Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: babu10 on July 26, 2020, 07:04:33 AM

Title: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: babu10 on July 26, 2020, 07:04:33 AM
যারা ক্রিপ্টোমার্কেটে আছেন তাদের জন্য সুখর হলো অনেকদিন পর ইথার 300$ অতিক্রম করল এবং বিটিসি 9600$+ হলো এ সম্পর্কিত দুটো নিউজ হলো আগষ্ট মাসের ১ম সপ্তাহে ইথারিয়াম 2.0 আসতেছে মার্কেটে এবং ইউ.এস ব্যাংক এখন থেকে ক্রিপ্টো কস্টোডি সার্ভিস অফার করতে পারবে-https://www.coindesk.com/banks-in-us-can-now-offer-crypto-custody-services-regulator-says?amp=1&__twitter_impression=true&fbclid=IwAR3KEYu9VvBz-yefZoGdfsnpbGxKRhcR7r-D3fUl4l9g61HhoAQPn3SnaZM

আমার মনে হয় এই দুটোই মার্কেট বাড়ার একমাত্র কারন, আপনাদের মতামত কি?
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Review Master on July 26, 2020, 10:28:59 AM
আমার মনে হয় এই দুটোই মার্কেট বাড়ার একমাত্র কারন, আপনাদের মতামত কি?

আপনি ঠিক বলেছেন এবং ইথিরিয়াম ২.০ এর জন্য সকলেই অপেক্ষা ছিল । এছাড়াও বর্তমানের ইথিরিয়ামের গ্যাস লিমিট অনেক বেশি হওয়ায় কোনো ট্রান্সজেকশন করতে অনেক বেশি ফি লাগতেছে। তাছাড়াও ইথিরিয়াম ২.০ এর এসটকিং এর জন্য অনেকে অগ্রিম ইথিরিয়াম কিনেতেছে। আর ইউএস এর ব্যাংকের এই অনুমতি সত্যি বিটকয়েনের মূল্য বাড়ার একটি বড় কারণ বলা যায়।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Nostoman on July 29, 2020, 07:27:58 PM
Babu10 ভাই। আপনার দেওয়ার লিংক এ ডুকা যাচ্ছে না। আপনি আবার পোস্ট edit করুন।   
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Em00n01 on August 02, 2020, 09:27:15 PM
হা নিউজ গুলো দেখেছিলাম। মূলত এই কারণেই মার্কেট এমন বিগ পাম্প করলো।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Fawpac2 on October 21, 2020, 07:29:07 PM
আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়াম এবং বিটকয়েন ধীরে ধীরে মার্কেট উপরের দিকে উঠে যাচ্ছে। তবে বর্তমানে এর দাম কিন্তু অনেকটাই উপরের দিকে। আমার আশা 2020 সালের মধ্যেই ইথেরিয়ামের দাম 500 ডলার এবং বিটকয়েনের দাম 15 থেকে 16 হাজার ডলারের মধ্যে থাকবে।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Pitter on November 04, 2020, 10:47:16 AM
আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়াম এবং বিটকয়েন ধীরে ধীরে মার্কেট উপরের দিকে উঠে যাচ্ছে। তবে বর্তমানে এর দাম কিন্তু অনেকটাই উপরের দিকে। আমার আশা 2020 সালের মধ্যেই ইথেরিয়ামের দাম 500 ডলার এবং বিটকয়েনের দাম 15 থেকে 16 হাজার ডলারের মধ্যে থাকবে।
এই দাবি আমরা করতেই পারি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Btceth01 on November 06, 2020, 05:51:35 PM
বর্তমানে ইথেরিয়াম 440 ডলার এবং বিটকয়েন 15977 ডলার এর মধ্যে অবস্থান করছে।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Sharpmax on November 08, 2020, 08:10:08 AM
বর্তমানে ইথেরিয়াম 460+এবং বিটকয়েন 15997 ডলার অবস্থান করেছিল।আশা করছি ইথেরিয়াম এই মাসের মধ্যে 500 প্লাস এবং বিটকয়েন এই মাসের মধ্যে 20 হাজার প্লাস থাকবে। তবে এটা কিন্তু সিওর দিয়ে বলছি।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Goblin on November 08, 2020, 08:28:46 AM
যারা ক্রিপ্টোমার্কেটে আছেন তাদের জন্য সুখর হলো অনেকদিন পর ইথার 300$ অতিক্রম করল এবং বিটিসি 9600$+ হলো এ সম্পর্কিত দুটো নিউজ হলো আগষ্ট মাসের ১ম সপ্তাহে ইথারিয়াম 2.0 আসতেছে মার্কেটে এবং ইউ.এস ব্যাংক এখন থেকে ক্রিপ্টো কস্টোডি সার্ভিস অফার করতে পারবে-https://www.coindesk.com/banks-in-us-can-now-offer-crypto-custody-services-regulator-says?amp=1&__twitter_impression=true&fbclid=IwAR3KEYu9VvBz-yefZoGdfsnpbGxKRhcR7r-D3fUl4l9g61HhoAQPn3SnaZM

আমার মনে হয় এই দুটোই মার্কেট বাড়ার একমাত্র কারন, আপনাদের মতামত কি?
ইতিমধ্যে বর্তমানে পৃথিবীর 500 ডলার অতিক্রম করেছে এবং বিটকয়েন 16 হাজার ডলার অতিক্রম করেছে। 2020 সালের শেষের দিকে বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Papusha20 on November 11, 2020, 01:48:40 AM
যারা ক্রিপ্টোমার্কেটে আছেন তাদের জন্য সুখর হলো অনেকদিন পর ইথার 300$ অতিক্রম করল এবং বিটিসি 9600$+ হলো এ সম্পর্কিত দুটো নিউজ হলো আগষ্ট মাসের ১ম সপ্তাহে ইথারিয়াম 2.0 আসতেছে মার্কেটে এবং ইউ.এস ব্যাংক এখন থেকে ক্রিপ্টো কস্টোডি সার্ভিস অফার করতে পারবে-https://www.coindesk.com/banks-in-us-can-now-offer-crypto-custody-services-regulator-says?amp=1&__twitter_impression=true&fbclid=IwAR3KEYu9VvBz-yefZoGdfsnpbGxKRhcR7r-D3fUl4l9g61HhoAQPn3SnaZM

আমার মনে হয় এই দুটোই মার্কেট বাড়ার একমাত্র কারন, আপনাদের মতামত কি?

@babu10 আপনি যে লিংক দিয়েছেন সেই লিংকে ঢোকা যাচ্ছে না এবং কোন তথ্য দেখতে পারতেছি না। আপনি পোস্ট এডিট করে লিঙ্কটা আবার দিন।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Msweet on November 12, 2020, 03:29:03 PM
ইথেরিয়ামের দাম আজ, ​​11,284,669,422 ডলার 24 ঘন্টা ব্যবসায়ের পরিমাণ সহ 463.63 ডলার।  ETH দাম গত 24 ঘন্টা 0.8% বেড়েছে।  এটিতে 110 মিলিয়ন কয়েনের সর্বাধিক সরবরাহ এবং সর্বাধিক ∞ কয়েন সরবরাহ রয়েছে.
বিটকয়েন টোকেনের দাম আজ $ 0.00448682 a 245 ট্রেডিং ভলিউমের সাথে $ 275।  বিটিসিটির দাম গত 24 ঘন্টা -18.5% কমেছে।  এটিতে 13 মিলিয়ন কয়েন সরবরাহ এবং 21 মিলিয়ন কয়েনের সর্বাধিক সরবরাহ রয়েছে।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Power420 on November 17, 2020, 12:41:42 PM
 কিছুদিন আগে ইথেরিয়াম এবং বিটকয়েনের দাম অনেক কম ছিল কিন্তু বর্তমান বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমান ইথিরিয়াম এর দাম 465 ডলার এবং বিটকয়েনের দাম 16675 ডলার। ভবিষ্যতে বিটকয়েন ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আরো বেশি।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Rain075 on November 20, 2020, 09:54:39 AM
আমরা বর্তমানে দেখতে পাচ্ছি থেরিয়াম 490 এবং বিটকয়েনের 18180 ডলারের মধ্যে অবস্থান করতে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন এবং ইথিরিয়াম অনেক বৃদ্ধি পেয়েছে। আশা করি এই 2020 সালের দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Primo1760 on November 25, 2020, 04:20:43 PM
বর্তমানে ইথিরিয়াম 600 ডলার অতিক্রম করেছে এবং বিটকয়েন 19 হাজার ডলার অতিক্রম করেছে।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Cristiano on November 26, 2020, 12:53:34 PM
ইথেরিয়াম 500 ডলার ছাড়িয়ে গিয়েছে বিটকয়েন 19 হাজার ডলার ছাড়িয়ে গেছে।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Sumaiya2 on January 03, 2021, 04:06:19 PM
যদিও এটা অনেকদিন আগের পোস্ট কিন্তু বর্তমান ইথেরিয়াম এর দাম 820 ডলার এবং ইথিরিয়াম এর দাম 34 হাজার 510 ডলার। বর্তমান ও বিটকয়েনের দাম দুটোই বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য যেসকল করেন রয়েছে সকল কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি এর জন্য সবচেয়ে ভালো  ভবিষ্যৎ।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Princeraju on January 04, 2021, 03:15:10 PM
যে লাইনগুলো এখানে শেয়ার করেছেন সেগুলো সাপোর্ট করছে না। আবার পুনরায় এডিট করুন। বিটকয়েন ও ইথেরিয়াম এর তামের অনেক পরিবর্তন হয়েছে। জুলাই মাসের বাজারের সাথে বর্তমান বাজারের কোন মিল নেই।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Olezka on January 05, 2021, 01:14:43 PM
আমরা এখন ইথার কে দেখছি 1000 এবং বিটিসি কে দেখছি 33000 ডলার যা কিছু দিন আগেও অনেকের কাছেই অসম্ভব ব্যাপার হয়ে দাড়িয়েছিল। তা এখন সম্ভব অর্থাৎ বাস্তবতায় রুপ পেয়েছে।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Zixr on February 03, 2021, 09:35:00 AM
যারা ক্রিপ্টোমার্কেটে আছেন তাদের জন্য সুখর হলো অনেকদিন পর ইথার 300$ অতিক্রম করল এবং বিটিসি 9600$+ হলো এ সম্পর্কিত দুটো নিউজ হলো আগষ্ট মাসের ১ম সপ্তাহে ইথারিয়াম 2.0 আসতেছে মার্কেটে এবং ইউ.এস ব্যাংক এখন থেকে ক্রিপ্টো কস্টোডি সার্ভিস অফার করতে পারবে-https://www.coindesk.com/banks-in-us-can-now-offer-crypto-custody-services-regulator-says?amp=1&__twitter_impression=true&fbclid=IwAR3KEYu9VvBz-yefZoGdfsnpbGxKRhcR7r-D3fUl4l9g61HhoAQPn3SnaZM

আমার মনে হয় এই দুটোই মার্কেট বাড়ার একমাত্র কারন, আপনাদের মতামত কি?
বর্তমান মার্কেটে অবস্থা কেমন। কেউ যদি জেনে থাকেন তাহলে আপডেট নিউজ জানাবেন।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: babu10 on February 03, 2021, 11:00:36 AM
আমরা এখন ইথার কে দেখছি 1000 এবং বিটিসি কে দেখছি 33000 ডলার যা কিছু দিন আগেও অনেকের কাছেই অসম্ভব ব্যাপার হয়ে দাড়িয়েছিল। তা এখন সম্ভব অর্থাৎ বাস্তবতায় রুপ পেয়েছে।

আসলে বর্তমানে অবস্থা খুবই ভালো মার্কেটের এবং মনে হচ্ছে দিনকে দিন আরো ভালোর দিকেই যাবে কারণ মার্কেটে কোন নেগেটিভ নিউজ বর্তমানে নাই অন্যদিকে পৃথিবীর বড় বড় ইনভেস্টররা এখানে বিনিয়োগ করতেছে তাই বর্তমানে ইথারিয়াম ১৫৫০ ডলার অতিক্রম করল এবং যদি ২কে ডলার ও দেখি তাহলে অবাক হবার কিছুই থাকবেনা।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Malam90 on February 06, 2021, 02:12:44 PM
যখন টপিক তৈরি করা হয়েছিলো তখনকার সময় থেকে বর্তমানে ইথারিয়ামের দাম ৫০০% এর বেশি বেড়েছে এবং বিটকয়েনের দাম ৪০০% এর বেশি বেড়ে ১৭০০ এবং ৪০০০০ দাড়িয়েছে যথাক্রমে। বর্তমানে মার্কেটের অবস্থা খুবই ভালো। সামনে বিটকয়েন ৫০ হাজার ডলার এবং ইথারিয়াম ২০০০ ডলার যেতে পারে।
Title: Re: ইথারিয়াম 300$+ এবং বিটিসি 9600$+ অতিক্রম করিল।
Post by: Malam90 on February 08, 2021, 02:47:20 PM
টপিকটা লক করে দেওয়া হলো। বর্তমানের সাথে আর সম্পৃক্ততা নেই।