Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Review Master on November 17, 2021, 03:52:41 PM

Title: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Review Master on November 17, 2021, 03:52:41 PM
ইতিমধ্যেই ক্রিপ্টোমার্কেটে কারেকশন দেখা দিয়েছে এবং আশা করা হচ্ছে বাকি দিনগুলোতেও কিছুটা কারেকশন হতে পারে। যদিও গতমাস অক্টোবরকে Uptober বলে অনেক হাইপ হয়েছিল এবং সেটির ফলাফলও পেয়েছিল। এখন দেখা যাক, নভেম্বর কারেকশনের মাস হবে নাকি কিছুটা হলেও উর্ধগতি দেখা যাবে!

আপনাদের মতামত জানাবেন।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: ExtraPoint on November 17, 2021, 04:25:09 PM
হ্যাঁ ক্রিপ্টোকারেন্সি মার্কেট অক্টোবর মাসে উচ্চ জায়গা পৌঁছেছিল কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে এসে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিছুটা ডাম্পিং এর মধ্যে আছে। বিটকয়েন গত কয়েকদিন আগে সর্বোচ্চ 68 হাজার ডলারে পৌঁছেছিল কিন্তু সেখান থেকে নেমে আজকে 59 হাজার ডলারে নেমে এসেছে। এতে বোঝা যায় মার্কেট বেশ অনেকটা পরিমাণে ডাম্পিং করেছে ‌
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Nusrat on November 18, 2021, 05:45:10 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট গত মাসের চেয়ে বর্তমানে একটু কমে গেছে। এ নিয়ে দূর চিন্তা করার কিছুই নেই। সামনে নতুন বছরে আমরা এর দাম আরো বেশি দেখতে পাবো। আর অল্পকিছুদিন রয়েছে এই বছর শেষ হতে 2021 সাল শেষে 2022 সালের শুরুতে আমরা একটু মার্কেটে আরও সামনের দিকে এগিয়ে দেখতে চাই। আশা করি ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরও সামনের দিকে এগিয়ে যাবে। নতুন বছরের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট নতুন রেকর্ড তৈরি করবে। বিটকয়েনের দাম 70 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Bony11 on November 23, 2021, 09:20:25 AM
হ্যাঁ গত মাসে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক পাম্প করেছিল।ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিট কয়েনের মূল্য সর্বোচ্চ 68 হাজার ডলার হয়েছিল। কিন্তু বর্তমানে মার্কেটে ক্রিপ্টোকারেন্সির মূল্য কিছুটা কমে এসেছে‌‌।বর্তমানে বিটকয়েনের মূল্য 55 হাজার ডলার হয়েছে।আশা করি ভবিষ্যতে নতুন বছরের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আরো অনেক পাম্প করবে এবং বিটকয়েনের মূল্য 70 হাজার ছাড়িয়ে যাবে।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Spyroo on November 24, 2021, 06:07:44 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েন গুলোর দাম নিচের দিকে ডাম্পিং করছে। অক্টোবর মাসে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রায় অধিকাংশ কয়েনের দাম অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল তবে নভেম্বর মাসের শুরু থেকে কয়েন গুলোর দাম আবার কমতে শুরু করেছে।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Academy on November 25, 2021, 06:40:59 AM
ইতিমধ্যেই ক্রিপ্টোমার্কেটে কারেকশন দেখা দিয়েছে এবং আশা করা হচ্ছে বাকি দিনগুলোতেও কিছুটা কারেকশন হতে পারে। যদিও গতমাস অক্টোবরকে Uptober বলে অনেক হাইপ হয়েছিল এবং সেটির ফলাফলও পেয়েছিল। এখন দেখা যাক, নভেম্বর কারেকশনের মাস হবে নাকি কিছুটা হলেও উর্ধগতি দেখা যাবে!

আপনাদের মতামত জানাবেন।
হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন। আমরা সবাই সেটা অনুভব করতে পারছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বর্তমান সময়ে কিছুটা কারেকশন এর মধ্যে থাকবে কেননা এ সময় সকল কয়েনের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল কয়েকদিন অবশ্যই কয়েন গুলোর দাম আবারও কিছুটা পরিমাণে কমবে এটা স্বাভাবিক ঘটনা।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Cleanerbd on November 25, 2021, 05:01:37 PM
ইতিমধ্যেই ক্রিপ্টোমার্কেটে কারেকশন দেখা দিয়েছে এবং আশা করা হচ্ছে বাকি দিনগুলোতেও কিছুটা কারেকশন হতে পারে। যদিও গতমাস অক্টোবরকে Uptober বলে অনেক হাইপ হয়েছিল এবং সেটির ফলাফলও পেয়েছিল। এখন দেখা যাক, নভেম্বর কারেকশনের মাস হবে নাকি কিছুটা হলেও উর্ধগতি দেখা যাবে!

আপনাদের মতামত জানাবেন।
নভেম্বর মাসে সকল কয়েন এর কারেকশন এর দেখা পাওয়া যায়।  বিটকয়েন সহ  আল্টকয়েনগুলো কারেকশন করে,  এর ফলে বাজার নিচের দিকে নেমে গিয়েছিলো। তবে এখন ক্রিপটো মার্কেট আপ হতে শুরু করেছে। তবে ডিসেম্বর মাসে ক্রিপটো মার্কেট বুল রান এর দিকে যেতে পারে।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Azharul on January 07, 2022, 01:27:01 PM
আমরা জানি যে বর্তমান সময়ে ক্রিপ্টো কারেন্সী মার্কেট অনেক টাই ডাউন হয়ে গেছে। গত কয়েক সপ্তাহ আগে দেখলাম এর অবস্থা অনেক ভাল অবস্থানে রয়েছে।কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সময়ে বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টো গুলোর দাম ও অনেক কমে গেছে। তবে আমরা বিশ্বাস করি যে ক্রিপ্টো কারেন্সী মার্কেট সব সময় ওঠা নামার উপর নির্ভর করে থাকে।তাই আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আবার ক্রিপ্টো কারেন্সী মার্কেট স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Review Master on January 07, 2022, 05:01:47 PM
তাই আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আবার ক্রিপ্টো কারেন্সী মার্কেট স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

অনেকে ভালো মার্কেটের অপেক্ষায় আছে। আশা করা যায় যে, বিটকয়েন আবারও পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং মার্কেট আগের মতো বৃদ্ধি পাবে। কেননা এই ধরনের মার্কেটেও বিটকয়েনকে ক্রয় করতেছে অনেকে। যেহেতু এটি একটি ডিসকাউন্টের মতো ।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Distroyboy on January 24, 2022, 06:58:24 PM
যদিও ক্রিপ্টোকারেন্সি কিছু কিছু কারেকশন এর মধ্যে আছে তার কারণে দাম কমে গেছে।আমার ধারণা ক্রিপ্টো মার্কেট খুব তাড়াতাড়ি আগের অবস্থানে ফিরে আসবে। যদিও ক্রিপ্টো মার্কেট ওঠানামার মধ্যে থাকে আগামী মাসেই ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট বৃদ্ধি পাবে।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Power420 on February 02, 2022, 03:10:44 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর দাম এর দিকে কিন্তু বছরের শুরুতে এরকম ডাম্পিং হয়ে থাকে। ক্রিপ্টোকারেন্সি এর দাম বাড়বে কমবে এটাই স্বাভাবিক কারণ যদি না হয় তাহলে কোন ইনভেস্ট ইনভেস্ট করতে পারবে না এবং যদি তার দাম বৃদ্ধি না পায় তাহলে কখনো তারা এখান থেকে বেনিফিট অর্জন করতে পারবে না। তাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট অবশ্যই ওঠানামা করাটা স্বাভাবিক।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Tepona on February 16, 2022, 12:56:15 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা মুহূর্তের মধ্যেই পরিবর্তন এর মধ্য দিয়ে যায়। ফান্ডামেন্টাল অর্থাৎ বিভিন্ন উচ্চতর কর্তৃপক্ষ কর্তৃক বা কম্পানি কর্তৃক পজিটিভ নিউজ থাকে তখন ক্রিপ্টোকারেন্সি বাজার হাইপে চলে। এবং নানাবিধ পরিবর্তনের মধ্য দিয়ে ক্রিপ্টোকারেন্সি বাজারে বাণিজ্য করে ব্যবসায়ীরা লাভবান হয়। আমি মনে করি প্রত্যেকটা ব্যবসায়ীকে কিছু টেকনিক্যাল বিষয় সম্পর্কে ধারণা থাকা উচিত, যেমন চার্ট এনালাইসিস। আরো কিছু ফান্ডামেন্টাল এনালাইসিস। এবং প্রজেক্ট এর টিম এর বিভিন্ন পজেটিভ নিউজ, ভবিষ্যতে রোড ম্যাপ, এগুলো সম্পর্কে ধারনা থাকলে ক্রিপ্টোকারেন্সি বাজার থেকে লাভবান হওয়া সম্ভব। আবার সবকিছুর মূলে বিটকয়েন জড়িত। বিটকয়েনের দাম থান পতনের সাথে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি এর দাম উত্থান পতন হয়।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Diknel on February 19, 2022, 01:03:17 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা কখন কোন সময়ের মধ্য দিয়ে পরিবর্তন হয়ে যায় তা বলা যায় না। যদি একটু লক্ষ্য করি বছরের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা অনেকটাই নিম্নগতির দিকে চলে যায়। কিন্তু আবার বছরের শেষের দিকে গিয়ে মার্কেটের অবস্থা কিন্তু পুনরায় ভালো হয়। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার যদি ওঠানামা না করে তাহলে কোন ইনভেস্ট করতে পারবে না। আর ইনভেস্ট করতে না পারলে লাভজনক হতে পারবে না।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Bitrab on February 19, 2022, 04:58:16 PM
ক্রিপ্টোকারেন্সি বাজারের বিভিন্ন কয়েন গুলো কারেকশন এর মধ্য দিয়ে দাম বৃদ্ধি পায়, আরো বিভিন্ন ট্রেডার্সরা বাণিজ্য করে লাভবান হয়। তাই ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীরা বাণিজ্য করে মজা পায়। ক্রিপ্টোকারেন্সি গুলো নিয়ে বাণিজ্য করা এক ধরনের আনন্দ। তাই আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা কারেকশন হল ব্যবসায়ীদের বাহ হোল্ডারদের এন্ট্রি পয়েন্ট। যেখানে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কয়েন কিনে রাখে। পরবর্তীতে মার্কেটের অবস্থা ভালো হলে সেগুলো আবার বিক্রি করে দেয়।
Title: Re: ক্রিপ্টোমার্কেট কিছু কারেকশনের মধ্য থাকবে!
Post by: Centus on February 20, 2022, 04:25:00 PM
গত দুই মাস ধরে বিটকয়েনের দাম কারেকশন এর মধ্য দিয়ে চলতেছে। গত দুই মাস ধরে মার্কেটের অবস্থা শিথিল বলা চলে। বিটকয়েনের দাম এক সপ্তাহ আগে 44 হাজার ডলারে পৌঁছে গিয়েছিল। বাউন্স ব্যাক করে বর্তমান 40 হাজার ডলারের নিচে অবস্থান করছে। তবে বিটকয়েনের দাম আবার 50 হাজার ডলারের উপরে গেলে খুব সহজে 70 থেকে 80 হাজার ডলারে পৌঁছে যাবে, এবং স্থায়িত্বকাল দীর্ঘ হবে। তাই বর্তমানে বিটকয়েন অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক গুলো কারেকশন এর মধ্য দিয়ে দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি।