Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Dark Knight on April 10, 2021, 07:16:26 PM

Title: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Dark Knight on April 10, 2021, 07:16:26 PM
ক্রিপ্টোকারেন্সিতে ইথেরিয়াম এর পরেই এখন BNB কয়েনের অবস্থান। BNB কয়েনের দাম গত কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আজকে BNB কয়েনের দাম দেখলাম ৪৭৩.১৪ ডলার হয়েছে। BNB কয়েনের দাম যেরকম বৃদ্ধি পাচ্ছে তাতে কি এই কয়েন নতুন রেকর্ড তৈরি করে ১০০০ ডলার খুব শীঘ্রই স্পর্শ করতে যাচ্ছে?
আপনাদের মতামত আশা করছি।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: ranaprime on April 14, 2021, 07:40:05 PM
গত 2 দিন বি এন বি বুল রান সেশনে ছিল হঠাৎ করে তা একটু থেমে গেছে তবে এখনো সময় শেষ হয়নি। যে কোন সময় আবার শুরু হতে পারে। বর্তমানে বি এন বির দাম আছে 580 ডলারের মত। হয়তো আবার এই রান করলে 1000 ডলার হয়ে যাবে।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Cleanerbd on April 15, 2021, 09:02:42 AM
BNB  কয়েন এর দাম এর মুভমেন্ট দেখে আমি অবাক হয়ে যায়। bnb হলো বিন্যান্স একচেন্জ সাইটের কয়েন, আর আমরা জানি যে বিন্যান্স একচেন্জ সাইট বিশ্বের সেরা ট্রেডিং প্লাটফর্ম।  তবে bnb এর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এভাবে বাড়তে থাকলে ইথেরেয়াম কে টপকিয়ে চলে যাবে খুব শ্রীঘই।  bnb এর দাম বাড়ার জন বিন্যান্স এর CZ এর অবদান রয়েছে
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Rokon5 on April 16, 2021, 08:14:49 AM
ক্রিপ্টোকারেন্সিতে ইথেরিয়াম এর পরেই এখন BNB কয়েনের অবস্থান। BNB দাম যে দ্রুত গতিতে বাড়ছে তাতেই অবাক না হয়ে পারলাম না। আমি তো মনে করি BNB তার নিজের রেকর্ড create করবে।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Azharul on April 18, 2021, 05:35:09 PM
আমরা জানি ক্রিপ্টো জগতের সব থেকে শীর্ষ ডিজিটাল মুদ্রা দুটি হলো বিটকয়েন এবং ইথেরিয়াম। ক্রিপ্টো জগতের সব থেকে শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে বিটকয়েন। আর দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হলো ইথেরিয়াম।ক্রিপ্টো জগতে ইথেরিয়াম এর পরেই BNB স্থান দখল করে নিয়েছে।তবে আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন BNB কয়েন এর দাম বেড়েই চলেছে। আর আমরা আশা করছি ভবিষ্যতে এর জনপ্রিয়তা আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Rokon5 on April 19, 2021, 08:15:27 PM
BNB বর্তমান সময়ের আলোচিত কয়েনের মধ্যে একটি তবে এর দাম এর মুভমেন্ট দেখে আমি অবাক হয়ে যায়।বর্তমানে এটি থমকে আছে কিন্তু যেকোনো সময়ে আবার নিজের ফর্ম এ ফিরে আসবে শুধু মাত্র সময়ের ব্যপার।

Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: raisajahan on April 22, 2021, 08:50:13 PM
হ্যা, আমি মনে করি bnb এর দাম বেড়ে ১০০০ এর বেশি হতে পারে কারন এই কয়েন এর অবস্থান অনেক ভাল মার্কেট এ। এটি মুলত বাইনান্স এর একটি প্রজেক্ট। আর এটার সাপ্লাই তুলানা মুলক ভাবে অনেক কম। আর এটা কিছু দিন পরপর নির্দিষ্ট সংখ্যক কয়েন বার্ন হয় সে জন্য এর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভবনা অনেক বেশি।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Malam90 on May 13, 2021, 05:33:37 PM
হ্যা, আমি মনে করি bnb এর দাম বেড়ে ১০০০ এর বেশি হতে পারে কারন এই কয়েন এর অবস্থান অনেক ভাল মার্কেট এ। এটি মুলত বাইনান্স এর একটি প্রজেক্ট। আর এটার সাপ্লাই তুলানা মুলক ভাবে অনেক কম। আর এটা কিছু দিন পরপর নির্দিষ্ট সংখ্যক কয়েন বার্ন হয় সে জন্য এর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভবনা অনেক বেশি।

হা, দাম ১০০০ ডলারে যেতে পারে যে কোন সময়ে। এখন শুধু সময়ের ব্যপার মাত্র। তাই যারা হোল্ড করতেছেন তারা হোল্ড করতে পারেন। এ বছরেই ২০০০ ডলার যেতে পারে।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Rifan Khan on June 23, 2021, 12:42:58 PM
কিছুদিন আগে BNB এর দাম বৃদ্ধি পেয়ে অনেক উপরে উঠেছিল। কিন্তু আজ কয়েকদিন যাবত দরে আমরা দেখতে পাচ্ছি যে কিপ্ট কারেন্সি মার্কেটে যতগুলো কয়েন আছে সবগুলো কয়েন একটু ডাম্পিং এর দিকে চলে যাচ্ছে। তবে আমার মনে হয় এটি আবার পাম্পিং হবে। তবে এখন বর্তমান সময়ে এটি একটু নিচের দিকে ডাম্পিং হচ্ছে। আমার মনে হয় এটি আবার পাম্পিং হবে ইনশাআল্লাহ।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Farhana on June 29, 2021, 08:15:02 AM
এই সময়ের সবচেয়ে পাম্পিং কয়েন হল বিএনবি কয়েন। জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে। বিএনবি কয়েন এই বছরে একটা তাক লাগানো পাম্পিং করেছে। আমি মালাম ভাই এর সাথে একমত পোষন করছি যে বিএনবি এ বছর ২০০০ এর কাছাকাছি যাবে। তবে মার্কেটের অবস্থা যতদিন ভালনা হচ্ছে ততদিন অপেক্ষা করতে হবে। যারা ইনভেস্ট করেছেন তাদের জন্য একটি সুন্দর সময় সুন্দর কিছু অপেক্ষা করছে।   
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Maxtel on July 01, 2021, 03:14:46 AM
2020 সালের মাঝামাঝি অবস্থায় BNB কয়েনের দাম $16 থেকে $25 মধ্যে ওঠানামা করছিল। বিটকয়েনের দাম বৃদ্ধির পর BNB কয়েনের দাম দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং তা 600 ডলার অতিক্রম করে। কিন্তু বর্তমানে মার্কেট ডাম্পিং হওয়ায় দাম কিছুটা হ্রাস পেয়েছে। এখন BNB কয়েনের দাম 300 ডলার যা 2020 সালের তুলনায় অনেক বেশি।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Suma Islam on July 04, 2021, 05:39:29 PM
বিএনবি কয়েনের দাম বর্তমান সময়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিছুদিন ধরে বিএনবি কয়েনের দাম কিছুটা কমে গিয়েছে। আমরা সবাই জানি বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা খুবই খারাপ বিটকোইন সহ অন্যান্য সকল কয়েনের দাম পরিমাণ কমে গিয়েছে। কিন্তু বিএনপি কয়েনের দাম কমে গিয়েছে। কিন্তু ঐরকম কোন ইফেক্ট এখন পর্যন্ত বিএনপি কয়েনের উপর প্রভাব পড়েনি।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Diknel on July 31, 2021, 09:22:10 AM
BNB কয়েন কিছুদিন আগে এর দাম 600 ডলার অতিক্রম করেছিল। কিন্তু বর্তমানে BNB কয়েনের দাম অনেকটা কমে গেছে। আমরা জানি, বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার সব সময় ওঠানামা করছে। তাই BNB কয়েন এর দামও কমে গেছে। কিন্তু আমি মনে করি, BNB কয়েনের দাম সামনে আরো বৃদ্ধি পেয়ে 2000 ডলার অতিক্রম করতে পারে। তাই যারা এই কয়েন হোল্ড করে রাখতে চান রাখতে পারেন ভবিষ্যতে অনেকটাই লাভবান হবেন, বলে আমি আশা করি।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Trumpet on October 25, 2021, 04:57:55 PM
নিঃসন্দেহে আপনি ঠিক কথা বলেছেন। ইদানিং আমরা দেখতে পারছি বিনান্স কয়েন এর মুল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি এটা মার্কেট দের জন্য খুবই ভাল একটি দিক। কারণ বিনান্স কয়েনের মূল্য অতীতে অনেকটা বৃদ্ধি পাওয়ার পরে অনেকটাই কমে গিয়েছিল। আমার মনে হয় এই বছরে মার্কেট সেটা রিকভার করবে। আশা করছি বিনান্স কয়েনের মূল্য আরো বৃদ্ধি পাবে।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Fighter on October 27, 2021, 03:50:13 PM
BNB কোয়েন নিয়ে আমরা যতটুকু আশা করেছিলাম তেমনটা কিন্তু হয়নি। আমরা আশা করেছিলাম এই কয়েন হয়তো 1000 ডলার স্পর্শ করবে কিন্তু সেখানে মাত্র 690 ডোলারে গিয়ে থেমে গিয়েছিল।
এখন তো এ কয়েনের দাম অনেক নিচে নেমে এসেছে প্রায় আগের মত হয়েছে বলা যায়।
বর্তমানে বিএনবি কয়েনের দাম 480 ডলারের মত হয়েছে।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Nomansaikat on December 11, 2021, 08:29:23 AM
ETH এর পরে যদি কোন ভালো কয়েন থাকে তার হচ্ছে BNB। BNB এর দাম বর্তমানে ৫৫০$    এর উপরে আছে। আশা করা যায় ২০২২ এর মধ্য BNB এর দাম ১০০০$ এ পৌছে যাবে।কারণ BNB কয়েন এর দাম বেশ কয়েকদিন ধরেই আস্তে আস্তে বাড়ছে।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Review Master on December 11, 2021, 08:56:16 PM
আশা করা যায় ২০২২ এর মধ্য BNB এর দাম ১০০০$ এ পৌছে যাবে।কারণ BNB কয়েন এর দাম বেশ কয়েকদিন ধরেই আস্তে আস্তে বাড়ছে।

সকলেই বিএনবিকে $১০০০ মূল্যে দেখার জন্য অপেক্ষা করতেছে। আশা করি, ২০২২ সাল নাগাত বিএনবি এই মাইলস্টন পূরণ করবে।  ;D
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Centus on February 19, 2022, 12:13:15 PM
 বিএনবি বর্তমানে তৃতীয় অবস্থানে আছে। এই কয়েনের দাম প্রত্যেকটা মুহূর্তের ভালোই ওঠানামা করে। ব্যবসায়ীরা এই কয়েন থেকে ভালোই লাভবান হতে পারে। বিএনবি এর দাম কখনোই বৃদ্ধি পায় যখন টোটাল মার্কেট ক্যাপ, বা বিটকয়েন সহ অন্য কয়েনের গুলোর দাম বৃদ্ধি পেতে থাকে। বি এন বি ভবিষ্যতে অনেক উপরে যাবে, আমি মনে করি এর দাম দুই থেকে তিন হাজার ডলারের কাছাকাছি ভবিষ্যতে পৌঁছে যাবে। এবং সেটা খুব তাড়াতাড়ি সম্ভব হবে বলে আশা করা যায়। আমি নিজেও চারটি বিএনবি হোল্ড করেছি।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Tepona on March 03, 2022, 11:38:13 AM
বর্তমানে বি এন বি কয়েনটি মার্কেটে চতুর্থ স্থানে রয়েছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সব কয়েন এর দাম ডাম্পিং হওয়ার কারণে এই কয়েনের দামও ডাম্পিং করেছে। আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীরা যদি এই কয়েনটি হোল্ড করে রাখতে পারে তাহলে ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবে পারবে। এই কয়েনটি খুব দ্রুত ভালো একটা অবস্থানে পৌঁছাবে। তাই যারা হোল্ড  রাখতে চান হোল্ড করে রাখুন।  ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবেন।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Cinno3 on March 05, 2022, 08:37:20 AM
বর্তমানে BNB কয়েনের মূল্য অনেকটাই ডাম্পিং রয়েছে। বর্তমানে এই কয়েনটি মার্কেটে চতুর্থ স্থানে আছে। এবং এই কয়েনটির বর্তমানে সারাবিশ্বে বেশ জনপ্রিয়তা রয়েছে। ক্রিপ্টোকারেন্সিতে যারা লেনদেন করে থাকে তারা এই কয়েনটি লেনদেন করে অনেক লাভবান হয়েছে বলে আমি মনে করি। কেননা বর্তমানে এই কয়েনটি খুবই ভালো এবং জনপ্রিয়। ভবিষ্যতে এই কয়েনটি আরো অনেক উপরে যাবে।
Title: Re: BNB কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Post by: Fulshai on March 07, 2022, 02:45:42 PM
বর্তমান মার্কেটের অবস্থান অত্যন্ত ডাম্পিং করছে। তাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে BNB কয়েনের মূল্য‌ও ডাম্পিং করছে। বর্তমান মার্কেটে BNB কয়েন এর জনপ্রিয়তা রয়েছে। সারাবিশ্বে BNB কয়েন এর মাধ্যমে মানুষ লেনদেন করে থাকে। বর্তমান এই কয়েনের দাম কম থাকলেও। ভবিষ্যতে কয়েনটি অনেক বৃদ্ধি পাবে।