Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: Malam90 on April 30, 2021, 05:22:57 AM

Title: টেসলার কেনা বিটকয়েনের দাম এখন ২৪৮ কোটি ডলার।
Post by: Malam90 on April 30, 2021, 05:22:57 AM
সম্প্রতি নিজেদের বিটকয়েন বিনিয়োগের ব্যাপারে জানিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা টেসলা। মার্চের ৩১ তারিখের হিসেব অনুযায়ী তাদের হাতে থাকা বিটকয়েনের ন্যায্য বাজার মূল্য দাঁড়িয়েছে দুইশ’ ৪৮ কোটি ডলারের ঘরে।

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, কোনো কারণে যদি এখন বিটকয়েনকে নগদ অর্থে রূপান্তরিত করতে হয় টেসলার, তাহলেও হাতে একশ’ কোটি ডলারের মতো লাভ আসবে এ বিনিয়োগ থেকে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি এ গাড়ি নির্মাতা নিজেদের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ দেড়শ’ কোটি ডলার বিটকয়েনে বিনিয়োগ করার খবর জানিয়েছিল। প্রান্তিক চলাকালে নিজেদের বিনিয়োগ ১০ শতাংশ কমিয়েছিল টেসলা।

ডিজিটাল সম্পদ বিক্রি থেকে ২৭ কোটি ২০ লাখ ডলার এসেছে টেসলার যার মধ্যে দশ কোটি এক লাখকে “ইতিবাচক প্রভাব” হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

টেসলা আরও জানিয়েছে, মার্চের আগের তিন মাস বিটকয়েন সংক্রান্ত বিনিয়োগে মন্দাজনিত ক্ষতি হয়েছে দুই কোটি ৭০ লাখ ডলারের।

সূত্র: বিডিনিউজ (https://bangla.bdnews24.com/tech/article1885473.bdnews)
Title: Re: টেসলার কেনা বিটকয়েনের দাম এখন ২৪৮ কোটি ডলার।
Post by: Fulshai on December 09, 2023, 10:57:18 AM
আমি এই ফোরামের নতুন। কিন্তু কিছুদিন ধরে আপনার পোস্টগুলো পড়ে অনেক কিছু জানতে পারছি। এম আলম ভাই আপনার পোস্ট অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হয়। টেসলার বিটকয়েনের দাম নিয়ে যে  আলোচনা করেছেন। তা বুঝতে অনেক সুন্দর সুস্পষ্ট। আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর পোস্ট তৈরি করবেন। যা দেখে আমরা অনেক কিছু শিখতে পারি।