Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: Malam90 on April 11, 2021, 02:54:29 PM

Title: ইথারের দর রেকর্ড ছাড়ানোয় প্রথমারের মতো ক্রিপ্টোকারেন্সির মূল্যমান ছাড়িয়েছে ২ লাখ
Post by: Malam90 on April 11, 2021, 02:54:29 PM
মঙ্গলবার সকালে দ্বিতীয় বৃহৎ ডিজিটাল মুদ্রা ইথারের দাম ছিলো ২ হাজার ১৫১ দশমিক ২৫ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮০ ভাগ বেশি। এদিন ইথারের লেনদেন হচ্ছে ৫৮ হাজার ৮০০ ডলারে। সিএনবিসি

ইথেরিয়াম প্রোগ্রামেবল ব্লকচেইনের ক্রিপ্টোকারেন্সি হলো ইথার। প্রথম কোনো বৃহত্তর কোম্পানি হিসেবে চীনের অ্যাপ প্রস্তুতকারক কোম্পানি মেইতু গত মাসে ২ কোটি ২১ লাখ ডলারের ইথার কিনেছে। এরপরই ইথারের কদর অন্য কোম্পানিগুলোর কাছেও বাড়তে শুরু করে।

 
তবে ক্রিপ্টোকারেন্সির বাজারে মূলধনের ৫০ ভাগের বেশি দখল করে আছে বিশ্বের শীর্ষ ডিজিটাল মুদ্রা বিটকয়েন। চলতি বছর বিটকয়েনের দর ১০০ ভাগের বেশি বেড়েছে। মার্কিন শীর্ষ ধনী ইলন মাস্কের টেসলা এ মুদ্রায় বিনিয়োগের পর গত মাসে বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬১ হাজার ডলার ছাড়িয়ে যায়।
তথ্যসূত্র: আমাদের সময় (https://www.amadershomoy.com/bn/2021/04/06/1323080.asp)
Title: Re: ইথারের দর রেকর্ড ছাড়ানোয় প্রথমারের মতো ক্রিপ্টোকারেন্সির মূল্যমান ছাড়িয়েছে ২ লাখ
Post by: Dark Knight on April 11, 2021, 03:39:26 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন এবং ইথিরিয়াম এই দুটি কয়েন সবার উপরে। বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সি জগতের সর্বশ্রেষ্ঠ কয়েন। যা ক্রিপ্টোকারেন্সিতে প্রায় অর্ধেক জায়গা দখল করে রয়েছে। ক্রিপ্টোকারেন্সি যত রকমের কয়েন রয়েছে তার মধ্যে বিটকয়েন হলো এক নাম্বার। তারপরই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম। আজকে বিটকয়েন আবারো 60 হাজার ডলার স্পর্শ করেছিল কিন্তু এখন বিটকয়েন এর মূল্য আছে 59 হাজার 667 দশমিক 04 ডলার। অন্যদিকে দ্বিতীয় জনপ্রিয় মুদ্রা ইথেরিয়াম এর দাম আছে 2130.71 ডলার। বর্তমানে অনেক বড় বড় কোম্পানির মালিক গন বিটকয়েনের বিনিয়োগ করছে। যেমন ইলন মাস্ক। ক্রিপ্টোকারেন্সিতে কয়েন নিয়ে যত বেশি বিনিয়োগ হবে সেই কয়েন মানুষের মাঝে ততো বেশি জনপ্রিয়তা পাবে এবং তার দাম বৃদ্ধি পাবে। ইলন মাস্ক বিটকয়েন নিয়ে বিনিয়োগ করায় বিটকয়েনের দাম তরতর করে বৃদ্ধি পেয়েছে।
Title: Re: ইথারের দর রেকর্ড ছাড়ানোয় প্রথমারের মতো ক্রিপ্টোকারেন্সির মূল্যমান ছাড়িয়েছে ২ লাখ
Post by: babu10 on April 15, 2021, 03:24:16 PM
অবাক করার মতই বিষয় যে ইথারিয়াম এর দর এখন 2500ডলার এর কাছাকাছি যেটা এতদিন কল্পনাতীত ছিল যেখানে এক ইথারিয়াম এর দর ছিল 80 ডলার কিছুদিন আগেও। ভাবা যায়? তবে সেই সময়ে যারা রিস্ক নিয়ে ইনভেস্ট করে রেখেছিলো তারাই আজকে গেইনার এবং এটা নিঃসন্দেহে যে বিসিটি যদি ১ লক্ষ ডলার এ হিট করে তবে ইথারিয়ামও ৫হাজার ডলার এ যাইতে পারে কোন সন্দেহ নাই।
Title: Re: ইথারের দর রেকর্ড ছাড়ানোয় প্রথমারের মতো ক্রিপ্টোকারেন্সির মূল্যমান ছাড়িয়েছে ২ লাখ
Post by: Rothi roy on April 19, 2021, 09:32:02 AM
ক্রিপ্টোকারেন্সির রাজা হল বিটকয়েন। বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির প্রায় অর্ধেকটা জায়গা জুড়ে আছে। 2021 সালের শুরু থেকে বিটকয়েনের দাম বাড়তে শুরু করে। বর্তমানে প্রতিটি বিটকয়েন এর মূল্য 57 হাজার ডলার। আমার মনে হয় খুব তাড়াতাড়ি 70 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
অপরদিকে,ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সিতে ক্রিপ্টোকারেন্সি দ্বিতীয় অবস্থানে আছে। বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে ইথেরিয়াম এর দাম ও বাড়তে শুরু করেছে। বর্তমানে প্রতিটি ইথেরিয়াম এর মূল্য 22শত ডলারের উপরের। ইথেরিয়াম এর মূল্য 3 হাজার ডলার ছাড়িয়ে যাবে।