Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: euz4692 on November 10, 2021, 10:01:41 AM

Title: ম্যাটিক/পলিগন এর দাম কমার কারণ কি?
Post by: euz4692 on November 10, 2021, 10:01:41 AM
বর্তমান বাজারে অন্যান্য কারণ সেগুলো যেমন বিটকয়েন ,ইথেরিয়াম ,বি এন বি এগুলোর দাম এখনও ঊর্ধ্বমুখী কিন্তু পলিগন বা ম্যাটিক এর দাম কিছুদিন আগে দুই ডলারের উপরে  গেলেও বর্তমানে এটির দাম নিম্নমুখী হচ্ছে এর পেছনের কারণটা কি আর এটার দাম সামনে কেউ আদৌ পারবে না কমতেই থাকবে?
Title: Re: ম্যাটিক/পলিগন এর দাম কমার কারণ কি?
Post by: Bony11 on November 14, 2021, 06:52:29 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক পাম্প করেছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন,ইথেরিয়াম বিএনবি সহ সকল কয়েনের মূল্য ঊর্ধ্বগতি। কিন্তু ম্যাট্রিক ও পলিগলি  কয়েনের মূল্য দিন দিন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে আশাকরি ভবিষ্যতে কয়েনের মূল্য আবারো বৃদ্ধি পেতে শুরু করবে।
Title: Re: ম্যাটিক/পলিগন এর দাম কমার কারণ কি?
Post by: Malam90 on November 15, 2021, 02:24:26 PM
বর্তমান বাজারে অন্যান্য কারণ সেগুলো যেমন বিটকয়েন ,ইথেরিয়াম ,বি এন বি এগুলোর দাম এখনও ঊর্ধ্বমুখী কিন্তু পলিগন বা ম্যাটিক এর দাম কিছুদিন আগে দুই ডলারের উপরে  গেলেও বর্তমানে এটির দাম নিম্নমুখী হচ্ছে এর পেছনের কারণটা কি আর এটার দাম সামনে কেউ আদৌ পারবে না কমতেই থাকবে?

দাম কমার কারণ কি এটার আগে আপনাকে দেখতে হবে কয়েক দিন ধরে মাটিক দাম বেড়েছে প্রায় ৬০%। সুতারং বড় পাম্পের পরে আবারও একটু কারেকশান হবে এটাই স্বাভাবিক। হাইপ থাকলে পাম্প হবে এবং সামান্য কারেকশান হয়ে আবারও আপ হবে এটাই স্বাভাবিক যদি মার্কেট স্বাভাবিক থাকে।
Title: Re: ম্যাটিক/পলিগন এর দাম কমার কারণ কি?
Post by: Meta on November 17, 2021, 03:28:58 AM
মার্কেটে কোন কয়েন এর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেলে কিছু সময় সেই কয়েনের দাম অবশ্যই কমবে। এই কমা দেখে হতাশ হওয়া যাবে না। কেননা মার্কেট ঊর্ধ্বমুখী হলে একটু নিম্ন মুখী হবে এটা স্বাভাবিক একটি ব্যপার।
Title: Re: ম্যাটিক/পলিগন এর দাম কমার কারণ কি?
Post by: Spyroo on November 25, 2021, 04:30:22 AM
Matic/ Polygon এই দুটো কয়েন এর মধ্যে মেটিক এর দাম সবচেয়ে বেশি। তাছাড়া পলিগন হলো একটি প্ল্যাটফর্ম যেটি নতুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সংযুক্ত হয়েছে।
Title: Re: ম্যাটিক/পলিগন এর দাম কমার কারণ কি?
Post by: Centus on February 20, 2022, 02:44:57 PM
মেট্রিক নেটওয়ার্কে লেনদেনের জন্য ফি অনেক কম, যা ইথেরিয়াম এর চেয়ে অনেক কম। তাই পলিগন নেটওয়ার্কে বর্তমানে অনেক টোকেন লেনদেন হয়। আমি গত কিছুদিন আগে একটা পেমেন্ট পেয়েছি, সেটা পলিগন নেটওয়ার্কে। এবং টোকেন পকেট থেকে কুইক সোয়াপে সোয়াপ করেছি। এজন্য যে পরিমাণ নেটওয়ার্কে লেগেছে তা অন্যান্য নেটওয়ার্কে লেনদেনের থেকে অনেক কম। তাই পলিগন নেটওয়ার্ক ব্যবহার অনেক সুবিধাজনক। এখন ক্ষণিকের জন্য দাম কমলেও ভবিষ্যতে দাম বৃদ্ধি পাবে।
Title: Re: ম্যাটিক/পলিগন এর দাম কমার কারণ কি?
Post by: Perfect540 on February 21, 2022, 12:16:20 PM
ম্যাটিক সাপোর্টের নিচে ভেঙ্গে পড়ে গিয়েছে। তাই সুযোগের জন্য অপেক্ষা করা ভালো। ম্যাটিক অবশ্যই পরবর্তী দুই সপ্তাহের মধ্যে বৃদ্ধি পাবে। বর্তমানে মার্কেট লেকিং এর নিচে সব স্টপ হয়ে গেছে এবং পরবর্তী বড় সাপোর্ট পর্যন্ত প্রায় $1.40 এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা বেশি। আপনি সাপোর্টের নিচে স্টপ লো দিয়ে সেখানে ট্রেড করতে পারেন। আবার দীর্ঘমেয়াদি সময় গ্রহণ করতে পারেন। এর ভবিষ্যত খুব উজ্জ্বল।
Title: Re: ম্যাটিক/পলিগন এর দাম কমার কারণ কি?
Post by: Fulshai on March 04, 2022, 11:09:16 AM
বর্তমানে সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই ডাম্পিং করছে। তাই এখন ম্যাটিক এবং পলিগন কয়েনের দাম মার্কেটে কমে গেছে। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এটাই নিয়ম । কখনো দাম বাড়বে আবার কখনো দাম কমবে । তাই বর্তমানে কয়েনের দাম ডাম্পিং করলেও। ভবিষ্যতে ম্যাটিক এবং পলিগন সহ অন্যান্য কয়েনের দাম পাম্পিং করবে। কারণ বর্তমানে অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে অর্থের লেনদেন করতেছে। তাই আশা করা যায় যে ভবিষ্যতে ম্যটিক এবং পলিগন সহ অন্যান্য কয়েনের দাম পাম্পিং করবে।