Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Farhana on March 09, 2021, 07:59:16 PM

Title: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on March 09, 2021, 07:59:16 PM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Cleanerbd on March 10, 2021, 04:11:11 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
আপনি কিভাবে বুঝবেন যে নতুন কোনো বাউন্টি এসেছে কিনা।শুনেন আপনি যদি প্রতিদিন বাউন্টি সেকশন চেক করেন তাহলে তাহলে কিছুটা হলে বুঝতে পারবেন। আর যেই বাউন্টি নতুন আসবে সেটি সবার উপরে থাকবে। আর আপনি সকল বাউন্টি এর পেজ সংখ্যা খেয়াল করবেন। দেখবেন পুরাতন বাউন্টিগুলোর পেজ সংখ্যা বেশী।  তবে আপনি প্রতিটি বাউন্টির তারিখ দেখবেন।
আবার এটা মনে রাখতে হবে নতুন বাউন্টি আসা মাত্রই সেগুলো পূরন হতে শুরু করে। তাই প্রতিদিন একটু সময় নিয়ে বাউন্টি সেকশন চেক করবেন। আমি আরেকটা উপায় বলে দেয়। আমাদের বাংলা বোর্ডে সকল নতুন বাউন্টির আপডেট দেওয়া হয়।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Rubel007 on March 10, 2021, 07:18:31 AM
এটা খুবই সহজ বিষয় আপনি ফোরামের বাউন্টি সেকশনে গিয়ে ডান দিকে নোটিফাই একটি অপশন আছে সেটা চালু করে দিলে এখান থেকে নিয়মিত আপডেট পেয়ে যাবেন। আপনার মেইল এ সরাসরি মেইল চলে যাবে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Goldlife on March 10, 2021, 08:12:23 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
ফোরামে যখন 12 টি লঞ্চ হয় তখন আপনাকে সেই বান্কিপরে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং পড়তে হবে সেটি আপনাকে প্রদান করতে হবে যেমন ।

প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কোন কোন ক্যাম্পেইনে জয়েন হতে চান।
ভান্ডি করার জন্য আপনাকে প্রথমে একটি এপ্লিকেশন পোস্ট করতে হবে সেখানে আপনার আপনি যে যে ক্যাম্পেইনের জয়েন করবেন সেই সেই ক্যাম্পেইনের প্রোফাইল লিংক আপনার দিতে হবে সোশ্যাল মিডিয়ার তারপর আপনার এড্রেস দিতে হবে।

অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে সেখানকার লিঙ্ক এনে এক জায়গায় রেখে তারপরে আপনি ফরম ফিলাপ করতে হবে ফরম ফিলাপের জন্য আপনাকে যা যা করতে হবে ওখানে একটি লিস্ট দেওয়া থাকবে এবং সে অনুযায়ী আপনাকে প্রফাইল লিনক অ্যাড্রেস আপনাকে প্রদান করতে হবে এবং সবগুলো ইনফর্মেশন যদি আপনার সঠিক হয় তাহলে আপনি সাবমিট করবেন তাহলে আপনার বাড়িতে জয়েন করা কাজ শেষ তারপর আপনাকে নিয়ম অনুসারে কাজ করতে হবে এবং সে কাজ করার জন্য আপনাকে দেখতে হবে লিস্টে থাকা মধ্যে আপনার সব কিছু লেখা থাকবে কখন কি কাজ করতে হবে সে অনুযায়ী আপনি কাজ করতে হবে ধন্যবাদ
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on March 10, 2021, 08:17:12 AM
ধন্যবাদ নয় কৃতজ্ঞতা স্বীকার করি, আপনার এত সুন্দর উত্তর আমি আশা করিনাই, আমার জন্য এটি খুবিই উপকারে আসবে। আপনাদের এত সাবলীল সমাধানে আমাদের মত নতুনদের সামনে থেকে বিশাল সমস্যার পাহাড় সরে যায়। শুরু হয় নতুন স্বপ্ন। সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on March 10, 2021, 08:24:45 AM
এটা খুবই সহজ বিষয় আপনি ফোরামের বাউন্টি সেকশনে গিয়ে ডান দিকে নোটিফাই একটি অপশন আছে সেটা চালু করে দিলে এখান থেকে নিয়মিত আপডেট পেয়ে যাবেন। আপনার মেইল এ সরাসরি মেইল চলে যাবে।
ধন্যবাদ নয় কৃতজ্ঞতা স্বীকার করি, আপনার এত সুন্দর উত্তর আমার কাছে আশাধিক, আমার জন্য এটি খুবিই উপকারে আসবে। আপনাদের এত সাবলীল সমাধানে আমাদের মত নতুনদের সামনে থেকে বিশাল সমস্যার পাহাড় সরে যায়। শুরু হয় নতুন স্বপ্ন, সব সময় নতুন কিছু শিখি, কাজের উদ্যোমটা ১০০% বেড়ে যায়। সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Ricky on March 10, 2021, 10:13:15 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
আপনি খেয়াল করে দেখবেন এই ফোরামে বাউন্টি ক্যাম্পেইনের জন্য একটি বাউন্টি সেকশন রয়েছে। আপনি প্রত্যেকদিন বাউন্টি সেকশনে গিয়ে চেক করতে পারেন। তাহলেই আপনি নতুন বাউন্টি আসলে বুঝতে পারবেন। অথবা আপনি চাইলে বাউন্টি সেকশনে গিয়ে নোটিফিকেশন অপশন অন করে রাখতে পারেন তাতে হবে কি যখনই নতুন কোন বাউন্টি ক্যাম্পেইন আসবে সাথে সাথে আপনার জিমেইলে নোটিফিকেশন শো করবে। আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পেরেছি।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: babu10 on March 10, 2021, 03:57:33 PM
এটা খুবই সহজ বিষয় আপনি ফোরামের বাউন্টি সেকশনে গিয়ে ডান দিকে নোটিফাই একটি অপশন আছে সেটা চালু করে দিলে এখান থেকে নিয়মিত আপডেট পেয়ে যাবেন। আপনার মেইল এ সরাসরি মেইল চলে যাবে।
ধন্যবাদ নয় কৃতজ্ঞতা স্বীকার করি, আপনার এত সুন্দর উত্তর আমার কাছে আশাধিক, আমার জন্য এটি খুবিই উপকারে আসবে। আপনাদের এত সাবলীল সমাধানে আমাদের মত নতুনদের সামনে থেকে বিশাল সমস্যার পাহাড় সরে যায়। শুরু হয় নতুন স্বপ্ন, সব সময় নতুন কিছু শিখি, কাজের উদ্যোমটা ১০০% বেড়ে যায়। সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি।

উত্তরটা অনেকটা সঠিক তবে সবসময় সব বাউন্টির ম্যাসেজও আসে না তাই আপনাকে সময় পেলেই বাউন্টি সেকশন চেক করে নিতে হবে তাছাড়া পারেলে কয়েকজন মিলে একটা গ্রুপ করে নেন যাতে যেই কোন একজন দেখলেই সবাইকে বলতে পারে। গ্রুপের সুবিধা হলো কারো না কারে চোখে পড়বেই আর এখনতো পার্টিসিপেন্টও লিমিটেড করে দেয়া থাকে তাই সময়মত জানাটা জরুরী।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: raisajahan on March 10, 2021, 06:08:27 PM
আপনার জানার চেষ্টা থাকে বোঝা যায় আপনি ভাল কিছু করতে পারবেন যদি কাজটাকে সিরিয়াসলি নেন। আপনাকে অবশ্যই ফোরামে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি প্রতি নিয়ত নিচের লিংক টি ফলো করতে পারেন।
https://www.altcoinstalks.com/index.php?board=22.0
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Rothi roy on March 11, 2021, 11:06:03 AM
আমি এই ফোরামে নতুন হাওয়ায় এ বিষয়ে তেমন কিছু জানি না।

সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটি টপিকস তৈরি করেছেন। আমি নতুন হাওয়ায় জানিনা যে কিভাবে বাউন্টি জয়েন করতে হয় এবং নতুন কোন বাউন্টি আসছে কিনা। এই ফোরামের সিনিয়র ভাই যারা আছেন দয়া করে সাহায্য করবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Sonjoy on March 11, 2021, 12:59:38 PM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
ফোরামে বামুন্ডি সম্পর্কে এভেলেবেল পোস্ট আছে সেগুলো আপনি ভালোভাবে পড়ে বুঝে তারপরে পড়ার মেয়ের বাড়িতে কাজ করতে যাবেন তাহলে সাকসেসফুল হতে পারবেন দেখেন একটু মাথা খাটালেই দেখতে পারবেন যে কতগুলো পোস্ট করে রেখেছে মডারেটররা পোস্টগুলা আপনি করেন এবং পোস্ট গুলা পড়েন ভালোভাবে
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Malam90 on March 12, 2021, 03:15:20 AM
আপনি ২ ভাবে জানতে পারবেন নতুন কোন বাউন্টি আসলে।
প্রথমত: আপনি বাউন্টি সেকশনে ( https://www.altcoinstalks.com/index.php?board=22.0) নিয়মিত একটিভ থাকবেন। নোটিফাই করে রাখুন, বাউন্টি আসলেই আপনার ইমেইলে নোটিফিকেশন চলে যাবে।
দ্বিতীয়ত: আমাদের চাইল্ডবোর্ড স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা (https://www.altcoinstalks.com/index.php?board=393.0) এখানে একটিভ থাকলে জানতে পারবেন। https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0 এই টপিকে নিয়মিত বাউন্টির তথ্য আপডেট করা হয়। এখানেও পাবেন সবগুলো লিংক।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Mj joy on March 12, 2021, 05:22:03 AM
এটা খুবই সহজ বিষয় আপনি ফোরামের বাউন্টি সেকশনে গিয়ে ডান দিকে নোটিফাই একটি অপশন আছে সেটা চালু করে দিলে এখান থেকে নিয়মিত আপডেট পেয়ে যাবেন। আপনার মেইল এ সরাসরি মেইল চলে যাবে।
ধন্যবাদ নয় কৃতজ্ঞতা স্বীকার করি, আপনার এত সুন্দর উত্তর আমার কাছে আশাধিক, আমার জন্য এটি খুবিই উপকারে আসবে। আপনাদের এত সাবলীল সমাধানে আমাদের মত নতুনদের সামনে থেকে বিশাল সমস্যার পাহাড় সরে যায়। শুরু হয় নতুন স্বপ্ন, সব সময় নতুন কিছু শিখি, কাজের উদ্যোমটা ১০০% বেড়ে যায়। সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি।

উত্তরটা অনেকটা সঠিক তবে সবসময় সব বাউন্টির ম্যাসেজও আসে না তাই আপনাকে সময় পেলেই বাউন্টি সেকশন চেক করে নিতে হবে তাছাড়া পারেলে কয়েকজন মিলে একটা গ্রুপ করে নেন যাতে যেই কোন একজন দেখলেই সবাইকে বলতে পারে। গ্রুপের সুবিধা হলো কারো না কারে চোখে পড়বেই আর এখনতো পার্টিসিপেন্টও লিমিটেড করে দেয়া থাকে তাই সময়মত জানাটা জরুরী।
  বাবু ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে আমি একমত গ্রুপ খুলে রাখলে অনেক সুবিধা হয় কারণ গ্রুপের কারো না কারো চোখে অবশ্যই পড়বে যে নতুন বাউন্টি এসেছে ।  তারা নোটিফাই এক করলেও অনেক সময় বোঝা যায় ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় নোটিফিকেশন আসে না জিমেইলে অনেক প্রবলেম হয় ।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Milon626 on March 12, 2021, 05:58:11 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
আপনি কিভাবে বুঝবেন যে নতুন কোনো বাউন্টি এসেছে কিনা।শুনেন আপনি যদি প্রতিদিন বাউন্টি সেকশন চেক করেন তাহলে তাহলে কিছুটা হলে বুঝতে পারবেন। আর যেই বাউন্টি নতুন আসবে সেটি সবার উপরে থাকবে। আর আপনি সকল বাউন্টি এর পেজ সংখ্যা খেয়াল করবেন। দেখবেন পুরাতন বাউন্টিগুলোর পেজ সংখ্যা বেশী।  তবে আপনি প্রতিটি বাউন্টির তারিখ দেখবেন।
আবার এটা মনে রাখতে হবে নতুন বাউন্টি আসা মাত্রই সেগুলো পূরন হতে শুরু করে। তাই প্রতিদিন একটু সময় নিয়ে বাউন্টি সেকশন চেক করবেন। আমি আরেকটা উপায় বলে দেয়। আমাদের বাংলা বোর্ডে সকল নতুন বাউন্টির আপডেট দেওয়া হয়।
হুম, আপনি ঠিকই বলেছে৷।  আমাদের সকলের জন্যই বাউন্টি আসার আপডেট নিউজ পাওয়ার সহজ মাধ্যম হলো আমাদের  বাংলা লোকাল বোর্ডের যে চাইল্ড বোর্ড আছে  সেখানে চেক করে পেতে পারি।  সেখানে মালাম ভাই প্রতিনিয়ত আপডেট নিউজ দিয়ে থাকে।                   
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Dark Knight on March 13, 2021, 02:54:27 PM
নতুন বাউন্টি আসলে কিভাবে বুঝবেন সেটা হলো আপনি বাউন্টি পেজে গিয়ে নোটিফিকেশন অপশন আছে সেখানে ক্লিক করে আপনার ইমেইলের সাথে কানেট করে নিবেন। যখন বাউন্টি আসবে তখন আপনার ইমেইলে নোটিফিকেশন আসবে। তাছাড়া অন্য আরেকটি উপায় হলো আপনি বাউন্টি পেজ নামিয়ে নেবেন। যখন নতুন কোন বাউন্টি আসবে তখন সেই বাউন্টি প্রজেক্ট সবার উপরে থাকবে। এভাবেই নতুনরা বাউন্টি আসলে বুঝতে পারবে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: ExtraPoint on March 14, 2021, 01:42:11 PM
বাউন্টি পেজ নামিয়ে নিলে বোঝা যাবে যে নতুন বাউন্টি আসছে কিনা। নতুন বাউন্টি আসলে বাউন্টি পেইজের সব থেকে আগে থাকবে সেই বাউন্টি প্রজেক্ট। নতুন বাউন্টি আসলে বোঝা যাবে যদি আপনি নোটিফিকেশন অন করে রাখেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Mr America on March 14, 2021, 02:01:03 PM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
আমার মনে হয় আপনি সঠিক প্রশ্ন করেছেন। আসলে নতুন এয়ার্ড্রপ অথবা বাউন্টি ক্যাম্পেইন যদি আসে তাহলে আমরা সেটা কিভাবে বুঝতে পারবো। যদি কোনো ভাই এ বিষয়ে জেনে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমেই জেনে নিতে পারবো।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Laxmi Sharma on March 15, 2021, 06:42:21 PM
আপনি বাউন্টিস এন্ড রিওয়ার্ড পেজটা হোমপেজ করে নিতে পারেন। আর আপনাকে সব সময় বাউন্টিস এন্ড রিওয়ার্ড অপশনে গিয়ে চেক করে দেখতে হবে। তাছাড়া আর একটা উপায় রয়েছে আপনি নোটিফিকেশন অন করে রাখতে পারেন তাহলে নতুন বাউন্টি ক্যাম্পেইন আসার সাথে সাথে আপনি আপনার জিমেইলে নোটিফিকেশন পেয়ে যাবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Password on March 16, 2021, 03:59:05 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
সিনিয়র ভাইয়ের সাথে আমি একমত কারণ ফোরামে আমি একদম নতুন বেশ কিছুদিন ধরে এখানে কাজ করছি কিন্তু ঠিকমতো বুঝিনা যে কিভাবে বাউন্টিতে জয়েন হতে হয়। আর বাউন্টি আসলে কেমন করে বুঝব। এই দুটি বিষয় আমি এখনো সঠিক জানতে পারিনি। ফোরামের সিনিয়র ভাইদের সাহায্য কামনা করছি তারা হয়তো আমাকে এ দুটি সম্পর্কে অনেক ভালো পরামর্শ দিবে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Tubelight on March 16, 2021, 04:35:36 AM
ফোরামে যেহেতু আমরা নতুন তাই আমাদের উচিত প্রত্যেকদিন বাউন্টি সেট চেক করা।আমরা যদি প্রত্যেকদিন বাউন্টি সেকশন চেক করি তাহলে আমরা জানতে পারব যে নতুন কোন বাউন্টি আসলো কিনা। আশা করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on March 20, 2021, 06:23:12 PM
আমি এই ফোরামে নতুন হাওয়ায় এ বিষয়ে তেমন কিছু জানি না।

সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটি টপিকস তৈরি করেছেন। আমি নতুন হাওয়ায় জানিনা যে কিভাবে বাউন্টি জয়েন করতে হয় এবং নতুন কোন বাউন্টি আসছে কিনা। এই ফোরামের সিনিয়র ভাই যারা আছেন দয়া করে সাহায্য করবেন।

আপনাকেও ধন্যবাদ যে আপনি ফোরামে সকল পোস্ট গুরুত্বসহকারে দেখেন। আমি নতুন হিসেবে এই পোস্টটি করেছিলাম তাই এখানের সকল সিনিয়র ভাইয়েরা এবং সুযোগ্য মডারেটররা আমাকে যথেষ্ট সাবলীলভাবে উপস্থাপন করে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে নতুন বাউন্টি সম্পর্কে জানতে হয়। এবং সেটি দ্রুত জানা কতটা জরুরি। আমি আপনাকে সুযোগ্য মডারেটর Malam90 এর পোস্টে উল্লেখিত দুইটি লিংকে নজর রাখার জন্য বলব তাহলে আপনি আমার মত উপকৃত হবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Rockalo on March 21, 2021, 07:35:06 AM
নতুন আসলে ফোরামে একটিভ থাকলে বোঝা যায়। অথবা যদি ম্যানেজারের টেলিগ্রাম ম্যানেজমেন্ট চ্যানেল বা গ্রুপ থাকে সেখানে অ্যানাউন্সমেন্ট শেয়ার করা হয়। তাই নোটিফিকেশন অন রাখুন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on March 21, 2021, 07:21:36 PM
সকলের পরামর্শ পেয়ে আমি সত্যিই অভিভূত। সিনিয়র ভাই ও শ্রদ্ধেয় মডারেটর ভাইদের কাছ থেকে খুব ভাল ভাবে বুঝতে পেরেছি কিভাবে নতুন বাউন্টি আসলে সেটি বোঝা যায়। আমি ও নতুন দের উদ্দেশ্যে বলতে চাই বাউন্টি করতে আসলে প্রথম বিষয়টা হল আপনি এখানে কতটুকু সময় দিবেন, আপনি যদি ফুল টাইম সময় দেন তাহলে আপনার জন্য কোন সমস্যা না কারন আপনি নিজেই সবসময় বাউন্টি সেকশনে চোখ রাখতে পারবেন । আর আপনি যদি সবসময় সময় দিতে না পারেন তাহলে আপনাকে বাউন্টি সেকশনে নোটিফিকেশন অন করে রাখতে হবে, যখনি নতুন বাউন্টি আসবে তখনি আপনার ফোরাম রেজিষ্ট্রেশনের সময় দেওয়া মেইলে নোটিফিকেশন চলে যাবে। আপনাকে অবশ্যই সর্বদা ইন্টারনেট সংযোগ এক্টিভ রাখতে হবে কারন কিছু বাউন্টিতে অংশগ্রহনের সংখ্যা লিমিটেশন থাকে। আপনাকে ফোরামে সবসময় বাউন্টি এন্ড রিওয়ার্ডস এ চোখ রাখতে হবে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: HeartBit143 on March 22, 2021, 04:07:10 AM
নতুন বাউন্টি আসলে আমরা সেই নতুন বাউন্টিকে বাউন্টি সেকশনে প্রথম দিকেই পাবো এবং তাতে কমেন্ট ও পেজ সংখ্যা কম থাকে।  তাছাড়া আমাদের বাংলা লোকাল বোর্ডে বাউন্টি নিয়ে আলোচনা করার জন্য আলাদা সেকশন আছে, আপনি চাইলে সেখানে নিয়মিত এক্টিভ থেকে সকল আপডেট নিউজ পেতে পারেন।                                 
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Heron on March 22, 2021, 04:13:41 AM
আমি যতটুকু জানি নতুন বাউন্টি আসলে সেটা জানার কয়েকটি মাধ্যম রয়েছে যেমন,
১. আপনি বাউন্টি সেকশনে গিয়ে নোটিফিকেশন অন করে রাখতে পারেন যাতে নতুন বাউন্টি আসলে সাথে সাথে আপনার জিমেইলে নোটিফিকেশন চলে যাবে।
২. প্রতিনিয়ত আপনি বাউন্টি সেকশন চেক করে দেখতে পারেন।
৩. বাউন্টি ম্যানেজারদের টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হয়ে থাকতে পারেন যাতে নতুন বাউন্টি অথবা এয়ার্ড্রপ ক্যাম্পেইন যাই আসুক না কেনো, আপনি টেলিগ্রামে সেই ম্যাসেজটি পেয়ে যাবেন লিংক সহ।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Fighter on March 23, 2021, 04:23:36 PM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
নতুনরা বাউন্টি অপশনে গিয়ে নোটিফিকেশন অন করে রাখে তাহলে নতুন বাউন্টি আসলে বুঝতে পারবে। আরেকটি বিষয় আছে সেটা হল বাউন্টি পেজ নামাতে হবে। নতুন প্রজেক্ট আসলে আগে সেখানে দেখাবে যে নতুন প্রজেক্ট সবথেকে উপরে থাকবে। তখন দেখে ওই প্রোজেক্টের জয়েন করতে পারবে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Jokar on March 24, 2021, 08:26:28 PM
আমি এই ফর্মে নতুন জয়েন করেছি। নতুন বাউন্টি আসলে কিভাবে বুঝতে পারব। বাউন্টি করতে আমাদের কি কি লাগবে। দয়া করে সিনিয়র ভাইয়েরা যদি বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। বাউন্টি করে আমরা কি পরিমান প্রেমেন্ট পেতে পারি।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Centus on March 25, 2021, 04:44:00 AM
ফোরামে বাউন্টি সেকশনে আপডেট পাওয়া যায়। সেখানে নোটিফাই অন করে রাখুন। অন্যথায় টেলিগ্রাম চ্যানেলে লক্ষ্য করুন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on March 25, 2021, 11:36:28 AM
আপনি ২ ভাবে জানতে পারবেন নতুন কোন বাউন্টি আসলে।
প্রথমত: আপনি বাউন্টি সেকশনে ( https://www.altcoinstalks.com/index.php?board=22.0) নিয়মিত একটিভ থাকবেন। নোটিফাই করে রাখুন, বাউন্টি আসলেই আপনার ইমেইলে নোটিফিকেশন চলে যাবে।
দ্বিতীয়ত: আমাদের চাইল্ডবোর্ড স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা (https://www.altcoinstalks.com/index.php?board=393.0) এখানে একটিভ থাকলে জানতে পারবেন। https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0 এই টপিকে নিয়মিত বাউন্টির তথ্য আপডেট করা হয়। এখানেও পাবেন সবগুলো লিংক।

কৃতজ্ঞতা শ্রদ্ধেয় মডারেটর ও বাংলাদেশের প্রথম মিথিকাল পদ অর্জনকারী, আপনার পোস্ট দেখে সত্যিই আমি খুব খুশি, আমি আগেও বলেছি আপনি সৃজনশীল আপনার কাছ থেকে উত্তরগুলো একটু অন্যভাবে পাই যেখানে আর জানার শূন্যতা থাকেনা। অবশ্যই যারা এই পোস্ট খেয়াল করবে তারা অনেক উপকৃত হবে। তারা খুব সহজেই ২ ভাবে নতুন বাউন্টি আসলে তা জানতে পারবে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: kulkhan on March 25, 2021, 05:35:26 PM
ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। এটা নতুনদের জন্য খুব উপকারে আসবে। আমি খুব সংক্ষেপে বলছি, আপনি নোটিফিকেশন অপশন চালু করবেন যেটা ফোরামের উপরের অংশে আছে। আর দ্বিতীয় হল আপনি বাউন্টি এন্ড রিয়রডস এর মধ্যে ও প্রোজেক্ট গুলো পাবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on March 25, 2021, 06:35:14 PM
ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। এটা নতুনদের জন্য খুব উপকারে আসবে। আমি খুব সংক্ষেপে বলছি, আপনি নোটিফিকেশন অপশন চালু করবেন যেটা ফোরামের উপরের অংশে আছে। আর দ্বিতীয় হল আপনি বাউন্টি এন্ড রিয়রডস এর মধ্যে ও প্রোজেক্ট গুলো পাবেন।

ধন্যবাদ আপনাকে আপনার এই মুল্যবান মতামতের জন্য। আশা করি আপনার এই গুরুত্বপূর্ন তথ্য আমার কাজ করার জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ নয় কৃতজ্ঞতা আপনার প্রতি। সব সময় সহযোগিতে কামনা করি।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on March 25, 2021, 06:40:47 PM
নতুন বাউন্টি আসলে কিভাবে বুঝবেন সেটা হলো আপনি বাউন্টি পেজে গিয়ে নোটিফিকেশন অপশন আছে সেখানে ক্লিক করে আপনার ইমেইলের সাথে কানেট করে নিবেন। যখন বাউন্টি আসবে তখন আপনার ইমেইলে নোটিফিকেশন আসবে। তাছাড়া অন্য আরেকটি উপায় হলো আপনি বাউন্টি পেজ নামিয়ে নেবেন। যখন নতুন কোন বাউন্টি আসবে তখন সেই বাউন্টি প্রজেক্ট সবার উপরে থাকবে। এভাবেই নতুনরা বাউন্টি আসলে বুঝতে পারবে।

সিনিয়র ভাই আপনার গুরুত্বপূর্ন তথ্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার দেয়া পরামর্শ অনুযায়ি আমার কাজ করব ইনশাআল্লাহ । সিনিয়র ভাইয়ের কাছে আমার আর একটু অনুরোধ যে আপনি বলেছেন অন্য আরেকটি উপায় হলো আপনি বাউন্টি পেজ নামিয়ে নেবেন এই বিষয় টা বুঝতে পারিনি যদি দয়া করে একটু বিস্তারিত বলতেন। খুবই উপকারে আসতো। কৃতজ্ঞতা আপনার প্রতি। 
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: raisajahan on March 25, 2021, 06:46:56 PM
নতুন বাউন্টি সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই ফোরামে আপডেট থাকতে হবে। মাঝে মাঝে আপনাকে বাউন্টি সেকশন চেক করতে হবে। তাহলে নতুন বাউন্টি আসলে আপনি জানতে পারবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: President on March 25, 2021, 07:54:07 PM
ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। এটা নতুনদের জন্য খুবই উপকারী আসবে। আমি খুব সংক্ষেপে বলছি আপনি নোটিফিকেশন অবর্শন চালু করবেন যেটা ফরামের উপরের অংশে আছে। আর দ্বিতীয় হল আপনি বাউন্টি অ্যাড রিসোর্ট এর মাধ্যমে প্রজেক্ট গুলো পাবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on March 25, 2021, 08:08:58 PM
ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। এটা নতুনদের জন্য খুবই উপকারী আসবে। আমি খুব সংক্ষেপে বলছি আপনি নোটিফিকেশন অবর্শন চালু করবেন যেটা ফরামের উপরের অংশে আছে। আর দ্বিতীয় হল আপনি বাউন্টি অ্যাড রিসোর্ট এর মাধ্যমে প্রজেক্ট গুলো পাবেন।

ধন্যবাদ প্রিয় ভাই, আপনার পোস্ট টি অনেক চমৎকার হয়েছে, আপনি অতি গুরুত্বপূর্ন দুইটি উপায় তুলে ধরেছেন। আশা করি নতুনরা এখান থেকে শিখবে। আপনার উপকারের জন্য বলব আপনি অবশ্যই পোস্টের বানান গুলো পোস্ট করার আগে চেক করবেন।  এটি সুযোগ্য মডারেটরদের চোখে পড়লেই আপনাকে ওয়ারনিং দেবে । যেমন আপনি লিখেছেন নোটিফিকেশন অবর্শন, বাউন্টি অ্যাড রিসোর্ট | আর মনে রাখবেন মডারেটর দের চোখ ফাকি দেওয়া সহজ না।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on March 25, 2021, 08:13:25 PM
নতুন বাউন্টি সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই ফোরামে আপডেট থাকতে হবে। মাঝে মাঝে আপনাকে বাউন্টি সেকশন চেক করতে হবে। তাহলে নতুন বাউন্টি আসলে আপনি জানতে পারবেন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করি এত সুন্দর পোস্ট করার জন্য, নিশ্চিত এটি আমাদের উপকারে আসবে। প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে শিখছি আরো শিখব আশা করি। আপনাদের পরামর্শ আমাদের আগামীদিনের পথ চলার পাথেয় হিসেবে থাকবে ।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Jokar on March 27, 2021, 09:30:21 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
ফোরামে যখন 12 টি লঞ্চ হয় তখন আপনাকে সেই বান্কিপরে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং পড়তে হবে সেটি আপনাকে প্রদান করতে হবে যেমন ।

প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কোন কোন ক্যাম্পেইনে জয়েন হতে চান।
ভান্ডি করার জন্য আপনাকে প্রথমে একটি এপ্লিকেশন পোস্ট করতে হবে সেখানে আপনার আপনি যে যে ক্যাম্পেইনের জয়েন করবেন সেই সেই ক্যাম্পেইনের প্রোফাইল লিংক আপনার দিতে হবে সোশ্যাল মিডিয়ার তারপর আপনার এড্রেস দিতে হবে।

অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে সেখানকার লিঙ্ক এনে এক জায়গায় রেখে তারপরে আপনি ফরম ফিলাপ করতে হবে ফরম ফিলাপের জন্য আপনাকে যা যা করতে হবে ওখানে একটি লিস্ট দেওয়া থাকবে এবং সে অনুযায়ী আপনাকে প্রফাইল লিনক অ্যাড্রেস আপনাকে প্রদান করতে হবে এবং সবগুলো ইনফর্মেশন যদি আপনার সঠিক হয় তাহলে আপনি সাবমিট করবেন তাহলে আপনার বাড়িতে জয়েন করা কাজ শেষ তারপর আপনাকে নিয়ম অনুসারে কাজ করতে হবে এবং সে কাজ করার জন্য আপনাকে দেখতে হবে লিস্টে থাকা মধ্যে আপনার সব কিছু লেখা থাকবে কখন কি কাজ করতে হবে সে অনুযায়ী আপনি কাজ করতে হবে ধন্যবাদ
আমি আপনার সাথে সহমত পোষণ করছি।সিনিয়র ভাইরা যদি এই বিষয়ে আমাদের ভালোভাবে বুঝিয়ে দিত তাহলে অনেক ভালো হতো। আমি কিভাবে জানতে পারব যে নতুন বাউন্টি এসেছে এই বিষয়ে যদি সিনিয়র ভাইরা বুঝিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: rajput on March 28, 2021, 10:28:49 AM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাকে হেল্প করেন আমি কেমনে বাউন্টিতে জয়েন হবো সে ব্যাপারে আমার তেমন ধারনা নেই সবগুলা বাড়িতে গিয়ে কিভাবে জয়েন হতে হয় নাকি আলাদা আলাদাভাবে জয়েন হতে হয় আর এক ঘন্টা থেকে একবারে জয়েন হবে নাকি এক ঘন্টার জন্য পড়তে পারে
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Rothi roy on March 29, 2021, 01:25:09 PM
কোন নতুন বাউন্টি এসেছে কিনা সেটা আপনি নিচে উল্লেখ করা লিংক এ গিয়ে জানতে পারবেন এবং জয়েন হতে পারবেন:

https://www.altcoinstalks.com/index.php?board=22.0
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: rajput on March 30, 2021, 02:49:25 AM
এটা খুবই সহজ বিষয় আপনি ফোরামের বাউন্টি সেকশনে গিয়ে ডান দিকে নোটিফাই একটি অপশন আছে সেটা চালু করে দিলে এখান থেকে নিয়মিত আপডেট পেয়ে যাবেন। আপনার মেইল এ সরাসরি মেইল চলে যাবে।

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Mist Joya on March 30, 2021, 11:40:37 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
  নতুন বাউন্ডি আসলে সেটা জানার সবচাইতে প্রধান কাজ হচ্ছে আপনি নোটিফাই অন করে রাখবেন তাহলে অবশ্যই আপনার জিমেইলে নোটিফিকেশন যাবে এবং আপনি প্রত্যেকদিন বাউন্টি সেকশনে গিয়ে চেক করবেন যে কোন বাউন্টি নতুন আসছে । কোন বাউন্টি কত তারিখে আসছে এবং তার পেজ সংখ্যা খেয়াল করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন বাউন্টি নতুন এসেছে আর আপনি ফোরামে কাজ করতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন ধন্যবাদ ।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Azharul on March 30, 2021, 02:39:50 PM
আমরা যারা নতুন তাদের জন্য খুবই উপকারী বাউন্টি চেনা।তবে আমি আমার সিনিয়র ভাইদের মাধ্যমে জানতে পারলাম যে আমরা বাউন্টি সেকশন এ গিয়ে চেক করতে পারি।ফোরামে নতুন বাউন্টি গুলো সবার উপরে থাকে। আবার আমরা বাউন্টি সেকশন এ গিয়ে নোটিফাই অন করে রাখলে নিয়মিত বাউন্টি গুলো পেয়ে যাবো।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: President on March 30, 2021, 07:17:25 PM
এটা নতুনদের জন্য অনেক প্রয়োজন নতুনরা কেমনে বুঝতে পারবে যে বাউন্টি আসছে কিনা। তাই আমার অনুরোধ রইল সিনিয়র ভাই যারা আছেন তারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন আর যেটুকু বুঝতে পারলাম আরেকটু সহজ করে বুঝিয়ে দিলে আমরা পুরোটা বুঝতে সক্ষম।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Jan on March 31, 2021, 08:11:53 AM
আপনি ২ ভাবে জানতে পারবেন নতুন কোন বাউন্টি আসলে।
প্রথমত: আপনি বাউন্টি সেকশনে ( https://www.altcoinstalks.com/index.php?board=22.0) নিয়মিত একটিভ থাকবেন। নোটিফাই করে রাখুন, বাউন্টি আসলেই আপনার ইমেইলে নোটিফিকেশন চলে যাবে।
দ্বিতীয়ত: আমাদের চাইল্ডবোর্ড স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা (https://www.altcoinstalks.com/index.php?board=393.0) এখানে একটিভ থাকলে জানতে পারবেন। https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0 এই টপিকে নিয়মিত বাউন্টির তথ্য আপডেট করা হয়। এখানেও পাবেন সবগুলো লিংক।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে বাউনটি আসলে বোঝা যাবে আমি এই ফোরামে একদমই নতুন আমি এখন পর্যন্ত কোনো কাজ করতে পারিনি আর কিভাবে কাজ করতে হয় সেগুলো এখন পর্যন্ত শিখতে পারেনি সিনিয়র ভাইদের কাছ থেকে পরামর্শ নিতে চাই ধন্যবাদ।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on March 31, 2021, 11:58:28 AM
এটা নতুনদের জন্য অনেক প্রয়োজন নতুনরা কেমনে বুঝতে পারবে যে বাউন্টি আসছে কিনা। তাই আমার অনুরোধ রইল সিনিয়র ভাই যারা আছেন তারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন আর যেটুকু বুঝতে পারলাম আরেকটু সহজ করে বুঝিয়ে দিলে আমরা পুরোটা বুঝতে সক্ষম।
আপনার জানার আগ্রহ দেখে ভাল লাগলো, এবং আপনার জানার আগ্রহ আছে সেটা বুঝতে পারলাম, আমার মনে হয় আপনি এই টপিকের সবগুলো পোস্ট পড়েছেন  আর পড়লে আপনার আর বুঝতে সমস্যা থাকার কথা না। তারপরেও আপনার জানানোর জন্য বলব আপনি এই বাংলা বোর্ডের সন্মানিত মডারেটর  Malam 90 এর পোস্ট টি পড়লে বুঝতে পারবেন তিনি বলেছেন্‌, আপনি ২ ভাবে জানতে পারবেন নতুন কোন বাউন্টি আসলে।
প্রথমত: আপনি বাউন্টি সেকশনে ( https://www.altcoinstalks.com/index.php?board=22.0) নিয়মিত একটিভ থাকবেন। নোটিফাই করে রাখুন, বাউন্টি আসলেই আপনার ইমেইলে নোটিফিকেশন চলে যাবে।
দ্বিতীয়ত: আমাদের চাইল্ডবোর্ড স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা এখানে একটিভ থাকলে জানতে পারবেন। https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0 এই টপিকে নিয়মিত বাউন্টির তথ্য আপডেট করা হয়। এখানেও পাবেন সবগুলো লিংক।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: SAIFA on April 01, 2021, 12:38:27 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
আপনি কিভাবে বুঝবেন যে নতুন কোনো বাউন্টি এসেছে কিনা।শুনেন আপনি যদি প্রতিদিন বাউন্টি সেকশন চেক করেন তাহলে তাহলে কিছুটা হলে বুঝতে পারবেন। আর যেই বাউন্টি নতুন আসবে সেটি সবার উপরে থাকবে। আর আপনি সকল বাউন্টি এর পেজ সংখ্যা খেয়াল করবেন। দেখবেন পুরাতন বাউন্টিগুলোর পেজ সংখ্যা বেশী।  তবে আপনি প্রতিটি বাউন্টির তারিখ দেখবেন।
আবার এটা মনে রাখতে হবে নতুন বাউন্টি আসা মাত্রই সেগুলো পূরন হতে শুরু করে। তাই প্রতিদিন একটু সময় নিয়ে বাউন্টি সেকশন চেক করবেন। আমি আরেকটা উপায় বলে দেয়। আমাদের বাংলা বোর্ডে সকল নতুন বাউন্টির আপডেট দেওয়া হয়।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার পোস্ট থেকে নতুনরা অনেক কিছু শিখতে পারবে আর আমি একদমই নতুন এই ফোরামে আপনাদের মতসিনিয়র ভােয়রা এরকম পোস্ট করলে উপকৃত হব ধন্যবাদ মাঝে মাঝে এরকম পোস্ট করে আমাদের কেউ উপকৃত করবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Random203 on April 01, 2021, 04:55:19 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
আপনি কিভাবে বুঝবেন যে নতুন কোনো বাউন্টি এসেছে কিনা।শুনেন আপনি যদি প্রতিদিন বাউন্টি সেকশন চেক করেন তাহলে তাহলে কিছুটা হলে বুঝতে পারবেন। আর যেই বাউন্টি নতুন আসবে সেটি সবার উপরে থাকবে। আর আপনি সকল বাউন্টি এর পেজ সংখ্যা খেয়াল করবেন। দেখবেন পুরাতন বাউন্টিগুলোর পেজ সংখ্যা বেশী।  তবে আপনি প্রতিটি বাউন্টির তারিখ দেখবেন।
আবার এটা মনে রাখতে হবে নতুন বাউন্টি আসা মাত্রই সেগুলো পূরন হতে শুরু করে। তাই প্রতিদিন একটু সময় নিয়ে বাউন্টি সেকশন চেক করবেন। আমি আরেকটা উপায় বলে দেয়। আমাদের বাংলা বোর্ডে সকল নতুন বাউন্টির আপডেট দেওয়া হয়।
আপনার কমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট আমার মতো নতুন ইউজার এর জন্য।  আমি নিজেও জানতাম না যে নতুন বাউন্টি আসলে আমি কিভাবে বুঝতে পারবো।  কিন্তু এখন আপনার কমেন্ট থেকে জেনে নিলাম যে নতুন বাউন্টি আসলে আমি কিভাবে জানতে পারবো।                               
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Jan on April 02, 2021, 07:51:12 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
হ্যাঁ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন আসলে নতুনদের জন্য এটি খুবই দরকারি আমি নিজেও নতুন তাই আমার কাছে বিষয়টি অনেক দরকারি যে বাউন্টি আসলে আমরা কিভাবে জানবো এবং সিনিয়র ভাইরা অনেক জ্ঞানী তারা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন ।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Irfan12@ on April 03, 2021, 03:46:37 AM
হ্যাঁ বিষয়টি জানা খুবই জরুরী নতুনদের জন্য। যে নতুন বাউন্টি আসলে কিভাবে তারা জানতে পারবে যে নতুন বাউন্টি ফোরামে লঞ্চ করা হয়েছে। এজন্য আপনাকে অবশ্যই ফোরামের নোটিফিকেশন  অন করে রাখতে হবে ফোরামে যদি কোন নতুন বাউন্টি ছাড়া হয় যেন আপনার জিমেইলে নোটিফিকেশন চলে যায়। আর আপনি বুঝতে পারবেন যে নতুন বাউন্টি লঞ্চ করেছে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Tepona on April 03, 2021, 07:36:07 AM
নোটিফাই অন করে রাখুন। সরাসরি বাউন্টি সেকশনে চলে যান তারপর নোটিফাই অন করে রাখুন আপনার জিমেইল এ মেসেজ চলে আসবে। তারপর আপনি জেনে যাবেন নতুন বাউন্টি এসেছে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: sky01 on April 04, 2021, 03:35:14 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Farhana on April 04, 2021, 05:03:10 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম।
ধন্যবাদ ভাই আপনার পোস্টের জন্য,আপনি বিষয়টি বুঝিয়ে বলতে বলেছেন, আমি বলব আপনি যদি এই টপিকের উপরের পোস্ট গুলা পড়েন তাহলে বুজতে পারবেন কারন এখানে সিনিয়র ভাইয়েরা ও সুযোগ্য মডারেটররা খুবিই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যেটি আপনাকে বুজতে অনেক সাহায্য করবে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Sayema on April 07, 2021, 06:31:20 AM
সিনিয়র ভাই আপনি অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করেছেন। আমি ফোরামের নতুন ইউজার হওয়ায় জানতাম না নতুন বাউন্টি কোথায় আসে। কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটির কারনে জানতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন ইউজারদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করার জন্য।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Centus on April 07, 2021, 07:03:11 AM
সিনিয়র ভাই আপনি অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করেছেন। আমি ফোরামের নতুন ইউজার হওয়ায় জানতাম না নতুন বাউন্টি কোথায় আসে। কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটির কারনে জানতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন ইউজারদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করার জন্য।
কি ধরনের পোস্ট করেছেন ভাই? আপনার পোষ্টের আগামাথা কিছুই বুঝলাম না। অর্থাৎ টপিকের বিষয় কি আর সারিন্দায় বাজায় কি? অনেকটা হেয়ালিপনা এর সাথে পোস্ট করেছেন। প্রথমে টপিক ও বিষয়বস্তু ভালোভাবে পড়া উচিত তারপর উত্তর করা উচিত।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: CryptoRiders on April 30, 2021, 06:09:58 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
আপনি কিভাবে বুঝবেন যে নতুন কোনো বাউন্টি এসেছে কিনা।শুনেন আপনি যদি প্রতিদিন বাউন্টি সেকশন চেক করেন তাহলে তাহলে কিছুটা হলে বুঝতে পারবেন। আর যেই বাউন্টি নতুন আসবে সেটি সবার উপরে থাকবে। আর আপনি সকল বাউন্টি এর পেজ সংখ্যা খেয়াল করবেন। দেখবেন পুরাতন বাউন্টিগুলোর পেজ সংখ্যা বেশী।  তবে আপনি প্রতিটি বাউন্টির তারিখ দেখবেন।
আবার এটা মনে রাখতে হবে নতুন বাউন্টি আসা মাত্রই সেগুলো পূরন হতে শুরু করে। তাই প্রতিদিন একটু সময় নিয়ে বাউন্টি সেকশন চেক করবেন। আমি আরেকটা উপায় বলে দেয়। আমাদের বাংলা বোর্ডে সকল নতুন বাউন্টির আপডেট দেওয়া হয়।
ধন্যবাদ, আপনাকে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য। আমি ফোরামে অল্প কিছুদিন ধরে জয়েন করেছি। তাই কোনো বাউন্টি আসলে আমি ভালোভাবে বুঝতে পারতাম না। এখন থেকে আমি প্রত্যেকদিন বাউন্টি সেকশন চেক করব যাতে আমি বুঝতে পারি যে নতুন কোনো বাউন্টি এসেছে।     
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Md.Nurnobe3483 on May 06, 2021, 11:57:19 AM
আপনি খুব ভালো একটি বিষয় নিয়ে আলোচনা করতে বলেছেন। ফোরামে অনেক ইউজার রয়েছে যে তারা বাউন্টি আসলে বোঝেনা যে এটি নতুন না পুরাতন। নতুন বাউন্টি খুব সহজভাবে চেনার উপায় হল বাউন্টি ডিএক্টিভ (Bounty Detective) এর সাথে টেলিগ্রাম সংযুক্ত করে রাখা। কারণ বাউন্টি ডিএক্টিভ এ যদি কোন নতুন বাউন্টি আসে তাহলে টেলিগ্রাম এই সর্বপ্রথম এসএমএস করে পাঠিয়ে দেওয়া হয়। যদি কোন নতুন বাউন্টি আসে তখন টেলিগ্রামে নিউ বাউন্টি লেখা থাকবে। এর জন্য আমি মনে করি বাউন্টি ডিএক্টিভ এ নতুন বাউন্টি চেনার খুব সহজ উপায় এটি।

এরপরেও সিনিয়র ভাইদের কাছে অনুরোধ এর চেয়ে সহজভাবে বাউন্টি চেনার উপায় যদি থাকে তাহলে একটু আলোচনা করবেন ধন্যবাদ।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Crypto Banglu on May 06, 2021, 03:21:42 PM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
আপনি, খেয়াল করে দেখুন ফোরামে "Bounties & Rewords" নামে একটি অপশন রয়েছে। আপনি সেখানে ঢুকলেই সমস্থ ক্যাম্পেইন গুলো একসাথে পাবেন আর নতুন বাউন্টি ক্যাম্পেইন আসলে ঐ থ্রেডেই সাবমিট করা হবে। ওখান থেকেই আপনাকে নতুন ক্যাম্পেইন আসলে জেনে দিতে হবে। তাছাড়া বাউন্টি ম্যানেজারদের টেলিগ্রাম গ্রুপ এ জয়েন হয়ে থাকতে পারেন। নতুন ক্যাম্পেইন আসলে ওখান থেকেও জেনে নিতে পারবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Angel jara on May 06, 2021, 06:08:48 PM
আমরা যারা নতুন আছেন তারা সঠিক সময়ে বাউন্টিতে যুক্ত হতে পারে না। এতে কাজ ছিল বলে ঝামেলা হয়। কিন্তু বাউন্টি প্রভাবে আমাদের সবসময় একটিভ থাকতে হবে কখন নতুন বাউন্টি আছে। এবং টেলিগ্রামে টিকটক একাউন্ট নামের চ্যালেন আছে না সুযোগ থাকলে সেখান থেকে নোটিফিকেশন পাঠায়। সর্বোদয় বাউন্টি ক্যাম্পেইনে নজর রাখতে হবে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Sr boy on May 08, 2021, 09:37:26 AM
নতুন  বাউন্টি আসলে আপনারা যেভাবে জয়েন হবেন। আপনারা বাউন্টি গুলো দেখবেন ভালোভাবে। দেখার পর সেখানে নিউ বাউন্টি বা টুডে লেখা থাকবে। যদি টুডে লেখা থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা আজকে এসেছে। এভাবে আপনি নিউ বাউন্টি আসলে জানতে পারবে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Mosarof on May 08, 2021, 11:39:43 AM
আপনি ২ ভাবে জানতে পারবেন নতুন কোন বাউন্টি আসলে।
প্রথমত: আপনি বাউন্টি সেকশনে ( https://www.altcoinstalks.com/index.php?board=22.0) নিয়মিত একটিভ থাকবেন। নোটিফাই করে রাখুন, বাউন্টি আসলেই আপনার ইমেইলে নোটিফিকেশন চলে যাবে।
দ্বিতীয়ত: আমাদের চাইল্ডবোর্ড স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা (https://www.altcoinstalks.com/index.php?board=393.0) এখানে একটিভ থাকলে জানতে পারবেন। https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0 এই টপিকে নিয়মিত বাউন্টির তথ্য আপডেট করা হয়। এখানেও পাবেন সবগুলো লিংক।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য এর আগে নতুন বাউন্টিতে এড হতে অনেক খোঁজাখুঁজি করা লাগতো। এখন বুঝতে পারলাম নোটিফাই চালু করে রাখবে এমএলএ link চলে আসে। এবং অতি তাড়াতাড়ি নতুন বাউন্টিতে এড হতে পারব ধন্যবাদ।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Papusha20 on May 12, 2021, 11:51:29 AM
নতুন যদি বাউন্টি আসে তাহলে যে জিমেইল দিয়ে একাউন্ট খোলা হয়েছে ওই gmail এ নোটিফিকেশন আসবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে নতুন বাউন্টি আসছে। এবং আরেকটি ভাবে আপনি বুঝতে পারবেন যদি কোন ম্যানেজারের টেলিগ্রাম গ্রুপে আপনি যদি জয়েন হয়ে থাকেন তাহলে সেখান থেকেও নোটিফিকেশন আসবে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: RSRS on May 14, 2021, 11:18:05 AM
আমি একেবারেই নতুন। তাই বাউন্টি কিভাবে করতে হয় আমার জানা ছিল না। আপনার পোস্টটি পড়ে বাউন্টি সম্বন্ধে অনেকটাই ধারণা লাভ করতে পারছি। এভাবে আমাদের পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে গেলে আমরা অনেক উপকৃত হব।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Rt Kal on May 16, 2021, 04:13:48 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের  কাছে অনেক বেশি জরুরি।  প্রিয় সিনিয়র ভাই এবং  সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি তারা একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে খুব  উপকৃত হতাম।  আর আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Malam90 on May 16, 2021, 04:47:44 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের  কাছে অনেক বেশি জরুরি।  প্রিয় সিনিয়র ভাই এবং  সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি তারা একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে খুব  উপকৃত হতাম।  আর আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি

আপনার প্রফাইল ঘেটে যা দেখতে পেলাম তা হতাশাজনক। আপনি প্রথম দুইবার ওয়ার্নিং খেয়েছেন প্লাগরিজম করার কারণে। আর সর্বশেষ ওয়ার্নিং খেয়েছেন বাউন্টি থ্রেডে স্পাম করার কারণে। বাউন্টি ডিটেকটিভের বা যে বাউন্টিতে থ্রেডে জমা দিতে হয়না, সাপ্তাহিক ফর্মে জমা দিতে হয় সেখানে আপনি থ্রেডে জমা দিয়ে স্পাম করার কারণে ওয়ার্নিং খেয়েছেন। আপনি সামনে সাবধান না হলে আইডি নষ্ট হবে। যে কোন বাউন্টিতে জয়েন করার পূর্বে সেই বাউন্টির রুলস ভালো করে পড়ে বুঝে বুঝে তারপর জয়েন করবেন, কাজ করবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Rifan Khan on June 23, 2021, 01:54:55 PM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।

নতুন কোন বাউন্টি আসলে আপনি যেভাবে বুঝবেন। সেটি হচ্ছে আপনি প্রথমে তাদের রুলস ভালোভাবে লক্ষ্য করবেন। আপনি যদি তাদের রুলস ভালভাবে লক্ষ করেন তখন আপনি দেখে বুঝতে পারবেন এটা এইমাত্র এসেছে। আমি মনে করি যে আপনি এভাবেই নতুনে বাউন্টি আসলে জানতে পারবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Kmrul on June 24, 2021, 04:23:33 PM
সিনিয়র ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং অসংখ্য ধন্যবাদ  জানাচ্ছি, ফরামে  আমি নতুন তাই নতুন বাউন্টি আসলে
কেমনে বুঝতে পারব সেটা জানতাম না কিন্তু সিনিয়র ভাইদের এত সহজ সুন্দর এবং সাবলীল ভাষার আলোচনার মাধ্যমে এখন অনেকটাই ধারণা পেয়েছি
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Irfan12@ on June 25, 2021, 05:08:07 PM
যারা এই ফোরামের নতুন ইউজার তারা বাউন্টি আসলে বুঝতে পারেনা। আর বাউন্টি আসলে বোঝার জন্য আপনাকে অবশ্যই একটি কাজ করে রাখতে হবে যেখানে বাউন্টি ছাড়া হয় তার ওপরে দেখবেন একটা নোটিফাই অপশন রয়েছে অন করে রাখলেই আপনার জিমেইলে মেইল যাবে। কোন এয়ার্ড্রপ বাউন্টি লঞ্চ করা হলে
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: AIam333 on June 25, 2021, 05:33:09 PM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।

 বাউন্টি আসবে কিভাবে নতুনরা জানবে সেটা জানার জন্য তাকে সবসময় লাইনে থাকতে হবেএবং নতুন যদি কোন বাউন্টি আসে সে সেই রুলস ভালোভাবে ফলো করলে তারা জানবে যে এটা নতুন বাউন্টি এসেছে। নতুন বাউন্টি আসলে তাদের সব সময় লক্ষ রাখতে হবে। এভাবেই ফোরামে বাউন্টি আসলে আপনি জানবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Bma on July 05, 2021, 10:26:38 AM
নতুনরা বাউন্টি আসলে তোমরা সবাই এখান থেকে দেখতে পারবে।
https://www.altcoinstalks.com/index.php?board=22.0
আবার বাউন্টি ম্যানেজারদের টেলিগ্রাম গ্রুপ জয়েন থাকলে সবাই জানতে পারবেন যে কিভাবে নতুন বাউন্টি আসছে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Doyle on July 06, 2021, 09:21:14 AM
আমিও আপনার সাথে একমত পোষণ করছি। বাউন্টি তে কিভাবে কাজ করতে হয় এবং কি করতে হয় আমি তা কিছুই জানিনা। বাউন্টিতে কোথায় থেকে ঢুকতে পারবো এবং বাউন্টি কোথায় থাকে তা কিছুই জানিনা যদি সিনিয়র ভাইয়েরা আমাদেরকে বলেন তাহলে আমরা বাউন্টি সম্পর্কে সমস্ত কথা জানতে পারবো।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Diknel on July 28, 2021, 06:09:23 AM
নতুন কোন বাউন্টি আসলে সেটা জানার জন্য আপনাকে বাউন্টি সেকশনে নিয়মিত একটিভ থাকতে হবে। এবং প্রতিদিন সময় নিয়ে বাউন্টি সেকশন চেক করবেন। এবং আপনি বাউন্টি সেকশনে গিয়ে নোটিফাই চালু করে রাখেন, সেখান থেকে নিয়মিত আপডেট পাবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Dor@ on July 29, 2021, 03:13:31 PM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক জরুরী। সিনিয়র ভাইদের কাছে অনুরোধ নতুনদের যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে তারা অনেক উপকৃত হতো। নতুন বাউন্টি আসলে সেটা জানার জন্য আপনাকে নিয়মিত অ্যাক্টিভ  থাকতে হবে। প্রতিদিন বান্টি  সেকশন চেক করতে হবে।


Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Fulshai on March 17, 2022, 07:15:14 PM
আপনি যদি নতুন বাউন্টির নোটিফিকেশন পেতে চান। তাহলে আপনাকে প্রথমত বাউন্টি সেকশনে প্রতিনিয়ত একটিভ থাকতে হবে। আর সব সময় বাউন্টি সেকশন চেক দিতে হবে। দ্বিতীয়তঃ আপনি যদি বাউন্টি ম্যানেজারদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি উপরের তথ্যগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Madmax789 on November 20, 2022, 02:56:48 PM
আমি ফর্মে নতুন তবে আপনার ফর্মে এসে অনেক কিছু শিখতে পারলাম বড়দের থেকে তাছাড়া এটা খুবই সহজ বিষয় আপনি ফোরামের বাউন্টি সেকশনে গিয়ে ডান দিকে নোটিফাই একটি অপশন আছে সেটা চালু করে দিলে এখান থেকে নিয়মিত আপডেট পেয়ে যাবেন। আপনার মেইল এ সরাসরি মেইল চলে যাবে।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Paragon2 on December 20, 2023, 11:17:31 AM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।

নতুন বাউন্টি এগুলো আপনি অবশ্যই দেখেই বুঝতে পারবেন। কারণ কোনো হান্টার সেখানে পোস্ট করবে না এবং পেজগুলো অল্প পরিমাণ থাকবে এবং বাউন্টি থেড সাজানো থাকবে এবং রিলিজ করার তারিখ থাকবে আপনি তারিখ অনুযায়ী দেখেই বুঝতে পারবেন নতুন কিনা।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Spyroo on December 20, 2023, 02:29:19 PM
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।

নতুন বাউন্টি এগুলো আপনি অবশ্যই দেখেই বুঝতে পারবেন। কারণ কোনো হান্টার সেখানে পোস্ট করবে না এবং পেজগুলো অল্প পরিমাণ থাকবে এবং বাউন্টি থেড সাজানো থাকবে এবং রিলিজ করার তারিখ থাকবে আপনি তারিখ অনুযায়ী দেখেই বুঝতে পারবেন নতুন কিনা।
হ্যাঁ এটা ঠিক তবে আপনি আপনার ইমেইলের নোটিফিকেশনের মাধ্যমেও বুঝতে পারবেন যে নতুন কোন ক্যাম্পে শুরু হচ্ছে কিনা।
তাছাড়া আপনি যদি নতুন ক্যাম্পেইন খুঁজতে থাকেন তাহলে মার্কেটপ্লেস নাম একটি থ্রেট ও রয়েছে সেখানে খুঁজলে অবশ্যই নতুন কোন ক্যাম্পেইন যদি শুরু হয় আপনি সেটা খুজে পাবেন এবং যুক্ত হয়ে কাজ করতে পারবেন।
Title: Re: নতুন বাউন্টি আসলে নতুনরা কিভাবে জানবে?
Post by: Home200 on January 08, 2024, 07:03:23 PM
ফোরামের বাউন্টি আসলে আপনি ইমেল নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আপনি চাইলে  তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আপনি সেখান থেকেও জানতে পারবেন কখন বাউন্টি প্রজেক্ট প্রচার হবে। আর আপনি বাউন্টি থ্রেট খুঁজে প্রজেক্ট বের করতে পারেন ‌