Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on February 14, 2021, 04:14:59 PM

Title: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Malam90 on February 14, 2021, 04:14:59 PM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Tepona on February 14, 2021, 11:15:53 PM
মাতৃভাষা বাংলা ফোরাম পেয়েছি এটা খুবই সুখের বিষয়। ইউজাররা এখানে পোস্ট করতে সুবিধা অনুভব করে। বিটকয়েন্টক এর আমাদের বাংলাদেশীদের জন্য সেশন এর অবস্থা খুব খারাপ। সুতরাং এই ফোরামের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। মোডারেটর সহ ফোরামের মালিক অনেক ভালো। তাই সুন্দর একটি বাংলা সেকশন আমাদেরকে উপহার দিয়েছেন।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: babu10 on February 15, 2021, 05:28:25 AM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?

আসলে এটা যে কতো সুখের তা বলে বুঝানো যাবেনা। মাতৃভাষার/মাতৃভূমির প্রতি টানটা বুঝা যায় যখন কেউ বিদেশ থাকে তখন। আপনি যতই ইংরেজী বা অন্যভাষায় দক্ষ হয়না কেন প্রানস্পন্দন বলে একটা কথা আছে যেটা আপনি সেখানে পাবেননা। তাই আমরা হয়তো ইংরেজীতে পড়তে লিখতে পারি কিন্তু একটা আর্ন্তরজাতিক প্লার্টয়ফরমএ বাংলায় একটা কথা , কমেন্ট লিখতে পারাটা সত্যিই আনন্দের এবং গৌরবের।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Mist Joya on February 15, 2021, 10:18:22 AM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
  কে কতটুকু ফিল করছে সেটা বলতে পারবো না কিন্তু আমি বাংলাভাষাকে অনেক ভালোবাসি এবং আমি এই ক্রিপ্টোকারেন্সি জগতে বাংলা ফ্রম কে পেয়ে ভীষণ আনন্দিত এবং ভীষণ ভীষণ খুশি।  আমি মনে করব আমাদের এই বাংলা ফ্রম এ সকল অ্যাক্টিভিটি রা সবাই খুব গুরুত্ব সহকারে এই ফর্মটা কে ভালবাসবে এবং এই ফরমের জন্য কাজ করবে। যাতে আমাদের এই বাংলাদেশের বাংলা  ফর্মটা  অনেক উপরে  চলে যায়  বিশেষ করে সিনিয়র ভাইদের কাছে আমার আকুল আবেদন থাকবে ।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Malam90 on February 15, 2021, 10:20:02 AM
আপনারা যখন কোন টপিকে কমেন্টস করবেন তখনে দেখবেন উপরে পোল বা ভোট দেওয়ার অপশন আছে কিনা। থাকলে ভোট দিবেন। এতে করে আপনাদের মতামতের প্রকাশ ঘটবে এবং ভোট দেওয়ার জন্য আইডিতে ব্যজ পাবেন। তাই শুধু কমেন্টস না করে ভোটও দিবেন।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: ExtraPoint on February 17, 2021, 09:34:56 AM
কোন মানুষ তার নিজের মাতৃভাষাতেই কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে।আমাদের মাতৃভাষা বাংলা তাই আমরা বাংলাতেই আমাদের মনের ভাব সম্পূর্ণ ভাবে প্রকাশ করতে পারি। বাংলা বোর্ড পেয়ে আমরা খুবই আনন্দিত। এটা আমাদের জন্য খুবই ভালো একটা খবর। কারণ আমরা আমাদের নিজের মাতৃভাষাতেই পোস্টগুলো করতে পারছি।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Tepona on February 17, 2021, 10:00:10 AM
আপনারা যখন কোন টপিকে কমেন্টস করবেন তখনে দেখবেন উপরে পোল বা ভোট দেওয়ার অপশন আছে কিনা। থাকলে ভোট দিবেন। এতে করে আপনাদের মতামতের প্রকাশ ঘটবে এবং ভোট দেওয়ার জন্য আইডিতে ব্যজ পাবেন। তাই শুধু কমেন্টস না করে ভোটও দিবেন।
আনন্দিত। বিটকয়েন ফোরামের প্রথমদিকে এরকম সেকশন এর অবস্থা অনেকটাই ভাল ছিল। তবে বাঙ্গালীদের কুত্তা জোড়াজুড়ির কারণে বাংলা সেকশন এর অবস্থার উন্নতি হয়নি। তবে এখানে অনেক উন্নতি হয়েছে। উন্নতির ধারা অব্যাহত রাখুন। এখানে উন্নতির ধারা অব্যাহত রাখতে অবশ্যই ফোরামের বাংলাদেশ ইউজারদের আমলনামা অর্থাৎ খারাপ কোন কাজ করলে গ্লোবাল পর্যায়ে যেতে দেবেন না। তাহলে সবাই ভাল থাকবেন। কারণ বাঙালিরাই সবচেয়ে বেশি কুত্তা জড়াজড়ি করে। ফোরামে মানুষরূপী কিছু কুত্তা রয়েছে, তাদের থেকে ফোরামকে ভালো রাখতে হবে। সকলেই সবার সাথে সুন্দর ও ভালো আচরণ করব। কারো অনুভূতিতে আঘাত দেবো না। তাহলেই বাঙালি বীরের জাতি হিসেবে পরিচয় পাবে।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Lukamaxin on February 17, 2021, 10:07:18 AM
বাংলা ফোরাম যে কতটা সুবিধা দিচ্ছে সবাই কে তা বলে বোঝানো যাবে না। তাছাড়া মাতৃভাষায় কোন বিদেশী সাইটে কথা বলা এটা কিন্তু বিরাট বাাপার। আমরা সত্যিই গর্বিত এমন একটি ফোরাম পেয়েছি যেখানে আমাদের প্রিয় মার্তৃভাষায় কথা বলা যায়।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Dark Knight on February 19, 2021, 04:45:35 AM
আমাদের মাতৃভাষা বাংলা তাই আমরা আমাদের বাংলাতে কথা বলতে ভালোবাসি। আমাদের মাতৃভাষা বোর্ড পেয়ে আমরা খুব আনন্দিত। আমরা গর্বিত যে আমরা আমাদের মাতৃভাষায় একটি  বোর্ড পেয়েছি।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: GroundCrypto on February 19, 2021, 08:45:11 AM
আমার মাতৃভাষা বাংলায় ফোরাম পেয়ে আমি গর্বিত এবং খুবই আনন্দিত। এটা আমাদের নিজস্ব বোর্ড এখানে আমরা সবাই আমাদের মাতৃভাষা বাংলা তে আলোচনা করি এটা আমার সত্যিই খুব ভালো লাগে।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Mj joy on February 19, 2021, 10:03:10 AM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
  বাংলা ফোরাম পেয়ে আমি অনেক আনন্দিত এবং আমি খুবই খুশি  কারন আমার মায়ের ভাষা মাতৃভাষা বাংলা আরে বাংলা ভাষায় কথা বলে আমি এরকম একটি বিশ্বব্যাপী অনলাইন কাজ করতে পারতাছি  কোনদিন কল্পনাও করিনি এরকম একটি জায়গায় আমাদের বাংলা ভাষাকে ব্যবহার করা যাবে ।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Spiderman on February 19, 2021, 02:18:13 PM
মাতৃভাষা বাংলা ফোরাম পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। কেননা বাংলা ফোরামের মাধ্যমে পোস্ট করতে অনেক সুবিধা হয়। বর্তমানে বিটকয়েন এ আমাদের বাংলাদেশীদের জন্য সেশন অবস্থা খুবই খারাপ। তাই বাংলা ফোরাম না পেলে আমাদের সেশন অবস্থা হয়তো আরো খারাপ হত। বাংলা সেকশন উপহার দেওয়ার জন্য ওই ফোরামের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আর তাই বাংলা সেকশন পেয়ে আমরা খুবই সুবিধা অনুভব করছি
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: EKRA13 on February 19, 2021, 05:25:07 PM
ফোরামে মাতৃভাষা বাংলা পেয়েছি এতে আমরা কতটা আনন্দিতো তা বলে বোঝানো সম্ভব নয়। ফোরামে বাংলা সেকশন চালু করার জন্য ফোরামে এডমিন কে অনেক ধন্যবাদ। বাংলা বোর্ডের জন্য আমাদের বাংলাদেশীদের অনেক সুবিধা হয়েছে আমরা অনেক সহজেই ফোরামে পোষ্ট করতে পারছি। ওকে এগিয়ে নিতে এবং জনপ্রিয় করতে আমাদের বাংলাদেশীদের অবশ্যই  অক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। এরকম সুন্দর একটি পোস্ট তৈরী করার জন্য মালাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: EKRA13 on February 19, 2021, 05:28:08 PM
আপনারা যখন কোন টপিকে কমেন্টস করবেন তখনে দেখবেন উপরে পোল বা ভোট দেওয়ার অপশন আছে কিনা। থাকলে ভোট দিবেন। এতে করে আপনাদের মতামতের প্রকাশ ঘটবে এবং ভোট দেওয়ার জন্য আইডিতে ব্যজ পাবেন। তাই শুধু কমেন্টস না করে ভোটও দিবেন।



মালাম ভাই অনেক সুন্দর একটি কথা বলেছেন। আগে ভোটিং সিস্টেম কথা জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে এ বিষয়ে অবগত হলাম ।এখন থেকে ভোট প্রদানের চেষ্টা করব।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Lovepro Max on February 20, 2021, 03:20:31 AM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করার অনুভূতি অন্যরকম যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি অনেক খুশি যে আমাদের এই ফোরামে মাতৃভাষায় বাংলা আলাদাভাবে একটা বোর্ড রয়েছে। যেখানে আমরা ইচ্ছামত আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। আমাদের উচিত আমাদের এই ফোরাম টাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Laxmi Sharma on February 25, 2021, 09:13:33 AM
মাতৃভাষা বাংলায় ফোরাম পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত এবং গর্বিত। এই ফোরামে আমাদের নিজস্ব মাতৃভাষা নিয়ে একটা সেকশন রয়েছে ভাবতেই ভালো লাগে। তাই আমাদের আমাদের নিজস্ব বাংলা বোর্ডকে অবশ্যই সম্মান করা উচিত এবং আমাদের এই বাংলা বোর্ডকে এগিয়ে নিতে অবশ্যই আমাদের সবার যৌথভাবে কাজ করা উচিত। আমার বাংলা সেকশন কে আমি সবার উপরে দেখতে চাই। এটা আমার চাহিদা।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Farhana on March 09, 2021, 07:49:01 PM
অসাধারণ অনুভুতি। মায়ের ভাষা বলে কথা, মাকে যেমন অল্প একটু বললেই সব বুঝে যায় তেমনি এই ফোরামে সামান্য বিষয় নিয়ে জানতে চাইলেই সুযোগ্য মডারেটবৃন্দ ও সিনিয়র ভাইদের নিকট থেকে অসাধারন সমাধান পাওয়া যায়। এটা অনেক বড় পাওয়া। মায়ের ভাষায় কথা বলে যেমন শান্তি পাওয়া যায় তেমনি এই বাংলা ফোরামে পোস্ট করেও শান্তি পাই, পোস্ট পড়েও শান্তি পাই আবার ভাল মানসম্মত পোস্ট করলে কারমা পাওয়া যায়।  সেটাও অনেক শান্তির। যেখানে নেগেটিভ কারমা কেউ কাউকে দেয়না, এটাও বাংলা ফোরামের  একটা নতুন অনুভুতি, এর মাধ্যমে বাংলাফোরামের সন্মান বৃদ্ধি পাচ্ছে দিনদিন।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Goldlife on March 10, 2021, 08:19:21 AM
হাজারো ভাষাশহীদদের প্রাণের বিনিময়ে আমরা আমাদের এই ভাষাকে ফিরে পেয়েছি।তাই আমরা ফোরামে বাংলা ভাষাকে দেখতে পেয়ে এবং ব্যবহার করতে পেরে এবং কমেন্টস ঘুরতে গিয়ে অনেক মজা এবং আনন্দ বোধ করি কারন আমরা এত সুন্দর একটি ফোরামে বাংলা ভাষাকে ব্যবহার করতে পেরে আমরা আনন্দিত বোধ করি বাংলা ভাষাতে আমরা সবকিছু সুন্দরভাবে প্রকাশ করতে পারি এবং সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলতে পারি ।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Ricky on March 10, 2021, 10:18:57 AM
বাংলা আমাদের মাতৃভাষা। এটা ভাবতেই খুব ভালো লাগে যে ক্রিপ্টোকারেন্সি ফোরামে আমার নিজস্ব একটা বোর্ড রয়েছে যেখানে আমরা মাতৃভাষা বাংলায় কথা বলতে পারি। মাতৃভাষা বাংলাতে ফোরাম পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই ভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি। তো এতে কোন সন্দেহ নেই যে বাংলাদেশি ক্রিপ্টো রিলেটেড সবাই মাতৃভাষা বাংলায় ফোরাম পেয়ে কিছুটা হলেও আনন্দিত।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Rothi roy on March 11, 2021, 11:16:21 AM
বাংলায় কথা বলে যেভাবে একজনকে আমরা একটি বিষয় বুঝাতে পারি ঠিক অন্য ভাষায় কথা বলে এতো ভালো করে বুঝাতে পারিনা বা বলতে পারিনা।

আমি সত্যিই খুব আনন্দিত যে এই ফোরামে বাংলা বোর্ড এবং আমরা নিজের মাতৃভাষায় কথা বলতে পারছি এবং নিজের মনোভাব প্রকাশ করতে পারছি। নিজের মাতৃভাষায় কথা বলার চেয়ে আনন্দ আর কোন ভাষায় কেউ খুজে পাবে না।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Sonjoy on March 11, 2021, 01:03:21 PM
আপনারা যখন কোন টপিকে কমেন্টস করবেন তখনে দেখবেন উপরে পোল বা ভোট দেওয়ার অপশন আছে কিনা। থাকলে ভোট দিবেন। এতে করে আপনাদের মতামতের প্রকাশ ঘটবে এবং ভোট দেওয়ার জন্য আইডিতে ব্যজ পাবেন। তাই শুধু কমেন্টস না করে ভোটও দিবেন।
আমি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলবেন।আপনি বলেছেন যে ভোট দিলে আইডিতে ব্যাচ করানো হবে সেটা কিরকম ধরনের ব্যাচ হতে পারে যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করতেন তাহলে ভাল হত
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: raisajahan on March 12, 2021, 06:51:53 AM
সর্ব প্রথম ধন্যবাদ ও কৃজ্ঞতা জানাই যারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন তার পরে কৃজ্ঞতা ফোরামের প্রতিষ্ঠাতা malam90 কে যার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই ফোরাম। এই ফোরাম পেয়ে আমি গর্বিত, আনন্দিত, আবেগে আপ্লুত কারণ এই বাংলা ফোরামে ফলে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Milon626 on March 12, 2021, 09:02:51 AM
মাতৃভাষায় বাংলা ফোরাম পাওয়ার আনন্দ যে কতোটা সেটা বোধহয় বলে বোঝানো সম্ভব নয়।  এখানে যে বাংলা লোকাল বোর্ড আছে সেটা আমাদের জন্য আশীর্বাদ স্বরুপ।  এখানে আমরা খুব সহজেই আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি।  আমাদের সকল বাংলাদেশিদের জন্য এই বাংলা বোর্ড খুবই প্রয়োজনীয় একটা বোর্ড।  আমাদের সকলেরই উচিৎ এখন আমাদের এই লোকাল বোর্ডের জন্য কাজ করা, আমাদের লোকাল বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায়।                                     
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Malam90 on March 12, 2021, 04:48:34 PM
সর্ব প্রথম ধন্যবাদ ও কৃজ্ঞতা জানাই যারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন তার পরে কৃজ্ঞতা ফোরামের প্রতিষ্ঠাতা malam90 কে যার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই ফোরাম। এই ফোরাম পেয়ে আমি গর্বিত, আনন্দিত, আবেগে আপ্লুত কারণ এই বাংলা ফোরামে ফলে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি।

মাতৃভাষায় কথা বলতে পারলে অনেক ভালো লাগে। বিটকয়েনটকে আমাদের মাতৃভাষায় কোন সাব ফোরাম নেই। তাই মাতৃভাষায় সাব ফোরাম পেয়ে আমরা গর্বিত। এজন্য আমাদের চিটিং বাটপারি বাদ দিতে হবে নতুবা আমাদের বাংলাদেশী মানেই সবাই ধরে নেয় চিটার। এটা থেকে বের হযে আসতে হবে।

আর ভাই আমি কিন্তু বাংলা সাব ফোরামের প্রতিষ্ঠাতা নই। আমি যখন জয়েন করি তার আগেও বাংলা সাব ফোরাম ছিলো। কিছুদিন আগে আর কি। তখন মডারেটর ছিলেন গোকু।

তবে আমি সেই প্রথম দিককার কয়েকজন সদস্যের একজন। একটা সময় বাংলা ফোরামের মোট পোস্টের ৪০% পোস্ট ছিলো আমার। পরে আস্তে আস্তে অনেক নতুন সদস্য আসে, তারাও  একটিভ হতে শুরু করে। এজন্য আমার বর্তমানে বাংলা ফোরামে প্রায় ২০০০ পোস্ট যেখানে সমগ্র বাংলা ফোরামের পোস্ট ৪০ হাজারের মত এখন।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Tubelight on March 16, 2021, 04:53:31 AM
আমি গর্বিত যে আমি একজন বাংলাভাষী। বিষয়টা আরো ভালো লাগে যখন কোন ফোরামে লোকাল বোর্ড হিসাবে বাংলা ভাষা পাই। এই ফোরামের এডমিন কে অসংখ্য ধন্যবাদ আমাদের একটি বাংলা সেকশন তৈরি করার দেওয়ার জন্য।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: President on March 25, 2021, 08:11:29 PM
সর্বপ্রথম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠাতা করার জন্য জীবন দিয়েছে তারপর কৃতজ্ঞতা ফোরামের প্রতিষ্ঠাতাা malam90 কে জার একান্ত পরিশ্রমের ফসল আজকের এই ফোরাম। এই ফোরাম পেয়ে আমি গর্বিত এবং আনন্দিত।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Arifine on March 26, 2021, 05:40:57 AM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
সারাবিশ্বে অনলাইনের মত জায়গায় আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় কথা বলে কাজ করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। কারণ বাংলা ভাষা আমার গর্ব আমরা অনেক কষ্টের ফল এটা পেয়েছি। আমার ব্যক্তিগত দিক থেকে সবার কাছে অনুরোধ থাকবে সবার জন্য বাংলা ভাষাকে সঠিকভাবে ব্যবহার করে বাংলা ভাষা থেকে আমরা কিছু অর্জন করতে পারি।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Jokar on March 26, 2021, 04:02:02 PM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
অ্যালার্ট কয়েনে বাংলা ভাষা পেয়ে আমি খুব আনন্দিত। নিজের ভাষায় কাজ করতে পেরে খুব ভালো লাগছে। নিজের ইচ্ছে মত মনের ভাব প্রকাশ করতে পারছি। বিষয়ে আমি আপনার সাথে সহমত পোষণ করছি।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: HeartBit143 on March 26, 2021, 05:33:52 PM
বাংলা ভাষায়, নিজের মায়ের ভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।  এই ফোরামে আমাদের জন্য বাংলা লোকাল বোর্ড থাকায় আমাদের সকলেরই অনেক ভালো হয়েছে।  আমাদের এখানে অনেকে আছে যারা ইংরেজিতে তেমন পারদর্শী না, তারা বাংলা বোর্ড পেয়ে খুবই উপকৃত হয়েছে।                   
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Centus on March 27, 2021, 11:10:14 AM
এরকম বাংলা ফোরাম পেয়ে আমি খুব খুশি। অন্ততপক্ষে মাতৃভাষায় মন খুলে কথা বলার জন্য জায়গা রয়েছে। যা বিটকয়েন ফোরামে নেই। এখানে বেশিরভাগ ইউজার ভালো পোস্টের মাধ্যমে ফোরামকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তাই নিজের মাতৃভাষায় ফোরাম পেয়ে অনেক খুশি।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: rajput on March 28, 2021, 08:14:53 PM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
মাতৃভাষায় কথাগুলো লিখতে পেরে অনেক আনন্দিত তার কারণ হলো আমার যদি কোন সমস্যা হয় তাহলে আমি বাংলা ভাষায় নিজের মত করে পোস্ট করে বড় সিনিয়র ভাইদের সাহায্য পাই এবং কি আমি ছোট ভাইদেরকে সাহায্য করতে পারি এবং কি আরো অন্যান্য মনের ভাব প্রকাশ করতে পারি এই কারণে আমি খুবই আনন্দিত
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Peyal71 on March 29, 2021, 06:57:48 AM
এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয় । যে কেউ অন্য ভাষায় দক্ষ হতে পারে।কিন্তু মাতৃভাষায় কথা বলার মতো সুখ অন্য কোন ভাষায় পাওয়া সম্ভব নয়। তাই এই অনুভূতি খুবই আনন্দময়।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Mist Joya on March 30, 2021, 06:50:34 PM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
সারা পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি অনলাইনের মত একটি জায়গায় আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করি এবং আমি অন্তরের অন্তরস্থল থেকে খুবই আনন্দিত। আমি নিজে বাংলা ভাষাকে অনেক শ্রদ্ধা করি। আমি নিজেও আপনার সাথে মত প্রকাশ করছি যে আমার এই বাংলা ভাষায় যেন কথা বলা বন্ধ না হয় এরকম অনলাইনের জায়গায় আমি সবসময় চাইবো যে বাংলা ভাষা টিকে থাক তাতে আমাদের এত কষ্টে অর্জিত বাংলা ভাষার মর্যাদা আরো বৃদ্ধি পাবে।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Arifine on April 02, 2021, 05:04:25 AM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
মাতৃভাষা বাংলা ফোরাম  অনেক সুবিধা হয়েছে অনেক সুন্দর হয়েছে কারণ বাংলা আমাদের মাতৃভাষা বাংলা বাসা অর্জন করেছি অনেক কষ্ট করে 1971 সালে আমাদের বাংলা ভাষা অনেক কষ্টের ফল তাই বাংলা ভাষা ফোরামে পেয়ে আমি আনন্দিত
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Jan on April 02, 2021, 07:45:59 AM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
আমি ভীষণ আনন্দিত কারণ  বাংলা ভাষায় কথা বলে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার জন্য আমি এখন পর্যন্ত এরকম কোন অনলাইন ফোরাম দেখিনি যেখানে বাংলা ভাষায় কথা বলে টাকা ইনকাম করা যায় এই ফাস্ট এই ফর্মটা দেখলাম ধন্যবাদ আপনাকে ।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Irfan12@ on April 03, 2021, 04:34:24 AM
হ্যাঁ আমরা এই ফোরামে আমাদের মাতৃভাষা বাংলা একটা আলাদা বোর্ড রয়েছে। যেখানে আমরা আমাদের মনের ভাব খুব সহজেই প্রকাশ করতে পারি। এজন্য আমি খুবই আনন্দিত । আমিও চাই যে আমাদের এই বাংলা বোর্ড টাকে শীর্ষে নিয়ে যেতে। এজন্য আমি এই ফোরামে আসার পর থেকে সবথেকে বেশি বাংলা বোর্ডের সময় দিয়েছি এবং যতদিন পর্যন্ত এই ফোরামে থাকবো বাংলা বোর্ড নিয়ে কাজ করব।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Tepona on April 03, 2021, 07:25:54 AM
হ্যাঁ আমরা এই ফোরামে আমাদের মাতৃভাষা বাংলা একটা আলাদা বোর্ড রয়েছে। যেখানে আমরা আমাদের মনের ভাব খুব সহজেই প্রকাশ করতে পারি। এজন্য আমি খুবই আনন্দিত । আমিও চাই যে আমাদের এই বাংলা বোর্ড টাকে শীর্ষে নিয়ে যেতে। এজন্য আমি এই ফোরামে আসার পর থেকে সবথেকে বেশি বাংলা বোর্ডের সময় দিয়েছি এবং যতদিন পর্যন্ত এই ফোরামে থাকবো বাংলা বোর্ড নিয়ে কাজ করব।
এই কথাটি কতিপয় কিছু সিনিয়র ইউজারদের বলে বোঝানো সম্ভব নয়। তারা ফোরামের সিনিয়র হলেও মনের দিক থেকে অনেক জুনিয়র। আমি মনে করি তাদের পরিবর্তন হওয়া উচিত। আমি-আপনি কেউই ফোরাম একদিন থাকবো না।

নতুন বা নবাগতরা এই ফোরামের অবস্থার উন্নতি করবে। অনেক কিছু শিখবে। নতুন ইউজার রা খুব তাড়াতাড়ি তাদের রেংক বৃদ্ধি করার জন্য চেষ্টা করে। তবে কতিপয় কিছু সিনিয়র ইউজার সেটাকেই স্পামিং বলে। মডারেটরদের কাছে রিপোর্ট করে। আমি মনে করি সেই সব ভাইদের জুনিয়রদের শেখানো উচিত। ভুল হলে সংশোধন করে দেওয়া উচিত। উপদেশ দেওয়া উচিত আদেশ দেওয়া উচিত তবে তাকে ওয়ার্নিং দেওয়া নয়। বুদ্ধি যেখানে মুক্ত উন্নতি সেখানে সম্ভব। সেটা যেকোন ইউজার শিখতে পারে।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Arifine on April 04, 2021, 05:04:25 AM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
মাতৃভাষায় বাংলা ফোরামে পেয়ে আমাদের অনেক ভালো হয়েছে। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এই ভাষা আমাদের অনেক কষ্টের ফল। বাংলা ভাষাকে আমি শ্রদ্ধা সন্মান করি। বাংলা ভাষাকে অর্জন করার জন‍্য অনেকে শহীদ  হয়েছেন। তাই বাংলা ভাষাকে আমার সবাই সন্মান করবো।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: sky01 on April 05, 2021, 03:10:47 PM
মাতৃভাষা বাংলা ফোরাম পেয়েছি এটা খুবই সুখের বিষয়। ইউজাররা এখানে পোস্ট করতে সুবিধা অনুভব করে
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: GroundCrypto on April 06, 2021, 06:49:51 AM
আমি বাংলা ভাষাকে খুবই পছন্দ করি। এটি আমার মাতৃভাষা।  আমি খুব আনন্দিত যে বাংলা ভাষায় ক্রিপ্টোকারেন্সিফোরাম পেয়ে। আমি বাংলাতে আমার মনের ভাব প্রকাশকরতে পারছি। আমি খুব গর্ববোধ করি যে বাংলা ভাষাতে  ফোরাম পেয়েছি। আমি যে কতটা আনন্দিত তা কাউকে বোঝাতে পারবো না। আমি খুবই খুশি । 
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Riddi on April 06, 2021, 08:06:47 AM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
ভাই সত্যিই এটা আমাদের বাঙালি জাতির জন্য অনেক বড় একটি গর্বের বিষয়। বিট কয়েনের মতো এত বড় একটি ফোরামে আমরা বাঙালিরা আমাদের নিজেদের মাতৃভাষা বাংলায় বোর্ড পেয়ে খুবই আনন্দিত । আমরা আমাদের নিজেদের মাতৃভাষায় এই ফোরামে পোস্ট করতে পারতেছি ।এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: babu10 on April 06, 2021, 09:17:47 AM
হ্যাঁ আমরা এই ফোরামে আমাদের মাতৃভাষা বাংলা একটা আলাদা বোর্ড রয়েছে। যেখানে আমরা আমাদের মনের ভাব খুব সহজেই প্রকাশ করতে পারি। এজন্য আমি খুবই আনন্দিত । আমিও চাই যে আমাদের এই বাংলা বোর্ড টাকে শীর্ষে নিয়ে যেতে। এজন্য আমি এই ফোরামে আসার পর থেকে সবথেকে বেশি বাংলা বোর্ডের সময় দিয়েছি এবং যতদিন পর্যন্ত এই ফোরামে থাকবো বাংলা বোর্ড নিয়ে কাজ করব।
এই কথাটি কতিপয় কিছু সিনিয়র ইউজারদের বলে বোঝানো সম্ভব নয়। তারা ফোরামের সিনিয়র হলেও মনের দিক থেকে অনেক জুনিয়র। আমি মনে করি তাদের পরিবর্তন হওয়া উচিত। আমি-আপনি কেউই ফোরাম একদিন থাকবো না।

নতুন বা নবাগতরা এই ফোরামের অবস্থার উন্নতি করবে। অনেক কিছু শিখবে। নতুন ইউজার রা খুব তাড়াতাড়ি তাদের রেংক বৃদ্ধি করার জন্য চেষ্টা করে। তবে কতিপয় কিছু সিনিয়র ইউজার সেটাকেই স্পামিং বলে। মডারেটরদের কাছে রিপোর্ট করে। আমি মনে করি সেই সব ভাইদের জুনিয়রদের শেখানো উচিত। ভুল হলে সংশোধন করে দেওয়া উচিত। উপদেশ দেওয়া উচিত আদেশ দেওয়া উচিত তবে তাকে ওয়ার্নিং দেওয়া নয়। বুদ্ধি যেখানে মুক্ত উন্নতি সেখানে সম্ভব। সেটা যেকোন ইউজার শিখতে পারে।
Quote
নতুন ইউজার রা খুব তাড়াতাড়ি তাদের রেংক বৃদ্ধি করার জন্য চেষ্টা করে। তবে কতিপয় কিছু সিনিয়র ইউজার সেটাকেই স্পামিং বলে।

র‌্যাংক বৃদ্ধি করা ভালো তবে আপনি একই কথা বারবার লিখে যদি কমেন্টস করেন বা 2/1 লাইনের কমেন্টস করেন বা আপনার কমেন্টস এ যদি সারগর্ভ কোন বক্তব্য না থাকে তবে সেটা স্পামিং এর সমতুল্য বটে।
Quote
আমি মনে করি সেই সব ভাইদের জুনিয়রদের শেখানো উচিত।
শেখানো উচিত তা ঠিক আছে তবে সেই সাথে তাদেরও নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে। তারা যদি মনে করে আসলাম আর আজে বাজে কমেন্টস করে পোষ্ট সংখ্যা বৃদ্ধি করলাম তাহলে তারা জীবনেও কিছু শিখতে পারবেনা।
Quote
ভুল হলে সংশোধন করে দেওয়া উচিত। উপদেশ দেওয়া উচিত আদেশ দেওয়া উচিত তবে তাকে ওয়ার্নিং দেওয়া নয়।
ঠিকই বলেছেন উপদেশ দেওয়া উচিত কিন্তু আমরাতো উপদেশ দিলে পন্ডিত বলে ডাকি আর সেখানেই আমাদের সমস্যা। না জানলে সিনিয়র বা য়ে বেশী জানে সে যদি কিছু বলে তারা উল্টা ভেবে বসে যেটা পরবর্তীতে উপদেশদানকারীর জন্য বিব্রতকর হয়ে দাড়াঁয় আর সে কারনে কেউ কাউকে কিছু বলতে চায়না। তাই আমরা যদি কিছু শিখতে চাই তবে আমাদের নমনীয় হতে হবে এবং যে আমার থেকে বেশী জানে তাকে সম্মান দেখাতে হবে।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: monmoynatt on April 06, 2021, 10:48:45 AM
এক কথায় অসাধারণ। আমি ব্যক্তিগত ভাবে কখনো ভাবিনি ফোরামে বাংলায় লেখার সুযোগ পাব। আমি বাঙালী হিসেবে বাংলায় অর্থাৎ মাতৃভাষায় লিকতে পারছি এটা আমার জন্য খুব আনান্দের। আশাকরি সবাই সবার যায়গা থেকে পরিশ্রম করে বাংলা বোর্ড কে সম্মান জনক অবস্থায় নিয়ে যাব। ফলে আমাদের দেশের মর্যাদা আরো বৃদ্ধি পাবে।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Rokon5 on April 06, 2021, 05:29:35 PM
মাতৃভাষা বাংলা ফোরাম পেয়েছি এটা খুবই সুখের বিষয় কারণ আমরা আমাদের নিজের মাতৃভাষাতেই পোস্টগুলো করতে পারছি ।  সুন্দর একটি বাংলা সেকশন উপহার দেওয়ার জন্য ফোরামের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Random203 on April 07, 2021, 05:33:51 AM
ফোরামে বাংলা লোকাল বোর্ড পাওয়াটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরুপ।  এখানে আমরা আমাদের মনের ভাব নিজের ইচ্ছে মতো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারতেছি।  এখানে আমরা আমাদের সমস্যা গুলো খুব সহজেই উপস্থাপন করতে পারতেছি।                     
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Centus on April 07, 2021, 07:12:07 AM
ফোরামে বাংলা লোকাল বোর্ড পাওয়াটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরুপ।  এখানে আমরা আমাদের মনের ভাব নিজের ইচ্ছে মতো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারতেছি।  এখানে আমরা আমাদের সমস্যা গুলো খুব সহজেই উপস্থাপন করতে পারতেছি।                     

বিটকয়েন্টক আছে, বিটকয়েন গার্ডেন আছে, আরো কয়েকটি ফোরাম আছে। তবে বিটকয়েন্টক এ ও বিটকয়েন গার্ডেনে আমাদের বাঙ্গালীদের জন্য এরকম কোন বোর্ড নেই। তাই আমাদের মাতৃভাষা এরকম একটি ফোরাম পেয়ে আমরা গর্বিত।



মাতৃভাষা বাংলা ফোরাম পেয়েছি এটা খুবই সুখের বিষয় কারণ আমরা আমাদের নিজের মাতৃভাষাতেই পোস্টগুলো করতে পারছি ।  সুন্দর একটি বাংলা সেকশন উপহার দেওয়ার জন্য ফোরামের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
আমি আপনার সাথে একমত মাতৃভাষায় আমরা এরকম একটি ফোরাম পেয়েছি। ফোরামের কর্তৃপক্ষ আমাদেরকে এরকম একটি ফোরাম দিয়েছে। আমরা বাংলা ভাষাভাষী মানুষ এই ফোরামের আলাপচারিতা করি তো অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই ফোরাম কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Dilshan on May 03, 2021, 02:09:46 PM
 মাতৃভাষা বাংলা ফোরাম পেয়ে আমি অনেক আনন্দিত এবং অনেকটা খুশি। কারণ অনেক ভাষাতেই  ক্রিপ্টোকারেন্সি ফোরাম রয়েছে। কিন্তু বাঙালির জন্য খুবই কষ্টের বিষয় এটাই ছিল যখন আমরা কোন ধরনের বাংলা ফোরাম পায়নি। এখন আমি খুবই আনন্দিত যে এই বাংলা ফোরাম আমি পেয়েছি। এটা আমার মাতৃভাষা। আর কোন আছে বাঙালি যে মাতৃভাষাকে পছন্দ করেনা। আর তাই আমি মাতৃভাষা বাংলা ফোরাম পেয়ে অনেকটা আনন্দিত আর খুশি হয়েছি।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: AVATAR on May 04, 2021, 03:49:29 PM
মাতৃভাষা বাংলা ফোরাম পেয়ে আমি অনেকটাই আনন্দিত। কারণ এই ভাষা আমাদের বাংলা ভাষা। আর আমি মনে করি এই বাংলা পড়ান কে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবার ফোরামের আইন বিধি মেনে আমাদের সবার কাজ করতে হবে। তাহলে হয়তো এ বাংলা ফোরাম আরো অনেকটাই এগিয়ে যাবে।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Rockstar11 on May 05, 2021, 04:30:18 PM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
আপনি অনেক সুন্দর পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলেই মাতৃভাষা বাংলা পেয়ে আমি খুবই আনন্দিত। যে আমাদের নিজের বাসায় আমরা পোস্ট করতে পারছি এবং আমাদের বাংলা ভাষার একটি ওয়েবসাইট রয়েছে। আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে আমরা মাতৃভাষা বাংলা ফোরামে রয়েছে। আশা করি আমাদের মাতৃভাষা এই বাংলা ফোরাম আরো উন্নতি হবে।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Azharul on May 07, 2021, 02:12:22 PM
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই রকম একটা সুন্দর পোস্ট করার জন্য।কেননা আমরা বাংলা ফোরামে কাজ করতে পেরে অনেক আনন্দিত।বাংলা ফোরাম এর মাধ্যমে আমরা খুব সহজেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি।যেহেতু আমরা বাংলা ভাষভাষী মানুষ,তাই বাংলা বোর্ডে খুব তাড়াতাড়ি অগ্রসর হতে পারছি।কেননা আমরা যদি একাধারে ইংলিশে পোস্ট করতে থাকি,তবে আমরা খুব সহজেই ভালো অবস্থানে যেতে পারতাম না।কিন্তু বাংলা বোর্ডে আমরা সেটা করতে পারছি।তাই আমি ফোরামের একজন সদস্য হিসাবে বলতে পারি যে ফোরামে বাংলা ভাষা পেয়ে আমি সত্যি অনেক আনন্দ অনুভব করছি।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Mosarof on May 07, 2021, 04:41:44 PM
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
আমরা অনেক অনেক আনন্দিত যে আমরা আমাদের মাতৃভাষা একটা ফোরাম পেয়েছি। এবং এই ফোরামে আমরা আমাদের মনের ভাব সহজেই প্রকাশ করতে পারি । কেননা আমরা যদি ক্রিপ্টোকারেন্সি তে ইংলিশে পোস্ট করি তাহলে সহজে  ভালো অবস্থানে যেতে  পারবো না। তাই বাংলা বডি পোস্ট করি অনেক তাড়াতাড়ি অগ্রসর হতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের মাতৃভাষা বাংলা  বোর্ড এনে দেওয়ার জন্য।
 দেয়ার জন্য




Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Sr boy on May 08, 2021, 09:58:45 AM
আমি মাতৃভাষাকে বাংলা ফোরামে নিজেকে পেয়ে গর্বিত। কারণ আমি কখনো ভাবি নি যে বাংলা ফোরামে মাতৃভাষাকে নিয়ে আসা হবে। যিনি এনেছেন তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি আশা করব সকলে ভাল থাকবেন।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: mdshihabhasan on May 12, 2021, 12:43:16 PM
মাতৃভাষা বাংলা এলাইটকয়েনে হওয়ার কারনে মোটামুটি সকল শ্রেনীর স্বাভাবিক ঙ্গেন যাদের মধ্যে আছে,তারাও কাজ করতে পারবে। আর এটি সহজেই আয়েত্তে আসবে।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Papusha20 on May 12, 2021, 01:51:29 PM
এলোট কয়েন ফোরামে এসে বাংলা ভাষা পেয়ে আমি খুবই খুশি। কারণ ফোরামে মনের ভাব প্রকাশ করার মত একটি জায়গা পেয়েছে। যেমন বিটকয়েন ফোরামে বাংলা সেকশন নাই যার কারণে মনের ভাব প্রকাশ করার মত জায়গা পাওয়া যায়না। তাই সঠিকভাবে সব তথ্য জানা অজানা বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা যায়।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: RSRS on May 13, 2021, 08:35:27 PM
বাংলা আমাদের মাতৃভাষা। তাই মাতৃভাষা বুঝতে বা মনের ভাব প্রকাশ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। বাংলা ফোরাম পূরণ করতে অনেক সহজ হয়। অ্যালট কয়েন আমাদের মাতৃভাষা মনের ভাব প্রকাশ করা সুযোগ দিয়েছে। যা আমরা অনেকটাই স্বাচ্ছন্দ বোধ মনে করি।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Perfect540 on January 15, 2024, 06:42:54 PM
আমরা যা জানি তা নিজের ভাষায় প্রকাশ করা সত্যিই একটু অসাধারণ আনন্দ অনুভূতি যা আমরা বলে প্রকাশ করতে পারবো না। নিজস্ব ভাষা ও ও বলন ভঙ্গিতে কোন একটি টপিক বিশ্লেষণ করা কতটা নিজেদের কাছে সহজবোধ্য মনে হয় সেটা কিন্তু আমরা ইংরেজি পড়ি বা বুঝে শিখতে পারবো না। আমাদের বাংলা ভাষা আমাদের রক্ত মাংসের সাথে এমন ভাবে মিশে গেছে যে আমরা মুখের ভঙ্গিমাতে বুঝে ফেলি বিষয়বস্তু কি। আমরা বাংলা ভাষায় যতটা নিজেকে উপস্থাপন করতে পারি পৃথিবীর অন্য সকল ভাষায় সেটা উপস্থাপন করতে পারবোনা। এখানেই মূলত আমাদের বাংলা ভাষায় আনন্দ অনুভূতি প্রকাশ করা মূল পার্থক্য।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Bd officer on January 16, 2024, 01:18:48 PM
সত্যিই অনেক ভালো লেগেছে যে অল্টকয়েনটকে বাংলা নামক লোকাল বোর্ডে রয়েছে। বিটকিয়েন টক অনেক জনপ্রিয় কিন্তু সেখানে বাংলা নামক লোকাল বোর্ডে দেওয়া হয় নাই, বাংলা লোকাল থ্রেড রয়েছে। সেখানে একই থ্রেডে বিভিন্ন ধরনের পোস্ট করায় অনেক ইনফরমেটিব পোস্ট গুলো খুজে পেতে অনেক কষ্টকর হয়।

যাইহোক এই অল্টকয়েন টকে আলাদা লোকাল বোর্ডে থাকায় গুরুত্বপূর্ণ পোস্ট গুলো আর খুজে পেতে কষ্টকর নয়। টপিক আকারে গুরুত্বপূর্ণ পোস্ট গুলো পাওয়া যাচ্ছে। আগে হয়তো বাংলাদেশী ভাইয়েরা এই অল্টকয়েন টকে অনেক এক্টিব ছিলেন। যার কারনে আজকে এই লোকাল বোর্ড দেখতে পাচ্ছি। বাংলা লোকাল বোর্ড পেয়ে আমি খুবই আনন্দিত।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Bitcoin_people on January 18, 2024, 06:59:56 AM
বাংলা হচ্ছে আমাদের মায়ের ভাষা এবং এটি আমরা জন্মের পর থেকেই ব্যবহার করে আসতেছে যার কারণে আমরা এই ভাষাটি সবচেয়ে পছন্দ করি প্রত্যেকটা ব্যক্তি তার মায়ের ভাষাকে অনেক গুরুত্ব দিয়ে থাকে আমরা এই বাসা পেয়ে অনেকটাই আনন্দিত। আমরা ছোটবেলায় একটি কবিতা পড়েছি যেখানে লেখা আছে বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার মাতৃভাষা এই কবিতাটি সত্যিই অনেক সুন্দর ছিল সেই সময়ে এবং এখনো। যাইহোক আমি আমার এই বাংলা ভাষা মায়ের মাতৃভাষা পেয়ে অনেকটা আনন্দিত।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Sowrgo on January 29, 2024, 07:28:51 PM
আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলা ভাষাভাষী মানুষ এই ফোরামে আমাদের মাতৃভাষায় কথা বলতে পেরে আমরা আনন্দিত। তাই ভবিষ্যতে আমরাই ফরমের উন্নতি চাই।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Jomtin on January 29, 2024, 07:37:48 PM
বাংলা ভাষাভাষীদের জন্য এরকম একটা আর্নিং সাইটে সুন্দর একটা বাংলা সেকশন রয়েছে সেজন্য আমরা বাংলা ভাষাভাষী মানুষ সবাই আনন্দিত।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Perfect540 on February 04, 2024, 06:43:15 PM
আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলা ভাষাভাষী মানুষ এই ফোরামে আমাদের মাতৃভাষায় কথা বলতে পেরে আমরা আনন্দিত। তাই ভবিষ্যতে আমরাই ফরমের উন্নতি চাই।
বাংলা ভাষাভাষীদের জন্য এরকম একটা আর্নিং সাইটে সুন্দর একটা বাংলা সেকশন রয়েছে সেজন্য আমরা বাংলা ভাষাভাষী মানুষ সবাই আনন্দিত।
ভাই আপনারা দুজন নতুন ইউজার এই বাংলা বোর্ডে এসেছেন এজন্য আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বাংলাদেশীরা বাংলা ভাষা পেয়ে এখানে আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে নিজেদের মতো করে প্রকাশ করতে পারবো। আমরা আমাদের মনের ভাবকে সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আমাদের মাতৃভাষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাংলা ভাষায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পেরে নিজেদের মধ্যে অনেক আনন্দ লাগে। বিদেশি কোন ফোরামে আমাদের বাংলা ভাষা এবং আমাদের বাংলা ভাষায় আমরা আলোচনা সমালোচনা করতে পারব সেটা অনেক খুশির ও আনন্দের বার্তা বহন করে নিয়ে আসে। আমরা সবাই মিলেমিশে এখানে একাকার হয়ে আমাদের মনের ভাব প্রকাশ করব।
Title: Re: মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
Post by: Zulhabi on February 05, 2024, 11:03:44 AM
বাংলা ভাষা হচ্ছে আমাদের বাঙালি জাতির একটি অমূল্য রত্ন ভাষা। যে ভাষার জন্য লাখ লাখ বীর শহীদেরা তাদের জীবন ত্যাগ করেছে। যার জন্য পেয়েছি আজকে আমরা স্বাধীন বাংলা ভাষা। অন্যদিকে আমরা ছোটকাল থেকে মায়ের মুখে যে ভাষাটি শ্রবণ করি সেটা হচ্ছে বাংলা ভাষা। তাই এই ফোরামে এই ভাষার প্রয়োগ দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। তাই আশা করি ভবিষ্যতে এই ফোরামসহ বিটকয়েন ফোরাম ও অন্যান্য ফোরামে যেন বাংলা ভাষার প্রচলন হয়। আপনাদের মতামত প্রকাশ করুন।