Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Cristiano on December 01, 2020, 06:03:33 AM

Title: ICO কি?
Post by: Cristiano on December 01, 2020, 06:03:33 AM
ICO কি?
প্রাইভেট সেল এর মতই এখানেও টোকেন সেল করা হয়, কিন্তু তা বিশদ আকারে। এখানে অধিকাংশ ইন্‌ভেষ্টর সুযোগ পান এবং ইন্‌ভেষ্টের জন্য বড় এমাউন্ট প্রয়োজন হয় না। ICO এর পূর্ণ রূপ Initial Coin Offer এটিকে বর্তমানে বিভিন্ন কম্পানি বিভিন্ন ভাবে বলে থাকে; যেমন- ITO – Initial Token Offer, TGE – Token Generate Event ইত্যাদি। ICO তে Private Sale এর তুলনাই দাম একটু বেশি হয়। অনেক কম্পানি ICO এবং Private Sale অংশগ্রহন করার জন্য আপনার Identification ডকুমেন্টস্‌ চেয়ে থাকবে। আর সেই ডকুমন্টেস্‌ ভ্যরিফাই হলেই আপনি তাদের ICO বা Private Sale এ অংশগ্রহন করতে পারবেন।
Title: Re: ICO কি?
Post by: Lutera94 on December 01, 2020, 06:16:42 AM
ICO সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনাকে ধন্যবাদ, এখানে যারা নতুন তারা এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। তবে এখন ICO এর চাহিদা কম, ২০১৭ সালে ICO এর একটি জোয়ার ছিলো, তখন সব গুলো ICO প্রজেক্টগুলো প্রায় সফল হচ্ছিলো।
Title: Re: ICO কি?
Post by: Cristiano on December 01, 2020, 06:23:02 AM
ICO সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনাকে ধন্যবাদ, এখানে যারা নতুন তারা এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। তবে এখন ICO এর চাহিদা কম, ২০১৭ সালে ICO এর একটি জোয়ার ছিলো, তখন সব গুলো ICO প্রজেক্টগুলো প্রায় সফল হচ্ছিলো।
আপনি যদি চান তাহলে আমি ICO এবং IEO এর মধ্যে পার্থক্য গুলো তুলে ধরব। ICO এবং IEO এর মধ্যে কোনটি বেশি উত্তম সেটিও তুলে ধরব।
Title: Re: ICO কি?
Post by: Bony11 on December 01, 2020, 06:32:37 AM
ICO সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনাকে ধন্যবাদ, এখানে যারা নতুন তারা এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। তবে এখন ICO এর চাহিদা কম, ২০১৭ সালে ICO এর একটি জোয়ার ছিলো, তখন সব গুলো ICO প্রজেক্টগুলো প্রায় সফল হচ্ছিলো।
আপনি যদি চান তাহলে আমি ICO এবং IEO এর মধ্যে পার্থক্য গুলো তুলে ধরব। ICO এবং IEO এর মধ্যে কোনটি বেশি উত্তম সেটিও তুলে ধরব।
ভাই আমি ICO এবং IEO তেমন কিছুই জানি না।তাই আপনি যদি ICO এবংIEO সর্ম্পকে পার্থক্য তুলে ধরেন তাহলে আমরা নতুনা সেখান থেকে অনেক তথ্য জানতে পারবো।
Title: Re: ICO কি?
Post by: Ricky on December 01, 2020, 06:34:23 AM
ICO কি?
প্রাইভেট সেল এর মতই এখানেও টোকেন সেল করা হয়, কিন্তু তা বিশদ আকারে। এখানে অধিকাংশ ইন্‌ভেষ্টর সুযোগ পান এবং ইন্‌ভেষ্টের জন্য বড় এমাউন্ট প্রয়োজন হয় না। ICO এর পূর্ণ রূপ Initial Coin Offer এটিকে বর্তমানে বিভিন্ন কম্পানি বিভিন্ন ভাবে বলে থাকে; যেমন- ITO – Initial Token Offer, TGE – Token Generate Event ইত্যাদি। ICO তে Private Sale এর তুলনাই দাম একটু বেশি হয়। অনেক কম্পানি ICO এবং Private Sale অংশগ্রহন করার জন্য আপনার Identification ডকুমেন্টস্‌ চেয়ে থাকবে। আর সেই ডকুমন্টেস্‌ ভ্যরিফাই হলেই আপনি তাদের ICO বা Private Sale এ অংশগ্রহন করতে পারবেন।
অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন ভাই। আপনার পোস্ট টি সত্যিই তথ্যবহুল হয়েছে। আপনার পোস্ট থেকে ভালো একটা বিষয়ে জানতে পারলাম। আপনি এরকম তথ্যবহুল পোস্ট আরও করতে থাকেন। যেন আপনার কাছ থেকে আমরা জুনিয়ররা কিছু না কিছু শিখতে পারি।
Title: Re: ICO কি?
Post by: Ricky on December 01, 2020, 06:36:04 AM
ICO সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনাকে ধন্যবাদ, এখানে যারা নতুন তারা এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। তবে এখন ICO এর চাহিদা কম, ২০১৭ সালে ICO এর একটি জোয়ার ছিলো, তখন সব গুলো ICO প্রজেক্টগুলো প্রায় সফল হচ্ছিলো।
আপনি যদি চান তাহলে আমি ICO এবং IEO এর মধ্যে পার্থক্য গুলো তুলে ধরব। ICO এবং IEO এর মধ্যে কোনটি বেশি উত্তম সেটিও তুলে ধরব।
হ্যাঁ আমার মনে হয় আপনার আইসিও এবং আইইও এর মধ্যকার পার্থক্য অবশ্যই তুলে ধরা উচিত। তাহলে আমাদের নতুনদের বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে বলে আমি মনে করছি। আপনি অবশ্যই তুলে ধরবেন আমরা জানতে চাই শিখতে চাই।
Title: Re: ICO কি?
Post by: Token@ on December 01, 2020, 07:11:28 AM
ICO সম্পর্কে আপনি খুবই ভাল একটি ধারণা দিলেন।
আমার এ বিষয় সম্পর্কে কোন ধারণা ছিল না। আপনি আইসিও সম্পর্কে ভালো ধারণা দিয়েছেন।
Title: Re: ICO কি?
Post by: Herry on December 01, 2020, 07:30:47 AM
ICO কি?
প্রাইভেট সেল এর মতই এখানেও টোকেন সেল করা হয়, কিন্তু তা বিশদ আকারে। এখানে অধিকাংশ ইন্‌ভেষ্টর সুযোগ পান এবং ইন্‌ভেষ্টের জন্য বড় এমাউন্ট প্রয়োজন হয় না। ICO এর পূর্ণ রূপ Initial Coin Offer এটিকে বর্তমানে বিভিন্ন কম্পানি বিভিন্ন ভাবে বলে থাকে; যেমন- ITO – Initial Token Offer, TGE – Token Generate Event ইত্যাদি। ICO তে Private Sale এর তুলনাই দাম একটু বেশি হয়। অনেক কম্পানি ICO এবং Private Sale অংশগ্রহন করার জন্য আপনার Identification ডকুমেন্টস্‌ চেয়ে থাকবে। আর সেই ডকুমন্টেস্‌ ভ্যরিফাই হলেই আপনি তাদের ICO বা Private Sale এ অংশগ্রহন করতে পারবেন।
অনেক সুন্দর একটি পোস্ট করেছেন সিনিয়র ভাই আপনি আপনার এই পোস্ট থেকে আমরা জানতে পারলাম ICO এবং আরো অনেক প্রাইভেট সেল সম্পর্কে আশা করি পরবর্তী সময়ে আরো সুন্দর পোস্ট করবেন এভাবে আমাদের সাহায্য করবেন আমাদের জ্ঞান অর্জন হবে আপনাদের এই রকম পোস্ট থেকে
Title: Re: ICO কি?
Post by: warhero on December 01, 2020, 10:45:43 AM
আপনি যদি চান তাহলে আমি ICO এবং IEO এর মধ্যে পার্থক্য গুলো তুলে ধরব। ICO এবং IEO এর মধ্যে কোনটি বেশি উত্তম সেটিও তুলে ধরব।
আইসিও এবং আই ই ও এর মধ্যে যদি পার্থক্য গুলো জেনে থাকেন আর কোনটা কাজ কি যদি দয়া করে বুঝিয়ে বলতেন তাহলে আমাদের জন্য খুবই উপকার আহত। দয়া করে আপনি এ বিষয়টি অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: ICO কি?
Post by: Ricky on December 01, 2020, 10:57:30 AM
আপনি যদি চান তাহলে আমি ICO এবং IEO এর মধ্যে পার্থক্য গুলো তুলে ধরব। ICO এবং IEO এর মধ্যে কোনটি বেশি উত্তম সেটিও তুলে ধরব।
আইসিও এবং আই ই ও এর মধ্যে যদি পার্থক্য গুলো জেনে থাকেন আর কোনটা কাজ কি যদি দয়া করে বুঝিয়ে বলতেন তাহলে আমাদের জন্য খুবই উপকার আহত। দয়া করে আপনি এ বিষয়টি অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাই আমিও আপনার সাথে একমত আমিও চাচ্ছি আইসিও এবং আই ই ও এর মধ্যকার পার্থক্য সম্পর্কে বিস্তারিতভাবে জানতে। ভাই আমার মত অনেক জুনিয়র দেরি জানার খুব আগ্রহ রয়েছে আপনাদের মত সিনিয়র ভাইদের কাছ থেকে শিখব এটাই স্বাভাবিক। আশা করবো আপনি আইসি ও এবং আই ই ও সম্পর্কের মধ্যকার পার্থক্য তুলে ধরবেন।
Title: Re: ICO কি?
Post by: Malam90 on December 01, 2020, 12:44:27 PM
২০১৭ সাল পর্যন্ত ICO এর গণ জোয়ার ছিলো। তখন ICO তে বিনিয়োগ করতো বহু বিনিয়োগকারী এবং তখন বিনিয়োগ করলে অধিকাংশ বিনিয়োগ থেকে লাভ পাওয়া যেত। আর এ কারণে বিনিয়োগকারীদের আগ্রহও ছিলো বেশি। কিন্তু চিটিং এবং ২০১৮ সালের শুরু থেকে ICO পুরাপুরি ব্যর্থ হয়ে যায় অনেকাংশে। তখন থেকে নতুন ট্রেন্ড শুরু হয় IEO,ITO এর মধ্যে IEO সবচেয়ে জনপ্রিয়তা বেশি পেয়েছে পরে। যা এখনও চলমান আছে। তবে IEO তে বিনিয়োগ করার আগে সচেতন হতে হবে। ফালতু একচেঞ্জ গুলোতে যে টোকেন IEO করে সেটাতে জয়েন না করে বায়নান্স, কুকয়েন বা বড় বড় একচেঞ্জগুলোতে IEO জয়েন করা যেতে পারে।
Title: Re: ICO কি?
Post by: Malam90 on December 01, 2020, 12:57:05 PM
আপনি যদি চান তাহলে আমি ICO এবং IEO এর মধ্যে পার্থক্য গুলো তুলে ধরব। ICO এবং IEO এর মধ্যে কোনটি বেশি উত্তম সেটিও তুলে ধরব।
আইসিও এবং আই ই ও এর মধ্যে যদি পার্থক্য গুলো জেনে থাকেন আর কোনটা কাজ কি যদি দয়া করে বুঝিয়ে বলতেন তাহলে আমাদের জন্য খুবই উপকার আহত। দয়া করে আপনি এ বিষয়টি অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ICO সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনাকে ধন্যবাদ, এখানে যারা নতুন তারা এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। তবে এখন ICO এর চাহিদা কম, ২০১৭ সালে ICO এর একটি জোয়ার ছিলো, তখন সব গুলো ICO প্রজেক্টগুলো প্রায় সফল হচ্ছিলো।
আপনি যদি চান তাহলে আমি ICO এবং IEO এর মধ্যে পার্থক্য গুলো তুলে ধরব। ICO এবং IEO এর মধ্যে কোনটি বেশি উত্তম সেটিও তুলে ধরব।
হ্যাঁ আমার মনে হয় আপনার আইসিও এবং আইইও এর মধ্যকার পার্থক্য অবশ্যই তুলে ধরা উচিত। তাহলে আমাদের নতুনদের বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে বলে আমি মনে করছি। আপনি অবশ্যই তুলে ধরবেন আমরা জানতে চাই শিখতে চাই।


যখন কোন প্রজেক্ট তারা মার্কেটে নতুন আইডিয়া নিয়ে আসে বিনিয়োগকারীদের মাঝে। তখন তারা তাদের একটা ক্যাপিটাল গেইনের টার্গেট থাকে। সেই টার্গেট অনুযায়ী তার্গেটকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে শেয়ার আর ক্রিপ্টোর ভাষায় কয়েন বা টোকেন বলে।
ICO বা Initial Coin Offering- হচ্ছে বাংলাদেশে শেয়ার বাজারে নতুন কোন তালিকা ভুক্ত হওয়ার জন্য কোম্পানি যতগুলো শেয়ার (টোকেন/কয়েন) মার্কেটে ছাড়তে চায় তার বিপরীতে বিনিয়োগকারীদের অংশগ্রহণের জন্য IPO বা Initial Public Offering এর আহবান করে। এতে যারা অংশগ্রহণ করে তাদের ক্রয়ের আবেদকৃত শেয়ার সংখ্যা যদি মোট শেয়ারের বেশি হয় তখন তারা লটারির মাধ্যমে বিনিয়োগকারী নির্বাচন করেন আর যদি মোট আবেদনকারীর আবেদনকৃত শেয়ার সংখ্যা মোট শেয়ারের চেয়ে কম হয় তখন তারা যতজন আবেদন করেছে প্রত্যেকের চাহিদা অনুযায়ী শেয়ার বরাদ্দ দিয়ে থাকেন। আবেদন বেশি হলে তারা তাদের সর্বচ্চ তার্গেট ফিল আপ করে যা ক্রিপ্টোর ভাষায় হার্ডক্যাপ।

ICO বা Initial Coin Offering- এবং IPO বা Initial Public Offering অনেকটা সেইম। এখানে কোম্পানির যত টোকেন আছে বিনিয়োগকারীরা যদি সব টোকেন কিনে নেন তাহলে সেটা হার্ডক্যাপ আর নূন্যতম টার্গেট সেটা যদি ফিল আপ হয় তাহলে সেটা হয় সফটক্যাপ। ICO চলে সেই প্রজেক্টের নিজস্ব সাইটে, বা অন্যকোন সাইটে যেখান থেকে বিনিয়োগকারীরা তাদের চাহিদা অনুযায়ী টোকেন কিনে থাকেন।

পক্ষান্তরে IEO বা Initial Exchange Offering ও অনেকটাই ICO এর মতই। তবে এটা চলে বিভিন্ন একচেঞ্জে যে একচেঞ্জে বিনিয়োগকারীরা যেভাবে ট্রেড করে থাকেন সেভাবেই তাদের অফার অনুযায়ী ক্রয় করে থাকেন। এখানেও অনেকটা সফটক্যাপ ও হার্ডক্যাপ আছে। দুটির মধ্যে IEO বেশি সুবিধাজনক। কারণ এতে সরাসরি বিনিয়োগকারীদের একচেঞ্জ ওয়ালেটেই টোকেন দিয়ে দেওয়া হয় আর টোকেনও থাকে একচেঞ্জ এ। ফলে চিটিংও কম হয়। আর এ কারণে IEO এখন জনপ্রিয় অনেক।

Title: Re: ICO কি?
Post by: salukhe on December 01, 2020, 02:06:07 PM
ICO কি?
প্রাইভেট সেল এর মতই এখানেও টোকেন সেল করা হয়, কিন্তু তা বিশদ আকারে। এখানে অধিকাংশ ইন্‌ভেষ্টর সুযোগ পান এবং ইন্‌ভেষ্টের জন্য বড় এমাউন্ট প্রয়োজন হয় না। ICO এর পূর্ণ রূপ Initial Coin Offer এটিকে বর্তমানে বিভিন্ন কম্পানি বিভিন্ন ভাবে বলে থাকে; যেমন- ITO – Initial Token Offer, TGE – Token Generate Event ইত্যাদি। ICO তে Private Sale এর তুলনাই দাম একটু বেশি হয়। অনেক কম্পানি ICO এবং Private Sale অংশগ্রহন করার জন্য আপনার Identification ডকুমেন্টস্‌ চেয়ে থাকবে। আর সেই ডকুমন্টেস্‌ ভ্যরিফাই হলেই আপনি তাদের ICO বা Private Sale এ অংশগ্রহন করতে পারবেন।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ICO সম্পর্কে কোন ধারণা ছিল না। আপনার পোস্টটি পড়ে ICO সম্পর্কে জানতে পারলাম।
Title: Re: ICO কি?
Post by: Hasan986 on December 01, 2020, 05:49:50 PM
ICO মূলত তাদের ওয়েব বেইসড হয়ে থাকে। বর্তামনে ICO থেকে IEO তে সবাই যুকে গেছে। IEO হচ্ছে এক্সেঞ্জার বেইসড। ICOতে ২০১৭-২০১৮ অনেক প্রজেক্ট এসেছে। সাকসেস ও হয়েছে। ICO এর ক্ষেত্রে কোম্পানি কে অনেক প্রমোশন করতে হয়। ইনবেস্টর দের মাঝে এর প্লান পৌছে দিতে হয়। তবে IEO তে একটা ফি এর মাধ্যমে এক্সেঞ্জারে সেল করা হয় টোকেন। এছাড়াও কোম্পানি প্রমোশন করে থাকে Soft, hard cap রিচড করার জন্য।
Title: Re: ICO কি?
Post by: Magepai on December 02, 2020, 12:54:43 AM
আইসিএস সম্পর্কে আপনি অনেক সুন্দর একটি ধারণা দিয়েছেন এজন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আইসিও সম্পর্কে কোন ধারণা ছিল না আপনার পোস্টটি পড়ার পর অবশ্যই তারা বুঝতে পারবে।
Title: Re: ICO কি?
Post by: Malam90 on December 02, 2020, 04:23:14 AM
ICO মূলত তাদের ওয়েব বেইসড হয়ে থাকে। বর্তামনে ICO থেকে IEO তে সবাই যুকে গেছে। IEO হচ্ছে এক্সেঞ্জার বেইসড। ICOতে ২০১৭-২০১৮ অনেক প্রজেক্ট এসেছে। সাকসেস ও হয়েছে। ICO এর ক্ষেত্রে কোম্পানি কে অনেক প্রমোশন করতে হয়। ইনবেস্টর দের মাঝে এর প্লান পৌছে দিতে হয়। তবে IEO তে একটা ফি এর মাধ্যমে এক্সেঞ্জারে সেল করা হয় টোকেন। এছাড়াও কোম্পানি প্রমোশন করে থাকে Soft, hard cap রিচড করার জন্য।

হা, আপনি অনেক সহজ ভাষায় সংক্ষেপে ‍দুটি পদ্ধতির সার সংক্ষেপ তুলে ধরলেন। জি বর্তমানে আইইও ট্রেন্ড চলতেছে যা একচেঞ্জ বেসড। এখানে বিনিয়োগকারীরা তাদের পছন্দের টোকেন নিতে পারবেন তাদের ওয়ালেটে আর এ জন্য প্রজেক্টকে সেই একচেঞ্জকে নির্দিষ্ট একটা ফি দিতে হয়। আইসিও থেকে আইইও বেশি সিকিউরড বিনিয়োগকারীদের জন্য।
Title: Re: ICO কি?
Post by: Lutera94 on December 02, 2020, 04:26:49 AM
ICO সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনাকে ধন্যবাদ, এখানে যারা নতুন তারা এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। তবে এখন ICO এর চাহিদা কম, ২০১৭ সালে ICO এর একটি জোয়ার ছিলো, তখন সব গুলো ICO প্রজেক্টগুলো প্রায় সফল হচ্ছিলো।
আপনি যদি চান তাহলে আমি ICO এবং IEO এর মধ্যে পার্থক্য গুলো তুলে ধরব। ICO এবং IEO এর মধ্যে কোনটি বেশি উত্তম সেটিও তুলে ধরব।
হ্যা সেটা ত আরো সুন্দর হয়, আমি সহ নতুন পুরাতন সবাই অনেক উপকৃত হবে। সর্বোপরি বাংলা বোর্ডে দারুন একটি শিক্ষামুলক পোষ্ট।পাবে। অপেক্ষায় রইলাম।
Title: Re: ICO কি?
Post by: Cz Rock on December 18, 2020, 03:45:21 PM
ICO এর পূর্ণ রূপ Initial Coin Offer . এই প্রজেক্টটি 2017/ 2018 এসেছিল এবং সাকসেস হয়েছে। পাইভেট সেল করার মতো এখানেও টোকন সেল করা হয় ICO তে।
Title: Re: ICO কি?
Post by: Danilo Malaggay on December 18, 2020, 03:59:12 PM
এক কথায় এটি একটি সেরা পোষ্ট করেছেন ভাই সত্যই অসাধারণ হইছে পোষ্ট টি আমাদের নতুনদের জন্য খুবই প্রয়োজনীয় তথ্যগুলা
Title: Re: ICO কি?
Post by: Mahindra on December 19, 2020, 05:33:31 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে আমি আগে ico সম্পর্কে জানতাম না এবং কি এ সম্পর্কে কোন ধারণাই ছিল না কিন্তু আপনার এই পোস্টটি পড়ে ICO সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছি আপনার এই গুরুত্বপূর্ণ পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি আরো ভালো ভালো পোস্ট করে আমাদের উপকৃত করবেন
Title: Re: ICO কি?
Post by: Tamsialu$$ on December 19, 2020, 02:23:18 PM
ICO সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনাকে ধন্যবাদ, এখানে যারা নতুন তারা এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। তবে এখন ICO এর চাহিদা কম, ২০১৭ সালে ICO এর একটি জোয়ার ছিলো, তখন সব গুলো ICO প্রজেক্টগুলো প্রায় সফল হচ্ছিলো।
আপনি যদি চান তাহলে আমি ICO এবং IEO এর মধ্যে পার্থক্য গুলো তুলে ধরব। ICO এবং IEO এর মধ্যে কোনটি বেশি উত্তম সেটিও তুলে ধরব।

আসলে আপনি যেহেতু এর মধ্যে তুলনা বা পার্থক্য তুলে ধরতে চেয়েছেন তাহলে আপনি এটি করে ফেলুন। অনেকেই আছে যারা এগুলো সম্পর্কে ভালোভাবে জানে না বা এদের মধ্যে পার্থক্য কোন গুলো সেগুলো জানেনা। তাই আপনি যদি সম্পূর্ণ বিষয় তুলে ধরেন তাহলে অবশ্যই তারা বুঝতে পারবে।
Title: Re: ICO কি?
Post by: Markuri33 on January 03, 2021, 02:08:11 AM
ICO কি?
প্রাইভেট সেল এর মতই এখানেও টোকেন সেল করা হয়, কিন্তু তা বিশদ আকারে। এখানে অধিকাংশ ইন্‌ভেষ্টর সুযোগ পান এবং ইন্‌ভেষ্টের জন্য বড় এমাউন্ট প্রয়োজন হয় না। ICO এর পূর্ণ রূপ Initial Coin Offer এটিকে বর্তমানে বিভিন্ন কম্পানি বিভিন্ন ভাবে বলে থাকে; যেমন- ITO – Initial Token Offer, TGE – Token Generate Event ইত্যাদি। ICO তে Private Sale এর তুলনাই দাম একটু বেশি হয়। অনেক কম্পানি ICO এবং Private Sale অংশগ্রহন করার জন্য আপনার Identification ডকুমেন্টস্‌ চেয়ে থাকবে। আর সেই ডকুমন্টেস্‌ ভ্যরিফাই হলেই আপনি তাদের ICO বা Private Sale এ অংশগ্রহন করতে পারবেন।
ICO সম্পর্কে অনেক সহজ ভাষায় আপনি বুঝিয়ে দিয়েছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সহজ ভাষায় ICO সম্পর্কে বুঝিয়ে বলার জন্য।
Title: Re: ICO কি?
Post by: Goldlife on January 03, 2021, 02:14:29 AM
ICO কি?
প্রাইভেট সেল এর মতই এখানেও টোকেন সেল করা হয়, কিন্তু তা বিশদ আকারে। এখানে অধিকাংশ ইন্‌ভেষ্টর সুযোগ পান এবং ইন্‌ভেষ্টের জন্য বড় এমাউন্ট প্রয়োজন হয় না। ICO এর পূর্ণ রূপ Initial Coin Offer এটিকে বর্তমানে বিভিন্ন কম্পানি বিভিন্ন ভাবে বলে থাকে; যেমন- ITO – Initial Token Offer, TGE – Token Generate Event ইত্যাদি। ICO তে Private Sale এর তুলনাই দাম একটু বেশি হয়। অনেক কম্পানি ICO এবং Private Sale অংশগ্রহন করার জন্য আপনার Identification ডকুমেন্টস্‌ চেয়ে থাকবে। আর সেই ডকুমন্টেস্‌ ভ্যরিফাই হলেই আপনি তাদের ICO বা Private Sale এ অংশগ্রহন করতে পারবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ico সম্পর্কে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য আমার এ সম্পর্কে কোন ধারণা ছিল না আমি আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ
Title: Re: ICO কি?
Post by: Sumaiya2 on January 03, 2021, 02:39:40 AM
আই সি ও সম্পর্কে আপনি যা বলেছেন তা সম্পূর্ণ ঠিক রয়েছে আর কিছু বলার নেই এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আইসিও বলতে এখন বর্তমান আই ই ও তে রূপান্তর হয়েছে এদিকে মানুষ জোকসে বেশি এটা শুধু ওয়েবসাইট মাত্র।
Title: Re: ICO কি?
Post by: XM8 on January 03, 2021, 04:19:39 AM
ICO কি?
প্রাইভেট সেল এর মতই এখানেও টোকেন সেল করা হয়, কিন্তু তা বিশদ আকারে। এখানে অধিকাংশ ইন্‌ভেষ্টর সুযোগ পান এবং ইন্‌ভেষ্টের জন্য বড় এমাউন্ট প্রয়োজন হয় না। ICO এর পূর্ণ রূপ Initial Coin Offer এটিকে বর্তমানে বিভিন্ন কম্পানি বিভিন্ন ভাবে বলে থাকে; যেমন- ITO – Initial Token Offer, TGE – Token Generate Event ইত্যাদি। ICO তে Private Sale এর তুলনাই দাম একটু বেশি হয়। অনেক কম্পানি ICO এবং Private Sale অংশগ্রহন করার জন্য আপনার Identification ডকুমেন্টস্‌ চেয়ে থাকবে। আর সেই ডকুমন্টেস্‌ ভ্যরিফাই হলেই আপনি তাদের ICO বা Private Sale এ অংশগ্রহন করতে পারবেন।
আইসিও সম্পর্কে এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আইসিও সম্পর্কে আগে থেকে আমার মোটামুটি ধারণা ছিল কিন্তু আপনার এই টপিকের উপর বিস্তারিত আলোচনা করার পর আমি বিসয় অনেকটাই ধারণা লাভ করতে পারলাম।আশা করি যারা এ বিষয়ে কিছু জানেনা তারা আপনার পোস্ট করলে অবশ্যই ভালো কিছু জানতে পারবেন।
Title: Re: ICO কি?
Post by: Najmul on January 23, 2021, 05:31:37 PM
ICO কি?
প্রাইভেট সেল এর মতই এখানেও টোকেন সেল করা হয়, কিন্তু তা বিশদ আকারে। এখানে অধিকাংশ ইন্‌ভেষ্টর সুযোগ পান এবং ইন্‌ভেষ্টের জন্য বড় এমাউন্ট প্রয়োজন হয় না। ICO এর পূর্ণ রূপ Initial Coin Offer এটিকে বর্তমানে বিভিন্ন কম্পানি বিভিন্ন ভাবে বলে থাকে; যেমন- ITO – Initial Token Offer, TGE – Token Generate Event ইত্যাদি। ICO তে Private Sale এর তুলনাই দাম একটু বেশি হয়। অনেক কম্পানি ICO এবং Private Sale অংশগ্রহন করার জন্য আপনার Identification ডকুমেন্টস্‌ চেয়ে থাকবে। আর সেই ডকুমন্টেস্‌ ভ্যরিফাই হলেই আপনি তাদের ICO বা Private Sale এ অংশগ্রহন করতে পারবেন।
ICO সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ।ICO সম্পর্কে মোটামুটি ধারণা ছিল কিন্তু আপনার পোষ্টটি পড়ে এখন পুরোপুরি ICO এর সম্পর্কে ধারণা হয়েছে। তবে আমার জানামতে এখন ICO এর চাহিদা কম, ২০১৭ সালে ICO এর একটি জোয়ার ছিলো, তখন সব গুলো ICO প্রজেক্টগুলো প্রায় সফল হচ্ছিলো।
Title: Re: ICO কি?
Post by: Herry on January 23, 2021, 05:48:49 PM
ICO মূলত তাদের ওয়েব বেইসড হয়ে থাকে। বর্তামনে ICO থেকে IEO তে সবাই যুকে গেছে। IEO হচ্ছে এক্সেঞ্জার বেইসড। ICOতে ২০১৭-২০১৮ অনেক প্রজেক্ট এসেছে। সাকসেস ও হয়েছে। ICO এর ক্ষেত্রে কোম্পানি কে অনেক প্রমোশন করতে হয়। ইনবেস্টর দের মাঝে এর প্লান পৌছে দিতে হয়। তবে IEO তে একটা ফি এর মাধ্যমে এক্সেঞ্জারে সেল করা হয় টোকেন। এছাড়াও কোম্পানি প্রমোশন করে থাকে Soft, hard cap রিচড করার জন্য।

হা, আপনি অনেক সহজ ভাষায় সংক্ষেপে ‍দুটি পদ্ধতির সার সংক্ষেপ তুলে ধরলেন। জি বর্তমানে আইইও ট্রেন্ড চলতেছে যা একচেঞ্জ বেসড। এখানে বিনিয়োগকারীরা তাদের পছন্দের টোকেন নিতে পারবেন তাদের ওয়ালেটে আর এ জন্য প্রজেক্টকে সেই একচেঞ্জকে নির্দিষ্ট একটা ফি দিতে হয়। আইসিও থেকে আইইও বেশি সিকিউরড বিনিয়োগকারীদের জন্য।
হ্যাঁ আমিও মনে করি আইসিও থেকে আই ইও বেশি সিকিউর বিনিয়োগকারীদের জন্য। ভাই আমি আপনার সাথে একমত ।একটা কথা কি ভাই আমি কখনো আইইও তে অংশগ্রহণ করি নি। কিভাবে এটাতে অংশগ্রহণ করতে হয় ।এ সম্পর্কে যদি আপনি বিস্তারিত আলোচনা করতেন ।তাহলে সবার এ বিষয়ে জানাতে এবং অনেকটা উপকৃত হতাম।
Title: Re: ICO কি?
Post by: Herry on January 23, 2021, 05:52:12 PM
ICO মূলত তাদের ওয়েব বেইসড হয়ে থাকে। বর্তামনে ICO থেকে IEO তে সবাই যুকে গেছে। IEO হচ্ছে এক্সেঞ্জার বেইসড। ICOতে ২০১৭-২০১৮ অনেক প্রজেক্ট এসেছে। সাকসেস ও হয়েছে। ICO এর ক্ষেত্রে কোম্পানি কে অনেক প্রমোশন করতে হয়। ইনবেস্টর দের মাঝে এর প্লান পৌছে দিতে হয়। তবে IEO তে একটা ফি এর মাধ্যমে এক্সেঞ্জারে সেল করা হয় টোকেন। এছাড়াও কোম্পানি প্রমোশন করে থাকে Soft, hard cap রিচড করার জন্য।

হা, আপনি অনেক সহজ ভাষায় সংক্ষেপে ‍দুটি পদ্ধতির সার সংক্ষেপ তুলে ধরলেন। জি বর্তমানে আইইও ট্রেন্ড চলতেছে যা একচেঞ্জ বেসড। এখানে বিনিয়োগকারীরা তাদের পছন্দের টোকেন নিতে পারবেন তাদের ওয়ালেটে আর এ জন্য প্রজেক্টকে সেই একচেঞ্জকে নির্দিষ্ট একটা ফি দিতে হয়। আইসিও থেকে আইইও বেশি সিকিউরড বিনিয়োগকারীদের জন্য।
আমি আপনার সাথে একমত। আমি মনে করিযে আইসিও থেকে আইইও বেশি সিকিউর বিনিয়োগকারীদের জন্য। তবে একটা বিষয় ভাই আমি কখনো আইইও তে অংশগ্রহণ করেনি।কিভাবে আমি আইইও তে অংশগ্রহণ করতে পারবো ।যদি এ বিষয়ে আপনি বিস্তারিত আলোচনা করতেন। তাহলে অনেক উপকৃত হতাম ।অনেকেই এ বিষয়ে জানেন না তারাও জানতে পারত।
Title: Re: ICO কি?
Post by: Criminal on January 23, 2021, 05:53:36 PM
ICO সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনাকে ধন্যবাদ, এখানে যারা নতুন তারা এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। তবে এখন ICO এর চাহিদা কম, ২০১৭ সালে ICO এর একটি জোয়ার ছিলো, তখন সব গুলো ICO প্রজেক্টগুলো প্রায় সফল হচ্ছিলো।
আপনি যদি চান তাহলে আমি ICO এবং IEO এর মধ্যে পার্থক্য গুলো তুলে ধরব। ICO এবং IEO এর মধ্যে কোনটি বেশি উত্তম সেটিও তুলে ধরব।
ICO and IEO সম্পর্কে আমার আগে থেকেই মোটামুটি ধারণা ছিল। কিন্তু আপনার পোস্ট করে ICO সম্পর্কে আরো ভালো ধারণা লাভ করতে পারলাম। তবে আপনি যদি এখানে ICO  and IEO 2 টির মধ্যে পার্থক্য তুলে ধরেন তাহলে আমি মনে করি এক্ষেত্রে সকলের বুঝতে আর বেশি সুবিধা হবে।
Title: Re: ICO কি?
Post by: NANCY on January 23, 2021, 08:16:20 PM
ICO and IEO সম্পর্কে আমার আগে থেকেই আমার কোন ধারণা ছিল না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেকটাই ধারণা পেয়েছি। আপনি অনেক সুন্দর ভাবে ICO এর বিস্তারিত আলোচনা করেছেন। যেটা নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
Title: Re: ICO কি?
Post by: Tubelight on March 22, 2021, 06:54:59 AM
ICO সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছে আইসিও সম্পর্কে ভালোভাবে জানে না। তবে আপনার পোস্ট যদি তারা ভালোভাবে পড়ে তাহলে অবশ্যই তারা এ বিষয়ে ভালভাবে জানতে পারবো।
Title: Re: ICO কি?
Post by: Fighter on March 22, 2021, 08:00:54 AM
ICO কি?
প্রাইভেট সেল এর মতই এখানেও টোকেন সেল করা হয়, কিন্তু তা বিশদ আকারে। এখানে অধিকাংশ ইন্‌ভেষ্টর সুযোগ পান এবং ইন্‌ভেষ্টের জন্য বড় এমাউন্ট প্রয়োজন হয় না। ICO এর পূর্ণ রূপ Initial Coin Offer এটিকে বর্তমানে বিভিন্ন কম্পানি বিভিন্ন ভাবে বলে থাকে; যেমন- ITO – Initial Token Offer, TGE – Token Generate Event ইত্যাদি। ICO তে Private Sale এর তুলনাই দাম একটু বেশি হয়। অনেক কম্পানি ICO এবং Private Sale অংশগ্রহন করার জন্য আপনার Identification ডকুমেন্টস্‌ চেয়ে থাকবে। আর সেই ডকুমন্টেস্‌ ভ্যরিফাই হলেই আপনি তাদের ICO বা Private Sale এ অংশগ্রহন করতে পারবেন।
ভাই ICO সম্পর্কে বিস্তারিতভাবে বলার জন্য অনেক ধন্যবাদ। নতুন ইউজারদের জন্য অনেক সাহায্যকারী পোস্ট আইসিও সম্পর্কে। নতুনরা এই ধরনের পোস্ট করে ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠবে। আপনার এই পোস্ট পড়ে আইসিও সম্পর্কে জানতে পারলাম।
Title: Re: ICO কি?
Post by: Password on March 22, 2021, 09:15:43 AM
আমি নতুন হওয়া ICO সম্পর্কে কিছু জানতাম না কিন্তু সিনিয়র ভাইদের পোস্ট লক্ষ্য করে ICO সম্পর্কে একটু ধারনা পেয়েছি। সিনিয়র ভাইরা যদি এভাবে ফোরামে কিছু কিছু নিউজ আপডেট করে তাহলে সেখান থেকে আমরা কিছু শিখতে পারবো। অনেক ধন্যবাদ ICO সম্পর্কে মূল্যবান তথ্য পেস্ট করার জন্য।
Title: Re: ICO কি?
Post by: Madmax789 on November 19, 2022, 07:50:32 PM
অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন ভাই। আপনার পোস্ট টি সত্যিই তথ্যবহুল হয়েছে। আপনার পোস্ট থেকে ভালো একটা বিষয়ে জানতে পারলাম।
Title: Re: ICO কি?
Post by: Fulshai on December 11, 2023, 02:32:43 AM
আই সি ও কি এ সম্পর্কে আমার কিছু জানা ছিল না। কিন্তু ফোরামে এসে সিনিয়রদের পোস্টগুলো পড়ে আমার অনেক কিছু জানা হলো। আমি জানতে পারলাম ico হল একটি টোকেন সেল করার একটি মাধ্যম। আশা করি ফোরামের সিনিয়ররা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সম্মুখে শেয়ার করবেন। তাহলে আমাদের নতুনদের অনেকটাই সুবিধা হবে।
Title: Re: ICO কি?
Post by: Web Designer on December 20, 2023, 06:20:24 PM
আচ্ছা ভাইয়া আরেকটা বিষয় জানার আছে তা হলো যদি কোন প্রজেক্ট ICO পরিচালনা করে পরে প্রজেক্টেটি স্কেম করে তাহলে কি ইনভেস্টরদের পুরো টাকা মাইর যাবে?