Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: admin on November 12, 2020, 03:33:40 PM

Title: Warning to the section
Post by: admin on November 12, 2020, 03:33:40 PM
It has came to my attention that some people in this section are behaving like thugs. Threatening other users ...

THIS WILL NOT PASS !

IF this happens again, the users in question will be immediately banned.
In our forum there is no place for such behaviors, any users behaving in a none friendly way is not welcome on our forum!

This is the last warning !
Title: Re: Warning to the section
Post by: Nostoman on November 13, 2020, 11:06:42 AM
ফোরামের মালিকের বাণী, এডমিন ‌এর নজরে এসেছে যে এই বিভাগের কিছু লোক খারাপ আচরণ করছে। অন্যান্য ব্যবহারকারীদের হুমকি দিচ্ছে ...

এই পাস কারো নেই।

যদি এটি আবার ঘটে, তাত্ক্ষণিকভাবে ব্যবহারকারীদের অবিলম্বে নিষিদ্ধ করা হবে।
আমাদের ফোরামে এ জাতীয় আচরণের কোনও জায়গা নেই, কোনও ব্যবহারকারী বন্ধুত্বপূর্ণ আচরণ না করে আমাদের ফোরামে স্বাগত নয়!‌

এটাই শেষ সতর্কতা!

সতর্কতাঃ ফোরাম থেকে বের করে দেওয়া হবে চিরতরে। তাই সবাই সাবধান হোন
Title: Re: Warning to the section
Post by: Apower$ on November 17, 2020, 12:51:09 PM
ফোরামের মালিকের বাণী, এডমিন ‌এর নজরে এসেছে যে এই বিভাগের কিছু লোক খারাপ আচরণ করছে। অন্যান্য ব্যবহারকারীদের হুমকি দিচ্ছে ...

এই পাস কারো নেই।

যদি এটি আবার ঘটে, তাত্ক্ষণিকভাবে ব্যবহারকারীদের অবিলম্বে নিষিদ্ধ করা হবে।
আমাদের ফোরামে এ জাতীয় আচরণের কোনও জায়গা নেই, কোনও ব্যবহারকারী বন্ধুত্বপূর্ণ আচরণ না করে আমাদের ফোরামে স্বাগত নয়!‌

এটাই শেষ সতর্কতা!

সতর্কতাঃ ফোরাম থেকে বের করে দেওয়া হবে চিরতরে। তাই সবাই সাবধান হোন

আপনাকে অনেক ধন্যবাদ ব্রো আমি আপনার সাথে একমত। আমাদের এই ফোরামে যারা আছে তাদের মধ্যে কিছু কিছু লোক খারাপ আচরণ করে। তাদের এই ভুল শুধরানোর জন্য একবার করে সুযোগ দিবেন ধন্যবাদ।
Title: Re: Warning to the section
Post by: Em00n01 on November 21, 2020, 02:49:46 PM
সঠিক সিদ্ধান্ত। আমরা সবাই মিলেমিশে থাকবো এটাই। কিন্তু যারা অযথা ঝামেলা পাকাতে চায় তাদের পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হোক কোনো ওয়ার্নিং ছাড়া যেন ফোরামের সুস্থ পরিবেশ বজায় থাকে।
Title: Re: Warning to the section
Post by: Malam90 on November 21, 2020, 02:51:21 PM
এটা আমাদের জন্য একটা বড় লজ্জার ব্যাপার। আমাদের কিছু সদস্যের বাজে আচরণ, হুমকি ধামকি দেওয়া এবং সেটা এডমিনেরও নজরে এসেছে এবং এডমিন আমাদের জন্য ওয়ার্নিং দিছে। বিষয়টা অনেক ভয়াবহ এবং লজ্জারও বটে। আমরা বহুবার সবারে সতর্ক করে দিছি। ফোরামে একউন্ট করেই যা ইচ্ছা তাই করে গেছেন অনেকে। এখন ঠেলা সামলানো কঠিন। এখন এডিমিন যদি রাগ করে বাংলা ফোরাম বন্ধ করে দেন তাহলে কোথায় গিয়ে মাতৃভাষায় কথা বলবেন? যারা অন্যকে সম্মান করে কথা বলছেন না, হুমকি ধামকি দিচ্ছেন তারা সতর্ক হয়ে যান শেষ বারের মত নতুবা আপনারা তো আইডি ব্যন খাবেন সাথে আমাদেরও অপমানিত হতে হবে বাংলাদেশী বলে।
Title: Re: Warning to the section
Post by: kulkhan on November 21, 2020, 02:59:26 PM
 এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক, এবং লজ্জা জনক। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। যে ফোরামের মালিক অতিষ্ঠ হয়ে আমাদেরকে শেষ বারের মতো সতর্ক করল। আমি মডারেটর কে বলব এটা আমাদের সবার জন্য খুবি লজ্জার ব্যপার। আপনি আর সময় নিয়েন না। হাতে আর সময় নেই। আমাদের বাংলা বোর্ডের ঐতিহ্য ধরে রাখতে হবে,  আর এ জন্য আপনাকে প্রয়োজনে এখনি কঠোর হতে হবে। তা না হলে আমাদের বোর্ডের অনেক ক্ষতি হয়ে যাবে। যারা এ ধরনের ন্যক্কার জনক কাজ করছে তাদের বিরুদ্ধে আপনি সরাসরি কঠোর হন। তা না হলে আমাদের বাংলা বোর্ডের ওপর নেগেটিভ প্রভাব পড়বে।
Title: Re: Warning to the section
Post by: babu10 on November 21, 2020, 03:00:23 PM
বাঙ্গালীরে এসব বলে লাভ নাই। তারা কখনো সোজা হবে বলে মনে হয়না। আসলে আমরা যারা বিটকয়েনটক এ দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি তারা বুঝি একটা একাউন্টের মূল্য কতটুকু এবং বাংলা বোর্ড এর মূল্য কতটুকু তাই সবাইকে বার বার সাবধান করি যাত ভালো ভাবে থাকে এই ফোরামে তাহলে আমাদের মর্যাদা বাড়বে কিন্তু তা না করলে মনে হচ্ছে সবার কপোলেই দুঃখ আছে।
Title: Re: Warning to the section
Post by: Rafiq on November 21, 2020, 06:12:02 PM
বাঙ্গালীরে এসব বলে লাভ নাই। তারা কখনো সোজা হবে বলে মনে হয়না। আসলে আমরা যারা বিটকয়েনটক এ দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি তারা বুঝি একটা একাউন্টের মূল্য কতটুকু এবং বাংলা বোর্ড এর মূল্য কতটুকু তাই সবাইকে বার বার সাবধান করি যাত ভালো ভাবে থাকে এই ফোরামে তাহলে আমাদের মর্যাদা বাড়বে কিন্তু তা না করলে মনে হচ্ছে সবার কপোলেই দুঃখ আছে।
আপনি ঠিকই বলেছেন, বাঙ্গালী হিসেবে আমাদের আচরণ এতটা খরাপ যে শেষ পর্যন্ত ফোরামের এডমিন কে  সতর্ক করতে হলো। এটা জাতি হিসেবে আমদের লজ্জার। বাংলাবোর্ডের মড়ারেটরসহ বেশ কয়েকজন সিনিয়র সদস্য বার বার আমাদের এসব বিষয়ে সতর্ক করেছেন, বিভিন্ন উপদেশ ও পরামর্শ দিয়েছেন কিন্তু কোন কজে আসে নি। আমি আশা করবো ফোরামের এডমিনের সতর্ক বার্তা অনুধাবন করে, যারা এ ধরনের ন্যক্কার জনক কাজ করেন তারা ঠিক হয়ে যাবেন নতুবা  আপনার আইডি তো হারবেনই সাথে বাংলাবোর্ডেরও বরোটা বাজবে।
Title: Re: Warning to the section
Post by: Princeraju on December 10, 2020, 08:33:38 PM
বাংলাদেশ ইউজারদের জন্য এটা দুঃখের বিষয়। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি বলতে চাই বাংলাদেশি ইউজারদের সচেতন হতে হবে। সবাই সবার প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। ফোরাম এর মালিক সেকশনে সরাসরি ওয়ার্নিং দিয়েছে। আমি মনে করি এই ফোরামে বাংলাদেশীদের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্ট হবে। সবাইকে সচেতন হওয়া উচিত। বাংলা সেকশন যেন উন্নত হয়, সে লক্ষ্যে বাঙ্গালীদের কাজ করতে হবে। সবার প্রতি অনুরোধ থাকবে।
Title: Re: Warning to the section
Post by: Token@ on December 12, 2020, 06:55:56 AM
এই কাজগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।এবং সর্তকতা জারি করছি যাতে ভবিষ্যতে আর কোনদিন এরকম কাজ না করে।আমাদের মডারেটর এডমিন ভাই ইতিমধ্যে একটি উদ্যোগ নিয়েছে এরকম কাজ যদি ভবিষ্যতে আরও কোনদিন করা হয় তাহলে তাকে এই ফোরাম থেকে বিতাড়িত বা বহিষ্কার করা হবে সারা জীবনের নামে। যেই আইডিটি ব্যান্ড করা হবে সেই আইডি নিয়ে কখনো আর এই ফোরামে আসতে পারবে না।সবাই সতর্ক হয়ে যাই কারো বিরুদ্ধে না যাই। সবাই সবার প্রতি ভালোবাসা জন্মায়।
Title: Re: Warning to the section
Post by: Expert on December 12, 2020, 08:49:39 AM
এখানে সবাই ভাই ভাই। ফোরামের উন্নতিতে সবাই ভূমিকা রাখবে। ফোরাম উন্নত হবে। কিন্তু এরকম করলে বাঙ্গালীদের ক্ষতি হবে। তাই আমি মনে করি সবাইকে সচেতন হতে হবে। সবাই একে অপরের প্রতি ভালো আচরণ করুন। ধন্যবাদ।
Title: Re: Warning to the section
Post by: bmr on December 19, 2020, 08:02:22 AM
ছাড় দেওয়ার মনমানুষিকতা তৈরী করুন। যারা ছাড় দিতে পারবেন না চলে যান। অন্য ফোরামে কাজ করুন। সম্মানিত এডমিনের বার্তা পেয়ে আমরা খুবই আন্দদিত। তার একটি কথা আমার কাছে খুবই ভাল লেগেছে যে যারা এখানে বন্ধুত্বপূর্ণ আচরন করতে পারবেন না তাদের কে অল্টকয়েন ফোরাম সর্মথন করে না। যারা হিংসায় জলছেন তাদের দিন শেষ। আর সবচেয়ে বড় কথা যে কোন বিষয় নিয়ে তাদের কে নালিশ করা থেকে বিরত থাকুন। এডমিন নালিশ পছন্দ করেন না। ফোরামে আমরা একে অপরের সাথে বন্ধুত্বপুর্ণ আচারন করব তাহলেই আমাদের মঙ্গল।