Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto Banglu on January 10, 2021, 04:05:33 AM

Title: 2021 এ ইথেরিয়াম।
Post by: Crypto Banglu on January 10, 2021, 04:05:33 AM
এখন নতুন বছরের প্রথম মাস। (10Jan-2021)  ইথেরিয়াম এর অবস্থান 1330 ডলার এর উপরে। যেখানে গত বছরের ডিসেম্বর মাসেও ইথেরিয়াম এর মূল্য অবস্থান করছিল 550 থেকে 650 ডলারের মধ্যে। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম এর মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ইথেরিয়াম এর দারুন এক অগ্রগতি দেখতে পাচ্ছি। গত মাসেই এই ফোরামের অনেক সিনিয়র ভাই মতামত পোষণ করেছিলেন যে ইথেরিয়াম নতুন বছরের শুরুতেই 1000 ডলারের উপরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তাদের ধারনা ঠিক তারা সঠিক ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে। ইথেরিয়াম কি সারা বছরই এমন পারফরম্যান্স ধরে রাখতে পারবে.?
সবার মতামত আশা করছি।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Cristiano on January 10, 2021, 04:19:34 AM
ইথেরিয়াম এর এমন একটি চমক দেখার অপেক্ষায় সবাই ছিল। নতুন বছরের শুরুতে যেখানে ইথিরিয়াম এর দাম ছিল 800 ডলার ইতিমধ্যে তাপ বৃদ্ধি পেয়ে দাম হয়েছে তেরোশো ডলারের বেশি। হঠাৎ করেই ইথেরিয়াম এবং বিটকয়েনের দাম বৃদ্ধি। এটা কেউ আশা করেছিল না। তবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব পরিবর্তন করে দিয়েছে। নতুন বছরের শুরুতে ইথেরিয়াম এবং বিটকয়েন নতুন নতুন রেকর্ড তৈরি করেছে। বিটকয়েনের দাম এর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইথিরিয়াম এর দাম বৃদ্ধির পথে রয়েছে। আমরা সবাই জানি বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে সাথে সাথেই ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পায়। বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে ইথেরিয়াম পনেরশো ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম হলো একটি স্মার্ট প্ল্যাটফর্ম। যেটি এখন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে। পুরো ক্রিপ্টোকারেন্সি জগতে ইথেরিয়াম এবং বিটকয়েনের অবদান অনেক বেশি। যদি ইথেরিয়াম এর দাম বৃদ্ধির পথে থাকে তাহলে অল্প কিছুদিনের মধ্যেই ইথেরিয়াম 2000 ডলার ছাড়িয়ে যেতে পারবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Malam90 on January 10, 2021, 04:30:56 AM
ইথারিয়ামের দাম আরো বাড়বে যদি বিটকয়েন ক্রাশ না করে। সেক্ষেত্রে ২০০০ ডলার যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ বিটকয়েন এবং ইথারিয়ামের ফিউচার অনেক ভালো। পেপালের বিটকয়েন, ইথারিয়াম, বিটকয়েনক্যাশ এবং লাইটকয়েনকে অনুমোদন দেওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ও সংস্থায় বিটকয়েন ও ইথারিয়ামকে অনুমোদন দেওয়ার যাত্রা আরো বেগবান হয়েছে। যেহেতু ইথারিয়ামের জনপ্রিয়তা অনেক বেশি, সাপ্লাই ও অন্য অনেক কয়েনের তুলনায় কম তাই দাম বাড়ার সম্ভাবনাই বেশি যদি মার্কেট নতুন করে ফল না করে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Crypto Banglu on January 10, 2021, 05:06:37 AM
আমারও এটা মনে হচ্ছে যে, যদি বিটকয়েনের দাম হঠাৎ করে ডাম্প করতে শুরু না করে তাহলে ইথিরিয়াম এর দাম বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এবং কি আশা করা যাচ্ছে ইথেরিয়াম খুব দ্রুতই 2000 ডলার এর মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। অনেক অভিজ্ঞ ব্যক্তিগণ আবার মনে করছেন বিটকয়েন 50 হাজার ডলার পর্যন্ত হতে পারে যদি তাই হয় তাহলে ইথিরিয়ামও 2000 ডলার পর্যন্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Bad leyar on January 10, 2021, 05:44:41 AM
আমি মনে করি 2020 সালের চেয়ে 2021 সালের ইথেরিয়াম এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বর্তমানে ইথেরিয়াম এর দাম 1300 ডলার হয়েছে আগামীতে 2017 সালের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে ইথেরিয়াম আমরা কয়েক সপ্তাহের মধ্যে ইথেরিয়াম এর প্রাইস 2000$ডলার দেখতে পাবো।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: bmr on January 10, 2021, 05:48:14 AM
এটা বলা কঠিন যে ইথারিয়াম এর দামের উর্ধ্ব গতি রক্ষা করা যাবে কি না কারন বুল মার্কেটে প্রিডিকশন বেশির ভাই ই ঠিক হয় না। মার্কেট যখন স্থীর হবে তখন অনুমান করা যেতে পারে যে এর প্রকৃত অবস্থা কেমন হতে পারে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: saidul2105 on January 10, 2021, 05:54:40 AM
এখন নতুন বছরের প্রথম মাস। (10Jan-2021)  ইথেরিয়াম এর অবস্থান 1330 ডলার এর উপরে। যেখানে গত বছরের ডিসেম্বর মাসেও ইথেরিয়াম এর মূল্য অবস্থান করছিল 550 থেকে 650 ডলারের মধ্যে। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম এর মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ইথেরিয়াম এর দারুন এক অগ্রগতি দেখতে পাচ্ছি। গত মাসেই এই ফোরামের অনেক সিনিয়র ভাই মতামত পোষণ করেছিলেন যে ইথেরিয়াম নতুন বছরের শুরুতেই 1000 ডলারের উপরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তাদের ধারনা ঠিক তারা সঠিক ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে। ইথেরিয়াম কি সারা বছরই এমন পারফরম্যান্স ধরে রাখতে পারবে.?
সবার মতামত আশা করছি।

ভাই ইথেরিয়াম পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে, কয়েক দিনের ব্যবধানে ইথারের দাম অনেক বেড়েছে।  ইতোমধ্যে ইথেরিয়ামের দাম ১৩০০ ডলারের উপরে অবস্থান করছে।  আশা করা যায় এই মাসের মধ্যেই ইথেরিয়ামের দাম ২০০০ ডলার হিট করতে পারে।  কিন্তু এই পাম্প ঠিক  কতো দিন পর্যন্ত হতে পারে সেটা বলা সম্ভব না।                                   
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: salukhe on January 10, 2021, 07:25:04 AM
বিটকয়েনের সাথে সাথে ইথারিয়াম কয়েনের ও দাম বৃদ্ধি পাচ্ছে। ইথারিয়াম ২০২১ সালে জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই ইথেরিয়াম এর দাম বৃদ্ধিতে শুরু করেছে। তবে আমার দেখা মতে বিটকয়েনের দাম যখন কমতে থাকে ইথেরিয়াম এর দাম তখন কমে যায়। বিটকয়েনের সাথে ইথারিয়াম এর কোন কানেক্ট আছে নাকি। এখন বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে আর ইথারিয়াম এর দামও বৃদ্ধি পাচ্ছে। ইথেরিয়াম দাম বৃদ্ধির সাথে সাথে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Mahindra on January 10, 2021, 07:58:59 AM
ইথেরিয়াম এর দাম 2021 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে যেমনটা বিটকয়েনে বৃদ্ধি পেয়ে যাচ্ছে ঠিক তেমনভাবে ইথেরিয়াম ও তার সাথে সাথে বৃদ্ধি পেয়ে যাচ্ছে বর্তমানে ইথেরিয়াম এর দাম 1300 ডলার ক্রস করেছে অল্প কয়েকদিনের মধ্যে 2000 ডলার স্পর্শ করে ফেলবে তাই আমি মনে করি আগের তুলনায় 2021 সালে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ইথেরিয়াম এর দাম।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: bmw1 on January 10, 2021, 09:45:15 AM
2020 সালে পৃথিবী আমের দাম বলা যেতে পারে দশ থেকে বারো শো ডলার হয়েছিল কিন্তু 2020 সালের চেয়ে 2021 সালে ইথেরিয়াম এর দাম অনেক বেশি এবং 2020 সালে তেরোশো ছিল কিন্তু 2021 সালে পনেরশো ডলারের বেশি উঠেছে তাই আশা করি 2000 ডলার ছাড়িয়ে যেতে পারে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Trumpet on January 10, 2021, 10:33:14 AM
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি তে অতীতের সাথে বর্তমানের হিসাব করলে সেটা মোটেও ঠিক হবে না কারণ আপনি এই বিষয়টা হয়তো জেনে থাকবেন যে ক্রিপ্তমারকেট নিয়ন্ত্রণে সাধারণত কারও হস্তক্ষেপ থাকে না। আগের বছরের তুলনায় বর্তমানে ইথেরিয়াম এর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শুধু ইথেরিয়াম এর দাম নয় বিটকয়েনের দাম আকাশছোঁয়া ভাবে বৃদ্ধি পেয়েছে।আমরা জানি বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে ক্রিপ্ত মার্কেটের অন্য সকল কয়েনের দাম আংশিক বৃদ্ধি পায়। আশা করছি সামনের দিনগুলোতে বিটকয়েন এর সাথে সাথে ইথেরিয়াম এর দামও অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Sonjoy on January 10, 2021, 10:48:30 AM
এখন নতুন বছরের প্রথম মাস। (10Jan-2021)  ইথেরিয়াম এর অবস্থান 1330 ডলার এর উপরে। যেখানে গত বছরের ডিসেম্বর মাসেও ইথেরিয়াম এর মূল্য অবস্থান করছিল 550 থেকে 650 ডলারের মধ্যে। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম এর মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ইথেরিয়াম এর দারুন এক অগ্রগতি দেখতে পাচ্ছি। গত মাসেই এই ফোরামের অনেক সিনিয়র ভাই মতামত পোষণ করেছিলেন যে ইথেরিয়াম নতুন বছরের শুরুতেই 1000 ডলারের উপরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তাদের ধারনা ঠিক তারা সঠিক ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে। ইথেরিয়াম কি সারা বছরই এমন পারফরম্যান্স ধরে রাখতে পারবে.?
সবার মতামত আশা করছি।
হুম আমি মনে করি 2020 সালের চেয়ে 2021 সালের ইথেরিয়াম এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বর্তমানে ইথেরিয়াম এর দাম 1300 ডলার হয়েছে আগামীতে 2017 সালের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে ইথেরিয়াম আমরা কয়েক সপ্তাহের মধ্যে ইথেরিয়াম এর প্রাইস 2000$ডলার দেখতে পাবো।
ধন্যবাদ।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Crypto Banglu on January 10, 2021, 06:20:49 PM
এটা বলা কঠিন যে ইথারিয়াম এর দামের উর্ধ্ব গতি রক্ষা করা যাবে কি না কারন বুল মার্কেটে প্রিডিকশন বেশির ভাই ই ঠিক হয় না। মার্কেট যখন স্থীর হবে তখন অনুমান করা যেতে পারে যে এর প্রকৃত অবস্থা কেমন হতে পারে।
ভাই এই বুল মার্কেট টা কি আসলে ঠিক বুঝতে পারলাম না। আমি ফোরামের নতুন, যদি একটু বুল মার্কেট সম্পর্কে বুঝিয়ে বলতেন, তাহলে খুব ভালো হতো। মার্কেটের কোন অবস্থাকে বুল মার্কেট হিসেবে ধরা হয়।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Tamsialu$$ on January 11, 2021, 12:28:07 AM
2021 সালের মধ্যে ইথিরিয়াম এর প্রাইস অবশ্যই 2000 ডলার অতিক্রম করবে। আমি পৃথিবীর সর্বোচ্চ প্রাইস তেরোশো ডলারের উপরে দেখেছিলাম একদিন আগেও। কিন্তু বর্তমানে তেরোশো ডলারের নিচে রয়েছে তার পরেও অবশ্যই ইথিরিয়াম এর প্রাইস 2000 ডলার অতিক্রম করবে তাড়াতাড়ি। কারো যদি এর মধ্যে ইনভেস্ট করার ইচ্ছা থাকে তাহলে করতে পারেন তাহলে দেখা যাবে আপনি অনেক লাভবান হবেন।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Tamsialu$$ on January 11, 2021, 12:31:29 AM
ইথারিয়ামের দাম আরো বাড়বে যদি বিটকয়েন ক্রাশ না করে। সেক্ষেত্রে ২০০০ ডলার যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ বিটকয়েন এবং ইথারিয়ামের ফিউচার অনেক ভালো। পেপালের বিটকয়েন, ইথারিয়াম, বিটকয়েনক্যাশ এবং লাইটকয়েনকে অনুমোদন দেওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ও সংস্থায় বিটকয়েন ও ইথারিয়ামকে অনুমোদন দেওয়ার যাত্রা আরো বেগবান হয়েছে। যেহেতু ইথারিয়ামের জনপ্রিয়তা অনেক বেশি, সাপ্লাই ও অন্য অনেক কয়েনের তুলনায় কম তাই দাম বাড়ার সম্ভাবনাই বেশি যদি মার্কেট নতুন করে ফল না করে।
একদম ঠিক বলেছেন ব্রো।ভাই আর একটা জিনিস আমি লক্ষ করেছিলাম বিটকয়েনের প্রাইস যখন অল্প কিছুটা কমে যায় তখন ইথিরিয়াম এর প্রাইস বৃদ্ধি পায়। তাই আমার বিশ্বাস অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েনের প্রাইস 2000 ডলার হবে। আবার দেখা যাচ্ছে বেশ কিছু দেশে বিটকয়েনের বৈধতা দেওয়ার কারনে বিটকয়েন এবং ইথিরিয়াম এর জনপ্রিয়তা রাতারাতি এতটা বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Mental on January 11, 2021, 06:53:19 AM
বিটকয়েনের দাম যখন কমতে থাকে ইথেরিয়াম এর দাম তখন কমে যায়। বিটকয়েনের দাম এখন কিছুটা কমে যাওয়ায় ইথিরিয়াম এর দামও কিছুটা কমে গিয়েছে। কিন্তু আশা করছি খুব দ্রুতই আবার বৃদ্ধি পাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Mahindra on January 11, 2021, 09:49:21 AM
আমি এইমাত্র মার্কেটে দেখলাম ইথেরিয়াম এর দাম ডাম্প করেছে শুধু ইথেরিয়াম ওই নয় লক্ষ করে দেখলাম বিটকয়েনের দাম ও কমে গেছে আমার মনে হয় বিটকয়েনের দাম কমার কারণে অনেক কয়েনের দাম কমে যায় বর্তমান ইথেরিয়াম এর দাম কমেছে পরবর্তীতে আবার হুহু করে বেড়ে যাবে 2021 সালে সব কয়েন এর ভবিষ্যৎ ভালো হতে চলেছে অবশ্যই ইথেরিয়াম এর দাম সবচেয়ে বেশি ভালো হবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Mayajal on January 11, 2021, 01:15:13 PM
2021 সালের শুরুটা ছিল অনেক ভালো বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই ইথেরিয়াম কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু বর্তমান বিটকয়েনের দাম কম থাকার কারণে ইথেরিয়াম এর দামও কমে যাচ্ছে।তবে ভবিষ্যতে ইথিরিয়াম কয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি রয়েছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Dark Knight on January 11, 2021, 01:46:59 PM
এটা বলা কঠিন যে ইথারিয়াম এর দামের উর্ধ্ব গতি রক্ষা করা যাবে কি না কারন বুল মার্কেটে প্রিডিকশন বেশির ভাই ই ঠিক হয় না। মার্কেট যখন স্থীর হবে তখন অনুমান করা যেতে পারে যে এর প্রকৃত অবস্থা কেমন হতে পারে।
2021 সাল এর শুরুটা ক্রিপ্টোকারেন্সি জগতের জন্য অনেক ভাল ছিল । এখন বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে সেই সাথে ইথেরিয়াম এর দাম ও বৃদ্ধি পাচ্ছে । আসলে বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে অন্যান্য কয়েন গুলোর দাম ও পাশাপাশি বৃদ্ধি পেতে থাকে 2021 সালের শুরুতে ইথারিয়াম এর দাম বৃদ্ধি পেয়ে তেরোশো ডলারে পৌঁছেছে আশা করা হচ্ছে সেটি 2000 ডলারে পৌঁছাবে। 2021 সালে সব কয়েন এর ভবিষ্যৎ ভালো হতে চলেছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Triple333 on January 11, 2021, 03:48:08 PM
ইথেরিয়াম এর মার্কেট 2021 সালে এসে একটু ও স্থির নয় সব সময় দাম কিছু না কিছু ওলট পালট হচ্ছে। তবে মার্কেটের অবস্থা ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে ।এ অবস্থা চলতে থাকলে বলা যায় ইথার এর দাম আরো বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি 1400 ডলার অতিক্রম করবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Tunir Baap on January 11, 2021, 04:28:33 PM
এখন নতুন বছরের প্রথম মাস। (10Jan-2021)  ইথেরিয়াম এর অবস্থান 1330 ডলার এর উপরে। যেখানে গত বছরের ডিসেম্বর মাসেও ইথেরিয়াম এর মূল্য অবস্থান করছিল 550 থেকে 650 ডলারের মধ্যে। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম এর মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ইথেরিয়াম এর দারুন এক অগ্রগতি দেখতে পাচ্ছি। গত মাসেই এই ফোরামের অনেক সিনিয়র ভাই মতামত পোষণ করেছিলেন যে ইথেরিয়াম নতুন বছরের শুরুতেই 1000 ডলারের উপরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তাদের ধারনা ঠিক তারা সঠিক ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে। ইথেরিয়াম কি সারা বছরই এমন পারফরম্যান্স ধরে রাখতে পারবে.?
সবার মতামত আশা করছি।

ভাই ইথেরিয়াম পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে, কয়েক দিনের ব্যবধানে ইথারের দাম অনেক বেড়েছে।  ইতোমধ্যে ইথেরিয়ামের দাম ১৩০০ ডলারের উপরে অবস্থান করছে।  আশা করা যায় এই মাসের মধ্যেই ইথেরিয়ামের দাম ২০০০ ডলার হিট করতে পারে।  কিন্তু এই পাম্প ঠিক  কতো দিন পর্যন্ত হতে পারে সেটা বলা সম্ভব না।                                   
ইথেরিয়াম এর দাম পাগলা ঘোড়ার মতো ছুটছে সেটা বললে ভুল হবে কারণ ইথেরিয়াম এর দাম যদি পাগলা ঘোড়ার মতো বৃদ্ধি পেত তাহলে এই ছেরি আমের দাম চার থেকে পাঁচ হাজার ডলার অতিক্রম করত যেমনটা হয়েছে বিটকয়েন এর ক্ষেত্রে।বিটকয়েন মাত্র কয়েকদিনের ব্যবধানে 40 হাজার ডলার অতিক্রম করেছিল কিন্তু ইথেরিয়াম এর ক্ষেত্রে সেটা হয়নি। তবে বিটকয়েনের দাম যেহেতু রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।তাই সেই বৃদ্ধির কিছুটা প্রভাব হয়তো ইথেরিয়াম এর মার্কেটে পড়েছে যার ফলে ইথেরিয়াম এর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: XM8 on January 11, 2021, 05:21:13 PM
ইথেরিয়াম তার সারাবছর এ বাজার ধরে রাখতে পারবে কিনা তা সঠিকভাবে কেউ বলতে পারবেনা।কারণ ক্রিপ্তমারকেট সম্পর্কে কেউ কিছু আগে থেকে বলতে পারে না যারা এ বিষয়ে অনেক অভিজ্ঞ তারা এ সম্পর্কে কিছুটা ধারনা দিতে পারে। তবে সে ধারণা যে একদম সঠিক হবে সেটাও ঠিক না। কিছুদিন আগে বিটকয়েন এর দাম বৃদ্ধির সাথে সাথে ইথেরিয়াম এর দাম অনেক বৃদ্ধি পেয়েছিল। কিন্তু লাস্ট নাইট ইথেরিয়াম এর দাম অনেকটাই কমে গিয়েছে। তবে যেহেতু নতুন বছর সবেমাত্র শুরু হলো এখনো দীর্ঘ সময় আছে ইথেরিয়াম এর মূল্য ঘুরে দাঁড়ানোর। আশা করছি ইথেরিয়াম এর দাম ভবিষ্যতে সময় গুলোতে অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: hadi97bd on January 11, 2021, 07:03:47 PM
Eth2.0 হিউজ একটা এফেক্ট ফেলেছে। ইথার মার্কেট অনুযাী ২০০০$ ক্রস করবে আশা করা যায়। মাদার কয়েন বিটিচি বর্তমানে ডাউনে আছে। তাই ইথারের উপর এফেক্ট পড়ে ডাউনে আছে। বিটিচি স্টাবাল থাকলে ইথার আবার বাড়বে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: babu10 on January 12, 2021, 02:47:14 AM
আমার মনে হয় এখনি বলার সময় আসেনি ইথারিয়ামের দাম 2000 ডলার এ আসবে কারন মার্কেট কারেকশানের দরজা এখনো খোলা। এখনো মার্কেট লাগামহীন ঘোড়ার মতো দৌড়াচ্ছে। গতকারল একদিনেও প্রায় 400 ডলার কমেছে ইথারিয়ামে এবং বিটিসি প্রায় 10000 ডলার। তাই মার্কেট কোনদিকে যাচ্ছে সেটাই দেখার বিষয়।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Markuri33 on January 12, 2021, 07:06:50 AM
2021 সাল এর প্রথম মাসেই বিটকয়েন প্রাইস 14 সরলারে উঠেছিল। তারপরেও কিন্তু 2021 সালের জানুয়ারি মাস শেষ হয়নি আমার দৃঢ় বিশ্বাস ইথিরিয়াম এর প্রাইস 2021 সালের মধ্যে 2000 ডলার অতিক্রম করে ফেলবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Markuri33 on January 12, 2021, 07:08:47 AM
আমার মনে হয় এখনি বলার সময় আসেনি ইথারিয়ামের দাম 2000 ডলার এ আসবে কারন মার্কেট কারেকশানের দরজা এখনো খোলা। এখনো মার্কেট লাগামহীন ঘোড়ার মতো দৌড়াচ্ছে। গতকারল একদিনেও প্রায় 400 ডলার কমেছে ইথারিয়ামে এবং বিটিসি প্রায় 10000 ডলার। তাই মার্কেট কোনদিকে যাচ্ছে সেটাই দেখার বিষয়।
আসলে ভাই কি প্রকারের মার্কেট এক সময় বাড়বে আবার কমবে এটাই তার মার্কেট এর ধর্ম।বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস হঠাৎ করেই এতটা ডাম্পিং হওয়ার কারণে অনেকের মনে ভয়।যারা ইনভেস্টর রয়েছে তারা সব সময় চিন্তা ভাবনা করে বিটকয়েন প্রাইস আসলে কোন দিকে মুভ নিবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Mahindra on January 12, 2021, 07:40:18 AM
ইথেরিয়াম এর এমন একটি চমক দেখার অপেক্ষায় সবাই ছিল। নতুন বছরের শুরুতে যেখানে ইথিরিয়াম এর দাম ছিল 800 ডলার ইতিমধ্যে তাপ বৃদ্ধি পেয়ে দাম হয়েছে তেরোশো ডলারের বেশি। হঠাৎ করেই ইথেরিয়াম এবং বিটকয়েনের দাম বৃদ্ধি। এটা কেউ আশা করেছিল না। তবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব পরিবর্তন করে দিয়েছে। নতুন বছরের শুরুতে ইথেরিয়াম এবং বিটকয়েন নতুন নতুন রেকর্ড তৈরি করেছে। বিটকয়েনের দাম এর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইথিরিয়াম এর দাম বৃদ্ধির পথে রয়েছে। আমরা সবাই জানি বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে সাথে সাথেই ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পায়। বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে ইথেরিয়াম পনেরশো ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম হলো একটি স্মার্ট প্ল্যাটফর্ম। যেটি এখন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে। পুরো ক্রিপ্টোকারেন্সি জগতে ইথেরিয়াম এবং বিটকয়েনের অবদান অনেক বেশি। যদি ইথেরিয়াম এর দাম বৃদ্ধির পথে থাকে তাহলে অল্প কিছুদিনের মধ্যেই ইথেরিয়াম 2000 ডলার ছাড়িয়ে যেতে পারবে।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই সত্যিই এটি একটি অসাধারণ চমক ইথেরিয়াম এর দাম 800 ডলার থেকে 1300 ডলার হঠাৎ করে উঠে গিয়েছে এবং বিটকয়েনের দাম ও হঠাৎ করেই অনেক বৃদ্ধি পেয়ে গেছে। সত্যিই যদি ইথেরিয়াম এর দাম না কমে তাহলে অল্প কিছুদিনের মধ্যে 2000 ডলার স্পর্শ করবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Nusrat on January 12, 2021, 10:39:15 AM
2001 সালে শুরুতেই ইথিরিয়াম এর দাম 800 ডলার ছিল। কিন্তু হঠাৎ করে ইথেরিয়াম এর দাম বেড়ে তেরোশো ডলার হয়েছে। সব কয়েন এর রাজা হল বিটকয়েন বিটকয়েন এখন পর্যন্ত সর্বস্তরে আছে। বিটকয়েন থেকে এখন পর্যন্ত কোন কয়েন অতিক্রম করতে পারেনি।তবে হ্যাঁ বিটকয়েন এর পাশাপাশি ইথিরিয়াম রয়েছে ইথিরিয়াম দ্বিতীয় স্থান লাভ করেছে।অল্প সময়ের মধ্যেই একটি আমের দাম অনেকটাই বেড়েছে। একসময় বিটকয়েন যেমন সবাইকে অবাক করে দিয়েছিল ঠিক তেমনি ইছামতি এমন করে দিল।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Crypto Banglu on January 12, 2021, 10:52:43 AM
2001 সালে শুরুতেই ইথিরিয়াম এর দাম 800 ডলার ছিল। কিন্তু হঠাৎ করে ইথেরিয়াম এর দাম বেড়ে তেরোশো ডলার হয়েছে। সব কয়েন এর রাজা হল বিটকয়েন বিটকয়েন এখন পর্যন্ত সর্বস্তরে আছে। বিটকয়েন থেকে এখন পর্যন্ত কোন কয়েন অতিক্রম করতে পারেনি।তবে হ্যাঁ বিটকয়েন এর পাশাপাশি ইথিরিয়াম রয়েছে ইথিরিয়াম দ্বিতীয় স্থান লাভ করেছে।অল্প সময়ের মধ্যেই একটি আমের দাম অনেকটাই বেড়েছে। একসময় বিটকয়েন যেমন সবাইকে অবাক করে দিয়েছিল ঠিক তেমনি ইছামতি এমন করে দিল।
ভাই আপনি হয়তো জানেন না, ওয়াই এফ আই (YFI) নামে একটা টোকেন ছিল যার প্রাইস বিটকয়েন এর চেয়ে উপরে উঠেছিল। এই টোকেন বিটকয়েন কে ওভারটেক করেছিল কিন্তু মার্কেটে টিকে থাকতে পারেনি। আমার মনে হয় বিটকয়েন কে টপকে কোন পয়েন্টে মার্কেটে টিকে থাকা অনেক টাফ ব্যাপার। বিটকয়েন বিশ্বের নাম্বার ওয়ান রেংকিং এ রয়েছে এবং থাকবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Triple333 on January 12, 2021, 02:35:51 PM
2021 সালে ইথার এর দাম 2020 সালের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে । নতুন বছরের শুরুতে ইথেরিয়াম এর দাম প্রায় 700 ডলার ছিল গত কয়েকদিনে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এখন ইথার এর দাম 1300 ডলারের উপরে। তবে দাম বেশ উঠানামা করছে মুভমেন্ট দেখে মনে হচ্ছে দাম বৃদ্ধি পেতে পারে 2021 সালে 1800 ছাড়িয়ে যেতে পারে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: EKRA13 on January 12, 2021, 03:33:12 PM
ইথেরিয়াম এর দাম এমনটা হওয়ার কথা ছিল কেননা অনেক দিন ধরে দাম তেমন বৃদ্ধি পাচ্ছিল না ।তবে দাম এতটা বৃদ্ধি পাবে অনেকে ধারণা করে নি। নতুন বছরে ইথার এর দাম একটু বেশি বৃদ্ধি পেয়েছে ।বর্তমান সময়ে ইথারের দাম তেরোশো ডলারের উপরে অবস্থান করছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Riddi on January 12, 2021, 04:00:18 PM
ক্রিপ্টো মার্কেটে কোন কয়েন এর দাম সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ ক্রিপ্টো মার্কেটের কয়েনের দাম সবসময় উঠানামা করে । অনেক সিনিয়র ভাইরা ভবিষ্যৎবাণী করেছিল ইথেরিয়াম কয়েনটি 2021 সালে 1000 পার করবে। ইথেরিয়াম ইতিমধ্যে 1000 ডলার পার করেছে। বর্তমান মূল্য 13 হাজার ডলার হয়েছে। আশা করি ভবিষ্যতে এর দাম আরো বৃদ্ধি পাবে সেটা 1800থেকে 2000 ডলারে পরিণত হবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Tamsialu$$ on January 14, 2021, 01:11:35 AM
ক্রিপ্টো মার্কেটে কোন কয়েন এর দাম সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ ক্রিপ্টো মার্কেটের কয়েনের দাম সবসময় উঠানামা করে । অনেক সিনিয়র ভাইরা ভবিষ্যৎবাণী করেছিল ইথেরিয়াম কয়েনটি 2021 সালে 1000 পার করবে। ইথেরিয়াম ইতিমধ্যে 1000 ডলার পার করেছে। বর্তমান মূল্য 13 হাজার ডলার হয়েছে। আশা করি ভবিষ্যতে এর দাম আরো বৃদ্ধি পাবে সেটা 1800থেকে 2000 ডলারে পরিণত হবে।
ভাই আপনি এই পোস্টটি এডিট করে ঠিক করে দেন।কারণ বর্তমানে বিটকয়েনের প্রাইস যখন বলেছেন তখন আসলেই তেরোশো ডলার ছিল 13 হাজার ডলার নয়। তাই আপনার পোস্টটি যদি এডিট করে দেন তাহলে সবথেকে বেটার হবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Mahindra on January 14, 2021, 09:25:12 AM
2021 সালের মধ্যে ইথিরিয়াম এর প্রাইস অবশ্যই 2000 ডলার অতিক্রম করবে। আমি পৃথিবীর সর্বোচ্চ প্রাইস তেরোশো ডলারের উপরে দেখেছিলাম একদিন আগেও। কিন্তু বর্তমানে তেরোশো ডলারের নিচে রয়েছে তার পরেও অবশ্যই ইথিরিয়াম এর প্রাইস 2000 ডলার অতিক্রম করবে তাড়াতাড়ি। কারো যদি এর মধ্যে ইনভেস্ট করার ইচ্ছা থাকে তাহলে করতে পারেন তাহলে দেখা যাবে আপনি অনেক লাভবান হবেন।
আপনার সাথে আমি একমত 2021 সালে একটি আমের দাম 2000 ডলার অবশ্যই অতিক্রম করবে। কেননা কিছুদিন আগে আমরা মার্কেটে দেখেছি ইথেরিয়াম এর দাম 1300 ডলার ক্রস করেছিল কিন্তু বর্তমানে একটু মার্কেট ডাম্প করেছে। তবে আমার মনে হয় অল্প কিছুদিনের মধ্যে আবারো ইথেরিয়ামের দাম বৃদ্ধি পাবে। এখন ইথেরিয়াম এর দাম কিছুটা কমেছে তাই যদি কারো কিনে রাখার পরিকল্পনা করেন তাহলে কিনে রাখতে পারেন এখন পরবর্তীতে লাভবান হতে পারবেন।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Crypto Banglu on January 14, 2021, 12:49:39 PM
ইথেরিয়াম এর দাম এমনটা হওয়ার কথা ছিল কেননা অনেক দিন ধরে দাম তেমন বৃদ্ধি পাচ্ছিল না ।তবে দাম এতটা বৃদ্ধি পাবে অনেকে ধারণা করে নি। নতুন বছরে ইথার এর দাম একটু বেশি বৃদ্ধি পেয়েছে ।বর্তমান সময়ে ইথারের দাম তেরোশো ডলারের উপরে অবস্থান করছে।
হ্যাঁ ভাই ঠিক বলেছেন বেশ কিছুদিন ধরেই ইথেরিয়াম এর দাম খুব একটা বৃদ্ধি পাচ্ছিল না। আমরা সবাই অপেক্ষায় ছিলাম কখন থেকে ইথিরিয়াম এর দাম পাম্প করবে। যাই হোক ইথেরিয়াম এর কিছুটা উন্নতি' হয়েছে। আশাকরছি ইথেরিয়াম তার এরকম পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম হবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Micky on January 14, 2021, 04:04:01 PM
2021 সালে শুরু হওয়ার সাথে সাথে অনেক কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।বিটকয়েন ইথেরিয়াম লাইট কয়েন ইত্যাদি আরো অনেক কয়েনের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল।বিটকয়েনের দাম 41 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। ইথেরিয়াম এর দাম তেরোশো ডলার ছাড়িয়ে গিয়েছে। লাইট কয়েন এর দাম 180 ডলার ছাড়িয়ে গিয়েছে। আমি মনে করি ক্রিপ্টোকারেন্সিদের জন্য 2021 সাল টি অনেক সুন্দরভাবে কাটবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Jaya60 on January 14, 2021, 04:34:18 PM
ইথেরিয়াম এর প্রাইস 2021 সালের প্রথম দিকেই দেখা গিয়েছিল চৌদ্দশ ডলারের মত। কিন্তু তারপরে ইথিরিয়াম এর প্রাইস এক হাজার ডলারে এসেছিল এখন আবার দেখা যাচ্ছে ইথিরিয়াম এর প্রাইস পুনরায় আরম্ভ করেছে। আমার বিশ্বাস ইথেরিয়াম এর প্রাইস 2021 সালের মধ্যে দুই হাজার ডলারের বেশি হবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Jaya60 on January 14, 2021, 04:38:23 PM
ক্রিপ্টো মার্কেটে কোন কয়েন এর দাম সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ ক্রিপ্টো মার্কেটের কয়েনের দাম সবসময় উঠানামা করে । অনেক সিনিয়র ভাইরা ভবিষ্যৎবাণী করেছিল ইথেরিয়াম কয়েনটি 2021 সালে 1000 পার করবে। ইথেরিয়াম ইতিমধ্যে 1000 ডলার পার করেছে। বর্তমান মূল্য 13 হাজার ডলার হয়েছে। আশা করি ভবিষ্যতে এর দাম আরো বৃদ্ধি পাবে সেটা 1800থেকে 2000 ডলারে পরিণত হবে।
ইথারিয়াম এর প্রাইস বর্তমানে কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বেশ কিছুদিন আগে ইথারিয়াম এর প্রাইস চৌদ্দশ ডলারের মতো হয়েছিল।হঠাৎ করে আবার অনেক কমে গিয়েছিল এতে সবার মনে হয়েছিল যে হয়তো আবারও অনেকটাই কমে যাবে।বর্তমানে যেভাবে ইথেরিয়াম প্রাইস মারতে আরম্ভ করেছে অবশ্যই 2021 সালের মধ্যে 2000 ডলার অতিক্রম করবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: NANCY on January 23, 2021, 02:50:21 PM
আপনি ঠিক বলেছেন ভাই। 2021 সালে ইথেরিয়াম এর দাম অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং 2021 সালের মাঝামাঝি তার দাম অনেকটাই বেশি হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান সময়ে ইথেরিয়াম এর দাম তেরোশো ডলার দেখা যায় কিন্তু এই ইথেরিয়ামের দাম অনেক বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: salukhe on January 23, 2021, 04:43:41 PM
ইথেরিয়াম এর দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। 2021 সালে প্রথম দিকে 1000 ডলার ক্রস করেছেন। বর্তমান সময়ে ইথেরিয়াম এর দাম 1200 ডলারের উপরে রয়েছে। 2021 সালে ইথেরিয়াম এর দাম 2000 ডলার ক্রস করার সম্ভাবনা রয়েছে। 2000 ডলার ক্রস করার জন্য এখন শুধু সময়ের অপেক্ষায়। ইথেরিয়াম ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Herry on January 23, 2021, 05:26:11 PM
ইথেরিয়াম এর দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। 2021 সালে প্রথম দিকে 1000 ডলার ক্রস করেছেন। বর্তমান সময়ে ইথেরিয়াম এর দাম 1200 ডলারের উপরে রয়েছে। 2021 সালে ইথেরিয়াম এর দাম 2000 ডলার ক্রস করার সম্ভাবনা রয়েছে। 2000 ডলার ক্রস করার জন্য এখন শুধু সময়ের অপেক্ষায়। ইথেরিয়াম ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন 2021 সালের মাঝামাঝিতে ইথেরিয়াম এর দাম 2000$ ডলার এ হিট করবে বলে আমার মনে হয়। ইথেরিয়াম 2000$ করার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। খুব তাড়াতাড়ি ইথেরিয়াম এর দাম 2,000$ হিট করবে। এখনো ইথেরিয়াম এর দাম বৃদ্ধি অব্যাহত আছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Criminal on January 23, 2021, 07:05:53 PM
এখন পর্যন্ত আমরা আশায় আছি যে ইথেরিয়াম একটি মিরাক্কেল ঘটাবে। অর্থাৎ ইথারিয়াম এর দাম অনেক বৃদ্ধি পাবে। অনেকদিন যাবত ইথারিয়াম এর দাম 1000 থেকে1300 ডলারের মধ্যে ওঠানামা করছে।অনেকেই বলেছিলো যে বিটকয়েনের সাথে সাথে ইথারিয়াম এর দামও অনেক বৃদ্ধি পাবে কিন্তু বিটকয়েন তার বৃদ্ধির ধারা অব্যাহত রাখলেও ইথেরিয়াম সে ক্ষেত্রে বিটকয়েন এর চেয়ে দামের দিক বিবেচনা করলে অনেক পিছিয়ে আছে। তবে আশা করছি 2021 সাল শেষ হওয়ার আগেই ইথারিয়াম এর মূল্য 2000 ডলার অতিক্রম করবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: AlviNess on February 24, 2021, 11:18:39 AM
বর্তমান সাল হচ্ছে 2021 সাল। এই 2021 সালে ইথারিয়াম এর মূল্য অনেক পরিবর্তন হয়েছে।প্রতিনিয়তঃ বিট কয়েনের মূল্য বৃদ্ধির সাথে সাথে ইথারিয়াম এর মূল্য বৃদ্ধি পাচ্ছে।বর্তমানে ইথারিয়াম এর মূল্য প্রায় 2 হাজার ডলারের কাছাকাছি অবস্থান। ভবিষ্যতে হয়ত ইথারিয়াম এর মূল্য আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: bmr on March 02, 2021, 11:16:05 AM
এবছর ইথিরিয়াম ভাল একটি মুভমেন্ট করবে আশা করা যায়। প্রথম মাসেই যে মুভমেন্ট হয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। আরও যেহেুতু 11 মাস বাকি আছে তাই বলা যায় আগামিতে ইথার ভাল একটি পজিশনে যাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Afnan on March 02, 2021, 11:46:50 AM
ইথেরিয়াম এর দাম এমনটা হওয়ার কথা ছিল কেননা অনেক দিন ধরে দাম তেমন বৃদ্ধি পাচ্ছিল না ।তবে দাম এতটা বৃদ্ধি পাবে অনেকে ধারণা করে নি। নতুন বছরে ইথার এর দাম একটু বেশি বৃদ্ধি পেয়েছে ।বর্তমান সময়ে ইথারের দাম তেরোশো ডলারের উপরে অবস্থান করছে।
ক্রিপ্টো মার্কেটে কয়েনের মুল্য সবসময় উঠানামা করবে এটাই স্বাভাবিক। কিছু দিন আগে  ইথেরিয়ামের মুল্য এখনকার তুলনায় অনেক কম ছিল এমন কি মুল্য বৃদ্ধিও পাচ্ছিল না। কিন্তু এখন ইথেরিয়ামের মুল্য ১৩০০ ডলারের উপরে অবস্থান যা কেউ চিন্তাও করতে পারেনি। তাই আমার মনে হয় ২০২১ এ ইথেরিয়াম আমাদের একটা বড় চমক দেখাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Milon626 on March 02, 2021, 12:02:50 PM
ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সিতে খুবই জনপ্রিয় একটি কয়েন।  ২০২০ সালের শেষের দিকে এসে ইথেরিয়ামের হালকা পাম্প করা শুরু করেছিলো, ২০২১ এ এসে তা সর্বচ্চ পর্যায়ে চলে গিয়েছিল। ইতোমধ্যে ইথেরিয়াম তার পেছনের সবগুলো রেকর্ড ভেঙে দিয়েছে, নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে।  আশা করি ২০২১ সালের শেষের দিকে ইথেরিয়াম ৩৫০০$ স্পর্শ করবে।                                 
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Logitech50 on March 02, 2021, 06:57:35 PM
2021 সালে ইথিরিয়াম কয়েনের দাম সবচেয়ে বেশি হয়েছে।তাই ভবিষ্যতে আরও ইথেরিয়াম কয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি রয়েছে। তাই ইথিরিয়াম কয়েনের প্রত্যেকটা সময় ইথেরিয়াম কয়েনের রেকর্ড।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: kulkhan on March 02, 2021, 07:05:18 PM
ইথারিয়ামকে ক্রিপ্টো মার্কেটের দ্বিতীয় বিটকয়েন বলা হয়। এটা অনেক ভালো অবস্থানে যাবে। এটি ইতোমধ্যে অনেক উপরে উঠে এসেছে। এখন একটি ইথারিয়ামের দাম $১৬০০ ডলারের উপরে। এটি সর্ব কালের সকল রেকর্ড অতিক্রম করেছে। ইথারের মূল্য ২০২১ সালের মধ্যে $৫০০০ ডলার অতিক্রম করতে সক্ষম হবে বলে আমি মনেকরি।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Magepai on March 03, 2021, 01:19:40 AM
2021 সালে কিন্তু ইথিরিয়াম প্রাইস সর্বোচ্চ হয়েছে যা 2017 সাল কে রিপিট করে ফেলছে। ইথারিয়াম প্রাইস 2021 সালের মধ্যে হয়তো 3000 ডলার অতিক্রম করে ফেলবে। 2021 সালের শুরুতেই ইথিরিয়াম প্রাইস বৃদ্ধি পেয়েছিল। এখন ইথারিয়াম প্রাইস অল্প কিছুটা কমেছে তারপরেও ইতি রাম প্রাইস বৃদ্ধি পাবে। ইথেরিয়াম জনপ্রিয়তার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: ExtraPoint on March 03, 2021, 05:12:38 AM
ক্রিপ্টোকারেন্সি জগতে দ্বিতীয় জনপ্রিয়তা হিসেবে ইথিরিয়াম কয়েন এর জনপ্রিয়তা। 2021 সালে ইথেরিয়াম এর দাম সর্বোচ্চ হয়েছিল। ইথেরিয়াম 2000 ডলার স্পর্শ করেছিল। এই বছর সবগুলো কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Rothi roy on March 03, 2021, 01:39:35 PM
ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন এর পরেই ইথেরিয়াম এর অবস্থান। বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে ইথেরিয়াম এর দামও বেড়ে গেছে। ক্রিপ্টোকারেন্সিতে কয়েনের দর দাম উঠানামা করবে এইটাই ক্রিপ্টোকারেন্সির স্বাভাবিক ঘটনা। ক্রিপ্টোকারেন্সির মূলধন হলো ধৈর্য। আমি মনে করি 2021 সালে ইথেরিয়াম 2000$ ছাড়িয়ে যাবে। ইথেরিয়াম এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তাই আশা করা যায় ভবিষ্যতে  ইথেরিয়াম অনেক ভালো অবস্থানে থাকবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Sumaiya2 on March 03, 2021, 05:22:18 PM
2021 সালে ইথেরিয়াম এর পজিশন অনেক ভালো। ক্রিপ্টোকারেন্সি এর জগতে সবচেয়ে বেশি দাম বেড়েছে 2021 সালে। 2021 সালের মতো ইথেরিয়াম এর দাম আগে কখনো বৃদ্ধি পায়নি তাই যেটুকু সময় যায় ইথেরিয়াম কয়েনের জীবনের সবচেয়ে সেরা সময়।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Irfan12@ on March 03, 2021, 05:31:58 PM
ক্রিপ্টো মার্কেট সবসময়ই ওঠানামা করে। সেই জন্য কেউ সঠিক করে বলতে পারবেনা যে কোন মুদ্রার দাম কখন বৃদ্ধি পাবে বা কমে যাবে। তাই এক্ষেত্রে ইথেরিয়াম এর দামও যে সবসময় একই রকম থাকবে সেটাও বলা ঠিক হবে না। তবে নতুন বছরের শুরু থেকেই ইথেরিয়াম এর দাম ঊর্ধ্বমুখী। বর্তমান সময়েও ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে। আশা করি খুব দ্রুতই ইথেরিয়াম এর দাম 2000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Laxmi Sharma on March 04, 2021, 09:20:59 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েন গুলোর দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক। ইথেরিয়াম এর পারফরম্যান্স ভালোই দেখা যাচ্ছে। 2021 সালের শুরুতে ইথেরিয়াম যে পারফরম্যান্স নিয়ে হাজির হয়েছিল সে পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম না হলেও অনেকটা ভালো পজিশনে রয়েছে। ইথেরিয়াম কে ক্রিপ্টোকারেন্সি জগতের রানী বলা হয়। আশা করা যায় 2021 সালে ভালো পারফরম্যান্স নিয়েই থাকবে ইথেরিয়াম।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Angel jara on March 04, 2021, 09:30:47 AM
বর্তমান সময়ে ইথেরিয়াম এর দাম 2000 ডলারের কিছুটা কম। আমরা কিছুদিন আগে দেখেছিলাম ইথেরিয়াম এর দাম 2000 ডলারের উপরে গিয়েছিল।কিন্তু বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট রাতারাতি বৃদ্ধি পাওয়ার পর কিছুটা কমেছে। 2021 সালের শেষ দিকে ইথেরিয়াম এর দাম পাঁচ হাজার ডলারের উপরে চলে যাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Papusha20 on March 04, 2021, 03:18:25 PM
2021 সালের মার্কেট অনেকটা ভালোর দিকে কারণ এভাবে কি প্রকারের বাজান আগে কখনো বৃদ্ধি পায়নি।তাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জীবনে ইতিহাস হয়ে থাকবে কারণ এটাই সর্বোচ্চ রেকর্ড সব কয়েনের দাম সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Tubelight on March 21, 2021, 10:45:36 AM
বর্তমান সাল 2021 সাল। এই বছরে ইথারিয়াম এর অবস্থান অনেকটা ভালো একটি পর্যায় থাকার কথা থাকলেও বর্তমানে ইথারিয়াম এর অবস্থান খুব একটা ভালো অবস্থায় নেই।শুরুর দিকে ইথারিয়াম এর মূল্য বৃদ্ধি পেলেও বর্তমান নির্ধারিত মূল্য বৃদ্ধি পাচ্ছে না তবে আশাকরি ভবিষ্যতে হয়তো ইথারিয়াম এর মার্কেট পরিবর্তন হবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Bony11 on March 21, 2021, 03:56:27 PM
এই নতুন বছর 2021 সালে ইথেরিয়াম অবস্থা অনেক ভালো। গতবছর 2020 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথেরিয়াম অবস্থা অনেক খারাপ ছিল । সে তুলনায় বর্তমানে 2021 সালে শুরু থেকেই ইথেরিয়ামের অবস্থা অনেক ভালো। বাজারে ইথিরিয়াম এর দাম আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে ইথেরিয়াম এর দাম কিছুটা হ্রাস পেয়েছে। আশা করি ভবিষ্যতে ইথেরিয়াম এর দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Fighter on March 21, 2021, 04:14:33 PM
এখন নতুন বছরের প্রথম মাস। (10Jan-2021)  ইথেরিয়াম এর অবস্থান 1330 ডলার এর উপরে। যেখানে গত বছরের ডিসেম্বর মাসেও ইথেরিয়াম এর মূল্য অবস্থান করছিল 550 থেকে 650 ডলারের মধ্যে। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম এর মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ইথেরিয়াম এর দারুন এক অগ্রগতি দেখতে পাচ্ছি। গত মাসেই এই ফোরামের অনেক সিনিয়র ভাই মতামত পোষণ করেছিলেন যে ইথেরিয়াম নতুন বছরের শুরুতেই 1000 ডলারের উপরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তাদের ধারনা ঠিক তারা সঠিক ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে। ইথেরিয়াম কি সারা বছরই এমন পারফরম্যান্স ধরে রাখতে পারবে.?
সবার মতামত আশা করছি।
2021 সালে শুধু ইথেরিয়াম না সবগুলো কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন এবং ইথিরিয়াম সহ ক্রিপ্টোকারেন্সি যত কয়েন আছে সব কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। এখন ইথেরিয়াম এর দাম ১৭৯০.১৮ ডলার। আশা করি ভবিষ্যতে ইথার এর দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Azharul on April 02, 2021, 04:40:23 AM
আমরা জানি ক্রিপ্টো জগতের দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হলো ইথেরিয়াম।মাঝে মাঝে ইথেরিয়াম এর দাম একটু কম হলেও ভবিষ্যতে এর দাম বেড়ে যাবে।কেননা আমরা বিগত বছর গুলোতে তাই লক্ষ করেছি।তাই আমরা বিশ্বাস করি ২০২১ সালের শেষ নাগাদ এর দাম বেড়ে ৫০০০ ডলারে উন্নীত হবে।তাই আমার মনে হয় ২০২১ সাল হবে ইথেরিয়াম এর জন্য শুভ।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Jan on April 02, 2021, 05:14:17 AM
এখন নতুন বছরের প্রথম মাস। (10Jan-2021)  ইথেরিয়াম এর অবস্থান 1330 ডলার এর উপরে। যেখানে গত বছরের ডিসেম্বর মাসেও ইথেরিয়াম এর মূল্য অবস্থান করছিল 550 থেকে 650 ডলারের মধ্যে। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম এর মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ইথেরিয়াম এর দারুন এক অগ্রগতি দেখতে পাচ্ছি। গত মাসেই এই ফোরামের অনেক সিনিয়র ভাই মতামত পোষণ করেছিলেন যে ইথেরিয়াম নতুন বছরের শুরুতেই 1000 ডলারের উপরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তাদের ধারনা ঠিক তারা সঠিক ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে। ইথেরিয়াম কি সারা বছরই এমন পারফরম্যান্স ধরে রাখতে পারবে.?
সবার মতামত আশা করছি।
আমি বলতে চাই ইথেরিয়াম নিয়ে নো টেনশন নো রিক্স 2021 সালে ইথেরিয়াম থেকে খুব ভালো কিছু পাওয়ার আশা করছি আমরা সবাই। কারণ হচ্ছে বিশেষ করে যারা ট্রেডিং  করে তারা নিঃসন্দেহে ইথেরিয়াম এর উপর বিনিয়োগ শুরু করেছে এবং ইথিরিয়াম খুব ভালো একটি জায়গায় গিয়ে পৌঁছেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট করার জন্য ।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Angel julian on April 02, 2021, 07:38:55 AM
বর্তমান সময়ে ইথেরিয়াম এর দাম অনেক বেশি। বিটকয়েনের দাম অনেক বেশি।2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত বিটকয়েনের দাম বেড়ে চলেছে ইথেরিয়াম এর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 21 সালে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম নতুন রেকর্ড তৈরি করেছে। কয়েকটি নামের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আগে দেখেছিলাম যে ইথিরিয়াম এর দাম দুই হাজার মতো হয়েছিল কিন্তু 2021 সালের শেষদিকে 5 হাজার ডলারের কাছে অবস্থান করবে কারণ ইথেরিয়াম এর দাম এবং বিটকয়েনের দাম অনেক হাই।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Tepona on April 05, 2021, 06:11:29 AM
2021 সালে ক্রিপ্টোকারেন্সি মুদ্রাগুলোর মধ্যে বেশিরভাগ মুদ্রা অনেক বেশি উন্নতি লাভ করেছে। সেইসব কারেন্সি গুলোর মধ্যে একটি হলো ইথেরিয়াম। ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সি বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Irfan12@ on April 05, 2021, 07:57:20 PM
ইথেরিয়াম এর দাম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম এর দাম 2000 ডলার ছাড়িয়ে গিয়েছিল। ইথেরিয়াম এর দাম খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। এভাবেই যদি ইথেরিয়াম এর দাম পাম্পিং করে তাহলে এই মাসের মধ্যেই ইথেরিয়াম এর দাম 2500 থেকে 3000 ডলার হিট করবে। বর্তমানে বিটকয়েন সহ সকল ক্রিপ্টোকারেন্সি দাম কিছুটা ডাম্পিং করেছে। ইথেরিয়াম এর দাম ডাম্পিং করেছে। কেউ চাইলে স্বল্প সময়ের জন্য ইথেরিয়াম কিনে হোল্ড করে রাখতে পারেন।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Centus on April 06, 2021, 07:18:23 AM
বর্তমানে ইথেরিয়াম এর অবস্থা অনেক ভালো। অর্থাৎ ইথেরিয়াম এর অবস্থা 2021 সালের সর্বোচ্চ ভালো হয়েছে। এই মুহূর্তে সমস্ত ইথেরিয়াম বিক্রি করার জন্য সবাইকে গুরুত্ব দেওয়া উচিত।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Irfan12@ on April 06, 2021, 08:16:49 AM
বর্তমানে ইথেরিয়াম এর অবস্থা অনেক ভালো। অর্থাৎ ইথেরিয়াম এর অবস্থা 2021 সালের সর্বোচ্চ ভালো হয়েছে। এই মুহূর্তে সমস্ত ইথেরিয়াম বিক্রি করার জন্য সবাইকে গুরুত্ব দেওয়া উচিত।
আমি শিওর দিয়ে বলতে পারি দুই মাসের মধ্যেই ইথেরিয়াম তার সর্বোচ্চ রেকর্ড করে নেবে। বর্তমানে ইথেরিয়াম এর দাম 2000 ডলার। এই মাসের মধ্যেই হয়তো ইথেরিয়াম এর দাম 2500 ডলার অতিক্রম করতে পারে। তাই ইথেরিয়াম এখনই সব বিক্রি না করে দিয়ে আমার মনে হয় কিছু হোল্ড করে রাখা উচিত।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Triedboy on April 12, 2021, 09:48:40 AM
2021 সাল হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সব থেকে ভালো সময়। ইথারিয়াম এর প্রাইস এখন 21 ডলারের সামথিং কিছু পড়ে রয়েছে। 2000 21 সালের মধ্যে সম্ভাবনা আছে 5000 ডলার হিট করার। ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েন এর পরের জনপ্রিয় কয়েকটি হওয়া সত্বেও সেরকম দাম বৃদ্ধি পায় নাই। কিন্তু আমরা দেখব যখন কি তারই আমের ট্রানজেকশন ফি কমে আসে ঠিক তখনই ইথিরিয়াম প্রাইস অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Rakin343 on April 12, 2021, 01:16:49 PM
আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পায়নি।অনন্য কয়েন যে হারে বৃদ্ধি পেয়েছে সে তুলনায় ইথিরিয়াম অনেক পিছিয়ে রয়েছে।বর্তমানে ইথেরিয়াম এর দাম থাকা উচিত পাঁচ হাজার ডলারের উপরে। জনপ্রিয়তার দিক থেকে আমরা বিবেচনা করলে দেখতে পারবো ইথেরিয়াম খুবই পিছিয়ে রয়েছে। তবে আমার বিশ্বাস ইথিরিয়াম খুব শীঘ্রই অনেক পাম্পিং হবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Sr boy on April 13, 2021, 05:51:08 PM
আমরা এখন দেখতে পাচ্ছি ইথারিয়াম কোন বৃদ্ধি পায়নি। এখন বর্তমানে ইথারিয়াম এর উচিত পাঁচ হাজার ডলারের উপরে থাকা। কিন্তু ইথিরিয়াম অনেক পিছিয়ে রয়েছে। আমার দীর্ঘ বিশ্বাস  ইথেরিয়াম খুব শীঘ্রই পাম্প হবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Rifan Khan on May 04, 2021, 07:40:23 PM
আর কিছুদিন পর ইথারিয়ামের দাম অনেক বৃদ্ধি পাবে। এখন বর্তমানে ইথারিয়াম এর দাম মোটামুটি ভাবে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে ইথারিয়াম অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এটা আমার মনে হয়।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Salman y90 on May 05, 2021, 02:23:59 AM
2021 সালে ইথারিয়াম অনেক ভালো বৃদ্ধি পাচ্ছে। এর আগে যদি বৃদ্ধি পেতে থাকে। তাহলে ইথারিয়াম কোন একদিন বিটকয়েন ছেড়ে যেতে পারে। তো আমি মনে করছিলাম ভাল বৃদ্ধি পাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Dilshan on May 10, 2021, 06:22:13 AM
2021 সালে ইথারিয়াম অনেক ভালো বৃদ্ধি পাচ্ছে। এর আগে যদি বৃদ্ধি পেতে থাকে। তাহলে ইথারিয়াম কোন একদিন বিটকয়েন ছেড়ে যেতে পারে। তো আমি মনে করছিলাম ভাল বৃদ্ধি পাবে।
ভাই আপনার কথাগুলো তো অগোছালো। আপনার পোস্টটি পড়ে তো কিছুই বোঝা যাচ্ছে না। আর আপনি বলেছেন যে ইথেরিয়াম কোন একদিন বিটকয়েন কে ছাড়িয়ে যেতে পারে। আমার মনে হয়না ইথেরিয়াম কোনদিনও বিটকয়েন কে ছাড়িয়ে যেতে পারবে। কেননা বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি জগতের এক নম্বর কয়েন। আর তারপর দ্বিতীয় স্থানে রয়েছে ইথারিয়াম। এর দাম বর্তমানে 38 ডলার আর বিটকয়েনের দাম 50 হাজার ডলারের উপরে। তাই আমার মনে হয় না ইথারিয়াম কোনদিনও বিটকয়েন কে ছাড়িয়ে যেতে পারবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: HeartBit143 on May 10, 2021, 09:07:21 AM
২০২১ সালে ইথেরিয়ামের দাম ২০২০ সালের তুলনায় অনেক গুন বৃদ্ধি পেয়েছে যা আমাদের ধারণারও বাইরে চলে গেছে। আমরা ২০২০ সালে ধারণা করেছিলাম যে ইথেরিয়ামের যদি পাম্প হয় তবে ইথেরিয়ামের দাম ২০২১ সালে ২০০০$ হতে পারে।  কিন্তু আমাদের এই ধারণা কে পেছনে ফেলে ইথেরিয়াম ইতোমধ্যে ৩৪০০$ এর উপরে চলে এসেছে। ধারণা করা হচ্ছে ২০২১ এর শেষের দিকে ইথেরিয়ামের দাম ১০০০০$ হতে পারে।                               
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Random203 on May 11, 2021, 07:52:44 AM
ইথেরিয়ামের দাম ২০২০ সালে অনেক কম ছিলো।  কিন্তু ২০২১ সালের শুরুর দিক থেকে ইথেরিয়ামের দাম বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে। তবে কিছু দিন আগে ইথেরিয়ামের গ্যাস ফী বেশী থাকার কারনে ইথেরিয়ামের    দাম কিছুটা কম ছিল।  কিন্তু এখন ইথেরিয়ামের গ্যাস ফী অনেক কমে এসেছে, তাই বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এবং এর দামও বৃদ্ধি পাচ্ছে। আশা করি কিছু দিনের মধ্যেই ইথেরিয়ামের দাম ৫০০০$ হবে।                                   
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: salukhe on May 11, 2021, 01:43:08 PM
২০২১ সালের শুরুতেই জানুয়ারি মাসের শেষের দিক থেকে ইথেরিয়ামের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। বর্তমান দাম রয়েছে ৪০১৭$ সময়ের সাথে সাথে ইথেরিয়াম এর দাম বেড়েই চলেছে। ভবিষ্যতে ইথেরিয়াম আরো ভালো পর্যায়ে পৌঁছাবে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Mosarof on May 11, 2021, 02:20:47 PM
এখন নতুন বছরের প্রথম মাস। (10Jan-2021)  ইথেরিয়াম এর অবস্থান 1330 ডলার এর উপরে। যেখানে গত বছরের ডিসেম্বর মাসেও ইথেরিয়াম এর মূল্য অবস্থান করছিল 550 থেকে 650 ডলারের মধ্যে। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম এর মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ইথেরিয়াম এর দারুন এক অগ্রগতি দেখতে পাচ্ছি। গত মাসেই এই ফোরামের অনেক সিনিয়র ভাই মতামত পোষণ করেছিলেন যে ইথেরিয়াম নতুন বছরের শুরুতেই 1000 ডলারের উপরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তাদের ধারনা ঠিক তারা সঠিক ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন। নতুন বছরের শুরুতেই ইথেরিয়াম ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে। ইথেরিয়াম কি সারা বছরই এমন পারফরম্যান্স ধরে রাখতে পারবে.?
সবার মতামত আশা করছি।
বর্তমানে ইথেরিয়াম এর দাম আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাই আশা করা যায় আগামীতে আরো বৃদ্ধি পাবে। কারণ 2021 সালে জানুয়ারি মাসের শেষে  দিকে২০০০$উপরে ছিল বর্তমান এসে ইতি ইথেরিয়ামের দাম হয়েছে৩,৯০০ উপরে। তাই আগামীতে আরো দাম বাড়বে আশা করা যায় এবং ইথিরিয়াম এ ভালো কিছু আশা করা যায়।



Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Cristian on May 12, 2021, 08:01:38 AM
2021 এ ইথেরিয়াম টোকেন ৫০০০+ $ হবে
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Casual on May 17, 2021, 02:00:27 AM
ইথারিয়াম প্রাইস 2021 সালের প্রথমদিকে ও সর্বোচ্চ 2000 ডলার ছিল।ইথেরিয়াম প্রাইস 2000 ডলার এর মধ্যে সবথেকে বেশি আপ-ডাউন করেছে এবং কি ভেবেছিলামসর্বোচ্চ 2021 সালের মধ্যে 3000 ডলার হবে কিন্তু হঠাৎ করে ইথারিয়াম প্রাইস 4200 ডলার অতিক্রম করেছিল। হঠাৎ করে বিটকয়েনের প্রাইস কমে আসার কারণে ইথারিয়াম প্রাইস কমে এসেছে। তারপরেও 2021 সালের মধ্যে ইথারিয়াম প্রাইস 5000 ডলার অতিক্রম করার সম্ভাবনা আছে।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: Mistroy on May 22, 2021, 06:29:33 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথারিয়াম বিশ্বে দ্বিতীয় কয়েন হিসাবে অনেক জনপ্রিয়তা হয়ে উঠেছে। ক্রিপ্টোকারেন্সি বিশ্বে বিটকয়েন এর পরের স্থান ইথারিয়াম কয়েন। 2021 সালের প্রথমদিকে ইথারিয়াম এর মূল্য ছিল 2000 ডলার 2021 সালের আগে ইথারিয়াম এর মূল্য অনেক কম ছিল। কারণ এর গ্যাস ফ্রি অনেক বেশি ছিল। ফলে এর জনপ্রিয়তা ও কম ছিল। এখন ইথেরিয়াম এর গ্যাস ফ্রি কম হওয়ার কারণে এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান ইথারিয়াম এর মার্কেট প্রাইস 2367 ডোলারে বৃদ্ধি পেয়েছে। ইথেরিয়াম যেভাবে জনপ্রিয়তা লাভ করছে তাই আশা করা যায় ভবিষ্যতে ইথারিয়াম এর মূল্য 4000 থেকে 5000 ডোলারে বৃদ্ধি পেতে পারে।।।
Title: Re: 2021 এ ইথেরিয়াম।
Post by: AIam333 on May 29, 2021, 01:42:48 AM
আপনারা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন। 2021 সালের শুরুতে ইথারিয়াম এর দাম ভালোই বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু তার কিছুদিন পর আবার এটি নিচে নামতে শুরু করলো। ইথারিয়াম এখন বর্তমানে আস্তে আস্তে উপর দিকে যেতে চলেছে।