

এয়ারড্রপে জয়েন করতে যা যা লাগে ( মূলত এটি নির্ভর করে যে প্রজেক্ট এয়ারড্রপ আনে তাদের শর্তের উপর)-
১. আপনাকে ফোরামে একাউন্ট থাকতে হবে।
২. তারা হয়তো আপনাকে বলবে- তাদের ফেসবুক পেজ লাইক করতে হবে এবং একটা পোস্ট শেয়ার করে তার লিংক ফর্মে অথবা ফোরামে কমেন্ট করে জমা দিতে হবে। সুতারং এখানে আপনার ফেসবুক একাউন্ট থাকাটা বাধ্যতামূলক এবং ফেসবুকে নূন্যতম কিছু ফ্রেন্ডস বা ফলোয়ার থাকতে হবে।
৩. তারা হয়তো আপনাকে বলবে- তাদের টুইটার পেজ ফলো করতে হবে এবং একটা পোস্ট রিটুইট করে তার লিংক ফর্মে অথবা ফোরামে কমেন্ট করে জমা দিতে হবে। সুতারং এখানে আপনার টুইটার একাউন্ট থাকাটা বাধ্যতামূলক এবং টুইটারে নূন্যতম কিছু  ফলোয়ার থাকতে হবে।
৪. তারা যদি লিংকডইনে কোন শর্ত দেয় তাহলে হয়েতো আপনাকে তাদের লিংকডইন পেজ লাইক করে তার লিংক জমা দিতে হবে। এজন্য আপনার একটা লিংডইন একাউন্ট এবং নূন্যতম কানেকশন থাকতে হবে।
৫. তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে এবং হয়তো টেলিগ্রামে একটা ম্যাসেস দিয়ে তার লিংক জমা দিতে হবে। এজন্য আপনার একটা টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে।
৬. যদি তাদের ওয়েবসাইটে একাউন্ট করতে বলে তবে একাউন্ট করে তার ইউজারনেম কিংবা ইমেইল দিতে বলবে। সেটা করবেন।
৭. আপনারে যে ওয়ালেট জমা দিতে বলবে সেটা দিবেন। ধরুন আপনাকে বললো ইথার ওয়ালেট দিতে- আপনি মাইইথারওয়ালেট, মেটামাস্ক দিতে পারেন তবে ভুলেও কোন একচেঞ্জারের ওয়ালেট দিবেন না। দিলে আপনার টোকেন কালের অতল গহব্বরে হারিয়ে যাবে যা আপনিও কোনদিন খুজে পাবেন না।
৮. যদি তারা এয়ারড্রপ থেডে কোন পোস্ট দিতে বলে তাহলে সেটা দিবেন।
৯. সর্বশেষ কথা- আগে এয়ারড্রপ পোস্টটা ভালো করে পড়বেন। তাদের শর্ত মোতাবেক যা যা করতে বলবে তাই তাই করবেন। এটাই আসল কথা।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Sumaia20201 on March 03, 2019, 04:35:51 PM
এয়ারড্রপে জয়েন করতে যা যা লাগে ( মূলত এটি নির্ভর করে যে প্রজেক্ট এয়ারড্রপ আনে তাদের শর্তের উপর)-
১. আপনাকে ফোরামে একাউন্ট থাকতে হবে।
২. তারা হয়তো আপনাকে বলবে- তাদের ফেসবুক পেজ লাইক করতে হবে এবং একটা পোস্ট শেয়ার করে তার লিংক ফর্মে অথবা ফোরামে কমেন্ট করে জমা দিতে হবে। সুতারং এখানে আপনার ফেসবুক একাউন্ট থাকাটা বাধ্যতামূলক এবং ফেসবুকে নূন্যতম কিছু ফ্রেন্ডস বা ফলোয়ার থাকতে হবে।
৩. তারা হয়তো আপনাকে বলবে- তাদের টুইটার পেজ ফলো করতে হবে এবং একটা পোস্ট রিটুইট করে তার লিংক ফর্মে অথবা ফোরামে কমেন্ট করে জমা দিতে হবে। সুতারং এখানে আপনার টুইটার একাউন্ট থাকাটা বাধ্যতামূলক এবং টুইটারে নূন্যতম কিছু  ফলোয়ার থাকতে হবে।
৪. তারা যদি লিংকডইনে কোন শর্ত দেয় তাহলে হয়েতো আপনাকে তাদের লিংকডইন পেজ লাইক করে তার লিংক জমা দিতে হবে। এজন্য আপনার একটা লিংডইন একাউন্ট এবং নূন্যতম কানেকশন থাকতে হবে।
৫. তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে এবং হয়তো টেলিগ্রামে একটা ম্যাসেস দিয়ে তার লিংক জমা দিতে হবে। এজন্য আপনার একটা টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে।
৬. যদি তাদের ওয়েবসাইটে একাউন্ট করতে বলে তবে একাউন্ট করে তার ইউজারনেম কিংবা ইমেইল দিতে বলবে। সেটা করবেন।
৭. আপনারে যে ওয়ালেট জমা দিতে বলবে সেটা দিবেন। ধরুন আপনাকে বললো ইথার ওয়ালেট দিতে- আপনি মাইইথারওয়ালেট, মেটামাস্ক দিতে পারেন তবে ভুলেও কোন একচেঞ্জারের ওয়ালেট দিবেন না। দিলে আপনার টোকেন কালের অতল গহব্বরে হারিয়ে যাবে যা আপনিও কোনদিন খুজে পাবেন না।
৮. যদি তারা এয়ারড্রপ থেডে কোন পোস্ট দিতে বলে তাহলে সেটা দিবেন।
৯. সর্বশেষ কথা- আগে এয়ারড্রপ পোস্টটা ভালো করে পড়বেন। তাদের শর্ত মোতাবেক যা যা করতে বলবে তাই তাই করবেন। এটাই আসল কথা।
Malam90 ভাই,  এয়ারড্রপে কিভাবে জয়েন হতে হয় আপনি যেভাবে বিস্তারিতভাবে বুজিয়েছেন তা খুবই প্রশংসনীয় । লাইক অবশ্যই পাবেন । ধন্যবাদ ।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Fariwala on March 03, 2019, 05:35:58 PM
Airdrops holo olpo khoroche besi faida neya. Samanno Kisu token allocation Kore ico market e coin K porichito korai holo airdrops. Present time maximum airdrops scam hosse.
এয়ার ড্রপ করতে করতে বুড়ো হয়ে গেলাম এ পর্যন্ত কোন প্রফিট পেলাম তাই আর এয়ার্ড্রপ করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি আপনারা কি bolan
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Fariwala on March 03, 2019, 05:37:38 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

জি এয়ারড্রপ হচ্ছে ফ্রি টোকেন ডিস্ট্রিবিউশন। যখন কোন নতুন প্রজেক্ট আসে তখন তাদের কয়েনকে সবার কাছে পরিচিত করানোর জন্য মূলত কিছু কয়েন ফ্রি দিয়ে থাকেন। আর এর জন্য তাদের ওয়েবসাইটে একাউন্ট করা কিংবা, ট্রেলিগ্রাম, ফেসবুক, টুইটার একাউন্টে ফলো করে কিছু সামান্য কাজ করতে বলে।
hmmm Vai onak airdrop korase Vai aktaw volo hoynai shob scam

Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Sujon83 on March 04, 2019, 08:13:31 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
ভাই আপনি Airdrop সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়েছেন আর একটু ভালো হতো যদি আপনি airdrop জয়েন হতে কি কি লাগে কি করতে হয় তা যদি একটু details বলতেন তাহলে সবার উপকার হত

এয়ারড্রপে জয়েন করতে যা যা লাগে ( মূলত এটি নির্ভর করে যে প্রজেক্ট এয়ারড্রপ আনে তাদের শর্তের উপর)-
১. আপনাকে ফোরামে একাউন্ট থাকতে হবে।
২. তারা হয়তো আপনাকে বলবে- তাদের ফেসবুক পেজ লাইক করতে হবে এবং একটা পোস্ট শেয়ার করে তার লিংক ফর্মে অথবা ফোরামে কমেন্ট করে জমা দিতে হবে। সুতারং এখানে আপনার ফেসবুক একাউন্ট থাকাটা বাধ্যতামূলক এবং ফেসবুকে নূন্যতম কিছু ফ্রেন্ডস বা ফলোয়ার থাকতে হবে।
৩. তারা হয়তো আপনাকে বলবে- তাদের টুইটার পেজ ফলো করতে হবে এবং একটা পোস্ট রিটুইট করে তার লিংক ফর্মে অথবা ফোরামে কমেন্ট করে জমা দিতে হবে। সুতারং এখানে আপনার টুইটার একাউন্ট থাকাটা বাধ্যতামূলক এবং টুইটারে নূন্যতম কিছু  ফলোয়ার থাকতে হবে।
৪. তারা যদি লিংকডইনে কোন শর্ত দেয় তাহলে হয়েতো আপনাকে তাদের লিংকডইন পেজ লাইক করে তার লিংক জমা দিতে হবে। এজন্য আপনার একটা লিংডইন একাউন্ট এবং নূন্যতম কানেকশন থাকতে হবে।
৫. তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে এবং হয়তো টেলিগ্রামে একটা ম্যাসেস দিয়ে তার লিংক জমা দিতে হবে। এজন্য আপনার একটা টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে।
৬. যদি তাদের ওয়েবসাইটে একাউন্ট করতে বলে তবে একাউন্ট করে তার ইউজারনেম কিংবা ইমেইল দিতে বলবে। সেটা করবেন।
৭. আপনারে যে ওয়ালেট জমা দিতে বলবে সেটা দিবেন। ধরুন আপনাকে বললো ইথার ওয়ালেট দিতে- আপনি মাইইথারওয়ালেট, মেটামাস্ক দিতে পারেন তবে ভুলেও কোন একচেঞ্জারের ওয়ালেট দিবেন না। দিলে আপনার টোকেন কালের অতল গহব্বরে হারিয়ে যাবে যা আপনিও কোনদিন খুজে পাবেন না।
৮. যদি তারা এয়ারড্রপ থেডে কোন পোস্ট দিতে বলে তাহলে সেটা দিবেন।
৯. সর্বশেষ কথা- আগে এয়ারড্রপ পোস্টটা ভালো করে পড়বেন। তাদের শর্ত মোতাবেক যা যা করতে বলবে তাই তাই করবেন। এটাই আসল কথা।
ধন্যবাদ ভাই এয়ারড্রপ সম্পর্কে বিস্তারিত খোলামেলা আলোচনা করার জন্য।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Mr.T on March 04, 2019, 03:28:30 PM
ami onak gula airdrop korce kintu kintu koita token dicelo market a koby ja asbo ba scam naki taw bujty partace na
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Lima on March 04, 2019, 04:41:11 PM
ami onak gula airdrop korce kintu kintu koita token dicelo market a koby ja asbo ba scam naki taw bujty partace na
My ether wallet a duika sei coin er upore click koren dekhen Dex Trade option ase sekhane click koren taile dekhte parben. Ether delta ba forkdelta te koto kore sell hoy.
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Nostoman on March 04, 2019, 05:09:16 PM
Airdrops holo olpo khoroche besi faida neya. Samanno Kisu token allocation Kore ico market e coin K porichito korai holo airdrops. Present time maximum airdrops scam hosse.
Yes, brother apni thik bolechen, fortunately and unfortunately apnar kotha right, karon bajare sob scam dukche.     
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Paglamon on March 06, 2019, 11:38:04 AM
Airdrop holo bajar e notun konu coin asle tar pochar korar jonno ba market e coin chalanor jonno airdrop kora hoi. Akheye airdrop korle apna apni token exchanger e chole ache.   
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Sumaia20201 on March 06, 2019, 02:29:30 PM
Airdrops holo olpo khoroche besi faida neya. Samanno Kisu token allocation Kore ico market e coin K porichito korai holo airdrops. Present time maximum airdrops scam hosse.
Yes, brother apni thik bolechen, fortunately and unfortunately apnar kotha right, karon bajare sob scam dukche.   
হুম।। স্কেমের জন্যই আজ ক্রিপ্টোকারেঞ্ছির বাঁজার শুধু নিচের দিকে যাচ্ছে । ভাল ভাল প্রজেক্ট গুলুও সাকসেস হয় না । আর লস গুনতে হচ্ছে
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Mr.T on March 06, 2019, 03:45:34 PM
akhon onak new project gula scam kortasa tara akhon manus dar taka niya durnity kortasa
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Malam90 on March 12, 2019, 11:03:15 AM
Airdrops holo olpo khoroche besi faida neya. Samanno Kisu token allocation Kore ico market e coin K porichito korai holo airdrops. Present time maximum airdrops scam hosse.
এয়ার ড্রপ করতে করতে বুড়ো হয়ে গেলাম এ পর্যন্ত কোন প্রফিট পেলাম তাই আর এয়ার্ড্রপ করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি আপনারা কি bolan

না হেসে পারলাম না আর। আমি সেই কবেই এয়ারড্রপ করা বাদ দিয়েছি। বিটকয়েনটকে আগে মাঝে মধ্যে এয়ারড্রপ করতাম। এখন হয়তো বছরে ৫ টাও করিনা। এয়ারড্রপ আসলে সময় নষ্ট । আমি বাউন্টি ও ট্রেড নিয়ে বিজি থাকি, এছাড়া আমার চাকরিও আছে। তাই এয়ারড্রপ করে সময় নষ্ট করার মত ফুসরাত নেই।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Princeraju on March 12, 2019, 11:26:24 AM
Airdrops holo olpo khoroche besi faida neya. Samanno Kisu token allocation Kore ico market e coin K porichito korai holo airdrops. Present time maximum airdrops scam hosse.
Yes, brother apni thik bolechen, fortunately and unfortunately apnar kotha right, karon bajare sob scam dukche.   
হুম।। স্কেমের জন্যই আজ ক্রিপ্টোকারেঞ্ছির বাঁজার শুধু নিচের দিকে যাচ্ছে । ভাল ভাল প্রজেক্ট গুলুও সাকসেস হয় না । আর লস গুনতে হচ্ছে
Project এর বিষয় এ সবাইকে সচেতনতা অবলম্বন করেতে হবে । আর scam project এ কাজ করা যাবে না তাহলেই বাজারে scam থাকবে নাহ। 
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Sumaia20201 on March 13, 2019, 05:29:29 PM
Project এর বিষয় এ সবাইকে সচেতনতা অবলম্বন করেতে হবে । আর scam project এ কাজ করা যাবে না তাহলেই বাজারে scam থাকবে নাহ।
বাজারে scam project এ ছেয়ে গেছে ।চোর যদি চুরি করা ছেড়ে না দেয় তবে গিরস্ত যতই সজাগ থাক চোর চুরি করবেই ।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: bitcoinbangladesh.info on March 13, 2019, 06:01:49 PM
Project এর বিষয় এ সবাইকে সচেতনতা অবলম্বন করেতে হবে । আর scam project এ কাজ করা যাবে না তাহলেই বাজারে scam থাকবে নাহ।
বাজারে scam project এ ছেয়ে গেছে ।চোর যদি চুরি করা ছেড়ে না দেয় তবে গিরস্ত যতই সজাগ থাক চোর চুরি করবেই ।
স্ক্যামাররা সবসময় নতুন পথ খুজে বের করবেই।যেমন আগে ছিল আইসিও, এখনো আছে কিন্তু নতুন করে স্কেম করতেছে আইসিও এক্সচেঞ্জ লিস্টেড করে যাতে মানুষ বিশ্বাস করে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Tanimariya on March 16, 2019, 09:15:27 PM
আমি এর আগে airdrop করেছি। বাজারে কোন নতুন কয়েন আসলে তার প্রচারণা অর্থাৎ সেই কয়েন বাজারে চালু করতে ফ্রি তে কয়েন দেয়।  আর  এটাই airdrop.   
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Rafiq on May 02, 2019, 07:21:43 PM
আমি এর আগে airdrop করেছি। বাজারে কোন নতুন কয়েন আসলে তার প্রচারণা অর্থাৎ সেই কয়েন বাজারে চালু করতে ফ্রি তে কয়েন দেয়।  আর  এটাই airdrop.   
আপনাকে ধন্যবাদ । আপনি খুব সুন্দরভাবে এয়ারড্রপ (Airdrop) এর বর্ণনা দিয়েছেন। আশাকরি ফেআরামে যারা নতুন তারা খুব উপকৃত হবেন।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: JISAN on May 03, 2019, 04:00:49 AM
আমি এর আগে airdrop করেছি। বাজারে কোন নতুন কয়েন আসলে তার প্রচারণা অর্থাৎ সেই কয়েন বাজারে চালু করতে ফ্রি তে কয়েন দেয়।  আর  এটাই airdrop.   
হুম আপনার ধারনা ঠিক, আর আপনি ভালোভাবেই বলেছেন। তবে প্রজেক্টের এয়ারড্রপ ছাড়া হয়। জাতে তাদের প্রজেক্ট সম্পর্কে সবাই জানে। পাবলিশ হয়। কারন কিছু টোকেন ফ্রি তে পাওয়ার জন্য অনেক মানুষ কাজ করে। এতে তারা অনেক ইনভেস্টর পায়, সাপর্ট পায়।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Majedur202 on May 03, 2019, 06:45:26 AM
আপনি সুন্দরভাবে এয়ারড্রপ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আমি নতুন হিসাবে উপকৃত, আশাকরি যারা নতুন তারাও খুব উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ ।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: JISAN on May 04, 2019, 04:37:25 AM
akhon onak new project gula scam kortasa tara akhon manus dar taka niya durnity kortasa
প্রজেক্ট গুলা মূলত স্কাম হচ্ছে মার্কেট খারাপের কারনে। মার্কেট খারাপ থাকায় নতুন প্রজেক্টে কেও তেমন ইনভেস্ট করে না। তাই প্রজেক্ট এগোতে পারে না। আর এভাবেই প্রজেক্ট গুলা স্কাম হচ্ছে। আমার কিছু প্রজেক্ট তারা নিজেরাই স্কাম করে টাকা মেরে চলে জাচ্ছে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Goku01 on May 04, 2019, 05:46:01 PM
akhon onak new project gula scam kortasa tara akhon manus dar taka niya durnity kortasa
প্রজেক্ট গুলা মূলত স্কাম হচ্ছে মার্কেট খারাপের কারনে। মার্কেট খারাপ থাকায় নতুন প্রজেক্টে কেও তেমন ইনভেস্ট করে না। তাই প্রজেক্ট এগোতে পারে না। আর এভাবেই প্রজেক্ট গুলা স্কাম হচ্ছে। আমার কিছু প্রজেক্ট তারা নিজেরাই স্কাম করে টাকা মেরে চলে জাচ্ছে।

Scammers der songkkha din din berei jacche...market down er jonno kono valo project astichei na... je koyekta ache tarao marker e valo position korte pariche na investor er ovabe...
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: ttcsalam on May 23, 2019, 06:23:54 PM
ইয়ার ড্রপ নিয়ে আমার পূর্ণাঙ্গ ধারণা ছিল না আপনার পোস্টটি পড়ে অন্যান্য একটি ধারণা পেলাম অনেক ভালো লাগলো.
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: kulkhan on May 26, 2019, 10:26:05 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
এয়ারড্রপ সম্পর্কে এত সুন্দরভাবে বুঝিয়ে লেখার জন্য ধন্যবাদ। আমার এতদিন এয়ারড্রপ  সম্পর্কে এত সুন্দর ধারণা ছিলনা। আপনার এই লেখার মাধ্যমে আমি অনেক উপকৃত হলাম।                 
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Malam90 on May 27, 2019, 07:15:31 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
এয়ারড্রপ সম্পর্কে এত সুন্দরভাবে বুঝিয়ে লেখার জন্য ধন্যবাদ। আমার এতদিন এয়ারড্রপ  সম্পর্কে এত সুন্দর ধারণা ছিলনা। আপনার এই লেখার মাধ্যমে আমি অনেক উপকৃত হলাম।                 
হা আপনি ঠিকই বলেছেন পোস্টটি অনেক উপকারী। আমি ব্যক্তিগতভাবে কাউকে এয়ারড্রপ করতে উৎসাহিত করিনা। এ্য়ারড্রপে জয়েন করা মানে আপনি আপনার সময় নষ্ট করবেন ৯৯% ক্ষেত্রে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি- অন্তত ১০০ টা এয়ারড্রপ করে ৫ টারও পেমেন্ট পাইনি। তাই এয়ারড্রপ নিয়ে চিন্তা না করে বাউন্টি নিয়ে চিন্তা করুন, সিগনেচারে অনেক লাভ আছে-তাই এগুলো কিভাবে করতে হয় তা শিখুন যা আপনার কাজে লাগবে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: labonikhatun on September 26, 2019, 04:41:57 PM
আমি মনে করি যে এয়ারড্রপ হ'ল একটি ক্রিপ্টোকারেন্সি টোকেন বা মুদ্রা সাধারণত বিনামূল্যে, অসংখ্য ওয়ালেটের ঠিকানায় বিতরণ। এয়ারড্রপস প্রাথমিকভাবে মনোযোগ এবং নতুন অনুসারী পাওয়ার উপায় হিসাবে প্রয়োগ করা হয়, যার ফলে বৃহত্তর ব্যবহারকারী-বেস এবং মুদ্রার বিস্তৃত বিতরণ হয়।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Malam90 on November 21, 2019, 03:58:48 PM
আমি মনে করি যে এয়ারড্রপ হ'ল একটি ক্রিপ্টোকারেন্সি টোকেন বা মুদ্রা সাধারণত বিনামূল্যে, অসংখ্য ওয়ালেটের ঠিকানায় বিতরণ। এয়ারড্রপস প্রাথমিকভাবে মনোযোগ এবং নতুন অনুসারী পাওয়ার উপায় হিসাবে প্রয়োগ করা হয়, যার ফলে বৃহত্তর ব্যবহারকারী-বেস এবং মুদ্রার বিস্তৃত বিতরণ হয়।
ভাই এয়ারড্রপ সম্পর্কে যে কমেন্টটা করলেন সেটা আপনি যদি বাংলাদেশী হন তাহলে পড়ে বুঝে বলেন যে আপনি কি বললেন। আপনি গুগল থেকে ইংলিশ-বাংলা অনুবাদ করে এখানে পোস্ট করেছেন। নতুন বলে আপনাকে সতর্ক করে দিলাম। পরবর্তীতে আপনি যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই তা নিজের ভাষায় করবেন নতুবা ফোরামে কিন্তু আপনি নেগেটিভ কর্মা পাবেন। ফোরাম এখন অনেক সতর্ক। তাই কপি পেস্ট বা গুগল অনুবাদ করে কোন কমেন্ট করবেন না।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Triedboy on August 24, 2020, 01:31:28 PM
airdrop
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Triedboy on August 24, 2020, 01:38:25 PM
airdrop ছাড়ার মূল কারণ হলো ক্রিপ্টো মার্কেট অনেক নতুন কয়েন আসে সেই কয়েন গুলো সম্পর্কে অনেকেই জানে না সেই কয়েন গুলো airdrop ছেড়ে কিছু টোকেন ফ্রি দেয়ে টোকেন পরিচিতি লাভ করে।কিন্ত airdrop করে টোকেন পেলেও সেই টোকেন বিক্রি করা যায় না বেশিরভাগই
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Mrkadir85 on August 26, 2020, 02:48:21 PM
টপিকের রিপ্লাই গুলো পড়ে এয়ার্ড্রপ সম্পর্কে যতটুকু জানা ছিল মোটামুটি সবই জানতে ও বুঝতে পারলাম। আশাকরি এয়ার্ড্রপ করতে খুব একটা সমস্যা হবে না। ফোরামের সকলের জন্য শুভকামনা।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Sharpmax on September 06, 2020, 05:49:48 PM
এয়ার্ড্রপ হল স্বল্পমেয়াদী প্রজেক্ট এতে পাবলিশ করার জন্য বা বাজারে টোকেন পরিচিত করার জন্য এয়ার্ড্রপ চালায়। এবং বাউন্টি  চালায় ইনভেস্টর বাড়ানোর জন্য যাতে টোকেন বিক্রি শেষ হয় এবং বিক্রি না হওয়া শেষ পর্যন্ত তারা টোকেন ডিসট্রিবিউশন করে না।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: superstarsp on September 06, 2020, 06:46:03 PM
Airdrops মূলত Cryptocurrency ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে Coin বা Token অফার এর আরেকটি নাম
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Rain075 on September 07, 2020, 02:22:33 PM
আসলে airdrop ছাড়ার মূল উদ্দেশ্য হলো খুব অল্প খরচে বেশি জনপ্রিয়তা লাভ করা। এয়ার্ড্রপ আনার ফলের যে কোন প্রজেক্ট সাকসেস অর সম্ভব নয় একটু বেশি থাকে। কেননা সারা বিশ্বের মানুষ এয়ার্ড্রপ এর গুরুত্ব একটু বেশি দেয়। কারণ কোন কাজ করতে হয় না airdrop। জয়েন করলে airdrop এর টোকেন পাওয়া যায়।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Magepai on September 11, 2020, 03:56:54 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

ভাই আপনি এয়ার্ড্রপ সম্পর্কে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন। যারা নতুন এয়ার্ড্রপ করতে ইচ্ছুক আশাকরি আপনার পোস্ট পড়ে অবশ্যই বুঝতে পারবে। কিন্তু ভাই এয়ার্ড্রপ করে বেশি কিছু পাওয়া যায় না আমি এর আগে অনেকগুলো এড করেছিলাম যার দুটো পেমেন্ট পেয়েছিলাম বাকিগুলো পেমেন্ট পাইনি।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Btceth01 on September 11, 2020, 08:05:28 AM
Airdrop holo bajar e notun konu coin asle tar pochar korar jonno ba market e coin chalanor jonno airdrop kora hoi. Akheye airdrop korle apna apni token exchanger e chole ache.

আপনার কথা ঠিক আছে প্রথম প্রচার করার মূল লক্ষ্য হলো এয়ার্ড্রপ। তারপর টোকেন গুলা বেশি বেশি প্রচার করার জন্য বাউন্টি তে অ্যাড করা হয় যাতে সবাই টোকেন সম্পর্কে জানতে পারে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Fawpac2 on September 11, 2020, 08:22:00 AM
এয়ারর্ড্রপ হল অল্প খরচে বেশি পরিচিত হওয়া। Airdrop কোন পরিশ্রম ছাড়াই বিভিন্ন কয়েন পাওয়া যায়। Airdrop করার জন্য বেশি কাজ করতে হয় না অল্প কাজেই Airdrop করা যায়।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Greatwall on October 14, 2020, 05:51:34 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

এয়ার্ড্রপ সম্পর্কে তেমন কোন ধারণা ছিল না। আপনার এই পোস্টটি পড়ে পুরোপুরি বুঝতে পেরেছি।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Rakin343 on October 14, 2020, 07:48:47 PM
এয়ার্ড্রপ হল ফ্রিতে কোন কিছু উপার্জন করা। এয়ারড্রপ করার জন্য আপনাকে কোন কাজ করতে হবে না আপনি শুধু জয়েন হলে আপনাকে টোকন দেওয়া হয়। আর ভালো ভালো প্রজেক্ট এর এয়ার্ড্রপ আনা হয়।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Power420 on October 15, 2020, 03:47:56 AM
এয়ার্ড্রপ হল প্রজেক্ট এর সুনাম ছড়ানোর এক উপায় স্বল্পমেয়াদী প্রজেক্ট অল্প খরচে বেশি প্রচার করা যায়। এয়ার্ড্রপ মাধ্যমে সব মানুষই কম-বেশি কাজ করে থাকে অল্প কয়েক দিনে প্রচুর পরিমাণ প্রচার করে থাকে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Psycho on October 16, 2020, 12:47:40 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
ভাই আপনি Airdrop সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়েছেন আর একটু ভালো হতো যদি আপনি airdrop জয়েন হতে কি কি লাগে কি করতে হয় তা যদি একটু details বলতেন তাহলে সবার উপকার হত

এয়ারড্রপে জয়েন করতে যা যা লাগে ( মূলত এটি নির্ভর করে যে প্রজেক্ট এয়ারড্রপ আনে তাদের শর্তের উপর)-
১. আপনাকে ফোরামে একাউন্ট থাকতে হবে।
২. তারা হয়তো আপনাকে বলবে- তাদের ফেসবুক পেজ লাইক করতে হবে এবং একটা পোস্ট শেয়ার করে তার লিংক ফর্মে অথবা ফোরামে কমেন্ট করে জমা দিতে হবে। সুতারং এখানে আপনার ফেসবুক একাউন্ট থাকাটা বাধ্যতামূলক এবং ফেসবুকে নূন্যতম কিছু ফ্রেন্ডস বা ফলোয়ার থাকতে হবে।
৩. তারা হয়তো আপনাকে বলবে- তাদের টুইটার পেজ ফলো করতে হবে এবং একটা পোস্ট রিটুইট করে তার লিংক ফর্মে অথবা ফোরামে কমেন্ট করে জমা দিতে হবে। সুতারং এখানে আপনার টুইটার একাউন্ট থাকাটা বাধ্যতামূলক এবং টুইটারে নূন্যতম কিছু  ফলোয়ার থাকতে হবে।
৪. তারা যদি লিংকডইনে কোন শর্ত দেয় তাহলে হয়েতো আপনাকে তাদের লিংকডইন পেজ লাইক করে তার লিংক জমা দিতে হবে। এজন্য আপনার একটা লিংডইন একাউন্ট এবং নূন্যতম কানেকশন থাকতে হবে।
৫. তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে এবং হয়তো টেলিগ্রামে একটা ম্যাসেস দিয়ে তার লিংক জমা দিতে হবে। এজন্য আপনার একটা টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে।
৬. যদি তাদের ওয়েবসাইটে একাউন্ট করতে বলে তবে একাউন্ট করে তার ইউজারনেম কিংবা ইমেইল দিতে বলবে। সেটা করবেন।
৭. আপনারে যে ওয়ালেট জমা দিতে বলবে সেটা দিবেন। ধরুন আপনাকে বললো ইথার ওয়ালেট দিতে- আপনি মাইইথারওয়ালেট, মেটামাস্ক দিতে পারেন তবে ভুলেও কোন একচেঞ্জারের ওয়ালেট দিবেন না। দিলে আপনার টোকেন কালের অতল গহব্বরে হারিয়ে যাবে যা আপনিও কোনদিন খুজে পাবেন না।
৮. যদি তারা এয়ারড্রপ থেডে কোন পোস্ট দিতে বলে তাহলে সেটা দিবেন।
৯. সর্বশেষ কথা- আগে এয়ারড্রপ পোস্টটা ভালো করে পড়বেন। তাদের শর্ত মোতাবেক যা যা করতে বলবে তাই তাই করবেন। এটাই আসল কথা।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে।  এয়ার্ড্রপ নিয়ে এত সুন্দর ভাবে একটা পোস্ট করার জন্য। যাদের এয়ার্ড্রপ নিয়ে সমস্যা ছিল তারা আপনার পোস্টটি পড়ে অনেক উপকৃত হবে। আশা করি এইরকম শিক্ষনীয় পোস্ট আরো বেশি বেশি করবেন। যাতে করে আমাদের মত নতুন ইউজার রা অনেক কিছু শিখতে পারে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Casual on October 16, 2020, 01:02:26 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

হ্যাঁ ভাই ঠিক বলেছেন। যদি কোন কয়েন বাজারে ফাস্ট আসে তাহলে সেই কয়েনগুলো পরিচিত করার জন্য বাজারে airdrop আসে। তাহলে দেখা যায় কয়েন গুলো জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পায় মূলত সে কারণে বাজারে airdrop ছাড়া হয়।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Casual on October 16, 2020, 01:08:10 PM
আমি সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। যদি কোন সিনিয়র ভাইদের কাছে ভালো মানের airdrop এর লিংক থাকে তাহলে সেটি দেওয়ার জন্য অনুরোধ করছি।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Zero0 on October 25, 2020, 01:57:34 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
ধন্যবাদ ভাইয়া এয়ার্ড্রপ সম্পর্কে এমন সুস্পষ্ট ধারণা দেয়ার জন্য।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: ranaprime on October 25, 2020, 02:43:25 PM
বাজারে নতুন কয়েন সম্প্রসারনের জন্য যে কয়েনগুলো ফ্রিতে দেওয়া হয় তার নাম এয়ারডপ।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Casual on October 26, 2020, 04:37:44 AM
বাজারে নতুন কয়েন সম্প্রসারনের জন্য যে কয়েনগুলো ফ্রিতে দেওয়া হয় তার নাম এয়ারডপ।

হ্যাঁ ভাই আপনার কথাটি একদম সঠিক।বাজারে কোন নতুন কয়েন আসলে সেগুলো পরিচিত লাভ করার জন্য এয়ার্ড্রপ সারা হয়। এবং কিছু কিছু করে টোকেন মাগনা দেয়া হয় যাতে করে সবাই এটি সম্পর্কে জানা থাকে। এভাবে পরিচিত লাভ করার জন্য এয়ার্ড্রপ ছাড়া হয়।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Em00n01 on October 26, 2020, 03:49:56 PM
আপনি ভালোই বলেছেন। তবে আরেকটু যোগ করতে চাই যে, এয়ারড্রপ মূলত মার্কেটিং এর একটা অংশবিশেষ। কিছু টোকেনের বিনিময়ে তারা ছোটখাটো ভাবে মার্কেটিং করিয়ে নেয়। এতে তারা কিছুটা ওয়েব ট্রাফিক পায় সাথে সোশ্যাল মিডিয়ায় কিছু ফ্যান ফলোয়ার।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: saidul2105 on October 26, 2020, 05:12:48 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
আমার  এয়ারড্রপ সম্পর্কে কিছুটা ধারণা ছিলো,আপনার পোস্টটি পড়ে এখন পুরোপুরি ভাবেই বুঝতে পারলাম।   
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে   সাবলীল ভাষায়   Airdrop সম্পর্কে   বিস্তারিত আলোচনা করে পোস্টটি করার জন্য। 
আপনার পোস্টটি পড়ে আমার মনে হয় যে এখানে যতো গুলো নতুন মেম্বার আছে তারা সবাই Airdrop সম্পর্কে জানতে পেরেছে এবং তারা সবাই পরবর্তীতে Airdrop এ অংশগ্রহণ করে কিছু টাকা উপার্জনের চেষ্টা করবে,এবং তারা বেশ ভালো মানের প্রফিট পাবে বলে আমি আশাবাদী।

কিন্তু যদি Airdrop  এর  ক্ষেত্রে কোম্পানি Scam করে তাহলে নতুনদের মনে একটা হতাশা জন্ম নিতে পারে।  কেননা বর্তমানে বেশির ভাগ কোম্পানিই Scam করে থাকে।

 তাই বাজারে কোন নতুন কয়েন আসলে আগে সেইটা যাচাই-বাছাই করে নেওয়া টা উচিৎ বলে আমি মনে করি।                                                                     
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Rubel007 on October 26, 2020, 06:27:23 PM
 বাজারে নতুন কোন টোকেন বা কয়েন আসলে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন বা কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এই ফ্রিতে দেয়া টোকেন বা কয়েনকে Airdrop বলা হয় । আশা করি বুঝতে পেরেছেন  ।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: ranaprime on October 27, 2020, 03:36:59 AM
আমি সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। যদি কোন সিনিয়র ভাইদের কাছে ভালো মানের airdrop এর লিংক থাকে তাহলে সেটি দেওয়ার জন্য অনুরোধ করছি।
সিত্যকার অর্থে কোন এয়ারডড় ভাল আর কোন টি মন্দ তা আইডেনটিফাই করা খুবই অসম্ভব।তাই যদি এয়াডপ করতে চান তাহেলে সব গুলোই করতে হবে কোন টা মিস করা যাবে না। কারন কোন ভাল হবে তা বোঝা যায় না। আর এয়ারডড় এ স্ক্যামিং হয় বেশি।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: XM8 on October 29, 2020, 04:48:14 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
আমার মনে হয় অধিকাংশ এয়ার্ড্রপ স্ক্যাম হয়। কারণ আমি যতগুলো এয়ার্ড্রপ করছি তারমধ্যে অধিকাংশ এয়ার্ড্রপ স্কাম এবং অন সাকসেস হয়েছে। কিছু কিছু এয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়েছি। কিন্তু অধিকাংশ এয়ার্ড্রপ থেকে কোন পেমেন্ট পাইনি
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Oliva merry on October 29, 2020, 05:43:06 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
ধন্যবাদ ভাই অনেক সুন্দর ভাবে এয়ার্ড্রপ বুঝিয়েছেন। আশা করি আপনার আগামীর পথচলা অনেক সুন্দর হোক। এবং আরো ভালো ভালো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Sumaiya2 on October 30, 2020, 03:35:51 AM
ওয়ারড্রব বলতে যেটুকু বুঝে থাকি তাহলে এয়ার্ড্রপ স্বল্পমেয়াদী প্রজেক্ট অল্প খরচে প্রচার করা। এবং অল্প দিনে ইউজারদের মধ্যে টোকেন এর নাম প্রচার করা।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: ranaprime on October 30, 2020, 03:41:56 AM
আমি সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। যদি কোন সিনিয়র ভাইদের কাছে ভালো মানের airdrop এর লিংক থাকে তাহলে সেটি দেওয়ার জন্য অনুরোধ করছি।
কোন এয়ারডপ ভাল তা বোঝা কঠিন আর এয়ারডপ থেকে আর্ন করতে হলে আপনা কে বেশি বেশি এয়ারডপ করতে হবে কোনটিই মিস করা যাবে না। আপনি যদি একটি মিস করেন দেখবেন সেটাই অনেক ভাল ছিল। তখন আফসোস করতে হবে। আপনি অনলাইন সার্চ করে দেখবেন এয়ারডপের অনেক ধরেনের ওয়েব সাইট আছে সেখানে জয়েন করলে প্রতিনিয়ত আপনার মেইল এ নতুন নতুন এয়ারডপ আমপনার মেইল এ নোটিফিকেশন আসবে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: ranaprime on October 30, 2020, 03:44:08 AM
আমি সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। যদি কোন সিনিয়র ভাইদের কাছে ভালো মানের airdrop এর লিংক থাকে তাহলে সেটি দেওয়ার জন্য অনুরোধ করছি।
কোন এয়ারডপ ভাল তা বোঝা কঠিন আর এয়ারডপ থেকে আর্ন করতে হলে আপনা কে বেশি বেশি এয়ারডপ করতে হবে কোনটিই মিস করা যাবে না। আপনি যদি একটি মিস করেন দেখবেন সেটাই অনেক ভাল ছিল। তখন আফসোস করতে হবে। আপনি অনলাইন সার্চ করে দেখবেন এয়ারডপের অনেক ধরেনের ওয়েব সাইট আছে সেখানে জয়েন করলে প্রতিনিয়ত আপনার মেইল এ নতুন নতুন এয়ারডপ আমপনার মেইল এ নোটিফিকেশন আসবে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Papusha20 on October 30, 2020, 04:27:01 AM
এয়ারড্রপ হচ্ছে বর্তমান সময়ে ফ্রি তে কাজ করে কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া মাসিক একটি ভালো এমাউন্ট আয় এর মাধ্যম।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Jaya60 on October 30, 2020, 09:13:17 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

অ্যাডোব সম্পর্কে আপনি অনেক সুন্দর ভাবে কথাগুলো বুঝে বলেছেন। এবং এয়ার্ড্রপ কি সেটা এই পোস্টটি পড়ে সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হয়েছি।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Hasan986 on November 05, 2020, 11:52:21 PM
এয়ারড্রপ হচ্ছে বর্তমান সময়ে ফ্রি তে কাজ করে কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া মাসিক একটি ভালো এমাউন্ট আয় এর মাধ্যম।
Airdrop করে মাসিক একটা ইনকাম করতে আপনি পারবেন না। হয়তো আপনি বাউন্টি করে মাসিক কিছু ইনকাম করতে পারবেন। তবে Airdrop হচ্ছে লাক ১০০ টা করে ১ টায় লাক ভালো হলে সেখান থেকে ৫০-১০০$ পেতে পারেন।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Hasan986 on November 05, 2020, 11:55:16 PM
ওয়ারড্রব বলতে যেটুকু বুঝে থাকি তাহলে এয়ার্ড্রপ স্বল্পমেয়াদী প্রজেক্ট অল্প খরচে প্রচার করা। এবং অল্প দিনে ইউজারদের মধ্যে টোকেন এর নাম প্রচার করা।
ঠিক বলছেন। এটা এমন একটি মার্কেটিং যেখানে অল্প খরছে ভালো একটা মার্কেটিং করা যায়। এয়াড্রপে পায় কয়েক হাজার মানুষ জয়েন করে বিদায়। কয়েনের পরিচিতি টা খুব দ্রুত বৃদ্ধি পায়। তাই প্রায় সব প্রজেক্ট ই মার্কেটিং এর পার্ট হিসেবে এয়ারড্রপ ও রাখে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Crypto_Somrat on November 06, 2020, 02:29:28 AM
এয়ারড্রপ হচ্ছে বর্তমান সময়ে ফ্রি তে কাজ করে কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া মাসিক একটি ভালো এমাউন্ট আয় এর মাধ্যম।
জি ভাই আপনি একদম ঠিক বলেছেন, এয়ার্ড্রপ করেও ভাল প্রফিট পাওয়া সম্ভব। কিন্তু নিয়মিত করতে হবে যদিও বর্তমান এয়ার্ড্রপ জগত স্কিপ প্রজেক্টে ভরে গেছে। সে ক্ষেত্রে 50 থেকে 60 টাইপ করলে দুই-একটা সাকসেস হয়ে থাকে। তার পরেও যদি নিয়মিত এয়ারড্রপ করা যায় তাহলে মাস শেষে ভালো একটা প্রফিট আশা করা যায়।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Markuri33 on November 06, 2020, 02:38:57 AM
এয়ারড্রপ কি তা আপনার এই পোস্ট থেকে আমি সম্পূর্ণ ভাবে বুঝতে পারলাম এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Clearman on November 06, 2020, 02:39:52 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
ভাই আপনি Airdrop সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়েছেন আর একটু ভালো হতো যদি আপনি airdrop জয়েন হতে কি কি লাগে কি করতে হয় তা যদি একটু details বলতেন তাহলে সবার উপকার হত

এয়ারড্রপে জয়েন করতে যা যা লাগে ( মূলত এটি নির্ভর করে যে প্রজেক্ট এয়ারড্রপ আনে তাদের শর্তের উপর)-
১. আপনাকে ফোরামে একাউন্ট থাকতে হবে।
২. তারা হয়তো আপনাকে বলবে- তাদের ফেসবুক পেজ লাইক করতে হবে এবং একটা পোস্ট শেয়ার করে তার লিংক ফর্মে অথবা ফোরামে কমেন্ট করে জমা দিতে হবে। সুতারং এখানে আপনার ফেসবুক একাউন্ট থাকাটা বাধ্যতামূলক এবং ফেসবুকে নূন্যতম কিছু ফ্রেন্ডস বা ফলোয়ার থাকতে হবে।
৩. তারা হয়তো আপনাকে বলবে- তাদের টুইটার পেজ ফলো করতে হবে এবং একটা পোস্ট রিটুইট করে তার লিংক ফর্মে অথবা ফোরামে কমেন্ট করে জমা দিতে হবে। সুতারং এখানে আপনার টুইটার একাউন্ট থাকাটা বাধ্যতামূলক এবং টুইটারে নূন্যতম কিছু  ফলোয়ার থাকতে হবে।
৪. তারা যদি লিংকডইনে কোন শর্ত দেয় তাহলে হয়েতো আপনাকে তাদের লিংকডইন পেজ লাইক করে তার লিংক জমা দিতে হবে। এজন্য আপনার একটা লিংডইন একাউন্ট এবং নূন্যতম কানেকশন থাকতে হবে।
৫. তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে এবং হয়তো টেলিগ্রামে একটা ম্যাসেস দিয়ে তার লিংক জমা দিতে হবে। এজন্য আপনার একটা টেলিগ্রাম একাউন্ট থাকতে হবে।
৬. যদি তাদের ওয়েবসাইটে একাউন্ট করতে বলে তবে একাউন্ট করে তার ইউজারনেম কিংবা ইমেইল দিতে বলবে। সেটা করবেন।
৭. আপনারে যে ওয়ালেট জমা দিতে বলবে সেটা দিবেন। ধরুন আপনাকে বললো ইথার ওয়ালেট দিতে- আপনি মাইইথারওয়ালেট, মেটামাস্ক দিতে পারেন তবে ভুলেও কোন একচেঞ্জারের ওয়ালেট দিবেন না। দিলে আপনার টোকেন কালের অতল গহব্বরে হারিয়ে যাবে যা আপনিও কোনদিন খুজে পাবেন না।
৮. যদি তারা এয়ারড্রপ থেডে কোন পোস্ট দিতে বলে তাহলে সেটা দিবেন।
৯. সর্বশেষ কথা- আগে এয়ারড্রপ পোস্টটা ভালো করে পড়বেন। তাদের শর্ত মোতাবেক যা যা করতে বলবে তাই তাই করবেন। এটাই আসল কথা।

আপনি যেভাবে এয়ার্ড্রপ জয়েন সম্পর্কে বুঝেছেন অসম্পূর্ণ খুবই ভালো লাগলো।আমি আপনার পোস্ট মোতাবেক একটা ইয়ার ডুবে জয়েন হয়েছি এবং 300 টোকন পেয়েছি। এই মূল্যবান পোষ্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Pitter on November 12, 2020, 06:57:44 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
এখানে আপনি খুব সহজ ভাবে বলেছেন তাই না বোঝার কিছুই নেই। আপনা কে ধন্যবাদ।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: sky20 on November 12, 2020, 07:20:20 PM
এয়ার ড্রপ হল ফ্রিতে আপনাকে কিছু কয়েন দিবে বিনিময়ে আপনা কে সোসাল মিডিয়াতে কিছু পোস্ট করতে হবে এই আর কি। এটি খুবই সহজ কাজ যে কেউ করতে পারবে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: AGM on November 12, 2020, 07:23:52 PM
এয়ার ড্রপ হল ফ্রিতে আপনাকে কিছু কয়েন দিবে বিনিময়ে আপনা কে সোসাল মিডিয়াতে কিছু পোস্ট করতে হবে এই আর কি। এটি খুবই সহজ কাজ যে কেউ করতে পারবে।
আপনি অনেক ভালভাবে বুঝিয়েছেন আমাদের নতুনদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে এয়ার্ড্রপ সম্পর্কে ধন্যবাদ আপনাকে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Blue_sea on November 12, 2020, 09:51:18 PM
নতুন কোন প্রজেক্ট লঞ্চ করার সময় কিছু ফ্রি টোকেন দিয়ে থাকে। সেগুলো মুলত টুইটার,ফেইবুক,টেলিগ্রাম একাউন্ট দিয়ে শেয়ার করতে হয়। এটিই মূলত এয়ারড্রপ।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Msweet on November 12, 2020, 10:42:09 PM
সহজ কথা যেটা বুঝতে পারলাম l একটি এয়ারড্রপ হ'ল সাধারণত কোনও মানিব্যাগের ঠিকানাগুলিতে একটি ক্রিপ্টোকারেন্সি টোকেন বা মুদ্রার বিতরণ।  এয়ারড্রপস প্রাথমিকভাবে মনোযোগ এবং নতুন অনুসারী পাওয়ার উপায় হিসাবে প্রয়োগ করা হয়, যার ফলে বৃহত্তর ব্যবহারকারী-বেস এবং মুদ্রার বিস্তৃত বিতরণ হয়।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Magepai on November 13, 2020, 01:57:58 AM
ইয়ার বলতে বুঝায় যে বাজারে কিছু নতুনটোকন আসলে সে টোকেন গুলি পরিচিত করার জন্য সবাইকে কিছু কিছু টোকেন ফ্রিতে দিয়ে থাকে সেই টোকেন গুলি পরিচিত হবার জন্য।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Blue_sea on November 13, 2020, 05:15:05 AM
ইয়ার বলতে বুঝায় যে বাজারে কিছু নতুনটোকন আসলে সে টোকেন গুলি পরিচিত করার জন্য সবাইকে কিছু কিছু টোকেন ফ্রিতে দিয়ে থাকে সেই টোকেন গুলি পরিচিত হবার জন্য।
আপনি ঠিক বলেছেন। এটি একটি বিজ্ঞাপনও বলতে পারেন। আর সোসাল মিডিয়াতে এই ছোট কাজ টি করে দিলে আপনি কিছু ফ্রিতে টোকেন পাবেন।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Apower$ on November 13, 2020, 06:08:30 AM
airdrop কি তা আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ার পর বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ ব্রো।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Malam90 on November 13, 2020, 06:14:12 AM
এয়ারড্রপ হচ্ছে ফ্রিতে কোন প্রজেক্টের সামান্য কিছু কাজ করা যেমন, সোস্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট এবং ফর্ম ফিল আপ করে জমা দিলে টোকেন দেয় কিছু ফ্রিতে। তবে এয়ারড্রপ এখন সময়ের অপচয়। তাই এয়ারড্রপ নিয়ে মাথা না ঘামিয়ে বাউন্টি ও সিগনেচার করার প্রতি মনোযোগ দেন সবাই। তাতে লাভ হবে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Papusha20 on November 13, 2020, 11:12:24 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

এয়ার্ড্রপ হলো স্বল্প খরচে টোকেনের পরিচিত করা। টোকেন টা যখন বাজারে ছাড়তে শুরু করে তখন প্রথমেই এয়ার্ড্রপ চালায় এবং টোকেন পরিচিতি লাভ করে। এটা ছিল আমার জালা খবর কিন্তু আপনি আমার থেকে আরো অনেক ভাল করে বুঝেছে এ জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: babu10 on November 13, 2020, 02:30:14 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

এয়ারড্রপ সম্পর্কে  আপনার তথ্য ঠিক আছে তবে এখন এয়ারড্রপ যারা করেন তাদের সময় নষ্ট বলে আমি মনে করি কারন কোন এয়ারড্রপ ই এখন কোন কাজে আাসেনা। অনেকসময় যেই এমাউন্ট দেয় সেগুলো বাজারে সেল করাও যায়না।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Ak600 on November 18, 2020, 06:56:53 PM
Airdrops holo olpo khoroche besi faida neya. Samanno Kisu token allocation Kore ico market e coin K porichito korai holo airdrops. Present time maximum airdrops scam hosse.
Yes, brother apni thik bolechen, fortunately and unfortunately apnar kotha right, karon bajare sob scam dukche.   
হুম।। স্কেমের জন্যই আজ ক্রিপ্টোকারেঞ্ছির বাঁজার শুধু নিচের দিকে যাচ্ছে । ভাল ভাল প্রজেক্ট গুলুও সাকসেস হয় না । আর লস গুনতে হচ্ছে
[/quote
হুম ভাই ঠিক কথাটাই বলেছে কারেন্সি বাজার শুধু নিচের দিকে যাচ্ছে ভালো ভালো প্রজেক্টগুলো সাকসেস হয় না এটাই সমস্যা মূল কারণ
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Jackson on November 18, 2020, 07:47:29 PM
এয়ার্ড্রপ হচ্ছে ফ্রী-টোকেন বা কয়েন |যখন কোন নতুন প্রজেক্ট আসে এগুলো সবার সামনে পরিচিত করানোর জন্য টোকেন এর মালিক গন ফ্রিতে কিছু টোকেন দিয়ে থাকে|যাতে তাদের টোকন বা কয়েন পরিচিতি লাভ করে|এটি এয়ার্ড্রপ হিসেবে পরিচিত|তবে তারা টোকেনগুলো তাদের নিজস্ব ওয়েবসাইটে দিয়ে থাকেন|টোকেন গুলো তারা তাদের সম্পূর্ণ টোকেন বিক্রির পর ফ্রী টোকেন গুলো দিয়ে থাকেন
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Chita76 on November 19, 2020, 02:50:12 AM
এয়ার্ড্রপ হল বাজারের যখন কোন নতুন টোকেন আসে তখন সেটা আর পরিচিত করার জন্য এয়ার্ড্রপ চালায়। এয়ার্ড্রপ হল স্বল্পমেয়াদী প্রজেক্ট এ প্রজেক্ট এ বাজেট অল্প থাকে এবং বেনিফিট কম পাওয়া যায়।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Crypto_Somrat on November 19, 2020, 03:06:04 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি এয়ারপোর্ট সম্পর্কে অনেক ভালোভাবে জানিয়েছেন। অনেক জুনিয়ার ইউজারদের মনে এয়ার্ড্রপ নিয়ে নানান রকম প্রশ্ন থাকে। আশা করি আপনার পোষ্ট থেকে জুনিয়ররা এয়ার্ড্রপ সম্পর্কে ভালো ধারণা পাবেন। আপনার জন্য রইলো অনেক শুভকামনা আশা করবো আপনি ভবিষ্যতে শিক্ষামূলক পোস্ট করবেন যা থেকে জুনিয়ররা কিছু না কিছু শিখতে পারে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Heron on November 19, 2020, 04:40:11 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
ধন্যবাদ ভাই আপনাকে। আপনি এয়ার্ড্রপ সম্পর্কে ভাল ধারণা দিয়েছেন। আমাদের মত নতুনদের যাদের এয়ার্ড্রপ সম্পর্কে তেমন কোন ধারণা নেই কিন্তু জানতে আগ্রহী। আমি মনে করি তারা আপনার পোষ্ট থেকে এয়ারড্রপ সম্পর্কে মোটামুটি ভাল ধারণা পাবে। আশা করব ভবিষ্যতে আপনি এমন আরো শিক্ষামূলক পোস্ট করতে থাকবেন। এবং আমরা জুনিয়ররা আপনাদের পোষ্ট থেকে কিছু না কিছু শিখতে থাকবো।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Mrkadir85 on November 19, 2020, 12:25:08 PM
যারা এয়ার্ড্রপ সম্পর্কে খুব একটা জানে না তাদের জন্য এই পোস্টটি খুবই কাজে লাগবে আমি খুব একটা এয়ার্ড্রপ করি না কেননা বেশিরভাগ এয়ার্ড্রপ স্কাম হয় পেমেন্ট পাওয়া যায় না।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: warhero on November 19, 2020, 04:24:11 PM
এয়ার্ড্রপ বাউন্টিতে যোগ হতে কোন কণ্ডিশন লাগে যে কেউ add হতে পারবে
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Kangaro45 on November 19, 2020, 04:29:20 PM
আপনি এয়ার্ড্রপ সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ।আপনার মাধ্যমে এয়ার্ড্রপ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমি যতটুকু জানি বেশিরভাগ এয়ার্ড্রপ স্কাম হয়ে থাকে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Alvida on February 02, 2021, 03:38:50 PM
এই রকম পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি এরূপ সম্পর্কে তেমন বুঝতাম না। কিন্তু এখন আপনার এই টপিকটি পড়ে আমি অ এয়ার্ড্রপ সম্পর্কে অনেক ভালভাবে বুঝতে পারলাম বিষয়টি। জে এয়ার্ড্রপ বাজারে ছাড়ার কারণ হচ্ছে টোকেন পাবলিস্ট করা বা পরিচিতি লাভ করে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: ExtraPoint on February 03, 2021, 07:31:34 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
এ ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ক্রিপ্টোকারেন্সি তে নতুন হওয়ায় এয়ার্ড্রপ সম্পর্কে ততটা বুঝতাম না। কিন্তু আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। এয়ার্ড্রপ বাজারে ছাড়ার মূল কারণ হচ্ছে টোকেন পাবলিস্ট করা।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: EKRA13 on February 28, 2021, 04:25:22 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।


আপনি সঠিক কথাটাই বলেছেন। কারণ অনেকে ভুয়া প্রজেক্ট এয়ার্ড্রপ চালিয়ে থাকে। টোকেন ক্রয়ের আগে ভালভাবে যাচাই বাছাই করে দিতে হবে। বেশিরভাগ এয়ার্ড্রপ স্কাম হয়ে থাকে তবে যে দুএকটি এয়ার্ড্রপ সাকসেস হয় তা থেকে বিগ পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Cleanerbd on March 02, 2021, 07:12:49 AM
আমরা এয়ারড্রপ বলতে এক কথায় বুঝে যাবো যে এটি একটি নতুন প্রজেক্ট চালু হবে।  আর সকল নতুন প্রজেক্ট চালু করার জন্য এয়ারড্রপের মাধ্যমে প্রচরনা চালু করা হয় এবং কিছু এমাউন্ট গিভওয়ে দেওয়া হয়। এয়ারড্রপ বলতে মূলত প্রচরনার কাজে ব্যবহারিত মাধ্যমকে বোঝায়
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Mj joy on March 03, 2021, 04:37:30 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
  হ্যাঁ ভাই  বুঝতে পেরেছি এয়ার্ড্রপ আসলে কি আমার শুধু  হেয়ার 8.4 মেহেন্দি এবং সিগনেচার সম্পর্কে ধারণা ছিল কিন্তু আপনার পোষ্টটি পড়ে এবং একটি খুব ভালো একটি দাঁড়ানো হয়েছে ।  আসলে নতুন কোন কয়েন ভট্ট কেন বাজারে আসলে সেটি যাচাই-বাছাই না করে ক্রয় করা উচিত নয় ।  যাচাই-বাছাই না করে ক্রয় করলে আমাদের মত নতুনরা অনেক বড় ধরনের ধরা খেয়ে উঠে ।  আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন করেন এবং তখন সম্পর্কে মূল্যবান ধারণা দেওয়ার জন্য ।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Milon626 on March 04, 2021, 09:06:08 AM
আমি এয়ারড্রপ সম্পর্কে তেমন অবগত ছিলাম না।  তবে আপনার এই পোস্টটি পড়ে এখন আমি এয়ারড্রপ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।  এই বিষয়টা নতুন হিসেবে আমার জানা খুব প্রয়োজন ছিলো।  আপনাকে অসংখ্য ধন্যবাদ।                           
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: NANCY on March 04, 2021, 02:37:46 PM
বর্তমান সময়ে মানুষ বেশি এয়ার্ড্রপ করে না। আগে অনেক মানুষ অনেক এয়ার্ড্রপ করত কিন্তু বর্তমান সময়ে সবগুলা মানুষ বাউন্টি দিকে ঝুঁকে পড়েছে। এবং আপনার এই মূল্যবান পোষ্টটি থেকে আমি অনেক কিছু এয়ারড্রপ সম্পর্কে জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Rothi roy on March 15, 2021, 09:09:53 AM
টোকেন বা কয়েন ফ্রি ডিসট্রিবিউশনকেই এয়ার ড্রপ বলে। সাধারণত নতুন কোন টোকন বা কয়েন বাজারে আসলে কোম্পানির মালিক গণ তাদের কয়েন বা টোকেন পরিচিত করার জন্য ফ্রি রেজিস্ট্রেশন করতে বলে বা ফেসবুক,টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করে কিছু কাজ করতে বলে। কাজ করলে এয়ারড্রপ পাওয়া যায়।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Sonjoy on March 16, 2021, 07:01:11 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
আপনার পোষ্টটি তথ্যবহুল হয়েছে তবে এ বিষয়ে কিন্তু আরো ভালোভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটি মডারেটর ভাইরা কিন্তু এ বিষয়ে অনেক সুন্দর সুন্দর পোস্ট করে রেখেছে সে থেকে আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু সেখানে গিয়ে ভালোভাবে পড়ে নিতে পারবেন ধন্যবাদ
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Tubelight on March 18, 2021, 07:27:11 AM
ধন্যবাদ আপু আপনাকে একদম সম্পর্কে এত সুন্দর একটি পোস্ট তৈরী করার জন্য।আমরা অনেকেই আছি এয়ার্ড্রপ সম্পর্কে কিছু জানি না শুধু হুমরি খেয়ে এয়ার্ড্রপ এ জয়েন হয়।বিশেষ করে তাদের জন্য এই পোস্ট যারা এয়ার্ড্রপ সম্পর্কে জানেনা তারা যদি এই পোস্ট পড়ে তাহলে অবশ্যই এই এয়ার্ড্রপ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারবে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Sonjoy on March 18, 2021, 12:58:58 PM
মার্কেটে যখন নতুন পায়েল লঞ্চ হয় তখন তারা কিছু জীবনের আয়োজন করে যেমন আমরা যারা আছি তাদের কে দিয়ে কাজ করিয়ে নেয় কারেন্ট বিলের মালিকরা সেক্ষেত্রে হয় কি যার মাধ্যমে তারা কিন্তু এটার পরিচিত লাভ করার জনপ্রিয়তা অর্জন করায় সে ক্ষেত্রে মার্কেট এখান থেকে কিছু পরিমাণ এর অর্থ হান্টারদের মাঝে বিতরন করে দেয় আর সেটাকেই আমরা নামে পরিচিত
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: EKRA13 on March 20, 2021, 03:32:36 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।


আসলে আমাদের মত নতুনরা প্রথম দিকে ফোরামে এয়ারড্রপ এ কাজ করে থাকে। তবে এয়ার্ড্রপ থেকে তেমন একটা পেমেন্ট পাওয়া যায় না। বেশিরভাগ এয়ার্ড্রপ কাম প্রজেক্ট হয়ে থাকে। তবে আপনি অনেক সুন্দর ভাবে এয়ার্ড্রপ সম্পর্কে বুঝিয়েছেন যা অনেক নতুন ইউজারদের সুবিধা হবে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Danilo Malaggay on March 21, 2021, 09:01:43 AM
হ্যা এয়ারড্রপ মানে বাতাসে উড়ে আসা রোজগার,, যেমন কোন একটি নতুন কয়েন মার্কেটে আসার আগে কয়েন কম্পানি গুলো অনেক কয়েন দিয়ে থাকে তাদের কয়েনের মার্কেটিং করার কারনে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Arifine on March 27, 2021, 04:24:18 AM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
  এয়ার্ড্রপ  সম্পর্কে আমার কোন ধারণা নেই আমি নতুন । এখানে অনেক সিনিয়ার ভাই আছে। তাদের কাছ থেকে জেনে নেবেন তারা এসব বিষয়ে ভালো বলতে পারবে কারন তারা অনেকদিন ধরে এখানে আছে। তাদের এয়ার্ড্রপ সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়েছে তারা আপনাকে বেশি ভালোভাবে  বুঝাতে পারবে । আপনার মূল্যবান পোষ্টটি করার জন্য অনেক ধন্যবাদ ।  আপনার  পোস্টে অনেক সুন্দর হয়েছে ।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Dark Knight on April 02, 2021, 12:23:02 PM
যখন বাজারে নতুন কোন টোকেন/কয়েন আসে তখন কম্পানি মালিকগন তাদের নতুন টোকেন/কয়েন কে বাজারে পরিচিত করানোর জন্য কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে। এটিই হল মুলত Airdrop।
 
তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করার জন্য কিছু টোকেন/কয়েন দিয়ে থাকে। এখন কথা হল আপনি এসব টোকেন/কয়েন দিয়ে কি করবেন? প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ না হউয়া পর্যন্ত আপনি টোকেন/কয়েন গুল রেখে দিবেন। তারপর প্রোজেক্ট সম্পুন্ন লাঞ্চ হউয়ার পর এগুল আপনি ইথেরিয়াম বা বিটকয়েন এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন।

তবে নতুন কয়েন বাজারে আসলেই তা ভাল করে যাচাই বাছাই না করে ক্রয় করতে যাবেন না। কারণ বেশিরভাগ কম্পানি Scam করে থাকে। আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
জি আপনি অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। এয়ার্ড্রপ মূলত ফ্রী টোকেন দিস্ট্রিবিউশন। এয়ার্ড্রপ হলো খুব অল্পসময়ের প্রজেক্ট।যখন কোন টোকেন বাজারে আসে তখন তা সবার মাঝে সুপরিচিত করার জন্য তখন কোম্পানির মালিকরা এয়ার্ড্রপ নিয়ে আসে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Irfan12@ on April 03, 2021, 07:13:15 PM
বর্তমানে এয়ারড্রপ করে প্রেমেন্ট পাওয়া যায় না। তাই আমি বলবো এয়ার্ড্রপ করে প্রেমেন্ট পাওয়ার আশা বাদ দিতে হবে। মূলত এয়ারড্রপ লঞ্চ করা হয় তাদের টোকেন এর প্রথম পরিচিতি লাভের জন্য। এয়ার্ড্রপ মানেই ফ্রিতে টোকেন বিতরণ করা। কোন একটা টোকেনের 4% টোকেন বাউন্টি এবং এয়ারড্রপ এর জন্য বাজেট করা থাকে।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Random203 on April 19, 2021, 08:33:26 AM
এয়ারড্রপ হলো ক্রিপ্টোকারেন্সিতে কিছু নতুন কয়েন মার্কেটে পরিচয় করানোর জন্য ফ্রি ডিসট্রিবিউশন। এতে কোন প্রকার পরিশ্রম করতে হয় না।  বিনা পরিশ্রমে  অর্থ উপার্জনের একটি মাধ্যম হলো এই এয়ারড্রপ।  তবে অনেক ক্ষেত্রেই বিভিন্ন কোম্পানি এই এয়ারড্রপ গুলোকে স্ক্যাম করে থাকে।                             
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: Rokon5 on April 24, 2021, 11:03:37 AM
  এয়ার্ড্রপ মূলত ফ্রী টোকেন দিস্ট্রিবিউশন।  বাজারে পরিচিত করানোর জন্য কোম্পানী কিছু কয়েন ফ্রিতে দিয়ে থাকে এটিই হল মুলত Airdrop। এয়ার ড্রপ দেয়ার মূল কারণ তাদের প্রোজেক্ট পাবলিশ করার জন্য।
Title: Re: এয়ারড্রপ (Airdrop) কি ?
Post by: mr.Robot on May 17, 2021, 04:25:03 PM
Airdrops holo olpo khoroche besi faida neya. Samanno Kisu token allocation Kore ico market e coin K porichito korai holo airdrops. Present time maximum airdrops scam hosse.
ভাই আমি আপনার এই কথার সাথে একমত পোষন করি। 1-5% এয়ারড্রপ মানুষকে ভালো কিছু দেয়, অন্যথায় এইগুলা শুধু wallet কে বারী করার কাজ করে, এই ছাড়া কিছু না। তবে টিম এর এতে অনেক উপকার হয়। তাদের হোল্ডার বাড়ে, কমিউনিটি বাড়ে, তাদের ব্যাপারে মানুষ জানে এইসব।