ভাই আমার জীবনের সবথেকে বড় ভুল হইলো বাংলাদেশের খেলা দেখা। লজ্জা সরম থাকলে আর জীবনেও বাংলাদেশের খেলা দেখবো না বলে, আবার সেই বালডাই দেখি বারবার। নির্লজ্জ, বেহায় কোথাকার।
যাইহোক, ফ্রেন্ডলি ওডভাইস, জীবনে বউ-বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে চাইলে আর বাংলাদেশের খেলা দেইখেন না (যদিও দেখবেন)। মাঝে মাঝে মনে হয় এদের খেলা না দেখে ঘুমাইলে হইতো জীবনযুদ্ধে দুই ধাপ আগায়ে যাইতাম।
একটি ভাইয়ের কথা দেখে মনে হচ্ছে ভাইয়ের মনটা ভালা নাই
আমার তো মনে হইতেছে আপনি ভাই আপনি খেলা দেখতে গিয়া ভাবীর হাতের মাইর খাইছেন,
মাইর না মাইনা খাইলেও গাইল তো খাইছেন সিওর।
আপনার অ্যানসারের ওয়েট করলাম
ভারত অষ্ট্রেলিয়া ম্যাচের প্রসঙ্গে আসি। অষ্ট্রলিয়া নিজেদের মাটিতে কিভাবে হেরে গেলো দেখলেন? নিজেদের মাটিতে তারা এমনভাবে খেলেযে যে মনে হয়েছে তারা আসলে ভারতে খেলছে। আর ভারতের জাইসওয়্যাল এর ব্যাটিং দেখে পুরাই অবাক। একই পিচে যেখানে অষ্ট্রলিয়া দাড়াতেই পারলো না, সেই পিচেই এরা দানবীয় ব্যাটিং করেছে।
ভাই এই ম্যাচ সম্পর্কে আর কি বলব প্রথমে ইন্ডিয়া মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গেল দেখে খুশি হইলাম যে তারা এই ম্যাচে হারবে কিন্তু অস্ট্রেলিয়া খেলতে নেমে দেখা যায় একদম সের(হেগে) দিয়ে দিল।
মাত্র ১০৪ রানে অলআউট তাও আবার নিজেদের দেশে তাও আবার অস্ট্রেলিয়ান টিম। অস্ট্রেলিয়ার পারফরম্যান্স দেখে মনে হচ্ছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ান প্লেয়াররা ভাই ভাই।