follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Malam90

Pages: [1] 2 3 ... 387
1
আমরা যারা বিটকয়েন কেনা বা বেচা করে থাকি তাদের জন্য একটি চিন্তা আছে কিভাবে তারা বিটকয়েন সুরক্ষিত রাখতে পারে। আমার মতে hardware wallet, Binance, Trust wallet, এগুলো অনেক সুরক্ষিত ওয়ালেট। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তায় এই ওয়ালেট গুলোতে বিটকয়েন রাখতে পারেন।

হার্ডওয়্যার ওয়ালেট সবচেয়ে নিরাপদ কারণ এটা অফলাইনে থাকে আপনার প্রাইভেট কি।

2
কি জানি এতদূর যেতে পারব কিনা কিন্তু আমি চেষ্টা করে যাব।নিয়মিত ফোরামে কাজ করে যাব।

কোন স্পামিং না করলে, নিয়মিত পোস্ট করলে মিথিকাল হতে পারবেন। তবে পোস্ট কোয়ালিটি ভালো করতে হবে।

3
এত পুরাতন টপিকে কমেন্ট না করার জন্য অনুরোধ করা হলো।

4
এখন অনেক বাউন্টি ম্যানেজার এই ফোরামে বাউন্টি আনেন। বাউন্টি আনা না আনা বাউন্টি ম্যানেজারদের উপর নির্ভর করে।

5
Gate io  একচেঞ্জ এ যাদের একাউন্ট আছে বিশেষ করে বাংলাদেশীরা, আজই ফান্ড উইথড্র করার শেষ দিন। তাদের টেলিগ্রাম ও সাপোর্টে কথা বলে জানতে পারলাম  যে Gate io  একচেঞ্জ এখন থেকে খুবই আইনের প্রতি শ্রদ্ধাশীল। অর্থাৎ যে যে দেশে ক্রিপ্টো অবৈধ সেসব দেশের ব্যবহারকারীদের একাউন্ট ব্যন করে দিবে ৩০ এপ্রিল ২০২২ এর পরে। এসব দেশের ব্যবহারকারীদের আজ ১০ এপ্রিল ২০২২ এর মধ্যে সব ফান্ড উইথড্র করে নেওয়ার জন্য বলা হয়েছে। যারা ফান্ড উইথড্র করতে ব্যর্থ হবেন তারা সমস্যায় পড়বেন। তাই এখনই ফান্ড উইথড্র করে নিন। জরুরী।

6
ভারত সম্প্রতি ৩০% শতাংশ কর ধার্য্যের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিকে বৈধ করতে চলেছে। এটা অনেক বড় একটি সুখবর সমগ্র ভারতবর্ষ ও ভারতীয় উপমহাদেশের জন্য।  বাংলাদেশ সরকার অনেক আর্থিক পলিসিতে ভারতকে অনুসরণ করে। যেহেতু ভারত বৈধ করতে চলেছে তাই খুব তাড়াতাড়ি বাংলাদেশেও বৈধ হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে কত % কর ধার্য্য করে বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সিকে বৈধ করলে সবার জন্য সুবিধা হবে?

রাশিয়াতেও ক্রিপ্টোকারেন্সিও বৈধ হতে চলেছে। সম্প্রতি সিজে বিনান্সের এর একটি টুইটটের মাধ্যমে জানতে পারলাম রাশিয়ান সরকার খুব তাড়াতাড়ি ক্রিপ্টোকারেন্সিকে বৈধ ঘোষণা করতে চলেছে।

তাহলে কি আমরা বলতে পারি যে, ক্রিপ্টোকারেন্সিতে বৈধতার সুবাতাস লাগতে শুরু করেছে?

7
ভারত ডিজিটাল রুপির ঘোষণা করেছে
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ের উপর ৩০% ট্যাক্স প্রস্তাবনা দিয়েছেন।
হিন্দুস্থান টাইমস হতে জানা যায়, ভারত সরকার মঙ্গলবার প্রকাশ করেছে, এটি একটি ডিজিটাল রুপি চালু করবে এবং ক্রিপ্টো ইনকামের উপরে কর আরোপ করবে।

দেশটির ২০২২ বাজেট উপস্থাপনায়, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) আগামী আর্থিক বছরে একটি কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি উত্থাপন করবে।

CBDC হল কেন্দ্রীয় ব্যাঙ্ক দ্বারা ইস্যু করা একটি ফিয়াট মুদ্রার (ইউ.এস. ডলারের মতো) ডিজিটাল সংস্করণ। সিবিডিসি-র স্টেবলকয়েনের সাথে কিছু মিল রয়েছে, তবে বিটকয়েন এবং ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সি থেকে আলাদা কারণ এটি প্রাইভেটলি সেন্ট্রালাইজডভাবে নিয়ন্ত্রিত।

বিশ্বের বেশ কয়েকটি দেশ বর্তমানে তাদের নিজস্ব সিবিডিসি থাকার সুবিধা নিয়ে গবেষণা করছে, চীন তার ডিজিটাল ইউয়ান বাস্তবায়নে উন্নয়নের পথে রয়েছে।
 
সীতারামনের মতে, সিবিডিসি বাস্তবায়ন “ডিজিটাল অর্থনীতিকে উৎসাহিত করবে”, যার ফলে আরও দক্ষ এবং সস্তা, মুদ্রা ব্যবস্থাপনা তৈরী হবে।”

মন্ত্রী যোগ করেছেন RBI “ব্লকচেন এবং অন্যান্য প্রযুক্তিকে এই ডিজিটাল রুপি ইস্যু করার জন্য ব্যবহার করবে। তিনি এই বিষয়ে আর বিস্তারিত উল্লেখ করেননি।

ভারত ক্রিপ্টো ট্যাক্স চালু করেছে,দেশটি ক্রিপ্টোকারেন্সি থেকে করা আয়ের উপর ৩০% ট্যাক্স প্রবর্তন করার পরিকল্পনা করছে।

মন্ত্রীর প্রস্তাব অনুসারে, “ভার্চুয়াল ডিজিটাল এসেটের উপহারের ক্ষেত্রে ও প্রাপককে কর দিতে হবে।
 
অন্য কথায়, ইনভেস্টররা লাভের উপর ট্যাক্স সরানোর জন্য মূল্য হ্রাস বা হ্যাকিংয়ের ঘটনাকে কারণ হিসেবে দেখাতে পারবে না।

প্রাক্তন অর্থ সচিব সুভাষ চন্দ্র গার্গ অবশ্য এই উদ্যোগের বিষয়ে নিজের মতামত জানিয়েছিলেন।
তিনি বলেন, ভারত সরকার প্রস্তাবিত “ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল ২০২১” আইন পাস করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও ক্রিপ্টো ট্যাক্স চালু করার কথা ভাবছে।
গত বছরের নভেম্বরে এই বিলটি ডিজিটাল রুপি ইস্যু করার জন্য চেষ্টা করেছিল, পাশাপাশি “সমস্ত ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সি” নিষিদ্ধ করার প্রস্তাব ও করেছিল।

গার্গের মতে, ক্রিপ্টো আয়ের উপর প্রস্তাবিত ৩০% ট্যাক্সের মানে হল “ক্রিপ্টো এসেট এবং ইনভেস্টে পার্টি [হবে] শেষ হয়ে যাবে।”

তথ্যসূত্রঃ কয়েনআলাপ

8
বুধবার, সরকারের তরফে, একটি নতুন অর্থনৈতিক বিলের মাধ্যমে ভারতে প্রায় সমস্ত প্রাইভেট ক্রিপ্টো কারেন্সি নিষিদ্ধ করার ঘোষণা প্রকাশ্যে আসার পরেই, আজ সকাল থেকে, ছন্দপতন দেখা গেল ক্রিপ্টো বাজারে।


গত সপ্তাহে আকাশছোঁয়া সর্বোচ্চ রেকর্ড মূল্যে ট্রেড করার পর, খানিকটা ছেদ পড়েছিল বিটকয়েন (Bitcoin) সহ অন্যান্য জনপ্রিয় মুদ্রা গুলির বাজারদরে। তবে, বুধবার কেন্দ্রের তরফে সংশ্লিষ্ট ঘোষণাটির পর যেন একধাক্কায় আরও খানিকটা নেমে গেলো বিটকয়েন, ইথার (Ether)- দের ট্রেডমূল্য।

আজকের হিসেবে, অধিকাংশ জনপ্রিয় কয়েনগুলির বাজারদর ১৫ শতাংশেরও বেশী নেমে গিয়েছে। বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রিপ্টো কয়েন, বিটকয়েনের বাজার মূল্যে দেখা গিয়েছে ১৭% পতন। ইথার (Ether) ও টেথার (Tether) ও যথাক্রমে ১৫% ও ১৮% মূল্য হ্রাস ঘটিয়েছে।


এইমুহুর্তে, ভারতীয় এক্সচেঞ্জের হিসেব অনুযায়ী, দেশীয় বাজারে বিটকয়েনের বাজারদর ৫৬,৫৪৩ ডলার এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান মুদ্রা, ইথারের বাজারদর ৪,২৭৩ ডলার।

বুধবার প্রকাশিত সরকারী তথ্য থেকে জানা যায়, নভেম্বর ২৯ তারিখে, পার্লামেন্টের আসন্ন শীতকীলীন অধিবেশনে, ‘ক্রিপ্টো কারেন্সি অ্যান্ড রেগুলেশন অব্ অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল ২০২১’ নামে একটি নতুন অর্থনীতি সম্বন্ধিত বিল পেশ করা হবে।

বিলটির মাধ্যমে সম্ভবত দেশজুড়ে বেশিরভাগ প্রাইভেট ক্রিপ্টো মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হবে। তবে, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রযুক্তি ও তার ব্যবহার কে তুলে ধরতে, দেশে গুটিকয়েক প্রাইভেট ক্রিপ্টো মুদ্রা অবশ্য ছাড়পত্র পেতে পারে, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।

সরকারের বক্তব্য অনুযায়ী, খুব শীঘ্রই দেশের কেন্দ্রীয় ব্যাংক গোটা দেশজুড়ে একটি একক অফিশিয়াল ডিজিটাল কারেন্সি চালু করতে চলেছে। এই আসন্ন অফিশিয়াল কারেন্সিটির জন্য একটি সঠিক পরিকাঠামো প্রদান করাই মূলত নয়া অর্থনৈতিক বিলটির উদ্দেশ্য।

প্রসঙ্গত, বেশ অনেক দিন ধরেই, বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত টাকার নিরাপত্তা ও রাতারাতি গজিয়ে ওঠা বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জ মাধ্যমগুলির, নানা বিভ্রান্তমূলক বিজ্ঞাপন দ্বারা যুবসমাজ কে প্রলোভিত করার প্রবণতার বিষয়টিতে কড়া নজর ছিল কেন্দ্রের। আসন্ন আইনটি এইসব অবাঞ্ছিত প্রচারেও লাগাম টানবে বলেই মনে করছেন বিশিষ্ট মহল।

সম্প্রতি, সিডনি ডায়ালগের ভার্চুয়াল মঞ্চ থেকে ক্রিপ্টো বিষয়ে গোটা বিশ্ব কে কড়া হুঁশিয়ারি শোনান প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিশ্বের বড় বড় গণতন্ত্রগুলিকে ক্রিপ্টো নিয়ন্ত্রণ সম্পর্কে একজোট হতেও অনুরোধ করেন তিনি।

পাশাপাশি, কিছুদিন পূর্বেই, দেশের খুচরো বিনিয়োগকারীদের স্বার্থের কথা মাথায় রেখে, অনিয়ন্ত্রিত, বেপরোয়া ক্রিপ্টো বাজার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল রিজার্ভ ব্যাংক অফ্ ইন্ডিয়া ও SEBI-ও।

click

ভারত সম্প্রতি বিটকয়েন ও ডিজিটাল কারেন্সির উপর নিয়ন্ত্রণ আরোপের জন্য লেনদেনকারীদের ৩০% কর ধার্য্য করতে চলেছে। এটা পজিটিভ দিক। এর মাধ্যমে তারা ক্রিপ্টোকে বৈধতা দিতে চলেছে ট্যাক্সের বিনিময়ে বা ট্যাক্স আরোপের মাধ্যমে।

9
জানুয়ারী মাসের শুরু থেকেই মার্কেট ধীরে ধীরে পতনের দিকে গেছে। প্রায় ৪০% েএর মত কারেকশান হয়েছে বিটকয়েনের। এছাড়া অলটকয়েনগুলো ৫০-৩০০% পর্যন্তুও কোন কোনটার দাম কমে গেছে। তবে এখন থেকে আশা করছি বিটকয়েন আপ হবে। ৩০কে যাবে বলে ধারণা করছিলাম, সেটা যেন না যায়। তবে ৩৩কে পর্যন্ত নেমেছিলো।

10
আমি এই ফোরামে একদম নতুন একজন সদস্য এই ফোরাম সম্পর্কে আমার কোন ধারণা নেই এখানে যদি কোন সিনিয়র ভাই আমাকে হেল্প করতেন তাহলে আমি অতি শীঘ্রই এই ফোরাম সম্পর্কে ধারণা পেতাম।

বাংলা ফোরামের পিনড টপিকগুলো পড়ুন ভালো করে। এছাড়া অন্যান্য টপিকগুলোও পড়ুন। পড়লে জানতে পারবেন।

11
টোকেন অথবা কয়েন হোল্ড করা সবচেয়ে ভালো উপায় ক্রিপ্টো তে লাভবান হবার । কিন্তু আপনাকে সঠিক কয়েন টি বাছাই করে ইনভেস্ত করতে হবে তাইলে আপনি লাভবান হতে পারবেন । অল্প সময় বেসি লাভের আসাই  কোন শিট
কয়েন এ ইনভেস্ত করলে আপনি  আপনার সব ইনভেস্ত হারাতে পারেন খুব অল্প সময় এই । মনে রাখবেন ক্রিপ্টো তে কখনই রাতারাতি ধনী হতে পারবেন না । আমার মতে সবচেয়ে নিরাপদ ইনভেস্ত হল বিটকয়েন , ইথেরিয়াম আর বিএনবি । তাছাড়া মার্কেট এর টপ কয়েন গুলাও নিরাপদ  কিনে হোল্ড করার জন্য ।

শীট কয়েনে ইনভেস্ট করে জীবনে অনেক লস করেছি। তাই সবাইকে বলবো-শীট কয়েনে বিনিয়োগ করে সাময়িক লাভবান হতে পারেন কিন্তু মার্কেট ফল করলে শিটকয়েন ডেড হয়ে যায়। ইনভেস্ট শেষ হয়ে যাবে। এজন্য টপ কয়েনগুলোতে বিনিয়োগ করা যেতে পারে কিংবা ভালো ব্লকচেইন প্রজেক্টে ইনভেস্ট করলে লংটার্মে ভালো রিটার্ন আসে।

12
Bitcoin Forum / Re: Teaching about btc to my class.
« on: January 13, 2022, 04:19:35 PM »
I am a teacher of a high i think i have huge opportunity to teach about btc to my class. Thats i have selected a period of time on every week to my class for spreading and sharing the knowledge about crypto and btc. I just believe that we need to spread the Knowledge to our community to make the btc community huge. Its a great platform and we need to share the knowledge aboit to our community and it is our responsibility. What do you think guys about it???

It's pleasure to know that you're a teacher of a high school. Still Bitcoin and cryptocurrency is illegal in your country although there a positive trend that we have observed in the recent past from the ICT Minister. Until crypto is legal in your country , you can't share information about crypto publicly either in class or to mass people. I hope in near future, you can speak about crypto freely.

13
8-January-2022: Removed: PayRue

12-January-2022: Removed: FRX Token


Good work  :)

14
ট্রাস্টওয়ালেট একটি জনপ্রিয় বাইনান্স সাপোর্টেড একটি ওয়ালেট যেটা ব্যবহার করা খুবই সহজ এবং ব্যবহার যোগ্য তাই প্রতিনিয়ত এটির  ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ফলে সারা পৃথিবীতে এই ওয়ালেট ব্যবহার কারির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর সেই সুবাদে আমি নিজেও এটা ব্যবহার করেছি আর আমি এখন ব্যবহার করছি। আর আমি এটা ব্যবহার করে হ্যাপ্পি।

আমি ট্রাস্টওয়ালেট কালে ভদ্রে ব্যাবহার করি। আমি মূলত মেটামাস্ক (মাইইথারওয়ালেট) ব্যবহারকারী। যারা মূলত মোবাইল ব্যবহার করে কাজ করে থাকেন তাদের কাছে ট্রাস্টওয়ালেট খুবই জনপ্রিয় একটি ওয়ালেট। আমার কাছেও প্রিয় তবে আমি যেহেতু পিসি/ল্যাপটপ ব্যবহার করে কাজ করি এবং নানাবিধ সুবিধার কারণে আমি ট্রাস্টওয়ালেট ব্যবহার করার চেয়ে মেটামাস্ক ব্যবহার করি। যা আমার কাছে মাল্টিচেইন ব্যবহার করার মজাই আলাদা এখানে।

15
জীবনের প্রথম পেমেন্ট পাওয়া খুবই আনন্দের বিষয়। কেননা আমরা যারা বউন্টিতে কাজ করি তাদেরকে সঙ্গে সঙ্গে পেমেন্ট দেওয়া হয় না। যেহেতু আমরা অনেক দেরিতে পেমেন্ট পাই তাই আমরা জীবনের প্রথম পেমেন্ট পেলে খুবই আনন্দিত হব। তাছাড়া আমি আমার প্রথম পেমেন্ট যদি বেশি পরিমাণ পেয়ে যাই, তাহলে অবশ্যই এটি একটি শিক্ষামূলক কোনো একটি প্রতিষ্ঠানে দান করবো। যা দরিদ্র শিক্ষার্থীদের জন্য একটি আর্থিক সহায়ক তহবিল গঠনে ভূমিকা রাখবে।

প্রথম পেমেন্ট কি পেয়েছেন আপনি এখনো?  :)

প্রথম পেমেন্ট পাওয়ার আনন্দই আলাদা।
আমি প্রথম পেমেন্ট পাই জুনিয়র মেম্বার র‌্যাংক দিয়ে সিগনেচার করে মাত্র ১৫ দিনের মাথায়। ২০০ ডলার পাইছিলাম। সেটা অনেক আনন্দের ছিলো।

Pages: [1] 2 3 ... 387
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod