Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: coinalap.com on August 27, 2021, 07:17:13 PM

Title: বুল নাকি বিয়ার
Post by: coinalap.com on August 27, 2021, 07:17:13 PM
সম্প্রতি বিটকয়েন এর দাম কিছুটা উঠানামা করছে যদিও সেটা খুব বেশি নয়। এই মুহুর্তে মার্কেটের গতি বোঝা খুবই মুশকিল। আপনাদের কি মনে হয়? অতি শীঘ্রই বুল মার্কেট আবার ফিরে আসবে নাকি বিয়ার মার্কেটকে কাবু করে ফেলবে?
Title: Re: বুল নাকি বিয়ার
Post by: Review Master on August 27, 2021, 09:57:19 PM
বর্তমানে একটি Rising wage এবং RSI এ Bearish divergence তৈরি হয়েছে। যদি বিটকয়েন সেইটির নিচে চলে আসে, তাহলে বিটকয়েনকে বেয়ার কাবু করে ফেলবে। কারণ পূর্ববর্তী সর্বোচ্চ মূল্য থেকে যখন বেয়ার কাবু করেছিল, তখনও এমন প্যাটার্ন তৈরি হয়েছিল। তাই সকলকে সতর্ক থাকা উচিত কিছু সময়ের জন্য। কিন্তু আরো একটি বিষয় হলো, বিটকয়েনকে আবার বুল কাবু করে ফেলবে যদি বিটকয়েন $৫০.৫ হাজার ডলারের উপরে চলে যায় এবং ট্রেড করতে থাকে। তবে এর আগে হয়তো আমরা অনেক ছোট ধরনের কারেকশন দেখবো।
Title: Re: বুল নাকি বিয়ার
Post by: Fulshai on April 03, 2022, 04:26:03 AM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন। আমি ফোরামে নতুন তাই বুল এবং বিয়ার সম্পর্কে তেমন কিছু জানি না। কিন্তু আপনার গুরুত্বপূর্ণ পোস্ট গুলো দেখে অনেক কিছু জানতে পারলাম। আশা করি ভবিষ্যতে এভাবে আরো গুরুত্বপূর্ণ পোস্ট করবেন। যা আমাদের নতুনদের জন্য অনেক সহজ হবে।
Title: Re: বুল নাকি বিয়ার
Post by: LeoKnight on May 22, 2022, 04:14:42 PM
সত্যি বলতে বুল এবং বেয়ার নিয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই।আমি জানার জন্য নিয়মিত সবই পোষ্ট পড়ছি।
Title: Re: বুল নাকি বিয়ার
Post by: Tepona on June 21, 2022, 04:30:37 PM
ভবিষ্যতের বুল মার্কেট হবে । তবে বর্তমানে বেয়ার। কারণ গত দুই মাস যাবত বাজার পর্যবেক্ষণ করুন, আসলে বিভিন্ন কোম্পানী কর্তৃক scamming কারণে মার্কেটের অবস্থা বর্তমানে খারাপ হয়েছে সেটা কারো অজানা নয়। অদূর ভবিষ্যতে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে। অবস্থা খারাপ তাই নতুন প্রজেক্ট গুলো অথবা নতুন বাউন্টি প্রজেক্টগুলো সবচেয়ে কম সাকসেস হবে। সর্বোপরি বলা যায় বর্তমানে বেয়ার মার্কেট। তাই সময়ের সুযোগ কাজে লাগিয়ে যার যার অবস্থান এই মার্কেটে ধরে রাখতে হবে।
Title: Re: বুল নাকি বিয়ার
Post by: Diknel on July 13, 2022, 02:40:56 PM
বিয়ার মার্কেট চলমান। তাই সবাইকে ধৈর্য ধারণ করে মার্কেটে টিকে থাকতে হবে। কারণ প্রত্যেকটা কয়েনের মূল্য রাতারাতি ভাবে কমে যাচ্ছে। তাই মার্কেটের অবস্থা বিয়ার বললেই চলে। আমি মনে করি এটি ভালো হতে আরো পাঁচ থেকে ছয় বছর সময় লেগে যেতে পারে। দুই থেকে তিন বছরের মধ্যে মার্কেটের অবস্থা ভালো। তবে সময় সাপেক্ষে সবাইকে কয়েন গুলো ধরে রাখতে হবে এবং পরবর্তী বুল মার্কেটের জন্য অপেক্ষা করতে হবে।