Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: babu10 on February 04, 2021, 05:54:40 PM

Title: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: babu10 on February 04, 2021, 05:54:40 PM
বিটফ্লায়ার একটি জাপনি ক্রিপ্টো একচেঞ্জার তাদের একটি গবেষনা প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যুক্তরাষ্ট্রে 76% মানুষ এখন ক্রিপ্টোকারেন্সিকে পছন্দ করে আর অন্যদিকে 78% জাপানি এটাকে নেগেটিভটি চিন্তা করে। তবে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে এমন অবস্থা ছিলনা এর একমাত্র কারণ হতে পারে কোভিড সিটিউয়েশান। সবচেয়ে বড় খবর হলো বিনিয়োগে এখন স্বর্ণকে পিছনে ফেলে ক্রিপ্টোজগতে বেশী যেটা আমাদের জন্য খুবই আশাব্যাঞ্জক।

আপনাদের মতামত আশাকরি।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Markuri33 on February 04, 2021, 07:00:55 PM
আসলে নতুন যে প্রজন্ম আসছে তারা সবাই সোনার থেকে বিটকয়েন এর মধ্যে ইনভেস্ট করতে বেশি পছন্দ করে। আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি যত কয়েন ই হোক না কেন তার মধ্যে ইনভেস্ট করা অনেক রিস্কি থাকে। তারপরেও কিন্তু সবাই বর্তমান অবস্থায় বিটকয়েন কে বিশ্বাস করে। সারা পৃথিবীতে এখন বিটকয়েন এর জনপ্রিয়তা অর্জন করেছে। বিশ্বের অনেকেউন্নয়নশীল দেশগুলোতে বিটকয়েনের ব্যবহার করে এবং বিভিন্ন শিল্প কারখানায় ব্যাংকের লেনদেন করে থাকে বিটকয়েনের মাধ্যমে।বিটকয়েনের লেনদেন করে খরচ একদম কম হয় এবং বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করে অল্প দিনেই অনেকেই অনেক লাভবান হয়েছে। যে কারণে আরও বিটকয়েন এরমধ্যে ইনভেস্ট করতে বা বিনিয়োগ করতে সবাই পছন্দ করে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Lutera94 on February 05, 2021, 05:00:00 AM
দিন দিন সবায় ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে বেশি বেশি জ্ঞান লাভ করছে। কিভাবে বিটকয়েন ইনকাম করা যায় অনেকেই তার উপায় বের করছে। বিশেষ করে নতুন প্রজন্মের মানুষের উপর তার প্রভাব বেশি। তাই আশানুরূপভাবেই এমনটা হচ্ছে এতে আমি বিচলিত নয়।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Malam90 on February 05, 2021, 06:06:24 AM
দিনদিন ক্রিপ্টোকারেন্সি এতটাই জনপ্রিয় হয়ে উঠছে যে মানুষ এখন স্বর্ণের চেয়ে বিটকয়েনের বিনিয়োগকে বেশি পছন্দ করতেছে। আমেরিকানরাও সেদিক দিয়ে একই অবস্থানে আছে। তারাও মনে করতেছে স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ায় বিটকয়েনে বিনিয়োগকে বেশি লাভজনক বলে মনে করতেছেন।
দয়া করে এমন তথ্যমুলক পোস্টে রেফারেন্স লিংকটাও দিয়ে দিবেন তাহলে সবারই বিস্তারিত জানতে সুবিধা হবে।

Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: ttcsalam on February 05, 2021, 07:12:29 AM
বিটফ্লায়ার একটি জাপনি ক্রিপ্টো একচেঞ্জার তাদের একটি গবেষনা প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যুক্তরাষ্ট্রে 76% মানুষ এখন ক্রিপ্টোকারেন্সিকে পছন্দ করে আর অন্যদিকে 78% জাপানি এটাকে নেগেটিভটি চিন্তা করে। তবে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে এমন অবস্থা ছিলনা এর একমাত্র কারণ হতে পারে কোভিড সিটিউয়েশান। সবচেয়ে বড় খবর হলো বিনিয়োগে এখন স্বর্ণকে পিছনে ফেলে ক্রিপ্টোজগতে বেশী যেটা আমাদের জন্য খুবই আশাব্যাঞ্জক।

আপনাদের মতামত আশাকরি।
এটা অবশ্যই ক্রিপ্টো জগতের জন্য অবশ্যই অনেক ভালো দিক সারা বিশ্ব কে লিড দেয় যুক্তরাষ্ট্র সে হিসাবে যুক্তরাষ্টে পজিটিভ চিন্তা ভাবনার সাথে অনেক দেশ একই মত পোষন করেন।সে কারনে বিনিয়োগের মাধ্যেম হিসাবে তারা যেটাকে গ্রহন করছেন এটা অবশ্যই একটা ভালো দিক আমি বলবো এবং একই সাথে এটা বলবো এক সময় বড় বড় দেশ গুলো থেকে সীকৃতি পেলে মিডিল দেশ গুলো এটা কে সহজ ভাবে গ্রহন করবেন।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: babu10 on February 05, 2021, 08:17:44 AM
দয়া করে এমন তথ্যমুলক পোস্টে রেফারেন্স লিংকটাও দিয়ে দিবেন তাহলে সবারই বিস্তারিত জানতে সুবিধা হবে।

ধন্যবাদ আপনার নির্দেশনার জন্য, আসলে ভুল করে দেয়া হয়নি। এটাই অনুসন্ধানী- https://news.bitcoin.com/report-bitcoin-overtakes-gold-in-the-u-s-as-the-4th-most-popular-investment-vehicle/

আশাকরি সবাই তথ্যটা পেয়ে উপকৃত হবেন।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Sonjoy on February 23, 2021, 12:09:07 PM
বিটফ্লায়ার একটি জাপনি ক্রিপ্টো একচেঞ্জার তাদের একটি গবেষনা প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যুক্তরাষ্ট্রে 76% মানুষ এখন ক্রিপ্টোকারেন্সিকে পছন্দ করে আর অন্যদিকে 78% জাপানি এটাকে নেগেটিভটি চিন্তা করে। তবে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে এমন অবস্থা ছিলনা এর একমাত্র কারণ হতে পারে কোভিড সিটিউয়েশান। সবচেয়ে বড় খবর হলো বিনিয়োগে এখন স্বর্ণকে পিছনে ফেলে ক্রিপ্টোজগতে বেশী যেটা আমাদের জন্য খুবই আশাব্যাঞ্জক।

আপনাদের মতামত আশাকরি।
হান্ডেট পার্সেন্ট সঠিক কারণ ইতিমধ্যেই দেখেছি যে কর্নার সিচুয়েশনের মধ্যে বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি তে বেশি বিনিয়োগ হচ্ছে কারণ এবং যুক্তরাষ্ট্রের স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণ মজুদ করে রাখা তারা কিন্তু বর্তমানে বিটকয়েন এর মধ্যে বিনিয়োগ বেশি করছে কারণ অতীতে অনেক বেশি লাভজনক বলে মনে করছেন তারা সে কারণে কিন্তু দিন দিন বিটকয়েন কিন্তু আরো উপরের দিকে যাচ্ছে আমরা সবাই এটা থেকে অনেক অনেক বেশী মনে পড়তে পারবো বলে আমরা মনে করছি এবং যদি কেউ বিনিয়োগ করতে চান তাহলে ভালোভাবে এনালাইসিস এর মাধ্যমে ট্রেডিং সম্পর্কে ভালভাবে জ্ঞান লাভ করে এবং সেখান থেকে ভালো মেয়ে দাও অর্জন করে তারপর কিন্তু ট্রেডিং আসবেন এবং ভালো মুনাফা অর্জন করতে পারবেন ধন্যবাদ
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Laxmi Sharma on February 25, 2021, 11:30:05 AM
বিটকয়েন এর জনপ্রিয়তা অনেক। বিটকয়েন এ বিনিয়োগের সংখ্যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। মানুষ স্বর্ণের চেয়ে বিটকয়েন এ বিনিয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আমি মনে করি স্বর্ণ এরচেয়ে বিটকয়েনে বিনিয়োগ অত্যাধিক প্রফিটেবল। এবং আমার সামর্থ্য হলে আমি অবশ্যই বিটকয়েন এ বিনিয়োগ করবো।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: LazY on March 06, 2021, 08:19:25 PM
বিটফ্লায়ার একটি জাপনি ক্রিপ্টো একচেঞ্জার তাদের একটি গবেষনা প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যুক্তরাষ্ট্রে 76% মানুষ এখন ক্রিপ্টোকারেন্সিকে পছন্দ করে আর অন্যদিকে 78% জাপানি এটাকে নেগেটিভটি চিন্তা করে। তবে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে এমন অবস্থা ছিলনা এর একমাত্র কারণ হতে পারে কোভিড সিটিউয়েশান। সবচেয়ে বড় খবর হলো বিনিয়োগে এখন স্বর্ণকে পিছনে ফেলে ক্রিপ্টোজগতে বেশী যেটা আমাদের জন্য খুবই আশাব্যাঞ্জক।

আপনাদের মতামত আশাকরি।
ঠিক বলেছেন এই নিউজটি আমি অনেক আগেই পড়েছি।যুক্তরাষ্ট্রের 76 পারসেন্ট মানুষ ক্রিপ্টোকারেন্সি পছন্দ করে। এবং কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভাবছে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে সবকিছুর লেনদেন করবে। আপনি আরেকটি কথা ঠিক বলেছেন বিনিয়োগে এখন সর্ণ কে পিছনে ফেলে উপরে উঠে এসেছে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Mj joy on March 10, 2021, 08:12:36 PM
বিটফ্লায়ার একটি জাপনি ক্রিপ্টো একচেঞ্জার তাদের একটি গবেষনা প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যুক্তরাষ্ট্রে 76% মানুষ এখন ক্রিপ্টোকারেন্সিকে পছন্দ করে আর অন্যদিকে 78% জাপানি এটাকে নেগেটিভটি চিন্তা করে। তবে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে এমন অবস্থা ছিলনা এর একমাত্র কারণ হতে পারে কোভিড সিটিউয়েশান। সবচেয়ে বড় খবর হলো বিনিয়োগে এখন স্বর্ণকে পিছনে ফেলে ক্রিপ্টোজগতে বেশী যেটা আমাদের জন্য খুবই আশাব্যাঞ্জক।

আপনাদের মতামত আশাকরি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে যেরকম ক্রিপ্টোকারেন্সি এর প্রতি মানুষের আস্থা স্থাপিত হয়েছে তাতে করে বলা যায় ভবিষ্যতে এটা স্বর্ণের সাথে তুলাতুলি করে চলবে। এরকম আস্থা যে দেশেই বাস্তবায়িত হোক সেটা আমাদের জন্য খুবই ভালো।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Goldlife on March 11, 2021, 05:49:31 AM
দিনদিন ক্রিপ্টোকারেন্সি এতটাই জনপ্রিয় হয়ে উঠছে যে মানুষ এখন স্বর্ণের চেয়ে বিটকয়েনের বিনিয়োগকে বেশি পছন্দ করতেছে। আমেরিকানরাও সেদিক দিয়ে একই অবস্থানে আছে। তারাও মনে করতেছে স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ায় বিটকয়েনে বিনিয়োগকে বেশি লাভজনক বলে মনে করতেছেন।
দয়া করে এমন তথ্যমুলক পোস্টে রেফারেন্স লিংকটাও দিয়ে দিবেন তাহলে সবারই বিস্তারিত জানতে সুবিধা হবে।
হ্যাঁ যুক্তরাষ্ট্রে এখন স্বর্ণের চেয়ে মানুষ বিটকয়েন কে বেশি প্রাধান্য দিচ্ছে কারণ বিট কয়েনের মূল্য বেশি এবং বিটকয়েনের লাভজনক পেশা হিসেবে সবাই এই পৃথিবীর প্রতি আকৃষ্ট হচ্ছে আমরা যারা বিটকয়েন নিতে থাকি এবং বিটকয়েনের লেনদেন করে থাকি তারা সবাই অনেক অনেক বেশি সুবিধা ভোগ করি একারণেই মানুষ আকৃষ্ট হচ্ছে এবং বিটকয়েন নিয়ে কাজ করছে সবাই এবং বিটকয়েনের লেনদেন হচ্ছে একসময় দেখবেন বিটকয়েন দিয়েই পৃথিবীর সমস্ত লেনদেনগুলো হবে আপনারা মিলিয়ে নেবেন
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Rothi roy on March 12, 2021, 07:34:11 AM
বর্তমানে বিটকয়েন অনেক সুপরিচিত এবং লাভজনক মুদ্রা। বর্তমান প্রজন্ম সবাই স্বর্ণের চেয়ে বিটকয়েনের প্রতি বেশি আকৃষ্ট। আর তাই তারা বিটকয়েনের বিনিয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যুক্তরাষ্ট্রের 75% মানুষ ক্রিপ্টোকারেন্সি পছন্দ করে। ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন প্রথম অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রে মানুষেরা বিনিয়োগ হিসেবে স্বর্ণ কে পিছনে ফেলেছে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Milon626 on March 13, 2021, 03:25:21 AM
যতই দিন যাবে ততই মানুষ তথ্য প্রযুক্তিগত দিকে অগ্রসর হবে।  এখন মানুষ স্বর্ণের উপর বিনিয়োগ না করে ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন বা অন্যান্য কয়েনের উপর বিনিয়োগ করতে বেশি আগ্রহ দেখাচ্ছে।  কারণ বিশ্ব ধিরে ধিরে তথ্য প্রযুক্তির দুনিয়ায় প্রবেশ করছে, তার পিছু পিছু মানুষও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকার চেষ্টা করছে। যার ফলে এখন স্বর্ণের উপর বিনিয়োগ না করে বিটকয়েনের উপর বিনিয়োগ করা শুরু করেছে মানুষজন।                                                   
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Tubelight on March 19, 2021, 04:34:44 PM
আমার মনে হয় স্বর্ণকে অনেক আগেই পেছনে ফেলেছে বিটকয়েন।কারন মানুষ অতীতে যখন স্বর্ণের দাম তুলনামূলক কম থাকতো তখন স্বর্ণ কিনে হোল্ড করে রাখতে ভবিষ্যতে প্রফিট অর্জন করতে।কিন্তু মানুষ এখন বর্তমানে স্বর্ণ হোল্ড করছে না তারা এখন সেই সমপরিমাণ অর্থ দিয়ে বিটকয়েন কিনে হোল্ড করে রাখছে। কারণ স্বর্ণ এর তুলনায় বিটকয়েন হোল্ড করলে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Mist Joya on March 19, 2021, 07:42:05 PM
বিটফ্লায়ার একটি জাপনি ক্রিপ্টো একচেঞ্জার তাদের একটি গবেষনা প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যুক্তরাষ্ট্রে 76% মানুষ এখন ক্রিপ্টোকারেন্সিকে পছন্দ করে আর অন্যদিকে 78% জাপানি এটাকে নেগেটিভটি চিন্তা করে। তবে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে এমন অবস্থা ছিলনা এর একমাত্র কারণ হতে পারে কোভিড সিটিউয়েশান। সবচেয়ে বড় খবর হলো বিনিয়োগে এখন স্বর্ণকে পিছনে ফেলে ক্রিপ্টোজগতে বেশী যেটা আমাদের জন্য খুবই আশাব্যাঞ্জক।

আপনাদের মতামত আশাকরি।
  ভাই আমি বিটকয়েন সম্পর্কে যতটুকু জানি তাতে সারাবিশ্বে খুব ভালো জায়গা দখল করে নিয়েছে বিটকয়েন এবং তৃপ্ত জগতের রাজা হিসেবে পরিচালিত হচ্ছে বিটকয়েন আমি মনে করি ভবিষ্যতে বিটকয়েন খুব ভালো একটি   উপাদান  হিসেবে মানুষের দৈনন্দিন জীবনে কাজ করবে ।  আপনি মার্কেট সম্পর্কে খেয়াল করলে দেখতে পারবেন বিটকয়েন কতটুকু বিস্তার লাভ করেছে মানুষের দৈনন্দিন জীবনে ।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Mj joy on March 20, 2021, 04:37:56 AM
বিটফ্লায়ার একটি জাপনি ক্রিপ্টো একচেঞ্জার তাদের একটি গবেষনা প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যুক্তরাষ্ট্রে 76% মানুষ এখন ক্রিপ্টোকারেন্সিকে পছন্দ করে আর অন্যদিকে 78% জাপানি এটাকে নেগেটিভটি চিন্তা করে। তবে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে এমন অবস্থা ছিলনা এর একমাত্র কারণ হতে পারে কোভিড সিটিউয়েশান। সবচেয়ে বড় খবর হলো বিনিয়োগে এখন স্বর্ণকে পিছনে ফেলে ক্রিপ্টোজগতে বেশী যেটা আমাদের জন্য খুবই আশাব্যাঞ্জক।

আপনাদের মতামত আশাকরি।
  ভাই আমি ব্যক্তিগতভাবে মনে করি সারাবিশ্বে যেরকম বিটকয়েন নিয়ে হৈচৈ শুরু হয়েছে তাতে করে এখন বুঝা যায় প্রতিটি মুহূর্ত বিটকয়েন জন্য রেকর্ড গড়ার সময় ।  রিক্স থাকা সত্ত্বেও মানুষ হুমরি খেয়ে বিটকয়েনে বিনিয়োগ শুরু করেছে এবং  এই বিটকয়েন দিয়ে অনেক ধরণের কাজও তারা সম্পাদন করার পরিকল্পনা নিচ্ছে আমিতো মনে করিতেছি যে সামনে বিটকয়েন খুব ভালো একটি অবস্থানে গিয়ে দাঁড়াবে মানুষের দৈনন্দিন জীবনে ।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: EKRA13 on March 20, 2021, 07:27:05 AM
বর্তমান প্রজন্ম নতুন এবং আধুনিক সবকিছুর দিকে বেশি ধাবিত হয়। তারা সোনার থেকে বিটকয়েন কে বেশি পছন্দ করে। কারণ বিটকয়েন হচ্ছে পৃথিবীর প্রথম ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি। বর্তমানে বিটকয়েন দিয়ে বিভিন্ন ব্যবসা পরিচালনা থেকে শুরু করে ব্যাংক লেনদেন বিমান টিকিট ইত্যাদি ক্ষেত্রেও বিটকয়েন লেনদেন হচ্ছে। দেখা যাবে খুব দ্রুত পৃথিবীর অন্যান্য দেশে এর ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে যাবে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Password on March 20, 2021, 11:03:23 AM
আপনি আমাদের মাঝে সুন্দর একটি পোষ্ট তুলে ধরেছেন। বর্তমান প্রজন্ম এখন ডিজিটাল উন্নত দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। মানুষ বিটকয়েন ব্যবহার করে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে তাদের পরিবার ও পড়ালেখার কাজে ব্যবহার করছে। বিটকয়েন এখন পৃথিবীর সব প্রান্তেই রাতারাতি ভাবে ছড়িয়ে পড়েছে। যার কারণে এখন সব মানুষই এই বিটকয়েনে কাজ চালিয়ে যেতে পারছে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: ttcsalam on March 20, 2021, 06:16:02 PM
বিটফ্লায়ার একটি জাপনি ক্রিপ্টো একচেঞ্জার তাদের একটি গবেষনা প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যুক্তরাষ্ট্রে 76% মানুষ এখন ক্রিপ্টোকারেন্সিকে পছন্দ করে আর অন্যদিকে 78% জাপানি এটাকে নেগেটিভটি চিন্তা করে। তবে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে এমন অবস্থা ছিলনা এর একমাত্র কারণ হতে পারে কোভিড সিটিউয়েশান। সবচেয়ে বড় খবর হলো বিনিয়োগে এখন স্বর্ণকে পিছনে ফেলে ক্রিপ্টোজগতে বেশী যেটা আমাদের জন্য খুবই আশাব্যাঞ্জক।

আপনাদের মতামত আশাকরি।
এটা অবশ্যই যে কোন দেশের বিনিয়োগকারীদের জন্য একটা অনেক ভালো দিক আমি মনে করি।যখন অনেক বেশি বিনিয়োগ কারী বৃদ্ধি পাবে প্রতি নিয়ত নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন তৈরী হবে বলে আমার বিশ্বাস।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Sonjoy on March 21, 2021, 02:04:46 AM
দিন দিন সবায় ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে বেশি বেশি জ্ঞান লাভ করছে। কিভাবে বিটকয়েন ইনকাম করা যায় অনেকেই তার উপায় বের করছে। বিশেষ করে নতুন প্রজন্মের মানুষের উপর তার প্রভাব বেশি। তাই আশানুরূপভাবেই এমনটা হচ্ছে এতে আমি বিচলিত নয়।
হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন দিনদিন ক্রিপ্টোকারেন্সি এর প্রতি মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে এবং এটি সম্পর্কে জ্ঞান লাভ করতে চেয়ে এবং এর নিয়ে অনেক কাজ করতেছে মানুষ সবাই এই সম্পর্কে আকৃষ্ট হচ্ছে বেশি বিটকয়েন থেকে নিজেকে নিজের ভবিষ্যৎ গড়ে তুলেছে এজন্য আপনি ও আপনার চেষ্টা দিয়ে কাজ করুন এবং বিটকয়েনের সফলতা অর্জন করার চেষ্টা করুন ধন্যবাদ
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Dark Knight on April 05, 2021, 04:52:51 AM
বিটফ্লায়ার একটি জাপনি ক্রিপ্টো একচেঞ্জার তাদের একটি গবেষনা প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যুক্তরাষ্ট্রে 76% মানুষ এখন ক্রিপ্টোকারেন্সিকে পছন্দ করে আর অন্যদিকে 78% জাপানি এটাকে নেগেটিভটি চিন্তা করে। তবে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে এমন অবস্থা ছিলনা এর একমাত্র কারণ হতে পারে কোভিড সিটিউয়েশান। সবচেয়ে বড় খবর হলো বিনিয়োগে এখন স্বর্ণকে পিছনে ফেলে ক্রিপ্টোজগতে বেশী যেটা আমাদের জন্য খুবই আশাব্যাঞ্জক।

আপনাদের মতামত আশাকরি।
আসলে বলতে গেলে সারা পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। প্রযুক্তিনির্ভর হওয়াতে মানুষ এখন ক্রিপ্টোকারেন্সি প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। যার জন্য মানুষ ক্রিপ্টোকারেন্সিতে যুক্ত হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি তে যেকোনো ধরনের কয়েনি এখন ভালো পারফর্মেন্স দেখাচ্ছে। যার ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে ক্রিপ্টোকারেন্সিতে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Goldlife on April 05, 2021, 09:41:30 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি কাছে স্বর্ণ তো দূরের কথা কেউ পারবে না কারণ হীরের থেকেও এখন বেশি জনপ্রিয় হয়ে উঠছে বিটকয়েন আর দামের দিক থেকেও অনেক বেশি বিরাট থেকেও তাই আমি বলবো সবাইকে যে আপনারা যারা এখানে কাজ করেন তারা প্রতিনিয়ত কাজ করে যাবেন এর ভবিষ্যৎ কিন্তু সুনিশ্চিত
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Random203 on April 11, 2021, 04:35:51 AM
উন্নত রাষ্ট্র গুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।  সেখানে সিংহভাগ মানুষই উচ্চবিত্ত, অল্প সংখ্যক মানুষ মধ্যবিত্ত আর নিম্নবিত্ত নেই বললেই চলে।
তাদের প্রচুর পরিমানে অর্থ   বিত্ত থাকার ফলে তারা সোনার বিকল্প হিসেবে বিটকয়েনে বিনিয়োগ করে, কারণ এখান থেকে তাদের প্রচুর পরিমানে প্রফিট আসার সম্ভাবনা থাকে, কিন্তু সোনার দাম স্থিতিশীল থাকে এবং সোনা থেকে তেমন মুনাফা পাওয়ার সম্ভাবনা নেই ।                           
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Niloy on May 04, 2021, 04:58:07 PM
বর্তমানে সারাবিশ্বে দিন দিন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। বর্তমান প্রজন্ম ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছে। কারণ ডিজিটাল মুদ্রা বা বিটকয়েন ব্যবহার খুব সহজ এবং এটি লেনদেনে খরচ কম । আর স্বর্ণ হল স্থিতিশীল তাই বর্তমান প্রজন্ম স্বর্ণ বিনিয়োগ না করে বিটকয়েনের বিনিয়োগ করে থাকে।কারণ বিটকয়েনের বিনিয়োগ করলে ভবিষ্যতে বিনিয়োগকারীরা লাভবান হতে পারবে। অনেক লোক আছে যারা বিটকয়েনে বিনিয়োগ করে তাদের জীবনকে পাল্টেতে সক্ষম হয়েছে।তাই বর্তমান প্রজন্ম স্বর্ণতে বিনিয়োগ না করে বিটকয়েনের বিনিয়োগ করতে করতে বেশি পছন্দ করে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Md.Nurnobe3483 on May 06, 2021, 11:08:42 AM
উন্নত রাষ্ট্র গুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।  সেখানে সিংহভাগ মানুষই উচ্চবিত্ত, অল্প সংখ্যক মানুষ মধ্যবিত্ত আর নিম্নবিত্ত নেই বললেই চলে।
তাদের প্রচুর পরিমানে অর্থ   বিত্ত থাকার ফলে তারা সোনার বিকল্প হিসেবে বিটকয়েনে বিনিয়োগ করে, কারণ এখান থেকে তাদের প্রচুর পরিমানে প্রফিট আসার সম্ভাবনা থাকে, কিন্তু সোনার দাম স্থিতিশীল থাকে এবং সোনা থেকে তেমন মুনাফা পাওয়ার সম্ভাবনা নেই ।                           
আপনি ঠিক বলেছেন আপনার সাথে আমি একমত রয়েছি। কারণ উন্নত রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি উন্নত রাষ্ট্র হল যুক্তরাষ্ট্র। সেখানকার জনসংখ্যার দিক থেকে অনেক কম। এবং ওখানকার প্রায় মানুষই ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত রয়েছে। তারা ওখান থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে নিচ্ছে। তাদের আছে এর জন্য সোনার বিকল্পে বিটকয়েন কে তুলে নিয়েছে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Mosarof on June 23, 2021, 06:57:19 AM
বিটফ্লায়ার একটি জাপনি ক্রিপ্টো একচেঞ্জার তাদের একটি গবেষনা প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যুক্তরাষ্ট্রে 76% মানুষ এখন ক্রিপ্টোকারেন্সিকে পছন্দ করে আর অন্যদিকে 78% জাপানি এটাকে নেগেটিভটি চিন্তা করে। তবে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে এমন অবস্থা ছিলনা এর একমাত্র কারণ হতে পারে কোভিড সিটিউয়েশান। সবচেয়ে বড় খবর হলো বিনিয়োগে এখন স্বর্ণকে পিছনে ফেলে ক্রিপ্টোজগতে বেশী যেটা আমাদের জন্য খুবই আশাব্যাঞ্জক।

আপনাদের মতামত আশাকরি।
বিটকয়েন স্বর্ণের চেয়ে কম মূল্যে নয় কারণ বিশ্বের সকল মুদ্রা জগতের সেরা মুদ্রা হিসেবে স্বীকৃতি পেয়েছে বিটকয়েন। বিশ্বের বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতেও বিটকয়েনের লেনদেন বেড়েছে যাচ্ছে বিটকয়েনে অনেক সহজ ভাবে মেইনটেইন করে সুযোগ সুবিধা উপভোগ করা যায়।স্বর্ণ স্থিতিশীল তাই স্বর্ণ বিনিয়োগ না করে সবাই সবাই বিটকয়েন বিনীয়গ করে যাচ্ছে। যার কারণে পৃথিবীর বড় বড় ইনভেস্টর রা বিনিয়োগ করে প্রচুর অর্থ উপার্জন করে যাচ্ছে। তাই বর্তমান সময়ে সর্ণ তে বিনিয়োগ না করে বিটকয়েনে বিনিয়োগ করতেছে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Maxtel on July 01, 2021, 05:13:59 AM
আসলে বর্তমান প্রজন্ম যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে বেশি পছন্দ করে। যদিও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিনিয়োগে ঝুঁকি সোনায় বিনিয়োগের চেয়ে বেশি। তথাপি তারা বিটকয়েনের পিছনে দেশে ছুটছে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Brithyislam on July 02, 2021, 10:28:45 AM
সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন। বর্তমান সময়ে বিটকয়েনের দাম অনেকটাই কমে গিয়েছে যখন বিটকয়েনের দাম 60 হাজার ডলার ছিল তখন বিটকয়েন অনেকে তা নক্ষত্রের মতো তুলনা করেছেন। এর কারণ হলো বিটকয়েনের দাম তখন রকেটের গতি বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু কিছুদিন ধরে বিটকয়েনের দাম কমতে শুরু করেছে এই বিটকয়েনের দাম কমতে কমতে বর্তমান সময়ে এখন হয়ে দাঁড়িয়েছে মাত্র 30 হাজার ডলার কিন্তু খুব তাড়াতাড়ি বিটকয়েনের দাম আবার বৃদ্ধি পাবে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Diknel on August 01, 2021, 05:39:45 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটি মুদ্রা বিটকয়েন। দিন দিন বিটকয়েনের জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে। সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন। বর্তমানে মানুষ স্বর্ণের চেয়ে বিটকয়েনের বিনিয়োগকে বেশি পছন্দ করে। তাই মানুষ স্বর্ণ তে  বিনিয়োগ না করে বিটকয়েনে বিনিয়োগ করছে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Abdulkana on August 12, 2021, 04:08:23 AM
করোনাভাইরাস এর দাম অনেকটা কমে গিয়েছিল বর্তমানে স্বর্ণ ব্যবহার করা কমিয়ে দিয়েছে, দিন যত বাড়ছে মানুষের সহানুভূতি আকর্ষণ তত্ত্বের কমে যাচ্ছে বর্তমান যুগে ইন্টারনেটের যুগে জনপ্রিয়তা অনেক জনপ্রিয়তা বাড়ছে তাই মানুষ বিনিয়োগ করছে বিটকয়েনে তাই সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসেবে এখন যুক্তরাষ্ট্রকে স্বর্ণ কে পেছনে ফেলেছে বিটকয়েন
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Tunir Baap on October 25, 2021, 05:27:37 PM
অনলাইনে নিউজ ঘাটাঘাটি করতে গিয়ে আমি এই ধরনের একটি নিউজ পড়েছি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মানুষ স্বর্ণের এর পরিবর্তে বিটকয়েন কে বেশি প্রাধান্য দিচ্ছে। মানুষ এখন স্বর্ণ ক্রয় করার পরিবর্তে বিটকয়েন ক্রয় করে হোল্ড করে রেখে দিচ্ছে। কারণ ভবিষ্যতে নাকি বিটকয়েন খুবই একটি ভাল অবস্থায় যাওয়ার কথা রয়েছে। যা স্বর্ণ এর পক্ষে সম্ভব না। এজন্যই হয়তো মানুষ স্বর্ণ তুলনায় বিটকয়েন কে বেশি প্রাধান্য দিচ্ছে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Clearman on October 28, 2021, 10:35:35 AM
ক্রিপ্টোকারেন্সি সারাবিশ্বে জালের মতো ছড়িয়ে রয়েছে। কারণ কমবেশি সকল দেশে ক্রিপ্টোকারেন্সি প্রভাব বিস্তার করেছে যার কারণে যদি বৈধ হয় তাহলে বিটকয়েন এর ব্যবহার প্রকাশ্যে করছে এবং যদি অবৈধ হয় তাহলে গোপনে বিটকয়েনের ব্যবহার করছে। তাই কমবেশি সকল দেশে বিটকয়েনের ব্যবহার রয়েছে। যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম যদিও বেশি তার চেয়ে বেশি দামি হিসেবে বিটকয়েন কে তুলনা করা হয়েছে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Piku on October 28, 2021, 10:40:06 AM
যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে যখন ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়। তখন এটি বলার অপেক্ষা রাখে না যে আমাদের দেশে অনুমোদন পেলে বা অনুমোদন ছাড়াই অনেক বেশি জনপ্রিয় হবে। একটা সময় আসবে যখন উন্নত দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করবে। এবং 98 পারসেন্ট মানুষ ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং পছন্দ করবে। তাই সারা পৃথিবীব্যাপী ক্রিপ্টোকারেন্সি এর ভবিষ্যৎ অনেক ভালো।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Linda78 on November 09, 2021, 05:12:17 PM
সারা বিশ্বজুড়ে বিটকয়েনের প্রসার অনেক বেশি। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে যখন ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয় সেখানে আমাদের দেশে ব্যাপক ভাবে ব্যর্থ। যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মানুষ স্বর্ণ তে বিনিয়োগ না করে বিটকয়েনে বিনিয়োগ করছেন কারণ স্বর্ণ স্থিতিশীল মুদ্রা কিন্তু বিটকয়েনে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদিও রিক্স থাকে। যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম যদিও বেশি তথাপি বিটকয়েন কে বেশি সাপোর্ট করে থাকে। বিশ্বের উন্নত দেশগুলোতে বিটকয়েনে লেনদেন হয়ে থাকে এবং কি সকল বড় বড় প্রতিষ্ঠান বিজ্ঞানের সাথে সংযুক্ত।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Tepona on November 15, 2021, 02:42:02 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে জনপ্রিয় মুদ্রা হলো বিটকয়েন ‌। এবং দিন দিন বিটকয়েন এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েই যাচ্ছে। বর্তমানে মানুষ সোনার চেয়ে বিটকয়েন কে প্রধান্য দেয় বেশি। এবং মানুষ স্বর্ণ তে বিনিয়োগ না করে বিটকয়েনে বিনিয়োগ করছে। তাই সর্বাধিক জনপ্রিয় ও বিনিয়োগ হিসেবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণ কে পিছনে ফেলে বিটকয়েন।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: ttcsalam on December 29, 2021, 06:07:18 PM
বিটফ্লায়ার একটি জাপনি ক্রিপ্টো একচেঞ্জার তাদের একটি গবেষনা প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যুক্তরাষ্ট্রে 76% মানুষ এখন ক্রিপ্টোকারেন্সিকে পছন্দ করে আর অন্যদিকে 78% জাপানি এটাকে নেগেটিভটি চিন্তা করে। তবে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে এমন অবস্থা ছিলনা এর একমাত্র কারণ হতে পারে কোভিড সিটিউয়েশান। সবচেয়ে বড় খবর হলো বিনিয়োগে এখন স্বর্ণকে পিছনে ফেলে ক্রিপ্টোজগতে বেশী যেটা আমাদের জন্য খুবই আশাব্যাঞ্জক।

আপনাদের মতামত আশাকরি।
আমি মনে করি এটা আমাদের মত ছোট এবং সল্প উন্নত দেশ গুলোর জন্য এটা একটি শুভ খবর কেননা আমরা মনে করি এটা অধুর ভবিষৎ এ যখন উন্নত দেশ গুলো এটার বৈধ্যতা দেওয়া শুরু করবে তখন আমাদের জন্য এটা ইতিবাক দিক বয়ে নিয়ে আসবে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Fulshai on March 17, 2022, 06:47:16 PM
বর্তমানে সারাবিশ্বে বিটকয়েনের বহু জনপ্রিয়তা রয়েছে। বর্তমান দিন দিন বাড়ছে বিটকয়েন এর জনপ্রিয়তা। প্রায় যুক্তরাষ্ট্রসহ সব দেশেই বিটকয়েন এর জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে মানুষ সোনার চেয়ে বিট কয়েনের মূল্য বেশি দিচ্ছে। কারণ বর্তমানে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন বিটকয়েন ব্যবহার করছে। তাই বলা যায় সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ হিসাবে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য রাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলেছে বিটকয়েন।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Centus on March 25, 2022, 05:21:31 AM
বর্তমানে দ্বিগুণ হারে বেড়েছে বিটকয়েন এর জনপ্রিয়তা। মানুষ এখন সোনার চেয়ে বিটকয়েনে বিনিয়োগ করতে পছন্দ করে বেশি। আমি মনে করি এমন একটা সময় আসবে যখন মানুষ বিটকয়েন দিয়ে লেনদেন শুরু করবে। সারা বিশ্বের মানুষ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পছন্দ করবে। প্রায় সব মানুষই ক্রিপ্টোকারেন্সি নিয়ে অবগত থাকবে। তারা মনে করবে আমরা যদি বিটকয়েনে বিনিয়োগ করি তাহলে এখান থেকে আমরা অনেক লাভবান হতে পারব। তাই ভবিষ্যতে বিটকয়েন আরো ভালো অবস্থানে যাবে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Cinno3 on April 03, 2022, 12:52:20 PM
বর্তমানে মানুষ সোনার চেয়ে ক্রিপ্টোকারেন্সি কে পছন্দ করে বেশি। বিশ্বের প্রায় সব দেশেই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হয়ে থাকে। যে দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ সে দেশের মানুষও এখন ক্রিপ্টোকারেন্সি তে লেনদেন করতে পছন্দ করে। মানুষ এখন স্বর্ণের চেয়ে বিটকয়েন নিয়ে অনেক চিন্তা ভাবনা বেশি করে। কারণ বিটকয়েনের লেনদেন করে খুবই লাববান হওয়া যায়। এবং বিটকয়েনে লেনদেন করা অনেকটাই সহজ।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Bitrab on July 21, 2022, 09:27:29 AM
বর্তমানে মানুষের কাছে ক্রিপ্টোকারেন্সি গুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মানুষ এখন ক্রিপ্টোকারেন্সি গুলো দিয়ে লেনদেন করতে আগ্রহী অনেক বেশি। তাই বিটকয়েন বর্তমানে অধিক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান মানুষের কাছে সোনার চেয়ে বিটকয়েনের মূল্য বেশি। বিশ্বের সকল মুদ্রার চেয়ে বিটকয়েন সেরা মুদ্রা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই যুক্তরাষ্ট্রে মানুষ সোনাতে বিনিয়োগ না করে বিটকয়েনে বিনিয়োগ করে যাচ্ছে। সোনার তুলনায় বিটকয়েনে বিনিয়োগ করে বেশি লাভবান হচ্ছে।
Title: Re: সর্বাধিক জনপ্রিয় বিনিয়োগ হিসাবে এখন যুক্তরাষ্ট্রে স্বর্ণকে পিছনে ফেলে বিটকয়েন !!
Post by: Madmax789 on November 22, 2022, 08:04:00 PM
আমি ফর্মে নতুন তবে আমার জানা মতে দিনদিন ক্রিপ্টোকারেন্সি এতটাই জনপ্রিয় হয়ে উঠছে যে মানুষ এখন স্বর্ণের চেয়ে বিটকয়েনের বিনিয়োগকে বেশি পছন্দ করতেছে। আমেরিকানরাও সেদিক দিয়ে একই অবস্থানে আছে। তারাও মনে করতেছে স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ায় বিটকয়েনে বিনিয়োগকে বেশি লাভজনক বলে মনে করতেছেন। তাই এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চেলেছে।