Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: babu10 on January 18, 2021, 07:16:15 AM

Title: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: babu10 on January 18, 2021, 07:16:15 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Micky on January 18, 2021, 11:03:21 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
আমরা অনেকেই অনেক সময় ভেবে থাকি কয়েন এবং টোকেন একই ক্রিপ্টোকারেন্সি। কিন্তু সেই ধারণাটি ভুল। কারণ কয়েন হচ্ছে এমন একটি সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন রয়েছে। অন্যদিকে টোকেন হচ্ছে এমন একটি সম্পদ যেগুলো ব্লকচেইন এর উপর নির্ভর করে। তারপরও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই সুন্দর ভাবে আপনি কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্য তুলে ধরেছেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Mental on January 18, 2021, 12:17:12 PM
ধন্যবাদ সিনিয়র ভাই কয়েন এবং টোকেন এর পার্থক্য বলার জন্য। আমার কয়েন এবং টোকেনের পার্থক্য জানা ছিল না।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Dark Knight on January 18, 2021, 03:24:21 PM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
অনেক ধন্যবাদ আপনাকে। আমি নতুন ইউজার হয় কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্য জানতাম না। কিন্তু আপনি তা গুরুত্বসহকারে বলে দিয়েছেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Zero0 on January 18, 2021, 03:44:15 PM
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্য খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক জুনিয়র ভাইয়েরা এই প্রশ্নটা না বুঝে টপিক খুলে করে বসেন। আশা করি তারা আপনার পোষ্ট থেকে কয়েন এবং টোকন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Lutera94 on January 18, 2021, 06:26:56 PM
যারা ক্রিপ্টোকারেন্সিতে নতুন বা যারা পুরনো তবে এ টপিকের বিষয়ে অজ্ঞ তাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো এটি। আশা করি এই পোষ্টের পর  কয়েন ও টোকেনের মধ্যে পার্থক্য বুঝতে পারবে।
পোষ্টকারী ভাইয়ের কাছে অনুরোধ রইলো আরো এমন শিক্ষামূলক পোষ্ট করে আমাদের উপকৃত করা।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: ttcsalam on January 19, 2021, 12:54:16 PM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
অনেক সুন্দর তথ্য দিয়ে পার্থক্য টা বুঝিয়ে দিয়েছেন।এটা শুধু আমি মিশ্রন করে ফেলি।এখন পুরা বিষয় টা আমি পরিষ্কার হয়ে গেলাম। আশা করছি অনেকেই উপকৃত হবে এই পোষ্টের মাধ্যমে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Mj joy on January 19, 2021, 01:15:47 PM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
আমরা অনেকেই অনেক সময় ভেবে থাকি কয়েন এবং টোকেন একই ক্রিপ্টোকারেন্সি। কিন্তু সেই ধারণাটি ভুল। কারণ কয়েন হচ্ছে এমন একটি সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন রয়েছে। অন্যদিকে টোকেন হচ্ছে এমন একটি সম্পদ যেগুলো ব্লকচেইন এর উপর নির্ভর করে। তারপরও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই সুন্দর ভাবে আপনি কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্য তুলে ধরেছেন।
ভাই আপনার পোস্ট পরে আমি অনেক উপক্রিত হয়েছি আমার মনের ভেতর থাকা দিধা কাইটা গেছে।এরকম পরামর্শ মাঝে মাঝে৷ দিলে আমরা নতুন জারা আছি সবারি অনেক উপকার হবে।আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: babu10 on January 19, 2021, 03:11:53 PM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
আমরা অনেকেই অনেক সময় ভেবে থাকি কয়েন এবং টোকেন একই ক্রিপ্টোকারেন্সি। কিন্তু সেই ধারণাটি ভুল। কারণ কয়েন হচ্ছে এমন একটি সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন রয়েছে। অন্যদিকে টোকেন হচ্ছে এমন একটি সম্পদ যেগুলো ব্লকচেইন এর উপর নির্ভর করে। তারপরও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই সুন্দর ভাবে আপনি কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্য তুলে ধরেছেন।
ভাই আপনার পোস্ট পরে আমি অনেক উপক্রিত হয়েছি আমার মনের ভেতর থাকা দিধা কাইটা গেছে।এরকম পরামর্শ মাঝে মাঝে৷ দিলে আমরা নতুন জারা আছি সবারি অনেক উপকার হবে।আপনাকে অনেক ধন্যবাদ।


হুম, আপনিতো দেখি ফোরামে নতুন একদম জানিনা আপনার আর কোন আইডি আছে কিনা পুরানো। যাইহোক মুলত নতুন পুরাতন অনেকে এটার সম্পর্কে অজ্ঞ তাই সবার উদ্দেশ্যে আসলে এই রকম পোষ্ট করলাম। অনেকে কয়েনে ইনভেস্ট করতে গিয়ে টোকেনে করে ফেলে যার ফলে একটা সময় গিয়ে দেখা যায় তার সব শেষ। তাই আমি চাই এই দুটোর পার্থক্য বুঝে মেধা খাটিয়ে ইনভেস্ট করুক তাহলে ক্রিপ্টো সম্পর্কে আগ্রহ জন্মাবে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Mahindra on January 19, 2021, 11:34:25 PM
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই টোকেন এবং কয়েন সম্পর্কে জানানোর জন্য। এ বিষয়ে আগে কখনো ধারণা ছিল না। কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে অনেকটা ধারণা পেয়েছি। আসলে কয়েন টা কি। কয়েন হচ্ছে এমন একটি সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন রয়েছে। আর টোকেন হচ্ছে অন্যদের ব্লকচেইন এর ওপর নির্ভর করা সম্পদ।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: XM8 on January 20, 2021, 09:52:27 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
আপনি অনেক তথ্যবহুল একটি পোস্ট করেছেন। আপনার সাথে আমি একমত পোষণ করছি। কয়েন এবং টোকেন দুটি আলাদা আলাদা। কোনটির সাথে কোন মিল নেই। টকিং বলতে আমরা সেই সমস্ত বিষয় গুলোকে বুঝি যাদের নিজস্ব কোন ব্লক চেইন নেই এবং কয়েন হচ্ছে সেই সমস্ত পদার্থ বা বস্তু যাদের নিজস্ব ব্লকচেইন আছে। আশা করছি সকলেই বিষয়গুলো বুঝতে পারছি।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Trumpet on January 20, 2021, 10:05:22 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
আমাদের অনেকেই হয়তো এখনো জানিনা কয়েন এবং টোকেন সম্পর্কে। অনেকেই হয়তো ধারণা করে থাকে কয়েন এবং টোকেন দুটি একই বস্তু।তবে আপনি এখানে কয়েন এবং টোকেন সম্পর্কে যে আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করেছেন আশা করছি আপনার এই পোষ্ট পড়ার পর থেকে আর কারো মনে এই কনফিউজিং থাকবে না। ধন্যবাদ আপনাকে এবং কয়েন এবং টোকেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Sasa on January 20, 2021, 01:31:03 PM
আমরা অনেক ইউজার রয়েছে যারা কয়েন এবং টোকেন দুটো জিনিস কি এক মনে করি আমি মনে করি আপনার এই টপিক যদি সেই সকল ইউজাররা মনোযোগ দিয়ে পরে তো অবশ্যই কয়েন এবং টোকেন সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান একটা টপিকঃ সবার মাঝে শেয়ার করার জন্য এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: saidul2105 on January 20, 2021, 04:36:25 PM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
ভাই বিশেষ করে যারা ফোরামে নতুন নতুন জয়েন হওয়ার পরপরই ইনভেস্ট করার আগ্রহ দেখায় তাদের জন্য কয়েন এবং টোকেন সম্পর্কে একটূ বেশি গুরুত্ব আরোপ করা উচিৎ বলে আমি মনে করি।  কারণ প্রথম প্রথম ফোরামে এসে যদি তারা কয়েন এবং টোকেন সম্পর্কে না জেনে বুঝে ইনভেস্ট করে বসে তবে সেক্ষেত্রে তারা অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে।  কয়েন / টোকেন অবশ্যই দুটো আলাদা আলাদা বিষয় যা আমাদের সকলেরই জেনে রাখা উচিৎ।  আমার বিশ্বাস আপনার এই পোস্ট এর মাধ্যমে অনেকেই কয়েন ও টোকেন সম্পর্কে পুরোপুরি ভাবে ধারণা পাবে।                                                     
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Milon626 on January 21, 2021, 06:07:22 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
আমি অল্প কিছু দিন ধরে ফোরামের সাথে যুক্ত আছি।  এই অল্প কিছু দিনের মধ্যে কিছু কিছু বিষয়ে  মোটামুটি ভালোই ধারণা পেয়েছি।  কিন্তু এই কয়েন / টোকেন সম্পর্কে এখনো আমার তালগোল পাকিয়ে যায়।  তবে এখন আপনার পোস্ট টি পড়ে মোটামুটি একটা ধারণা পেলাম যা টোকেন / কয়েন এর ভিন্নতা বুঝতে আমায় সহযোগিতা করে থাকবে।                               
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Damrai5$ on January 21, 2021, 07:57:51 AM
আমি কি প্রকার এনসিতে যখন থেকে জয়েন্ট হয়েছি এ পর্যন্ত কখনোই চিন্তা করি নাই কোন টোকেন এর মধ্যে কোন পার্থক্য আছে কিনা। মূলত আমি ভাবতাম কয়েন এবং টোকেন দুটো একই জিনিস। আসলে সবাই সবকিছু জানে না কিছু না কিছু অজানা থেকে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ এই দুটোর মধ্যে পার্থক্য তুলে ধরার জন্য।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Criminal on January 21, 2021, 10:16:13 PM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে পয়েন্ট এবং টোকেন সম্পর্কে আমার যাবতীয় কনফিউশন দূর করে দেওয়ার জন্য। আপনার পোষ্ট পড়ার আগ পর্যন্ত আমার কয়েন এবং টোকন সম্পর্কে একটি ধারণা ছিল। আমি ভাবতাম কয়েন এবং টোকেন দুটি একই কিন্তু আলাদা আলাদা শব্দ। কিন্তু আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম কয়েন এবং টোকেন দুটি আলাদা।অর্থাৎ কয়েন হলো সে সকল বস্তু তাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং টোকেন এর ক্ষেত্রে তার বিপরীত অর্থাৎ টোকেন এর কোন নিজস্ব ব্লকচেইন নেই।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Mahindra on January 22, 2021, 02:23:28 AM
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্য খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক জুনিয়র ভাইয়েরা এই প্রশ্নটা না বুঝে টপিক খুলে করে বসেন। আশা করি তারা আপনার পোষ্ট থেকে কয়েন এবং টোকন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই আসলে আমাদের ফোরামে অনেক জুনিয়র মেম্বার আছে যারা কয়েন এবং টোকেন এর সম্পর্কে ভালো জানে না। তারা এই গুরুত্বপূর্ণ পোস্টটি পড়ে শিখতে পারবে। এই পোস্টটি পড়ে ফোরামের জুনিয়ার মেম্বাররা সম্পূর্ণ স্পষ্ট ধারণা পাবে। তাই যারা কয়েন এবং টোকেন সম্পর্কে কোন ধারণা নেই তারা অবশ্যই এই পোস্টটি পড়বেন ধন্যবাদ।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Markuri33 on January 22, 2021, 04:44:11 AM
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার কারণ হলো আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন। আমি দেখেছি অনেক সিনিয়র হয়েও অনেক সময় কোন টোকেন এর মধ্যে পার্থক্য আছে কিনা সেটা জানে না আশা করি যাদের অজানা ছিল কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্যটা অবশ্যই তারা বুঝতে পারবে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Michael 173 on January 22, 2021, 04:44:44 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতে সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য। অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্ট থেকে
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: NANCY on January 22, 2021, 06:01:03 PM
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই তথ্যবহুল পোস্টটি করার জন্য আমরা যারা নতুন ইউজার রয়েছে কেউ জানিনা যে কয়েন এবং টোকেন এর পার্থক্য কি আপনি পোস্টে করে আমাদের অনেকটা ধারণা পেয়েছি। এবং আমরা কিছু নতুন ইউজার রয়েছে তারা সবাই মনে করে কয়েন এবং টোকেন একই জিনিস কিন্তু আপনি অনেকটা ধারণা দিয়েছেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Goldlife on January 23, 2021, 04:09:13 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে ধারনা দেবার জন্য আমার এ বিষয়ে তেমন জ্ঞান ছিল না আপনার পোস্টটি পড়ে অত্যন্ত ভালো লাগলো এবং আমি এই বিষয় সর্ম্পকে বিস্তারিত জানতে পারলাম  অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য ধন্যবাদ
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Najmul on January 23, 2021, 06:41:11 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য আপনার এই পোস্টটি পড়ে আমরা শিখতে পেরেছি যে কয়েন এবং ত্বকের কি পার্থক্য কয়েন হচ্ছে নিজস্ব বলেছেন আর টোকেন হলো অন্যের উপর নির্ভর করে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Tubelight on March 22, 2021, 07:06:24 AM
আমরা অনেক সময় কয়েন এবং টোকেন কে একত্রে করে ফেলি। কিন্তু কয়েন এবং টোকেন দুটি আলাদা আলাদা বস্তু। তবে আপনার এই পোস্ট যদি কেউ পড়ে তাহলে সকলে জানতে পারবে কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্য কতটুকু। কারণ আপনি এখানে কয়েন এবং টোকন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Fighter on March 22, 2021, 07:34:03 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
আমরা অনেক সময় কয়েন এবং টোকেন এ দুটি শব্দ একত্রে গুলিয়ে ফেলি। কিন্তু কোয়েন ও টোকেন যে দুটি আলাদা বস্তু সেটা আমরা অনেকেই জানিনা। এই পোস্ট পড়ে সেটা জানতে পারলাম।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: CryptoRiders on April 26, 2021, 04:44:23 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
এই ফোরামে আমি কিছুদিন ধরে জয়েন করেছেন তাই এ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না। মাঝেমধ্যে আমি কোয়েনা টোকেন এই দুটি শব্দ শুনলেই দ্বিধায় পড়ে যেতাম। যে কয়েন আর টোকেন কি একই জিনিস? তবে এই পোস্টটি থেকে আমি বুঝতে পারলাম যে কোয়েন আর টোকেন এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: rashedul426 on April 26, 2021, 04:49:31 AM
ধন্যবাদ আমাদের  নতুনদের জন্য খুবই সহায়ক পোষ্ট।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: SAIFA on April 26, 2021, 06:30:39 AM
ভাই আমি এই ফোরামে একদম নতুন দক্ষিণ কোণে কিছু বুঝতাম না সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়ে কিছু ধারনা হলো এই টোকন কয়েন সম্পর্কে আমার অনেক দারোনা হয়েছে ছিনিয়োর  ভাইরা জদি এরকম   ধরনের আরও পোস্ট করে তাহলে আমার নতুন ইউজারদের আছি তাদের অনেক সুবিদা হবে এই বিষয়ে বুছতে
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: raisajahan on April 26, 2021, 07:09:26 AM
আপনার টপিকের আলোচনা থেকে আমরা কয়েন এবং টোকেন এর পার্থক্য বুঝতে পারলাম তবে এটার সাথে আমি আরও কিছু বিষয় যুক্ত করতে চাই আর তা হল কয়েন হল এমন একটা কারেন্সি যেটা প্রুফ অফ ওয়ার্ক তার অর্থ হল মাইনিং করে উৎপাদন করতে হয়। আর টোকেন হল এমন একটি মুদ্রা যেটা প্রুফ অফ স্টেক অর্থ হল অন্য ব্লকচেইন এর সাথে কন্টাকের মাধ্যমে নির্দিষ্ট পরিমান হয়।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Niloy on April 26, 2021, 07:31:29 AM
হ্যাঁ ভাই আমরা অনেকেই এ ধরনের ভুল করে থাকি। আমরা অনেক সময় ভেবে থাকি যে কোয়েন এবং টোকেন দুটো একই জিনিস। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কয়েন এবং টোকেন দুটোই আলাদা বিষয়। কয়েন হলো নিজস্ব ব্লকচেইন  আছে আর টোকেন হলো ব্লকচেইন উপর নির্ভরশীল। আমরা অনেকেই টোকেন এবং কয়েন নিয়ে দুটোকে একই মনে করি । তবে আপনার পোষ্টটি পড়ে সবাই এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে বলে আমি মনে করি। আপনার জন্য একটি প্লাস কারমা রইল ভাই।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Afnan on April 26, 2021, 07:51:02 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কয়েন এবং টোকেনের মধ্যে পার্থক্যটা বুঝানোর জন্য। এই ফোরামে আমারা যারা নতুন ইউজার আছি আমাদের এই বিষয়টা অব্যশই জানা দরকার ছিল। ভবিষ্যতে আমরা যদি কখনো ইনভেস্ট করতে চাই তাহলে এই টপিকস টা কাজে দিবে।           
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Random203 on April 26, 2021, 09:19:05 AM
আমি এতো দিন যা ভাবতাম বা যা জানতাম তার মধ্যে অনেক ভুল ছিলো।  আমি কয়েন গুলো ঠিকই চিনতে পারি, কিন্তু কিছু কিছু টোকেনকেও আমি কয়েন ভাবতাম এতো দিন।  কিন্তু এখন আপনার এই পোস্ট টি পড়ে আমার ধারণাটা পাল্টে গেছে।  আশা করি ভবিষ্যতে আমার আর কয়েন /টোকেন  চেনা নিয়ে কোন সমস্যা হবে না।                         
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: bmw1 on April 26, 2021, 09:38:55 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ,। আপনি আমাদের মাঝে এত সুন্দর ইনফরমেশন শেয়ার করার জন্য। আমি সিনিয়র মেম্বার হওয়া সত্ত্বেও  কয়েন ও টোকেন এর মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। আমি কয়েন ও টোকেন এ কই বলে গণ্য করতাম।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Nusrat on April 27, 2021, 06:45:04 PM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
অনেক সুন্দর একটি পোষ্ট করেছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আপনার পোষ্টটি সত্যি একটা শিক্ষনীয় পোস্ট। কয়েন আর টোকেন এর মধ্যে পার্থক্যটা তুলে ধরেছেন খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করে দিয়েছেন। আশা করি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করবেন এবং কি সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করবেন। এতে অনেকের উপকারে আসবে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Farhana on April 27, 2021, 09:11:25 PM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
ক্রিপ্টোজগত মানেই কয়েন আর টোকেন তাই এটি জানা খুবিই জরুরি, কৃতজ্ঞতা আপনার প্রতি আপনার সৃজনশীল উপস্থাপনার জন্য। আপনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন কোনটি টোকেন আর কোনটি কয়েন। আমি স্বচ্ছ ধারনা পেলাম আপনার আলোচনা থেকে। আমি কার্মা দেওয়ার র‍্যাংকধারী না হওয়ায় ইচ্ছা থাকা স্বত্বেও পারছিনা দুঃখিত।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Crypto_Somrat on April 28, 2021, 04:39:50 AM
কয়েন এবং টোকেন এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে নিজস্ব ব্লকচেইন অর্থাৎ যাদের নিজস্ব ব্লকচেইন রয়েছে তাদেরকে কয়েন বলা হয়। এবং যাদের নিজস্ব ব্লকচেইন নেই, অন্যের ব্লকচেইন এর ওপর নির্ভরশীল তাদের কে টোকেন বলা হয়। কয়েন এবং টোকেন এর মধ্যকার পার্থক্য সম্পর্কে অধিকাংশ জুনিয়র ইউজাররা অবগত নয়। আশা করছি এই টপিক থেকে জুনিয়র ভাইয়েরা কয়েন এবং টোকেন এর পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Malam90 on April 28, 2021, 06:30:25 PM
কয়েন এবং টোকেন এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে নিজস্ব ব্লকচেইন অর্থাৎ যাদের নিজস্ব ব্লকচেইন রয়েছে তাদেরকে কয়েন বলা হয়। এবং যাদের নিজস্ব ব্লকচেইন নেই, অন্যের ব্লকচেইন এর ওপর নির্ভরশীল তাদের কে টোকেন বলা হয়। কয়েন এবং টোকেন এর মধ্যকার পার্থক্য সম্পর্কে অধিকাংশ জুনিয়র ইউজাররা অবগত নয়। আশা করছি এই টপিক থেকে জুনিয়র ভাইয়েরা কয়েন এবং টোকেন এর পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।

কথা সত্য। অধিকাংশই জানে না কয়েন ও টোকেন কি। সব এক ভেবে থাকেন যা ঠিক নয়। এক কথায় যার নিজস্ব ব্লকচেইন আছে এবং অন্যের উপর নির্ভরশীল নয় সেটা কয়েন আর যার নিজস্ব ব্লকচেইন নেই, অন্য কয়েনের ব্লকচেইন ব্যবহার করে থাকে সেগুলো টোকেন। যেমন ইথারিয়াম, পলকাডট, কাডানো, ট্রোন, বিটকয়েন, রিপল এগুলো কয়েন, এগুলোর নিজস্ব ব্লকচেইন আছে। কয়েনের সংখ্যা খুবিই কম, টোকেনের সংখ্যা বেশি।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Jacksoon99 on April 29, 2021, 07:42:06 AM
ধন্যবাদ সিনিয়র ভাই আপনাকে কয়েন এবং টোকেন এর পার্থক্য ভালোভাবে আমাদের বোঝানোর জন্য কারন আমরা এই ফর্মে নতুন অনেকে আছি যে কয়েন  এবং টোকেন এর পার্থক্য ভালোভাবে বুঝতাম না আপনি সুন্দর ভাবে আমাদেরকে বুঝিয়েছেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Rifan Khan on April 30, 2021, 10:25:42 AM
ভাইয়া মিরপুর আমি নতুন তো সে জন্যে আমি কয়েন এবং টোকেন সম্পর্ক অত ভালো জানি না। আমি আশা করব কোন সিনেমার ভাইজান আমাকে টোকন এবং কয়েন সম্পর্কে কিছু বলে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Asad72 on May 02, 2021, 08:43:40 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।


কয়েন
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন  আছে এবং তাদের কাজ কর্মে নির্দিষ্ট ব্লকচেইন  ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, আমরা কয়েন বলতে পারি। কারণ তাদের নির্দিষ্ট ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন
টোকন হল অন্যদের ব্লগচেইনের উপর নির্ভর করে গড়ে ওঠে। যেমনি ইথারিয়াম ব্লগচেইনের উপর টোকেন গুলো গড়ে ওঠে। যেমন তাদের ইআরসি-20 টোকন বলে। তেমনি ভাবে ব্লকচেইনের উপরের যে টোকেন গড়ে ওঠে। তাদেরকে এসইপি-5 টোকন বলে।

আশাকরি করি সবারই কয়েন/ টোকেন বুঝতে অসুবিধা হবে না।

Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Arnob63 on May 02, 2021, 11:40:21 AM
অনেক ধন্যবাদ পোস্ট আকারে বিষয়টি শেয়ার করার জন্য। আমি নিজেও কয়েন এবং টোকেন একি ভাবতাম।এখন পার্থক্য বুজতে পারলাম।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Dilshan on May 02, 2021, 12:33:28 PM
কয়েন এবং টোকেন এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে নিজস্ব ব্লকচেইন অর্থাৎ যাদের নিজস্ব ব্লকচেইন রয়েছে তাদেরকে কয়েন বলা হয়। এবং যাদের নিজস্ব ব্লকচেইন নেই, অন্যের ব্লকচেইন এর ওপর নির্ভরশীল তাদের কে টোকেন বলা হয়। কয়েন এবং টোকেন এর মধ্যকার পার্থক্য সম্পর্কে অধিকাংশ জুনিয়র ইউজাররা অবগত নয়। আশা করছি এই টপিক থেকে জুনিয়র ভাইয়েরা কয়েন এবং টোকেন এর পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।
ধন্যবাদ ভাই এরকম মূল্যবান একটি পোষ্ট করার জন্য। আসলে আমি এই ফোরামের একজন নতুন ইউজার। তাই এতগুলো সিনিয়র ভাইদের পোস্ট থেকে আমার মাথায় কিছুই ঢুক ছিলনা। কিন্তু আপনার এই বিস্তারিত ভাবে লেখা পোষ্ট থেকে আমি পুরোপুরিভাবে বুঝতে পেরেছি যে কোয়েন আর টোকেন দুটো আলাদা জিনিস। মাঝেমধ্যেই দুটো নাম শুনে আমি গুলিয়ে ফেলতাম। তবে আপনার পোস্ট থেকে সবটুকু বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে !
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Rothi roy on May 02, 2021, 02:15:39 PM
ধন্যবাদ babu10 সিনিয়র ভাই আপনাকে। আপনি অনেক সুন্দর এবং শিক্ষামূলক একটি পোস্ট তৈরী করেছেন ।
আসলে আমরা যারা ফোরামে কাজ করি আমরা অনেকেই জানিনা কয়েন এবং টোকেন এর মধ্যে কোন পার্থক্য আছে কিনা।
আপনার পোষ্টের মাধ্যমে আমি জানতে পারলাম , কয়েন হলো যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং টোকেন হল অন্য ব্লকচেইন এর উপর নির্ভর করে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: rashedul426 on May 02, 2021, 06:32:45 PM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।


কয়েন
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন  আছে এবং তাদের কাজ কর্মে নির্দিষ্ট ব্লকচেইন  ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, আমরা কয়েন বলতে পারি। কারণ তাদের নির্দিষ্ট ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন
টোকন হল অন্যদের ব্লগচেইনের উপর নির্ভর করে গড়ে ওঠে। যেমনি ইথারিয়াম ব্লগচেইনের উপর টোকেন গুলো গড়ে ওঠে। যেমন তাদের ইআরসি-20 টোকন বলে। তেমনি ভাবে ব্লকচেইনের উপরের যে টোকেন গড়ে ওঠে। তাদেরকে এসইপি-5 টোকন বলে।

আশাকরি করি সবারই কয়েন/ টোকেন বুঝতে অসুবিধা হবে না।
আপনি এখানে মূল টপিকটি প্রায় হুবহু কপি করে মন্তত্ব্য করেছেন। যা স্প্যামিং এর আওতায় পড়ে।এসব থেকে বিরত থাকবেন না হলে বিপদে পড়তে পারেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Hasan986 on May 02, 2021, 09:49:29 PM
কয়েন টা হচ্ছে তাদের নিজের প্লাট ফর্মের উপর ভিত্তি স্থপতি। অন্যদিকে টোকেন এসব প্লাট ফর্মের উপর বেসড করে তাদের টোকেন লঞ্চ করে অর্থ্যাৎ মার্কেটে নিয়ে আসে। এতে প্রজেক্টের খরচ অনেকাংশ কমে আসে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Azharul on May 11, 2021, 09:20:48 AM
আপনার খুবই সুন্দর একটা পোস্ট এর মাধ্যমে জানতে পারলাম টোকেন এবং কয়েন এর পার্থক্য।কেননা আমি আগে এই দুটির মধ্যে পার্থক্যটা বুঝতে একটু দ্বিধায় পড়ে যেতাম।তবে এখন স্পষ্ট হয়ে গেলো। তবে আমার মতে কয়েন হলো এমন একটি কারেন্সি যেটা মাইনিং করে উৎপাদন করতে হয়। আবার টোকেন হলো এমন একটি মুদ্রা যার মাধ্যমে অন্যান্য ব্লকচেইন এর সাথে কন্টাক্ট এর পরিমাণ নির্ধারণ করা হয়।যা অন্য সকল ব্লকচেইন এর উপর নির্ভরশীল হয়ে থাকে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Malam90 on May 12, 2021, 05:00:08 AM
টপিকটা নতুনদের জন্য বেশি সহায়ক এবং বেসিক প্রশ্ন ও উত্তর ধরনের তাই টপিকটা নতুনদের সেকশনে মুভ করে দিলাম।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: RSRS on May 16, 2021, 05:54:14 AM
কয়েন এবং টোকেনের মধ্যে পার্থক্য বুঝলাম আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে। কয়েন এবং টোকেনের মধ্যে কি পার্থক্য এ সম্বন্ধে কোন ধারণা ছিলনা। আপনারা এমন গুরুত্বপূর্ণ পোস্ট করলে আমরা নতুনরা অনেক কিছুই জানতে বা শিখতে পারি। এমন আরো গুরুত্বপূর্ণ পোস্ট করে আমাদের নতুনদের সাহায্য করবেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: babu10 on May 16, 2021, 05:23:02 PM
ভাই @Angel julian আপনি স্পামিং করতেছেন অনেকদিন ধরে। আপনি মনে করবেননা যে আপনার আইডি মডারেটররা দেখেনা। আপনি একই পোষ্টের উপর একই কথা বারবার লিখে পোষ্ট করে যাচ্ছেন যেটার কারনে আপনার পানিশমেন্ট হতে পারে। তাই আপনাকে সকর্ত করতেছি এমন কিছু করবেননা যাতে আপনার আইডির ক্ষতি হয়। নিজে একটু জ্ঞান অর্জন করুন লেখাপাড়া করে তাহলে ভবিষ্যতে আপনার উপকারে আসবে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Jokar on May 20, 2021, 09:04:45 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই পোষ্ট করার জন্য। আপনি এখানে কয়েন এবং কাদের মধ্যে যে পার্থক্য গুলো রয়েছে তা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই পোস্টটি পড়ে আমরা যারা নতুন আছি তারা খুব সহজেই টোকন এবং কয়েনর মধ্যে পার্থক্য গুলো বুঝতে পারব। কয়েন এবং টোকেন এর মধ্যে যে পার্থক্য বলেছিল তা খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন। আপনার পোস্ট পড়ে অনেক উপকৃত হয়েছি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Mosarof on May 27, 2021, 09:20:10 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কয়েন এবং টোকেনের মধ্যে পার্থক্যটা বুঝানোর জন্য। এই ফোরামে আমারা যারা নতুন ইউজার আছি আমাদের এই বিষয়টা অব্যশই জানা দরকার ছিল। ভবিষ্যতে আমরা যদি কখনো ইনভেস্ট করতে চাই তাহলে এই টপিকস টা কাজে দিবে।         
কয়েন ও টোকেন সম্পর্কে বিস্তারিত পার্থক্য বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ । কোয়েন টোকেন সম্পর্কে কোন ধারণা ছিল না এখন বুঝতে পারলাম কয়েন এর নিজস্ব ব্লকচেইন আছে এবং টোকেন  ব্লকচেইন এর উপর নির্ভরশীল ।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: AIam333 on May 28, 2021, 04:48:31 PM
এই কয়েন গুলো আমাদের নিজেদের উপর ভিত্তি করে। টোকেন এসব প্লাট ফর্মের উপর বেসড করে তাদের টোকেন লঞ্চ করে অর্থ্যাৎ মার্কেটে নিয়ে আসে। এতে প্রজেক্টের খরচ অনেকাংশ কমে আসে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Mistroy on June 09, 2021, 02:31:51 PM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
সিনিয়র ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কয়েন এবং টোকেনের পার্থক্য বিস্তারিত ভাবে বুঝিয়ে বলার জন্য। অনেকেই টোকেন এবং কয়েনের পার্থক্যটা বুঝতে পারত না। আপনি অনেক সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করেছেন। মনে হয় না আর কারো এ সম্পর্কে না বোঝার বাকি থাকবে। অনেক অনেক ধন্যবাদ সিনিয়র ভাইকে এত সুন্দর একটা পোস্ট করে সবাইকে বুঝানোর জন্য।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Bma on June 09, 2021, 09:49:18 PM
আপনাকে অনেক ধন্যবাদ কয়েন আর টোকেন সম্পর্কে আমি কিছু জানতাম না। আমি জানতাম কয়েন এবং টোকেন সবগুলো একই রকম হয়তো। আপনি অনেক ভালোভাবে বুঝিয়েছেন এটা দেখে আমি অনেক উপকৃত হলাম। আশা করি এভাবে আমাদের নতুন ইউজারদের কে সহযোগিতা করবেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Terrasin on June 11, 2021, 06:44:35 PM
হ্যাঁ মডারেটর ভাই আপনি সঠিক তথ্য তুলে ধরেছেন আপনার তথ্য থেকে আমরা অনেক ধরনের ভুল বুঝতে পেরেছি। আপনি সঠিক তথ্য তুলে ধরার কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরো আগে কোন তথ্য থাকলে প্লিজ আমাকে জানাবেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: rajput on June 15, 2021, 06:17:47 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
আমি অল্প কিছু দিন ধরে ফোরামের সাথে যুক্ত আছি।  এই অল্প কিছু দিনের মধ্যে কিছু কিছু বিষয়ে  মোটামুটি ভালোই ধারণা পেয়েছি।  কিন্তু এই কয়েন / টোকেন সম্পর্কে এখনো আমার তালগোল পাকিয়ে যায়।  তবে এখন আপনার পোস্ট টি পড়ে মোটামুটি একটা ধারণা পেলাম যা টোকেন / কয়েন এর ভিন্নতা বুঝতে আমায় সহযোগিতা করে থাকবে।                               

আমার কাছে কিছু টোকেন আছে এগুলা আমি এখন কেমনে $ বানাবো যদি কারো যানা থাকে তাহলে আমাকে যানাবেন দায় করে
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Kmrul on June 15, 2021, 01:01:54 PM
ভাই আমি আগে জানতাম না কয়েন কি আর টোকেন কি কিন্তু আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম যে কয়েন কি আর টোকেন কি। কয়েন হচ্ছে একটা  মূল্যবান সম্পদ যার নিজস্ব ব্লকচেইন আছে অপরদিকে টোকেন এর নিজস্ব কোন ব্লকচেইন নেই। আপনার তথ্যবহুল মূল্যবান পোষ্ট এর জন্য ধন্যবাদ।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Diknel on August 01, 2021, 07:33:13 AM
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কয়েন এবং টোকেন এর পার্থক্য সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলার জন্য। আপনার এই পোস্ট থেকে আমাদের এই ফোরামে যারা আছে তারা সবাই উপকৃত হবে। কয়েন এবং টোকেন সম্পর্কে অনেক সুন্দর ধারনা দিয়েছেন। ধন্যবাদ
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Spiderman on September 10, 2021, 07:14:47 AM
ভাই আপনাকে ধন্যবাদ কয়েন এবং টোকেনের মধ্যে পার্থক্য তুলে ধরার জন্যে। এই পোস্টটি পড়লে অনেকের সুবিধা হবে এবং কয়েন এবং টোকেনের মধ্যে পার্থক্য কি তা অতি সহজেই বুঝতে পারবে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Centus on October 14, 2021, 09:04:20 AM
নিজস্ব ব্লকচেইন এ কোন টোকেন তৈরি করাকে কয়েন বলে। যেমন বিটকয়েন, ইথেরিয়াম এগুলো হলো কয়েন। কারণ এদের নিজস্ব ব্লকচেইন প্ল্যাটফর্ম আছে। তবে যে কয়েনগুলো নিজস্ব ব্লকচেইন প্ল্যাটফর্ম নেই সেগুলো কে টোকন বলে। যেমন ইথেরিয়াম প্লাটফর্ম ভিত্তিক অনেক টোকেন পাওয়া যায়। যেগুলো অন্য প্ল্যাটফর্ম এর আন্ডারে লেনদেন করা হয় সেগুলো হলো টোকেন। আশা করি আমরা সবাই কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্য বুঝতে পারি।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Lifetime on October 14, 2021, 10:04:41 AM
আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।

সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।

আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না :D ;D
যারা ক্রিপ্টোকারেন্সিতে নতুন বা যারা পুরনো তবে এ টপিকের বিষয়ে অজ্ঞ তাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো এটি। আশা করি এই পোষ্টের পর  কয়েন ও টোকেনের মধ্যে পার্থক্য বুঝতে পারবে।
পোষ্টকারী ভাইয়ের কাছে অনুরোধ রইলো আরো এমন শিক্ষামূলক পোষ্ট করে আমাদের উপকৃত করা।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Sumi on October 14, 2021, 10:33:54 AM
যারা ক্রিপ্টোকারেন্সিতে নতুন বা যারা পুরনো তবে এ টপিকের বিষয়ে অজ্ঞ তাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো এটি। আশা করি এই পোষ্টের পর  কয়েন ও টোকেনের মধ্যে পার্থক্য বুঝতে পারবে।
পোষ্টকারী ভাইয়ের কাছে অনুরোধ রইলো আরো এমন শিক্ষামূলক পোষ্ট করে আমাদের উপকৃত করা।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Cinno3 on October 28, 2021, 11:37:03 AM
যে মুদ্রাগুলোর নিজস্ব ব্লকচেইন প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো ক্রিপ্টোকারেন্সি বাজারে কয়েন হিসেবে পরিচিত। আবারজে মুদ্রাগুলোর নিজস্ব blockchain প্লাটফর্ম নেই, অর্থাৎ অন্য ব্লকচেইন এ টোকেন জেনারেটর করে এবং সেগুলো বাজারে চলমান। সেগুলো কে টোকন বলে। তাই টোকেন ও কয়েন এর মধ্যে পার্থক্য রয়েছে। আমি মনে করি সবাই পার্থক্যটা বুঝতে পারবে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Akash Ahmed on November 11, 2021, 04:12:28 PM
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই টপিকটি দেওয়ার জন্য। কয়েন ও টোকেনের পার্থক্য আমার জানা ছিল না। আমি এ ব্যাপারে কিছুটা বুঝতে পেরেছি টোকেন ও কয়েন সম্পর্কে। আশাকরি সিনিয়র ভাইরা আরো নতুন নতুন টপিক গুলো তুলে ধরবেন আমাদের নতুনদের বোঝার স্বার্থে। আমি মনে করি সবার জন্য এসব গুরুত্বপূর্ণ টপিক উপকারে আসবে ধন্যবাদ।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Maxx_qqwx on December 14, 2021, 06:11:50 PM

কয়েন:
কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।

টোকেন:
আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।


অনেক ভাল ইনফো দিলেন। আমার মনে হয় এই ব্যাপারটা অধিকাংশ মানুষই জানত না। সবাই একই মনে করত। মানে দুই নামেই পরিচিত এইভাবেই মেনে নিত সবাই। অনেক ধন্যবাদ ভাই।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Cleanerbd on December 20, 2021, 04:44:27 PM
কয়েন ও টোকেনের পার্থক্যটা ভালো ছিলো। আমিও আগের থেকে জ্ঞান লাভ করলাম। আমিও কয়েন বা টোকেন নিয়ে এই বিভ্রান্তিতে ছিলাম। ক্রিপটো মার্কেটে কয়েন এর থেকে টোকেন এর পরিমান বেশী,তাই আমরা অনেক সময় টোকেনকেও কয়েন বলে ফেলতাম। সকলের জন্য এটি জ্ঞানমূলক পোস্ট।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: raisajahan on January 08, 2022, 08:36:46 AM
কয়েন হল এমন একটি প্রোজেক্ট বা সম্পদ যার নিজস্ব বোলক চেইন আছে যেমন বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি ইত্যাদি অন্যথায় টোকেন হল সেই সব প্রোজেক্ট যার নিজস্ব কোন বোলক চেইন নাই যারা অন্যের বোলক চেইন ব্যবহার করে থাকে। টোকেন গুলো সাধারণত অন্যের উপর ভর করে পরিচালিত হয়ে থাকে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Apon3333 on January 13, 2022, 12:51:14 PM
আমি এই সাইটে নতুন মেম্বার। আসলে কয়েন ও টোকেন এর মধ্যে পার্থক্য ধারণা নেই আশা করি সিনিয়র ভাইদের পোস্টগুলো ভালোভাবে পড়ে ধারণা নেবার চেষ্টা করব।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Fulshai on February 25, 2022, 03:01:20 AM
কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্য হলো। কয়েন হচ্ছে যাদের নিজস্ব ব্লকচেইন রয়েছে। যেমন বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন ইত্যাদি আরো অনন্য কয়েন রয়েছে। যাদের নিজস্ব ব্লকচেইন রয়েছে। আর টোকেন হল অন্য একটি ব্লক চেইন এর উপর নির্ভর করে। যেমন ইথারিয়াম ব্লকচেইন এর উপর যে টোকেন গুলো নির্ভর করে তাদের ই আর সি 20 টোকেন বলে। আবার নিউ ব্লকচেইন এর উপর নির্ভর করে যে টোকন গড়ে ওঠে সেটি হচ্ছে এসইপি ফাইভ টেকেন। আশা করি সবাই উপরের তথ্যগুলো একটু হলেও বুঝতে পারবেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Tepona on March 05, 2022, 03:55:59 PM
কয়েন এবং টোকেনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কয়েন হলো যাদের নিজস্ব ব্লকচেইন আছে। যেমন বিটকয়েন ইথারিয়াম, এই কয়েন গুলোর নিজস্ব ব্লকচেইন আছে বলেই এগুলো কয়েন। এবং যাদের নিজস্ব ব্লকচেইন নেই সে গুলোকে টোকেন বলে। এগুলোর নিজস্ব প্ল্যাটফর্ম নেই। টোকেন হলো অন্যদের ব্লকচেইনে নির্ভর করে। তাই টোকেন এবং কয়েনের মধ্যে পার্থক্য রয়েছে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: jonliver on March 06, 2022, 06:40:13 AM
ধন্যবাদ সিনিয়র ভাইদেরকে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Madmax789 on November 17, 2022, 08:27:33 AM
আমি ফর্মে নতুন তবে আপার এই টপিক টা পড়ে অনেক উপকৃত হলাম, কারণ এইসম্পকে আমার কো ধারণা ছিলো না তবে অনেক টা ঙ্গান অর্জন করলাম আপনার ফর্ম থেকে এরকম পোষ্ট করে পাশে থাকবেন ফর্মে নতুন যারা তাদের জন্য বিশেষ করে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Web Designer on December 19, 2023, 04:23:05 PM
এই বিষয়টি জানতাম না। ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Spyroo on December 20, 2023, 02:36:22 PM
এই বিষয়টি জানতাম না। ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য।
আপনি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এটাই সার্থকতা।
নতুনদের শেখানোর জন্য এবং বোঝানোর জন্যই এখানে অনেক সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টগুলো করেছে যারা না বুঝে তারা সেগুলো ভালোভাবে করলে বা খেয়াল করলে নতুন কিছু শিখতে পারবে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Web Designer on December 20, 2023, 05:44:55 PM
এই বিষয়টি জানতাম না। ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য।
আপনি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এটাই সার্থকতা।
নতুনদের শেখানোর জন্য এবং বোঝানোর জন্যই এখানে অনেক সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টগুলো করেছে যারা না বুঝে তারা সেগুলো ভালোভাবে করলে বা খেয়াল করলে নতুন কিছু শিখতে পারবে।

এই বাঙলা কমিউনিটি থেকে গত দুইদিনে আমি ক্রিপ্টোকারেন্সি এবং বাউন্টি সম্পর্কে অনেক ধারণা পেয়েছি যা আমি আগে জানতাম না। যাইহোক এই অভিজ্ঞতাগুলো পরবর্তীতে আমার অনেক কাজে লাগবে।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Spyroo on December 21, 2023, 06:32:05 AM
এই বিষয়টি জানতাম না। ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য।
আপনি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এটাই সার্থকতা।
নতুনদের শেখানোর জন্য এবং বোঝানোর জন্যই এখানে অনেক সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টগুলো করেছে যারা না বুঝে তারা সেগুলো ভালোভাবে করলে বা খেয়াল করলে নতুন কিছু শিখতে পারবে।

এই বাঙলা কমিউনিটি থেকে গত দুইদিনে আমি ক্রিপ্টোকারেন্সি এবং বাউন্টি সম্পর্কে অনেক ধারণা পেয়েছি যা আমি আগে জানতাম না। যাইহোক এই অভিজ্ঞতাগুলো পরবর্তীতে আমার অনেক কাজে লাগবে।
একটা ভুল কথা বললেন দুই দিনে ক্রিপ্টো কারেন্সি ও বাউনটি সম্পর্কে ভালোভাবে ধারণা পাওয়া সম্ভব না হতে পারে আপনি এর আগে এখানে কাজ করেছেন বা আপনার অ্যাকাউন্ট ছিল যার জন্য আপনি এ কথাগুলো বলছেন।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Web Designer on December 22, 2023, 08:35:57 PM
এই বিষয়টি জানতাম না। ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য।
আপনি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এটাই সার্থকতা।
নতুনদের শেখানোর জন্য এবং বোঝানোর জন্যই এখানে অনেক সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টগুলো করেছে যারা না বুঝে তারা সেগুলো ভালোভাবে করলে বা খেয়াল করলে নতুন কিছু শিখতে পারবে।

এই বাঙলা কমিউনিটি থেকে গত দুইদিনে আমি ক্রিপ্টোকারেন্সি এবং বাউন্টি সম্পর্কে অনেক ধারণা পেয়েছি যা আমি আগে জানতাম না। যাইহোক এই অভিজ্ঞতাগুলো পরবর্তীতে আমার অনেক কাজে লাগবে।
একটা ভুল কথা বললেন দুই দিনে ক্রিপ্টো কারেন্সি ও বাউনটি সম্পর্কে ভালোভাবে ধারণা পাওয়া সম্ভব না হতে পারে আপনি এর আগে এখানে কাজ করেছেন বা আপনার অ্যাকাউন্ট ছিল যার জন্য আপনি এ কথাগুলো বলছেন।

হ্যা আমি ক্রিপ্টোতে কাজ করি অনেকদিন ধরেই। বাট কয়েন আর টোকেনের পার্থক্য গতকাল বুঝতে পারছি।
Title: Re: কয়েন এবং টোকেনের পার্থক্য
Post by: Home200 on January 08, 2024, 06:42:06 PM
আমি মনে করি যে কয়েন ও টোকেন এর মধ্যে অনেক তফাৎ রয়েছে। কারণ আপনি যদি দেখেন কয়েন তার নিজস্ব একটি ব্লকচেইন আছে এবং তার কাজকর্ম নিজের উপর নির্ভরশীল হয়ে থাকে। অন্যদিকে টোকেন সেটা একটা ব্লগ চেইনের উপর নির্ভরশীল হয়ে থাকে। কারণ সে অন্যের উপর নির্ভরশীল। তাই আমি মনে করি এই কয়েন এবং টোকেন এর মধ্যে অনেক পার্থক্য আছে।