follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - ttcsalam

Pages: [1] 2 3 ... 75
1
Solana Forum / Re: SOLANA can overtake Cardano?
« on: January 08, 2022, 01:31:07 PM »
Solana is one of the hot cryptocurrency nowadays, this project creat a good community for Their development. Many new project launching under Solana blockchain system. So that, this project may be Threat for cardano project. Right now solana rank is 13 & cardano is 5. So what are you thinking Can solana overtake cardano?
Where is SOl and where is Cardano there is lots of difference I think cause Cardano has no market condition is very good but LOTS of successful SOl project is still available.

2
DeFi tokens / Re: Best DeFi token for staking?
« on: January 08, 2022, 01:27:38 PM »
Hey,DeFi's offering holder's to stake option,i want to know what's ur personal favorite for staking?
I have to stake on binanch exchange defi market I see which coin is long term good and APY is very good this project i invest for auto investment.

3
DeFi tokens / Re: Next Defi tokens?
« on: January 08, 2022, 01:23:20 PM »
A lot of Defi projects are coming to the market every day. We already know the ones that already exist. But what tokens and projects are you following that are not yet listed?
lots of defi project coming but the market condition is not good now so waiting good movement then we can expect new project.

4
Avalanche AVAX Forum / Re: Tether will go to Avalanche
« on: January 07, 2022, 12:29:26 PM »
Tether [USDT], a famous stable coin and cryptocurrency number 4 according to Coinmarketcap will go to Avalanche [AVAX], a cryptocurrency known for its decentralization, cheap fees and scaling: https://medium.com/avalancheavax/tether-tokens-usdt-to-launch-on-avalanche-e198c1bb2e8b Avalanche was launched last year in autumn.
Tether will help to improve DeFi on Avalanche and bring more DeFi opportunities to Avalanche and make it grow!
yes that is very good news for the Avalanche network system so we can expect very good something in the near future.

5
Avalanche AVAX Forum / Re: What are the advantages of Avalanche ?
« on: January 07, 2022, 12:26:20 PM »
I see Avalanche's price keeps going up and it's really great to be able to continue to improve the quality of its tokens which are spread across various cryptocurrency markets and I'm also aware that the marketcpa of Avalanche is also going up so fast.
I will try to find the best time to invest in Avalanche coins because I see Avalanche is a super luxury coin. This is only my opinion and not financial advice !
But members in this forum, does anyone know what the advantages of Avalanche coins are ?
I think the network system is very nice and the transaction cost is a very low and very fast transaction for that reason I like it too much.

6
The Alonzo White testnet brings NFTs and various De-Fi use cases one step closer for Cardano.
IOHK, the blockchain #DevelopmentTeam  behind Cardano, announced on July 15 that the project’s Alonzo test net had officially transitioned from Blue to White, bringing with it the ecosystem’s long anticipated expansion to functional smart contracts.
Source: Cardano grows closer to launching smart contracts with new testnet


Very good news this is trying to do something new we are all of the investor waiting for getting new something.

7
Cardano Forum / Re: ADA And XRP
« on: January 07, 2022, 12:14:08 PM »
Quick question for the group . I hear a lot of talk from those who invest in ADA versus those who invest in XRP. For some reason those two are in direct competition with each other from what I can glean from conversations on the various Crypto Boards. I’ve got a pretty good grasp of bitcoin but my research into ADA and XRP is leading me nowhere. They both seem to be lower-priced cryptocurrencies, but I wonder what they are used for (and which is MORE NECESSARY) and if each have a specialty usage or not, and what that usage is. I would like to know this before I invest in either one. Can someone give me some insight into both ADA and XRP? PLEASE DON’T JUST TELL ME WHICH TO INVEST IN. PLEASE GIVE ME A RATIONAL REASON AS TO WHY YOU ARE AN ADA INVESTOR OR A XRP INVESTOR. Thank you VERY MUCH in advance.
I think XRP is no network system for the new project running but ADA has a networking system so lots of new projects coming on the ADA network so i think lots of people trying to come on the ADA system.

8
বর্তমান বাজার অনুযায়ী কোন বিনিয়োগ টা ভালো হবে ,এক্ষেত্রে স্বল্প মেয়াদি বিনিয়োগ না  দীর্ঘ মেয়াদী বিনিয়োগ কোনটাকে বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে?
আমি মনে করি বিনিয়োগের ডিউরেশন রির্ভর করে প্রজেক্ট এর উপর তবে আমার অভিঞ্জতা থেকে বলতে পারি সল্প মেয়াদি বিনিয়োগ এ বেশি প্রফিট করা যায়। সে জন্য সল্প মেয়াদী বিনিয়োগ কে আমি বেশি প্রিফাড করি।

9
প্রচলিত মুদ্রার সঙ্গে বিটকয়েনের বড় পার্থক্য হলো, এর নিয়ন্ত্রণ কোনো কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকারের হাতে নেই। স্টক বা বন্ডে বিনিয়োগের সঙ্গেও রয়েছে বিস্তর ফারাক। কারণ এটি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা করে বুঝবেন, তা কোন পথে এগোচ্ছে।

বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কেউ বা কারা ভার্চ্যুয়াল মুদ্রাটি উদ্ভাবন করে। বিটকয়েনে লেনদেন লিপিবদ্ধ হয় ব্লকচেইন প্রযুক্তির ভার্চ্যুয়াল খতিয়ানে। বিটকয়েন কার কাছ থেকে কার কাছে গেল, তার হিসাব থাকে সেখানে। এটিই বিটকয়েনের মালিকানা প্রমাণ করে।

বিটকয়েনের মূল্য নির্ধারণ হয় কীভাবে
কেন্দ্রীয় ব্যাংক বা সরকারব্যবস্থার নিয়ন্ত্রণ না থাকায় কোনো দেশের অর্থব্যবস্থা, আর্থিক নীতিমালা, মুদ্রাস্ফীতির হার এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বিষয়গুলো বিটকয়েনের মূল্য নির্ধারণ করতে পারে না। এর মূল্য নির্ধারণে যে বিষয়গুলো প্রভাব ফেলে, তা হলো—

বিটকয়েনের চাহিদা ও জোগান

মাইনিংয়ের মাধ্যমে বিটকয়েন তৈরির খরচ

ব্লকচেইনে লেনদেন যাচাইয়ের মাধ্যমে প্রাপ্ত পারিশ্রমিক

প্রচলিত বিটকয়েনের পরিমাণ

যে মাধ্যমে বিনিময় হয়

বিটকয়েনে লেনদেনে নানা রাষ্ট্রের বিধিনিষেধ

বিটকয়েনের অভ্যন্তরীণ পরিচালনব্যবস্থা

বিটকয়েন মাইনিংয়ে সচরাচর এমন কম্পিউটার যন্ত্রাংশ ব্যবহার করা হয়বিটকয়েন মাইনিংয়ে সচরাচর এমন কম্পিউটার যন্ত্রাংশ ব্যবহার করা হয়
চাহিদা ও জোগান দিয়ে শুরু করা যাক
কেন্দ্রীয় ব্যাংক যেমন নতুন ব্যাংক নোটের প্রচলন করে, বিটকয়েনের প্রচলন হয় ‘মাইনিং’ নামের প্রক্রিয়ায়। যে কেউ বিটকয়েনে লেনদেন সম্পাদনে এবং বিটকয়েন নেটওয়ার্কের সুরক্ষা নিশ্চিতে সাহায্য করতে পারেন। এ জন্য বিশেষ কম্পিউটার যন্ত্রাংশ সেটআপ করতে হয়, গাণিতিক সমস্যার সমাধান দিতে হয়। এটি মাইনিং হিসেবে পরিচিত। বিনিময়ে পুরস্কার হিসেবে তাঁরা বিটকয়েন পেয়ে থাকেন।


বিটকয়েনের জোগান দুভাবে প্রভাবিত হয়। প্রথমত, মাইনিংয়ের মাধ্যমে নতুন বিটকয়েন তৈরির হার আগে থেকেই নির্ধারিত। এই হার সময়ের সঙ্গে কমতে থাকবে। যেমন ২০১৬ সালে মোট বিটকয়েন বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ। ২০১৭ সালে ৪ দশমিক ৪ এবং ২০১৮ সালে এই হার ছিল ৪ শতাংশ। এতে বিটকয়েনের চাহিদা যত দ্রুত বাড়ছে, জোগান সে হারে বাড়ছে না।

দ্বিতীয়ত, বিটকয়েন প্রোটোকল অনুযায়ী সর্বসাকল্যে ২ কোটি ১০ লাখ বিটকয়েনের প্রচলন হবে। মোট বিটকয়েনের পরিমাণ সেই সংখ্যা ছুঁলে মাইনিংয়ের মাধ্যমে নতুন বিটকয়েন তৈরি আর সম্ভব হবে না। অর্থাৎ মোট বিটকয়েনের পরিমাণ সীমিত।

২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বাজারে মোট ১ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার বিটকয়েন প্রচলিত ছিল। সেটি সম্ভাব্য মোট বিটকয়েন জোগানের ৮৮ দশমিক ৫ শতাংশ। সংখ্যাটি এত দিনে আরও বেড়েছে নিশ্চয়।

এথেরিয়াম, টেদারসহ বিটকয়েনের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দিনদিন বাড়ছে। ছবির মুদ্রাগুলো অবশ্য প্রতীকীএথেরিয়াম, টেদারসহ বিটকয়েনের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দিনদিন বাড়ছে। ছবির মুদ্রাগুলো অবশ্য প্রতীকী
প্রতিযোগিতার কথাও মাথায় রাখা জরুরি
বিটকয়েন নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা। তবে আরও অনেক এমন মুদ্রার প্রচলন হচ্ছে। বিটকয়েনের ‘নিকটবর্তী’ প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছে এথেরিয়াম, টেদার, বাইন্যান্স কয়েন, কারডানো ও পলকাডট। ক্রিপ্টো মুদ্রার এই প্রতিযোগিতা বিনিয়োগকারীদের জন্য ভালো। এতে মূল্য চট করে আকাশচুম্বী হতে পারে না। তবে বিটকয়েনের বেলায় এটা এতটাই মানুষের মুখে মুখে ছড়িয়েছে যে প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর তুলনায় অনেক এগিয়ে থাকার সুযোগ পেয়েছে।

নতুন বিটকয়েন তৈরির খরচও তো বাড়ছে
ভার্চ্যুয়াল মুদ্রা হলেও বিটকয়েন তৈরির খরচ তো আছেই। কম্পিউটার যন্ত্রাংশ সেটআপ করার খরচ আছে, সেগুলো পরিচালনায় বিদ্যুতের খরচ আছে।

মনে করুন, বর্তমান হারে প্রতি ১০ মিনিটে একটি করে বিটকয়েন তৈরি হবে। এখন যদি একজন মাইনার বিটকয়েন মাইনিং করেন, তবে তিনি প্রতি ১০ মিনিটে একটি করে বিটকয়েন পাবেন।

দিন কয়েক আগে এল সালভাদরে দ্বিতীয় বৈধ মুদ্রা হিসেবে বিটকয়েনের প্রচলন করা হয়। সে ঘোষণার পর দেশটির রাজধানী সান সালভাদরে স্থাপিত বিটকয়েন এটিএম বুথের ছবি তুলছেন এক নারীদিন কয়েক আগে এল সালভাদরে দ্বিতীয় বৈধ মুদ্রা হিসেবে বিটকয়েনের প্রচলন করা হয়। সে ঘোষণার পর দেশটির রাজধানী সান সালভাদরে স্থাপিত বিটকয়েন এটিএম বুথের ছবি তুলছেন এক নারী
১০০ জন সে কাজ করলে প্রতিযোগিতাই কেবল বাড়বে। ওই ১০ মিনিটে একটির বেশি বিটকয়েন তো আর তৈরি হবে না। এবার কল্পনা করুন, বিশ্বব্যাপী ১০ লাখ মানুষ একই সময়ে একই কাজ করে যাচ্ছেন। অর্থাৎ সেই যন্ত্রাংশের খরচ, শ্রমের খরচ এবং সম্মিলিত বিদ্যুৎ বিল হু হু করে বাড়লেও বিটকয়েন তৈরির হার একই থাকছে। অর্থাৎ বিটকয়েন তৈরির খরচ বেড়ে যাচ্ছে। আর তৈরির খরচ বিটকয়েনের মূল্যে বড় প্রভাব ফেলে।

নীতিনির্ধারকদের বিভ্রান্তি
বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো মুদ্রা দ্রুত জনপ্রিয় হওয়ায় বিশ্বব্যাপী নীতিনির্ধারকেরা এমন ভার্চ্যুয়াল সম্পদ কী হিসেবে শ্রেণিবদ্ধ করবেন, তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ক্রিপ্টো মুদ্রা ‘সিকিউরিটিজ’ হিসেবে শ্রেণিবদ্ধ। আবার একই দেশের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন এই মুদ্রাগুলোকে ‘পণ্য’ হিসেবে উল্লেখ করেছে। এতে কোন সংস্থা বিটকয়েনের মতো মুদ্রার নিয়ন্ত্রণ করবে, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।


ইলন মাস্কের রকেট তৈরির প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে বিটকয়েনের মূল্যে ঊর্ধ্বগতির তুলনা করে ছবিটি বানিয়েছেন কেউ। ইলন প্রায়ই টুইটারে বিটকয়েন নিয়ে আলোচনা করেনইলন মাস্কের রকেট তৈরির প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে বিটকয়েনের মূল্যে ঊর্ধ্বগতির তুলনা করে ছবিটি বানিয়েছেন কেউ। ইলন প্রায়ই টুইটারে বিটকয়েন নিয়ে আলোচনা করেন
বিটকয়েনের অভ্যন্তরীণ পরিচালনব্যবস্থা
কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় বিটকয়েনে লেনদেন সম্পন্ন করতে এবং নেটওয়ার্ক নিরাপদ রাখার ভার অনেকটা সফটওয়্যার ডেভেলপার এবং মাইনারদের ওপর। সাধারণ সমস্যার সমাধান দীর্ঘ সময়ের আগে সম্ভব হয় না। এতে বিটকয়েন কমিউনিটিতে হতাশা বাড়ছে।

বিটকয়েনে লেনদেন বর্তমানে যে সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তা সেকেন্ডে কেবল তিনটি লেনদেন সম্পন্ন করতে পারে। শুরুর দিকে সেটা কোনো সমস্যা না হলেও বিটকয়েনে লেনদেনের চাহিদা বাড়ায় এখন সে সফটওয়্যারের কারণেই লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। একসময় হয়তো বিরক্ত হয়ে বিনিয়োগকারীরা অন্য ক্রিপ্টো মুদ্রায় লেনদেনে বেশি আগ্রহী হয়ে উঠবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

বিটকয়েনের দাম কখন বাড়ে, কখন কমে?
বিটকয়েনের মূল্য ওঠানামায় প্রচারিত সংবাদ, অনুমান, প্রাপ্যতা প্রভৃতির প্রভাব আছে। যেমন নেতিবাচক সংবাদ প্রকাশ হলে অনেক বিনিয়োগকারী তড়িঘড়ি করে তাঁদের বিটকয়েন বিক্রি করে দেন। এতে দাম কমে যায়। আবার ইতিবাচক সংবাদ প্রকাশ পেলে হয় উল্টোটা।

চীনা ব্যাংকগুলোকে বিটকয়েনে যেকোনো ধরনের লেনদেন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছেচীনা ব্যাংকগুলোকে বিটকয়েনে যেকোনো ধরনের লেনদেন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে
তা ছাড়া, বাজারে বিটকয়েন বিক্রির পরিমাণ বাড়লে মূল্য কমে। আবার যত বেশি প্রতিষ্ঠান বিনিয়োগ এবং বিনিময়ের মাধ্যম হিসেবে বিটকয়েন গ্রহণ করছে, এর দাম তত বাড়ছে।

আরেকটি ব্যাপার হলো, অনেকে মানুষ প্রচলিত মুদ্রায় বিশ্বাস না রাখতে পেরে বিকল্প মাধ্যম খুঁজতে থাকেন। বিটকয়েনের কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় এটিকে বেছে নিচ্ছেন অনেকে। এতেও দাম বাড়ছে।

বিভিন্ন দেশে বিটকয়েনের মতো ক্রিপ্টো মুদ্রায় লেনদেনে বিধিনিষেধ আছে। সেটাও বিটকয়েনের মূল্যে প্রভাব ফেলে। সম্প্রতি চীনা ব্যাংকগুলোকে বিটকয়েনে যেকোনো ধরনের লেনদেন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে বিটকয়েনের দাম পড়ে যায়।

তথ্যসূত্র: ইনভেস্টোপিডিয়া
source
অনেক বড় তথ্য বহুল পোষ্ট অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম আশা করা যায় এটার থেকে নতুনদের অনেক কিছু সিদ্ধান্ত গ্রহন এবং চিন্তার খোরাক জোগাবে।

10
বুধবার, সরকারের তরফে, একটি নতুন অর্থনৈতিক বিলের মাধ্যমে ভারতে প্রায় সমস্ত প্রাইভেট ক্রিপ্টো কারেন্সি নিষিদ্ধ করার ঘোষণা প্রকাশ্যে আসার পরেই, আজ সকাল থেকে, ছন্দপতন দেখা গেল ক্রিপ্টো বাজারে।


গত সপ্তাহে আকাশছোঁয়া সর্বোচ্চ রেকর্ড মূল্যে ট্রেড করার পর, খানিকটা ছেদ পড়েছিল বিটকয়েন (Bitcoin) সহ অন্যান্য জনপ্রিয় মুদ্রা গুলির বাজারদরে। তবে, বুধবার কেন্দ্রের তরফে সংশ্লিষ্ট ঘোষণাটির পর যেন একধাক্কায় আরও খানিকটা নেমে গেলো বিটকয়েন, ইথার (Ether)- দের ট্রেডমূল্য।

আজকের হিসেবে, অধিকাংশ জনপ্রিয় কয়েনগুলির বাজারদর ১৫ শতাংশেরও বেশী নেমে গিয়েছে। বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রিপ্টো কয়েন, বিটকয়েনের বাজার মূল্যে দেখা গিয়েছে ১৭% পতন। ইথার (Ether) ও টেথার (Tether) ও যথাক্রমে ১৫% ও ১৮% মূল্য হ্রাস ঘটিয়েছে।


এইমুহুর্তে, ভারতীয় এক্সচেঞ্জের হিসেব অনুযায়ী, দেশীয় বাজারে বিটকয়েনের বাজারদর ৫৬,৫৪৩ ডলার এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান মুদ্রা, ইথারের বাজারদর ৪,২৭৩ ডলার।

বুধবার প্রকাশিত সরকারী তথ্য থেকে জানা যায়, নভেম্বর ২৯ তারিখে, পার্লামেন্টের আসন্ন শীতকীলীন অধিবেশনে, ‘ক্রিপ্টো কারেন্সি অ্যান্ড রেগুলেশন অব্ অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল ২০২১’ নামে একটি নতুন অর্থনীতি সম্বন্ধিত বিল পেশ করা হবে।

বিলটির মাধ্যমে সম্ভবত দেশজুড়ে বেশিরভাগ প্রাইভেট ক্রিপ্টো মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হবে। তবে, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রযুক্তি ও তার ব্যবহার কে তুলে ধরতে, দেশে গুটিকয়েক প্রাইভেট ক্রিপ্টো মুদ্রা অবশ্য ছাড়পত্র পেতে পারে, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।

সরকারের বক্তব্য অনুযায়ী, খুব শীঘ্রই দেশের কেন্দ্রীয় ব্যাংক গোটা দেশজুড়ে একটি একক অফিশিয়াল ডিজিটাল কারেন্সি চালু করতে চলেছে। এই আসন্ন অফিশিয়াল কারেন্সিটির জন্য একটি সঠিক পরিকাঠামো প্রদান করাই মূলত নয়া অর্থনৈতিক বিলটির উদ্দেশ্য।

প্রসঙ্গত, বেশ অনেক দিন ধরেই, বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত টাকার নিরাপত্তা ও রাতারাতি গজিয়ে ওঠা বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জ মাধ্যমগুলির, নানা বিভ্রান্তমূলক বিজ্ঞাপন দ্বারা যুবসমাজ কে প্রলোভিত করার প্রবণতার বিষয়টিতে কড়া নজর ছিল কেন্দ্রের। আসন্ন আইনটি এইসব অবাঞ্ছিত প্রচারেও লাগাম টানবে বলেই মনে করছেন বিশিষ্ট মহল।

সম্প্রতি, সিডনি ডায়ালগের ভার্চুয়াল মঞ্চ থেকে ক্রিপ্টো বিষয়ে গোটা বিশ্ব কে কড়া হুঁশিয়ারি শোনান প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিশ্বের বড় বড় গণতন্ত্রগুলিকে ক্রিপ্টো নিয়ন্ত্রণ সম্পর্কে একজোট হতেও অনুরোধ করেন তিনি।

পাশাপাশি, কিছুদিন পূর্বেই, দেশের খুচরো বিনিয়োগকারীদের স্বার্থের কথা মাথায় রেখে, অনিয়ন্ত্রিত, বেপরোয়া ক্রিপ্টো বাজার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল রিজার্ভ ব্যাংক অফ্ ইন্ডিয়া ও SEBI-ও।

click
তথ্য বহুল পোষ্ট আশা করা যায় এই পোষ্ট থেকে অনেকেই অনেক বেশি উপকৃত হবেন।

11
বিটকয়েনের মূল্য শুক্রবার ৬.৫৪ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৯৮ ডলারে দাঁড়িয়েছে, যা লেনদের বন্ধের আগের মূল্যের সঙ্গে তিন হাজার পাঁচশ চার দশমিক ১১ ডলার বেশি।

বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গত ৪ জানুয়ারি এ বছরের সর্বনিম্ন ২৭ হাজার সাতশ' ৩৪ ডলার থেকে এখন পর্যন্ত ১০৫.৯ শতাংশ উপরে আছে। গত ১৪ এপ্রিল এটি বছরের সর্বোচ্চ ৬৪ হাজার আটশ' ৯৫ দশমিক ২২ ডলারে পৌঁছেছিল। বর্তমান মূল্য অবশ্য সেখান থেকে ১২ শতাংশ কম বলে জানিয়েছে রয়টার্স।

ইথার, ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সাথে যুক্ত মুদ্রা, শুক্রবার ১.০৬ শতাংশ বেড়ে দুই হাজার সাতশ' ৮৭ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। দিনের লেনদেন শেষের মূল্যের সঙ্গে ২৯ দশমিক ২৯ ডলার মূল্য বেড়েছে মূদ্রাটির।

বিটকয়েনের ঊর্ধ্বমুখী দরে পাগলা ঘোড়ার গতি নতুন নয়। ২০০৯ সালে বাজারে আসার পর বেশ কয়েকবার ব্যাপক উত্থান-পতন হয়েছে।

ক্রিপ্টোকারেন্সি বিষয়ক ওয়েবসাইট কয়েনডেস্কের হিসাবে, মোটামুটি ৮ হাজার ৯০০ ডলার দিয়ে বিটকয়েনের বছর শুরু হয়েছিল।

জানুয়ারির শুরুতে কিছু দিনের মধ্যে এটা ৪০ হাজার ডলার ছাড়ালেও শেষ দিকে এসে দর পড়ে গিয়ে ৩০ হাজার ডলারের কাছাকাছি নেমে যায়।

তবে এর আগে বিটকয়েনের দরবৃদ্ধিতে কোভিড-১৯ বড় ভূমিকা রেখেছে। গত বছরের শুরুর দিকে বিশ্বজুড়ে এ মহামারী হানা দেওয়ার পর ভার্চুয়াল কেনাকাটা বেড়েছে; কাগজের নোট ও ধাতব কয়েন কয়েন থেকে মানুষ আরও দূরে সরেছে।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মার্কিন শেয়ারবাজারে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় লেনদেন এক্সচেঞ্জ কয়েনবেইজ আইপিও ছাড়ার ঠিক আগমুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ দাম ওঠে বিটকয়েনের। সে সময় ৬২ হাজার ৭৪১ ডলারে উঠে সবচেয়ে জনপ্রিয় এই মুদ্রার দাম।  সূত্র: বিডিনিউজ
মার্কেটের বর্তমান কন্ডিশন তো নিম্ন মুখি । অবশ্য বাড়া কমার মধ্যে দিয়েই তো এই মার্কে পরিচালনা হয়ে আসতেছে এবং হবে।

12
বিটকয়েনের দাম রাতারাতি সর্বনিম্ন প্রায় ৪৩ হাজার ডলারে নেমে গেছে। শনিবার (৪ ডিসেম্বর) ক্রিপ্টোকারেন্সির মান ১৩ শতাংশেরও বেশি কমে ৫৬ হাজার ২৯৪ ডলার থেকে ৪৮ হাজার ৩০৯ ডলারে নেমে এসেছে। খবর: সিএনএন।
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাণিজ্য ডেস্ক

১ মিনিটে পড়ুন
গত ৯ নভেম্বর বিটকয়েনের মান সর্বকালের সর্বোচ্চ ছিল। তখন ভার্চুয়াল এ মুদ্রার মান ছিল প্রায় ৬৯ হাজার ডলার। তবে বতর্মানে এর একদম বিপরীত চিত্র দেখা যাচ্ছে।

এ দিনের শুরুতে বিটকয়েনের দাম প্রায় ১৭ শতাংশেরও বেশি কমে গিয়েছিল।

এদিকে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথারের মান প্রায় ১০ শতাংশ কমেছে।
source
বেশ ‍ কিছু নেগেটিভ নিউজ এর কারনে হয়তো এমন টা হচ্ছে আশা করা যাচ্ছে অচিরেই মার্কেট ভালো অবস্থানে যাবে তবে অনেকের ধারনা 40 হাজারের নিচে গেলে এটা আরও বেশি কমার সম্ভবনা অনেক বেশি।

13
মধ্য এপ্রিলে একটি নিঃশব্দ বিপ্লব ঘটিল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ-এ। ক্যালিফর্নিয়ার এক স্টার্ট-আপ সংস্থা ‘কয়েনবেস’ শেয়ার বাজারের খাতায় নাম লিখাইল, এবং তাহার আইপিও বাজারে পড়ামাত্র জটায়ুর উপন্যাসের ন্যায় বিক্রয় হইয়া গেল। স্মরণকালের মধ্যে এমন তুঙ্গ সফল আইপিও বাজারে আনিয়াছে ফেসবুক ও এয়ারবিএনবি। এই দুইটি সংস্থার সহিত কয়েনবেস-এর একটি মিল আছে— ইদানীংকালের পরিভাষায় যাহাকে বলা হয় ‘ডিসরাপশন’, তিনটি সংস্থার ব্যবসাই চরিত্রে সেই রকম। অর্থাৎ, বাজার যে পথকে কখনও প্রত্যক্ষ করে নাই, সেই পথে হাঁটিয়া বাজারের চরিত্রটি সম্পূর্ণ বদলাইয়া দেওয়া। বিপ্লব-এর নিরিখে ‘কয়েনবেস’ আরও এক ধাপ আগাইয়া আছে, কারণ তাহার ব্যবসা যাহা লইয়া, সেই বস্তুটিই বৈপ্লবিক— ক্রিপ্টোকারেন্সি। এমন ডিজিটাল মুদ্রা, যাহার কোনও ভৌগোলিক সীমানা নাই, যাহার উপর কোনও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নাই। অর্থব্যবস্থা বস্তুটিকে রাষ্ট্রের অধিকারসীমার বাহিরে লইয়া আসাই এই ডিজিটাল মুদ্রার এক মৌলিক উদ্দেশ্য ছিল। প্রশ্ন উঠিয়াছে, ক্রিপ্টোকারেন্সি সাম্প্রতিক অতীতেই যত বার বিভিন্ন বিতর্কে জড়াইয়াছে— কখনও ড্রাগ ও অস্ত্রের কৃষ্ণ-বাজারের মুদ্রা হিসাবে, কখনও অবৈধ লেনদেনের মাধ্যম হিসাবে, তাহার পরও কি এই মুদ্রার বৈষয়িক ভবিষ্যৎ থাকিতে পারে? দীর্ঘমেয়াদের কথা বলিতে পারে, সাধ্য কাহার— কিন্তু, স্বল্পমেয়াদে এই মুদ্রার ভবিষ্যৎ সম্বন্ধে বাজার নিজের আস্থা জানাইয়া দিয়াছে। এই মুদ্রার অন্তর্নিহিত বিপদের কথা অস্বীকার করিয়া নহে, সে বিপদ সত্ত্বেও।

তবুও প্রশ্ন থাকে— এই মুদ্রার নৈতিকতা বিষয়ক প্রশ্ন। যে অর্থব্যবস্থায় কোনও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নাই, চরিত্রগত ভাবেই তাহা নৈরাজ্যপন্থী। সুস্থ বিশ্বব্যবস্থার সহিত সেই নৈরাজ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক কি না, এই তর্কটি অতি জরুরি। এই মুদ্রার সর্বাপেক্ষা বিপজ্জনক দিক হইল, তাহার সম্বন্ধে স্পষ্ট তথ্যের কাঠামোগত অভাব। ফলে, অনিশ্চয়তা তাহার অবিচ্ছেদ্য অঙ্গ। অন্য দিকে, এই মুদ্রাটি সম্পূর্ণ কম্পিউটার-নির্ভর, এবং আবিশ্ব তাহার চলাচল হওয়ায় প্রবল ভাবে ‘সার্ভার’-নির্ভরও বটে। এই মুদ্রাব্যবস্থা সচল রাখিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। পরিবেশের উপর তাহার প্রভাবও মারাত্মক। এই মুদ্রা লইয়া নৈতিকতার প্রশ্নটি বহুস্তরীয়।

নাম নথিভুক্ত হওয়া ইস্তক কয়েনবেস-এর শেয়ার যে গতিতে দৌড়াইয়াছে, তাহাতে স্পষ্ট যে, ক্রিপ্টোকারেন্সির সহিত জড়িত নৈতিকতার প্রশ্ন লইয়া বাজার ভাবিত নহে। কথাটি শুধু কয়েনবেস নামক সংস্থা, বা ক্রিপ্টোকারেন্সি নামক সম্পদ সম্পর্কে প্রযোজ্য নহে— সর্ব ক্ষেত্রেই বাজারের ধর্ম হইল মুনাফা অর্জন করা। নৈতিকতার বিচার করা বাজারের কাজ নহে। ক্রিপ্টোকারেন্সি যদি তাহার লাভযোগ্যতা হারায়, তবে এই সম্পদকে ছুড়িয়া ফেলিতেও বাজারের সময় লাগিবে না— শতাব্দীর শুরুতে ‘ডট কম বাব্‌ল’-এর ঘটনাক্রম স্মর্তব্য। সুতরাং, এখানেই রাষ্ট্রের দায়িত্ব। যে পণ্যের নৈতিকতা লইয়া প্রশ্ন রহিয়াছে, তাহাকে কী ভাবে ব্যবহার করিতে পারিলে সমাজের সর্বাধিক মঙ্গল, রাষ্ট্রকেই ঠিক করিতে হইবে। তাহাকে নিষিদ্ধ ঘোষণা করিয়া কৃষ্ণ-বাজারের দিকে ঠেলিবে, না কি তাহার বাণিজ্যকে এমনই মূলধারায় আনিয়া ফেলিবে যে, পণ্যটি ক্রমে সমাজের অনুসারী হইয়া উঠে— সেই সিদ্ধান্ত রাষ্ট্রকেই করিতে হইবে। তথ্যসূত্র: আনন্দবাজার
অনেক তথ্য বহুল পোষ্ট এটাতে বোঝা যায় এই মুদ্রা সিস্টেম ই সারা বিশ্ব কে এক সময় লিড দিবে আশা করা যায়।

14
মুখের এক কথায় যেমন উঠেছিল তেমনি এক কথাতেই ধপাস। টেসলা প্রধান ইলন মাস্ক ঘোষণা করেছেন গাড়ির মূল্য হিসেবে টেসলা আর বিটকয়েন নেবে না। এক ধাক্কায় বিটকয়েনের দাম পড়ে গেছে ১০ শতাংশ। ধাক্কা লেগেছে টেসলার শেয়ার মূল্যেও।

টুইটে ঘোষণা দেওয়ার সময় ইলন মাস্ক জলবায়ু পরিবর্তনে বিটকয়েন মাইনিংয়ের প্রভাবকে কারণ হিসেবে দেখিয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

মার্চে টেসলা যখন ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করার ঘোষণা দেয় তখনই তা পরিবেশবিদ এবং বিনিয়োগকারীদের তোপের মুখে পড়ে।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারিতে জানায়, তারা দেড় বিলিয়ন ডলার মূল্যের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ডিজিটাল মুদ্রা কিনেছে। বৃহস্পতিবার সেই অবস্থান থেকে সড়ে এলো টেসলা।

টুইটে মাস্ক বলেন, “আমরা বিটকয়েন মাইনিং এবং লেনদেনের জন্য জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বিগ্ন, বিশেষ করে কয়লার, যেটা থেকে সবচেয়ে বেশি কার্বন নির্গমন ঘটে।”

“ক্রিপ্টোকারেন্সি একটি ভাল ধারণা... কিন্তু পরিবেশের জন্য ক্ষতির বিনিময়ে এটা নেওয়া সম্ভব নয়।”

তিনি আরও জানান, ইতোমধ্যে কেনা বিটকয়েন টেসলা বিক্রি করবে না। বরং, বিটকয়েন মাইনিং পরিবেশবান্ধব হওয়ার পর সেগুলো ব্যবহার করবে।

বাজার বিশ্লেষকরা অবশ্য এই পদক্ষেপকে জলবায়ু পরিবর্তন এবং স্থায়িত্বের সমর্থক বিনিয়োগকারীদের উদ্বেগ প্রশমিত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

“পরিবেশগত, সামাজিক এবং কর্পোরেট গভর্নেন্স (ইএসজি) এখন অনেক বিনিয়োগকারীর জন্যই অন্যতম প্রধান বিবেচ্য বিষয়।” বার্মান ইনভেস্ট-এর জুলিয়া লি বিবিসিকে বলেন, “টেসলা একটি পবিশেবান্ধ প্রতিষ্ঠান হওয়ায়  পরিবেশগত ক্ষেত্রে বিশেষ করে ইএসজিতে আরও ভালো কাজ করতে চাইতে পারে।”

তবে, এটাও ঠিক, তিনি বলেন, “নিন্দুকরা হয়তো বলবেন, ক্রিপ্টোকারেন্সি বাজারকে প্রভাবিত করার জন্য এটি মাস্কের এটি আরেকটি পদক্ষেপ। যেমনটি তিনি অন্যান্য অনেক ক্ষেত্রে করেছেন।”

গত মাসেই টেসলা বছরের প্রথম প্রান্তিকের মুনাফা ঘোষণা করেছে ৪৩ কোটি ৮০ লাখ ডলার, যেটি গত বছরে একই সময়ে ছিল এক কোটি ৬০ লাখ ডলার। বিটকয়েন বিক্রি এবং পরিবেশগত ক্রেডিট এই বিক্রয় বৃদ্ধিতে প্রভাব রেখেছে।

মাস্ক নিজে ক্রিপ্টোকারেন্সি জগতের অন্যতম হাই প্রোফাইল সমর্থক। প্রায়ই এ বিষয়ে তিনি টুইটও করেন।

সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, বিশ্বজুড়ে বিটকয়েন মাইনিংয়ের শতকরা ৭৫ ভাগেরও বেশি চীনে হয়।

গবেষণায় দেখা গেছে, ক্রিপ্টোকারেন্সির কার্বন ফুটপ্রিন্ট চীনের ১০টি বৃহত্তম শহরের মধ্যে একটির মতো বড়। কারণ, বিটকয়েন মাইনাররা বছরের বেশিরভাগ সময় জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লায় উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করেন

সূত্র: বিডিনিউজ
এটা হতে পারে আমি এটার সাথে সহমত পোষন করছি।টেলসার কারনে এটার উথান পতন শুরু হয়েছে। এটাই নিয়ে যাবে 100,000 ডলারে নিয়ে যেতে পারে।

15
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে বিটকয়েন বৈধ ঘোষণা করেছে। এতে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশেও বিটকয়েন বৈধ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। কারণ তুলনামূলকভাবে গোপনে আমাদের বাংলাদেশে ব্যাপক বিট কয়েনের ব্যাপার হচ্ছে তাই আমাদের দেশের সরকারের উচিত আমাদের দেশে বিটকয়েনের বৈধতা দেওয়া উচিত।
সহমত পোষন করছি কেননা তাদের দেশের সাথে সংগতি রেখে এটা রাতারতি তৈরী হচ্ছে না এটার লেনদের মাধ্যম হিসাবে বিনিময় মুদ্রা হিসাবে ব্যবহ্ত হচ্ছে।সে জন্য আমি মনে করি এটার বেশ কিছু সুযোগ সুবিধা আমরা অচিরেই পাবো।

Pages: [1] 2 3 ... 75
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod