follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Malam90

Pages: 1 [2] 3 4 ... 387
16
Decentralized Team / Re: Report Plagiarism
« on: December 17, 2021, 03:12:52 PM »
Nice catch up. +1

17
বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে অনেকগুলো আইডিও প্লাটফর্ম রয়েছে। এমনকি প্রতিমাসে নতুন আইডিও প্লাটফর্মের প্রজেক্ট চালু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এসব আইডিও প্লাটফর্মের মধ্যে কোন প্লাটফর্মটি আপনাদের পছন্দের? আর এখন পর্যন্ত কয়টি আইডিওতে আপনারা অংশগ্রহণ করেছেন?

সকলের মতামত আশা করতেছি।  ;)

আমার কাছে Polkabridge প্লাটফর্টটি অনেক প্রিয় ছিলো। তবে বর্তমানে টায়ার সিস্টেম পরিবর্তন হওয়ায় আইডিওতে পার্টিসিপেট করা হচ্ছেনা।  ৮-১০ টি আইডিওতে জয়েন করেছি এ পর্যন্ত।

18
প্রজেক্টটি শেষ হয়ে যাওয়ায় লক করে দেওয়া হলো।

19
আসসালামু আলাইকুম
আমি জুয়েল
আমার বাসা টাঙ্গাইল
আমি ক্রিপ্টো কারেন্সি তে নতুন সদস্য। আমি এর আগে অনলাইনে কোন রকম কাজ করিনি। আমি আমার বন্ধুদের কাছ থেকে বাউন্টি করে শিখতেছি

আপনাকে স্বাগতম।
বেশি বেশি পোস্ট পড়ুন, গুগলে সার্চ করুন, বন্ধুদের থেকে জানুন। কাজ করুন। সামনে এগিয়ে যান। সেটা কামনা করি।  :)

20
ক্রিপ্টোকারেন্সিতে মানুষ বিভিন্ন ধরনের ওয়ালেট ব্যবহার করে। যেমন
১. ট্রাস্ট ওয়ালেট,
২. মেটামাস্ক ওয়ালেট,
৩. মাই ইথার ওয়ালেট ইত্যাদি সহ
আরও বিভিন্ন ধরনের ওয়ালেট ব্যবহার করে থাকে।

শুধুমাত্র মেটামাস্ক ওয়ালেট খুললে সেটাকে মাইইথারওয়ালেটে, ট্রাস্টওয়ালেটে ইমপোর্ট করলে সবখানেই ব্যবহার করতে পারবেন।

21
এয়ারড্রপ বাদ দিন বউন্টি ধরুন । আমিও অনেক গুলো এয়ারড্রপ এ কাজ করার পর যখন দেখলাম কোন লাভ হচ্ছে না তখন সম্পূর্ণ মনোযোগ বাউন্টিতে দিয়েছিলাম , এয়ারড্রপ এর থেকে অনেকগুন বেশী সাফল্য পেয়েছি ।
সে ক্ষেত্রে আমার  ব্যাক্তিগত মতামত হল এয়ারড্রপ এর থেকে বাউন্টিতে মননিবেশ করা বুদ্ধিমানের কাজ

এয়ারড্রপ অধিকাংশই স্কাম করে। পেমেন্ট দেয়না। আর যা দেয় তা লাভ হয়না। তবে মাঝে মধ্যে ভালো দুএকটা এয়ারড্রপ থাকে-সেগুলো লাক ভালো হলে ভালো পেমেন্ট আসে।
বাউন্টি তুলনামূলক ভালো। এয়ারড্রপে সময় নষ্ট না করে বাউন্টি করা ভালো। তাহলে অন্তত ১০ টা বাউন্টি করলে ২-৩ টা থেকে পেমেন্ট পাওয়া যায়।

22
আসসালামু আলাইকুম। বিটকয়েন ভার্চুয়াল মুদ্রা। বিটকয়েন সারা পৃথিবীতে অনেক সাড়া ফেলেছে। এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই যাচ্ছে। বিটকয়েন সারা পৃথিবীতেই লেন দেন হচ্ছে। বিটকয়েন বাংলাদেশে গ্রহণযোগ্য নয়। তবে আমরা আশা করি বিটকয়েন বাংলাদেশ একদিন গ্রহণযোগ্য হবে এবং আমরা আমাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারব

আমরাও আশাবাদী। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশেও ক্রিপ্টোকারেন্সি বৈধ হবে বা বৈধ পন্থায় ক্রিপ্টো থেকে আয়কে দেশে আনা যাবে এতে সরকারও লাভবান হবে ট্যাক্স পেয়ে আবার আমরাও শান্তিপূর্ণ ভাবে কাজ করতে পারবো।

23
Decentralized Team / Re: Report Spammers
« on: November 22, 2021, 01:19:24 PM »
Good job, good team work. +1 for @Freemind and @Jokers

24
বর্তমান বাজারে অন্যান্য কারণ সেগুলো যেমন বিটকয়েন ,ইথেরিয়াম ,বি এন বি এগুলোর দাম এখনও ঊর্ধ্বমুখী কিন্তু পলিগন বা ম্যাটিক এর দাম কিছুদিন আগে দুই ডলারের উপরে  গেলেও বর্তমানে এটির দাম নিম্নমুখী হচ্ছে এর পেছনের কারণটা কি আর এটার দাম সামনে কেউ আদৌ পারবে না কমতেই থাকবে?

দাম কমার কারণ কি এটার আগে আপনাকে দেখতে হবে কয়েক দিন ধরে মাটিক দাম বেড়েছে প্রায় ৬০%। সুতারং বড় পাম্পের পরে আবারও একটু কারেকশান হবে এটাই স্বাভাবিক। হাইপ থাকলে পাম্প হবে এবং সামান্য কারেকশান হয়ে আবারও আপ হবে এটাই স্বাভাবিক যদি মার্কেট স্বাভাবিক থাকে।

25
Forum Court / Re: Appeals for remove tag
« on: November 15, 2021, 04:22:21 AM »
Someone I knew needed some BNB to swap a token. I was wrong For which I have been given the Possible Cheater tag today I am not a multi-user. If I am a multi-user, I will take the punishment that you give me And if I am not a multi user then please remove this tag from me I am being punished without guilt I would have benefited a lot if you had helped me My claim in this court is that I should not be treated unfairly.

You have been caught as wallet connection. If your wallet is connected somehow with other participants' wallet, it is wallet connection which is prohibited in the forum for join bounties.
You have full responsibility for your account. You have to use your wallet free from connection with other participants. Hence you have to arrange gas fees from your exchange.

Locally, i have warned many participants not to take gas fees from other participants. I have rejected many participants who asked me to send gas aslo.  :)

BTW, sometimes we may need ETH, BNB, MATIC or other tokens from other person locally to cover the gas fees in times of badly needed. So, if you take any gas fees from others, you have obviously chat documents with that participant. Provide here your legal documents of chat, screen shot, transaction link, and your payment back to that participants or if you paid with local currency, prove here that screenshot here. Forum court will re investigate your issue.


26
এখানে বড় ছোট বলে কেউ নেই। সবাই গুরুত্বপূর্ণ। আমি অন্তত কাউকে এমন চোখে দেখিনি। সবাইকে আগলে রাখার চেষ্টা করেছি এবং করছি। সবাই সবাইকে সম্মান করে কমেন্ট করুন। কেউ জানতে চাইলে সুন্দর করে উত্তর দিন। না দেওয়ার হলে এড়িয়ে যান তবে কাউকে কটাক্ষ করবেন না। ধন্যবাদ

27
আমরা যারা ক্রিকেট ভালোবাসি বা ক্রিকেট খেলা টেলিভিশনে দেখতে পছন্দ করি তারা নিশ্চয় দেখেছেন যে চলমান টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে FTX exchange  এর লগু ব্যাবহার হচ্ছে বাউন্ডারি লাইনে সহো অসংখ্য যায়গায়। এতে করে FTX তথা ক্রিপ্টোকারেন্সির দারুণ একটি প্রচারণা হচ্ছে বলাই যায়। এ থেকে আমরা এটাও ধারণা করতে পারি যে আগামী ভবিষ্যতে এভাবেই সব যায়গায় ক্রিপ্টোকারেন্সি আগমন থাকবে। তাই FTX কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।

হা, বিষয়টা আমিও খেয়াল করেছি। FTX স্পন্সর করেছে। আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সি সর্বক্ষেত্রে পদার্পণ করতেছে।

28
ক্রিপ্টোমার্কেট আবারো ঘুরে দাড়িয়েছে গত কয়েকমাস আগের সেই ধ্বংশলীলা থেকে। সময় নিয়েছে প্রায় ৩ মাস। মার্কেট অতীতের যে কোন সময়ের তুলনায় ভালো অবস্থানে আছে। এখন যদি কোন গুজব না ছড়ায়, চায়নার বাবা মা মারা যাওয়ার নিউজ না আসে (মানে তারাই তো বেশির ভাগ খারাপ নিউজ প্রকাশ করে ফায়দা লুটে) তাহলে আরো একটু ভালো অবস্থানে যেতে পারে। এখান থেকে মার্কেট যদি কারেকশান হয় বিটিসি হয়তো ৭০-৭৫কে গিয়ে ছোট বা ২০-৩০% এর একটা কারেকশান হয়ে বিটিসি পুনরায় ১০০কে  এর দিকে ধাবিত হবে। তাই যে যে কয়েনে বিনিয়োগ করে লাভবান হবেন সেটা স্টাবল কয়েনে রুপান্তরিত করে রাখবেন, সামনে কারেকশনে কাজে দিবে।

29
Decentralized Team / Re: Report Plagiarism
« on: November 05, 2021, 01:12:27 PM »
The user's bengali post isn't copied from other's.

আমরা এই ফোরামে এসেছি কাজ করতে তাই কাজ করার আগে অবশ্যই ফোরামের রুলস গুলো সম্পর্কে সকলের ধারণা থাকা উচিত ‌‌‌। অনেক সময় দেখা যায় আমাদের আইডিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। এ ধরনের প্রবলেম দেখা দেওয়ার অন্যতম কারণ হলো ফোরামের গুরুত্বপূর্ণ রুলস গুলো অমান্য করা। আমরা যদি ফোরামের রুলস গুলো মেনে কাজ করতে পারি তাহলে আমাদের আইডিতে কোন প্রবলেম হবেনা।
ফোরামের অনেক সদস্য আছে যারা শুধুমাত্র নিজের রেংক আপ করার জন্য ফোরামের রুলস অমান্য করে পোস্ট করে থাকে। যাতে করে আমি মনে করি আমাদের ফোরামের ভারসাম্য নষ্ট হয়ে থাকে। তাই আপনি যেভাবে পোস্ট করতে বলেছেন সেভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি মনে করি আমাদের এই ফোরাম অনেক দূর এগিয়ে যাবে। তাই সকল ইউজারদের প্রতি আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা ফোরামের রুলস মেনে পোস্ট করার চেষ্টা করবেন।অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মালাম ভাইকে সুন্দর করে বুজাইয়া দেওয়ার জন্য।

ফোরামের অনেক সদস্য আছে যারা শুধুমাত্র নিজের রেংক আপ করার জন্য ফোরামের রুলস অমান্য করে পোস্ট করে থাকে। যাতে করে আমি মনে করি আমাদের ফোরামের ভারসাম্য নষ্ট হয়ে থাকে। তাই আপনি যেভাবে পোস্ট করতে বলেছেন সেভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি মনে করি আমাদের এই ফোরাম অনেক দূর এগিয়ে যাবে। তাই সকল ইউজারদের প্রতি আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা ফোরামের রুলস মেনে পোস্ট করার চেষ্টা করবেন।

Just compare. If someone uses someone's else post as a part of his own it is a copy+paste anyway. 378 symbols from the same page does not look occasional. If he doesn't mark it with a reference I start to suggest that there could be more borrowings then I found.


Another one:
https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=83677
https://www.altcoinstalks.com/index.php?topic=241683.0 no likn to https://newsprees.com/democratizing-the-new-data-economy-how-big-tech-is-taking-our-data-and-how-were-going-to-take-it-back/

Now this warning is okey. I didn't noticed this post of this user. As after my warning, he copied this post from others, he deserves warning that already received. If he will do again, will be penalized by "Plagiarism strike". +1 for report.  :)

30
ইয়াহু, বুবলেক্স, বাউন্টিডিটেকটিভ, জুলরাজ ভালো বাউন্টি ম্যানেজার।
এখন বাউন্টি তো তেমন পেমেন্ট দেয়না এজন্য অনেক ভালো বাউন্টি ম্যানেজার বাউন্টি আনেনা।

Pages: 1 [2] 3 4 ... 387
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod