Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Perfect540 on December 28, 2020, 10:13:19 AM

Title: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Perfect540 on December 28, 2020, 10:13:19 AM
বাজারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে altcoin গুলোর দাম বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে সবাই অনুমান করছে বিটকয়েনের দাম বৃদ্ধির পরে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমান বাজারে শুধু bitcoin and Ethereum এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Princeraju on January 02, 2021, 12:06:05 AM
2021 সালে প্রত্যেকটা কয়েনের অবস্থা অনেক ভালো হবে। বর্তমান বাজারে বেশিরভাগ কয়েন গুলোর দাম বৃদ্ধির প্রতিশ্রুতি রয়েছে। বাজারের অবস্থা রমরমে। ভাই কিপটা কারেন্সি ব্যবহারকারীদের জন্য 2021 সাল সর্বোচ্চ উপযুক্ত সময় বলে আশা করি।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Sharpmax on January 03, 2021, 04:28:21 AM
আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন বৃদ্ধির সাথে সাথে altcoin টোকেন এর দামও বৃদ্ধি পাচ্ছে।বর্তমানে বিটকয়েনের দাম 33300 ডলারের মধ্যে অবস্থান করেছে।সেইসাথে ইথেরিয়াম এর দামও অনেক বৃদ্ধি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ধীরে আমের দাম 777 ডলারের মধ্যে অবস্থান করছে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Alt20 on January 03, 2021, 10:41:52 AM
এই বিষয়টি নিয়ে আমিও সন্দিহান। বিটকয়েনের দাম এত পরিমাানে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে অল্টকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে না। শুধু মাত্র দেখেছি যে ইথারের দাম কিছু টা বৃদ্ধি পেয়েছে। তবে আমি আশা কির যে  অল্টকয়েনও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Sumaiya2 on January 04, 2021, 09:28:21 AM
2021 সালে বিটকয়েনের দাম বৃদ্ধি বিটকয়েনের জীবনে এরকম আগে কখনো পাইনি যার কারণে 2021 সাল প্রত্যেকটা মুহূর্তে বিটকয়েনের জীবনের রেকর্ড। বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে অনন্য কয়েনের দাম বৃদ্ধি পাবে কারণ এখন মার্কেটের অবস্থা অনেকটাই ভালো যে কারণে সব টোকেন এর দাম আস্তে আস্তে বৃদ্ধি পাবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Princeraju on January 04, 2021, 10:29:48 AM
2021 সালে বিট কয়েনের মূল্য সর্বোচ্চ বৃদ্ধি পাবে। সব মিলিয়ে মার্কেটের অবস্থা ভালো হবে। বাউন্টি প্রচারণা সফল হবে। বেশিরভাগ কয়েন গুলোর দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: johnson on January 05, 2021, 06:52:11 AM
এখন আমরা 2021 সালে পদার্পন করেছি তাই এ সালের কথাই বলব। এবছর ক্রিপ্টোকারেন্সি মানুষের ধারনা কে পরিবর্তন করে ফেলেছে। তারা প্রতিনিয়ত এর প্রতি আর্কষ্ট হচ্ছে। আমি মনে করি 2021 সাল ক্রিপ্টোর জন্য আর্শিবাদের একটি সাল হয়ে থাকবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Mental on January 05, 2021, 09:09:40 AM
সিনিয়র ভাইরা আমি এই ফোরামে নতুন । আমার বিটকয়েন এবং এলোটকয়েন সম্পর্কে কোন ধারণা নেই। আমি মনে করি সিনিয়র ভাইয়ের আছেন তারা আমাদেরকে বলে সাহায্য করবেন। এবং নতুন পোস্ট করে আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিবেন।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Markuri33 on January 05, 2021, 11:56:40 PM
আমরা মূলত বিটকয়েন ও ইথেরিয়াম এর প্রায় সব থেকে বেশি বৃদ্ধি পেতে দেখলাম 2020 সালের শেষের দিক থেকে। বর্তমানে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এ দুটি কয়েন প্রাইস।এখন আবার দেখা যাচ্ছে অন্য সকল কয়েনগুলি রয়েছে সেগুলোর চাহিদা বাড়ছে সেই সাথে সাথে এদের প্রাইস গুলো অনেক বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি এই সমস্ত কয়েন গুলোর মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: mahid on January 08, 2021, 07:05:28 PM
2020 সাল এবং 2021 সাল এই দুটি সাল আমি মনে করি খুবই ভাল বিশেষ করে ক্রপ্টোতে যারা কাজ করেছে তারা বিষটি ভাল বুঝবে। এই দুবছর বেশির ভাগ প্রজেক্টই সাকসেসফূল হয়েছে এবং এবছর আমি মনে করি যে সবগুলো কয়েনই মুটামুটি ভাল করবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Cristiano on January 09, 2021, 06:10:20 PM
আমি কখনো কখনো দেখেছি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকলেও অন্য সকল কয়েনের দাম বৃদ্ধি পায় না। তবে এবার তার বিপরীত ঘটেছে। বিটকয়েনের দাম বৃদ্ধির সাথে সাথে বাকি সব কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই এলাট কয়েন গুলোর দাম দাম করা শুরু করে দিয়েছে। তবে আমি মনে করছি বিটকয়েন যখন আবার ডাম্পিং করবে বাকি সকল কয়েন তখন আবার বৃদ্ধি পেতে শুরু করে দিবে। ক্রিপ্টোকারেন্সি দের জন্য 2021 সাল টি খুবি সুখময় এবং ভালো সময়। 2021 সাল ক্রিপ্টোকারেন্সি বাজারকে পরিবর্তন করে দেবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Tamsialu$$ on January 12, 2021, 02:03:39 AM
আমার দীর্ঘ বিশ্বাস যখন বিটকয়েন ও ইথিরিয়াম এর প্রাইস একটা জায়গায় গিয়ে স্টাবল হবে। যখন প্রাইস এতটা আপডাউন করবে না তখনই অন্য সকল কয়েন গুলোর দাম বাড়তে থাকবে। এখনো কিন্তু দেখা যায় বেশ কিছু কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন ও ইথারিয়াম প্রাইস যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে অন্য সকল কয়েনগুলো প্রাইস বাড়ছে না।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Tamsialu$$ on January 12, 2021, 02:05:55 AM
2020 সাল এবং 2021 সাল এই দুটি সাল আমি মনে করি খুবই ভাল বিশেষ করে ক্রপ্টোতে যারা কাজ করেছে তারা বিষটি ভাল বুঝবে। এই দুবছর বেশির ভাগ প্রজেক্টই সাকসেসফূল হয়েছে এবং এবছর আমি মনে করি যে সবগুলো কয়েনই মুটামুটি ভাল করবে।
2020 সাল আসলে মনে রাখার মতো বিটকয়েনের প্রাইস হুট করে এতটা বৃদ্ধি পাওয়ার জন্য।তারপরে কিন্তু 2021 সাল পড়ে গিয়েছে বিটকয়েনের প্রাইস সেভাবে হঠাৎ করেই অনেক ঊর্ধ্বমুখী হয়।বেশকিছু টোকেন রয়েছে যেগুলো ভালো এক্সচেঞ্জার এর লিস্ট হয়েছে কিন্তু সেগুলোর প্রাইস ততটা উন্নত হয়েছিল না। সেই টোকেন এর প্রাইস কিন্তু এখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে চলছে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Micky on January 14, 2021, 02:58:44 PM
বর্তমানে এ লোট কয়েন গুলো অনেকটাই ভাল রয়েছে। অনেকটাই বৃদ্ধির পথে রয়েছে। কিছুদিন আগে এর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমার মনে হচ্ছে 2021 সাল ক্রিপ্টোকারেন্সি বাসীদের জন্য সুখময় হয়ে উঠবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Najmul on January 23, 2021, 07:55:53 AM
2021 সালে প্রায় সব কয়েনের দাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।আমার মনে হচ্ছে 2021 সাল ক্রিপ্টোকারেন্সি বাসীদের জন্য সুখময় হয়ে উঠবে। 2020 সাল এবং 2021 সালে মে কয়টা প্রজেক্ট এসেছে তার প্রায় সকল প্রজেক্ট ই সাকসেসফুল হয়েছে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: XM8 on January 24, 2021, 04:54:48 PM
আমি মনে করি 2020 সালের শেষের দিক থেকে 2021 সাল পর্যন্ত সময়টা বিটকয়েনের জন্য স্বর্ণযুগ কারণ এই সময়টাতে বিট কয়েনের মূল্য যে ভাবে বৃদ্ধি পেয়েছে তা বিটকয়েনের ইতিহাসে আগে কখনো হয়নি। 2020 সালের শেষের দিকে বিট কয়েনের মূল্য 30 হাজার ডলার অতিক্রম করেছিল। এখন পর্যন্ত বিটকয়েন তার বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। আশা করছি ভবিষ্যতে বিট কয়েনের মূল্য আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Lutera94 on January 28, 2021, 12:03:05 PM
বাজারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে altcoin গুলোর দাম বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে সবাই অনুমান করছে বিটকয়েনের দাম বৃদ্ধির পরে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমান বাজারে শুধু bitcoin and Ethereum এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।
সম্প্রতি অনেক আল্টকয়েনের দাম ই বৃদ্ধি পেয়েছে ও বিটকয়েনের দাম নির্দিষ্ট একটা যায়গায় উঠানামা করছে। বিটকয়েন যদি স্থির থাকে তাহলে আল্টকয়েনের দাম আরো বাড়তে পারে বলে আমি মনে করছি।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Trumpet on January 30, 2021, 02:18:54 AM
বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় এলার্টঃ কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে না বললেই চলে।আমরা প্রতিনিয়ত সকলেই যে দুটি কয়েন এর উপর সবচেয়ে বেশি লক্ষ্য রাখি তাহলে বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন। কারণ ক্রিপ্টোকারেন্সি তে সবচেয়ে জনপ্রিয় দুটি কয়েন হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: LazY on February 01, 2021, 08:44:23 AM
বাজারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে altcoin গুলোর দাম বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে সবাই অনুমান করছে বিটকয়েনের দাম বৃদ্ধির পরে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমান বাজারে শুধু bitcoin and Ethereum এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।
আমি ফোরামের নতুন একজন সদস্য। ক্রিপ্টোকারেন্সি বাজার সম্পর্কে আমার কোন ধারণা নেই। তাই আমি এ বিষয়ে সম্পর্কে কোন কিছু বলতে পারব না।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Zixr on February 02, 2021, 05:48:13 PM
বাজারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে altcoin গুলোর দাম বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে সবাই অনুমান করছে বিটকয়েনের দাম বৃদ্ধির পরে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমান বাজারে শুধু bitcoin and Ethereum এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।
altcoin কোনগুলো। এ বিষয়ে সম্পর্কে আমার কোন কিছু জানা নেই। তাই আমি এই বিষয় নিয়ে মন্তব্য করতে পারব না। যদি কেউ জেনে থাকেন এ বিষয় নিয়ে তাহলে আমাকে জানাবেন।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Batch18-19 on February 11, 2021, 04:15:58 PM
এলাট কয়েন এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ লোট কয়েন এর ইউজার সংখ্যা অনেক। দিন যত যাচ্ছে আমাদের এই ফোরামের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।আমি মনে করি 2021 সালে আমাদের এই ফোরাম অনেক এগিয়ে যাবে এবং আমাদের এই ফোরাম সম্পর্কে ক্রিপ্টোকারেন্সি সকলেই জানবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Malam90 on February 12, 2021, 03:18:50 AM
অধিকাংশ অলটকয়ের দাম আগের চেয়ে বহুগুণ বেড়েছে গুটিকয়েন কয়েন ছাড়া। এখন সেই কয়েনগুলো খুঁজতে হবে বিনিয়োগের জন্য। যেগুলো হাই পাম্পের মধ্যে আছে সেগুলোতে বিনিয়োগ কিছুটা ঝুঁকিপূর্ণ এখনকার জন্য। অলটকয়েনগুলোর অবস্থা এখনো ভালো আছে তবে কারেকশান হওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: ExtraPoint on February 14, 2021, 11:30:35 AM
বাজারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে altcoin গুলোর দাম বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে সবাই অনুমান করছে বিটকয়েনের দাম বৃদ্ধির পরে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমান বাজারে শুধু bitcoin and Ethereum এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।
ক্রিপ্টোকারেন্সি জগতের অনেকগুলো কয়েন আছে । সেই কয়েন গুলোর মধ্যে বিটকয়েন হল সবথেকে বেশি জনপ্রিয় কয়েন। বর্তমানে বিটকয়েনের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে তার প্রভাব অন্যান্য কয়েনের ওপর পড়ে। বর্তমানে সব কয়েনের অবস্থায় এখন ভালো। সব কয়েনের দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। আশা করছি যে বিটকয়েন ইনকাম বৃদ্ধি পেলে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Dark Knight on February 18, 2021, 10:40:41 AM
আমার মনে হয় 2021 সাল হবে ক্রিপ্টো জগতের জন্য উজ্জ্বল একটি সাল। কেননা 2021 সালে সব কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন হলো সবথেকে জনপ্রিয় কয়েন এর দাম বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি পরিমাণে। বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে অন্যান্য কয়েনের ওপর তার প্রভাব পড়ে।তাই আমার মনে হয় বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে আল্টকয়েন্স সহ অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Maxtel on February 18, 2021, 06:12:50 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটভালোর দিকে যাচ্ছে ।বিটকয়েনের দাম দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।2021 সালের শুরু থেকে বিভিন্ন কয়েন গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রথম সারির কয়েন গুলোর দাম সবথেকে বেশি বৃদ্ধি পাচ্ছে ।সামনের দিনগুলোতে বিটকয়েন সহ বিভিন্ন altcoin গুলোর দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: NANCY on March 04, 2021, 02:18:48 PM
আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে খেয়াল করে দেখলাম যে বিটকয়েনের দাম যদি বৃদ্ধি পায় তবে আর সকল কয়েন গুলার দাম অনেকটাই কমে যায় কিন্তু 2021 সালে উল্টো হয়ে গেছে বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Rothi roy on March 05, 2021, 06:52:33 AM
বিটকয়েনের দাম 2020 সালের শেষের দিক থেকে বৃদ্ধি পাচ্ছে। 2021 সাল হল এ বিটকয়েনের স্বর্ণযুগ। এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সির প্রথম অবস্থানে আছে বিটকয়েন। আর এই বিটকয়েনকে ক্রিপ্টোকারেন্সির রাজা বলা হয়। বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে অন্যান্য  altcoin এর দামও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মার্কেটের অবস্থা খুবই ভালো। তাই বলা যায় ভবিষ্যতে বিটকয়েনের সাথে সাথে অন্যান্য টোকন বা কয়েনের বা altcoin এর দামও বৃদ্ধি পাবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: AGM on March 05, 2021, 12:07:15 PM
2021 সালে যে অল্টকয়েন গুলো দেখলাম তাদের বেশির ভাগই কিন্তু ভাল হয়েছে। আমার মতে শতকরা 95 টি প্রজেক্ট সাকসেস হয়েছে। তাই আমি বলতে চাই যে এ বছরের সবগুলো অল্টকয়েন খুব ভাল অবস্থানে আছে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: captan75 on March 10, 2021, 01:54:41 PM
বাজারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে altcoin গুলোর দাম বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে সবাই অনুমান করছে বিটকয়েনের দাম বৃদ্ধির পরে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমান বাজারে শুধু bitcoin and Ethereum এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।
আমার মনে হয় 2021 সালে বিটকয়েনের দাম রাতারাতি ভাবে বৃদ্ধি পাচ্ছে।
এলার্টঃ দাম কিছুদিনের মধ্যেই বৃদ্ধি পেতে পারে আবার নাও পেতে পারে বৃদ্ধি পেলে অনেকটাই পাবে
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Tubelight on March 16, 2021, 06:30:55 AM
বর্তমানে আমাদের এই ফোরাম এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। বিগত দিনগুলোর তুলনায় মানুষ এই ফোরামের দিকে বেশি আকৃষ্ট হচ্ছে। বর্তমানে এর ব্যবহার সংখ্যা অত্যাধিক হয়ে গেছে।আশা করছি ভবিষ্যতে এই ফোরামের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে। এবং আমাদের এই ফোরাম অন্যতম সেরা একটি ফোরাম হবে ক্রিপ্টোকারেন্সি তে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Rockalo on March 20, 2021, 06:57:29 AM
2021 সাল ক্রিপ্টোকারেন্সি বাজারের জন্য দুর্দান্ত সময়। বাজারটি যদি মনিটরিং করেন তাহলে দেখতে পাবেন 2021 সালে বেশিরভাগ কয়েনের অবস্থা সর্বোচ্চ পরিমাণ ভালো হয়েছে। তাই 2021 সর্বোচ্চ শুভ সময়।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Sonjoy on March 20, 2021, 12:41:32 PM
2021 সালে প্রায় সব কয়েনের দাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।আমার মনে হচ্ছে 2021 সাল ক্রিপ্টোকারেন্সি বাসীদের জন্য সুখময় হয়ে উঠবে। 2020 সাল এবং 2021 সালে মে কয়টা প্রজেক্ট এসেছে তার প্রায় সকল প্রজেক্ট ই সাকসেসফুল হয়েছে।

হ্যাঁ অবশ্যই 2021 হয়েছে কিন্তু সব কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে এবং এতে করে সবাই কিন্তু উপকৃত হয়েছে বিশেষ করে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম কিন্তু অনেক গুণে বৃদ্ধি পেয়েছে
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: HeartBit143 on March 31, 2021, 05:31:09 AM
২০২০ সালের তুলনায় ২০২১ সালে ক্রিপ্টোকারেন্সিতে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে।  এখন ক্রিপ্টোকারেন্সিতে সকল কয়েনের দাম আগের তুলনায় অনেক গুন বেড়ে গেছে।  বিটকয়েন ও ইথেরিয়ামের সাথে সাথে অন্যান্য কয়েন গুলোর দামও  বৃদ্ধি পেয়েছে।  আশা করা যায় ২০২১ সালের শেষের দিকে ক্রিপ্টো মার্কেট আরও চাংগা হয়ে যাবে।                                   
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Lifetime on March 31, 2021, 11:29:10 AM
2021 সালে প্রত্যেকটা কয়েনের অবস্থা অনেক ভালো হবে। বর্তমান বাজারে বেশিরভাগ কয়েন গুলোর দাম বৃদ্ধির প্রতিশ্রুতি রয়েছে। বাজারের অবস্থা রমরমে। ভাই কিপটা কারেন্সি ব্যবহারকারীদের জন্য 2021 সাল সর্বোচ্চ উপযুক্ত সময় বলে আশা করি।
হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছিলেন তখন কারণ আজকে দেখবেন যে বিটকয়েনের এবং ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো কয়েন আছে সবগুলো কয়েনের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং 500 আমরা যারা বাউন্টি করেছিলাম আগে তারা কিন্তু অনেক কিন্তু হোল্ড করে রেখে দিয়েছিলাম সেই তোকে আজ আমরা বিক্রি করে কিন্তু অনেক প্রফিটেবল হচ্ছি এবং সবাই হচ্ছে এটা খুবই আনন্দ দায়ক একটি দৃশ্য এবং আমি মনে করি কি প্রকারের জগতে আরো আরো অনেক কিছু দেখার বাকি আছে বলে মনে করছি আমরা
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Sumi on April 01, 2021, 05:55:58 PM
বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম বৃদ্ধির সাথে সাথে কিন্তু অন্যান্য কয়েনের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এ জারা হোল্ড করে রেখেছিল তারা কিন্তু অনেক পরিমাণে প্রফিট পাচ্ছে এবং রাতারাতি ধনী হয়ে যাচ্ছে আমি সাজেস্ট করবো যে আপনারা যাদের সামর্থ্য আছে তারা কিন্তু হোল্ড করে রাখতে পারেন না কিন্তু আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে তবে আপনাকে অনেক রিস্ক নিতে হবে এর মাধ্যমে কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনার টোকেন করলে কিছু পরিমাণে এমাউন্ট আপনাকে কোন সময় লস করতে হবে কোন সময় আপনি আবার প্রফিট পাবেন কিন্তু এর মাধ্যমে করলে আপনি একদিন সফল হতে পারবেন ইনশাল্লাহ আমি সাজেস্ট করবো যাদের সামর্থ্য আছে তারা সবাই ঢুকে নোট করে রাখুন এবং দাম বৃদ্ধি পেলে করে দিন ধন্যবাদ সকলকে
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Irfan12@ on April 03, 2021, 03:27:05 AM
বর্তমান সময়ে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম বৃদ্ধির সাথে সাথে এলোট কয়েন গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। এটাই স্বাভাবিক বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে বাকি সব গুলোর দাম বৃদ্ধি পেতে থাকে। সেজন্যই বিটকয়েন কে সকল ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে কিং মুদ্রা বলা হয়ে থাকে। মূলত বিটকয়েন ক্রিপ্টো মার্কেট নিয়ন্ত্রণ করে থাকে। আশা করা যাচ্ছে সকল ধরনের মুদ্রার দাম আরো বেশি পাম্পিং করবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Tepona on April 03, 2021, 06:27:07 AM
2021 সালে কারেন্সি বাজারে অনেক বেশি পরিবর্তন এসেছে। বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম অনেক পরিবর্তন হয়েছে সেই সাথে অন্যান্য কয়েন গুলোর দামও। প্রতিনিয়ত প্রত্যেকটি কয়েনের দাম পরিবর্তন হচ্ছে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Centus on April 09, 2021, 08:40:28 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারে প্রত্যেকটা কয়েনের অবস্থা অনেক ভালো। বিটকয়েন এর দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাইতো ক্রিপ্টো বাজারের অবস্থা বর্তমানে অনেক জাঁকজমকপূর্ণ।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Fariwala on April 11, 2021, 03:36:41 PM
বাজারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে altcoin গুলোর দাম বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে সবাই অনুমান করছে বিটকয়েনের দাম বৃদ্ধির পরে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমান বাজারে শুধু bitcoin and Ethereum এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।
ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে বিটকয়েনের দাম কিন্তু হুরহুর করে বেড়ে যাচ্ছে ইতিমধ্যেই 60 হাজার 200 ডলার কিন্তু পেরিয়ে গেছে বিটকয়েন । সেই সাথে মার্কেটে বিটকয়েনের সাথে সাথে কিন্তু মার্কেট এর যতগুলো কয়েন আছে সবগুলোর দাম কিন্তু হুড়মুড় করে বেড়ে যাচ্ছে এই পরিস্থিতিতে আমি বলব আপনারা যদি পারেন সাবধানতার সাথে সবকিছু মেনটেন করবেন এবং এখন কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হুট করে মার্কেটে কিন্তু ডাম্পিং করতে পারে সে ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান থাকবেন
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Irfan12@ on April 11, 2021, 04:55:00 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারে প্রত্যেকটা কয়েনের অবস্থা অনেক ভালো। বিটকয়েন এর দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাইতো ক্রিপ্টো বাজারের অবস্থা বর্তমানে অনেক জাঁকজমকপূর্ণ।
হ্যাঁ আশা করা যায় ক্রিপ্টো মার্কেট আরো ভালো একটা অবস্থানে যাবে। বর্তমানে যে কোন কয়েন বাজারে আসলেই সেই কয়েনের দাম খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায় যে মার্কেট খুব ভালো অবস্থানে রয়েছে এবং আরো ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Sumi on April 16, 2021, 02:06:27 PM
বিটকয়েন প্রাইস এর দাম বৃদ্ধির সাথে সাথে কিন্তু অ্যালার্ট কয়েন মার্কেট গুলোর যতগুলো গান আছে সব গুলোর দাম কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং বিটকয়েনের সাথে সম্পৃক্ত পায় তাহলে কিন্তু মোটামুটি দাম বৃদ্ধি পায় এবং প্ল্যাটফর্মের আস্তে আস্তে অনেক দাম বৃদ্ধি পাচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে বিটকয়েনের সাথে সাথে সমস্ত প্রকারের জগতের যতগুলো গান আছে সব গুলো প্রায় কিন্তু বেড়ে যাচ্ছে এবং এটি কিন্তু দ্বীপায়ন এর সাথে সম্পৃক্ত বলে মনে হচ্ছে বিটকয়েনের দাম বৃদ্ধির সাথে সাথে অন্য সকল কয়েনের দাম বৃদ্ধি পায় তাই আমি বলব এখন কিন্তু কারেন্সি বাজার অনেক ভালো হতে পারে অবশ্য অবশ্যই সেভ করে রাখতে পারেন এতে করে আপনার কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন বলে আমি মনে করি
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Jokar on April 16, 2021, 03:54:51 PM
বাজারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে altcoin গুলোর দাম বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে সবাই অনুমান করছে বিটকয়েনের দাম বৃদ্ধির পরে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমান বাজারে শুধু bitcoin and Ethereum এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।
আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আশা করা যায় যে বিটকয়েন এবং ইথিরিয়াম দাম বৃদ্ধির পরে। এলার্টঃ কয়েনের টোকেন গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম তুলনামূলকভাবে অনেকটা বৃদ্ধি পেয়েছে। আশা করা যায় পরবর্তীতে অ্যালার্ট কয়েনের দাম ও বৃদ্ধি পাবে। এবং এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো। এলার্টঃ কনে টোকেন গুলোর দাম বৃদ্ধি পেলে এই ফর্মে কাজ করতে সবাই আগ্রহ প্রকাশ করবে। এ ফর্মে কে এগিয়ে নিতে অনেকটা সাহায্য করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পোস্টটি করার জন্য।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: ranaprime on April 17, 2021, 12:01:20 AM
2021 সালে অল্টকয়েন গুলোতে যে ধরনের দামের উর্ধ্ব গতির যে ঝড় উঠেছে তা সত্যিই প্রশংশনীয়। আমি বিশেষ করে দুটি কয়েনের কথা বলব যে এই দুটি কয়েন যে এভাবে আগাবে তা ভাবতে পারিনি। টি আর এক্স এবং ডগি কয়েন। এরা এত নিচে থাকা সত্যেও হঠাৎ করে এবছর যে পাম্প করেছে তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আমার মনে হয়।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Random203 on April 18, 2021, 06:05:16 PM
২০২০ সালের তুলনায় ২০২১ সালে ক্রিপ্টো মার্কেট অনেক ভালো অবস্থানে আছে।  ২০২০ সালে অধিকাংশ কয়েনের দাম অনেক কম ছিল।  কিন্তু ২০২১ সালের প্রথম দিক থেকেই সকল কয়েনের দাম একটু একটু করে বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পেতে পেতে এখন সকল কয়েনের দামই অনেক উপরে চলে এসেছে। ইতোমধ্যেই অনেক গুলো কয়েন তাদের পুরনো সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে। আশা করা যায় সামনের দিন গুলোতে ক্রিপ্টো মার্কেট আরও ভালো অবস্থানে যাবে।                                                       
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Milon626 on May 03, 2021, 12:28:57 PM
২০২০ সালে ক্রিপ্টো মার্কেট এ বেশির ভাগ কয়েন ও টোকেনের  দাম ছিলো অনেক কম। কিন্তু এখন ২০২০ সালের তুলনায় সকল কয়েনের ও টোকেনের দাম অনেক বেড়েছে।  ইতোমধ্যে বিটকয়েন, ইথেরিয়াম, বিএসসি,ডগিকয়েনসহ সব ধরনের কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।                     
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Fariwala on May 05, 2021, 01:09:14 PM
বর্তমান সময়ে কিন্তু সফল কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সি যত কয়েন আছে সবগুলো প্রায়শই কিন্তু বর্তমানে বাড়তে শুরু করেছে কেন এটা বাড়বে কারণ বিটকয়েনের দাম কিন্তু বাড়তে চলেছে কয়েনের দাম কিন্তু বর্তমানে বেশি বাড়তেছে যেমন ইথেরিয়াম কিন্তু ৩৫০০ কাছাকাছি  চলে গেছে আর অল্প কিছুদিনের মধ্যে হয়তো 5000 ক্রস করে যাবে এটা সম্ভব তাই আমি বলব যারা কয়েন হোল্ড করে রাখেন তারা যেন সকলে অনেক কয়েন কিনে রাখেন তাহলে কিন্তু পকেটে করতে পারবেন আপনারা যদি ট্রেডিং ক্ষেত্রে যেয়ে থাকেন তাহলে বর্তমান সময়কার আপনার প্রফিট করতে পারবেন যদি বুঝে শুনে ট্রেডিং করেন।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Angel jara on May 06, 2021, 01:09:52 AM
বর্তমান সময়ে 2021 সালের এলট করেন এর চাহিদা ব্যাপক। সময় যাওয়ার সাথে সাথে এই এ্যালট করবেন সাথে অনেকের সঙ্গে যুক্ত হচ্ছে। এলিট কয়েলের কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। Altcoin জন্য স্বাবলম্বন হতে পেরেছি।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Sumi on May 06, 2021, 07:58:00 AM
বাজারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে altcoin গুলোর দাম বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে সবাই অনুমান করছে বিটকয়েনের দাম বৃদ্ধির পরে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমান বাজারে শুধু bitcoin and Ethereum এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।
বর্তমানে মার্কেটগুলোতে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে তাহলে অবশ্যই আপনার চোখে পড়বে এবং আপনি যদি ভালোভাবে মার্কেটগুলোতে লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চোখে পড়বে যে কোন কয় নাম্বার দেশ এবং পণ্যের দাম কমেছে বর্তমানে এর আন্ডারে যতগুলো আছে সবগুলোতে এবং সেটা আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Angel jara on May 07, 2021, 05:10:44 AM
2021 সালে এসে দাঁড়িয়ে এর সম্পর্কে কিছু মন্তব্য করতে হলো। একটু কারেন্সি যেখানে লেনদেন করা হয় এবং কাজ করার মাধ্যমে যেখান থেকে কারেন্সি পাওয়া যায় তাহলে altcoin . আমরা সবাই কমবেশি altcoin হয়নি কাজ করে থাকি। সময় যাওয়ার সাথে সাথেaltcoin এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। altcoin এর উল্লেখযোগ্য বিষয় হল কোন বাউন্টিতে কাজ করার জন্য altcoin ফোরামের রেঙ্ক লাগে। এখানে ব্যাঙ্ক ওপর ভিত্তি করে তার মূল্য দেয়া হয়।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Mosarof on May 07, 2021, 07:45:19 AM
বাজারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে altcoin গুলোর দাম বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে সবাই অনুমান করছে বিটকয়েনের দাম বৃদ্ধির পরে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমান বাজারে শুধু bitcoin and Ethereum এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।
2020 সালে বিটকয়েন ও অন্যান্য কয়েনের দাম অনেক কম ছিল। এবং 2021 সালের মার্কেটের অবস্থা খুবই ভালো অন্যান্য কয়েনের দাম বেড়ে যাচ্ছে। যেমন বিটকয়েনের দাম বর্তমানে 60 হাজার 200 ডলারের বেশি হয়ে যাচ্ছে। তাই অন্য অন্য কোনয়েনের সাথে altcoin কয়েন এরদামও বৃদ্ধি পাবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Aeso on May 07, 2021, 11:14:57 AM
বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য হল
আমি এই ফোরামের নতুন সদস্য অল্প কিছুদিন ধরে ক্রিপ্টোকারেন্সি সাথে কাজ করিতেছি। আলোট কয়েন সম্পর্কে আমার তেমন ধারনা নেই। কারণ আমি নতুন। এখানে নতুনদের সর্বদায় সাহায্য করার জন্য আপনাদেরকে পাশে পাবো বলেই এখানে কাজ করতে এসেছি। আশাকরি সময় দেওয়ার সাথে সাথে সবকিছু শিখে নিবো আপনাদের কাছ থেকে। নতুনদের সব সময় খোকার দৃষ্টিতে দেখবেন কারণ আপনি একসময় নতুন ছিলেন।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Diknel on October 14, 2021, 01:52:33 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা অনেক উন্নতি হতে শুরু করেছে। সমস্ত কয়েনের দাম অনেকটা উন্নতির দিকে ধাবিত হচ্ছে। তাই বাজারের অবস্থা 2022 সালে আরো বেশি পরিবর্তন হবে বলে আশা করি। সমস্ত কয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে সমস্ত কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। সুতরাং এই কয়েন গুলো ভবিষ্যতে ভুল করলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 50 থেকে 100 গুন প্রফিট পাওয়া সম্ভব।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Rubel007 on October 14, 2021, 06:28:17 PM
2021 সালটা ক্রিপ্টোকারেন্সির জন্য আমি মনে করি ভাল একটি সময় যা অন্যান্য বছরের চেয়ে অনেক ভাল। বিগত বছর গুলোতে দেখা গেছে যে বছরের হয় প্রথম বা শেষ দিকে ভাল মুভমেন্ট লক্ষ করা গেছে কিন্তু এই 2021 সালটা ভিন্ন। এবছরের প্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো অবস্থানে ছিল। যদিও এবছরের আর কয়েক মাস বাকি আছে। তবে মার্কেট ট্রেন্ড ভাল আশাকরি ভাল পুরো বছরটিই ভাল যাবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Sumi on October 17, 2021, 04:25:35 PM
হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছিলেন তখন কারণ আজকে দেখবেন যে বিটকয়েনের এবং ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো কয়েন আছে সবগুলো কয়েনের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং 500 আমরা যারা বাউন্টি করেছিলাম আগে তারা কিন্তু অনেক কিন্তু হোল্ড করে রেখে দিয়েছিলাম সেই তোকে আজ আমরা বিক্রি করে কিন্তু অনেক প্রফিটেবল হচ্ছি এবং সবাই হচ্ছে এটা খুবই আনন্দ দায়ক একটি দৃশ্য এবং আমি মনে করি কি প্রকারের জগতে আরো আরো অনেক কিছু দেখার বাকি আছে বলে মনে করছি আমরা
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Tunir Baap on October 18, 2021, 04:43:44 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি অন্যান্য কয়েন গুলো সম্পর্কে একরাশ হতাশা ছাড়া আমার আর কিছু বলার নাই। কারণ প্রত্যেক বছরের এই সময়টাতে দেখা যায় বিট কয়েনের মূল্য বৃদ্ধির পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি অন্যান্য কয়েন গুলোর মূল্য বৃদ্ধি পায়। কিন্তু এই বছর তার ব্যাতিক্রম হচ্ছে অন্যান্য কয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া তো দূরের কথা আর কমে যাচ্ছে। আমার মনে হচ্ছে 2021 সাল ক্রিপ্টোকারেন্সি সাধারণ কয়েন এর জন্য না।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Churphans on October 21, 2021, 10:01:20 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি অন্যান্য কয়েন গুলো সম্পর্কে একরাশ হতাশা ছাড়া আমার আর কিছু বলার নাই। কারণ প্রত্যেক বছরের এই সময়টাতে দেখা যায় বিট কয়েনের মূল্য বৃদ্ধির পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি অন্যান্য কয়েন গুলোর মূল্য বৃদ্ধি পায়। কিন্তু এই বছর তার ব্যাতিক্রম হচ্ছে অন্যান্য কয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া তো দূরের কথা আর কমে যাচ্ছে। আমার মনে হচ্ছে 2021 সাল ক্রিপ্টোকারেন্সি সাধারণ কয়েন এর জন্য না।
কথাটা আমি সম্পূর্ণ মেনে নিতে পারছিনা কেননা আপনি বিটকয়েন সহ অন্যান্য কয়েন কে খেয়াল করুন  দেখতে পাবেন বিটকয়েন এর পাশাপাশি সকল কয়েন এর দাম ঊর্ধ্বমুখী হয়েছে। Solana, MATIC, Binance coin, Shiba Inu  ইত্যাদি কয়েনগুলো বিটকয়েন এর পাশাপাশি অনেক বেশি দাম বৃদ্ধি পেয়েছে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Mayajal on October 21, 2021, 12:01:07 PM
বর্তমান 2021 সালে আমার যে ধারনা অ্যালটকয়েন সম্পর্কে। অ্যালট কয়েনে যেগুলো কয়েন রয়েছে তার বর্তমান জনপ্রিয় একটি কয়েন। শুধু বিট কয়েনের দাম নয় যখন বিটকয়েনের দাম বৃদ্ধি পায় তখন ক্রিপ্টোকারেন্সি তে যতগুলো কয়েন রয়েছে সকল কয়েনের মূল্য ই কিছু না কিছু বৃদ্ধি পায়।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Casual on November 03, 2021, 06:19:12 AM
2021 সালের মধ্যে বিটকয়েনের প্রাইজের ব্যাপক উন্নতি হয়েছে। বিটকয়েনের প্রাইস যখনই বৃদ্ধি পেয়েছে সেইসাথে অ্যালার্ট কয়েন গুলোর প্রাইস কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। কিন্তু বর্তমানে বিটকয়েনের প্রাইস যেভাবে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই অ্যালার্ট কয়েন গুলো প্রাইস একসময় হিউজ পরিমাণে পাম্পিং করবে। এজন্য যে যত পারেন দেখেশুনে কিছু ভালো কয়েন গুলো মধ্যে ইনভেস্ট করুন তাহলে অবশ্যই অনেক লাভবান হতে পারবেন।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Magepai on November 09, 2021, 05:10:34 PM
বিটকয়েনের প্রাইস এতটা পাম্পিং হওয়ার পরেও অ্যালার্ট কয়েন এর উপরে তেমনটা প্রভাব পড়েনি। কিন্তু যখনই বিটকয়েন প্রায় 70 হাজার ডলার ছাড়িয়ে যাবে হয়তোবা তখনই অ্যালার্ট কয়েনগুলো প্রাইজের পাম্পিং দেখতে পারবো। এখন কিছু কিছু প্রায় কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পাচ্ছে তার পরেও বিটকয়েনের প্রায় যেভাবে বৃদ্ধি পাচ্ছে সে ভাবে বৃদ্ধি পাচ্ছে না। 2022 সালের প্রথম দিকেই আমরা অ্যালার্ট কয়েন গুলো বিগ পাম্পিং হতে দেখব ইনশাআল্লাহ।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Meta on November 17, 2021, 03:33:30 AM
2021 সালে এসে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রায় সবগুলো কয়েনের দাম প্রচুর পরিমাণে পাম্পিং করেছে। আমরা সবাই জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে তার প্রভাব অন্যান্য কয়েন গুলোর উপর পড়ে। বিটকয়েন এ বছর প্রায় 70 হাজার ডলারের কাছাকাছি পৌঁছে ছিল। তখন কিন্তু মার্কেটে সবগুলো কয়েনের দাম ঊর্ধ্বমুখী ছিল।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Paglamon on November 17, 2021, 06:46:19 AM
ক্রিপ্টোকারেন্সি বাজার সব সময় যেহেতু ওঠানামা করে, এখানে ভবিষ্যদ্বাণী করা কঠিন যে ভবিষ্যতে সমস্ত কয়েনের দাম কিরকম হতে পারে। তবে ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রিতে বিটকয়েনের অবস্থা ভালো হলে, সমস্ত ক্রিপ্টোকারেন্সি জগতের অবস্থা ভালো হয়। তাই আমি মনে করি বর্তমান পরিস্থিতি, ও সামনের দিনগুলোতে বিটকয়েনের পরিস্থিতি বা দামের অবস্থার অনেক উন্নতি হবে। কারণ বর্তমানে বেশিরভাগ লোক বিটকয়েন বিক্রি করতে চাইছেন না। বাজারে নতুন বিনিয়োগকারীদের বিনিয়োগের প্রবণতা রয়েছে। তাই সামনের দিনগুলোতে সমস্ত কয়েনের দাম অনেক বেশি ভালো হবে বলে আশাবাদী।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Linda78 on November 18, 2021, 03:07:33 PM
বিটকয়েনের বাজার প্রতিনিয়ত উঠানামা করে। এটাই স্বাভাবিক ক্রিপ্টোকারেন্সি বাজার যদি ওঠানামা করে তাহলে মার্কেট টিকে থাকবে না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যৎবাণী প্রকাশ করাটা অনেক কঠিন। তবে একটা জিনিস দেখা যাচ্ছে যে কিপ্ত কারেন্সিতে বিটকয়েনের অবস্থান অনেক ভালো। এখন কেউ বিট কয়েন বিক্রি করতে চাচ্ছি না সবাই হোল্ড করে রেখেছে। সবার ধারণা যে বিটকয়েনের বাজার অনেক ঊর্ধ্বে পৌঁছাবে। 2021 সালে এসে বিটকয়েনের ব্যাপক উন্নতি হয়েছে যার বর্তমান মূল্য হচ্ছে 61 হাজার টাকা। সময় ধারণা করছেন যে 2022 সালে গিয়ে এর অবস্থান দাঁড়াবে 70 থেকে 80 হাজার ডলার। এজন্য সকাল বিনিয়োগকারী তাদের মূলধন দিয়ে বিটকয়েন কিনে হল্ড করে রেখেছে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Spyroo on November 25, 2021, 04:14:55 AM
2021 সালে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন সহ সকল কয়েনের দাম বৃদ্ধি পেয়েছিল। তাই আমি মনে করি 2021 সালে altcoin গুলোর দাম পেয়েছে। খুব বেশি পরিমাণে বৃদ্ধি না পেলেও অল্প হলেও বৃদ্ধি পেয়েছে এই কয়েনের দাম।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Fulshai on March 07, 2022, 11:04:00 AM
অতীতে 2021 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে altcoin এর জনপ্রিয়তা ছিল কম। কিন্তু তারপরও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে altcoin এর দাম অনেক পাম্পিং ছিল। বর্তমানে সারাবিশ্বে ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা চালু হয়েছে। এর পরও বর্তমানে altcoin এর মার্কেট প্রাইস খুব ডাম্পিং করছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট উঠানামা করে এটাই নিয়ম। এজন্য আমাদেরকে অনেক ধৈর্য্য ধারণ করে থাকতে হবে। আশা করি ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্পিং করবে।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Madmax789 on December 10, 2022, 09:21:39 AM
আমি ফর্মে নতুন তবে আমার জানা মতে ২০২১ শেষের দিকে মার্কেটের  অবস্থান কেমন ছিলো জানি না তবে এখন যে অবস্থা বর্তমান ক্রিপ্টোকারেনসির ব্যাবহার দিন দিন বেড়েই চলেছে তাছাড়া বিটকয়েন একদিন সর্বোচ্চ সীমা ছাড়িয়ে দাম অর্জন করবে বলে আশা করা যায়।
Title: Re: বর্তমান ও 2021 সালে altcoin গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি।
Post by: Spyroo on October 15, 2023, 01:50:15 PM
বাজারে বিভিন্ন ধরনের কয়েন রয়েছে যেমন বিটকয়েন বি এন বি, Ethereum, Litecoin etc