Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Malam90 on February 12, 2021, 02:27:53 AM

Title: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Malam90 on February 12, 2021, 02:27:53 AM
৩ বছর আগে TRX এর দাম ছিলো $০.৩০সেন্ট।
আস্তে আস্তে TRX এর দাম কমতে কমতে সেটা $০.০১৫ সেন্টে নেমে আসে।
তবে আবার দাম বাড়া শুরু করেছে এবং অনেকেই বলতেছেন TRX আগের অবস্থানে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
আজকেই $০.০৪৫ থেকে  $০.০৫৯ উঠেছে।
এখন আস্তে আস্তে ০.১০ সেন্টের দিকে যাচ্ছে।

যেহেতু অন্য অনেক কয়েন তার আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে ফেলেছে।  তাই আপনারা কি মনে করেন TRX আগের রেকর্ড ভেঙ্গে ফেলতে পারে?

(https://i.imgur.com/RFjixwd.jpg)

স্ক্রিনশর্ট: বিনান্স থেকে
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Lutera94 on February 12, 2021, 02:43:00 AM
আসলে TRX যে মানের প্রজেক্ট সেই হিসেবে এর দাম অনেক কম, তার প্রভাব পড়েছে মার্কেট র‍্যাংক ও। আমি TRX-কে টপ-১০ এ আশা করছি । তাই আমি মনে করি এই প্রজেক্ট যদি তার গতিপথ ঠিক রাখতে পারে তাহলে অতিশীঘ্রই তার আগের অবস্থানে ফিরে যাবে। ইথিরিয়াম নেটওয়ার্কের উচ্চ ফি এর কারণে অনেকেই চাচ্ছে TRX নেটওয়ার্ক ব্যাবহার করতে। তাই মনে হচ্ছে এই প্রজেক্টের সুদিন আসছে।
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: kulkhan on February 12, 2021, 04:02:55 AM
আপনি যুক্তি যুক্তই বলেছেন, আমিও মনেকরি  trx আবারো পূর্বের অবস্থানের দিকেই যাচ্ছে। আসলে  trx খুব ভাল একটা কয়েন বলে আমি মনেকরি। ২০১৭ সালের পর মার্কেটে সকল কারেন্সির ধ্বষ নামার কারনে trx এর মূল্য ও একটানে $০.০১৫ এ নেমে আসে। আস্তে আস্তে একটু একটু করে বাড়লেও এখন মার্কেটের অবস্থা ভালো হওয়াতে এর মূল্য আবার $০.৩০ এর দিকে বা তার থেকে আরো বেশির দিকেই যাচ্ছে বলে আমি মনেকরি।
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Malam90 on February 12, 2021, 01:55:24 PM
আসলে TRX যে মানের প্রজেক্ট সেই হিসেবে এর দাম অনেক কম, তার প্রভাব পড়েছে মার্কেট র‍্যাংক ও। আমি TRX-কে টপ-১০ এ আশা করছি । তাই আমি মনে করি এই প্রজেক্ট যদি তার গতিপথ ঠিক রাখতে পারে তাহলে অতিশীঘ্রই তার আগের অবস্থানে ফিরে যাবে। ইথিরিয়াম নেটওয়ার্কের উচ্চ ফি এর কারণে অনেকেই চাচ্ছে TRX নেটওয়ার্ক ব্যাবহার করতে। তাই মনে হচ্ছে এই প্রজেক্টের সুদিন আসছে।

TRX কিন্তু গতবছর করোনার আগেও টপ ১০ এ ছিলো। তবে তারপর অন্যান্য কয়েনগুলোর দাম বাড়ে আর TRX কমেছিলো কিন্তু সেভাবে নড়াচড়া করেনি। তাদের সর্বকালের সেরা রেকর্ডটাও ৩ বছর আগের। এখন TRX কে টপ ১০ যেতে হলে অন্তত ১২ সেন্ট দাম হতে হবে তাহলে মার্কেটক্যাপ ১০বিলিয়ন ছাড়িয়ে যাবে তখন যাওয়া সম্ভব হবে। তবে যেভাবে TRX নড়াচড়া শুরু হয়েছে এবং ইথারিয়াম নেটওয়ার্কে ফি বেশি হওয়ায় প্রজেক্টগুলোও ঝুঁকছে তাতে আবারো ৩০ সেন্ট যাওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Lutera94 on February 12, 2021, 04:11:36 PM
আসলে TRX যে মানের প্রজেক্ট সেই হিসেবে এর দাম অনেক কম, তার প্রভাব পড়েছে মার্কেট র‍্যাংক ও। আমি TRX-কে টপ-১০ এ আশা করছি । তাই আমি মনে করি এই প্রজেক্ট যদি তার গতিপথ ঠিক রাখতে পারে তাহলে অতিশীঘ্রই তার আগের অবস্থানে ফিরে যাবে। ইথিরিয়াম নেটওয়ার্কের উচ্চ ফি এর কারণে অনেকেই চাচ্ছে TRX নেটওয়ার্ক ব্যাবহার করতে। তাই মনে হচ্ছে এই প্রজেক্টের সুদিন আসছে।

TRX কিন্তু গতবছর করোনার আগেও টপ ১০ এ ছিলো। তবে তারপর অন্যান্য কয়েনগুলোর দাম বাড়ে আর TRX কমেছিলো কিন্তু সেভাবে নড়াচড়া করেনি। তাদের সর্বকালের সেরা রেকর্ডটাও ৩ বছর আগের। এখন TRX কে টপ ১০ যেতে হলে অন্তত ১২ সেন্ট দাম হতে হবে তাহলে মার্কেটক্যাপ ১০বিলিয়ন ছাড়িয়ে যাবে তখন যাওয়া সম্ভব হবে। তবে যেভাবে TRX নড়াচড়া শুরু হয়েছে এবং ইথারিয়াম নেটওয়ার্কে ফি বেশি হওয়ায় প্রজেক্টগুলোও ঝুঁকছে তাতে আবারো ৩০ সেন্ট যাওয়ার সম্ভাবনা আছে।
হ্যা আমি ও চাই TRX টপ১০ এ আসুক। এত ভালো একটা প্রজেক্ট এই সময়ে নাড়াচাড়া না দিলে বেমানান দেখায়। তাই কিছু রাখার প্লান আছে, টার্গেট ১০ সেন্ট। দেখি কি করে
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: iRan Chy on February 12, 2021, 07:23:44 PM
এটি TRX হোল্ডারদের জন্য অনেক আনন্দের একটি সংবাদ। তারা অনেক ভালো প্রপিট করতে পারবে। কিন্ত আমারা যারা ব্লকচেইনের USDT ব্যবহার করি ফি কমের জন্য তাদের জন্য দুঃসংবাদ বলা চলে। আমাদের এখন প্রতি ট্রাঞ্জেকশনে ফি দেওআ লাগে 2 থেকে 3 চেন্ট। কিন্তু যদি 30 চেন্টে যায় আমাদের কি অবস্থা হবে।  :'( 
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Cleanerbd on February 13, 2021, 03:39:51 AM

 
(Trx) কয়েন বর্তমান বাজার দাম $0.0572। আমার মনে হয় এইবার trx কয়েন ভালো কিছু করবে। তবে আমি সকলকে এই কয়েনটি হোল্ডে রাখার জন্য পরামর্শ দিবো। যারা হোল্ডে রাখবেন তাদেরকে লং টাইম রাখার জন্য পরামর্শ দিবো। দাম বাড়লেই হোল্ডাররা লাভবান হবে
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Malam90 on February 13, 2021, 04:46:02 AM

 
(Trx) কয়েন বর্তমান বাজার দাম $0.0572। আমার মনে হয় এইবার trx কয়েন ভালো কিছু করবে। তবে আমি সকলকে এই কয়েনটি হোল্ডে রাখার জন্য পরামর্শ দিবো। যারা হোল্ডে রাখবেন তাদেরকে লং টাইম রাখার জন্য পরামর্শ দিবো। দাম বাড়লেই হোল্ডাররা লাভবান হবে

TRX  বর্তমানে যে দামে আছে আমার কাছে সেটাও অনেক কম যদিও আমি এর অর্ধেক দামে কিছু কিনেছি। তবে TRX এর সর্বচ্চ দামের রেকর্ড ৩ বছর আগে যেটা ছিলো ৩০সেন্ট এর বেশি। অর্থাৎ বর্তমান যে স্থানে আছে তার চেয়ে অন্তত ৬ গুন বেশি দামে ছিলো। তাহলে বুঝা যাচ্ছে সব কয়েন বাড়লেও TRX কিন্তু বাড়েনি।  এজন্য TRX হোল্ড করে রাখলে আশা করা যাচ্ছে আগের রেকর্ডও ভেঙ্গে ফেলতে পারে। অন্তত আগের রেকর্ড ভাঙুক সেটাও কম নয়। তবে এখন ১০ সেন্ট যাওয়া যে কোন সময়েই যেতে পারে।
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Tubelight on March 17, 2021, 04:17:19 PM
আমার মনে হয় TRX আবার আগের অবস্থানে চলে যাবে। কারণ বর্তমানে এই প্লাটফর্ম এর চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে। মানুষ অন্যান্য প্ল্যাটফর্ম এর তুলনায় এই প্লাটফর্মে বেশি বিনিয়োগ করছে।হয়তো খুব শীঘ্রই ইথারিয়াম এবং বিটকয়েন প্ল্যাটফর্মের সাথে সাথে টি আর এক্স প্লাটফর্ম ভবিষ্যতে আরো এগিয়ে যাবে।
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Malam90 on March 20, 2021, 02:06:54 AM
TRX গত প্রায় দেড় মাস পরে আগের স্থানে চলে এসেছে। আজকে $0.0৬১ পর্যন্ত উঠেছে। TRX মূলত গেমিং সাইটগুলোতে ব্যবহারের পাশপাশি এর ব্লকচেইন বর্তমানে অনেক জনপ্রিয়তা পাচ্ছে ইথারিয়াম নেটওয়ার্কের অত্যাধিক ফি এর কারণে সবাই এর দিকে ঝুঁকেছে। মুলত তাদের চাহিদা বেড়েছে পাশাপাশি জনপ্রিয়তাও।
এছাড়া অনেকগুলো শীর্ষ কয়েনের দাম বাড়লেও TRX অনেকটা চুপছিলো। তাই TRX প্রতি বিনিয়োগকারীদের একটা সুযোগ ছিলো সেটা লুফে নিয়েছে।

(https://i.imgur.com/fjpIw3j.png)
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: iRan Chy on March 20, 2021, 01:06:40 PM
TRX গত প্রায় দেড় মাস পরে আগের স্থানে চলে এসেছে। আজকে $0.0৬১ পর্যন্ত উঠেছে। TRX মূলত গেমিং সাইটগুলোতে ব্যবহারের পাশপাশি এর ব্লকচেইন বর্তমানে অনেক জনপ্রিয়তা পাচ্ছে ইথারিয়াম নেটওয়ার্কের অত্যাধিক ফি এর কারণে সবাই এর দিকে ঝুঁকেছে। মুলত তাদের চাহিদা বেড়েছে পাশাপাশি জনপ্রিয়তাও।
এছাড়া অনেকগুলো শীর্ষ কয়েনের দাম বাড়লেও TRX অনেকটা চুপছিলো। তাই TRX প্রতি বিনিয়োগকারীদের একটা সুযোগ ছিলো সেটা লুফে নিয়েছে।

(https://i.imgur.com/fjpIw3j.png)
TRX এখন পাম্প করার কারণ হচ্ছে, বাইন্যান্সের এনাউন্সমেন্ট। কাল জাস্টিন সান এর টুইট দেখেছি, বাইন্যান্স ২,৫০,০০০ ডলারের গিভওয়ে ঘোষণা করেছে। যার মধ্যে অন্তর্ভুক্ত TRX, BTT, WIN, JST এবং SUN. এর পরপরই TRX পাম্প করা শুরু করে। আমি মনে করি এজন্যই TRX এতো পাম্প করেছে। আমার মনে হয়, কম্পিটিশন শেষ হলে TRX আবারও ডাম্প দেওয়া শুরু করবে। আর  Tron ব্লকচেইন ও আমার খুব প্রিয়। Tron যদি না থাকত, আমার মতো হান্টারদের ফকির হওয়া ছাড়া উপায় থাকত না। ফি দিতেই সব চলে যেতো। ;D
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: EKRA13 on March 20, 2021, 03:24:25 PM
মালাম ভাই TRX অনেক জনপ্রিয় একটি কয়েন। তো সে তুলনায় দাম অনেকটা কম।আপনি ঠিকই বলেছেন বর্তমানে এর দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আজকে TRX এর দাম $0.06 । আশা করি খুব দ্রুতই এর দাম তিন বছর আগের দাম অতিক্রম করবে।
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: kulkhan on March 23, 2021, 08:34:35 PM
আমি মনেকরি TRX অনেক ভালো কয়েন। এটার দাম ধারাবাহিক ভাবে বেড়েই চলেছে। এর মূল্য তিন বছর আগে ০.৩০$ এ পৌঁছে ছিল। আমি মনেকরি আরাও আস্তে আস্তে সেই দিকেই ঝুকছে TRX.
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Sonjoy on March 24, 2021, 08:40:54 AM
Trx আমার মনে হচ্ছে যে পুরনো রেকর্ড ভেঙে ফেলবে এবার কারণ সব কয় না কিন্তু আস্তে আস্তে তাদের নিজস্ব রেকর্ড কিন্তু ভেঙে ফেলছে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু বিটকয়েনের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে সে ক্ষেত্রে আপনি যদি একটু মার্কেটের বিভিন্ন কিন্তু উন্নতির দিকে তাই আমি বলব এই কয়েনটি রেকর্ড ভেঙে ফেলবে পুরনো আপনারা করতে পারেন আমিও কিছু টোকেন হোল্ড করেছি
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: HeartBit143 on March 28, 2021, 04:34:19 PM
টিআরএক্স এর দাম কিছু দিন আগেও অনেক  কম ছিল।  কিন্তু এখন ধিরে ধিরে অনেক উপরে চলে এসেছে।  আশা করি এভাবেই পাম্প করবে সামনের দিন গুলোতেও।  আর এভাবে যদি পাম্প করতে থাকে তবে আমার মনে যে পুরনো রেকর্ড ভেঙে ফেলবে এবং নতুন করে রেকর্ড গড়ে ফেলবে।                             
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Tepona on April 03, 2021, 10:20:12 AM
সম্পদের পরিমাণ এতটাই বেশি যে দাম বৃদ্ধি পেতে অনেক সময় লাগবে। অর্থাৎ তার পরেও আমরা দেখেছি দাম গত কয়েক দিনের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। গত তিনদিন আগে এর দাম র্সেন্ট এর কাছাকাছি ছিল। এবং তারপর থেকেই দাম 9 থেকে 80 সেন্ট্রে অবস্থান করছে।
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Irfan12@ on April 03, 2021, 07:04:48 PM
কিছুদিন আগেই এই মুদ্রার দাম 10 সেন্ট উঠেছিল। এখনো এই মুদ্রার দাম 0.0899 এর আশেপাশে ওঠানামা করতেছে। যেহেতু এই মুদ্রার দাম এক সময় 0.30 ডলার ছিল। সেজন্য আমার মনে হয় খুব শীঘ্রই TRX এর দাম আরো পাম্পিং করবে এবং তার পূর্বের অবস্থানে ফিরে যেতে পারে।
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Cinno3 on April 08, 2022, 05:44:30 AM
TRX অনেক ভালো একটি মুদ্রা। বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেকটা জায়গা দখল করে নিয়েছে এই কয়েনটি। বর্তমানে মার্কেটের অবস্থা খারাপ হওয়ার কারণে এই কয়েনের দাম ডাম্পিং রয়েছে। কিন্তু মানুষের কাছে এই কয়েন এর প্রতি ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। মানুষের কাছে বর্তমানে এই কয়েনে বিনিয়োগ করতে আগ্রহী বেশি রয়েছে। ভবিষ্যতে এই কয়েনের দাম ব্যাপক বৃদ্ধি পাবে।
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Fulshai on June 29, 2022, 05:28:21 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে TRX কয়েনর অনেক জনপ্রিয়তা রয়েছে। গত তিন বছর আগে এই কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বর্তমানে TRX কয়েনের দাম পাম্পিং করেছে। গত তিন বছর আগে TRX কয়েনের দাম ছিল ০.৩০$ । বর্তমানে TRX কয়েনের দাম অনেকটাই কম। কিন্তু অচিরেই আবার TRX কয়েনের দাম আগের অবস্থানে পৌঁছাবে। কারণ বর্তমানে এই কয়েনের উপর অনেকেই বিনিয়োগ করছে। তাই আশা করি ভবিষ্যতে এই কয়েন অনেক উন্নত পর্যায়ে নিয়ে যাবে।
Title: Re: TRX কি আবারো ৩ বছর আগের অবস্থানে যাচ্ছে?
Post by: Centus on September 03, 2022, 04:12:30 PM
TRX কয়েন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত করোনার আগে এই কয়েনের দাম ভালোই ছিল। কিন্তু বর্তমানে মার্কেটের পরিস্থিতি খারাপ হওয়া এই কয়েনের দাম ব্যাপকভাবে ডাম্পিং করেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রায় সব কয়েনের দামি অনেক খারাপ অবস্থা রয়েছে। কিন্তু মার্কেটের অবস্থা বেশিদিন খারাপ থাকবে না বলে আমি মনে করি। হয়তো ২০২৩ সালের শেষের দিকে মার্কেটের অবস্থা ভালো হতে পারে, সেই সাথে সাথে এই কয়েনের দামও অনেক ভালো হতে পারে।