Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Cleanerbd on April 28, 2021, 12:40:10 PM

Title: Leveraged টোকেন কি এবং আমরা কিভাবে এই টোকেন দিয়ে ট্রেড করবো?
Post by: Cleanerbd on April 28, 2021, 12:40:10 PM

 আমরা অনেকেই হয়তো জানিনা যে লিভারেজড টোকেন কি,তাহলে আসুন প্রথমে আমরা এই টোকেন সম্পর্কে জেনে নেই। আমরা হয়তো অনেকেই sxpbull and sxpbear,ethbull and ethbear এরকম নামের টোকেনের কথা শুনেছি।  আবার অনেকে এই টোকেন দিয়ে ট্রেড করেছে এটা শুনেছি। কিন্তু আমাদের মাঝে অনেকেই রয়েছেন যে এই টোকেন কিভাবে কাজ করে এবং কিভাবে এই টোকেন দিয়ে ট্রেড করবো তার কিছু জানিনা। আমি আজ তাদের জন্য  মূলত টপিকটি তৈরী করছি।
 আমরা প্রথমে leveraged টোকেন এর নাম সম্পর্কে জানবো।
ltcbull and ltcbear
Sxpbull and sxpbear
Ethbull and ethbear
Xrpbull and xrpbear
Dogebull and dogebear
Maticbull and maticbear
 তার মানে প্রায় সকল কয়েন পাশে আমরা bull and bear নাম দেখা মাত্রই বুঝে নিবো যে  এটি হলো leveraged টোকেন।
তাহলে আসুন আমরা জেনে নেই এই টোকেন কিভাবে কাজ করে,তার মানে এর দাম কিভাবে আপ ডাউন করে। ক্রিপটো মুদ্রা যেভাবে আপ ডাউন ঠিক সেভাবেই এই মুদ্রা আপ ডাউন করে।
 আমাদের একটা কথা জেনে রাখা দরকার, আর তা হলো leveraged টোকেন ৩× leveraged সংযুক্ত। আর তার মানে হলো এই টোকেন এর তিনগুন তরলতা বেশী৷
উদাহারন দিয়ে এর ৩× বুঝিয়ে দিচ্ছি।
যদি sxp 1% দাম আপ হয় তাহলে sxpbull এর দাম  ৩%  বাড়বে।
আর যদি sxp 1%  দাম ডাউন হয় তাহলে sxpbear এর দাম  3%  বাড়বে।
আর যদি sxp  এর দাম 1% ডাউন হয় তাহলে sxpbull এর দাম 3% ডাউন করবে।
আবার ঠিক একইভাবে sxp ১% আপ হলে sxpbear এর দাম ৩% কমে যাবে।
তাহলে আমরা এখন খুব সহজেই বুঝে গেছি যে leveraged টোকেন কি এবং এর দাম কিভাবে আপ ও ডাউন হয়।
leveraged টোকেন এর দাম মূলত মূল ক্রিপটোকারেন্সি এর উপর নির্ভর করে।
 এখন আমরা জেনে নিবো যে leveraged টোকেন দিয়ে কিভাবে ট্রেড করবো।
আমি আগেই বলবো যারা ক্রিপটো বাজারের মুভমেন্ট বুঝতে পারেন তারাই এই টোকেন দিয়ে ট্রেড করবেন। আর কেউ যদি ক্রিপটো বাজার এর কোনো আগা মাথা বুঝেনা, আর সে যদি এই টোকেন দিয়ে ট্রেড করে তাহলে সে অচিরেই ফকির হবে😋😋।
তাই এই টোকেন দিয়ে তারাই ট্রেড করে লাভবান হতে পারবে যারা ক্রিপটো বাজার সম্পর্কে ভালো আইডিয়া করতে পারে। এবং যারা ফিউচার ট্রেড করতে দক্ষ্য।  তবে যারা ক্রিপটো বাজার বুঝেন না তারা কোনে ট্রেডার এর থেকে দিক নির্দেশনা নিয়ে ট্রেড করতে পারেন। তবে আমি বলবো যে নিজের অভিজ্ঞতা দিয়ে ট্রেড করা ভালো।
আর আমরা  leveraged টোকেন দিয়ে কোন কোন একচেন্জ সাইটে ট্রেড করতে পারবো। তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা সর্বপ্রথম FTX একচেন্জ বেছে নিতে পারেন। কারন সেখানে leveraged টোকেন এর পরিমান বেশী এবং সেখানকার টোকেন এর দাম আপ ডাউন খুব বেশী হয়। তার মানে হলো  leveraged টোকেন দিয়ে যারা ট্রেড করে তারা ftx  একচেন্জ বেশী ব্যবহার করে। তবে আমরা leveraged টোকেন দিয়ে binance একচেন্জ সাইটেও ট্রেড করতে পারবো

Title: Re: Leveraged টোকেন কি এবং আমরা কিভাবে এই টোকেন দিয়ে ট্রেড করবো?
Post by: rashedul426 on April 28, 2021, 12:46:53 PM
ভাই  আপনি খুব সুন্দর করে বিস্তারিত বুঝিয়েছেন।যা নতুনদের কাজে বুঝতে খুব সহজ হয়েছে।ধন্যবাদ আপনাকে।
Title: Re: Leveraged টোকেন কি এবং আমরা কিভাবে এই টোকেন দিয়ে ট্রেড করবো?
Post by: Cadaver20 on April 28, 2021, 02:03:11 PM
ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর একটি টপিক তৈরি করার জন্য। Leveraged শব্দটা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছিলাম। কিন্তু বিষয়টা বুঝতে পারছিলাম না। আবার নিজেও সময় পাচ্ছি না যে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো। তবে এখন বিষয়টা পরিষ্কার হলো। আশা করবো আপনি মাঝে মাঝে এমন জ্ঞানগর্ভ কিছু টপিক বা বিষয় আমাদের সাথে শেয়ার করবেন।
Title: Re: Leveraged টোকেন কি এবং আমরা কিভাবে এই টোকেন দিয়ে ট্রেড করবো?
Post by: Diknel on April 28, 2021, 03:47:32 PM
ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর একটি টপিক তৈরি করার জন্য। Leveraged শব্দটা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছিলাম। কিন্তু বিষয়টা বুঝতে পারছিলাম না। আবার নিজেও সময় পাচ্ছি না যে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো। তবে এখন বিষয়টা পরিষ্কার হলো। আশা করবো আপনি মাঝে মাঝে এমন জ্ঞানগর্ভ কিছু টপিক বা বিষয় আমাদের সাথে শেয়ার করবেন।
ধন্যবাদ। আপনার প্রত্যেকটা পোস্টে কিছু তথ্য বহুল ও যুক্তিসঙ্গত ব্যাপার আছে। যা অন্যান্য সিনিয়র ইউজার থেকে অনেক বেশি। তাই ভবিষ্যতে আশা করি এ ধরনের তথ্যবহুল পোস্ট করার চেষ্টা করবেন। কিছুটা সময় হলেও আমাদের বাংলা বোর্ডে ব্যয় করবেন।
Title: Re: Leveraged টোকেন কি এবং আমরা কিভাবে এই টোকেন দিয়ে ট্রেড করবো?
Post by: Malam90 on April 28, 2021, 05:30:09 PM
ট্রেড সংক্রান্ত টপিক আমাদের ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি সেকশনে করবেন। যেহেতু প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা সেকশন আছে তাই সঠিক সেকশনে পোস্ট করুন। টপিকটা মুভ করা হলো।
Title: Re: Leveraged টোকেন কি এবং আমরা কিভাবে এই টোকেন দিয়ে ট্রেড করবো?
Post by: Cleanerbd on April 29, 2021, 06:06:21 AM
ট্রেড সংক্রান্ত টপিক আমাদের ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি সেকশনে করবেন। যেহেতু প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা সেকশন আছে তাই সঠিক সেকশনে পোস্ট করুন। টপিকটা মুভ করা হলো।
ঠিক আছে ভাই।
আমাদের সকলের উচিত সঠিক টপিক সঠিক সেকশনে তৈরী করা