Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on September 16, 2020, 12:15:26 PM

Title: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on September 16, 2020, 12:15:26 PM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Nostoman on September 16, 2020, 12:25:41 PM
Malam90 ভাই, বিষয় গুলো সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। 
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: JISAN on September 16, 2020, 03:54:22 PM
বিষয়টি নতুনদের জন্য খুবই উপকারী। আর আগে নূন্যতম সিনিয়র মেম্বার হলে কারমা দেওয়া যেতো। কিন্তু এখন ফূল মেম্বারে দেওয়া যায় সেইটা আপনার পোস্ট থেকে জানলাম। হয়তবে এখন নতুন উপডেট করে ফূল মেম্বার র‍্যাংকে কারমা দেওয়ার উপযোগী করেছে। হেল্পফুল পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ         
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: babu10 on September 16, 2020, 03:55:43 PM
গঠনমূলক উপস্থাপনা মনে হয়েছে আমার। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার এই আলোচনা ভালো পোষ্টগুলোকে করমা দিতে যেমনি উৎসাহ যোগাবে তেমনি নতুনরাও করমার প্রতি দৃষ্টি দিবে। বিটকয়েনটক এ করমা যেমন এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় র‌্যাঙ্ক বাড়ানোর ক্ষেত্রে আগামীতে অল্টাকয়েনটক এ ও হয়ে উঠবে। তাই সবার +কর্মা পাবার ব্যাপারে দৃষ্টি দেয়া উচিত।

ধন্যবাদ.
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on September 16, 2020, 03:59:21 PM
বিষয়টি নতুনদের জন্য খুবই উপকারী। আর আগে নূন্যতম সিনিয়র মেম্বার হলে কারমা দেওয়া যেতো। কিন্তু এখন ফূল মেম্বারে দেওয়া যায় সেইটা আপনার পোস্ট থেকে জানলাম। হয়তবে এখন নতুন উপডেট করে ফূল মেম্বার র‍্যাংকে কারমা দেওয়ার উপযোগী করেছে। হেল্পফুল পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ       

প্রথম দিকে ফুল মেম্বার র‌্যাংক থেকে চালু ছিলো পরে গত বছর খানেক সিনিয়র মেম্বার র‌্যাংক থেকে চালু করেন এবং বর্তমানে ফুল মেম্বার র‌্যাংক থেকে আবার চালু হয়েছে। সবাই একটিভ থাকবেন, নিয়মিত পোস্ট কমেন্ট করবেন, বাংলা বোর্ডকে সচল রাখবেন এই প্রত্যাশা।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: JISAN on September 16, 2020, 04:04:49 PM
বিষয়টি নতুনদের জন্য খুবই উপকারী। আর আগে নূন্যতম সিনিয়র মেম্বার হলে কারমা দেওয়া যেতো। কিন্তু এখন ফূল মেম্বারে দেওয়া যায় সেইটা আপনার পোস্ট থেকে জানলাম। হয়তবে এখন নতুন উপডেট করে ফূল মেম্বার র‍্যাংকে কারমা দেওয়ার উপযোগী করেছে। হেল্পফুল পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ       

প্রথম দিকে ফুল মেম্বার র‌্যাংক থেকে চালু ছিলো পরে গত বছর খানেক সিনিয়র মেম্বার র‌্যাংক থেকে চালু করেন এবং বর্তমানে ফুল মেম্বার র‌্যাংক থেকে আবার চালু হয়েছে। সবাই একটিভ থাকবেন, নিয়মিত পোস্ট কমেন্ট করবেন, বাংলা বোর্ডকে সচল রাখবেন এই প্রত্যাশা।
ও আচ্ছা, আমি দেখেছিলাম সিনিয়র  মেম্বার পর্যন্ত। এখন জানলাম ফূল মেম্বার এ চালু হইছে। আগে ফূল মেম্বারে ছিলো কি না তা জানা ছিলো না   
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on September 16, 2020, 04:18:00 PM
গঠনমূলক উপস্থাপনা মনে হয়েছে আমার। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার এই আলোচনা ভালো পোষ্টগুলোকে করমা দিতে যেমনি উৎসাহ যোগাবে তেমনি নতুনরাও করমার প্রতি দৃষ্টি দিবে। বিটকয়েনটক এ করমা যেমন এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় র‌্যাঙ্ক বাড়ানোর ক্ষেত্রে আগামীতে অল্টাকয়েনটক এ ও হয়ে উঠবে। তাই সবার +কর্মা পাবার ব্যাপারে দৃষ্টি দেয়া উচিত।

ধন্যবাদ.

সুুচিন্তিত মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ। আমিও একমত যে বিটকয়েনটকের মত এই ফোরামেও অদূর ভবিষ্যতে কারমা একটা বড় ফ্যাক্টর হবে র‌্যাংক বাড়ানোর জন্য। তাই সকলের কোয়ালিটি পোস্ট করা দরকার যাতে কারমা পাওয়া যায়।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Bony11 on September 16, 2020, 04:24:15 PM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।
malam90, ভাই আপনার পোষ্টটা পড়ে আমরা যারা নতুন আছি আমাদের অনেক বড় উপকার হয়েছে বলে আমি মনে করি।কারণ এর আগে আমি নিজেও জানতাম না কাকে কারমা দিতে হয়,কেন কামরা দিব,কেমনে কারমা দিতে হয়।আমি শুধু জানতাম কারমা দু-ধরনের যথা:১.positive (+) কারমা ২.Negative (-) কারমা।কিন্তু কি কি কারণে positive কারমা দিতে হবে  এবং কি কি কারণে negative কারমা দিতে হবে সেটা জানতাম। আপনি সেটা অনেক ভালো ভাবে বুঝিয়ে দিয়েছেন।এবং কাকে কামরা দেব ও কেমনে দিব সেটাও আপনি সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছন। আপনে যে ভাবে উপস্থাপন করেছেন সেটা পড়ে না বুঝার কোন কারণ আমি খুজেঁ পাই না। এত সুন্দর ভাবে উপস্থাপন করে বুঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।আমি আশা করি, আপনারা যারা সিনিয়র ভাই আছেন, তারা ভবিষ্যৎ এই ভাবে সুন্দর ভাবে সকল বিষয়গুলো আমাদের বুঝাবেন যাতে আমরা নতুনরা আরো ভালোভাবে বুঝতে পারি এবং আপনাদের মতো আমরাও যেন ভবিষ্যৎ সকল বিষয়গুলো উপস্থাপন করতে পারি।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on September 16, 2020, 04:33:49 PM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।
malam90, ভাই আপনার পোষ্টটা পড়ে আমরা যারা নতুন আছি আমাদের অনেক বড় উপকার হয়েছে বলে আমি মনে করি।কারণ এর আগে আমি নিজেও জানতাম না কাকে কারমা দিতে হয়,কেন কামরা দিব,কেমনে কারমা দিতে হয়।আমি শুধু জানতাম কারমা দু-ধরনের যথা:১.positive (+) কারমা ২.Negative (-) কারমা।কিন্তু কি কি কারণে positive কারমা দিতে হবে  এবং কি কি কারণে negative কারমা দিতে হবে সেটা জানতাম। আপনি সেটা অনেক ভালো ভাবে বুঝিয়ে দিয়েছেন।এবং কাকে কামরা দেব ও কেমনে দিব সেটাও আপনি সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছন। আপনে যে ভাবে উপস্থাপন করেছেন সেটা পড়ে না বুঝার কোন কারণ আমি খুজেঁ পাই না। এত সুন্দর ভাবে উপস্থাপন করে বুঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।আমি আশা করি, আপনারা যারা সিনিয়র ভাই আছেন, তারা ভবিষ্যৎ এই ভাবে সুন্দর ভাবে সকল বিষয়গুলো আমাদের বুঝাবেন যাতে আমরা নতুনরা আরো ভালোভাবে বুঝতে পারি এবং আপনাদের মতো আমরাও যেন ভবিষ্যৎ সকল বিষয়গুলো উপস্থাপন করতে পারি।

নিয়মিত একটিভ থাকেন, পোস্ট কমেন্ট করেন ভালো মানের এবং ১৩০ পোস্ট ও একটিভিটি হলে আপনিও ফুল মেম্বার হয়ে কারমা দেওয়ার অপশন পাবেন। সবাই জানার চেষ্টা করুন, তাহলে মজা পাবেন কাজ করে। না জানলে প্রতি পদে পদে সমস্যায় পড়তে হবে।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Monster5 on September 16, 2020, 06:13:16 PM
আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম যারা  এই ফরমের রুলস অনুযায়ী কাজ করবে তারা পজেটিভ কারমা পাবে।  আর যারা রুলস অনুসারে কাজ করবে না।  সিনিয়র ভাইদের কথা গুলোকে অমান্য করবে তাদেরকে নেগেটিভ কারমা দেওয়া হবে।           
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Rafiq on September 16, 2020, 06:52:30 PM
তথ্যবহুল পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ। কারমা দেয়ার ব্যাপারে আমার নিজেরও অস্পষ্টতা ছিল; আপনার পোস্টটি পড়ে আমার বিষয়টা ক্লীয়ার হয়েছে। আমি মনেকরি আমার মতো আরো অনেকে  বিশেষকরে এই ফোরামে যারা নতুন তারা খুব উপকৃত হবেন এবং পাশাপাশি কারমা পাবার আশায় সবাই গঠনমূলক পোস্ট করার চেষ্ঠা করবেন ও ফোরামের নিয়ম কানুন মেনে চলবেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: ttcsalam on September 18, 2020, 05:28:13 AM
অসাধারন তথ্যবহুল একটি পোষ্ট এই ফোরামে আপনার অনেক পোষ্ট পড়ে খুবই উপকৃত হয়েছি।সেটা বলে বোঝানো যাবে না। আপনার পোষ্ট গুলো আমাদের মত নতুন দের জন্য কাজ করার অনুপ্রেরনা জোগায় এবং একই সাথে অনেক অনেক উৎসাহিত করে।আপনার জন্য অনেক দোয়া এবং শুভ কামনা থাকলো ভবিষ্যৎ এ ধরনের তথ্য বহুল পোষ্ট আরও পাবো আশা রাখি।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: saprakib on September 21, 2020, 05:24:59 PM
বিষয়গুলো খুবই গুরত্বপুর্ণ। আপনার পোষ্টটি পড়ে নতুনরা অনেক কিছু
শিখতে পারবে।
+১ আমার পক্ষ থেকে।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Lutera94 on September 21, 2020, 06:42:53 PM
একটা বিষয় ক্লেয়ার হতে চাচ্ছি তা হলো কর্মা কি আনলিমিটেড দেওয়া যায় নাকি লিমিট আছে?
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Magepai on September 23, 2020, 03:43:20 AM
এই ফোরামে বেশ কিছুদিন ধরে কাজ করছি। কিন্তু আসলে কারমা কে দিতে পারবে সে সম্পর্কে কোন ধারণা ছিল না কিন্তু আপনার কাছ থেকে পুরোপুরি ধারণা পেলাম এবং বুঝতে পারলাম। ভাই কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো পজিটিভ কারমা একসাথে কয়টা দেওয়া যায় বা পজিটিভ কারমা কি আনলিমিটেড দেওয়া যায় নাকি এর দেওয়ার কিছু লিমিট আছে। প্লিজ ভাই আমাকে দয়া করে একটু বলবেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on September 23, 2020, 08:28:31 AM
এই ফোরামে বেশ কিছুদিন ধরে কাজ করছি। কিন্তু আসলে কারমা কে দিতে পারবে সে সম্পর্কে কোন ধারণা ছিল না কিন্তু আপনার কাছ থেকে পুরোপুরি ধারণা পেলাম এবং বুঝতে পারলাম। ভাই কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো পজিটিভ কারমা একসাথে কয়টা দেওয়া যায় বা পজিটিভ কারমা কি আনলিমিটেড দেওয়া যায় নাকি এর দেওয়ার কিছু লিমিট আছে। প্লিজ ভাই আমাকে দয়া করে একটু বলবেন।

আমার জানামতে পজিটিভ (+) কারমা একসাথে একজনকে মাত্র ১ টা দেওয়া যায় এবং একই ব্যক্তির ভালো অন্য পোস্ট পেলেও তাকে আপনি ১০০ ঘন্টার আগে ২য় পজিটিভ কারমা দিতে পারবেন না। কোন কিছুই আনলিমিট না, আপনি ফুল মেম্বার হলেই কি প্রতিদিন ৫০-১০০ টা করে পজিটিভ কারমা দিবেন? কখনই না। কারো ভালো কোয়ালিটি পোস্ট দেখলেই পজিটিভ কারমা দিবেন তবে সেটা গণহারে নয়। এছাড়া কারমা নিয়ে চিটিং করাও উচিৎ নয়। আপনি ইতিমধ্যে ২টি নেগেটিভ কারমা খেয়েছেন। তাই এখন থেকে ভালো কোয়ালিটি পোস্ট করেন পজিটিভ কারমা পেতে হলে নতুবা নেগেটিভ কারমা ওয়ালা আইডির কোন ভেল্যু নেই।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Nusrat on September 23, 2020, 03:20:29 PM
কারমা সাধারণত দেওয়া হয় ভাল ও মানসম্মতপোষ্টের জন্য পজেটিভ কারণে দেওয়া হয় এবং কেউ যদি স্পামিং করে তাহলে তাকে নেগেটিভ কারমা দেওয়া হয়।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Triedboy on September 23, 2020, 07:02:32 PM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।

ভাই আপনি এমন সুন্দর ভাবে উপস্থাপনা করেন আসলে সবাই বুঝতে পারবেন। আসলে ভাই আপনার পোস্ট পড়ে অনেক কিছু শেখা যায়। বিশেষ করে এই ফোরামে যারা একদমই নতুন তারা অবশ্যই আপনার পোষ্ট টি পড়ে অনেক উপকৃত হবে। কিন্তু ভাই আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন হল নেগেটিভ কারমা কয়টা পেলে আইডি বাদ যায়।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Btceth01 on September 23, 2020, 09:19:11 PM
এই সমস্ত মানুষের কারমা পাওয়ার যোগ্য যারা ভালো মানের পোস্ট করে এবং ফোরামের সবচেয়ে সৎ ব্যবহার করে। কারমা যেকোনো মানুষকে দেওয়া যায় না। একটু পজিটিভ কারমা দিতে গেলে তাদের বিভিন্ন দিক বিবেচনা করতে হয়। যেমন তাদের প্রশ্নের ধরন কেমন। ভালো মানের পোস্ট হলে তাদেরকে অবশ্যই কারমা দেওয়া যায়। আর খারাপ মানের পোস্ট হলে তাদেরকে কারমা দেওয়া যায় না। ফোরামে চিটিং করলে তাদেরকে নেগেটিভ কারমা দেওয়া হয়।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Papusha20 on September 24, 2020, 03:39:26 AM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।
হ্যাঁ স্যার রোলস মেনে কারমা দেওয়া উচিত কারন কারমা এর অপব্যবহার করা ঠিক না। কাউকে যদি কারমা দিতে হয় তবে তার পোষ্টের উপর ভিত্তি করে কারমা দেওয়া উচিত।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on September 24, 2020, 05:13:31 AM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।
হ্যাঁ স্যার রোলস মেনে কারমা দেওয়া উচিত কারন কারমা এর অপব্যবহার করা ঠিক না। কাউকে যদি কারমা দিতে হয় তবে তার পোষ্টের উপর ভিত্তি করে কারমা দেওয়া উচিত।

জি, সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আমিও কারমা দেওয়ার জন্য প্রস্তুত সবসময়। কারমা দেওয়ার মত পোস্ট পেলেই কারমা দেই। তাই সবাই ভালো মানের পোস্ট কমেন্ট করুন এমনিতেই কারমা পাবেন। স্পামিং কেউ করবেন না। তাহলে আমি না দিলেও ফোরামের অন্যকেউ ঠিকই নেগেটিভ কারমা দিবে।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Nusrat on September 24, 2020, 09:45:03 AM
ফোরামের রুলস না মানার কারণে নেগেটিভ কারমা দেয়া হবে। যদি কেউ হুবহু অপরের পোস্ট কপি করে পোস্ট করে। কেউ যদি আমার সাথে চিটিং করেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। আর কেউ যদি ফোরামের কাজ নিয়মিত করেন। এবং ফোরামের রুলস মেনে চলেন। পাশাপাশি ফোরামের গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন। তাহলে সেটা অন্যের উপকারে আসবে এতে অন্যরা উপকৃত হলে আপনি পজেটিভ কারমা পাবেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Mrkadir85 on September 24, 2020, 05:17:59 PM
মালাম ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর ও গঠনমূলক হয়েছে কারমা সম্পর্কে আমার খুব একটা জানা ছিল না।আপনার পোস্ট থেকে কারমা সম্পর্কে বিস্তারিত জানতে শিক্ষতে পারলাম। কেউ যদি ফোরাম সম্পর্কে গঠনমূলক শিক্ষানীয় এবং পরামর্শ মেনে পোস্ট করে তবে তাকে পজিটিভ কারমা দেওয়া যাবে। আর কেউ যদি চিটিং কপি পোস্ট অপ্রাসঙ্গিক আলোচনা করে তবে তাকে নেগেটিভ কারমা দেওয়া যাবে
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Papusha20 on September 25, 2020, 03:18:45 AM
আমরা সাধারণত জানতে পারি যে কারমা ভালো ও মানসম্মত পোষ্টের জন্য দেওয়া হয় এবং কেউ যদি স্পামিং ধরিয়ে দেয় তাকে পজেটিভ কারমা দেওয়া হয়। এবং দ্বিতীয়তো দেওয়া হয় নেগেটিভ কারমা যেটা ফোরামের রোলস না মেনে কাজ করা হলে তাকে নেগেটিভ কারমা দেওয়া হয়।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on September 29, 2020, 09:50:54 AM
মালাম ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর ও গঠনমূলক হয়েছে কারমা সম্পর্কে আমার খুব একটা জানা ছিল না।আপনার পোস্ট থেকে কারমা সম্পর্কে বিস্তারিত জানতে শিক্ষতে পারলাম। কেউ যদি ফোরাম সম্পর্কে গঠনমূলক শিক্ষানীয় এবং পরামর্শ মেনে পোস্ট করে তবে তাকে পজিটিভ কারমা দেওয়া যাবে। আর কেউ যদি চিটিং কপি পোস্ট অপ্রাসঙ্গিক আলোচনা করে তবে তাকে নেগেটিভ কারমা দেওয়া যাবে

জি ভাই, ইতিমধ্যে আপনি পজিটিভ কারমা পেয়েছেন। ফুল মেম্বার হলেই তিনি কারমা দিতে পারবেন এবং কারমা দিতে কোন স্বজনপ্রীতি বা অপব্যবহার করবেন না। কেউ ভালো পোস্ট ও কমেন্ট করলে তাকে পজিটিভ কারমা দিবেন। আর কপি পেস্ট করলে শুধু নেগেটিভ কারমাই খাবেনা, সাথে প্লাগরিজম স্টাইকার উপাধি দেওয়া হবে নামে পাশে এবং আইডি সাসপেন্ডও হতে পারে।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Nostoman on September 29, 2020, 10:05:41 AM

জি ভাই, ইতিমধ্যে আপনি পজিটিভ কারমা পেয়েছেন। ফুল মেম্বার হলেই তিনি কারমা দিতে পারবেন এবং কারমা দিতে কোন স্বজনপ্রীতি বা অপব্যবহার করবেন না। কেউ ভালো পোস্ট ও কমেন্ট করলে তাকে পজিটিভ কারমা দিবেন। আর কপি পেস্ট করলে শুধু নেগেটিভ কারমাই খাবেনা, সাথে প্লাগরিজম স্টাইকার উপাধি দেওয়া হবে নামে পাশে এবং আইডি সাসপেন্ডও হতে পারে।

ইতোমধ্যেই আমাদের বাংলা সেকশন এর এক লোক প্লাগরিজম স্টাইক পেয়েছে এবং সেটি পাওয়ার কারণ হচ্ছে কপি পেস্ট করত।
দেখুন বিস্তারিতঃ
https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=75261
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on September 29, 2020, 10:16:45 AM

জি ভাই, ইতিমধ্যে আপনি পজিটিভ কারমা পেয়েছেন। ফুল মেম্বার হলেই তিনি কারমা দিতে পারবেন এবং কারমা দিতে কোন স্বজনপ্রীতি বা অপব্যবহার করবেন না। কেউ ভালো পোস্ট ও কমেন্ট করলে তাকে পজিটিভ কারমা দিবেন। আর কপি পেস্ট করলে শুধু নেগেটিভ কারমাই খাবেনা, সাথে প্লাগরিজম স্টাইকার উপাধি দেওয়া হবে নামে পাশে এবং আইডি সাসপেন্ডও হতে পারে।

ইতোমধ্যেই আমাদের বাংলা সেকশন এর এক লোক প্লাগরিজম স্টাইক পেয়েছে এবং সেটি পাওয়ার কারণ হচ্ছে কপি পেস্ট করত।
দেখুন বিস্তারিতঃ
https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=75261

ধন্যবাদ ভাই লিংকটি দেওয়ার জন্য। আমি এটা বুঝাতে চেয়েছিলাম যে কপি পেস্ট কত বড় অপরাধ।  প্লাগরিজম স্টাইক উপাধি তো পাবেই সাথে আইডিটার ভেল্যু হারাবে এবং হয়তো শেষ পর্যন্ত আইডিটা সাসপেন্ডও হতে পারে।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Greatwall on October 14, 2020, 07:16:55 AM
কারমা বিষয়ে আমার কিছু কিছু ধারনা ছিল। ভাই আপনার এই পোস্টটি পড়ে সম্পূর্ণ ধারণা হলো কিভাবে পোস্ট করলে নেগেটিভ কারমা পজিটিভ কারমা পাওয়া যায়।ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন হল মাঝে মাঝে অনেক পোস্ট করি কিন্তু সেগুলো কাউন্ট হয় না তার মূল কারণ কি দয়া করে যদি একটু বলতেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Rakin343 on October 14, 2020, 05:02:26 PM
যে ফোরামে ভালো মানের এবং কনস্ট্রাক্টিভ পোস্ট করবে তাকে আমরা পজেটিভ কারমা দেব। আর যে ফোরামে উল্টাপাল্টা পোস্ট করবে তাকে আমরা নেগেটিভ কারমা দিব। কারমা দেওয়ার জন্য পজেটিভ এবং নেগেটিভ দুটো স্থান দেওয়া আছে। আপনি যদি পজিটিভ দিতে চান তাহলে পজেটিভ এর চাপ দিবেন এবং নেগেটিভ দিতে চাইলে নেগেটিভ চাপ দিবেন। এভাবে কারমা আদান-প্রদান করা।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Psycho on October 16, 2020, 03:10:55 PM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।
কারমা সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য। এখনকার মা সম্পর্কে আমার সব ধারণা আছে। কখন কোন কারমা দিতে হবে। আর কোন টাইম থেকে কারমা দিতে পারব। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এরকম শিক্ষনিয় পোস্ট বেশি বেশি করবে
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: sky20 on October 20, 2020, 03:02:01 AM
যারা পরমের রুলস মেনে কাজ করবে তাদেরকে পজিটিভ কারমা এবং যারা নিয়ম বহির্ভূত কাজ করবে তাদেরকে নেগেটিভ কারমা দেয়া হবে।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Coin63@ on October 20, 2020, 03:03:53 AM
যারা পরমের রুলস মেনে কাজ করবে তাদেরকে পজিটিভ কারমা এবং যারা নিয়ম বহির্ভূত কাজ করবে তাদেরকে নেগেটিভ কারমা দেয়া হবে।
ভাইসকল রাগ না করে যারা ভালো মানের পোস্ট দেবেনা তাদের পিএম করে একটু বোঝাবেন। তাতে কাজ না হলে নেগেটিভ কারমা দিয়ে দিবেন। অবশ্য ভালোভাবে বোঝালে বুঝবে ইনশাল্লাহ।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Fawpac2 on October 20, 2020, 03:21:35 AM
একটা বিষয় ক্লেয়ার হতে চাচ্ছি তা হলো কর্মা কি আনলিমিটেড দেওয়া যায় নাকি লিমিট আছে?
কারমা আনলিমিটেড দেওয়া যায় না। আপনি একজন কে কারমা  দিলে আপনি ওই সময় থেকে 100 ঘন্টা পরে আরাক আইডিতে কারমা দিতে পারবেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Chita76 on October 20, 2020, 03:33:34 AM
আপনি যদি কাউকে কারমা দিতে চান তাহলে পজেটিভ কারমা ক্লিক করবেন।এবং যদি কাউকে নেগেটিভ কারমা দিতে চান তাহলে নেগেটিভ কারণে ক্লিক করবেন।
কারমা দেওয়ার সিস্টেম হল
কেউ যদি ভালো মানসম্মত পোস্ট করে তাহলে তাকে অবশ্যই অবশ্যই পজেটিভ কারমা দেবেন কাউকে দেবেন না কারণ আপনার দ্বারা অন্যের ক্ষতি হোক আমরা তা চাই না। সবাই সবাইকে পজিটিভ কারমা দেবেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: mahid on October 20, 2020, 05:25:27 AM
কারমা তাকেই দিবেন যার পোস্ট ভাল হবে। যে পোস্টের মাধ্যমে ফোরামের সবাই কিছু শিখতে পারবে। পোস্ট ভাল হলে অবশ্যই কারমা দেওয়া উচিত। বর্তমান সময়ে কারমা একটি বিশাল ইস্যু হয়ে দাড়িয়েছে। যার কারমা নেই তারা অনেক বাউন্টি তে র‌্যাংক থাকা সত্বেও জয়েন হতে পারবে না।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Rubel007 on October 22, 2020, 05:21:36 PM
যারা ভালমানের পোস্ট করবেন তারা পজিটিভ কারমা আর যারা ভিত্তিহীন পোস্ট করবেন তারা নেগেটিভ কারমা পাবেন। যারা ফুলমেম্বার হয়েছেন তারা কারমা দিতে পারবেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on October 22, 2020, 05:26:39 PM
যারা ভালমানের পোস্ট করবেন তারা পজিটিভ কারমা আর যারা ভিত্তিহীন পোস্ট করবেন তারা নেগেটিভ কারমা পাবেন। যারা ফুলমেম্বার হয়েছেন তারা কারমা দিতে পারবেন।

আমরা সিনিয়ররা কাউকে নেগেটিভ কারমা এখনো দেয়নাই। তবে চিটিং করলে নেগেটিভ কারমা সে পাবেই, আমাদের বোর্ডে না হলেও অন্যবোর্ড থেকে।
ফুল মেম্বার হলে কারমা দিতে পারবেন। নতুন যারা ফুল মেম্বার হয়েছেন তাদের কারমা দিতে দেখিনা। কারমা যা দেই সব সিনিয়ররাই দেখছি। জুনিয়ররা শুধু কারমা নিবেন দিবেন না এমনটা হলে কিন্তু আস্তে আস্তে আবার সবাই ইনএকটিভ হয়ে যাবে।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: mahid on October 22, 2020, 05:46:03 PM
কারমা তাকেই দেওয়া যায় যার পোস্টের মধ্যে কিছু পাওয়া যায়। কারমা দুই ধরনের হয়ে থাকে পজিটিভ এবং নেগিটিভ। পজিটিভ হল আপনার পোস্ট ভাল হলে আপনা কে দেওয়া হবে আর নেগেটিভ হল পোস্ট যদি খারাপ অথ্যাৎ কোন ক্ষতিকর কিছু যা ফোরামের রুলস বর্হিভুত পোস্টের বিপরীতে দেওয়া হয়।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: ranaprime on October 28, 2020, 06:15:12 AM
আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম যারা  এই ফরমের রুলস অনুযায়ী কাজ করবে তারা পজেটিভ কারমা পাবে।  আর যারা রুলস অনুসারে কাজ করবে না।  সিনিয়র ভাইদের কথা গুলোকে অমান্য করবে তাদেরকে নেগেটিভ কারমা দেওয়া হবে।         
এ বিষয়ে কোন সন্দেহ নাই। সবসময় অথেনটিক কাজ করা দরকার যা আমাদের সবার জন্যই ভাল।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: XM8 on October 28, 2020, 12:29:37 PM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।
ভাই আপনার পোস্টটি পড়ে আমি কারমা সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারছি। পোস্টটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরকম পোস্ট আমাদের মত নতুন যারা আছে তারা পড়ে অনেক উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে ভাই।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Mayajal on October 28, 2020, 01:05:44 PM
কারমা দিবেন ভালো মানসম্মত পোস্ট হলে আপনি কারমা দিবেন।যেখানে ক্লিক করে আপনি কারমা দিবেন সেটা হলো আপনি প্রোফাইলে তাকে দেখবেন যে পজেটিভ কারমা ও নেগেটিভ কারমা লেখা আছে আপনি যেটা যে কারণে দিতে চান সেখানে ক্লিক করবেন পজেটিভ পজেটিভ জায়গায় ক্লিক করবেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on October 28, 2020, 02:15:28 PM
কারমা দিবেন ভালো মানসম্মত পোস্ট হলে আপনি কারমা দিবেন।যেখানে ক্লিক করে আপনি কারমা দিবেন সেটা হলো আপনি প্রোফাইলে তাকে দেখবেন যে পজেটিভ কারমা ও নেগেটিভ কারমা লেখা আছে আপনি যেটা যে কারণে দিতে চান সেখানে ক্লিক করবেন পজেটিভ পজেটিভ জায়গায় ক্লিক করবেন।

ধন্যবাদ ভাই, নতুন হয়েও আপনার প্রফাইলে শো না করেও আপনি সুন্দর ভাবে বলেছেন কিভাবে নেগেটিভ কারমা ও পজিটিভ কামা দিতে হয়। আশা করছি এমন উদ্ভাবনী মেধা সামনের দিনে কাজে লাগাবেন। তাহলে আমরা সবাই উপকৃত হবো। একটিভ থাকবেন। ধন্যবাদ।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Crypto_Somrat on October 28, 2020, 07:38:14 PM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।
ধন্যবাদ ভাইয়া আপনি আমাদের মত নতুনদের জন্য আমাদের শেখার স্বার্থে পোষ্ট টাকে অনেক সুন্দর ভাবে স্পষ্ট ভাবে সাজিয়েছেন। কারমা সম্পর্কে আমার তেমন কোনো ধারনাই ছিল না। এখন থেকে চেষ্টা করব মানসম্মত পোস্ট করার আর সিনিয়র ভাইদের পোস্ট থেকে শেখার।
ধন্যবাদ ভাইয়া আমার পক্ষ থেকে আপনার জন্য রইল "+ কারমা"
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: kulkhan on October 28, 2020, 08:00:46 PM
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল পোস্ট। এই পোস্টের মাধ্যমে আপনি কারমা বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা দিতে পেরেছেন। আমি অনেক ভালো ভালো কিছু তথ্য পেলাম এখান থেকে। আমি জানতাম না কোথা থেকে পজেটিভ বা নেগেটিভ কারমা দিতে হয়। এবং কখন আমরা কারম দিতে পারব। সকল বিষয়ে অত্যন্ত সুন্দর ভাবে এবং সহজ ভাবে তুলে ধরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: ranaprime on October 29, 2020, 02:14:41 AM
আমরা অনেকেই কারমা নিয়ে হাজার কথা বলার পরও কেউ কাউকে কারমা দিচ্ছি না ফলে পোস্টের বিপরীতে কোন কারমা না পাওয়ায় আমাদের অনেকেই কিছুটা বিচলিত। আমি মনে করি এটা ফোরামের প্রত্যেকের জন্য খুবই ক্ষতিকর।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on October 29, 2020, 04:41:22 AM
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল পোস্ট। এই পোস্টের মাধ্যমে আপনি কারমা বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা দিতে পেরেছেন। আমি অনেক ভালো ভালো কিছু তথ্য পেলাম এখান থেকে। আমি জানতাম না কোথা থেকে পজেটিভ বা নেগেটিভ কারমা দিতে হয়। এবং কখন আমরা কারম দিতে পারব। সকল বিষয়ে অত্যন্ত সুন্দর ভাবে এবং সহজ ভাবে তুলে ধরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ফুল মেম্বার না হওয়া পর্যন্ত আপনি কারমা দেওয়ার অপশন পাবেন না তাই দেখতেও পাবেন না। ফুল মেম্বার হওয়ার পরে অটোমেটিক দেখতে পাবেন এবং দিতেও পারবেন। ফোরামে একটিভ থাকবেন, সমস্যা থাকবেই জীবনে। সেগুলো সামলে নিয়ে চলতে হবে, তাই ফোরামে সময় দিন একটু বেশি বেশি যত পারেন। ধন্যবাদ
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Nostoman on October 29, 2020, 06:15:08 AM
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল পোস্ট। এই পোস্টের মাধ্যমে আপনি কারমা বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা দিতে পেরেছেন। আমি অনেক ভালো ভালো কিছু তথ্য পেলাম এখান থেকে। আমি জানতাম না কোথা থেকে পজেটিভ বা নেগেটিভ কারমা দিতে হয়। এবং কখন আমরা কারম দিতে পারব। সকল বিষয়ে অত্যন্ত সুন্দর ভাবে এবং সহজ ভাবে তুলে ধরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ফুল মেম্বার না হওয়া পর্যন্ত আপনি কারমা দেওয়ার অপশন পাবেন না তাই দেখতেও পাবেন না। ফুল মেম্বার হওয়ার পরে অটোমেটিক দেখতে পাবেন এবং দিতেও পারবেন। ফোরামে একটিভ থাকবেন, সমস্যা থাকবেই জীবনে। সেগুলো সামলে নিয়ে চলতে হবে, তাই ফোরামে সময় দিন একটু বেশি বেশি যত পারেন। ধন্যবাদ
ভাই। কারমা ফার্মিং কইরেন না। ভালো পোস্ট হলে কারমা দিয়েন। পোস্ট ভাল নাহলে কারমা দিয়েন না। মানসম্মত পোস্ট হলেই কারমা পাবে। তা না হলে কারমা দিয়েন না।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Casual on October 29, 2020, 08:34:14 AM
এই পোস্টটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক নতুন ইউজার আছে যারা কারমা সম্পর্কে একদমই জানেনা তারা অবশ্যই পোস্টটি পড়ে বুঝতে পারেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Ak600 on October 29, 2020, 05:57:05 PM
আপনার এই পোস্টটা পড়ে আমরা যারা নতুন আছি সবাই উপকৃত হতে পারব ইনশাআল্লাহ কারণ যারা নতুন তারা কারমা সম্পর্কে খুব একটা অভিজ্ঞ নয় কি কি কারনে কারমা মাইনাস এবং কারমা প্লাস হয় সেটা এই পোস্ট থেকে জানতে পারলাম। যারা পুরাতন তারা একটু নতুনদের প্রতি একটু খেয়াল রাখবেন আপনাদের দ্বারা যেন আমরা উপকৃত হই এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া ধন্যবাদ
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Sumaiya2 on October 30, 2020, 03:33:53 AM
হ্যাঁ স্যার আপনি বিষয়গুলো ভালভাবে উপস্থাপন করে বুঝানোর জন্য আপনাকে ধন্যবাদ কারমা সম্পর্কে আপনার পোস্ট পড়ে আমি সবকিছু বুঝতে পারছি তাই এই ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Jaya60 on October 30, 2020, 09:35:33 AM
ভাই আপনি কারমার বিষয় সম্পর্কে যে ভাবে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আশা করি সবাই বুঝতে পারবে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on October 31, 2020, 09:32:27 AM
ভাই আপনি কারমার বিষয় সম্পর্কে যে ভাবে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আশা করি সবাই বুঝতে পারবে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

হ্যাঁ স্যার আপনি বিষয়গুলো ভালভাবে উপস্থাপন করে বুঝানোর জন্য আপনাকে ধন্যবাদ কারমা সম্পর্কে আপনার পোস্ট পড়ে আমি সবকিছু বুঝতে পারছি তাই এই ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার এই পোস্টটা পড়ে আমরা যারা নতুন আছি সবাই উপকৃত হতে পারব ইনশাআল্লাহ কারণ যারা নতুন তারা কারমা সম্পর্কে খুব একটা অভিজ্ঞ নয় কি কি কারনে কারমা মাইনাস এবং কারমা প্লাস হয় সেটা এই পোস্ট থেকে জানতে পারলাম। যারা পুরাতন তারা একটু নতুনদের প্রতি একটু খেয়াল রাখবেন আপনাদের দ্বারা যেন আমরা উপকৃত হই এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া ধন্যবাদ

আপনাদেরও ধন্যবাদ। শুধু সিনিয়রদের পোস্টই নয়, অনেকে ভালো পোস্ট করে থাকেন তাদের সবার পোস্টগুলো মনোযোগ সহকারে পড়বেন, বুঝার চেষ্টা করবেন। সবাই ফোরামের রুলস মেনে চলার চেষ্টা করবেন। পোস্টগুলো অন্তত দেড় থেকে দুলাইন করার চেষ্টা করবেন। আধা লাইন একলাইন পোস্ট না করার চেষ্টা করবেন।

আরেকটা কথা- ফোরামে সিনিয়রদের সম্মান করবেন, কারণ সিনিয়ররা আপনাদের পথ প্রদর্শক, ভূল হলে সংশোধণকারী, সঠিক নির্দেশনাদানকারী। তারা যেমন আপনাদের ভালোবাসে, তাদেরকেও  সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন।  তাদের ভুল ধরার চেষ্টা করবেন না। তারা কিন্তু আপনাদের ভুল ধরে সংশোধন করে দেয়, আপনাদের আইডি নষ্ট করার জন্য নয়, বরং টিকিয়ে রাখার জন্যই।

সবাই সবার স্তর থেকে সিনিয়রদের সম্মান করুন, জুনিয়রদের ভালোবাসুন। তাহলেই প্রকৃত শান্তি, আসবে কাজের মধ্যে একাগ্রতা, পারস্পারিক শ্রদ্ধাবোধ।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Rafiq on October 31, 2020, 10:17:17 AM
যারা পরমের রুলস মেনে কাজ করবে তাদেরকে পজিটিভ কারমা এবং যারা নিয়ম বহির্ভূত কাজ করবে তাদেরকে নেগেটিভ কারমা দেয়া হবে।
আপনি ঠিকই বলেছেন; আমি এর সাথে আর একটু যোগ চাই , শুধু রুলস মানলেই হবে না,  পোস্টটি অবশ্যই তথ্যবহুল, মান সম্মত হতে হবে। আর যারা নেতিবাচক পোস্ট করবে তারা অবশ্যই নেগেটিভ কারমা পেতে পারেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on November 13, 2020, 06:40:47 AM
ভাই আপনি কারমার বিষয় সম্পর্কে যে ভাবে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আশা করি সবাই বুঝতে পারবে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকেও। তবে অনেকেই নাকি নেগেটিভ কারমা দিচ্ছেন যত্রতত্র। সেটা কেউ করবেন না। কেউ কোন খারাপ কিছু দেখলে মডারেটর বা সিনিয়র যারা আছে তাদেরকে পিএম দিতে পারেন, টেলিগ্রামে বলতে পারেন। তাহলে সমাধানের চেস্টা করা হবে। মাইনাস কারাম আমরা চাইনা।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: SALMA000 on November 13, 2020, 08:31:26 AM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।
আপনার পোস্ট থেকে অনেক কিছুই শিখলাম।  এ সব কথা গুলা নতুন দের জন্য খুব প্রয়োজনীয়।  কিভাবে নেগেটিভ কারমা পাওয়া যায় তা জানলাম যা থেকে বুঝা গেলে জে     কোন কাজ গুলা করলে নেগেটিভ কারমা পাওয়া যায় সে কাজ গুলা থেকে বিরত থাকব।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Halkpro on November 13, 2020, 08:45:42 AM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।
আপনার পোস্টটা অনেক ভাল হয়েছে আমার একটা প্রশ্ন আছে।  বিটকয়েন এর মেরিট আর আল্টকয়েন এর কারমা কি একি যা আইডি কে উপরে ওঠাতে সাহায্য করে   
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on November 13, 2020, 03:26:11 PM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।
আপনার পোস্টটা অনেক ভাল হয়েছে আমার একটা প্রশ্ন আছে।  বিটকয়েন এর মেরিট আর আল্টকয়েন এর কারমা কি একি যা আইডি কে উপরে ওঠাতে সাহায্য করে   

কারমার ব্যবহারিক গুরুত্ব এখনও আনুষ্ঠানিক শুরু হয়নি তবে খুব দ্রুত হয়তো বিটকয়েনটকের মতই একটিভিটি এবঙ কারমা লাগবে র‌্যাংকের জন্য। এডমিন বিষয়টা নিয়ে এখনও কাজ করছেন। হয়তো তাড়াতাড়ি করতে পারেন আবার নাও করতে পারেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: AGM on November 13, 2020, 05:58:52 PM
কারমা তাকেই দেওয়া যায় যার পোস্ট ভাল হবে। যে পোস্টের মাধ্যমে ফোরামের সবাই কিছু শিখতে পারবে। পোস্ট ভাল হলে অবশ্যই কারমা দেওয়া উচিত। বর্তমান সময়ে কারমা বিশাল কিছু। যার কারমা নেই সে অনেক বাউন্টি করতে পারবেনা। তাই ভালো মানের কনস্ট্রাক্টিভ পোস্ট হলে আমরা সবাই  তাকে কারমা দেবো।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: sky20 on November 14, 2020, 06:16:12 AM
আমি এর আগেও বলেছি কিনা জানি না। এখানে শুধু গঠন মুলক নয় সেই সাথে প্রয়োজনীয় যে কোন বিষয় হতে পারে যা অনেকেরই অজানা থাকতে পারে বা জানা থাকতেও পারে। সেক্ষেত্রে যদি তার পোস্ট পছন্দনীয় হয় তাহলে সে কারমা পাওয়ার উপযোগী অনুরুপ ভাবে পোস্ট যদি উল্টো দিকের হয় তাহলে নেগেটিভ কারমা পেতে পারে।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Kangaro45 on November 14, 2020, 07:27:53 AM
মালাম ভাই আপনার পোস্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ জানতে পারলাম।চেষ্টা করব ভালো গঠন মূলক পোস্ট দেওয়ার জন্য যাতে করে পজেটিভ কারমা পেতে পারে।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Malam90 on November 14, 2020, 09:33:22 AM
মালাম ভাই আপনার পোস্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ জানতে পারলাম।চেষ্টা করব ভালো গঠন মূলক পোস্ট দেওয়ার জন্য যাতে করে পজেটিভ কারমা পেতে পারে।

শব্ধটা মালাম না বলে ‘এমআলম’ বলাই শ্রেয়। হা, পোস্ট যখন করবেন বা কমেন্ট করবেন তখন চেষ্টা করবেন তথ্যবহুল ও গঠনমূলক পোস্ট ও কমেন্ট করার তাহলে +কারমা পাবেন। যা আপনার আইডির জন্য পরবর্তীতে খুবই কার্যকর হতে পারে। স্পাম করবেন না, কপি পেস্ট করবেন  না। একটিভ থেকে কাজ করবেন। ধন্যবাদ
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Power420 on November 14, 2020, 09:47:49 AM
আপনি যদি কাউকে কারমা দিতে চান তাহলে প্রথমে যেটা নির্বাচন করবেন তাহলে আপনি দেখবেন তার পোস্ট ফোরাম রিলেটেড ভালো ও মানসম্মত হয়েছে কিনা যদি ভালো হয় তাহলে আপনি তাকে পজেটিভ কারমা দেবেন এবং যদি ভালো না হয় তাহলে নেগেটিভ কারমা দিবেন।
আপনি তার প্রোফাইলে গিয়ে পজিটিভ কারমা ক্লিক করবেন তাহলে কারমা দেওয়া হয়ে গেল।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Apower$ on November 14, 2020, 09:55:57 AM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।

আপনাকে অনেক ধন্যবাদ ব্রো এ সম্পর্কে এত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি এত ভালোভাবে বুঝিয়ে না দিলে আমি জানতেই পারতাম না কারমা কিভাবে দেয় ধন্যবাদ।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Pitter on November 16, 2020, 03:57:30 AM
যার লেখা আপনাকে বুঝতে সহয়তা করবে যার পোস্ট আপনি মনে করেন যে ইফেকটিভ তাকেই কারমা দিতে পারেন। সেক্ষেত্রে যার টা ভাল হয়েছে তাকে পজিটিভ আর যদি মনে করেন যে একজন খুব খারাপ করেছে বা ঐ পোস্টের মাধ্যেমে অন্যরা ক্ষতিগ্রস্থ হতে পারে এমন পোস্টে নেগেটিভ কারমা দিতে পারেন।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Markuri33 on November 17, 2020, 05:36:01 PM
কারমা সম্পর্কে আপনি অনেক সুন্দর ভাবে পোস্টটি করেছেন। ধরনের পোস্ট থেকে অবশ্যই জুনিয়ররা অবশ্যই শিখতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো কার মার বিষয়ে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Markuri33 on November 17, 2020, 05:37:47 PM
যার লেখা আপনাকে বুঝতে সহয়তা করবে যার পোস্ট আপনি মনে করেন যে ইফেকটিভ তাকেই কারমা দিতে পারেন। সেক্ষেত্রে যার টা ভাল হয়েছে তাকে পজিটিভ আর যদি মনে করেন যে একজন খুব খারাপ করেছে বা ঐ পোস্টের মাধ্যেমে অন্যরা ক্ষতিগ্রস্থ হতে পারে এমন পোস্টে নেগেটিভ কারমা দিতে পারেন।

আপনার সাথে আমি পুরোপুরি একমত পোষণ করছি।কোন প্রশ্নের মান যদি ভাল হয় তাকে পজিটিভ কারমা দিলে অবশ্যইতার মনটা অনেক ভালো হয় এবং আরো ভালো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করে।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Primo1760 on November 17, 2020, 05:52:06 PM
বিষয়গুলো অনেক সুন্দর ভাবে বুঝতে পেরেছি। অবশ্যই পোস্টকে করার ক্ষেত্রে খেয়াল রাখব পোস্টগুলো তাতে অ্যাট্রেক্টিভ আর সুন্দর হয়। পোস্টগুলো থেকে শেখার বাধা না থাকে। পোষ্টের গুণগত মান ঠিক থাকলে সিনিয়র ভাইরা কার্মা প্রদান করবে ।
Title: Re: কারমা কাকে দিবেন এবং কিভাবে দিবেন?
Post by: Jackson on November 17, 2020, 07:13:30 PM
কারমাকে আমরা বিটকয়েনটকের মত মেরিটও বলতে পারি। মেরিট বা কারমা হচ্ছে-আপনার ফোরামে অবদানের উপহার। এটা দুপ্রকার-নেগেটিভ (-) কারমা আর পজিটিভ (+) কারমা।

নেগেটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি যদি ফোরামের রুলস না মানেন তাহলে নেগেটিভ কারমা খাবেন। যেমন আপনি নিজে পোস্ট না করে কোন কারও পোস্ট কপি করলেন তাই সেটা যে ফোরাম থেকে হোক অথবা গুগল বা কোন ওয়েবসাইট অথবা সোস্যাল মিডিয়া থেকে হোক। আপনি যদি কাউকে কটাক্ষ করে কথা বলেন যা মানহানিকর। ফোরামের যে কোন সেকশনে রেফারেল লিংক পোস্ট করেন। ফোরামে স্পাম করেন। ফোরামে চিটিং করেন। এসব করলে নেগেটিভ কারমা খাবেন, আর নেগেটিভ কারমা খেলে আপনার আইডি মূল্যহীন।

পজিটিভ কারমা কিভাবে পাবেনঃ আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। পজিটিভ কারমা অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।

কারমা কে দিতে পারেঃ এই ফোরামে যিনি নূন্যতম ফুল মেম্বার হয়েছেন-তিনি নেগেটিভ বা পজিটিভ কারমা দিতে পারবেন। যাকে কারমা দিতে চান তার পোস্টের বামপাশে (+karma) (-karma) লেখা আছে। পজিটিভ কারমা দিতে চাইলে (+karma) তে আর নেগেটিভ কারমা  দিতে চাইলে (-karma) তে ক্লিক করতে হবে।
(https://i.imgur.com/ca1ot32.png)


পজিটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। ভালো, গঠনমূলক পোস্ট হলে কারমা দেওয়া উচিত। তবে অপব্যবহার করা উচিত নয়। কেউ আবার কারো কাছে কারমা চাইবেন না। কেউ দিতে চাইলে স্বেচ্ছায় দিবেন।


 malam90 ভাই আপনাকে ধন্যবাদ, এত সুন্দর সহজ ভাষায় বিষয়টি বুজানোর জন্যে | আগে জানতাম কারমা দুইটা 1,পজিটিভ কারমা
2, নেগেটিক কারমা | কিন্তু জানতাম না কে কারমা দিতে পারে আর কিভাবে দিতে হয় | আপনি বিষয় একদম গঠনমুলকভাবে তুলে ধরে নতুনদের সহজ ভাবে বুজিয়ে দিলেন|