না ভাই এখন অভ্যাস হয়ে গেছে যখন দেখি অতিরিক্ত ব্যস্ততার জন্য নিজের ফ্যামিলির লোকেরাই ব্যস্ততা দেখা তখন বন্ধুরা তো অনেক দূরে। এভাবে প্রবাসীরা নিজেদেরকে সেট করে নিয়েছে। আল্লাহ প্রবাসীদের অন্তরে এক প্রকারের ধৈর্যের প্রলেপ লাগিয়ে দিয়েছেন। এখন আমরা নিজে নিজে সময় কাটাতে অভ্যাস করে নিয়েছি। তবে নিজের এলাকার পোলাপাইনের অনলাইনে দেখা মাত্র মনের ভিতর কেমন যেন অস্থির হয়ে ওঠে, এজন্য সেই হারিয়ে যাওয়া দিনগুলি মত একটু আড্ডা দিতে চায়।
কাজের পরে যে ফ্রি সময় টা পান, সেই সময়টা ফ্যামিলির লোকদেরকে দেয়ার চেষ্টা করেন। বন্ধুদের খোজ খবর নেয়ার চেষ্টা করেন। কিন্তু যদি দেখেন কেউ আপনাকে ইগনোর করছে, তাহলে তার খোজ খবর নিতে যাইয়েন না। আপনি যাদের বন্ধু মনে করেন, তারা আপনাকে বন্ধু মনে নাও করতে পারে। আপনি যাদের খোজ নেয়ার জন্য পাগল, সে যদি আপনার প্রতি টান অনুভব না করে, তাহলে আপনি তার কাছে বিরক্তিকর হয়ে যাবেন।
তার চাইতে ভালো, ফ্রি সময়ে সোশ্যাল মিডিয়া বা ফোরামে দেয়ার চেষ্টা করবেন। দুই টাকা ইনকাম করার ধান্দা করেন, এতে করে আপনার লাভ হবে। আপনাকে ইগনোর করা লোকেরা যখন দেখবে আপনি নিজেই তাদের ইগনোর করছেন, তখন তারা নিজে থেকেই আপনার খোজ নিবে।