Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on October 19, 2020, 07:21:53 AM

Title: আমাদের করণীয় কী কী?
Post by: Malam90 on October 19, 2020, 07:21:53 AM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: saprakib on October 19, 2020, 07:37:45 AM
বিষয়টি খুবই গুরুত্বপুর্ণ। এখন থেকে ভাল পোষ্ট করব আশা করি সবাই কারমা দিবেন। আমি একটা বিষয় লক্ষ করছিলাম সবাই কারমা দিতে কৃপনতা করে এটা ঠিক নয় ভাল পোষ্টে অবশ্যই কারমা দেয়া উচিৎ। যাই হোক এখন থেকে ভাল পোষ্টে আমি অবশ্যই কারমা দিব আপনারাও দিন।
আমার পক্ষ থেকে +১।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Nostoman on October 19, 2020, 07:38:01 AM
Malam ভাই আপনি বরাবরের মত সব বিষয়েই ভালো জানেন। কেননা আপনি সব বিষয়েই পারদর্শিতা অর্জন করেছেন। কারণ আপনি crypto কারেন্সি ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি এর সাথে অনেকদিন ধরেই আছেন। তবে আমরা যারা সিনিয়র  আছি তাদেরকে এই সব নতুন মেম্বারদের বুঝিয়ে বলতে হবে। এদের বারবার বুঝিয়ে বলার পরেও যদি ঠিক না হয়। তাহলে তাদেরকে ফোরাম থেকে বিতাড়িত করা হবে। এই সিদ্ধান্তে আমি উপনীত হব সামনের দিনগুলোতে। আমি এসব ইউজারদেরকে ওয়ার্নিং দিচ্ছি। তারা যদি ভবিষ্যতে মেনে রুলস না চলে, তাদেরকে আমি অবশ্যই ছেড়ে দেব না। তাই আপনার এই গুরুত্বপূর্ণ post সবাই পড়বে এবং এখানে যদি কেউ low quality পোস্ট করে তার জন্য শাস্তির ব্যবস্থা হিসাবে নেগেটিভ দিবেন। 120 টা post থাকলেই কারমা তারা দিতে পারবেন। তাই আমি মনে করি এইসব নতুন ইউজারদের শিখতে হলে অবশ্যই সিনিয়রদের পোস্ট ভালোভাবে পড়তে হবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Nostoman on October 19, 2020, 07:39:43 AM
বিষয়টি খুবই গুরুত্বপুর্ণ। এখন থেকে ভাল পোষ্ট করব আশা করি সবাই কারমা দিবেন।
আমার পক্ষ থেকে +১।
  ভাই আপনি মাঝে মাঝে ইন্যাক্টিভ হয়ে যান। তাই আপনাকে আমাদের এই সেকশনে কিছুটা হলেও প্রয়োজন রয়েছে। তাই আপনি সব সময় এক্টিভ থাকুন।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Alayna on October 19, 2020, 07:43:02 AM
অনেক কিছু আইডিয়া হলো, আশা করি সতর্কতার সাথে সামনের পথ পাড়ি দিতে পারবো।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: saprakib on October 19, 2020, 07:45:52 AM
বিষয়টি খুবই গুরুত্বপুর্ণ। এখন থেকে ভাল পোষ্ট করব আশা করি সবাই কারমা দিবেন।
আমার পক্ষ থেকে +১।
  ভাই আপনি মাঝে মাঝে ইন্যাক্টিভ হয়ে যান। তাই আপনাকে আমাদের এই সেকশনে কিছুটা হলেও প্রয়োজন রয়েছে। তাই আপনি সব সময় এক্টিভ থাকুন।
ধন্যবাদ, এখন থেকে আমাকে সবসময় এক্টিব পাবেন।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Lutera94 on October 19, 2020, 07:48:27 AM
আমি মনে করি নিজের স্কিল বাড়াতে হলে যেকোনো বিষয়ে অধ্যাবসায় হতে হবে। এই ফোরাম ও তার বিকল্প না। ভালো কিছু করতে হলে বা আইডি সুরক্ষিত রাখতে হলে অবশ্যই কোয়ালিটি পোষ্ট করতে হবে। তাতে করে করমা পাওয়ার সম্ভাবনা ও থাকবে আবার আইডি ও অনেক সেইফ থাকবে।
ধন্যবাদ আপনার পোষ্টটি আশা করি সবাই বুঝতে পারবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: JISAN on October 19, 2020, 07:49:30 AM
স্পামিং হওয়ার কারন হলো এখানে ৬০% মেম্বাররা কোনো পোস্ট ঠিক মতো না পড়ে শুধু পোস্ট এর সাবজেক্ট দেখেই অন্ধের মতো পোস্ট করে। টপিক বা পোস্টে বিস্তারিত কি লেখা হয়েছে তা পড়ার প্রয়োজনবোধ করে না। কারন তাদের পোস্ট বাড়িয়ে র‍্যাংক আপ করা দরকার। সবাই চিন্তা করে নিজের একাউন্ট এর প্রমশন নিয়ে। কিন্তু তার ভূলবাল পোস্টের জন্য যে ফোরামের পরিবেশ নষ্ট হচ্ছে / স্পামিং দিয়ে বাংলা বোর্ড ভরে যাচ্ছে  তা নিয়ে চিন্তা করে না কেও। মন থেকে দ্রুত প্রমশনের চিন্তা বাদ দিয়ে। সুন্দির মানসন্মত পোস্ট করতে হবে। পোস্ট দেখে যে যেরকম কারমা পাওয়ার যোগ্য তাকে সেই কারমা দিতে হবে। নেগেটিভ পাওয়ার মতো পোস্ট হলে নেগেটিভ আর পজেটিভ পাওয়ার মতো হলে পজেটিভ। তাহলে সব ঠিক হবে বলে আমি মনে করি।             
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: saprakib on October 19, 2020, 07:49:48 AM
অনেক কিছু আইডিয়া হলো, আশা করি সতর্কতার সাথে সামনের পথ পাড়ি দিতে পারবো।
আপনি যদি সবসময় এক্টিন থাকেন তাহল অবশ্যই ভাল করবেন। এক্টিবরা সবসসময় ভাল করে। সবসময় বাংলা বোর্ডে থাকবেন ভাল কিছু শিখতে পারবেন। আমরা সবাই মিলে ভাল একটা কমিউনিটি তৈরি করব। 
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Malam90 on October 19, 2020, 07:52:27 AM
অনেক কিছু আইডিয়া হলো, আশা করি সতর্কতার সাথে সামনের পথ পাড়ি দিতে পারবো।
বিষয়টি খুবই গুরুত্বপুর্ণ। এখন থেকে ভাল পোষ্ট করব আশা করি সবাই কারমা দিবেন।
আমার পক্ষ থেকে +১।
  ভাই আপনি মাঝে মাঝে ইন্যাক্টিভ হয়ে যান। তাই আপনাকে আমাদের এই সেকশনে কিছুটা হলেও প্রয়োজন রয়েছে। তাই আপনি সব সময় এক্টিভ থাকুন।
ধন্যবাদ, এখন থেকে আমাকে সবসময় এক্টিব পাবেন।

এই ধরনের লো কোয়ালিটি, স্পাম টাইপের পোস্ট আর করবেন না। শেষ বারের মত আপনাদের দুজনকে ছাড় দিলাম। এরপর মডারেটর কিন্তু পোস্ট ডিলিট করে দিবে। যদি কোন পোস্টে কি লিখবেন তা মাথায় না আসে তাহলে সেখানে কমেন্ট করবেন না। লো কোয়ালিটি আর এলাউ হবেনা।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Nostoman on October 19, 2020, 07:57:04 AM
অনেক কিছু আইডিয়া হলো, আশা করি সতর্কতার সাথে সামনের পথ পাড়ি দিতে পারবো।
ইতিমধ্যে আমি আপনার একটি পোস্ট ডিলিট করে দিয়েছি। কারণ আপনি low quality পোস্ট করেছেন। তাই আপনি ভালো মানের পোস্ট করুন এবং ফোরামের সিনিয়রদের পোস্টগুলো পড়ার চেষ্টা করুন। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে লিখুন এবং ভালো কিছু জানার আগ্রহে লিখুন।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Malam90 on October 19, 2020, 08:00:42 AM
আমি মনে করি নিজের স্কিল বাড়াতে হলে যেকোনো বিষয়ে অধ্যাবসায় হতে হবে। এই ফোরাম ও তার বিকল্প না। ভালো কিছু করতে হলে বা আইডি সুরক্ষিত রাখতে হলে অবশ্যই কোয়ালিটি পোষ্ট করতে হবে। তাতে করে করমা পাওয়ার সম্ভাবনা ও থাকবে আবার আইডি ও অনেক সেইফ থাকবে।
ধন্যবাদ আপনার পোষ্টটি আশা করি সবাই বুঝতে পারবে।

জি আপনিও একটিভ থাকবেন। যেহেতু ফোরামে আপনি অনেক দিন আছেন, ক্রিপ্টো সম্পর্কে ধারণা আছে। আপনার থেকে জুনিয়ররা কিছু শিখতে পারবে তাই আপনার উপস্থিতি জরুরী। আশা করবো আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো পোস্ট উপহার দিবেন। +1 কারমা রইলো।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Nostoman on October 19, 2020, 08:03:55 AM
আমি মনে করি নিজের স্কিল বাড়াতে হলে যেকোনো বিষয়ে অধ্যাবসায় হতে হবে। এই ফোরাম ও তার বিকল্প না। ভালো কিছু করতে হলে বা আইডি সুরক্ষিত রাখতে হলে অবশ্যই কোয়ালিটি পোষ্ট করতে হবে। তাতে করে করমা পাওয়ার সম্ভাবনা ও থাকবে আবার আইডি ও অনেক সেইফ থাকবে।
ধন্যবাদ আপনার পোষ্টটি আশা করি সবাই বুঝতে পারবে।
হ্যাঁ, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা শুধু rank বাড়ানোর জন্য এখানে আসি নাই। আমরা এখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কাজ করার জন্য এখানে এসেছি। তাই আমাদেরকে ধৈর্য্য ধারণ করে ফোরামের উন্নতিতে ভূমিকা রাখতে হবে। +১

স্পামিং হওয়ার কারন হলো এখানে ৬০% মেম্বাররা কোনো পোস্ট ঠিক মতো না পড়ে শুধু পোস্ট এর সাবজেক্ট দেখেই অন্ধের মতো পোস্ট করে। টপিক বা পোস্টে বিস্তারিত কি লেখা হয়েছে তা পড়ার প্রয়োজনবোধ করে না। কারন তাদের পোস্ট বাড়িয়ে র‍্যাংক আপ করা দরকার। সবাই চিন্তা করে নিজের একাউন্ট এর প্রমশন নিয়ে। কিন্তু তার ভূলবাল পোস্টের জন্য যে ফোরামের পরিবেশ নষ্ট হচ্ছে / স্পামিং দিয়ে বাংলা বোর্ড ভরে যাচ্ছে  তা নিয়ে চিন্তা করে না কেও। মন থেকে দ্রুত প্রমশনের চিন্তা বাদ দিয়ে। সুন্দির মানসন্মত পোস্ট করতে হবে। পোস্ট দেখে যে যেরকম কারমা পাওয়ার যোগ্য তাকে সেই কারমা দিতে হবে। নেগেটিভ পাওয়ার মতো পোস্ট হলে নেগেটিভ আর পজেটিভ পাওয়ার মতো হলে পজেটিভ। তাহলে সব ঠিক হবে বলে আমি মনে করি।             
বর্তমানে কিছু নতুন পোলাপান এখানে জয়েন করেছে । তাদের প্রচুর জ্ঞানের ঘাটতি রয়েছে এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তাদের অনেক কম ধারণা আছে বলে আমি মনে করি। তাই তারা এ ধরনের স্পামিং করছে। তাদের শুধরানোর উচিত। +১
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: saprakib on October 19, 2020, 08:10:27 AM
অনেক কিছু আইডিয়া হলো, আশা করি সতর্কতার সাথে সামনের পথ পাড়ি দিতে পারবো।
বিষয়টি খুবই গুরুত্বপুর্ণ। এখন থেকে ভাল পোষ্ট করব আশা করি সবাই কারমা দিবেন।
আমার পক্ষ থেকে +১।
  ভাই আপনি মাঝে মাঝে ইন্যাক্টিভ হয়ে যান। তাই আপনাকে আমাদের এই সেকশনে কিছুটা হলেও প্রয়োজন রয়েছে। তাই আপনি সব সময় এক্টিভ থাকুন।
ধন্যবাদ, এখন থেকে আমাকে সবসময় এক্টিব পাবেন।

এই ধরনের লো কোয়ালিটি, স্পাম টাইপের পোস্ট আর করবেন না। শেষ বারের মত আপনাদের দুজনকে ছাড় দিলাম। এরপর মডারেটর কিন্তু পোস্ট ডিলিট করে দিবে। যদি কোন পোস্টে কি লিখবেন তা মাথায় না আসে তাহলে সেখানে কমেন্ট করবেন না। লো কোয়ালিটি আর এলাউ হবেনা।
ধন্যবাদ সতর্ক করে দেয়ার জন্য। আসলে স্পামিং করা ঠিক হয়নি। এখন থেকে একটা ও লো কোয়ালিটির পোষ্ট পাবেম মা। বিষয় তথ্য বহুল পোষ্ট করব। আসলে কিছুদিন ইনেক্টিভ থাকার কারনে এরকম হয়েছে। আশা করি আর এমনটা হবে না। স্পামিং সম্পর্কে আমি সবসময় সতর্ক৷   
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: saprakib on October 19, 2020, 08:26:45 AM
আমি মনে করি নিজের স্কিল বাড়াতে হলে যেকোনো বিষয়ে অধ্যাবসায় হতে হবে। এই ফোরাম ও তার বিকল্প না। ভালো কিছু করতে হলে বা আইডি সুরক্ষিত রাখতে হলে অবশ্যই কোয়ালিটি পোষ্ট করতে হবে। তাতে করে করমা পাওয়ার সম্ভাবনা ও থাকবে আবার আইডি ও অনেক সেইফ থাকবে।
ধন্যবাদ আপনার পোষ্টটি আশা করি সবাই বুঝতে পারবে।
হ্যাঁ, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা শুধু rank বাড়ানোর জন্য এখানে আসি নাই। আমরা এখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কাজ করার জন্য এখানে এসেছি। তাই আমাদেরকে ধৈর্য্য ধারণ করে ফোরামের উন্নতিতে ভূমিকা রাখতে হবে। +১

স্পামিং হওয়ার কারন হলো এখানে ৬০% মেম্বাররা কোনো পোস্ট ঠিক মতো না পড়ে শুধু পোস্ট এর সাবজেক্ট দেখেই অন্ধের মতো পোস্ট করে। টপিক বা পোস্টে বিস্তারিত কি লেখা হয়েছে তা পড়ার প্রয়োজনবোধ করে না। কারন তাদের পোস্ট বাড়িয়ে র‍্যাংক আপ করা দরকার। সবাই চিন্তা করে নিজের একাউন্ট এর প্রমশন নিয়ে। কিন্তু তার ভূলবাল পোস্টের জন্য যে ফোরামের পরিবেশ নষ্ট হচ্ছে / স্পামিং দিয়ে বাংলা বোর্ড ভরে যাচ্ছে  তা নিয়ে চিন্তা করে না কেও। মন থেকে দ্রুত প্রমশনের চিন্তা বাদ দিয়ে। সুন্দির মানসন্মত পোস্ট করতে হবে। পোস্ট দেখে যে যেরকম কারমা পাওয়ার যোগ্য তাকে সেই কারমা দিতে হবে। নেগেটিভ পাওয়ার মতো পোস্ট হলে নেগেটিভ আর পজেটিভ পাওয়ার মতো হলে পজেটিভ। তাহলে সব ঠিক হবে বলে আমি মনে করি।             
বর্তমানে কিছু নতুন পোলাপান এখানে জয়েন করেছে । তাদের প্রচুর জ্ঞানের ঘাটতি রয়েছে এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তাদের অনেক কম ধারণা আছে বলে আমি মনে করি। তাই তারা এ ধরনের স্পামিং করছে। তাদের শুধরানোর উচিত। +১
আপনি একদম ঠিক বলেছেন। অনেক জুনিয়ররা মনে করে এটা শুধু টাকা ইনকাম করার প্লাটফর্ম। এটা কিন্তু মোটেও ঠিক নয়। আমি মনে করি টাকা ইনকাম করা একটা অপশনাল বিষয় । আপনি যখন ফোরামে 
থেকে ধৈর্য সহকারে সবকিছু শিখবেন তখম টাকা অটোমেটিকাালি আসবে। তাই ফোরামে সময় দিতে হবে শিখতে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে।
আমার পক্ষ থেকে +১।           
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: saidul2105 on October 19, 2020, 09:31:00 AM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

  এই ফোরামে অনেকে খুব ভালো পোস্ট করে যে গুলো দেখে দেখে নতুন হিসেবে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি।  আবার অনেকের পোস্ট কোয়ালিটি কম,তারা হয়তোবা স্পাম করে বলে আমার মনে হয়। 
নতুন হিসেবে আমি এই ফোরামে যে সকল পোস্ট করি,সব গুলোই চেষ্টা করি নিজের মতো করে   ফোরাম রিলেটেড,মানসম্পন্ন পোস্ট করার।  আমার মনে হয় আমরা যারা নতুন আছি   আমাদের সকলেরই উচিৎ ফোরামে এক্টিভ থেকে, নিয়ম মেনে, নিজের ভাষায়  ফোরাম রিলেটেড পোস্ট করা।                                                 
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Malam90 on October 19, 2020, 11:19:39 AM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

  এই ফোরামে অনেকে খুব ভালো পোস্ট করে যে গুলো দেখে দেখে নতুন হিসেবে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি।  আবার অনেকের পোস্ট কোয়ালিটি কম,তারা হয়তোবা স্পাম করে বলে আমার মনে হয়। 
নতুন হিসেবে আমি এই ফোরামে যে সকল পোস্ট করি,সব গুলোই চেষ্টা করি নিজের মতো করে   ফোরাম রিলেটেড,মানসম্পন্ন পোস্ট করার।  আমার মনে হয় আমরা যারা নতুন আছি   আমাদের সকলেরই উচিৎ ফোরামে এক্টিভ থেকে, নিয়ম মেনে, নিজের ভাষায়  ফোরাম রিলেটেড পোস্ট করা।                                               

জি ভাই, একটিভ থাকবেন। বেশি বেশি পড়বেন পুরানো পোস্ট, এবং বিভিন্ন বোর্ডের রুলস গুলো। এছাড়া গুগল, ইউটিউবে একটু সার্চকরেও জানতে পারবেন। অন্যের লেখা কখনো কপি করবেন না। নিজে যা পারেন সেটা লিখবেন জেনে শুনে। +১ কারমা।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: ttcsalam on October 19, 2020, 11:50:41 AM
অনেক সুন্দর এবং তথ্য বহুল পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে বলতে চাই আমরা আসলে প্রকৃত গাইড লাইন পাই না এমন অনেকেই আছেন এই ফেরামে তারা আপনাদের মত সিনিয়ার দের তথ্য বহুল পোষ্ট গুলো পড়ে অনেক নতুন নতুন দিকনির্দেশনা জানতে পারি।আমি ব্যাক্তিগত ভাবে এবং আমার পরিচিত যারা আছেন তাদের কে উৎসাহিত করার মাধ্যমে তথ্য বহুল পোস্ট করার চেষ্টা চালাব ইনশাল্লাহ।ধন্যবাদ।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Nostoman on October 19, 2020, 11:56:51 AM
অনেক সুন্দর এবং তথ্য বহুল পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে বলতে চাই আমরা আসলে প্রকৃত গাইড লাইন পাই না এমন অনেকেই আছেন এই ফেরামে তারা আপনাদের মত সিনিয়ার দের তথ্য বহুল পোষ্ট গুলো পড়ে অনেক নতুন নতুন দিকনির্দেশনা জানতে পারি।আমি ব্যাক্তিগত ভাবে এবং আমার পরিচিত যারা আছেন তাদের কে উৎসাহিত করার মাধ্যমে তথ্য বহুল পোস্ট করার চেষ্টা চালাব ইনশাল্লাহ।ধন্যবাদ।
+ যেকোনো ফোরামে কেউ যদি তার র‍্যাংক বাড়ানোর জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে। তাহলে তার অ্যাকাউন্ট কিন্তু বেশিদিন টিকে না। তাই এই ফোরামে যারা প্রতিনিয়ত একাউন্ট এর র‍্যাংক বাড়ানোর জন্য যুদ্ধ করে যাচ্ছেন, তাদের আইডি গুলো বেশিরভাগই টিকছে না। তাই আমি মনে করি আপনি অনেক দিন থেকেই এখানে আছেন এবং আপনি সততার সাথে এখানে রয়েছেন। আশা করি ভবিষ্যতেও এভাবে থাকবেন। তবে আপনি ফোরামে একটু একটিভ থাকার চেষ্টা করুন তবে বিশেষ করে আমাদের বাংলা সেকশনে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Fawpac2 on October 19, 2020, 02:47:05 PM
ধন্যবাদ ভাই আপনাকে। এই সর্তকতা আমাদের অনেক আগেই করা উচিত ছিল আপনাদের।আমরা যদি আগে থেকেই সতর্ক থাকতাম এবং এই ফোরামে একটিভ থাকতাম তাহলে আজ এই ভুলের জন্য আমরা এই সুন্দর প্রজেক্ট থেকে ছিটকে পড়তাম না। আসুন আমরা সকলেই এই ফোরামে সবসময় একটিভ থাকব এবং সুন্দর সুন্দর কনস্ট্রাক্টিভ পোস্ট করব। পরবর্তীতে আমাদের ভুলের জন্য কোন খেসারত না দিতে হয়।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Coin63@ on October 19, 2020, 02:48:55 PM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

আসসালামুআলাইকুম ভাই। গুগল বা অন্য কোন সোর্স থেকে পোস্ট কপি করে আনলে অবশ্যই নিচের লিঙ্ক দিতে হবে। সোর্স লিনক না দিলে অবশ্যই পোস্ট গুলো ডিলিট করে দেওয়ার অনুরোধ রইল।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Malam90 on October 19, 2020, 06:07:08 PM
অনেক সুন্দর এবং তথ্য বহুল পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে বলতে চাই আমরা আসলে প্রকৃত গাইড লাইন পাই না এমন অনেকেই আছেন এই ফেরামে তারা আপনাদের মত সিনিয়ার দের তথ্য বহুল পোষ্ট গুলো পড়ে অনেক নতুন নতুন দিকনির্দেশনা জানতে পারি।আমি ব্যাক্তিগত ভাবে এবং আমার পরিচিত যারা আছেন তাদের কে উৎসাহিত করার মাধ্যমে তথ্য বহুল পোস্ট করার চেষ্টা চালাব ইনশাল্লাহ।ধন্যবাদ।

আপনি আগের চেয়ে একটিভ হচ্ছেন ধীরে ধীরে এবং পোস্টের মানও বাড়িয়েছেন। আরো ভালো পোস্ট করবেন সামনের দিনগুলোতে। পোস্টগুলো অবশ্যই তথ্যবহুল করার চেষ্টা করবেন। আপনার অগ্রগতি কামনা করছি। +1 কারমা।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Coin63@ on October 19, 2020, 06:13:44 PM
ধন্যবাদ ভাই আপনাকে। এই সর্তকতা আমাদের অনেক আগেই করা উচিত ছিল আপনাদের।আমরা যদি আগে থেকেই সতর্ক থাকতাম এবং এই ফোরামে একটিভ থাকতাম তাহলে আজ এই ভুলের জন্য আমরা এই সুন্দর প্রজেক্ট থেকে ছিটকে পড়তাম না। আসুন আমরা সকলেই এই ফোরামে সবসময় একটিভ থাকব এবং সুন্দর সুন্দর কনস্ট্রাক্টিভ পোস্ট করব। পরবর্তীতে আমাদের ভুলের জন্য কোন খেসারত না দিতে হয়।
ভাই এই প্রজেক্টে বাদ পড়েছে তাতে আমাদের কোন দুঃখ নেই তবে শিক্ষার বিষয় এই যে পরবর্তীতে যাতে কার মার কারণে আমাদের বাদ পড়তে না হয় সেজন্য আগাম ব্যবস্থা করে নিতে হবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: sky20 on October 19, 2020, 06:24:49 PM
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য আপনার প্রত্যেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের ভালোর জন্য আমাদের প্রত্যেকেরই বিষয়গুলো জানা উচিত।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Rafiq on October 19, 2020, 07:18:59 PM
বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে বাংলা বোর্ডের পোস্টের মান অনেক উন্নত হয়েছে। আমি মনেকরি বাংলা বোর্ডর সম্মানিত মডারেটর জনাব Nostoman ও আপনিসহ  বেশ কয়েকজন সিনিয়র সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায়  এটা সম্ভব হয়েছে। এই পোস্টের মাধ্যমে ক্রিপ্টোর পাশাপাশি বাঙালি জাতির প্রতি আপনার ভালোবাসা ফুটে উঠেছে। আপনার তথ্যবহুল পোস্টগুলো পড়ে আমি আরো বেশী অনুপ্রানিত হই এবং ক্রিপ্টোকারন্সি সম্পূর্ক আরো জানার চেষ্ঠা করি। আমি মনেকরি আমার মতো আরো অনেকেই উপকৃত হন। এছাড়াও ফোরামে একাধিক আইডি রাখা যায়না, বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবং কোয়ালিট পোস্টার  তৈরিসহ য়াবতীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরায় আপনাকে ধন্যবাদ + কারমা রইল।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Rafiq on October 19, 2020, 07:43:42 PM
স্পামিং হওয়ার কারন হলো এখানে ৬০% মেম্বাররা কোনো পোস্ট ঠিক মতো না পড়ে শুধু পোস্ট এর সাবজেক্ট দেখেই অন্ধের মতো পোস্ট করে। টপিক বা পোস্টে বিস্তারিত কি লেখা হয়েছে তা পড়ার প্রয়োজনবোধ করে না। কারন তাদের পোস্ট বাড়িয়ে র‍্যাংক আপ করা দরকার। সবাই চিন্তা করে নিজের একাউন্ট এর প্রমশন নিয়ে। কিন্তু তার ভূলবাল পোস্টের জন্য যে ফোরামের পরিবেশ নষ্ট হচ্ছে / স্পামিং দিয়ে বাংলা বোর্ড ভরে যাচ্ছে  তা নিয়ে চিন্তা করে না কেও। মন থেকে দ্রুত প্রমশনের চিন্তা বাদ দিয়ে। সুন্দির মানসন্মত পোস্ট করতে হবে। পোস্ট দেখে যে যেরকম কারমা পাওয়ার যোগ্য তাকে সেই কারমা দিতে হবে। নেগেটিভ পাওয়ার মতো পোস্ট হলে নেগেটিভ আর পজেটিভ পাওয়ার মতো হলে পজেটিভ। তাহলে সব ঠিক হবে বলে আমি মনে করি।             
বাঙালি জাতি হিসেবে আরাম প্রিয়, আমরা সবসময় কম পরিশ্রমে বেশী পেতে চাই। তাই বংলা বোর্ডের বেশীর ভাগ মেম্বারই কোন পোস্ট ভলোভাবে না পড়েই শুধু সাবজেক্ট দেখেই অন্ধের মতো লেখেন, অন্যদের পোস্ট গুলোতে শেয়ার করেন না। তারা শুধু ফোরাম র‌্যাংক বাড়ানোর চিন্তাকরে অন্যের পোস্ট কপি করেন, স্পামিংসহ বিভিন্ন অমার্জনীয় আপরাধ করেন। এতে ফোরামের পরিবেশ নষ্ট হয়, তাই এখনই এদের লাগাম টেনে ধরা উচিত। + কারমা
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Coin63@ on October 20, 2020, 03:30:55 AM
স্পামিং হওয়ার কারন হলো এখানে ৬০% মেম্বাররা কোনো পোস্ট ঠিক মতো না পড়ে শুধু পোস্ট এর সাবজেক্ট দেখেই অন্ধের মতো পোস্ট করে। টপিক বা পোস্টে বিস্তারিত কি লেখা হয়েছে তা পড়ার প্রয়োজনবোধ করে না। কারন তাদের পোস্ট বাড়িয়ে র‍্যাংক আপ করা দরকার। সবাই চিন্তা করে নিজের একাউন্ট এর প্রমশন নিয়ে। কিন্তু তার ভূলবাল পোস্টের জন্য যে ফোরামের পরিবেশ নষ্ট হচ্ছে / স্পামিং দিয়ে বাংলা বোর্ড ভরে যাচ্ছে  তা নিয়ে চিন্তা করে না কেও। মন থেকে দ্রুত প্রমশনের চিন্তা বাদ দিয়ে। সুন্দির মানসন্মত পোস্ট করতে হবে। পোস্ট দেখে যে যেরকম কারমা পাওয়ার যোগ্য তাকে সেই কারমা দিতে হবে। নেগেটিভ পাওয়ার মতো পোস্ট হলে নেগেটিভ আর পজেটিভ পাওয়ার মতো হলে পজেটিভ। তাহলে সব ঠিক হবে বলে আমি মনে করি।             
বাঙালি জাতি হিসেবে আরাম প্রিয়, আমরা সবসময় কম পরিশ্রমে বেশী পেতে চাই। তাই বংলা বোর্ডের বেশীর ভাগ মেম্বারই কোন পোস্ট ভলোভাবে না পড়েই শুধু সাবজেক্ট দেখেই অন্ধের মতো লেখেন, অন্যদের পোস্ট গুলোতে শেয়ার করেন না। তারা শুধু ফোরাম র‌্যাংক বাড়ানোর চিন্তাকরে অন্যের পোস্ট কপি করেন, স্পামিংসহ বিভিন্ন অমার্জনীয় আপরাধ করেন। এতে ফোরামের পরিবেশ নষ্ট হয়, তাই এখনই এদের লাগাম টেনে ধরা উচিত। + কারমা
আমরা সরাসরি বাঙালি জাতিকে দোষ দিতে পারে না কেননা আমরা বাঙালিরা অল্প কিছু টাকার জন্য কত বড় ধরনের পরিশ্রম করতে দ্বিধাবোধ করিনা। আমরা বাঙালিরা আছি বলেই বিটকয়েন্টক ও এলট কয়েন টক ফোরাম টি আজব টিকে আছে। যখন সবাই অন্য দেশীয় ভাইয়েরা ফোরাম থেকে কোন পেমেন্ট না পেয়ে হতাশ হয়ে কাজ বন্ধ করে দিয়েছিল ঠিক তখনই আমার বাঙালি ভাইয়েরা ধৈর্য সহকারে কাজ করে ফোরামকে টিকে রেখেছিল। তাই বাঙালি ভাইদের কিছু হলে প্রশংসা করা দরকার।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Chita76 on October 20, 2020, 03:35:20 AM
বাংলা ফোরামে স্পামিং বেশি হয় কিন্তু ধরা পড়ে মডারেটর ভাই সব সময় মনিটরিং করতেছে যার কারণে স্পামিং করার কোন সুযোগ নাই তারপরেও চোখের আড়ালে যদি কেউ স্পামিংকরে থাকেন তাহলে বন্ধ করে দিন। সুযোগ নেই স্পামিং করা ধরা একদিন পড়ে যাবেন তখন ভালো করে পস্তাতে হবে শুধরানোর কোনো সুযোগ থাকবে না।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: mahid on October 20, 2020, 05:28:31 AM
আমরা যারা ফোরামে নিয়মিত কাজ করি আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে ফোরামের মেম্বার হিসেবে। মডারেটরের কথা বাদ দিলাম। আমরা যদি আামাদের ফোরাম কে ঠিক না রাখি মডারেটর কিছু করতে পারবে না। হইতো মডারেটর অনেক কেই বাদ দিয়ে দিতে পারে তার এক্ষমতা আছে কিন্তু ফোরাম টাকে টিকিয়ে রাখতে সবার ভূমিকা লাগবে তাই আমাদের সবাই কে রুলস মোতাবেক কাজ করতে হবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Triedboy on October 20, 2020, 06:18:50 AM
সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের সবাইকে এই ফোরামে একসাথে কাজ করতে হবে। আর কোনো সিনিয়র ভাইরা যদি উপদেশ দেয় সেটা অবশ্যই শুনতে হবে।এবং কি কোন জুনিয়ার মেম্বার যদি ভাল মানের পোস্ট করে তাহলে অবশ্যই তাকে কারমা দেওয়া উচিত। কারণ তারা কারমা পেলে উৎসাহিত হবে এবং কি ভালো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করবে। আর বিশেষ করে আমরা এই ফোরামে কাউকে নেগেটিভ কারমা দেবো না। তাহলে দেখা যাবে আস্তে আস্তে সব সমস্যার সমাধান হবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Goblin on October 20, 2020, 08:14:54 AM
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের বাংলা বোর্ডের মেম্বারদের পোস্ট কোয়ালিটি কম স্পাম বেশি করে। তার মধ্যে কিছুদিন ধরে বাংলা সেকশনে কপি পেস্ট বেশি বেশি হচ্ছে। আমার একটি কথা আছে ভাই কাউকে নেগেটিভ কারমা দেওয়ার আগে তাকে একবার সতর্ক করে দেওয়া ভালো কারন একটা নেগেটিভ কর্মের কারণে আজকে হয়তো আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র পারসন গোলা free ton বাউন্টিতে জয়েন হতে পারছে না। আপনি একটি ভাল উদ্যোগ নিয়েছেন লো কোয়ালিটি পোস্টগুলো ডিলিট করে দেওয়ার জন্য। আমার মতে ভালো পোস্ট করলে তাকে কারমা দেওয়া উচিত সবার আমাদের উপর লেভেলের যতগুলা সিনিয়র মেম্বার আছে তাদের 80 প্লাস কার মাঁ আছে। আমরা জুনিয়র মেম্বার যারা আছি সবাই সিনিয়র ভাইদের হেল্প করবেন কারমা দিয়ে কারমা দিলে কখনো শেষ হয় না। ধরেন আপনি এক সিনিয়র ভাই কে একটা কারমা দিলেন সেই কার মার কারণে সেনিয়রিটি বাউন্টিতে জয়েন করতে পারল। মিষ্টি আবার সেই সিনিয়র ভাই আপনাকে উপকার করবে। তবে যদি আমরা সবার পাশে থাকি তাহলে আমাদের কোন অসুবিধা হবে না।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Malam90 on October 20, 2020, 08:37:39 AM
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের বাংলা বোর্ডের মেম্বারদের পোস্ট কোয়ালিটি কম স্পাম বেশি করে। তার মধ্যে কিছুদিন ধরে বাংলা সেকশনে কপি পেস্ট বেশি বেশি হচ্ছে। আমার একটি কথা আছে ভাই কাউকে নেগেটিভ কারমা দেওয়ার আগে তাকে একবার সতর্ক করে দেওয়া ভালো কারন একটা নেগেটিভ কর্মের কারণে আজকে হয়তো আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র পারসন গোলা free ton বাউন্টিতে জয়েন হতে পারছে না। আপনি একটি ভাল উদ্যোগ নিয়েছেন লো কোয়ালিটি পোস্টগুলো ডিলিট করে দেওয়ার জন্য। আমার মতে ভালো পোস্ট করলে তাকে কারমা দেওয়া উচিত সবার আমাদের উপর লেভেলের যতগুলা সিনিয়র মেম্বার আছে তাদের 80 প্লাস কার মাঁ আছে। আমরা জুনিয়র মেম্বার যারা আছি সবাই সিনিয়র ভাইদের হেল্প করবেন কারমা দিয়ে কারমা দিলে কখনো শেষ হয় না। ধরেন আপনি এক সিনিয়র ভাই কে একটা কারমা দিলেন সেই কার মার কারণে সেনিয়রিটি বাউন্টিতে জয়েন করতে পারল। মিষ্টি আবার সেই সিনিয়র ভাই আপনাকে উপকার করবে। তবে যদি আমরা সবার পাশে থাকি তাহলে আমাদের কোন অসুবিধা হবে না।

কারমা দেওয়ার কোন লিমিট নেই। তবে একজন ব্যক্তিকে প্রতি ১০০ ঘন্টার আগে ২ বার কারমা দেওয়া যায়না। ভালো পোস্ট হলেই কারমা দিতে হয়। যারা ফুল মেম্বার হয়েছেন তারা কারমা দিতে পারেন। কিন্তু আমাদের বাংলা বোর্ডে প্রায় অধিকাংশই ফুল মেম্বার থেকে হিরো ও লিজেন্ডারী মেম্বার। বিশেষ করে ফুল মেম্বাররা সিনিয়রদের কারমা দেযনা। আমি এটা অনেক পর্যবেক্ষণ করে বলছি। কেন উনারা দেন না তা জানিনা। তবে কারমা দেওয়া উচিত। আমরা সিনিয়ররা শুধু জুনিয়রদের কারমা দিয়ে যাচ্ছি তাদের উৎসাহিত করার জন্য কিন্তু জুনিয়র যারা অন্তত ফুল মেম্বার হয়েছেন তারা যদি সিনিয়রদের কারমা না দেন তাহলে আপনাদের পাশে দাড়ানোর লোক খুজে পরে পাওয়া যাবেনা। আমরা কারমার অভাবে ভালো সিগনেচারে জয়েন করতে পারিনা। সুন্দর কথা বলার জন্য আপনাকে +১ কারমা রইলো।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Malam90 on October 20, 2020, 08:41:23 AM
সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের সবাইকে এই ফোরামে একসাথে কাজ করতে হবে। আর কোনো সিনিয়র ভাইরা যদি উপদেশ দেয় সেটা অবশ্যই শুনতে হবে।এবং কি কোন জুনিয়ার মেম্বার যদি ভাল মানের পোস্ট করে তাহলে অবশ্যই তাকে কারমা দেওয়া উচিত। কারণ তারা কারমা পেলে উৎসাহিত হবে এবং কি ভালো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করবে। আর বিশেষ করে আমরা এই ফোরামে কাউকে নেগেটিভ কারমা দেবো না। তাহলে দেখা যাবে আস্তে আস্তে সব সমস্যার সমাধান হবে।

আপনি তো ফুল মেম্বার হয়েছেন। আপনারও দায়িত্বআছে ভালো পোস্টে কারমা দেওয়ার। আপনিও এই ব্যাপারে সচেতন হবেন আশা করি। শুধু কমেন্ট এর মাধ্যমে উৎসাহিত করে হবেনা, পাশাপাশি জুনিয়র, সিনিয়র সবাইকে কারমা দিবেন। কারমা না দিলে কারমার অভাবে কেউ ভালো কাজ করতে পারবেন না। তবে অপব্যবহার করবেন না।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Blue_sea on October 20, 2020, 12:38:53 PM
সবার প্রথমে আমাদের কাজ হল সবাই এই ফোরামে একাত্মবোধ হব যেকোনো সমস্যা হলে আমরা আমাদের বড় ভাইদের বলব এই সমস্যা সাথে সাথে আমাদের বড় ভাইরা আমাদের সাহায্য করবে আর আমাদের বাংলা মডারেটর ভাই যা যা বলবেন আমরা সেইসব মনোযোগ দিয়ে শুনব এবং করবো তাহলে আমাদের পোস্ট সঠিকভাবে হবে এবং আমরাও কারমা পাবো আর অন্য কেউ যদি ভালো মানের পোস্ট করে তাহলে আমরা তাকেও কারমা দিব আর কেউ কাউকে নেগেটিভ কারমা দিব না।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Rafiq on October 20, 2020, 05:12:52 PM
অনেক সুন্দর এবং তথ্য বহুল পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে বলতে চাই আমরা আসলে প্রকৃত গাইড লাইন পাই না এমন অনেকেই আছেন এই ফেরামে তারা আপনাদের মত সিনিয়ার দের তথ্য বহুল পোষ্ট গুলো পড়ে অনেক নতুন নতুন দিকনির্দেশনা জানতে পারি।আমি ব্যাক্তিগত ভাবে এবং আমার পরিচিত যারা আছেন তাদের কে উৎসাহিত করার মাধ্যমে তথ্য বহুল পোস্ট করার চেষ্টা চালাব ইনশাল্লাহ।ধন্যবাদ।
আমি এ বিষয়ে আপনার সাথে একমত পোষণ করছি এবং সাথে সাথে Malam90, Nostoman সহ সিনিয়র ভাইদেরকে যারা ফোরামে আমাদের জন্য তথ্যবহুল পোস্ট উপহার দেন তাদের কে ধন্যবাদ জানচ্ছি।আমি ব্যক্তিগতভাবে তাদের পোস্ট থেকে ফোরাম সম্পূর্কে, ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে অনেক কিছু শিখতে পেরেছি এখনও শিখছি; আমি মনেকরি আমার মতো আরো অনেকেই উপকৃত হয়েছেন।ধন্যবাদ + কারমা
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Coin63@ on October 20, 2020, 06:50:12 PM
অনেক সুন্দর এবং তথ্য বহুল পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে বলতে চাই আমরা আসলে প্রকৃত গাইড লাইন পাই না এমন অনেকেই আছেন এই ফেরামে তারা আপনাদের মত সিনিয়ার দের তথ্য বহুল পোষ্ট গুলো পড়ে অনেক নতুন নতুন দিকনির্দেশনা জানতে পারি।আমি ব্যাক্তিগত ভাবে এবং আমার পরিচিত যারা আছেন তাদের কে উৎসাহিত করার মাধ্যমে তথ্য বহুল পোস্ট করার চেষ্টা চালাব ইনশাল্লাহ।ধন্যবাদ।
আমি এ বিষয়ে আপনার সাথে একমত পোষণ করছি এবং সাথে সাথে Malam90, Nostoman সহ সিনিয়র ভাইদেরকে যারা ফোরামে আমাদের জন্য তথ্যবহুল পোস্ট উপহার দেন তাদের কে ধন্যবাদ জানচ্ছি।আমি ব্যক্তিগতভাবে তাদের পোস্ট থেকে ফোরাম সম্পূর্কে, ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে অনেক কিছু শিখতে পেরেছি এখনও শিখছি; আমি মনেকরি আমার মতো আরো অনেকেই উপকৃত হয়েছেন।ধন্যবাদ + কারমা
ধন্যবাদ ভাই ফোরামে মানসম্মত পোষ্ট করার জন্য। আগে ফোরামে গোকু নামের যে মডারেটর ছিল সে খুব একটা একটিভ থাকত না। ফলে ফোরাম অনিয়ন্ত্রিতভাবে চলত। এখন ফোরামে ভালো একজন মডারেটর পেয়েছে বলে ফোরাম উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: sky20 on October 20, 2020, 07:39:02 PM
আমি মনে করি নিজের স্কিল বাড়াতে হলে যেকোনো বিষয়ে অধ্যাবসায় হতে হবে। এই ফোরাম ও তার বিকল্প না। ভালো কিছু করতে হলে বা আইডি সুরক্ষিত রাখতে হলে অবশ্যই কোয়ালিটি পোষ্ট করতে হবে। তাতে করে করমা পাওয়ার সম্ভাবনা ও থাকবে আবার আইডি ও অনেক সেইফ থাকবে।
ধন্যবাদ আপনার পোষ্টটি আশা করি সবাই বুঝতে পারবে।
আমি আপনার সাথে একমত আপনার কথাগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি কাজগুলো করলে একাউন্ট সেভ থাকবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Malam90 on October 21, 2020, 04:47:57 AM
অনেক সুন্দর এবং তথ্য বহুল পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে বলতে চাই আমরা আসলে প্রকৃত গাইড লাইন পাই না এমন অনেকেই আছেন এই ফেরামে তারা আপনাদের মত সিনিয়ার দের তথ্য বহুল পোষ্ট গুলো পড়ে অনেক নতুন নতুন দিকনির্দেশনা জানতে পারি।আমি ব্যাক্তিগত ভাবে এবং আমার পরিচিত যারা আছেন তাদের কে উৎসাহিত করার মাধ্যমে তথ্য বহুল পোস্ট করার চেষ্টা চালাব ইনশাল্লাহ।ধন্যবাদ।
আমি এ বিষয়ে আপনার সাথে একমত পোষণ করছি এবং সাথে সাথে Malam90, Nostoman সহ সিনিয়র ভাইদেরকে যারা ফোরামে আমাদের জন্য তথ্যবহুল পোস্ট উপহার দেন তাদের কে ধন্যবাদ জানচ্ছি।আমি ব্যক্তিগতভাবে তাদের পোস্ট থেকে ফোরাম সম্পূর্কে, ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে অনেক কিছু শিখতে পেরেছি এখনও শিখছি; আমি মনেকরি আমার মতো আরো অনেকেই উপকৃত হয়েছেন।ধন্যবাদ + কারমা
ধন্যবাদ ভাই ফোরামে মানসম্মত পোষ্ট করার জন্য। আগে ফোরামে গোকু নামের যে মডারেটর ছিল সে খুব একটা একটিভ থাকত না। ফলে ফোরাম অনিয়ন্ত্রিতভাবে চলত। এখন ফোরামে ভালো একজন মডারেটর পেয়েছে বলে ফোরাম উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।

অভিনন্দন আপনাকে লিজেন্ডারী হওয়ায়। আমি  Malam90, মডারেটর Nostoman এর পর আপনি হলেন ৩য় লিজেন্ডারী সদস্য। পাগলামন, Altcoin1998$ এবং রেকিন অপেক্ষায় আছে লিজেন্ডারী হওয়ার জন্য। খুব তাড়াতাড়ি লিজেন্ডারী সদস্য সংখ্যা হবে ৬ জন। আমি যখন গতবছর লিজেন্ডারী হয়েছিলাম তখন আফসোস করতাম যে আমাদের বাংলাবোর্ডে শুধুমাত্র একজন লিজেন্ডারী হয়েছি, কবে যে আরেকজন পাবো। সম্প্রতি আরো দুজনকে পাওয়ায় বর্তমানে ৩ জন হয়েছি। এতে আমার একাকিত্ব ঘুচে গেছে। যারা এসআর মেম্বার আছেন তারাও খুব তাড়াতাড়ি হিরো লিজেন্ডারী হবে এই আশাই রইলাম।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: sky20 on October 21, 2020, 07:54:01 AM
আমি মনে করি নিজের স্কিল বাড়াতে হলে যেকোনো বিষয়ে অধ্যাবসায় হতে হবে। এই ফোরাম ও তার বিকল্প না। ভালো কিছু করতে হলে বা আইডি সুরক্ষিত রাখতে হলে অবশ্যই কোয়ালিটি পোষ্ট করতে হবে। তাতে করে করমা পাওয়ার সম্ভাবনা ও থাকবে আবার আইডি ও অনেক সেইফ থাকবে।
ধন্যবাদ আপনার পোষ্টটি আশা করি সবাই বুঝতে পারবে।
অত্যন্ত পরিস্কার ভাষায় আপনি বলেছেন এতে না বোঝার কোন কিছুই নেই। ঠিক এই কাজ গুলো অবশ্যই করতে হবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: mahid on October 21, 2020, 11:23:21 AM
আমাদের সবাই কে এখানে অত্যন্ত দক্ষতার সাথে এবং সুশৃঙ্খলার সাথে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। ফোরামের প্রতিটি বিষয় বা নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে। তবেই আমরা এখান থেকে সাকসেস পাব ইনশাআল্লাহ।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Rubel007 on October 22, 2020, 04:33:35 PM
আমার মনে হয় যদি লো কোয়ালিটি পোস্ট ডিলিট করা হয় তাহলে ভাল হয় কারন লো কোয়ালিটি পোস্টের কারনে অযোগ্য লোক যোগ্য লোকের জায়গায় বসে ফলে সেখানে ভাল কিছু হওয়ার সম্ভাবনা থাকে না।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: ranaprime on October 28, 2020, 06:22:29 AM
আমাদের ফোরামের সবার উচিত কোন ধরনের ডিসক্রিপেন্সি দেখলে অবশ্যই তা সংশোধন করে দেওয়া। এবং কি করতে হবে না হবে তা সবাই কে অবগত করা। সর্বপরি রুলস বর্হিভূত কিছু না করা।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Goblin on October 28, 2020, 06:44:49 AM
Malam90 ভাই অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল অনেক দূর এগিয়ে যান দোয়া রইল। আমরা যারা কিছু জুনিয়র মেম্বার আছি তারা হয়তো ভাবতাছেন যে বাংলা সেকশনে পোস্ট দিলেই আমার রেংক হবে আমি টাকা বেশি কামাই করতে পারব। যদি এটি ভেবে থাকেন তাহলে একদমই ভুল ধারণা। কারণ এই ফর্মটা আপনার প্লাস পয়েন্ট হিসেবে ধরতে হবে। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন সিনিয়র ভাইদের পোস্টগুলা ফলো করলে ইনকাম করার সব খবর জানতে পারবেন। কোন কিছু জানার বাকি থাকলে এখান থেকে জেনে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে ফোরামে পোস্ট করলেই পোস্ট গুলার জন্য আমার ইনকাম হবে না। আমাদের মডারেটর ভাই অনেক সৎ একজন মানুষ। সে দেশে মানুষের জন্য অনেক কিছু করে। সব সময় পর্যবেক্ষণ করে ফোরামে। এখন থেকে লো কলেটির পোস্টগুলা ডিলেট দেওয়া হবে তাহলে তো বুঝতেই পারছেন লো কোয়ালিটির পোস্ট দেওয়া যাবে না। উন্নত মানের পোস্ট দিয়ে আপনাকে টিকে থাকতে হবে। বাংলা সেকশনটা খোলা হইছে একজন আরেকজন কে হেল্প করার জন্য। যাতে করে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি অনেক কিছু অজানা থাকি সেগুলো এখান থেকে জানতে পারলাম অনেক উপকৃত হলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। স্পাম করবো না স্পার্ম কেউ করলে সতর্ক করে দেবো। স্পাম করা থেকে বিরত থাকব।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Oliva merry on October 28, 2020, 12:09:28 PM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

আপনার কাছ থেকে অনেক সুন্দর তথ্য পেলাম। সিনিয়রদের অনুসরণ করে আগামীর পথ চলব।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: XM8 on October 28, 2020, 12:15:04 PM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

ভাই আমি এই ফোরামে একদমই নতুন। আপনার পোষ্টটি পড়ে আমি অনেক উপকৃত হলাম। অনেক কিছু জানতে পারলাম। অবশ্যই আমরা স্প্যাম এবং কপি-পেস্ট থেকে বিরত থাকব।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: kulkhan on October 28, 2020, 04:51:21 PM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলেছেন আপনি। সততা যে কোন কিছুর মূল ভিত্তি, সততা ছাড়া কোনো ভাবেই ভালো কিছু করা সম্ভব নয়। কেউ যদি তার ইনকামের যায়গায় অসৎ হয় তাহলে সে তার কাঙ্ক্ষিত উপার্জন করতে পারবে না। তাই আমি মনেকরি এটা আমাদের একটা রুটি রুজির উৎস তাই আমরা কেউই অসৎ উপায় অবলম্বন করব না। কোন স্পাম করব না, ফোরামের সকল নিয়ম কানুন মেনে চলব। সবাই একে অপরকে সাহায্য করব তাহলে আমরা সকলেই লাভবান হব। আর এত সুন্দর একটা টপিক আমাদের সামনে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Ak600 on November 27, 2020, 02:49:02 PM
ধন্যবাদ ভাই আপনাকে কারণ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করেছেন। সবাই সবাইকে কারমা দিতে চায়না ভালো পোস্ট হলেও কারমা দিতে চায় না কেননা কারমা না দিলে পোস্ট দিতে মন চায় না। তাই আমরা যার পোস্ট মার্জিত এবং ফাস্ট কোয়ালিটির পোস্ট তাকে আমরা কারমা দিব
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Ak600 on November 27, 2020, 02:51:18 PM
বিষয়টি খুবই গুরুত্বপুর্ণ। এখন থেকে ভাল পোষ্ট করব আশা করি সবাই কারমা দিবেন। আমি একটা বিষয় লক্ষ করছিলাম সবাই কারমা দিতে কৃপনতা করে এটা ঠিক নয় ভাল পোষ্টে অবশ্যই কারমা দেয়া উচিৎ। যাই হোক এখন থেকে ভাল পোষ্টে আমি অবশ্যই কারমা দিব আপনারাও দিন।
আমার পক্ষ থেকে +১।
ধন্যবাদ আপনাকে কারণ আপনি ভালো পোস্টে অবশ্যই কারমা দিবেন এবং কারমা দিতে কৃপণতা করবেন না এবং আমরা সবাই সবাইকে কারমা দেব
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Ak600 on November 27, 2020, 02:54:26 PM
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের বাংলা বোর্ডের মেম্বারদের পোস্ট কোয়ালিটি কম স্পাম বেশি করে। তার মধ্যে কিছুদিন ধরে বাংলা সেকশনে কপি পেস্ট বেশি বেশি হচ্ছে। আমার একটি কথা আছে ভাই কাউকে নেগেটিভ কারমা দেওয়ার আগে তাকে একবার সতর্ক করে দেওয়া ভালো কারন একটা নেগেটিভ কর্মের কারণে আজকে হয়তো আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র পারসন গোলা free ton বাউন্টিতে জয়েন হতে পারছে না। আপনি একটি ভাল উদ্যোগ নিয়েছেন লো কোয়ালিটি পোস্টগুলো ডিলিট করে দেওয়ার জন্য। আমার মতে ভালো পোস্ট করলে তাকে কারমা দেওয়া উচিত সবার আমাদের উপর লেভেলের যতগুলা সিনিয়র মেম্বার আছে তাদের 80 প্লাস কার মাঁ আছে। আমরা জুনিয়র মেম্বার যারা আছি সবাই সিনিয়র ভাইদের হেল্প করবেন কারমা দিয়ে কারমা দিলে কখনো শেষ হয় না। ধরেন আপনি এক সিনিয়র ভাই কে একটা কারমা দিলেন সেই কার মার কারণে সেনিয়রিটি বাউন্টিতে জয়েন করতে পারল। মিষ্টি আবার সেই সিনিয়র ভাই আপনাকে উপকার করবে। তবে যদি আমরা সবার পাশে থাকি তাহলে আমাদের কোন অসুবিধা হবে না।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি পোস্ট করেছেন এবং আপনার এই পোস্ট থেকে অনেক কিছু বুঝতে পারলাম এবং জ্ঞান অর্জন করতে পারলাম । এবং আমার পক্ষ থেকে প্লাস 1 ধন্যবাদ
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Sasa on November 27, 2020, 03:05:15 PM
খুবই ভালো লাগলো ভাই। আপনার কথাগুলো খুব মন দিয়ে পড়লাম আপনি অনেক সুন্দর কিছু পয়েন্ট এ কথা বলেছেন আমাদের এই ফোরামে স্পামের পরিমান বেড়ে গেছে এইগুলো দূর করতে হবে আমাদের এই ফোরামের সিনিয়র ভাইদের আরো সতর্ক হতে হবে তাদের খেয়াল রাখতে হবে এবং বাংলা বোর্ডে টপিকের পরিমান বাড়াতে হবে।     
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Crypto_Somrat on November 27, 2020, 03:17:05 PM
মালাম ভাই আপনি বরাবরের মতই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমাদের ব্যর্থতার কারণে আমাদের বাংলা ফোরাম কে অন্যরা নিচু চোখে দেখে। এটা সত্যিই একান্তই আমাদের ব্যর্থতা। কারণ আমাদের বাংলা ফোরামে স্পামিং বেশি হয়, একে অন্যের পিছনে লেগে থাকে, কপি-পেস্ট বেশি হয়, কেউ নতুন টপিক তৈরি করতে চায়না সবাই শুধু অফটপিকে আলোচনা করতে চায়, আমরা সত্যিই অলস আমরা মেধা খাটিয়ে নতুন টপিক তৈরি করতে চাইনা। অথচ একটু মেধা খাটিয়ে এই ফোরামে নিয়মিত আমরা সবাই একটিভ থাকলে আমরা অন্যদের চেয়ে অনেক এগিয়ে যেতে পারব। আমি সবাইকে অনুরোধ কোরে বোলবো মালাম ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি অনেক ভাল বোঝেন কারণ তিনি এ বিষয়ে অনেক পারদর্শিতা অর্জন করেছেন। তাই সবাইকে বলব আমাদের বাংলা বোর্ডকে এগিয়ে নিতে মালাম ভাই যে নির্দেশনা গুলো দেন সেগুলো মেনে চলার চেষ্টা করুন। তাতে আমাদের জন্যই ভালো হবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: ranaprime on November 27, 2020, 04:10:11 PM
আপনি যেভাবে বলছেন সত্যিকার অর্থে তাই করা উচিত কিন্তু আমাদের কে আর একটু সময় দিতে হবে বিশেষ করে যারা জুনিয়র আছেন তাদের। তাদের কে আবারও ওয়ানিং দিতে হবে। তাদের বোঝাতে হবে। এর পরও যদি কিছু না হয় তাহলে শক্ত অবস্থানে  যাওয়া উচিত। তাছাড়া তাদের কে কখনও সংসোধন করা যাবে না।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: sky20 on November 27, 2020, 04:45:21 PM
কারমা  চেয়ে নেওয়া কখন ই কাম্য হতে পারে না। আপনার পোস্ট কোয়ালিটি আপনাকে কারমা দিবে। আপনি যতই চেস্টা করেন না কেন পোস্ট ভাল না হলে আপনি কারমা পাবেন না। আর একটি বিষয় হল যে আপনার পোস্ট যদি খারাপ হয় অর্থাৎ পোস্ট গ্রহন যোগ্যতার সম্পূর্ণ দিক হারিয়ে ফেলে তবে আপনাকে নেগেটিভ কারমা সহ পোস্ট ডিলিট করার ক্ষমতাও মডারেটর রাখে কাজেই যথা সম্ভব সাবধানতার সহিত পোস্ট করুন।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Hasan986 on November 27, 2020, 06:13:19 PM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

ঠিক ভাই। সাম্প পোস্ট বেশি হলে। এসবের মাঝে ভালো তথ্য বহুল পোস্ট গুলো হারিয়ে যায়। আমাদের উচিত ভালো পোস্টে কারমা + দেওয়া এতে পোস্ট কারীর উৎসাহ পায়। আরো ভালো পোস্ট করে পরবর্তিতে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Rain075 on November 28, 2020, 02:39:52 AM
আমরা যারা নতুন আছি তারা সবসময় বেশি বেশি ভালো করে সিনিয়রদের পোস্টগুলা পড়বো এবং জানবো। তাহলে আমরা সবচেয়ে বেশি জানতে পারবো এমন এক সময় আমরা অভিজ্ঞ হতে পারব।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Cristiano on November 28, 2020, 09:06:28 AM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

অনেক ধন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ তবে একটি শেয়ার করেছেন। খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনি।পোস্টটি খুবই সুন্দর হয়েছে জুনিয়র মেম্বার গুলা বুঝতে কোন অসুবিধা হবে না। এরকম পোস্ট করলে আমাদের কোন সমস্যা হবে না।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: kulkhan on November 28, 2020, 09:43:28 AM
অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন ভাই আপনি। আমিও আপনার সাথে একমত আমরা অনেকে শুধুমাত্র পোষ্ট কাউন্ট বাড়ানোর জন্য নামে মাত্র পোস্ট করেই যাচ্ছি। তেমন কোন তথ্য ভিত্তিক পোস্ট বা অন্যদের উপকারে আসবে এমন পোস্ট করছি না। এটা আমাদের ফোরামের জন্য অত্যন্ত বিপদজনক। আমার মনে হয় মডারেটর বা আপনারা একটু কঠোর হওয়াতে কপি পেষ্ট অনেক কমে গেছে কিন্তু পোস্টের মান তেমন বাড়ছে না। আবার নামে বেনামে অনেকে একাধিক আইডি তৈরি কর শুধু পোস্ট করেই যাচ্ছে। এক জন একাধিক আইডি চালাচ্ছে। মডারেটর ভাইকে বলব আপনি আইপি ট্রেস করে একাধিক আইডি গুলো বন্ধ করে দেন। স্পমিং বন্ধ হলে আমরা আমাদের ফোরামকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে পারব।
ধন্যবাদ সকলকে
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Mrkadir85 on November 28, 2020, 10:25:02 AM
মালাম ভাই আপনি সব বিষয়ে আমাদের থেকে অনেক ভাল বোঝেন এবং জানেন।  আপনার মাধ্যমে  ফোরামে আমারা সকলেই অনেক কিছু জানতে এবং শিক্ষতে পারি। আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ পোস্টের মাধ্যমে আলোচনা করেছেন। এখন থেকে পুরানো সব সময় ভাল পোস্ট করার চেষ্টা করব। এবং কারো যদি ভাল পোস্ট হয় তাকে কারমা দিতে দ্বিধা করবো না। আপনার জন্য + karma রইল।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: bmr on November 28, 2020, 01:06:57 PM
খুবই চমৎকার যতই পোস্ট গুলো পড়ছি ততই নতুন নতুন আইডিয়া হচ্ছে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Runa on November 28, 2020, 09:56:30 PM
আসসালামু আলাইকুম। এই ফোরামের নতুন ইউজার হওয়ার কারণে এই ফোরামের পোস্ট করার নিয়মাবলী সম্পর্কে আপনার পোস্টটি পড়ে অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি। চেষ্টা করবো অবশ্যই পোস্টগুলোর গুণগতমান ভালো রাখা। তবে কখনো ছোটখাট ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: warhero on November 28, 2020, 10:29:06 PM
আসসালামু আলাইকুম। এই ফোরামের নতুন ইউজার হওয়ার কারণে এই ফোরামের পোস্ট করার নিয়মাবলী সম্পর্কে আপনার পোস্টটি পড়ে অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি। চেষ্টা করবো অবশ্যই পোস্টগুলোর গুণগতমান ভালো রাখা। তবে কখনো ছোটখাট ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
অ্যলটকন ফোরামে আপনাকে স্বাগতম। এই ফোরামে যে সমস্ত সিনিয়র ভাইরা আছে তারা আপনার পোস্ট গুলো সবসময় পর্যবেক্ষণ করে। পোষ্টগুলো দেখে যদি ভালো মনে হয় তাহলে পোস্টগুলো ফোরামে স্থির থাকে। নয়তোবা আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয় আপনার পোষ্টের কোথায় ভুল হয়েছে। দয়াকরে ফিরতি মেসেজ গুলো ফলো করবেন।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Magepai on December 12, 2020, 01:45:24 AM
আমাদের এই ফোরামে অনেক নতুন ইউজার এসেছে তাদের মধ্যে কিছু ইউজার আছে যারা অনেক ছোট ছোট করে প্রশ্নের উত্তর দিচ্ছে। জুনিয়র মেম্বার পর্যন্ত কিন্তু এরকমটা শোভা পায়।অনেক ইউজার রয়েছে সিনিয়র মেম্বার এর উপরে গিয়েও কিন্তু তারা এরকম কাজ করে যাচ্ছে।অতএব আসুন আমরা সবাই মিলে আমাদের বাংলা ফোরাম তাকে অনেক উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যাই। এজন্য আমাদেরকে সবাইকে অনেক ভালো ভালো টপিক তৈরি করতে হবে। যাতে করে দেখা যায় নতুন ইউজারদের সব বিষয় বুঝতে পারে। পরবর্তীতে তারা যেন ভালোভাবে পোস্ট করতে পারে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Cz Rock on December 22, 2020, 03:57:35 AM
আমাদের সবার করণীয় এই ফোরামে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আজেবাজে পোস্ট না করি। মূল্যহীন পোস্ট করলে খুবই খারাপ লাগে। দয়াকরে মূল্যহীন পোস্ট থেকে বিরত থাকি।  সিনিয়রভাইদের পোস্ট থেকে ধারণা নিয়ে মানসম্পন্ন পোস্ট করাই উত্তম।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Cz Rock on December 22, 2020, 03:59:06 AM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

ঠিক ভাই। সাম্প পোস্ট বেশি হলে। এসবের মাঝে ভালো তথ্য বহুল পোস্ট গুলো হারিয়ে যায়। আমাদের উচিত ভালো পোস্টে কারমা + দেওয়া এতে পোস্ট কারীর উৎসাহ পায়। আরো ভালো পোস্ট করে পরবর্তিতে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি মূল্যবান পোষ্ট করার জন্য আমাদের সবার করণীয় আমরা সুন্দর সুন্দর পোস্ট করব যা মূল্যহীন নয়, একে অন্যকে সাহায্য করবো। একসাথে কাজ করার জন্য কাঁদে হাত রাখবো।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Malam90 on December 22, 2020, 07:37:57 AM
আমাদের এই ফোরামে অনেক নতুন ইউজার এসেছে তাদের মধ্যে কিছু ইউজার আছে যারা অনেক ছোট ছোট করে প্রশ্নের উত্তর দিচ্ছে। জুনিয়র মেম্বার পর্যন্ত কিন্তু এরকমটা শোভা পায়।অনেক ইউজার রয়েছে সিনিয়র মেম্বার এর উপরে গিয়েও কিন্তু তারা এরকম কাজ করে যাচ্ছে।অতএব আসুন আমরা সবাই মিলে আমাদের বাংলা ফোরাম তাকে অনেক উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যাই। এজন্য আমাদেরকে সবাইকে অনেক ভালো ভালো টপিক তৈরি করতে হবে। যাতে করে দেখা যায় নতুন ইউজারদের সব বিষয় বুঝতে পারে। পরবর্তীতে তারা যেন ভালোভাবে পোস্ট করতে পারে।

আমিও একমত। অনেক নতুন ইউজার আসতেছেন এটা ভালো দিক। প্রথমে তাদের বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো ভালো করে পড়া এবং বুঝার চেষ্টা করা। তাহলে ফোরামে কি কি করা যাবে, কি কি করা যাবেনা তার একটা ধারণা তারা পেয়ে যাবেন। তারপর ক্রিপ্টো সম্পর্কে একটু জানার চেষ্টা করলে তারা ফোরামে ভালো করবে এটা শিওর কিন্তু অধিকাংশই জানতে চায়না, স্টিকি পোস্টগুলোও পড়তে চায়না। এজন্য সবাইকে অনুরোধ করবো-আগে বোর্ডের রুলস ও স্টিকি পোস্টগুলো পড়ুন।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Bony11 on December 22, 2020, 12:03:56 PM
ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি  করেছেন। সত্যিই বিষয়টি অনেক জরুরী যে বর্তমানে আমার এই ফোরামে অনেক যার আছে যারা লো কোলিটি পোস্ট করে থাকি। আমাদের সবার উচিত এ ধরনের পোস্ট থেকে বিরত থাকা। ভালো মানের গুরুত্বপূর্ণ সঠিক তথ্য দিয়ে টপিক তৈরি করা। যা থেকে অন্যরা বা  নতুন ইউজাররা জ্ঞান লাভ করতে পারে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Mayajal on December 22, 2020, 12:37:02 PM
কিছু কিছু মেম্বার আছে যারা বাংলা ফোরামে আসে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। অ্যাক্টিভিটি বৃদ্ধি করে তারা গুলোবাল সেকশনে চলে যান আর বাংলা ফোরামের দিকে ঘুরেও তাকায় না। এ ধরনের মেম্বার গুলোকে সতর্ক করে দেয়া উচিত এরা অতিরিক্ত পোস্ট করে শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য লো কোয়ালিটি পোস্ট করে থাকে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Bad leyar on December 22, 2020, 01:40:59 PM
Malam ভাই আপনি অনেক সুন্দর পোস্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি সব বিষয়ে এত গুরুত্বপূর্ণ কথা বলেন আপনার এই কথাগুলো আমরা বাংলাসেকশনের সবাই আপনার কথা মেনে কাজ করব আমি নতুন ইউজার তাই ফরমের করণীয় সম্পর্কে খুব একটা ভালো জানিনা কিন্তু আপনার পোস্ট পড়ে ফরমের করণীয় সম্পর্কে এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জেনে নিলাম এবং সব বিষয়ে আপনার এখান থেকে ধারণা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনার কাছ থেকে বাই আরো ভালো কিছু আশা করব ভবিষ্যতে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Jaya60 on December 22, 2020, 11:27:32 PM
আমাদের এই ফোরামে অনেকেই রয়েছে যারা অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক রকমের পোস্ট করছে। অনেক সিনিয়র মেম্বার দেখেছি তারাও কিন্তু দেখা গিয়েছে পোষ্ট বাড়ানোর জন্য দু-এক লাইন করে পোস্ট এর রিপ্লাই দিচ্ছে। এবং তারা যখনই বড় কোন পজিশনে চলে যায় তখন আমাদের এই বাংলা বোর্ডে আর আসে না।আসলে আমাদের সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করে এগিয়ে যেতে হবে দেখা গিয়েছে অন্য সকল লোকাল বোর্ডের তুলনায় আমাদের এই বোর্ডে পোষ্টের পরিমাণ কম।শুধু পোস্ট বাড়লে চলবেনা আমাদের ভালো মানের পোস্ট করতে হবে যা দেখে অন্য সকল লোকাল বোর্ডের ম্যানেজাররা কোন কিছু বলতে না পারে। বা গ্লোবাল সেকশনের মোডারেটর আমাদের বাংলা ভোটকে তুচ্ছ মনে না করতে পারে। সে দিকে লক্ষ্য রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Jaya60 on December 22, 2020, 11:31:09 PM
খুবই চমৎকার যতই পোস্ট গুলো পড়ছি ততই নতুন নতুন আইডিয়া হচ্ছে।
আসলে ভাই এই ধরনের পোস্ট করতে কিন্তু নিষেধ করা হচ্ছে তারপরও আপনি এখানে এধরনের পোষ্ট করছেন। আমরা যখনই কোন টপিক এর উত্তর দেব তখন কিন্তু সেই আনসারের লাইন মিনিমাম চার থেকে পাঁচ লাইন থাকতে হবে। এভাবে যদি দু-এক লাইন করে আমরা বুস্ট করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফোরাম কোনদিনও এগিয়ে যাবে না। আমাদের ফোরাম টা শুধু এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করলে কাজ হবে না যেন আমাদেরপ্রত্যেকের পোষ্টের মান ভালো থাকে এবং সেই পোস্ট পড়ে যেন সবাই ভালো ভালো ধারণা পেয়ে থাকে। এ ধরনের পোস্ট করতে হবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: bmw1 on December 23, 2020, 06:43:41 AM
এ ফোরামের অনেক নতুন মেম্বার এড হয়েছে যারা শুধু আইডির অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট করে থাকেন কিন্তু আমাদের এমন পোস্ট করতে হবে আসলে যারা নতুন তারা নিয়মগুলো মেনে চলে না কিন্তু আমাদের ম্যাটাডোর এর নিয়ম অনুসরণ করতে হবে যেমন এই নিয়মে মেনে চলে পোস্ট করলে অন্ধেরা নতুন কিছু শিখতে পারবেন এবং পোস্ট করতে হবে যাতে অনেক সুন্দর হয় এবং ভালোভাবে বুঝতে পারা যায় এভাবে পোস্ট করলেন আমরা অনেক এগিয়ে যেতে পারব।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Mrkadir85 on December 23, 2020, 10:06:54 AM
ফোরামে ভালো মানের পোস্ট করতে হলে অবশ্যই আমার অধ্যাবসায় থাকতে হবে। অধ্যবসায়ের মাধ্যমে কোন বিষয়ে ভালো জ্ঞান লাভ করা সম্ভব।কোন বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে ভালো মানের বা ভালো ইস্কিলের পোস্ট করা যায় না। তাই আমাদের সবার বেশি বেশি সিনিয়রদের পোষ্টগুলো পড়া উচিত। তবেই কোন বিষয়ে মানসম্মত পোস্ট করা সম্ভব।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Mrkadir85 on December 23, 2020, 10:20:31 AM

মালাম90 ভাইআপনি আমাদের থেকে অনেক অনেক সিনিয়র বিভিন্ন বিষয়ে আপনি অনেক জ্ঞান রাখেন সেসব বিষয়ে আপনি আমাদের মাঝে শেয়ার করেন তাই আপনার কাছ থেকে আমরা দিন দিন অনেক শিখছি। এবং বিভিন্ন বিষয়ে আমরা জ্ঞানলাভ করছি। ফোরামের জন্য আপনার অবদান অপরিসীম। আপনার কাছ থেকে আমরা ফোরামে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা পাচ্ছি। আশা করি ভবিষ্যতে আমরাও আপনাদের মত ভাল মানের পোস্ট করতে পারব। এজন্য বর্তমানের মতো ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদ শুরু হয়ে থাকবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Bad leyar on December 23, 2020, 03:31:31 PM
স্পামিং হওয়ার কারন হলো এখানে ৬০% মেম্বাররা কোনো পোস্ট ঠিক মতো না পড়ে শুধু পোস্ট এর সাবজেক্ট দেখেই অন্ধের মতো পোস্ট করে। টপিক বা পোস্টে বিস্তারিত কি লেখা হয়েছে তা পড়ার প্রয়োজনবোধ করে না। কারন তাদের পোস্ট বাড়িয়ে র‍্যাংক আপ করা দরকার। সবাই চিন্তা করে নিজের একাউন্ট এর প্রমশন নিয়ে। কিন্তু তার ভূলবাল পোস্টের জন্য যে ফোরামের পরিবেশ নষ্ট হচ্ছে / স্পামিং দিয়ে বাংলা বোর্ড ভরে যাচ্ছে  তা নিয়ে চিন্তা করে না কেও। মন থেকে দ্রুত প্রমশনের চিন্তা বাদ দিয়ে। সুন্দির মানসন্মত পোস্ট করতে হবে। পোস্ট দেখে যে যেরকম কারমা পাওয়ার যোগ্য তাকে সেই কারমা দিতে হবে। নেগেটিভ পাওয়ার মতো পোস্ট হলে নেগেটিভ আর পজেটিভ পাওয়ার মতো হলে পজেটিভ। তাহলে সব ঠিক হবে বলে আমি মনে করি।             
আপনি একদম ঠিক কথাটাই বলেছেন ভাই আসলে আমরা যদি সকল মেম্বার ভালোভাবে পড়ে বা দেখে শুনে বুঝে পোস্ট করি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু আশা করতে পারব আমরা টপিকগুলোর ভালোভাবে না পড়েই রিপ্লে দিই তাই অনেক সমস্যায় পড়তে হয় আমরা সবাই মিলে যদি ভালোভাবে টপিকগুলো বুঝে শুনে উত্তর দেই তাহলে আমাদের উপকৃত হবেন আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন ভাই আপনাকে ধন্যবাদ।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Irfan12@ on December 24, 2020, 08:12:57 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমাদের এই বাংলা বোর্ড টা কে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হলে অবশ্যই আমাদের করণীয় হবে আমাদের এই বোর্ড থেকে কপি পেস্ট মুক্ত করা এবং স্পামিং দূর করা আমরা যদি আমাদের এই বোর্ড থেকে এসব বিষয় দূর করতে পারে তাহলে অবশ্যই একদিন আমরা সফলতা অর্জন করব এবং আমাদের এই বাংলা বোর্ড অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো হ্যাঁ আমাদের অনেক নতুন ইউজার রয়েছেন যারা শুধু টপিকের নামটা দেখে পোস্ট করা শুরু করে দেয় তারা বিস্তারিত পড়ার প্রয়োজন বোধ করেনা আমি এই সকল ভাইদের বলব অবশ্যই সম্পূর্ণ টপিক পড়া এবং সিনিয়র ভাইদের রিপ্লাই গুলো মন দিয়ে পড়া তাহলে আমরা সিনিয়র ভাইদের রিপ্লাই থেকে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারব
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: mr.Robot on December 24, 2020, 09:50:15 AM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।


বাংলা সেকশন এর নিম্ন মানের পোস্ট হওয়ার প্রধান কারন হল যথেষ্ট জ্ঞেয়াণ এর অভাব। শুধু তাই নয় আমরা যেকোনো বিষয় কম সময়ে অর্জন করে ফেলতে চাই। একটা বিষয় নিয়ে এক্টূ সময় দিয়ে পড়ার কিংবা নিজ থেকে চেষ্টা করে কিছু জানার ইচ্ছা কিনবা আগ্রহ আমাদের এক্কেবারেই কম বললে চলে। শুধু তাই নয় আমরা কোন বিষয়ে বিস্তারিত জান্তেও অলসতা করি। তাই শুধু ফরামে সময় দিলেই হবে না, সময়টাঁকে সঠিক জায়গা ব্যাবহার করতে হবে। যদিও আমি ফরাম এ খুব একটা অ্যাক্টিভ না, তবে যেটা  বুঝেছি আমরা কারমা এর ক্ষেত্রে সজনপ্রিয়তা দেখাই। যার ফলে অনেক সময় ভাল তথ্য দিয়ে পোস্ট করলেও অনেকে কারমা পাচ্ছে না, আবার মোটা মোটি কোন রকম পোস্ট করেই অনেকে কারমা পেয়ে যাচ্ছেন। এইটা আমাদের একটা সভাবগত দোষ।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Rakin343 on December 24, 2020, 10:08:07 AM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।


বাংলা সেকশন এর নিম্ন মানের পোস্ট হওয়ার প্রধান কারন হল যথেষ্ট জ্ঞেয়াণ এর অভাব। শুধু তাই নয় আমরা যেকোনো বিষয় কম সময়ে অর্জন করে ফেলতে চাই। একটা বিষয় নিয়ে এক্টূ সময় দিয়ে পড়ার কিংবা নিজ থেকে চেষ্টা করে কিছু জানার ইচ্ছা কিনবা আগ্রহ আমাদের এক্কেবারেই কম বললে চলে। শুধু তাই নয় আমরা কোন বিষয়ে বিস্তারিত জান্তেও অলসতা করি। তাই শুধু ফরামে সময় দিলেই হবে না, সময়টাঁকে সঠিক জায়গা ব্যাবহার করতে হবে। যদিও আমি ফরাম এ খুব একটা অ্যাক্টিভ না, তবে যেটা  বুঝেছি আমরা কারমা এর ক্ষেত্রে সজনপ্রিয়তা দেখাই। যার ফলে অনেক সময় ভাল তথ্য দিয়ে পোস্ট করলেও অনেকে কারমা পাচ্ছে না, আবার মোটা মোটি কোন রকম পোস্ট করেই অনেকে কারমা পেয়ে যাচ্ছেন। এইটা আমাদের একটা সভাবগত দোষ।
কোন কিছু পোস্ট করলেই মানুষ হুমরি খেয়ে পরে রিপ্লে দেয়ার জন্য কিন্তু পুরোটা না পড়ে কেবলমাত্র খুব ভাল পোস্ট, আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানলাম, যুগোপযোগী পোস্ট, ভবিষ্যতে এরকম পোস্ট করবেন, অনেক কিছু জানার ছিল, এরকম সস্তা টাইপের পোস্টগুলো অতি দ্রুত রেঙ্ক বাড়ানোর জন্য করে থাকে কিন্তু আসলে এগুলা একটা বড় ধরনের স্পামিং। আপাতত আপনার পোস্টটি একটু জ্ঞানগর্ভ হোক ,ছোট হলেও সমস্যা নেই কিন্তু জ্ঞানগর্ভ হতে হবে।
(https://i.imgur.com/sS5qNbj.jpg)
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Angel jara on December 24, 2020, 10:51:23 AM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।


বাংলা সেকশন এর নিম্ন মানের পোস্ট হওয়ার প্রধান কারন হল যথেষ্ট জ্ঞেয়াণ এর অভাব। শুধু তাই নয় আমরা যেকোনো বিষয় কম সময়ে অর্জন করে ফেলতে চাই। একটা বিষয় নিয়ে এক্টূ সময় দিয়ে পড়ার কিংবা নিজ থেকে চেষ্টা করে কিছু জানার ইচ্ছা কিনবা আগ্রহ আমাদের এক্কেবারেই কম বললে চলে। শুধু তাই নয় আমরা কোন বিষয়ে বিস্তারিত জান্তেও অলসতা করি। তাই শুধু ফরামে সময় দিলেই হবে না, সময়টাঁকে সঠিক জায়গা ব্যাবহার করতে হবে। যদিও আমি ফরাম এ খুব একটা অ্যাক্টিভ না, তবে যেটা  বুঝেছি আমরা কারমা এর ক্ষেত্রে সজনপ্রিয়তা দেখাই। যার ফলে অনেক সময় ভাল তথ্য দিয়ে পোস্ট করলেও অনেকে কারমা পাচ্ছে না, আবার মোটা মোটি কোন রকম পোস্ট করেই অনেকে কারমা পেয়ে যাচ্ছেন। এইটা আমাদের একটা সভাবগত দোষ।
কোন কিছু পোস্ট করলেই মানুষ হুমরি খেয়ে পরে রিপ্লে দেয়ার জন্য কিন্তু পুরোটা না পড়ে কেবলমাত্র খুব ভাল পোস্ট, আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানলাম, যুগোপযোগী পোস্ট, ভবিষ্যতে এরকম পোস্ট করবেন, অনেক কিছু জানার ছিল, এরকম সস্তা টাইপের পোস্টগুলো অতি দ্রুত রেঙ্ক বাড়ানোর জন্য করে থাকে কিন্তু আসলে এগুলা একটা বড় ধরনের স্পামিং। আপাতত আপনার পোস্টটি একটু জ্ঞানগর্ভ হোক ,ছোট হলেও সমস্যা নেই কিন্তু জ্ঞানগর্ভ হতে হবে।
(https://i.imgur.com/sS5qNbj.jpg)
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন একটি মূল্যবান পোষ্ট করার জন্য। আপনি একদম ঠিক বলেছেন আমার মত যারা নতুন নিউজ তারা অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আজেবাজে পোস্ট করে থাকি। আপনি এমন একটি পোস্ট করেছেন যে আমার খুব লেগেছে। এরপর থেকে আর কখনোই অ্যাক্টিভিটি বানানোর জন্য পোস্ট করব না।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: babu10 on December 24, 2020, 11:22:48 AM
আমি মনে করি জ্ঞানের অভাবের একমাত্র কারন হলো এখানে কেউ  ফুল টাইম সময় দিতে চায়না এবং সবাই পার্টটাইম হিসাবে এখানে কাজ করতে চায়। এমননা যে এখানে মাসিক নিদ্দিষ্ট একটা এমাউন্ট আসার সম্ভাবনা আছে যা দ্বারা সংসার বা পরিবার পরিজন নিয়ে চলতে পারবে। তাই এখানে সবাই ফোকাস কম দিতে চায় এবং যা পাওয়া যায় তাই লাভ হিসাবে নেয়। যার ফলে কমেন্টসগুলো জ্ঞানগর্ভ হয়না।

ধন্যবাদ
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Goldlife on December 24, 2020, 05:04:00 PM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

অত্যন্ত সুন্দর একটি পোস্ট করেছেন এবং সুন্দর গুরুত্বপূর্ণ কথা গুলো উল্লেখ করেছেন। আপনি যে কথাগুলো বলেছেন তা যদি সবাই মেনটেন করে চলে তাহলে আমরা এই ফোরামকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Najmul on January 25, 2021, 09:10:19 AM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

মডারেটর ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান পোষ্টটি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলার জন্য।আপনার এই পোস্টটি পড়ে আমরা এই জ্ঞান অর্জন করতে পারছি যে সুন্দর এবং ভালো মানের পোস্ট করলে আমরা অনেক এগিয়ে যেতে পারব এবং কি পজিটিভ কারমা পেতে পারি।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Mj joy on February 11, 2021, 05:18:21 AM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

আপনার পোস্টটি অনেক সুন্দর আমি মনে করি আপনি যে  ফর্মুলা গুলো তুলে ধরেছেন তা যদি আমরা সবাই সকলে মেনে চলি তাহলে আমরা অনেক এগিয়ে যাব এবং আমাদের এই বাংলা ফর্মটা  অনেক এগিয়ে যাবে। আপনাদের মত সিনিয়র ভাইদের কাছ থেকে এরকম পোস্ট টি আমরা আশা করি

ধন্যবাদ ভাই মূল্যবান পোষ্ট করার জন্য।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Danilo Malaggay on February 15, 2021, 05:56:02 AM
ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ আলোচনা টি শেয়ার করার জন্য
অনেকেই এটি জানেই না যে কপিরাইট ইস্যুর বেপার সেপার আছে এখানে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: AlviNess on February 21, 2021, 03:28:48 PM
জি ভাই অবশ্যই আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আমি সবসময় চেষ্টা করব আপনার এই তথ্যগুলো ফলো করে কাজ করার জন্য। যাতে আমার জন্য ফোরামের কোনো ক্ষতি না হয়। কারণ আপনার সব তথ্যই অনেক ইনফরমেটিভ।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Laxmi Sharma on February 25, 2021, 12:33:13 PM
ব্রাদার আপনি ঠিক পয়েন্ট খুঁজে বের করেছেন। আমাদের পোস্ট লো কোয়ালিটি বেশি হয়ে যায়। আমাদের উচিত পোস্ট এর কোয়ালিটি ভালো করার চেষ্টা করার। আমরা সবাই মিলে যদি একতাবদ্ধ হয়ে নিয়মিত ভালো পোস্ট করে যেতে পারি তাহলে অন্য সকল বোর্ড এর তুলনায় আমাদের বাংলা বোর্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে স্পামিং থেকে দূরে থাকতে হবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Farhana on February 28, 2021, 08:11:21 AM
অনবদ্য উপস্থাপনা, বাংলা টপিকে এত সুন্দর করে শেখার পরিবেশ দেখে আমি সত্যিই অভিভূত। প্রত্যেক্টা বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে, এবং নতুনদের জন্য এক বিশাল জ্ঞানের পাঠশালা। আমি মনে করি সুযোগ্য মডারেটর ও ফোরামের নিয়ম মেনে চলা আমাদের একান্ত করনীয়। নিয়মিত জ্ঞানভিত্তিক পোস্ট করতে হবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Tepona on February 28, 2021, 06:43:23 PM
ফোরামের সব রুলস গুলো মেনে নেওয়ার চেষ্টা করব। কারন প্রথমে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে জয়েন করেছি। আমি ভালো একজন ক্রিপ্টোকারেন্সি ট্রেডার্স হতে চাই। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমার স্বপ্ন সাগরের মত বিশাল। সুতরাং আপনাকে বিষয়গুলো বলার জন্য ধন্যবাদ।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Milon626 on March 04, 2021, 03:36:29 PM
পোস্টে উল্লেখিত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।  আমাদের ফোরামে সবাই কারমা দিতে কার্পণ্য করে।  এখানে ভালো মানের পোস্ট করা হলেও অনেক সময় কারমা পাওয়া যায় না।  তাছাড়া আমাদের ফোরামে অনেক ইউজার স্পাম করে থাকে যা মোটেই গ্রহণযোগ্য না।  তাই আমরা সবাই স্পাম থেকে বিরত থাকবো এবং ভালো পোস্টে কারমা দেবো।  এতে করে সবাই কাজের প্রতি অনেক বেশি আগ্রহী হবে বলে আমি মনে করি।                                     
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Rockalo on March 05, 2021, 03:13:21 PM
ধন্যবাদ, সেইসব সিনিয়র ইউজারদের যারা কোরামের জন্য অনেক বেশি পরিশ্রম করেছেন। অর্থাৎ ফোরামে নিয়মিত একটিভ থাকেন। সিনিয়রদের হাত ধরেই কোরআন ইতিমধ্যেই অনেকটা কিন্তু ভূমিকা রাখছে। তাই সবার সাথে সহানুভূতিশীল আচরণ কাম্য।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Nodi42 on March 18, 2021, 01:31:27 PM
ধন্যবাদ সকল সিনিয়ার ভাইদের কে  ভাল ভাল উপদেশ দেওয়ার জন্য
তারাই আজ  আামাদের অনেক ভালো পোষ্টে নিয়ে জাবে আার নতুন
কোন কেমপিয়ান আসলে তারাই আমাদেরকে যায়                 
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Rockalo on March 19, 2021, 07:30:46 AM
আমাদের কিছু তথ্য বহুল পোস্ট করা উচিত। এগুলো বাংলাদেশেই ইউজারদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। অন্যান্য লোকাল বোর্ডগুলোর ট্রান্সলেশন করে দেখলে বোঝা যায় তারা আমাদের মতই পোস্ট করে। বিটকয়েন্টক আমরা অনেক পোস্ট ট্রান্সলেশন করে দেখেছি।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Tubelight on March 19, 2021, 04:46:42 PM
অবশ্যই ভাই আপনি একদম সঠিক কথা বলেছেন। আমরা সবসময় চেষ্টা করব আপনি যেভাবে বলেছেন এই ভাবে কাজ করার। আমরা বাংলা বই এর যত সদস্য আছি আমরা সকলেই গর্বিত কারণ আমরা আপনার মত একজন সৎ এবং পরিশ্রমী মডারেটর পেয়েছি।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: alpian on March 29, 2021, 11:21:02 AM
ভাই আপনি অত্যান্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন।কেনে না আমাদের এই বাংলার্বোড এ কেউ কারমা দিতে চাই না। সবাই  কৃপণতা করে থাকে।কারন কেউ যদি ভালোমানের পোস্ট করে থাকে তাহলে সে অবশ্যই  ওই পোস্ট থেকে কারমা পাওয়া আশা করে থাকে কিন্তু থাকে কেউ কারমা দেয় না।সবাই কৃপণতা করে থাকে। আর তাকে যুদি কারমা দেওয়া হতো তাহলে সে উৎসাহিত তো আর উৎসাহিত হওয়ার পর সে আর ভালো মানের পোস্ট দেওয়া চেষ্টা করত।আর সে কারমা না পাওয়া জন্য তার সেই উৎসাহটা হারিয়ে ফেলে তার পোস্ট দিতে ভালো লাগেনা।আর সেই জন্য সে আস্তে আস্তে পোস্ট দেওয়া কমিয়ে দেয়।তাই আমি সিনিয়র ভাইদের অনুরোধ করব আপনারা কারমা দিতে কৃপণতা করবেন না। আপনার যদি কারো পোস্ট পড়ে ভালো  লাগে তাহলে অবশ্যই তাকে দয়া করে কারমা দিবেন এতে তার পোষ্ট করার উৎসাহটা বৃদ্ধি পাবে সে ভালো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করবে এবং আল্টকয়েন অ্যাক্টিভ থাকবে। ধন্যবাদ সবাই
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Goldlife on March 29, 2021, 11:58:45 AM
ভাই আপনি অত্যান্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন।কেনে না আমাদের এই বাংলার্বোড এ কেউ কারমা দিতে চাই না। সবাই  কৃপণতা করে থাকে।কারন কেউ যদি ভালোমানের পোস্ট করে থাকে তাহলে সে অবশ্যই  ওই পোস্ট থেকে কারমা পাওয়া আশা করে থাকে কিন্তু থাকে কেউ কারমা দেয় না।সবাই কৃপণতা করে থাকে। আর তাকে যুদি কারমা দেওয়া হতো তাহলে সে উৎসাহিত তো আর উৎসাহিত হওয়ার পর সে আর ভালো মানের পোস্ট দেওয়া চেষ্টা করত।আর সে কারমা না পাওয়া জন্য তার সেই উৎসাহটা হারিয়ে ফেলে তার পোস্ট দিতে ভালো লাগেনা।আর সেই জন্য সে আস্তে আস্তে পোস্ট দেওয়া কমিয়ে দেয়।তাই আমি সিনিয়র ভাইদের অনুরোধ করব আপনারা কারমা দিতে কৃপণতা করবেন না। আপনার যদি কারো পোস্ট পড়ে ভালো  লাগে তাহলে অবশ্যই তাকে দয়া করে কারমা দিবেন এতে তার পোষ্ট করার উৎসাহটা বৃদ্ধি পাবে সে ভালো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করবে এবং আল্টকয়েন অ্যাক্টিভ থাকবে। ধন্যবাদ সবাই
হ্যাঁ আলপিন ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করতেছি যদি আমরা এই কৃপণতা থেকে বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু অবশ্য অবশ্যই আমাদের এই বাংলা ফোরামের উন্নতি সাধন করা সম্ভব তা নাহলে কিন্তু এটি সম্ভব নয় তাই আমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো পোস্টে কারমা প্রদান করতে হবে এবং নরমাল পোস্টে পোস্টে আইডি গুলো কে ভালোভাবে কিন্তু বুঝিয়ে বলতে হবে লো-কোয়ালিটির পোস্ট থেকে আমাদের বিরত থাকতে হবে তাই যদি কোনো পোস্ট যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই অবশ্যই সেটাতে কারমা দেবেন এবং কারমা দিলে হবে কি যারা কারমা পেল তারা কিন্তু সবাই উৎসাহিত হবে এবং মনোযোগ দিয়ে এখানে কাজ করবে পোস্ট করবে সুন্দর সুন্দর হাই কোয়ালিটির আমরা এখানে আছি তারা সবাই সুন্দর পোস্ট কারমা প্রদান করব ধন্যবাদ
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Centus on April 06, 2021, 07:57:33 AM
সব সিনিয়র ভাইদের পোস্ট ভালোভাবে করলাম। ধন্যবাদ সবগুলো নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করব। ফোরামে রুলস মেনে চলার চেষ্টা করব। সেইসাথে পোষ্টের কোয়ালিটি ভালো করার চেষ্টা করব।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: bmw1 on April 15, 2021, 05:22:40 PM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমরা যারা ফুল মেম্বার থেকে শুরু করে মিথিক্যাল এ আছি আমাদের সবার কর্তব্য বাংলা ফোরামকে এগিয়ে নেওয়া যাওয়া। এর জন্য আমাদের সবাইকে সুন্দর সুন্দর পোস্ট করতে হবে এবং গুণগত পোস্ট করতে হবে যাতে নিউজ রা অনেক কিছু শিখতে পারে এতে নিউ যারা অনেক কিছু শিখতে পারবে কিভাবে পোস্ট করতে হয় এবং তারাও বাংলা ফোরাম কে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Mosarof on May 15, 2021, 06:00:55 AM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

সিনিয়র ভাইদের পোস্ট গুলো ভালোভাবে পড়লাম এবং পরে বুঝতে পারলাম তাদের রুলস গুলো মেনে চলতে হবে।এবং তারা নির্দেশনাবলী দেয় তাদের তথ্য গুলো মেনে চলার  চেষ্টা করব।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: RSRS on May 16, 2021, 01:55:23 PM
অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক তুলে ধরেছেন। বিশেষ করে আমাদের নতুনদের জন্য অনেক উপকার হবে। এ থেকে অনেক বিষয়ে সতর্ক হয়ে যেতে পারব। সিনিয়র ভাইদের পোস্ট পরলে অনেক কিছু জানতে ও শিখতে পারা যায়। তাই আমি বেশি বেশি পোস্ট পড়ে জানার ও বোঝার চেষ্টা করি। আপনার এই পোস্টটি পড়ে আমি আরো বেশি সতর্ক হয়ে পোস্ট করার চেষ্টা করব।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Ramesh Mondal on June 25, 2021, 12:30:59 PM
আমাদের নতুনদের করণীয় কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, ধন্যবাদ মালাম ভাইকে সুন্দর একটা টপিক দেওয়ার জন্য।আমি বেবিস্টেপে আছি,আমি ধৈর্য ধরে ধাপে ধাপে এই ফোরামের কমবেশি পোস্ট পড়ছি,নিজে কিছু লেখার চেষ্টা করছি।ভবিষ্যতে ভালো লেখার চেষ্টা করবো,ধন্যবাদ
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: sohel8090 on July 03, 2021, 04:48:21 PM
আমাদের করনীয় হচ্ছে সবাইকে সাপর্ট করা। আর আমি নতুন আমি বেশি কিছু বুঝিনা আমাদের সিনিয়র বাই যারা আছেন তারা আমাদের নতুন দের সাহায্য করবেন। আপনার যদি মনে হয় যে আমি ভালো পোস্ট করতে পারি তাহলে আমাকে এবং নতুন সবাইকে কারমা দেবেন প্লিজ
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: sohel8090 on July 04, 2021, 03:51:35 AM
আমাদের করনীয় হচ্ছে সব রুলস মেনে চলা। আগে সব রুলস ভালো ভাবে পরবো তার পর সে অনুযায়ী পোস্ট করবো। অনেকেই রুলস পড়ে না রুলস না পরেই পোস্ট করতে থাকে। আসা করি আমাদের করণীয় কাজ গুলি আমরা করবো। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Danilo Malaggay on July 06, 2021, 08:14:40 PM
খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই।  এখন থেকে আর কখনও লো কোয়ালিটির কোন পোষ্ট ই করবো না। তবে একটু সময় বেশি লাগলেও চেষ্টা করবো সর্বদাই ভালো কোয়ালিটির পোষ্ট করবো ভাই,,আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Nodi42 on October 27, 2021, 07:54:28 AM
of rules we have on this forum:

No Referral links : use the referral section & local language - Fail to follow this rule > you get negative karma > lose points
No link shortners : put full links > to avoid scams and phishing attempts
No Spam : immediate ban > learn how to resist the urge to spam the forum! > you will be labeled as a spammer
No Plagiarism : copying posts done by others > failure to follow this rule > you get negative karma and plagiarism strikes
No Shilling : only use the incentivised posting section for "forum advertising" bounties > failure to follow this rule > negative karma
No Shitposting : you will receive low quality penalties > negative karma from other members > loss of points, strikes and LQP
Don't link to other sites and forum to get the full details, if needed copy them here.
Don't put porn or violent sites in your signature
Don't try to cheat - do not miss-report > you get penalties
Do not put promotional text/img under your post content > use your signature instead >otherwise you will banned
Do not try to link to your site in every other post> use your signature instead >otherwise you will banned
Do not abuse karma > otherwise you will face penalties > you will no longer be able to issue karma
Do not abuse reporting > otherwise you will face penalties > you will no longer be able to report
New users
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Malam90 on October 27, 2021, 02:26:59 PM
of rules we have on this forum:

No Referral links : use the referral section & local language - Fail to follow this rule > you get negative karma > lose points
No link shortners : put full links > to avoid scams and phishing attempts
No Spam : immediate ban > learn how to resist the urge to spam the forum! > you will be labeled as a spammer
No Plagiarism : copying posts done by others > failure to follow this rule > you get negative karma and plagiarism strikes
No Shilling : only use the incentivised posting section for "forum advertising" bounties > failure to follow this rule > negative karma
No Shitposting : you will receive low quality penalties > negative karma from other members > loss of points, strikes and LQP
Don't link to other sites and forum to get the full details, if needed copy them here.
Don't put porn or violent sites in your signature
Don't try to cheat - do not miss-report > you get penalties
Do not put promotional text/img under your post content > use your signature instead >otherwise you will banned
Do not try to link to your site in every other post> use your signature instead >otherwise you will banned
Do not abuse karma > otherwise you will face penalties > you will no longer be able to issue karma
Do not abuse reporting > otherwise you will face penalties > you will no longer be able to report
New users

বাংলা ফোরামে আর কখনও ইংরেজিতে কমেন্ট করবেন না।
কারো কোন লেখা বা কোন পোস্ট কপি করবেন না। করলে সোর্স লিংক না দিলে প্লাগরিজম স্ট্রাইক খাবেন।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Lorix on November 04, 2021, 04:24:12 PM
ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয় হলেও বাংলা ফোরাম কিন্তু ততটা জনপ্রিয় হয়নি কারণটা হচ্ছে আমরাই । কারণ আমরা যদি বাংলা ফোরামে বেশি বেশি একটিভ থাকতাম বেশি বেশি পোস্ট তৈরি করতাম তাহলে বাংলা ফোরাম আরো জনপ্রিয় থাকতো ,ফোরামে কাজ আসতো । আর এখানে আমরা যে পোস্টগুলো করব আগে যারা পোস্ট করেছে তাদের পোস্ট ভালোভাবে পড়ে বুঝে তারপর পোস্ট করব তাতে করে পোষ্টের মান উন্নত হবে ।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Maxtel on November 04, 2021, 05:33:54 PM
বর্তমানে আমাদের বাংলা ফোরাম সকল ইউজারদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে। কারণ বেশিরভাগ ইউজার এখন বাংলা ফোরামে কাজ করে এবং সময় দেয়। ফোরামে আমাদের রুলস বহির্ভূত কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে। কোন প্রকার চিটিং বা স্কাম পোস্ট করা থেকে দূরে থাকতে হবে। তবে আমাদের বাংলা ফোরাম আরো সুন্দর ভাবে এগিয়ে যাবে।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Meta on November 06, 2021, 05:36:56 PM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।

অসংখ্য ধন্যবাদ মোডারেটর ভাই অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে করার জন্য। আশা করি আপনার এই পোস্ট পড়ে আমাদের করণীয় কি সে সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানতে পারলাম। এমনকি এগুলো মেনে চলার চেষ্টা করব ফোরামে কাজ করার জন্য।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Fighter on November 07, 2021, 05:18:01 AM
আমাদের বাংলা ফোরাম কিন্তু গত কয়েকদিন ধরে আবার সচল হয়ে উঠেছে। মাসখানিক কয়েকদিন কোন সিগনেচার ক্যাম্পেইন না থাকায় প্রায় অধিকাংশ ইউজার ইন একটিভ হয়ে পড়েছিল কিন্তু বর্তমানে আবার সবাই এক্টিভ হচ্ছে। এ ফোরামে কাজ করতে হলে অবশ্যই কিছু না কিছু নিয়ম মেনে কাজ করতে হয়। আমাদের সবাইকে ফোরামের নিজস্ব নিয়ম পালন করে কাজ করতে হবে। লো কোয়ালিটি সম্পন্ন পোস্ট যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বেশি বেশি করে তথ্যবহুল পোস্ট করা উচিত সবার।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Kangaro45 on November 08, 2021, 06:25:47 PM
আমাদের বাংলা বোর্ডের মেম্বাররা পোস্ট কোয়ালিটি কম, স্পাম বেশি হয। তাই পোস্ট কোয়ালিটি বাড়াতে হবে। স্পাম কমাতে হবে।
একজন একাধিক আইডি ব্যবহার করা যাবেনা। একজন শুধুমাত্র একটা আইডি ব্যবহার করবেন। একাধিক আইডি ব্যবহার অমার্জনীয় অপরাধ।
কপি পেস্ট পোস্ট করা যাবেনা। গুগল, ফেসবুক বা যে কোন কারো লেখা কপি করে পোস্ট করবেন না। তাহলে নেগেটিভ কারমা খাবেন, প্লাগরিজম ধরা হবে।
বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, লেখার মান বাড়াতে হবে। লো কোয়ালিটি পোস্ট এখন থেকে ডিলিট করে দেওয়া হবে।
যারা ফুল মেম্বার হয়েছেন তারা বাংলাবোর্ডে সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করবেন। ভালো পোস্ট হলেই কারমা দিবেন। কারমা কেউ চাইবেন না। তবে নিজের উদ্যোগে কারমা দিবেন। কারমা দিলে পোস্টকারী উৎসাহিত হবে ভালো করার জন্য। কারমা দিতে কেউ কার্পণ্য করবেন না। অন্যলোকাল বোর্ড এ কিন্তু তারা কার্পণ্যবোধ করেনা, শুধু আমাদের বাংলাবোর্ডে কারমা দিতে কার্পন্য করি। এজন্য কিছু ভাইয়ের অনুৎসাহিত হয়ে বাংলাবোর্ডে একটিভ থাকেন না এখন।
 আমাদের দূর্বলতার কারণে অন্যরা আমাদের নিচু চোখে দেখে। আমাদের সিনিয়র কিছু ভাইদের কাছে অনুরোধ আপনার গ্লোবাল বোর্ডের পাশাপাশি বাংলাবোর্ডেও একটিভ থাকেন। আমাদের তাগের্ট আগামী ৬ মাসের মধ্যে আমাদের বাংলা বোর্ডকে স্পাম মুক্ত, কপি পেস্ট মুক্ত এবঙ কোয়ালিট পোস্টার তৈরি করা। যাতে আমরা অন্য লোকাল বোর্ডের তুলনায় এগিয়ে যেতে পারি।
তাই আগামী ৬ মাসের চ্যালেঞ্চ নিয়ে আপনারা আজ থেকে পথ চলা শুরু করেন।



মালাম ভাই ফোরামে আপনার মাধ্যমে কাজের প্রতি অনেক অনুপ্রেরণা পাই। আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে প্রায় সকল বিষয় অবগত রয়েছেন। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নতুন নতুন তথ্য আপনার মাধ্যমে পেয়ে থাকি। আপনার দিকনির্দেশনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই পোস্টের মাধ্যমে বাংলা ফোরামের সকল ইউজাররা সঠিক দিক-নির্দেশনা পাবে। আমি মনে করি আমাদের সকলের আপনার এই দিক নির্দেশনা গুলো যথারীতি মেনে চলা , তাহলে অবশ্যই আমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Power420 on November 08, 2021, 07:04:51 PM
ভাই এই ফোরামে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। যেমন অনান্য দেশের জাতীয় ভাষা এবং বোর্ডগুলো আমাদের তুলনায় ব্যাপক এগিয়ে রয়েছে।। কারণ তারা সবসময় একটিভ থাকছে এবং পোস্ট কোয়ালিটি ভালো এবং বেশি বেশি পোস্ট করছে। যার কারণে ওরা আমাদের চেয়ে আরো বেশি উপরে রয়েছে। তবে তাদের মত আমরাও চেষ্টা করব আমরা পোস্ট করে যাতে এগিয়ে থাকতে পারি।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Nusrat on November 09, 2021, 07:41:39 AM
এই ফোরামে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে আমরা যদি নিজে নিজে এ দায়িত্বগুলো পালন না করে তাহলে এই ফরমটি কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আমাদের সকলকেই সচেতন হতে হবে কোন কাজ করলে কোন কাজের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো সেই দিক লক্ষ্য করে আমাদেরকে কাজ করে যেতে হবে। কেননা সচেতন ও বৃত্তিমূলক কাজ ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না তাই আমরা সব সময় সচেতন হয়ে কাজ করব। এবং আমাদের যার যার দায়িত্ব সেটা পালন করবো।
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Rubelstor on April 13, 2022, 10:11:50 AM
ভাই আমি এই ফর্মে নতুন। তাই আমার অবশ্যই আমার কিছু করণীয় আছ।যদি কোন বড় ভাই আমাকে করণীয় বিষয় সম্পর্কে জানিয়ে দিতেন। তাহলে আমার জন্য ভালো হতো। আশা করি আমাকে হেল্প করবেন
Title: Re: আমাদের করণীয় কী কী?
Post by: Madmax789 on November 06, 2022, 10:34:57 AM
ভাই আমি এই ফর্মে নতুন। তাই আমার অবশ্যই আমার কিছু করণীয় আছে, তাছাড়া আমি এই ফর্মের নিয়ম কানুন জানার জন্য বড়দের দৃষ্টি আর্কশন করছি।