Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: TokenPocketFan on July 16, 2020, 01:48:25 PM

Title: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: TokenPocketFan on July 16, 2020, 01:48:25 PM
এই আর্টিকেলের মাধ্যমে, আমরা কথা বলবো এটি ইথেরিয়াম এর একটি ভাইরাল টুল সম্পর্কে --Uniswap-- কেনো এটি এতো জনপ্রিয় এবং টোকেন পকেটে ইউনিসোয়াপ কেনো ইউনিক? যদি আমি বলি যে ইউনিসোয়াপ ভার্সন ২ এখন অনলাইনে এবং আপনি একটি ট্যাপ এর মাধ্যমে এটিকে সুইচ করতে পারবেন।

Uniswap কি?

Uniswap হচ্ছে একটি ইথেরিয়াম ব্লকচেইনের এক্সচেন্জ. এটি টোকেনের ফ্লাশ সোয়াপ সাপোর্ট করে।

কি Uniswap কে ব্যতিক্রম বানিয়েছে?

Uniswap এর চারটি বৈশিষ্ট্য আছে :

ব্যবহার সহজ
গ্যাস ফি কম এবং স্বাভাবিক
সেন্সরশিপ রেসিস্ট্যান্ট
জিরো রেন্ট এক্সট্রাকশন
এখানে দেখুন কিভাবে Uniswap ব্যবহার করবেন টোকেনপকেটে :
ডিসকভার পেইজের সার্চ বক্সে Uniswap লিখে সার্চ করুন। ইউনিসোয়াপের রয়েছে তিনটি ফাংশন : সোয়াপ, সেন্ড এবং পুল।
সোয়াপ

ইউজার রা ভার্সন ১ থেকে ২ তে সুইচ করতে পারবে একটি ট্যাপে। এখান থেকে টোকেন সোয়াপ করুন এবং স্বাভাবিক গ্যাস ফি দিতে ভুলবেন না

সেন্ড

এখানে থেকে ইউজার রা শুধু মাত্র ট্রান্সফার না সোয়াপ ও করতে পারবে। ইনপুট করুন ইথেরিয়াম এমাউন্ট যা আপনি সেন্ড করতে চান অথবা সিলেক্ট করুন ইনপুট ম্যাক্স তাহলে ট্রান্সজেকশন ফি এর জন্য টোকেন বাকি রেখে সিস্টেম অটোমেটিক ম্যাক্সিমাম এমাউন্ট সিলেক্ট করবে। এবং কনফার্ম করুন আপনার এড্রেস টি সঠিক আছে কিনা এবং ট্রান্সফার টি কমপ্লিট করুন সেন্ড এ ক্লিক করে।

পুল

[Join a Pool] এ ট্যাপ করুন এবং সিলেক্ট করুন DAI/ETH সোয়াপ পেয়ার উদাহরন হিসেবে, টোকেনের লিকুইডিটি বাড়াতে হলে।

এক কথায়, Uniswap হচ্ছে একটি সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস, যেটি নিউ ইনভেস্টরদের জন্য সহজ। জনপ্রিয় Comp মাইনিং ও ইউনিসোয়াপ সাপোর্ট করে, যেখানে ইউজার রা ETH থেকে DAI তে সোয়াপ করতে পারবে এবং Comp মাইনিং এ জয়েন করতে পারবেন।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Em00n01 on August 02, 2020, 07:53:20 PM
আমিও বিস্তারিত জানার জন্য ঘাটাঘাটি করছি। তবে আপনার পোস্ট হেল্পফুল মনে হয়নি। অনেক সংক্ষেপে অনেক কথা এড়িয়ে গেছেন। আরেকটু বিস্তারিত বললে ভালো হতো। আমি প্রাথমিক ভাবে যা জানি এখানে সেটাও ক্লিয়ার না। কিছু ছবি ও সংযুক্ত করতে পারতেন।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Nostoman on August 02, 2020, 08:10:29 PM
আমিও বিস্তারিত জানার জন্য ঘাটাঘাটি করছি। তবে আপনার পোস্ট হেল্পফুল মনে হয়নি। অনেক সংক্ষেপে অনেক কথা এড়িয়ে গেছেন। আরেকটু বিস্তারিত বললে ভালো হতো। আমি প্রাথমিক ভাবে যা জানি এখানে সেটাও ক্লিয়ার না। কিছু ছবি ও সংযুক্ত করতে পারতেন।
আরও অনেক কিছু সংযোজন করার আছে। কিন্তু এই পোস্ট এডিট করে নয়। এই টপিকয়ে নতুন পোস্ট করতে পারে সে। পোস্ট যেন spam না হয়। তবে কপি/পোস্ট করা উচিত না। 
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Review Master on August 03, 2020, 04:08:03 PM

গ্যাস ফি কম এবং স্বাভাবিক

ধন্যবাদ, সাধারণ একটি বর্ণনা দেয়ার জন্য। আপনার কিছু কিছু জায়গায় তথ্য পুরোপুরি দেয়া নেই । তবে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইথিরিয়ামের গ্যাস ফি এবং আপনি যেটি বলছেন , আমার যতটা জানা আছে এবং সকল সোর্স অনুযায়ী সঠিক নয় বলা যায় ( যদি কোনো সোর্স দেন , খূব খুশি হব)। গ্যাস ফি ইথিরিয়ামের ব্লকচেইন অনুযায়ী হয় এবং কখনোই কম না। শুধুমাত্র সোয়াপ করার সময় কোনো গ্যাস লাগে না, এটি বলতে পারেন। এটি বলার কারণ হলো, আমি একটি টোকেন পুলে যোগদান করছি এবং পুল থেকে বের হতে ধরলে উচ্চ গ্যাস ফি দিতে লাগতেছে, যেটি ইথিরিয়ামের গ্যাস ফি এর সাথে মতো একই।  ;)
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Em00n01 on August 03, 2020, 04:55:33 PM
আরও অনেক কিছু সংযোজন করার আছে। কিন্তু এই পোস্ট এডিট করে নয়। এই টপিকয়ে নতুন পোস্ট করতে পারে সে। পোস্ট যেন spam না হয়। তবে কপি/পোস্ট করা উচিত না।

তা ঠিক। তবে উনি পর্ব অনুসারে নাম্বারিং করলে ভালো হতো। তাহলে কেউ সিরিয়ালি পড়তে কষ্ট হতোনা।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Rain075 on August 07, 2020, 06:36:42 AM
আমি এই Uniswap সম্পর্কের ঠিক ভালোমতো বুঝতে পারে না। তবে আপনারা যদি ভালো পরামর্শ দেন তবে আমি কিছু জানতে পারবো। আমি আপনাদের সাহায্য কামনা করছি।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Fawpac2 on August 07, 2020, 08:37:26 AM
এই আর্টিকেলের মাধ্যমে, আমরা কথা বলবো এটি ইথেরিয়াম এর একটি ভাইরাল টুল সম্পর্কে --Uniswap-- কেনো এটি এতো জনপ্রিয় এবং টোকেন পকেটে ইউনিসোয়াপ কেনো ইউনিক? যদি আমি বলি যে ইউনিসোয়াপ ভার্সন ২ এখন অনলাইনে এবং আপনি একটি ট্যাপ এর মাধ্যমে এটিকে সুইচ করতে পারবেন।

Uniswap কি?

Uniswap হচ্ছে একটি ইথেরিয়াম ব্লকচেইনের এক্সচেন্জ. এটি টোকেনের ফ্লাশ সোয়াপ সাপোর্ট করে।

কি Uniswap কে ব্যতিক্রম বানিয়েছে?

Uniswap এর চারটি বৈশিষ্ট্য আছে :

ব্যবহার সহজ
গ্যাস ফি কম এবং স্বাভাবিক
সেন্সরশিপ রেসিস্ট্যান্ট
জিরো রেন্ট এক্সট্রাকশন
এখানে দেখুন কিভাবে Uniswap ব্যবহার করবেন টোকেনপকেটে :
ডিসকভার পেইজের সার্চ বক্সে Uniswap লিখে সার্চ করুন। ইউনিসোয়াপের রয়েছে তিনটি ফাংশন : সোয়াপ, সেন্ড এবং পুল।
সোয়াপ

ইউজার রা ভার্সন ১ থেকে ২ তে সুইচ করতে পারবে একটি ট্যাপে। এখান থেকে টোকেন সোয়াপ করুন এবং স্বাভাবিক গ্যাস ফি দিতে ভুলবেন না

সেন্ড

এখানে থেকে ইউজার রা শুধু মাত্র ট্রান্সফার না সোয়াপ ও করতে পারবে। ইনপুট করুন ইথেরিয়াম এমাউন্ট যা আপনি সেন্ড করতে চান অথবা সিলেক্ট করুন ইনপুট ম্যাক্স তাহলে ট্রান্সজেকশন ফি এর জন্য টোকেন বাকি রেখে সিস্টেম অটোমেটিক ম্যাক্সিমাম এমাউন্ট সিলেক্ট করবে। এবং কনফার্ম করুন আপনার এড্রেস টি সঠিক আছে কিনা এবং ট্রান্সফার টি কমপ্লিট করুন সেন্ড এ ক্লিক করে।

পুল

[Join a Pool] এ ট্যাপ করুন এবং সিলেক্ট করুন DAI/ETH সোয়াপ পেয়ার উদাহরন হিসেবে, টোকেনের লিকুইডিটি বাড়াতে হলে।

এক কথায়, Uniswap হচ্ছে একটি সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস, যেটি নিউ ইনভেস্টরদের জন্য সহজ। জনপ্রিয় Comp মাইনিং ও ইউনিসোয়াপ সাপোর্ট করে, যেখানে ইউজার রা ETH থেকে DAI তে সোয়াপ করতে পারবে এবং Comp মাইনিং এ জয়েন করতে পারবেন।

Uniswap সম্পর্কে কোন তথ্য জানতাম না আপনাদের তথ্যগুলো পড়ে অভিজ্ঞতা অর্জন হয়েছে।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: XM8 on December 11, 2020, 01:36:38 PM
এ বিষয়ে আমার কোন ধারণা ছিল না এ বিষয়টা জানার জন্য আমি অনেক ঘাটাঘাটি করেছি আপনার এই পোস্টটি পড়ে এ বিষয়ে কিছু জানতে পারলাম কিন্তু আমার মনে হয় আপনি পোস্টটি সংক্ষেপে শেষ করেছেন আরও অনেক তথ্য এখানে যেতে আপনি মিস করে গেছেন। তবুও ধন্যবাদ আপনাকে। কিছু শিখলাম পোস্টের মাধ্যমে।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Irfan12@ on December 11, 2020, 03:50:43 PM
খুব ভালো লাগলো ভাই আপনার এই টপিকটি পড়ে তবে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যদি কোনো সিনিয়র ভাই এ সম্পর্কে ভাল জানেন তাহলে আমাকে অবশ্যই রিপ্লাই দিয়ে উপকার করবেন কেননা আপনাদের ছোট্ট একটা রিপ্লাই থেকে আমরা অনেক উপকৃত হই Uniswap এ টোকেন এক্সচেঞ্জ মোবাইল থেকে করা যায় না কি করা যায় না আমি অনেকবার মোবাইল ফোন থেকে এক্সচেঞ্জ করার চেষ্টা করেছি কিন্তু একটা ওটিপি কোড আসার কথা সেটা আসে না এটার কারণ কি পরে আমি ডেক্সটপ থেকে এক্সচেঞ্জ করে নিয়েছি
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Heron on December 11, 2020, 04:41:45 PM
খুব ভালো লাগলো ভাই আপনার এই টপিকটি পড়ে তবে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যদি কোনো সিনিয়র ভাই এ সম্পর্কে ভাল জানেন তাহলে আমাকে অবশ্যই রিপ্লাই দিয়ে উপকার করবেন কেননা আপনাদের ছোট্ট একটা রিপ্লাই থেকে আমরা অনেক উপকৃত হই Uniswap এ টোকেন এক্সচেঞ্জ মোবাইল থেকে করা যায় না কি করা যায় না আমি অনেকবার মোবাইল ফোন থেকে এক্সচেঞ্জ করার চেষ্টা করেছি কিন্তু একটা ওটিপি কোড আসার কথা সেটা আসে না এটার কারণ কি পরে আমি ডেক্সটপ থেকে এক্সচেঞ্জ করে নিয়েছি
আপনি আপনার ফোনটা ডেক্সটপ মোড করে নিতে পারতেন। অনেক সময় দেখা যায় কিছু কিছু সাইটে একাউন্ট করতে গেলে তখনো ডেক্সটপ মোড না করলে একাউন্ট হয় না অথবা ইমেইল ভেরিফিকেশন কোড আসে না এজন্য আপনার ফোনটি আপনি ডেক্সটপ মোড করে নিতে পারতেন। আমার জানামতে মোবাইল থেকেও করে নেয়া সম্ভব।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: sky20 on December 11, 2020, 06:40:11 PM
আমি মনে করি ভাল মন্দ যাই হোক কিছুটা হলেও যারা নতুন আছে ঘাটাঘাটি করছে এই বিষয়ে অবশ্যই তাদের অনেকটাই জ্ঞান লাভ হবে। আমি চাই আপনি যে বিষয়গুলো বাদ আছে সেগুলো পরবির্ত কোন পোস্টে সংযোজন করতে পারেন বা বিস্তারিত আলোচনা করতে পারেন। সর্বপরী আমার মনে হয় পোস্ট টি ভালই হয়েছে।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Perfect540 on December 11, 2020, 11:08:53 PM
বর্তমানে Uniswap সম্পর্কে সবার ধারণা রয়েছে। অনেকগুলি dex এরমধ্যে ইউনিসেফ অনেক বেশি উন্নত। বর্তমানে অনেক বেশি জনপ্রিয়। তাই বেশিরভাগ লোকেদের এই সম্পর্কে অজানা নয়।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Magepai on December 12, 2020, 12:00:29 AM
UNISwap সম্পর্কে অনেক তথ্যবহুল একটি পোস্ট হয়েছে এটি সম্পর্কে আমার ভাল ধারনা পেলাম। তো আপনার পোস্টে কিছু বাকি রয়েছে অনেক বিষয়গুলি আপনি দয়া করে পরবর্তী পোস্টের সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করবেন।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Casual on December 12, 2020, 07:05:58 AM
আমি মনে করি UNISwap সম্পর্ক প্রায় ইউজারদের ধারণা রয়েছে। কিন্তু আপনি যে পোস্টটি করেছেন এটি সম্পর্কে কিছু তথ্য বাকি রয়ে গেছে। পরবর্তী পোস্টটি সম্পুর্ণ বিষয়গুলো উল্লেখ করে দিবেন।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Markuri33 on December 12, 2020, 11:33:54 PM
UNISwap সম্পর্কে আমার খুবই কম ধারণা ছিল। আপনার এই পোস্টটি পড়ার পর ইউনিসেফ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটি সম্পর্কে অনেক ভালোভাবে সবকিছুর লক করার জন্য UNISwap সম্পর্কে।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Laxmi Sharma on December 13, 2020, 10:42:53 AM
এই আর্টিকেলের মাধ্যমে, আমরা কথা বলবো এটি ইথেরিয়াম এর একটি ভাইরাল টুল সম্পর্কে --Uniswap-- কেনো এটি এতো জনপ্রিয় এবং টোকেন পকেটে ইউনিসোয়াপ কেনো ইউনিক? যদি আমি বলি যে ইউনিসোয়াপ ভার্সন ২ এখন অনলাইনে এবং আপনি একটি ট্যাপ এর মাধ্যমে এটিকে সুইচ করতে পারবেন।

Uniswap কি?

Uniswap হচ্ছে একটি ইথেরিয়াম ব্লকচেইনের এক্সচেন্জ. এটি টোকেনের ফ্লাশ সোয়াপ সাপোর্ট করে।

কি Uniswap কে ব্যতিক্রম বানিয়েছে?

Uniswap এর চারটি বৈশিষ্ট্য আছে :

ব্যবহার সহজ
গ্যাস ফি কম এবং স্বাভাবিক
সেন্সরশিপ রেসিস্ট্যান্ট
জিরো রেন্ট এক্সট্রাকশন
এখানে দেখুন কিভাবে Uniswap ব্যবহার করবেন টোকেনপকেটে :
ডিসকভার পেইজের সার্চ বক্সে Uniswap লিখে সার্চ করুন। ইউনিসোয়াপের রয়েছে তিনটি ফাংশন : সোয়াপ, সেন্ড এবং পুল।
সোয়াপ

ইউজার রা ভার্সন ১ থেকে ২ তে সুইচ করতে পারবে একটি ট্যাপে। এখান থেকে টোকেন সোয়াপ করুন এবং স্বাভাবিক গ্যাস ফি দিতে ভুলবেন না

সেন্ড

এখানে থেকে ইউজার রা শুধু মাত্র ট্রান্সফার না সোয়াপ ও করতে পারবে। ইনপুট করুন ইথেরিয়াম এমাউন্ট যা আপনি সেন্ড করতে চান অথবা সিলেক্ট করুন ইনপুট ম্যাক্স তাহলে ট্রান্সজেকশন ফি এর জন্য টোকেন বাকি রেখে সিস্টেম অটোমেটিক ম্যাক্সিমাম এমাউন্ট সিলেক্ট করবে। এবং কনফার্ম করুন আপনার এড্রেস টি সঠিক আছে কিনা এবং ট্রান্সফার টি কমপ্লিট করুন সেন্ড এ ক্লিক করে।

পুল

[Join a Pool] এ ট্যাপ করুন এবং সিলেক্ট করুন DAI/ETH সোয়াপ পেয়ার উদাহরন হিসেবে, টোকেনের লিকুইডিটি বাড়াতে হলে।

এক কথায়, Uniswap হচ্ছে একটি সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস, যেটি নিউ ইনভেস্টরদের জন্য সহজ। জনপ্রিয় Comp মাইনিং ও ইউনিসোয়াপ সাপোর্ট করে, যেখানে ইউজার রা ETH থেকে DAI তে সোয়াপ করতে পারবে এবং Comp মাইনিং এ জয়েন করতে পারবেন।
Uniswap সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিল না। এ সম্পর্কে জানার খুব আগ্রহ ছিল। আপনার পোস্ট থেকে মোটামুটি ভাল ধারণা অর্জন করতে পারলাম এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি নতুনদের জন্য এরকম তথ্যবহুল পোস্ট করতে থাকবেন যাতে নতুন তো অনেক কিছু শিখতে পারে।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Jaya60 on December 19, 2020, 10:46:37 PM
UNISwap সম্পর্কে কিন্তু দেখা যায় অনেক সিনিয়র মেম্বার হয়েও বেশি জানে না। আপনি আসলে অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন UNISwap সম্পর্কে। আপনাকে অনেক ধন্যবাদ ব্রো এ ধরনের পোস্ট তুলে ধরার জন্য।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Irfan12@ on December 21, 2020, 11:18:14 AM
সত্যি বলতে কি ভাই আমি একজন নতুন ইউজার হওয়ায় Uniswap সম্পর্কে কোন ধারণা ছিল না তবে আমি আপনার টপিকটি খুব মনোযোগ সহকারে পড়লাম এবং এ সম্পর্কে অনেক ধারণা পেলাম আসলেই আপনি অনেক তথ্য এখানে দিয়েছেন সেই তথ্যগুলো থেকে আমরা বা আমার মত যারা Uniswap সম্পর্কে জানেনা তারা সহজেই এখান থেকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান টপিকের জন্য
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: sky20 on December 21, 2020, 06:59:22 PM
এই আর্টিকেলের মাধ্যমে, আমরা কথা বলবো এটি ইথেরিয়াম এর একটি ভাইরাল টুল সম্পর্কে --Uniswap-- কেনো এটি এতো জনপ্রিয় এবং টোকেন পকেটে ইউনিসোয়াপ কেনো ইউনিক? যদি আমি বলি যে ইউনিসোয়াপ ভার্সন ২ এখন অনলাইনে এবং আপনি একটি ট্যাপ এর মাধ্যমে এটিকে সুইচ করতে পারবেন।

Uniswap কি?

Uniswap হচ্ছে একটি ইথেরিয়াম ব্লকচেইনের এক্সচেন্জ. এটি টোকেনের ফ্লাশ সোয়াপ সাপোর্ট করে।

কি Uniswap কে ব্যতিক্রম বানিয়েছে?

Uniswap এর চারটি বৈশিষ্ট্য আছে :

ব্যবহার সহজ
গ্যাস ফি কম এবং স্বাভাবিক
সেন্সরশিপ রেসিস্ট্যান্ট
জিরো রেন্ট এক্সট্রাকশন
এখানে দেখুন কিভাবে Uniswap ব্যবহার করবেন টোকেনপকেটে :
ডিসকভার পেইজের সার্চ বক্সে Uniswap লিখে সার্চ করুন। ইউনিসোয়াপের রয়েছে তিনটি ফাংশন : সোয়াপ, সেন্ড এবং পুল।
সোয়াপ

ইউজার রা ভার্সন ১ থেকে ২ তে সুইচ করতে পারবে একটি ট্যাপে। এখান থেকে টোকেন সোয়াপ করুন এবং স্বাভাবিক গ্যাস ফি দিতে ভুলবেন না

সেন্ড

এখানে থেকে ইউজার রা শুধু মাত্র ট্রান্সফার না সোয়াপ ও করতে পারবে। ইনপুট করুন ইথেরিয়াম এমাউন্ট যা আপনি সেন্ড করতে চান অথবা সিলেক্ট করুন ইনপুট ম্যাক্স তাহলে ট্রান্সজেকশন ফি এর জন্য টোকেন বাকি রেখে সিস্টেম অটোমেটিক ম্যাক্সিমাম এমাউন্ট সিলেক্ট করবে। এবং কনফার্ম করুন আপনার এড্রেস টি সঠিক আছে কিনা এবং ট্রান্সফার টি কমপ্লিট করুন সেন্ড এ ক্লিক করে।

পুল

[Join a Pool] এ ট্যাপ করুন এবং সিলেক্ট করুন DAI/ETH সোয়াপ পেয়ার উদাহরন হিসেবে, টোকেনের লিকুইডিটি বাড়াতে হলে।

এক কথায়, Uniswap হচ্ছে একটি সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস, যেটি নিউ ইনভেস্টরদের জন্য সহজ। জনপ্রিয় Comp মাইনিং ও ইউনিসোয়াপ সাপোর্ট করে, যেখানে ইউজার রা ETH থেকে DAI তে সোয়াপ করতে পারবে এবং Comp মাইনিং এ জয়েন করতে পারবেন।
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি একচেঞ্জ হচ্ছে ইউনিসোায়াপ। এটি ক্রিপ্টোদুনিয়াতে ব্যাপক সারা ফেলেছে। বর্তমান সময়ে এর কোন প্রতিদন্ধি নেই বললেই চলে। তবে এর ম্যধ্যমে ইউজাররা অনেক সুবিধা গ্রহন করছে। আপনি এখানে যা যা বলেছেন বিশেষ করে টুল গুলোর সম্পর্কে তা খুবই ইফেটিব এবং সেই সাথে বলতে হবে যে এখানে টেুড করা খুবই সহজ এবং রিলায়েবল।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Tunir Baap on December 22, 2020, 04:02:48 PM
পোস্ট এর বিভিন্ন টফিক আমি ভালোভাবে পরলাম কিন্তু আমি পোষ্টের মূল টপিক সম্পর্কে খুব একটা ভালোভাবে জানতে পারলাম না। আমার মনে হয় আপনাকে পোস্ট করার সময় পোস্ট এর মান কেমন হচ্ছে সেদিকে লক্ষ্য করা উচিত ছিল। কেননা হয়তো আপনি পোস্টটি বেশি তথ্যবহুল করতে গিয়ে পোস্ট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক হারিয়ে ফেলেছেন। আশা করি পরবর্তীতে সুন্দরভাবে গুছিয়ে আপনি টপিকঃ তৈরি করবেন।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Mahindra on December 29, 2020, 05:38:06 PM
UniSwap কি এটা আমরা সকলেই হয়তো জানি আবার কেউ কেউ জানিনা এটি হলো একটি ক্রিপ্টোকারেন্সি এর জনপ্রিয় এক্সচেঞ্জার আমি শুধু এতোটুকুই জানি যে UniSwap একটি বড় এক্সচেঞ্জার কিন্তু ভাই আপনি এই সম্পর্কে সকল তথ্য এ টপিকটিতে তুলে ধরেছেন আপনার এই গুরুত্বপূর্ণ টপিকটি পড়ে অনেক কিছু জানতে ও শিখতে পারলাম তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Laxmi Sharma on December 29, 2020, 05:47:02 PM
এই আর্টিকেলের মাধ্যমে, আমরা কথা বলবো এটি ইথেরিয়াম এর একটি ভাইরাল টুল সম্পর্কে --Uniswap-- কেনো এটি এতো জনপ্রিয় এবং টোকেন পকেটে ইউনিসোয়াপ কেনো ইউনিক? যদি আমি বলি যে ইউনিসোয়াপ ভার্সন ২ এখন অনলাইনে এবং আপনি একটি ট্যাপ এর মাধ্যমে এটিকে সুইচ করতে পারবেন।

Uniswap কি?

Uniswap হচ্ছে একটি ইথেরিয়াম ব্লকচেইনের এক্সচেন্জ. এটি টোকেনের ফ্লাশ সোয়াপ সাপোর্ট করে।

কি Uniswap কে ব্যতিক্রম বানিয়েছে?

Uniswap এর চারটি বৈশিষ্ট্য আছে :

ব্যবহার সহজ
গ্যাস ফি কম এবং স্বাভাবিক
সেন্সরশিপ রেসিস্ট্যান্ট
জিরো রেন্ট এক্সট্রাকশন
এখানে দেখুন কিভাবে Uniswap ব্যবহার করবেন টোকেনপকেটে :
ডিসকভার পেইজের সার্চ বক্সে Uniswap লিখে সার্চ করুন। ইউনিসোয়াপের রয়েছে তিনটি ফাংশন : সোয়াপ, সেন্ড এবং পুল।
সোয়াপ

ইউজার রা ভার্সন ১ থেকে ২ তে সুইচ করতে পারবে একটি ট্যাপে। এখান থেকে টোকেন সোয়াপ করুন এবং স্বাভাবিক গ্যাস ফি দিতে ভুলবেন না

সেন্ড

এখানে থেকে ইউজার রা শুধু মাত্র ট্রান্সফার না সোয়াপ ও করতে পারবে। ইনপুট করুন ইথেরিয়াম এমাউন্ট যা আপনি সেন্ড করতে চান অথবা সিলেক্ট করুন ইনপুট ম্যাক্স তাহলে ট্রান্সজেকশন ফি এর জন্য টোকেন বাকি রেখে সিস্টেম অটোমেটিক ম্যাক্সিমাম এমাউন্ট সিলেক্ট করবে। এবং কনফার্ম করুন আপনার এড্রেস টি সঠিক আছে কিনা এবং ট্রান্সফার টি কমপ্লিট করুন সেন্ড এ ক্লিক করে।

পুল

[Join a Pool] এ ট্যাপ করুন এবং সিলেক্ট করুন DAI/ETH সোয়াপ পেয়ার উদাহরন হিসেবে, টোকেনের লিকুইডিটি বাড়াতে হলে।

এক কথায়, Uniswap হচ্ছে একটি সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস, যেটি নিউ ইনভেস্টরদের জন্য সহজ। জনপ্রিয় Comp মাইনিং ও ইউনিসোয়াপ সাপোর্ট করে, যেখানে ইউজার রা ETH থেকে DAI তে সোয়াপ করতে পারবে এবং Comp মাইনিং এ জয়েন করতে পারবেন।
ভাই আপনি শিক্ষামূলক একটা টপিক তৈরি করেছেন।  এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইউনিসফ সম্পর্কে মোটামুটি ভালো ভাবে আলোচনা করেছেন।  আপনার পোস্ট থেকে এ সম্পর্কে জানতে পারলাম।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Tamsialu$$ on January 05, 2021, 12:16:05 AM
আরও অনেক কিছু সংযোজন করার আছে। কিন্তু এই পোস্ট এডিট করে নয়। এই টপিকয়ে নতুন পোস্ট করতে পারে সে। পোস্ট যেন spam না হয়। তবে কপি/পোস্ট করা উচিত না।

তা ঠিক। তবে উনি পর্ব অনুসারে নাম্বারিং করলে ভালো হতো। তাহলে কেউ সিরিয়ালি পড়তে কষ্ট হতোনা।
হ্যাঁ ঠিক বলেছেন আসলে যদি তার পর্ব অনুসারে নাম্বারিং করে দিত তাহলে সবার পক্ষে বুঝতে আরো অনেক সুবিধা হত। যেহেতু দেখতে পাচ্ছিস এই নতুন এ অবশ্যই আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। ফটো বলব সে মোটামুটি ভালই লিখেছে।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Goldlife on January 05, 2021, 01:17:10 PM
এই আর্টিকেলের মাধ্যমে, আমরা কথা বলবো এটি ইথেরিয়াম এর একটি ভাইরাল টুল সম্পর্কে --Uniswap-- কেনো এটি এতো জনপ্রিয় এবং টোকেন পকেটে ইউনিসোয়াপ কেনো ইউনিক? যদি আমি বলি যে ইউনিসোয়াপ ভার্সন ২ এখন অনলাইনে এবং আপনি একটি ট্যাপ এর মাধ্যমে এটিকে সুইচ করতে পারবেন।

Uniswap কি?

Uniswap হচ্ছে একটি ইথেরিয়াম ব্লকচেইনের এক্সচেন্জ. এটি টোকেনের ফ্লাশ সোয়াপ সাপোর্ট করে।

কি Uniswap কে ব্যতিক্রম বানিয়েছে?

Uniswap এর চারটি বৈশিষ্ট্য আছে :

ব্যবহার সহজ
গ্যাস ফি কম এবং স্বাভাবিক
সেন্সরশিপ রেসিস্ট্যান্ট
জিরো রেন্ট এক্সট্রাকশন
এখানে দেখুন কিভাবে Uniswap ব্যবহার করবেন টোকেনপকেটে :
ডিসকভার পেইজের সার্চ বক্সে Uniswap লিখে সার্চ করুন। ইউনিসোয়াপের রয়েছে তিনটি ফাংশন : সোয়াপ, সেন্ড এবং পুল।
সোয়াপ

ইউজার রা ভার্সন ১ থেকে ২ তে সুইচ করতে পারবে একটি ট্যাপে। এখান থেকে টোকেন সোয়াপ করুন এবং স্বাভাবিক গ্যাস ফি দিতে ভুলবেন না

সেন্ড

এখানে থেকে ইউজার রা শুধু মাত্র ট্রান্সফার না সোয়াপ ও করতে পারবে। ইনপুট করুন ইথেরিয়াম এমাউন্ট যা আপনি সেন্ড করতে চান অথবা সিলেক্ট করুন ইনপুট ম্যাক্স তাহলে ট্রান্সজেকশন ফি এর জন্য টোকেন বাকি রেখে সিস্টেম অটোমেটিক ম্যাক্সিমাম এমাউন্ট সিলেক্ট করবে। এবং কনফার্ম করুন আপনার এড্রেস টি সঠিক আছে কিনা এবং ট্রান্সফার টি কমপ্লিট করুন সেন্ড এ ক্লিক করে।

পুল

[Join a Pool] এ ট্যাপ করুন এবং সিলেক্ট করুন DAI/ETH সোয়াপ পেয়ার উদাহরন হিসেবে, টোকেনের লিকুইডিটি বাড়াতে হলে।

এক কথায়, Uniswap হচ্ছে একটি সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস, যেটি নিউ ইনভেস্টরদের জন্য সহজ। জনপ্রিয় Comp মাইনিং ও ইউনিসোয়াপ সাপোর্ট করে, যেখানে ইউজার রা ETH থেকে DAI তে সোয়াপ করতে পারবে এবং Comp মাইনিং এ জয়েন করতে পারবেন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
এ বিষয়ে আমার কোন ধারণা ছিল না এ বিষয়টা জানার জন্য আমি অনেক ঘাটাঘাটি করেছি আপনার এই পোস্টটি পড়ে এ বিষয়ে কিছু জানতে পারলাম কিন্তু আমার মনে হয় আপনি পোস্টটি সংক্ষেপে শেষ করেছেন আরও অনেক তথ্য এখানে যেতে আপনি মিস করে গেছেন। তবুও ধন্যবাদ আপনাকে। কিছু শিখলাম পোস্টের মাধ্যমে।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Lutera94 on January 05, 2021, 01:24:14 PM
Uniswap অন্যান্য এক্সচেঞ্জ থেকে একটু আলাদা এখানে একাউন্ট না করেই কাজ করা যায়। আপনার পোষ্টের মাধ্যমে বেসিক সম্পর্কে অনেকেই জানতে পারবে। বিস্তারিত জানতে পারলে আরো ভালো লাগতো। বর্তমানে ইউনিশাপ অন্যান্য এক্সচেঞ্জ এর তুলনায়  অনেক বেশী পপুলার।
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Alvida on January 25, 2021, 11:11:50 AM
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এই পোস্টটি করার জন্য কারণ আমি নতুন ইউজার তাই ইউনিসেফ সম্পর্কে যা যা জানা দরকার তা সবকিছু মোটামুটি একটা ধারণা পেয়েছি। এরকম পোষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আশা করি পরবর্তীতে আরো ভালো ভালো টপিক পাব
Title: Re: Uniswap সম্পর্কে যা যা জানা দরকার
Post by: Tubelight on March 18, 2021, 06:41:30 AM
ধন্যবাদ ভাই আপনাকে এই এক্সচেঞ্জ সম্পর্কে এত সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য। এই এক্সচেঞ্জ সম্পর্কে অনেকেই অনেক ধরনের মতামত করেছেন। তবে আপনার মতামত গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনি যৌক্তিক একটি পোস্ট করেছেন।