Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Em00n01 on August 03, 2020, 06:51:38 PM

Title: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Em00n01 on August 03, 2020, 06:51:38 PM
বর্তমানে বিটিসি এবং ইথার ১১৫০০$ ও ৩৯৫$ এ আছে। যেহেতু মার্কেটে বুল ফ্ল্যাগ দেখা যাচ্ছে সুতরাং আমাদের নেক্সট টার্গেট থাৰে বিটিসিতে ১৪০০০$ এবং ইথারে ৪৫০$ । এই পজিশন গুলো হোল্ড করতে পারলে সামনে আমরা আরো উপরের লেভেলের প্রাইসে যেতে পারবো।

আপনার মতামত কি?
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Malam90 on August 04, 2020, 04:39:41 AM
বিটিসি ইথার এখন বুল রানে আছে সুতারং বিটিসি ১৪০০০ ডলার এবং ইথার ৪৫০ ডলার যে কোন মুহুর্তে যেতে পারে। এখন বিটিসি এবং ইথার হোল্ড করাই যুক্তিযুক্ত কারণ প্রাইস আপার ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটিই বেশি। অনেকে ইতিমধ্যে বিটকয়েন ও ইথার থেকে ইউএসডিটিতে চলে গেছেন যারা আর রিস্ক নিতে চান না তারাই।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: babu10 on August 04, 2020, 08:18:51 AM
বর্তমানে বিটিসি এবং ইথার ১১৫০০$ ও ৩৯৫$ এ আছে। যেহেতু মার্কেটে বুল ফ্ল্যাগ দেখা যাচ্ছে সুতরাং আমাদের নেক্সট টার্গেট থাৰে বিটিসিতে ১৪০০০$ এবং ইথারে ৪৫০$ । এই পজিশন গুলো হোল্ড করতে পারলে সামনে আমরা আরো উপরের লেভেলের প্রাইসে যেতে পারবো।

আপনার মতামত কি?

কোন সন্দহ নাই যে বিটিসি, ইথার বড় একটা মুভমেন্ট হতে যাচ্ছে কারন সবদিক থেকে এখন ভালো ভালো খবর আসতেছে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে। আসলে করোনাকালীন সময়ে প্রত্যেক সরকার বূঝতে পেরেছে অনলােইন কারেন্সির মূল্য কতটুকু তাই তাদের কেন্দ্রীয় ব্যাংক সেদিকে নজর দিচ্ছে তার মধ্যে অন্যতম হলো সুইস ব্যাংক। তাই সহজেই বুঝা যাচ্ছে যে বিটিসি 14000 ডলার এবং ইথার 500 ডলার যাবে।

ধন্যবাদ।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: ttcsalam on August 04, 2020, 02:26:13 PM
আশা করা যাচ্ছে সামনে একটা ভালো মুভমেন্ট আসতেছে।তবে বিটিসি 14000 যাইতে পারে নিসন্দেহ পোষন করে বলা যায়।তবে হটাৎ করে মার্কেট ডাউন হওয়াতে অনেকেই ঘাবড়ে গেছে বলে মনে হয়।
তাই আশা করা যায় মার্কেট আস্তে আস্তে ভালোর দিকে ই যাচ্ছে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Em00n01 on August 04, 2020, 07:29:48 PM
বিটিসি ইথার এখন বুল রানে আছে সুতারং বিটিসি ১৪০০০ ডলার এবং ইথার ৪৫০ ডলার যে কোন মুহুর্তে যেতে পারে। এখন বিটিসি এবং ইথার হোল্ড করাই যুক্তিযুক্ত কারণ প্রাইস আপার ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটিই বেশি। অনেকে ইতিমধ্যে বিটকয়েন ও ইথার থেকে ইউএসডিটিতে চলে গেছেন যারা আর রিস্ক নিতে চান না তারাই।

আমি বিটকয়েনের চেয়ে ইথারকে বেশি গুরুত্ব দিবো কারণ অল টাইম হাই হিসেবে বিটিসি যতটুকু রিকভারি করেছে ইথার সে হিসেবে করেনি। তাই ইথার থেকে বিগ মুভমেন্ট আসতে পারে বলে মনে করছি।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Nostoman on August 05, 2020, 03:49:05 AM
বর্তমানে বিটিসি এবং ইথার ১১৫০০$ ও ৩৯৫$ এ আছে। যেহেতু মার্কেটে বুল ফ্ল্যাগ দেখা যাচ্ছে সুতরাং আমাদের নেক্সট টার্গেট থাৰে বিটিসিতে ১৪০০০$ এবং ইথারে ৪৫০$ । এই পজিশন গুলো হোল্ড করতে পারলে সামনে আমরা আরো উপরের লেভেলের প্রাইসে যেতে পারবো।

আপনার মতামত কি?
আমারা আশা করতেই পারি। তবে আমাদের বছরের শেষ অবধি অপেক্ষা করতে হবে। দাম বৃদ্ধির অনেক বেশি সম্ভাবনা রয়েছে। তবে এই মুহুর্তে যাদের কাছে বিটকয়েন, ইথার আছে তারা সেল করে দিবেন না। অন্তত এই বছরের শেষ অবধি দেখুন কি হয়। বিটকয়েন, ইথার ভাল পজিশনে না যাওয়া পর্যন্ত আমি আমার ইথার ও বিটিসি গুলি সেল দিব না।   
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Review Master on August 05, 2020, 09:19:40 PM
বর্তমানে বিটিসি এবং ইথার ১১৫০০$ ও ৩৯৫$ এ আছে। যেহেতু মার্কেটে বুল ফ্ল্যাগ দেখা যাচ্ছে সুতরাং আমাদের নেক্সট টার্গেট থাৰে বিটিসিতে ১৪০০০$ এবং ইথারে ৪৫০$ । এই পজিশন গুলো হোল্ড করতে পারলে সামনে আমরা আরো উপরের লেভেলের প্রাইসে যেতে পারবো।

আপনার মতামত কি?

আপনি যদি CME গ্যাপের কথা অনুযায়ী ১৪ হাজার ডলারের পরবর্তী টার্গেটের কথা বলে থাকেন , তাহলে বলব আমি যখন এটি লেখতেছি অর্থ্যাৎ এই সপ্তাহের মার্কেট শুরু হওয়ার পর পরই ১ বছরের পুরনো যে CME গ্যাপ ১৪ হাজার ডলারের মধ্যে ছিল, সেটি পূরণ হয়েছে। আর নতুন একটি CME গ্যাপের পূরণ বাকি আছে, যা ৯ হাজার ডলারের মধ্যে পড়ে। তাই বিটকয়েন এখন ৫০-৫০ অবস্থানে আছে , কারণ বিটিসি ৯ হাজার ডলারে CME গ্যাপটি পূরণের জন্য কারেকশন নিতে পারে কিংবা বুল রান চালু করতে পারে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Fawpac2 on August 07, 2020, 04:15:27 AM
বিটিসি ইথার এখন বুল রানে আছে সুতারং বিটিসি ১৪০০০ ডলার এবং ইথার ৪৫০ ডলার যে কোন মুহুর্তে যেতে পারে। এখন বিটিসি এবং ইথার হোল্ড করাই যুক্তিযুক্ত কারণ প্রাইস আপার ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটিই বেশি। অনেকে ইতিমধ্যে বিটকয়েন ও ইথার থেকে ইউএসডিটিতে চলে গেছেন যারা আর রিস্ক নিতে চান না তারাই।

আমি বিটকয়েনের চেয়ে ইথারকে বেশি গুরুত্ব দিবো কারণ অল টাইম হাই হিসেবে বিটিসি যতটুকু রিকভারি করেছে ইথার সে হিসেবে করেনি। তাই ইথার থেকে বিগ মুভমেন্ট আসতে পারে বলে মনে করছি।

আসলে ইথেরিয়াম তুলনামূলকভাবে ভালোই দাম বৃদ্ধি পেয়েছে। বিটকয়েনের তুলনায় একটু কম বৃদ্ধি পেয়েছে আশা করা যাচ্ছে ভবিষ্যৎ সামনের দিকে ইথেরিয়াম একটু বেশি বৃদ্ধি পাবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Rain075 on August 07, 2020, 05:57:42 AM
বর্তমানে বিটিসি এবং ইথার ১১৫০০$ ও ৩৯৫$ এ আছে। যেহেতু মার্কেটে বুল ফ্ল্যাগ দেখা যাচ্ছে সুতরাং আমাদের নেক্সট টার্গেট থাৰে বিটিসিতে ১৪০০০$ এবং ইথারে ৪৫০$ । এই পজিশন গুলো হোল্ড করতে পারলে সামনে আমরা আরো উপরের লেভেলের প্রাইসে যেতে পারবো।

আপনার মতামত কি?
হ্যাঁ আপনার মতামতের সাথে আমার মতামত ঠিক আছে। কবে আবার আরো বাড়তেও পারে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: XM8 on December 11, 2020, 01:33:47 PM
অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম মার্কেটে অনেক ভালো পর্যায় আছে।যদি এখন কিছু বিটকয়েন অথবা ইথেরিয়াম কিনে হোল্ড করে রাখা যায় তাহলে ভবিষ্যতে এর থেকে ভালো কিছু প্রফিট পাওয়া যেতে পারে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Blue_sea on December 11, 2020, 07:29:45 PM
ভবিষ্যতে বিটিসি 20000 ডলারের উপরে যাবে সেটা আগামি বছরই আমরা দেখতে পারি এবং সেই সাথে ইথার প্রাইসও কিছুটা এগিয়ে থাকবে। তবে আগের সম্পূর্ণ প্রাইসটি রিকভার করবে না তবে অনেকটাই এগিয়ে যাবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Perfect540 on December 11, 2020, 11:12:43 PM
বর্তমান অবস্থা অনেকটা ভালো নয়। বাজারে বিটকয়েন ও ইথেরিয়াম এর মূল্য অনেকটাই কমেছে। এই বছরের শুরু মাঝামাঝি সময়ে দাম অনেকটাই ভাল ছিল। তবে বর্তমানে কিছুটা কম। তাই আমি মনে করি সবাইকে ধৈর্য ধারণ করে পরবর্তী ধাপগুলো দেখা উচিত।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Magepai on December 11, 2020, 11:55:19 PM
বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিটকয়েন ও ইথার এর দাম অনেকটা কমেছে।আমি মনে করি যে বিটকয়েন ওই তারের দাম আরও কিছুটা কমবে তারপর আবারও বিটকয়েনের ও ইথার এর দাম বৃদ্ধি পাবে। আমি মনে করিযে বিটকয়েনের প্রাইস আবারো খুব তাড়াতাড়ি 20,000 ডলার অবস্থান করবে। এবং ইথিরিয়াম এর দাম 600 ডলার ছাড়িয়ে যাবে।কিন্তু হয়তো কিছু সময় লাগতে পারে সে সময়ের জন্য অপেক্ষায় থাকতে হবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Magepai on December 11, 2020, 11:57:43 PM
বর্তমানে বিটিসি এবং ইথার ১১৫০০$ ও ৩৯৫$ এ আছে। যেহেতু মার্কেটে বুল ফ্ল্যাগ দেখা যাচ্ছে সুতরাং আমাদের নেক্সট টার্গেট থাৰে বিটিসিতে ১৪০০০$ এবং ইথারে ৪৫০$ । এই পজিশন গুলো হোল্ড করতে পারলে সামনে আমরা আরো উপরের লেভেলের প্রাইসে যেতে পারবো।

আপনার মতামত কি?
আমারা আশা করতেই পারি। তবে আমাদের বছরের শেষ অবধি অপেক্ষা করতে হবে। দাম বৃদ্ধির অনেক বেশি সম্ভাবনা রয়েছে। তবে এই মুহুর্তে যাদের কাছে বিটকয়েন, ইথার আছে তারা সেল করে দিবেন না। অন্তত এই বছরের শেষ অবধি দেখুন কি হয়। বিটকয়েন, ইথার ভাল পজিশনে না যাওয়া পর্যন্ত আমি আমার ইথার ও বিটিসি গুলি সেল দিব না।

হ্যাঁ বড় ঠিক বলেছেন ক্রিপ্টোকারেন্সি মার্কেট হলো সব সময় উঠানামা করবে। এই নিয়ে ভয় পেলে চলবে না আমাদের 2020 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস অবশ্যই বিটকয়েনের প্রাইস আবার অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং ইথিরিয়াম এর দাম। অনেকেই ভয় পাচ্ছে যে হয়তোবা আর বিটকয়েন ও ইথার এর দাম বাড়বে না।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Casual on December 12, 2020, 07:01:43 AM
আমার কাছে বিটকয়েন ইথেরিয়াম দুটি ভবিষ্যতে অনেক বেটার। মনে করি যে এই দুটি কয়েন আপনি যদি ভুল করে রাখতে পারো তাহলে আপনি অবশ্যই ভালো মানের প্রফিট পাবেন। কারণ বর্তমানে এই দুটি কয়েন প্রাইস প্রচুর ডেভলপ হচ্ছে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Markuri33 on December 12, 2020, 11:35:11 PM
বিটকয়েন হইতিরে আমের দাম অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন পরে আবার অনেকটাই নিম্নে নেমে এসেছে। আমরা আবার দেখতে পাচ্ছি থিয়ামের দাম কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। আমি সেই সাথে বলতে চাই বিটকয়েন ও ইথারিয়াম এর দাম খুব তাড়াতাড়ি পানির পাম্প করবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Jaya60 on December 13, 2020, 02:06:26 AM
আমার মতে বিটকয়েনের প্রাইস 2021 সালে বৃদ্ধি পাবে। বর্তমানে যে অবস্থায় আছে হয়তো এরকমটা থাকতে পারে আর কিছুদিন। কিন্তু যদি বিটকয়েনের প্রাইস একটু কমলেও কমতে পারে।কিন্তু আমরা ইথেরিয়াম কে যদি লক্ষ করে থাকি তাহলে দেখব যে ইথেরিয়াম প্রাইস কিন্তু আবারও বৃদ্ধি পাচ্ছে। তাই মনে করি সামনের দিনগুলিতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট উন্নতি হবে অনেক।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Tamsialu$$ on December 15, 2020, 01:13:28 AM
হঠাৎ করে বিটকয়েনের এবং ইথিরিয়াম এর প্রাইস এতটা পাম্প করবে কেউ ধারণা করতে পারে নাই।ওই সময় দেখেছি অনেকেই ধারণা করেছিল 2020 সালের সর্বোচ্চ 15 হাজার ডলার হবে বিটকয়েনের প্রাইজ এবং ইসলাম এর প্রাইস সর্বোচ্চ 500 ডলার হবে।কিন্তু সকলের ধারনা ঠিক হয়নি তার থেকে অনেক বেশি হয়েছে বিটকয়েন ও ইথারিয়াম এর প্রাইস। তাই সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে বিটকয়েনের প্রাইস সেটা সময়ই আমরা দেখতে পারবো।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Token@ on December 15, 2020, 09:47:06 AM
হঠাৎ করে বিটকয়েন এর দাম এত বৃদ্ধি পাবে কেউ আশা করছিল না। কারণ বিটকয়েন ইতিমধ্যে 19 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে ইথেরিয়াম 300 ডলার থেকে 600 ডলার ছাড়িয়ে গিয়েছে। ক্রিপ্টোকারেন্সি কয়েন গুলো নিয়ে কোন কিছু বলা ঠিক না। কারণ এগুলো কয়েন কখন কোন দিকে যায় সেটা বলা খুবই মুশকিল। আগামীতে আশা করা যাচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম তাদের পুরনো রেকর্ড গুলো ভেঙে ফেলবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Sasa on December 15, 2020, 09:49:52 AM
হ্যাঁ ভাই আপনার কথাটা ঠিক আছে তবে আপনার টপিকটা অনেক আগে হওয়া এই টপিকে নতুন করে আলোচনা করার কিছু নাই তবুও বলা উচিত বিটকয়েনের দাম আজকে 19 হাজার 150 ডলার এবং ইথিরিয়াম এর দাম হচ্ছে 576 ডলার এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বিকানের দাম হবে 25 থেকে 30 হাজার ডলার এবং ইথিরিয়াম এর দাম 1000 ডলার সেজন্য আমার মনে হয় এখনই এই মুদ্রা দুটিকে হোল্ড করে রাখা উচিত এখন যদি আপনি এই মুদ্রাটি হোল্ড করে রাখেন তাহলে পরবর্তী সময়ে ভালো রকম লাভবান হবেন
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Maxtel on December 15, 2020, 10:01:58 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মুভমেন্ট ভালো মনে হচ্ছে। সবার ধারণা মার্কেট আরো ভালো হবে।  প্রায় সব কয়েন গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে।বর্তমানে বিটকয়েনের দাম উনিস হাজারের উপরে এবং ইথার এর দাম প্রায় 600 ডলার মনে হচ্ছে আগামীতে মার্কেটে ইথার এবং বিটকয়েনের দাম যথাক্রমে 25k এবং ইথার এর দাম 800 dollar হবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Ricky on December 15, 2020, 10:05:43 AM
ভাই বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম অনেক ভালো পজিশনে রয়েছে। বিশেষ করে বিটকয়েন অনেক ভালো পজিশনে রয়েছে বলাই যায়। কারণ আজকের মার্কেট অনুযায়ী বিটকয়েন 19 হাজার 190 ডলার এর উপরে অবস্থান করছে। নিঃসন্দেহে খুব ভালো পজিশনে রয়েছে। ইথেরিয়াম এর মুভমেন্টও ভালো লক্ষ করা যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে আশা করা যায় 2021 সালের শুরুতেই বিটকয়েন 20,000 ডলার এর উপরে অবস্থান করবে এবং ইথিরিয়াম 700 থেকে 800 ডলার এ অবস্থান করতে পারে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Mahindra on January 03, 2021, 01:19:43 PM
বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম এর ভবিষ্যৎ খুবই ভালো যাচ্ছে আমরা মার্কেটে লক্ষ্য করলে দেখব বিটকয়েনের দাম আজকে 34 হাজার ডলার স্পর্শ করেছে অন্যদিকে ইথেরিয়াম এর সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে ইথেরিয়াম এর দাম 800 ডলারের ওপরে চলে গেছে তাই আমরা আশা করি পরবর্তীতে বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ আরো ভালো হবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Sumaiya2 on January 03, 2021, 01:23:53 PM
বর্তমান বিটকয়েনের দাম দেখে অবাক হয়েছি কিন্তু তুলনামূলকভাবে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পায়নি। কিন্তু ইথিরিয়াম এর দাম কিছু কিছু বৃদ্ধি পাচ্ছে কিন্তু বিটকয়েন রাতারাতি ভাবে বৃদ্ধি পেয়েছে। ইথেরিয়াম ও বিটকয়েনের সাথে তুলনা করলে অনন্য কয়েনের ভবিষ্যৎ অনেক ভালো কারণ কারণ অনন্য টোকেন দাম বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Riktakhanom on January 03, 2021, 01:31:56 PM
বর্তমান সময় মার্কেট এ উভয় মুদ্রার অনেক ভালো অবস্থানে রয়েছে। এথারিয়াম এর থেকে বিটকয়েন এর দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন এর ঊর্দ্ধ গতির সাথে এথারিয়াম অনেক পাম্প করবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Markuri33 on January 08, 2021, 01:31:29 AM
বর্তমানে শুধু বিট কয়েন ইথারিয়াম এর দাম প্রচুর পাম্প হচ্ছে।এখন আবার দেখা যাচ্ছে অন্য সকল কয়েনগুলো প্রাইস উপর দিকে উঠতে শুরু করেছে।অনেকের ধারণা ছিল কেন শুধু বিটকয়েন ইথেরিয়াম প্রাইস বৃদ্ধি পাচ্ছে অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে না। এখন অন্য সকল কয়েন গুলোর প্রাইস অনেক বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Cristiano on January 08, 2021, 08:20:45 AM
আপনার ধারণাটা একদম ঠিক ছিল। তবে তাদের দাম বাড়ে আরো বেশি বৃদ্ধি করে নিয়েছে। বর্তমানেবিটকয়েন 40 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে ইথেরিয়াম বারোশো ডলার ছাড়িয়ে গিয়েছে। গত কিছুদিন যাবত বিটকয়েন নতুন নতুন রেকর্ড তৈরি করার পালা দিচ্ছিল।2017 সালে তৈরি করা রেকর্ড অনেক আগেই তারা ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে। সবাই আশা করছে এ বছরে বিটকয়েনের দাম 60 হাজার ডলার ছাড়িয়ে যাবে। অন্যদিকে ইথেরিয়াম 2000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Trumpet on January 08, 2021, 08:51:11 AM
বর্তমানে ইথেরিয়াম এবং বিটকয়েনের মূল্য অনেকটাই ভালো পজিশনে আছে।বর্তমানে ইথেরিয়াম এর মার্কেট মূল্য হল 1000 ডলার এবং বিটকয়েনের মার্কেট মূল্য হলো প্রায় 40 হাজার ডলার। বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম বর্তমানে আশ্চর্যজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। অনেকেই বলছে যে বিটকয়েন অতি শীঘ্রই 50 হাজার ডলার অতিক্রম করতে পারে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: LeziT on January 09, 2021, 07:55:08 AM
বর্তমানে বিটকয়েন 41 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে ইথেরিয়াম বারোশো ডলার ছাড়িয়ে গিয়েছে। দিনের-পর-দিন বিটকয়েন নতুন নতুন রেকর্ড তৈরি করতেছে। মাত্র 20 দিনে বিটকয়েন 20,000 ডলার আপ করে নিয়েছে। এটি আমার দেখা কিপ টু কারেন্সি জগতে একটি বিস্ময়কর ঘটনা। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন দিকে যায় কি হয় কখনোই বলা যাবে না।বিটকয়েন এমন পাম্প করবে কখনো ভেবে ছিলাম না। যারা বিটকয়েন এবং ইথিরিয়াম হোল্ড করে রেখেছিল তারা ভালো রকমের প্রফিট নিয়েছে।বিটকয়েন এবং ইথিরিয়াম এর পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটা এখনো আন্দাজ করলেও ঠিক হবে না।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: mahid on January 09, 2021, 09:34:29 AM
আমার মতে বিটিসির প্রাইস হবে 50000 ডলার এবং ইথারের প্রাইস হবে 2000 ডলার। এরা এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। তবে অনেকেরেই ধারনা এর বেশিও হতে পারে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Mrkadir85 on January 09, 2021, 10:39:46 AM
বিটকয়েন এবং ইথিরিয়ামের দাম বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে।বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়ামের দাম যথাক্রমে 42 হাজার ডলার এবং 1267 বলার। তাই যারা এ দুটি করে না আগে হোল্ড করেছিল তারা অনেক বেশি লাভবান হয়েছে।বর্তমানে মার্কেটের যে মুভমেন্ট তাতে মনে হয় দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Sonjoy on January 09, 2021, 01:03:25 PM
বিটিসি এবং ইহার নেক্সট টার্গেট আমার মনে হচ্ছে 50 হাজার ডলারে যাবে বিটিসি আর ইথেরিয়াম যাবে 2000 আরে আমার মনে হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম হুহু করে বেড়ে যাচ্ছে এর পেছনের কারণগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না ।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Tamsialu$$ on January 14, 2021, 11:33:49 PM
বিটিসি এবং ইহার নেক্সট টার্গেট আমার মনে হচ্ছে 50 হাজার ডলারে যাবে বিটিসি আর ইথেরিয়াম যাবে 2000 আরে আমার মনে হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম হুহু করে বেড়ে যাচ্ছে এর পেছনের কারণগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না ।
বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস এতটা বৃদ্ধি পাচ্ছে তার একটি কারণ হচ্ছে বিটকয়েনের প্রতি মানুষের অধিক চাহিদা। অধিক চাহিদা থাকার কারণে এর প্রাইস গুলো হু হু করে এতটা বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস ভবিষ্যতে এগুলো প্রাইস আরও দ্বিগুন হবে এবং অনেকের ধারণা 2021 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 100 তে যাবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Micky on January 15, 2021, 08:36:40 AM
ক্রিপ্টোকারেন্সি তে অসংখ্য কয়েন রয়েছে। তার মধ্যে কোন কয়েন এর ভবিষ্যৎ কী রকম সেটা বলা অনেক কঠিন। কারণ কিপ টু কারেন্সি কয়েন নিয়ে কেউ কখনও ভবিষ্যৎবাণী করতে পারে না।বিটকয়েন এবং ইথিরিয়াম এর পরবর্তী মুভমেন্ট কি রকম হবে সেটাও বলা যায়না।ক্রিপ্টোকারেন্সি কয়েন গুলোর দাম প্রতিনিয়ত আপডাউন করে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: babu10 on January 16, 2021, 03:20:28 PM
ক্রিপ্টোকারেন্সি তে অসংখ্য কয়েন রয়েছে। তার মধ্যে কোন কয়েন এর ভবিষ্যৎ কী রকম সেটা বলা অনেক কঠিন। কারণ কিপ টু কারেন্সি কয়েন নিয়ে কেউ কখনও ভবিষ্যৎবাণী করতে পারে না।বিটকয়েন এবং ইথিরিয়াম এর পরবর্তী মুভমেন্ট কি রকম হবে সেটাও বলা যায়না।ক্রিপ্টোকারেন্সি কয়েন গুলোর দাম প্রতিনিয়ত আপডাউন করে।

সঠিক বলেছেন এটা বলা মুশকিল তাবে পরিস্থিতির উপর নির্ভর করে অনেক কিছু অনেকসময় অনুমান করা যায় যেমন এখন বিটিসির প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে এবং বড় বড় কোম্পানিগুলো গ্রহণ করতে শুরু করেছে তাছাড়া করোনাকালীন সময়ে সবচেয়ে বেশী পরিমান ইনভেস্ট করেছে এই ক্রিপ্টোেকারেন্সিতে। তার ফল স্বরূপ 2017 সালে মার্কেট যেভাবে ডাম্প করেছিলো বর্তমানে তেমন হচ্ছেনা। তাই আমরা আশা করতে পারি সামনে মার্কেট ভালো পজিশানেরই যাবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Mental on January 18, 2021, 07:07:19 PM
আমি আপনার কথার সাথে একমত। কিন্তু 2021 সালে আমার মনে হয় এগুলার দাম এত বৃদ্ধি পাবে যা আগে কখনো হয়নি বলে আমি মনে করি।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Dark Knight on January 19, 2021, 01:44:27 PM
বর্তমানে বিটিসি এবং ইথার ১১৫০০$ ও ৩৯৫$ এ আছে। যেহেতু মার্কেটে বুল ফ্ল্যাগ দেখা যাচ্ছে সুতরাং আমাদের নেক্সট টার্গেট থাৰে বিটিসিতে ১৪০০০$ এবং ইথারে ৪৫০$ । এই পজিশন গুলো হোল্ড করতে পারলে সামনে আমরা আরো উপরের লেভেলের প্রাইসে যেতে পারবো।

আপনার মতামত কি?
ক্রিপ্টোমার্কেটে বিটকয়েন হল সবথেকে জনপ্রিয় কয়েন। তারপরই ইথেরিয়াম এর অবস্থান জনপ্রিয়তার দিক দিয়ে। ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট নিয়ে আগে থেকেই কিছু বলা সম্ভব নয়। 2021 সাল ক্রিপ্টো জগতের জন্য অত্যন্ত আশাজনক একটি সাল। এই ফোরামের সিনেমার ভাইয়েরা আশা করছেন যে 2021 সালেই হয়তো বিটকয়েনের দাম বেড়ে 50 হাজার ডলারে পৌঁছাবে। বিটকয়েনের দাম বাড়লে তার প্রভাব ক্রিপ্টোকারেন্সি জগতের অন্যান্য কয়েন এর উপর পড়ে। এখন বর্তমানে ইথারিয়াম এর দাম পনেরশো ডলার এর মত। এগুলো যদি আপনি হোল্ড করে রাখেন তাহলে ভবিষ্যতে ভালো মানের প্রফিট পাবেন নিশ্চিত।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: saidul2105 on January 19, 2021, 02:18:31 PM
বর্তমানে বিটিসি এবং ইথার ১১৫০০$ ও ৩৯৫$ এ আছে। যেহেতু মার্কেটে বুল ফ্ল্যাগ দেখা যাচ্ছে সুতরাং আমাদের নেক্সট টার্গেট থাৰে বিটিসিতে ১৪০০০$ এবং ইথারে ৪৫০$ । এই পজিশন গুলো হোল্ড করতে পারলে সামনে আমরা আরো উপরের লেভেলের প্রাইসে যেতে পারবো।

আপনার মতামত কি?
ক্রিপ্টোকারেন্সিতে কখন কি হয় সেটা বলা কারও পক্ষে সম্ভব না।  ভাই  বর্তমানে বিটকয়েন ও ইথেরিয়ামের দাম বেশ ভালো অবস্থানে আছে।  ইতোমধ্যে বিটকয়েন পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে।  অন্যদিকে বিটকয়েনের মতো ইথেরিয়ামের দামও আগের থেকে অনেকাংশে  বেড়েছে।  আশা করা যায় আর অল্প কিছু দিনের মধ্যেই বিটকয়েন ৫০০০০ ডলার এবং ইথেরিয়াম ২০০০ ডলার হিট করবে।                                                 
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Irfan12@ on January 19, 2021, 02:42:55 PM
হ্যাঁ, আমরা যদি আজকে ক্রিপ্টো মার্কেট পর্যবেক্ষণ করি। তাহলে দেখতে পারব যে বর্তমানে ইথেরিয়াম এর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। এবং আজকের দাম হচ্ছে 1401$ ডলার। কিন্তু অন্যদিকে বিটকয়েনের দাম সেরকম বৃদ্ধি পায়নি। আজকের বিটকয়েনের দাম কিছুটা কমে গেছে। আমি মনে করি যে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম খুব দ্রুত বৃদ্ধি পাবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Mahindra on January 19, 2021, 10:53:13 PM
বর্তমানে বিটিসি এবং ইথার এর দাম অনেকটা ঊর্ধ্বমুখী আছে। এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটিসি এর দাম 37 হাজার ডলার অতিক্রম করেছে। আর ইথার এর দাম 1400 ডলার স্পর্শ করেছে। অন্যদিকে আগের তুলনায় মার্কেট অনেক ভালো হতে চলেছে ‌। ভবিষ্যতে আরো ভাল হবে বলে আশা করা যায়।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: NANCY on January 23, 2021, 09:43:09 AM
বিটিসি এবং ইথার এর ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট এর দাম অনেকটা ঊর্ধ্বমুখী আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটিসি এর দাম 37 হাজার ডলার অতিক্রম করেছে আর অন্যদিকে ইথার এর দাম 1400 ডলার স্পর্শ করেছে। এ দুটোই ভবিষ্যতে আরও অনেকটাই ভালো হবে এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: AlviNess on February 24, 2021, 11:59:51 AM
আমি মনে করি বিটকয়েন এবং ইথিরিয়াম এর ভবিষ্যৎ খুবই ভালো। কারন মানুষ যে দুইটি প্লাটফর্মে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করে তা হল বিটকয়েন ইনভেস্টমেন্ট প্লাটফর্ম এবং ইথারিয়াম ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। এবং ক্রিপ্টোকারেন্সি এর সবচেয়ে জনপ্রিয় জুটি হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম এর ঝুটি। তাই আমি মনে করি এদের ভবিষ্যৎ উজ্জ্বল।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Milon626 on March 05, 2021, 02:21:41 AM
বিটকয়েন ও ইথেরিয়াম সম্পর্কে আপনার যে ব্যাক্তিগত মতামত দিয়েছিলেন তার থেকেও কয়েক গুন দাম বেড়ে গেছে।  ইতোমধ্যে বিটকয়েন ৫০০০০ ডলার এবং ইথেরিয়াম ২০০০ ডলার অতিক্রম করে গেছে  যা আমাদের সকলেরই কল্পনারও বাইরে।  আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যেই বিটকয়েনের দাম ৬০০০০ ডলার এবং ইথেরিয়ামের দাম ৩০০০ ডলারে চলে যাবে।                                     
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Damrai5$ on March 05, 2021, 03:52:49 AM
বিটকয়েন এবং ইথিরিয়াম ভবিষ্যৎ খুবই ভালো। আমি বিশ্বাস করি এই বছরের মধ্যে বিটকয়েন প্রাইস 100k ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ইথিরিয়াম প্রাইস 3,000 ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিপ্টোকারেন্সি মধ্যে বিটকয়েন এবং ইথিরিয়াম এই দুটি পজিশন খুবই ভালো। সবথেকে জনপ্রিয় কয়েন হচ্ছে বিটকয়েন এবং তারপরেই স্থানটি দখল করে আছে হচ্ছে ইথেরিয়াম।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: ExtraPoint on March 05, 2021, 10:25:58 AM
বিটকয়েন এবং ইথিরিয়াম এ দুটি কয়নি অত্যন্ত জনপ্রিয় কয়েন। এ কয়েন দুটির দামি বৃদ্ধি পাচ্ছে।বিটকয়েন এবং ইথিরিয়াম এর ভবিষ্যৎ খুবই ভাল অবস্থায় আছে। বিটকয়েন 50 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল এবং ইথিরিয়াম 2000 ডলার স্পর্শ করেছিল।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: AGM on March 05, 2021, 12:02:17 PM
বর্তমানে বিটিসির মুভমেন্ট আছে 50000 ডলার এবং ভবিষ্যতে বা পরবর্তি মুভমেন্ট হবে 75000 ডলার এখন ইথারের দাম আছে 1400 ডলার এর পরবর্তী মুভমেন্ট হবে 2000 ডলার।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Azharul on March 16, 2021, 09:03:06 AM
ক্রিপ্টো জগতের সব থেকে শীর্ষ দুটি মুদ্রা হলো বিটকয়েন এবং ইথিরিয়াম। যার মাধ্যমে আমরা ক্রিপ্টো জগৎ সম্পর্কে খুব সহজে সুস্পষ্ট ধারণা পেলাম। বিটিসি এর ভবিষ্যত মূল্য ৫০০০০ অতিক্রম করবে এবং খুব তাড়াতাড়ি ইথার এর দাম ২০০০ অতিক্রম করবে বলে আমরা মনে করছি।এবং ভবিষ্যতে বিটকয়েন এবং ইথিরিয়াম এই দুটি মুদ্রার মাধ্যমে ক্রিপ্টো জগৎ অনেক বড় স্থান দখল করবে।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Rothi roy on March 17, 2021, 07:58:14 AM
ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন প্রথম অবস্থানে আছে ইথেরিয়াম দ্বিতীয় অবস্থানে আছে। 2020 সালের শেষের দিক থেকে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম বেড়েই চলেছে। বর্তমানে সবথেকে লাভজনক মুদ্রা হয়ে উঠেছে এই বিটকয়েন এবং ইথিরিয়াম। প্রতিটি বিটকয়েনের বর্তমান মূল্য 56 হাজার ডলার এবং ইথেরিয়াম এর মূল্য 17 শত ডলারের উপরে।
আমার মনে হয় ভবিষ্যতে আরো দাম বৃদ্ধি পাবে বিটকয়েন ও ইথেরিয়াম এর।
Title: Re: বিটিসি এবং ইথারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট
Post by: Tubelight on March 17, 2021, 09:52:29 AM
বিটকয়েন এবং ইথিরিয়াম যে ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে জনপ্রিয় কয়েন তাতে কোন সন্দেহ নাই।যেহেতু ক্রিপ্টোকারেন্সি অস্তিত্ব ধরে রেখেছে এই দুটি কয়েন সেহেতু আমার মনে হয় ভবিষ্যতে এর প্রাইস মুভমেন্ট অনেক ভালো হবে। কারন মানুষ এখন এই দুটি প্লাটফর্মে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করে থাকে।