Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: babu10 on April 17, 2021, 09:03:44 AM

Title: তুরস্ক পণ্য, পরিষেবা কেনার জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিষিদ্ধ করবে
Post by: babu10 on April 17, 2021, 09:03:44 AM
এবার ক্রিপ্টোকারেন্সিতে পণ্য কেনা বেচা বা ইহার ব্যাবহারকে নিষিদ্ধ করতে যাচ্ছে তুরষ্কের কেন্দ্রিয় ব্যাংক। তারা তাদের নাগরিকদের সম্ভাব্য অপরিবর্তনীয় ক্ষতি এবং লেনদেনের ঝুঁকিকে ফেলতে চায়না তাই তাদের এই সিদ্ধান্তে আসতে বাধ্য হচ্ছে যেটা আমাদের জন্য খারাপ খবরই বলা যায়। শুক্রবার তুরষ্ক সরকার তাদের অফিশিয়াল সাইট্ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিস্তারিত.......... (https://www.dailysabah.com/business/finance/turkey-to-ban-use-of-cryptocurrencies-for-buying-goods-services)
Title: Re: তুরস্ক পণ্য, পরিষেবা কেনার জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিষিদ্ধ করবে
Post by: Rothi roy on April 19, 2021, 09:13:35 AM
হ্যাঁ, নিঃসন্দেহে এটা ক্রিপ্টোকারেন্সি জন্য খারাপ একটি সংবাদ। আসলে কোন দেশের সরকার চায় না তাদের নাগরিকের লেনদেন ঝুঁকিতে ফেলতে চায় না। আর এ কারণেই তুরস্কের সরকার এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু এরকম ঘটনা ঘটতে থাকলে, আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতার আশা ছেড়ে দিতে হবে। কোন দেশের সরকার কোন সিদ্ধান্ত নিলে,তা অন্য কোন দেশেও এর প্রভাব ফেলে।
Title: Re: তুরস্ক পণ্য, পরিষেবা কেনার জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিষিদ্ধ করবে
Post by: Fariwala on April 28, 2021, 10:36:01 AM
এবার ক্রিপ্টোকারেন্সিতে পণ্য কেনা বেচা বা ইহার ব্যাবহারকে নিষিদ্ধ করতে যাচ্ছে তুরষ্কের কেন্দ্রিয় ব্যাংক। তারা তাদের নাগরিকদের সম্ভাব্য অপরিবর্তনীয় ক্ষতি এবং লেনদেনের ঝুঁকিকে ফেলতে চায়না তাই তাদের এই সিদ্ধান্তে আসতে বাধ্য হচ্ছে যেটা আমাদের জন্য খারাপ খবরই বলা যায়। শুক্রবার তুরষ্ক সরকার তাদের অফিশিয়াল সাইট্ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিস্তারিত.......... (https://www.dailysabah.com/business/finance/turkey-to-ban-use-of-cryptocurrencies-for-buying-goods-services)
কিছু কিছু খবর শুনে খুব ভালো লাগে আবার কিছু কিছু খবর শুনে মনটা খারাপ হয়ে যায় যেমন তুরস্কে বিটকয়েন অবৈধ হিসেবে ঘোষণা করবে আসলে ভালো মন্দ সব দেশে আছে সবার মধ্যেই কিন্তু ভালো দেখাবে কাছে আসলে আমাদেরকে খারাপ দিকটা বেছে নিলে চলবে না ভালো দিকটি বেছে নিয়ে আমাদের দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে হবে এজন্য কাজ করতে হবে আমরা এরকম ব্যবহার করব না সঠিক স্থানে ব্যবহার করে আমরা দেশকে উন্নতির শিখরে নিয়ে যাব