Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on November 02, 2020, 12:48:15 PM

Title: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Nostoman on November 02, 2020, 12:48:15 PM
DeFi space এ যদি আপনি ভিজিট করে থাকেন। তাহলে অবশ্যই আগের মার্কেট cap দেখতে পাবেন। বর্তমানে কি ধরনের পরিবর্তন এসেছে। এইভাবে বাজার নিচের দিকে নামতে থাকে তাহলে বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সময়ে এসে আমার মনে হচ্ছে, আমি যে DeFi টোকেন গুলো কিনেছি সেগুলো থেকে 1000 ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হবো। আমি গতকালকেও Near protocol কিনেছি ও দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা করেছি। বিটকয়েনের তীব্র বিক্রি আমাদের বেশ অবাক করে দিয়েছিল। কারণ অনেকগুলি বিনিয়োগকারী পূর্বে অনুমান করেছিলেন যে প্রধান ডিজিটাল সম্পদের মধ্যে ব্যবসায়ীদের উচ্চ বিটা সম্পদে আরও মূলধন বরাদ্দ করতে পরিচালিত করবে। যা একমাত্র DeFi তে সম্ভব। এখনও অবধি, এটি ঘটেনি। ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই। আপনি কি মনে করেন? চলুন আলোচনা করি।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Malam90 on November 02, 2020, 01:50:43 PM
ডেফি প্রজেক্টে বিনিয়োগ আমার শুরু থেকেই ভালো লাগেনি। তাই আমি আজও কোন ডেফি টোকেনে বিনিয়োগ করিনি। ইতিমধ্যেই যারা ডেফিতে বিনিয়োগ করেছেনা তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে দুএকটা ডেফি প্রজেক্ট ভালোও আছে। তবে সেগুলো কতটুকু নিরাপদ হবে সেটা চিন্তার বিষয়। আমি নিজেকে ডেফিতে বিনিয়োগের চেয়ে গতানুগতিক ধারায় বিনিয়োগে এখনো আগ্রহী।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Nostoman on November 02, 2020, 02:16:09 PM
ডেফি প্রজেক্টে বিনিয়োগ আমার শুরু থেকেই ভালো লাগেনি। তাই আমি আজও কোন ডেফি টোকেনে বিনিয়োগ করিনি। ইতিমধ্যেই যারা ডেফিতে বিনিয়োগ করেছেনা তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে দুএকটা ডেফি প্রজেক্ট ভালোও আছে। তবে সেগুলো কতটুকু নিরাপদ হবে সেটা চিন্তার বিষয়। আমি নিজেকে ডেফিতে বিনিয়োগের চেয়ে গতানুগতিক ধারায় বিনিয়োগে এখনো আগ্রহী।
ব্লকচেইন প্রজেক্টগুলোর বিকল্প নেই । কারণ বর্তমান বিনিয়োগকারীদের কাছে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে তারা অবশ্যই বলবে যে ব্লকচেইন সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি । তাই ব্লকচেইন প্ল্যাটফর্ম গুলোতে বিনিয়োগ করাই ভালো।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Psycho on November 02, 2020, 02:54:59 PM
Defi টোকেন গুলো নিয়ে একটু বেশিই চিন্তিত ছিলাম। মনে হয় বড় রকমের একটা লস খেয়ে গেলাম। বুঝতাছি না সামনে কি হবে। Defi কোয়েন গুলা হোল্ড করাটাই আমার ঠিক হয়নি। তখনই যদি সেল করে দিতাম তাহলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না আমার।Defi এর প্রাইস কি আরো কমতে পারে। টোকেন গুলা আর কিছুদিন হোল্ড করা কি ভালো হবে। সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। অনেক সমস্যার মধ্যে আছি। টোকেন গুলা হোল্ড করবো নাকি এখনই সেল করে দিব। একটু সাজেশন দেন।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Nostoman on November 02, 2020, 03:29:34 PM
Defi টোকেন গুলো নিয়ে একটু বেশিই চিন্তিত ছিলাম। মনে হয় বড় রকমের একটা লস খেয়ে গেলাম। বুঝতাছি না সামনে কি হবে। Defi কোয়েন গুলা হোল্ড করাটাই আমার ঠিক হয়নি। তখনই যদি সেল করে দিতাম তাহলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না আমার।Defi এর প্রাইস কি আরো কমতে পারে। টোকেন গুলা আর কিছুদিন হোল্ড করা কি ভালো হবে। সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। অনেক সমস্যার মধ্যে আছি। টোকেন গুলা হোল্ড করবো নাকি এখনই সেল করে দিব। একটু সাজেশন দেন।
কি কি টোকেন আছে আপনার ? টোকন গুলোর নাম বলুন।আপনাকে কিছুটা হলেও ধারণা দিব কোন টোকেন গুলো ভালো হবে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Psycho on November 02, 2020, 03:48:47 PM
Defi টোকেন গুলো নিয়ে একটু বেশিই চিন্তিত ছিলাম। মনে হয় বড় রকমের একটা লস খেয়ে গেলাম। বুঝতাছি না সামনে কি হবে। Defi কোয়েন গুলা হোল্ড করাটাই আমার ঠিক হয়নি। তখনই যদি সেল করে দিতাম তাহলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না আমার।Defi এর প্রাইস কি আরো কমতে পারে। টোকেন গুলা আর কিছুদিন হোল্ড করা কি ভালো হবে। সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। অনেক সমস্যার মধ্যে আছি। টোকেন গুলা হোল্ড করবো নাকি এখনই সেল করে দিব। একটু সাজেশন দেন।
কি কি টোকেন আছে আপনার ? টোকন গুলোর নাম বলুন।আপনাকে কিছুটা হলেও ধারণা দিব কোন টোকেন গুলো ভালো হবে।
আমার কাছে বর্তমানে DeFi,ETG finance,fuse এই তিনটি টোকেন আছে। কিন্তু সবচেয়ে বেশি আছে DeFi টোকন টি।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: babu10 on November 02, 2020, 04:53:43 PM
DeFi space এ যদি আপনি ভিজিট করে থাকেন। তাহলে অবশ্যই আগের মার্কেট cap দেখতে পাবেন। বর্তমানে কি ধরনের পরিবর্তন এসেছে। এইভাবে বাজার নিচের দিকে নামতে থাকে তাহলে বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সময়ে এসে আমার মনে হচ্ছে, আমি যে DeFi টোকেন গুলো কিনেছি সেগুলো থেকে 1000 ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হবো। আমি গতকালকেও Near protocol কিনেছি ও দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা করেছি। বিটকয়েনের তীব্র বিক্রি আমাদের বেশ অবাক করে দিয়েছিল। কারণ অনেকগুলি বিনিয়োগকারী পূর্বে অনুমান করেছিলেন যে প্রধান ডিজিটাল সম্পদের মধ্যে ব্যবসায়ীদের উচ্চ বিটা সম্পদে আরও মূলধন বরাদ্দ করতে পরিচালিত করবে। যা একমাত্র DeFi তে সম্ভব। এখনও অবধি, এটি ঘটেনি। ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই। আপনি কি মনে করেন? চলুন আলোচনা করি।

হেই টোকেন নিয়ে যেই পরিমান আলোচনা দেখেছিলাম এবং মার্কেটের যেই অবস্থা দেখেছিলাম এখন আমি ডেফি টোকেন নিয়ে খুবই হতাশ। আসলে একশ্রেণীর বড় স্কেমার এখানে নিঃসন্দেহে সুবিধা নিয়েছে বাজারে হাইপ তুলে তাই যারা রিয়েল ইনভেসটর ছিলো তারা সবাই এখন ধরা খেয়ে বসে আছে। তাই সবাইকে বলব ডেফি টোকেনে বিনিয়োগ করতে খুব সাবধানে করবেন।

ধন্যবাদ।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Sumaiya2 on November 03, 2020, 02:05:37 AM
আমি মনে করি ডেফি ব্লকচেইন কে কখনো ছাড়িয়ে যেতে পারবেনা। ব্লকচেইন কে ছাড়িয়ে যেতে হলে ডেফি কয়েনের অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে। এবং কোনদিনও ডেফি ব্লকচেইন কে হারিয়ে যেতে পারবেনা।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: sky20 on November 03, 2020, 03:21:03 AM
DeFi space এ যদি আপনি ভিজিট করে থাকেন। তাহলে অবশ্যই আগের মার্কেট cap দেখতে পাবেন। বর্তমানে কি ধরনের পরিবর্তন এসেছে। এইভাবে বাজার নিচের দিকে নামতে থাকে তাহলে বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সময়ে এসে আমার মনে হচ্ছে, আমি যে DeFi টোকেন গুলো কিনেছি সেগুলো থেকে 1000 ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হবো। আমি গতকালকেও Near protocol কিনেছি ও দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা করেছি। বিটকয়েনের তীব্র বিক্রি আমাদের বেশ অবাক করে দিয়েছিল। কারণ অনেকগুলি বিনিয়োগকারী পূর্বে অনুমান করেছিলেন যে প্রধান ডিজিটাল সম্পদের মধ্যে ব্যবসায়ীদের উচ্চ বিটা সম্পদে আরও মূলধন বরাদ্দ করতে পরিচালিত করবে। যা একমাত্র DeFi তে সম্ভব। এখনও অবধি, এটি ঘটেনি। ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই। আপনি কি মনে করেন? চলুন আলোচনা করি।
সত্যিই ডেফি প্রজেক্ট গুলো যে এই ভাবে ক্ষতিগ্রস্থ হবে  কেউ কল্পনাও করেনি। কিছু কিছু কয়েন দাম এত টা পড়ে গেছে যে তা বলার মত না। আমি গত কাল দেখলাম যে YFI চলে গিয়ৈছিল 44000 ডলারে সেটি 9 ডলারের মধ্যে চলে এসেছে। কতটা নিচে পড়ে গিয়েছে এখন এই পাইস আর রিকভারী করতে পারবে কি না আমার জানা নেই। এগুলো যেমন ঝড়ের মত এসেছিল তেমনি চলে যাচ্ছে। ডেফি ধস হলে অনেক বিনিয়োগকারী আছে তারা রাস্তায় নেমে যাবে। অনেক বিনিয়োগকারী তাদের বিটকয়েন ইথিরিয়াম প্রায় শেষ করে ডেফিতে ইনভেষ্ট করেছে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: saprakib on November 03, 2020, 03:53:47 AM
ডেফি প্রজেক্টে বিনিয়োগ আমার শুরু থেকেই ভালো লাগেনি। তাই আমি আজও কোন ডেফি টোকেনে বিনিয়োগ করিনি। ইতিমধ্যেই যারা ডেফিতে বিনিয়োগ করেছেনা তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে দুএকটা ডেফি প্রজেক্ট ভালোও আছে। তবে সেগুলো কতটুকু নিরাপদ হবে সেটা চিন্তার বিষয়। আমি নিজেকে ডেফিতে বিনিয়োগের চেয়ে গতানুগতিক ধারায় বিনিয়োগে এখনো আগ্রহী।
হ্যা ঠিক বলেছেন। আমিও কোন Defi প্রজেক্টেে ইনভেস্ট করি নি  প্রথম দিকে মনে হয়েছিল কোন কিছু মিস করছি হয়তবা এখন দেখছি ভালই করেছি ইনভেস্ট না করে। আমি প্রায় সবাইকে দেখেছি প্রচুর পরিমান লস করেছেন defi তে ইনভেস্ট করে। আমি কিছু defi প্রজেক্ট ফলোআপ করছি এগুলো হল DIA, DEGO দেখি এগুলো কি করে।           
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Btceth01 on November 03, 2020, 05:01:57 AM
DeFi space এ যদি আপনি ভিজিট করে থাকেন। তাহলে অবশ্যই আগের মার্কেট cap দেখতে পাবেন। বর্তমানে কি ধরনের পরিবর্তন এসেছে। এইভাবে বাজার নিচের দিকে নামতে থাকে তাহলে বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সময়ে এসে আমার মনে হচ্ছে, আমি যে DeFi টোকেন গুলো কিনেছি সেগুলো থেকে 1000 ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হবো। আমি গতকালকেও Near protocol কিনেছি ও দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা করেছি। বিটকয়েনের তীব্র বিক্রি আমাদের বেশ অবাক করে দিয়েছিল। কারণ অনেকগুলি বিনিয়োগকারী পূর্বে অনুমান করেছিলেন যে প্রধান ডিজিটাল সম্পদের মধ্যে ব্যবসায়ীদের উচ্চ বিটা সম্পদে আরও মূলধন বরাদ্দ করতে পরিচালিত করবে। যা একমাত্র DeFi তে সম্ভব। এখনও অবধি, এটি ঘটেনি। ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই। আপনি কি মনে করেন? চলুন আলোচনা করি।
আমি Near protocol অনেক আলোচনা এবং ঘাটাঘাটি করেছি। এই কয়েনটা যদি আপনি কিনে থাকেন তাহলে আপনাকে লং টাইম এর জন্য হোল্ড করতে।আমি সরাসরি টিমের সাথে আলোচনা করেছি তাদের রোড ম্যাপ আমার মাঝে স্থাপন করেছে। তারা বলেছে তারা এই Near protocol অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে।আমি আশা করি আপনি যদি এই কয়েনটা দীর্ঘ সময়ের জন্য হোল্ড করেন তাহলে আপনি অনেক প্রফিট পাবেন বলে আমি মনে করি। আমি কিন্তু অলরেডি এই কয়েনটা কিনে নিয়েছি।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: mahid on November 03, 2020, 08:19:23 AM
ডেফি প্রজেক্টে বিনিয়োগ আমার শুরু থেকেই ভালো লাগেনি। তাই আমি আজও কোন ডেফি টোকেনে বিনিয়োগ করিনি। ইতিমধ্যেই যারা ডেফিতে বিনিয়োগ করেছেনা তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে দুএকটা ডেফি প্রজেক্ট ভালোও আছে। তবে সেগুলো কতটুকু নিরাপদ হবে সেটা চিন্তার বিষয়। আমি নিজেকে ডেফিতে বিনিয়োগের চেয়ে গতানুগতিক ধারায় বিনিয়োগে এখনো আগ্রহী।
আমিও এই প্রজেক্ট এর প্রতি মানুষের চাহিদা দেখে আশ্চর্য হয়েছিলাম। বর্তমানে এটি আবার ডাম্পিং পজিশনে চলে গিয়েছে। এখন এই আবার আগের জায়গায আসতে পারবে কি না সেই ভাবার বিষয়।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: JISAN on November 03, 2020, 08:32:36 AM
Defi এর দুর্বলতার কারন ডেফির সাকসেস দেখে এখন অগনিত স্কাম  ডেফি প্রজেক্ট লন্স করতেছে জার কারনে ডেফির প্রতি আস্তা সবার কমে যাচ্ছে
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Psycho on November 03, 2020, 08:38:48 AM
ডেফি প্রজেক্টে বিনিয়োগ আমার শুরু থেকেই ভালো লাগেনি। তাই আমি আজও কোন ডেফি টোকেনে বিনিয়োগ করিনি। ইতিমধ্যেই যারা ডেফিতে বিনিয়োগ করেছেনা তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে দুএকটা ডেফি প্রজেক্ট ভালোও আছে। তবে সেগুলো কতটুকু নিরাপদ হবে সেটা চিন্তার বিষয়। আমি নিজেকে ডেফিতে বিনিয়োগের চেয়ে গতানুগতিক ধারায় বিনিয়োগে এখনো আগ্রহী।
আমিও এই প্রজেক্ট এর প্রতি মানুষের চাহিদা দেখে আশ্চর্য হয়েছিলাম। বর্তমানে এটি আবার ডাম্পিং পজিশনে চলে গিয়েছে। এখন এই আবার আগের জায়গায আসতে পারবে কি না সেই ভাবার বিষয়।
টোকন টি ফার্স্ট টাইম অনেক হাই প্রাইস ছিল। কখনো ভাবতে পারি নাই টেকেন টি এরকম হয়ে যাবে। এত ডাম্প খাবে। টোকেন টি আগের জায়গায় আসতে পারলে সবার জন্য সুসংবাদ কারণ জারা হোল্ড করে তারা প্রায়ই এই টোকেন টি হোল্ড করে রেখেছে। আমরা চাই এটি যেন আবার আগের জায়গায় ফিরে আসতে পারে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Hasan986 on November 03, 2020, 01:57:56 PM
Defi প্রজেক্ট অনেক ভাবে সাকসেস হওয়াতে, অনেক হাইফ তুলে ছিলো। তবে কিছু অসাধু স্কাম প্রজেক্ট বের করায় অনেক মানুষ প্রতারণার স্বীকার হয়। তাই Defi এর মানুষ আস্থা হারিয়ে ফেলতেছে। একটা প্রজেক্টের মূল হাতিয়ার হচ্ছে ম্যানফোর্স। সেখানে ওটাই দূর্বল হয়ে গেলে প্রজেক্ট তো দূর্বল হবেই।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: JISAN on November 03, 2020, 03:37:49 PM
Defi প্রজেক্ট অনেক ভাবে সাকসেস হওয়াতে, অনেক হাইফ তুলে ছিলো। তবে কিছু অসাধু স্কাম প্রজেক্ট বের করায় অনেক মানুষ প্রতারণার স্বীকার হয়। তাই Defi এর মানুষ আস্থা হারিয়ে ফেলতেছে। একটা প্রজেক্টের মূল হাতিয়ার হচ্ছে ম্যানফোর্স। সেখানে ওটাই দূর্বল হয়ে গেলে প্রজেক্ট তো দূর্বল হবেই।
স্কামাররা আরো ভালো সুজগ পাইছিলো কারন Defi প্রজেক্ট এ Team না দিলেও চলে। তাই স্কামাররা without Team এ প্রজেক্ট চালায়ছে। টিম থাকলে প্রমশনের ক্ষেত্রে ফেক টিম ধরে ফেলে ফলে ইনভেস্টমেন্ট হয় না। তবে এ ক্ষেত্রে সেই ঝামেলা পোহাতে হয়নাই। তাই স্কাম করছে আরো সহজেই।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Apower$ on November 21, 2020, 08:07:43 AM
ডেফি প্রজেক্টে বিনিয়োগ আমার শুরু থেকেই ভালো লাগেনি। তাই আমি আজও কোন ডেফি টোকেনে বিনিয়োগ করিনি। ইতিমধ্যেই যারা ডেফিতে বিনিয়োগ করেছেনা তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে দুএকটা ডেফি প্রজেক্ট ভালোও আছে। তবে সেগুলো কতটুকু নিরাপদ হবে সেটা চিন্তার বিষয়। আমি নিজেকে ডেফিতে বিনিয়োগের চেয়ে গতানুগতিক ধারায় বিনিয়োগে এখনো আগ্রহী।

আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে একমত। অধিকাংশ যারা ডেফি প্রজেক্ট এ কাজ করে তাদের মধ্যে অনেকেই আজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমার মতে ডেফি প্রজেক্ট বেশি ভালো না বললেই চলে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Linda78 on November 21, 2020, 10:18:46 AM
ডেফি প্রজেক্টে বিনিয়োগ আমার শুরু থেকেই ভালো লাগেনি। তাই আমি আজও কোন ডেফি টোকেনে বিনিয়োগ করিনি। ইতিমধ্যেই যারা ডেফিতে বিনিয়োগ করেছেনা তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে দুএকটা ডেফি প্রজেক্ট ভালোও আছে। তবে সেগুলো কতটুকু নিরাপদ হবে সেটা চিন্তার বিষয়। আমি নিজেকে ডেফিতে বিনিয়োগের চেয়ে গতানুগতিক ধারায় বিনিয়োগে এখনো আগ্রহী।
ডেফি সম্পর্কে আমার কোন আইডিয়া নেই। এর সম্পর্কে ভালো করে জানালে ভালো করে বুঝতে পারব তাই যদি একটু কৃতজ্ঞ বোধ করেন তাহলে আমাদের একটু বুঝিয়ে বলবেন
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Linda78 on November 21, 2020, 10:21:08 AM
Defi টোকেন গুলো নিয়ে একটু বেশিই চিন্তিত ছিলাম। মনে হয় বড় রকমের একটা লস খেয়ে গেলাম। বুঝতাছি না সামনে কি হবে। Defi কোয়েন গুলা হোল্ড করাটাই আমার ঠিক হয়নি। তখনই যদি সেল করে দিতাম তাহলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না আমার।Defi এর প্রাইস কি আরো কমতে পারে। টোকেন গুলা আর কিছুদিন হোল্ড করা কি ভালো হবে। সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। অনেক সমস্যার মধ্যে আছি। টোকেন গুলা হোল্ড করবো নাকি এখনই সেল করে দিব। একটু সাজেশন দেন।
আপনি সত্যি কথাই বলেছেন । ডেফিতে বর্তমানে বিনিয়োগ করেভালো কোনো সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে না তাই কেউ টিপিতে বিয়ে করতে চাচ্ছে না করে মানুষ কিন্তু আমার কাছে কেমন লাগে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Kangaro45 on November 21, 2020, 10:37:23 AM
বেশ  কিছু Defi প্রজেক্ট কিছু অসাধু  ব্যবসায়ীর কারণে স্কাম হয়েছিল। এ কারণে defi প্রজেক্ট এর উপর সকলে আস্থা কমে যাচ্ছে। তাই বেশিরভাগ বিনিয়োগকারী defi বিনিয়োগ করতে চাচ্ছে না।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Chita76 on November 21, 2020, 03:30:00 PM
আমি আপনার পোস্ট কে সমর্থন করছি কারণ বর্তমান ডেফি প্রজেক্ট উন্নত এর দিকে যাচ্ছে না শুধু ডাম্পিং হচ্ছে ব্লকচেইন কে কখনো ডেফি সে ফালাতে পারবে না।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Ak600 on November 21, 2020, 03:31:43 PM
বেশ  কিছু Defi প্রজেক্ট কিছু অসাধু  ব্যবসায়ীর কারণে স্কাম হয়েছিল। এ কারণে defi প্রজেক্ট এর উপর সকলে আস্থা কমে যাচ্ছে। তাই বেশিরভাগ বিনিয়োগকারী defi বিনিয়োগ করতে চাচ্ছে না।
জি ভাই আপনি ঠিক কথাই বলেছেন কারণ অসাধু ব্যবসায়ীর কারণে স্কাম হয় প্রজেক্ট
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Akhi600 on November 21, 2020, 03:41:12 PM
ডেফি প্রজেক্টে বিনিয়োগ আমার শুরু থেকেই ভালো লাগেনি। তাই আমি আজও কোন ডেফি টোকেনে বিনিয়োগ করিনি। ইতিমধ্যেই যারা ডেফিতে বিনিয়োগ করেছেনা তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে দুএকটা ডেফি প্রজেক্ট ভালোও আছে। তবে সেগুলো কতটুকু নিরাপদ হবে সেটা চিন্তার বিষয়। আমি নিজেকে ডেফিতে বিনিয়োগের চেয়ে গতানুগতিক ধারায় বিনিয়োগে এখনো আগ্রহী।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে একটি মতামত দেওয়ার জন্য এরকম মতামত দেওয়ার জন্য আমরা যারা নতুন আছি আমাদের সবার উপকারে আসবে
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Ronald on November 22, 2020, 04:51:12 AM
DeFi space এ যদি আপনি ভিজিট করে থাকেন। তাহলে অবশ্যই আগের মার্কেট cap দেখতে পাবেন। বর্তমানে কি ধরনের পরিবর্তন এসেছে। এইভাবে বাজার নিচের দিকে নামতে থাকে তাহলে বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সময়ে এসে আমার মনে হচ্ছে, আমি যে DeFi টোকেন গুলো কিনেছি সেগুলো থেকে 1000 ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হবো। আমি গতকালকেও Near protocol কিনেছি ও দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা করেছি। বিটকয়েনের তীব্র বিক্রি আমাদের বেশ অবাক করে দিয়েছিল। কারণ অনেকগুলি বিনিয়োগকারী পূর্বে অনুমান করেছিলেন যে প্রধান ডিজিটাল সম্পদের মধ্যে ব্যবসায়ীদের উচ্চ বিটা সম্পদে আরও মূলধন বরাদ্দ করতে পরিচালিত করবে। যা একমাত্র DeFi তে সম্ভব। এখনও অবধি, এটি ঘটেনি। ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই। আপনি কি মনে করেন? চলুন আলোচনা করি।
আমার মনে হয় ডেফি আর এগোতে পারবে না। ডেফির দিন শেষ হয়ে আসছে মনে হচ্ছে। সব কয়েনের দাম ডাম্প হচ্ছে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Ronald on November 22, 2020, 06:52:50 PM
ডেফির দিন আবার কি শেষ হতে চলেছে? তবে আমার যেটা বিশ্বাস ডেফি কয়েদিন আগে হুট করে  এসে বাজারে এক নতুন স্থান দখল করেছিল। বিনিয়োগকরীদের স্রোত নেমেছিল।  এখন আর তা নেই। অনেকাটাই কমে গেছে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Triedboy on November 23, 2020, 01:20:44 AM
আসলে আমি কিছুদিন ধরে এটা লক্ষ্য করছি।DeFi বেশিরভাগ প্রজেক্টগুলো ভালো হচ্ছে না। আসলে সত্যি কথা বলতে কি হঠাৎ করে এই কয়েনটি অনেক বেড়েছিল যে জন্য কি অবস্থা। এর বর্তমান অবস্থা অনেক খারাপ আমি দেখেছি অতএব যারা এই প্রজেক্টে ইনভেস্ট করেছিল অবশ্যই তারা বড় ধরনের একটা লস এর মুখে পড়বে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Triedboy on November 23, 2020, 01:22:34 AM
Defi প্রজেক্ট অনেক ভাবে সাকসেস হওয়াতে, অনেক হাইফ তুলে ছিলো। তবে কিছু অসাধু স্কাম প্রজেক্ট বের করায় অনেক মানুষ প্রতারণার স্বীকার হয়। তাই Defi এর মানুষ আস্থা হারিয়ে ফেলতেছে। একটা প্রজেক্টের মূল হাতিয়ার হচ্ছে ম্যানফোর্স। সেখানে ওটাই দূর্বল হয়ে গেলে প্রজেক্ট তো দূর্বল হবেই।
স্কামাররা আরো ভালো সুজগ পাইছিলো কারন Defi প্রজেক্ট এ Team না দিলেও চলে। তাই স্কামাররা without Team এ প্রজেক্ট চালায়ছে। টিম থাকলে প্রমশনের ক্ষেত্রে ফেক টিম ধরে ফেলে ফলে ইনভেস্টমেন্ট হয় না। তবে এ ক্ষেত্রে সেই ঝামেলা পোহাতে হয়নাই। তাই স্কাম করছে আরো সহজেই।

হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন মূলত এই প্রজেক্টে এরকম ঘটনা ঘটেছে। যার কারণে বেশিরভাগ প্রজেক্টগুলো স্কাম হয়েছে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: AGM on November 24, 2020, 07:38:23 AM
কিছুদিন আগেও ডেফি ছিল সবার শির্ষে। কেউ কল্পনাও করেনি যে ডেফি প্রজেক্ট গুলো এততাড়াতাড়ি ডাউন হয়ে যাবে। বর্তামানে ডেফির বেশির ভাগ প্রজেক্টগুলো  ডাউন ট্রেন্ডে আছে। ভবিষ্যতে কি করে সেটই দেখার বিষয়।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Halkpro on November 24, 2020, 02:41:05 PM
প্রথম দিকে আমি মনে করছিলাম Defi অনেক ভালো।  আর ভালো ছিলোও কিন্তু এখন আর খারাপের দিকে যাচ্ছে।  প্রথম দিকে Defi তে ভালো প্রজেক্ট আসতো কিন্তু এখন সেটারি সুযোগ নিয়ে কিছু ব্যাক্তি এটাকে ব্যবহার করে স্কাম প্রজেক্ট আনতেছে যার জন্য অনেক হান্টার কাজ করা বাদও দিচ্ছে।             
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Magepai on December 09, 2020, 02:29:48 PM
DeFi project যখন নতুন এসেছিল তখন কিন্তু এর জনপ্রিয়তা ব্যাপক ছিল। তখন ইনভেস্টর রা DeFi এর নাম শুনলে সাথে সাথে সেই কয়েন এর উপর ইনভেস্ট করতে। এখান থেকে তারা অনেক লাভবান হতো। কিন্তু বর্তমানে কিছু স্কাম প্রজেক্ট চলায় এটি আস্তে আস্তে নিম্নের দিকে ধাবিত হচ্ছে। স্পামিং যদি বন্ধ না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু আমি মনে করি এই প্রজেক্টটি শেষ হয়ে যাবে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Magepai on December 09, 2020, 02:33:11 PM
প্রথম দিকে আমি মনে করছিলাম Defi অনেক ভালো।  আর ভালো ছিলোও কিন্তু এখন আর খারাপের দিকে যাচ্ছে।  প্রথম দিকে Defi তে ভালো প্রজেক্ট আসতো কিন্তু এখন সেটারি সুযোগ নিয়ে কিছু ব্যাক্তি এটাকে ব্যবহার করে স্কাম প্রজেক্ট আনতেছে যার জন্য অনেক হান্টার কাজ করা বাদও দিচ্ছে।             

আপনার কথা ঠিক আছে। বর্তমানে এরকম হয় আসলে বাউন্টি হান্টার এই প্রজেক্টে কাজ করছে না। আর যখন এই প্রজেক্ট নতুন এসেছিল বাউন্টি হান্টার যদি শুনতো DeFi নামের কোন প্রজেক্ট এসেছে। সাথে সাথে হুমরি খেয়ে মানুষ সেখানে অংশগ্রহণ করত। বর্তমানে এরকমটা লক্ষ্য করা যাচ্ছে না। আপনাদের কি মনে হয় এই প্রজেক্টটি কি উন্নত হবে নাকি ডাম্পিং হবে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Kangaro45 on December 09, 2020, 03:31:43 PM
প্রথমদিকে আমিও আপনার মত Defi প্রজেক্ট নিয়ে অনেক আশান্বিত ছিলাম ।কিন্তু দিন যত যাচ্ছে ততই হতাশ হচ্ছি।Defi  মার্কেট দিন দিন নিচের দিকে যাচ্ছে। যারা এখানে বিনিয়োগ করেছিল তারা বড় লছের সম্মুখীন হচ্ছে। সবাই ধারণা করেছিল ভবিষ্যতে অনেক ভালোপ্রফিট পাওয়া যাবে কিন্তু বাস্তবে তার উল্টোটাই হয়েছে ।এভাবে চলতে থাকলে সবাই Defi প্রজেক্ট থেকে মুখ ফিরিয়ে নেবে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Mrkadir85 on December 09, 2020, 04:14:33 PM
অনেক বিনিয়োগকারী প্রথম অবস্থায় Defi প্রজেক্ট গুলো দেখে সবাই ভেবেছিল ভবিষ্যতে এটি হয়তো ক্রিপ্টোকারেন্সিতে অনেক ভালো একটা অবস্থান করে নেবে। কিন্তু দিন যত যাচ্ছে মার্কেট যতই খারাপ খারাপ এর দিকে যাচ্ছে। বিনিয়োগকারীরা বা জারা এটি হোল্ড করেছিল তারা সবাই আজ ভীষণ হতাশ হয়ে পড়েছে। দিন যতই যাচ্ছে মার্কেট ততটাই খারাপের দিকে প্রস্থান করছে যা কেউ কল্পনাও করতে পারেনি।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Niloy on December 09, 2020, 04:52:55 PM
DeFi space এ যদি আপনি ভিজিট করে থাকেন। তাহলে অবশ্যই আগের মার্কেট cap দেখতে পাবেন। বর্তমানে কি ধরনের পরিবর্তন এসেছে। এইভাবে বাজার নিচের দিকে নামতে থাকে তাহলে বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সময়ে এসে আমার মনে হচ্ছে, আমি যে DeFi টোকেন গুলো কিনেছি সেগুলো থেকে 1000 ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হবো। আমি গতকালকেও Near protocol কিনেছি ও দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা করেছি। বিটকয়েনের তীব্র বিক্রি আমাদের বেশ অবাক করে দিয়েছিল। কারণ অনেকগুলি বিনিয়োগকারী পূর্বে অনুমান করেছিলেন যে প্রধান ডিজিটাল সম্পদের মধ্যে ব্যবসায়ীদের উচ্চ বিটা সম্পদে আরও মূলধন বরাদ্দ করতে পরিচালিত করবে। যা একমাত্র DeFi তে সম্ভব। এখনও অবধি, এটি ঘটেনি। ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই। আপনি কি মনে করেন? চলুন আলোচনা করি।
ভাই আমি একজন নতুন ইউজার।Defi  project সম্পর্কে আমি কিছুই জানি না। প্রজেক্টির মার্কেটে খুব বাজে অবস্থা  হওয়ায় এতে যারা এতে বিনিয়োগ করেছেন তাদের জন্য সত্যিই   অনেক দুঃখের বিষয়।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Fawpac2 on December 09, 2020, 05:10:46 PM
আসলে DeFi প্ল্যাটফর্ম এমন একটি প্রজেক্ট যেটা কিছুদিন আগে নতুন এসেছিল।প্রথম অবস্থায় এর দাম অনেক কম থাকলেও একসময় এমন ভাবে বাড়তে শুরু করেছিল যে আমাদের সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু ওই টোকেন টা এখন অনেক কমে গেছে। ঠিক যেভাবে বাড়তে শুরু করেছিল ওই ভাবেই আবার কমে গেছে। তাই যারা এই কয়েনটা তে বিনিয়োগ করেছিল আজকে তাদের অনেক লস হতে চলেছে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Princeraju on December 09, 2020, 10:10:08 PM
DeFi প্রজেক্ট সবচেয়ে বেশি সাকসেসফুল হওয়ার কারণে, বর্তমানে বাজারে hype উঠেছে। DeFi এর পরিষেবাগুলি বিকেন্দ্রীভূত বিভিন্ন লোকজনের মধ্যে পৌঁছে দিতে সক্ষম। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি ও ফিন্যান্স এর মধ্যে সম্পর্ক যুগল। DeFi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ করলে লাভবান সম্ভব, তাই বিনিয়োগের মাত্রা বেড়েই চলে। Uniswap বড় ভূমিকা পালন করে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Casual on December 12, 2020, 08:04:00 AM
বর্তমান সময়ে DeFi project এর জনপ্রিয়তা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। তার বেশ কিছু কারণ আমরা জানতে পেরেছি।আমি মনে করি বেশ কিছু প্রজেক্ট স্কাম হয়েছে যে কারণে এই প্রজেক্ট এর জনপ্রিয়তা কিছুটা কমেছে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Salauddin on December 12, 2020, 08:11:17 AM
বর্তমান সময়ে DeFi project এর জনপ্রিয়তা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। তার বেশ কিছু কারণ আমরা জানতে পেরেছি।আমি মনে করি বেশ কিছু প্রজেক্ট স্কাম হয়েছে যে কারণে এই প্রজেক্ট এর জনপ্রিয়তা কিছুটা কমেছে।

এটা সাভাবিক যে সব জায়গাতেই অনেক প্রোজেক্ট স্ক্যাম এর শিকার হয় আর এরা হচ্ছে স্ক্যাম করে মার্কেট কে দাবায়ে রাখতে চায় তার থেকেও বড় কথা হচ্ছে যে স্ক্যামেরপ্রধান কারন আমাদের বুঝতে পারার দুর্বলতা আমরা না বুঝেই অনেক সময় অনেক স্ক্যাম প্রোজেক্ট প্রোমোট করে থাকি।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Markuri33 on December 12, 2020, 11:25:42 PM
আসলে DeFi প্ল্যাটফর্ম এমন একটি প্রজেক্ট যেটা কিছুদিন আগে নতুন এসেছিল।প্রথম অবস্থায় এর দাম অনেক কম থাকলেও একসময় এমন ভাবে বাড়তে শুরু করেছিল যে আমাদের সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু ওই টোকেন টা এখন অনেক কমে গেছে। ঠিক যেভাবে বাড়তে শুরু করেছিল ওই ভাবেই আবার কমে গেছে। তাই যারা এই কয়েনটা তে বিনিয়োগ করেছিল আজকে তাদের অনেক লস হতে চলেছে।

হ্যাঁ ভাই কথাগুলো ঠিক আছে।আমি অনেক সময় লক্ষ করেছি হঠাৎ করে যদি কোন কিছু উপরে উঠে সেটা আবার হঠাৎ করেই অনেক নিচে নেমে যায় এরকম ঘটনা আমি অহরহ দেখেছি। এরকম কথা গুলো বাংলা অনেক রকমের প্রবাদ আছে আমরা সেটা জানি। তার পরেও আমি মনে করি যে DeFi এর প্রাইস আমি মনে করে আবারো কিছুটা হলেও ভালো হবে।কিন্তু ফোরামে সবাইকে একটু ধৈর্য ধারণ করে থাকতে হবে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Jaya60 on December 15, 2020, 02:00:19 AM
DeFi প্রজেক্ট এর জনপ্রিয়তা কমেছে তার মূল কারণ কমার পেছনে রয়েছে অনেক স্কাম প্রজেক্ট চালিয়েছে DeFi নাম করে। যে কারণে মানুষের বিশ্বাস আস্থে আস্থে হারিয়ে ফেলেছে এই প্রোজেক্টের প্রতি।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Jaya60 on December 15, 2020, 02:02:08 AM
অনেক বিনিয়োগকারী প্রথম অবস্থায় Defi প্রজেক্ট গুলো দেখে সবাই ভেবেছিল ভবিষ্যতে এটি হয়তো ক্রিপ্টোকারেন্সিতে অনেক ভালো একটা অবস্থান করে নেবে। কিন্তু দিন যত যাচ্ছে মার্কেট যতই খারাপ খারাপ এর দিকে যাচ্ছে। বিনিয়োগকারীরা বা জারা এটি হোল্ড করেছিল তারা সবাই আজ ভীষণ হতাশ হয়ে পড়েছে। দিন যতই যাচ্ছে মার্কেট ততটাই খারাপের দিকে প্রস্থান করছে যা কেউ কল্পনাও করতে পারেনি।

এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি রে মোটামুটি ভালো স্থান দখল করে নিয়েছিল। এর মধ্যে প্রচুর বিনিয়োগকারীরা ইনভেস্ট করেছিলো যে কারণে হঠাৎ করে এই প্রোজেক্টের চাহিদা এত বেড়ে গিয়েছিলো। বর্তমানে দুই একটি প্রজেক্ট স্কাম হওয়ার কারণে এর জনপ্রিয়তা কিছুটা কমে গিয়েছে।আমার বিশ্বাস এই প্রযুক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে এবং জনপ্রিয়তা আবার বাড়বে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Tamsialu$$ on December 19, 2020, 04:06:44 PM
আসিল দেখা গিয়েছিল কি মানুষ বেশি লাভের আশায় এখানে গিয়েছিল এবং এখান থেকে অনেকেই দেখা গিয়েছিল অনেক লাভবান হয়েছে। অল্পদিনের মধ্যে এরকম লাভবান হওয়া সবাইকে তাক করে দিয়েছিল তাই সবাই এই প্রোজেক্টের দিকে অনেক ইনভেস্ট শুরু করেছিল। কিন্তু এর মধ্যে অনেক রিস্ক ছিল তাস থাকা সত্বেও এখানে বিনিয়োগ করতে শুরু করেছিল অধিক লোক যে কারণে তারা অনেক ক্ষতিতে পড়েছে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Alvida on January 28, 2021, 04:20:24 PM
হ্যাঁ ভাই তাহলে তো বিষয়টি খুব আপনার জন্য দুঃখজনক কারণ ডি ই এফ আই দিন দিন এটি নিচের দিকে নামতে সে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Acifix on February 01, 2021, 08:45:41 AM
আপনার সাথে আমি একমত। আপনি যে কথাগুলো বলেছেন। আমার মনে হয় সেই কথা গুলো ঠিকই আছে। কারণ Defiএটা প্রথম দিক থেকে ভালো প্রজেক্ট নিয়ে আসতো। এখন সেটারই সুযোগ  নিয়ে কিছু লোক স্কাম প্রজেক্ট আনতেছে। যার কারণে Defiএর কাজ বাদ হয়ে যাচ্ছে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Herry on February 01, 2021, 09:49:38 AM
ডেফি প্রজেক্টে বিনিয়োগ আমার শুরু থেকেই ভালো লাগেনি। তাই আমি আজও কোন ডেফি টোকেনে বিনিয়োগ করিনি। ইতিমধ্যেই যারা ডেফিতে বিনিয়োগ করেছেনা তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে দুএকটা ডেফি প্রজেক্ট ভালোও আছে। তবে সেগুলো কতটুকু নিরাপদ হবে সেটা চিন্তার বিষয়। আমি নিজেকে ডেফিতে বিনিয়োগের চেয়ে গতানুগতিক ধারায় বিনিয়োগে এখনো আগ্রহী।
খুব ভালো লাগলো ভাই আপনার এই রিপ্লাই করে। আমিও খুব ভালোভাবে এনালাইজ করে জানতে পারলাম যে বর্তমানে যে সকল Defi টোকেন মার্কেটে এসেছে তার প্রায় সবগুলোই সিট টোকেন হয়েছে। অনেকেই এই Defi টোকেন কিনে বিনিয়োগ করে বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই আমি মনে করি এই টোকেনগুলোতে বিনিয়োগ না করাই ভালো।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Mj joy on February 01, 2021, 09:52:01 AM
DeFi space এ যদি আপনি ভিজিট করে থাকেন। তাহলে অবশ্যই আগের মার্কেট cap দেখতে পাবেন। বর্তমানে কি ধরনের পরিবর্তন এসেছে। এইভাবে বাজার নিচের দিকে নামতে থাকে তাহলে বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সময়ে এসে আমার মনে হচ্ছে, আমি যে DeFi টোকেন গুলো কিনেছি সেগুলো থেকে 1000 ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হবো। আমি গতকালকেও Near protocol কিনেছি ও দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা করেছি। বিটকয়েনের তীব্র বিক্রি আমাদের বেশ অবাক করে দিয়েছিল। কারণ অনেকগুলি বিনিয়োগকারী পূর্বে অনুমান করেছিলেন যে প্রধান ডিজিটাল সম্পদের মধ্যে ব্যবসায়ীদের উচ্চ বিটা সম্পদে আরও মূলধন বরাদ্দ করতে পরিচালিত করবে। যা একমাত্র DeFi তে সম্ভব। এখনও অবধি, এটি ঘটেনি। ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই। আপনি কি মনে করেন? চলুন আলোচনা করি।
আমি Near protocol অনেক আলোচনা এবং ঘাটাঘাটি করেছি। এই কয়েনটা যদি আপনি কিনে থাকেন তাহলে আপনাকে লং টাইম এর জন্য হোল্ড করতে।আমি সরাসরি টিমের সাথে আলোচনা করেছি তাদের রোড ম্যাপ আমার মাঝে স্থাপন করেছে। তারা বলেছে তারা এই Near protocol অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে।আমি আশা করি আপনি যদি এই কয়েনটা দীর্ঘ সময়ের জন্য হোল্ড করেন তাহলে আপনি অনেক প্রফিট পাবেন বলে আমি মনে করি। আমি কিন্তু অলরেডি এই কয়েনটা কিনে নিয়েছি।
   আমি আপনার সাথে একমত Near protocol  সম্পর্কে আমিও কিছুটা ধারনা পেয়েছি  আমি শুনেছি সামনে নাকি এটা পাম্প করার সম্ভাবনা আছে  তাই আমি বলব যারা  হোল্ড  করতে চান Near protocol  হোল্ড করলে সামনে অনেক বড় প্রফিট পাওয়া যাবে

 ধন্যবাদ
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Emon khan on February 01, 2021, 04:56:40 PM
ডেফি প্রজেক্টে বিনিয়োগ আমার শুরু থেকেই ভালো লাগেনি। তাই আমি আজও কোন ডেফি টোকেনে বিনিয়োগ করিনি। ইতিমধ্যেই যারা ডেফিতে বিনিয়োগ করেছেনা তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে দুএকটা ডেফি প্রজেক্ট ভালোও আছে। তবে সেগুলো কতটুকু নিরাপদ হবে সেটা চিন্তার বিষয়। আমি নিজেকে ডেফিতে বিনিয়োগের চেয়ে গতানুগতিক ধারায় বিনিয়োগে এখনো আগ্রহী। এবং আমি মনে করি প্রজেক্টে বেশি ভালো না আমিয়ে ফ্রেমে নতুন কাজ করতেছি আর এটি কেমন হতে পারে আমার ততটা ধারণা নেই বড় সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ আমাকে জানিয়ে যাবেন।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Acifix on February 02, 2021, 04:05:21 AM
প্রথমত Defiপ্রজেক্টে দেখে ভেবেছিলো এটা অনেক ভালো। এটা মানুষের মাঝে একটা ভালো পজিশনে আসবে।কিন্তু এখন মনে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি পজেক্ট আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। ভবিষ্যতে কিপ্ট কারেন্সি কোন পজিশনে যাবে তা বলা যাচ্ছে না।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Acifix on February 02, 2021, 05:50:48 AM
ভাই আমি এই ইউজারের নতুন একজন। তাই আমার Defi projectসম্পর্কে অতটা ধারণা নেই। আমি এই পোস্ট টি পড়ে ছোটা ধারণা পেয়েছি।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: SobujAkash#8 on February 02, 2021, 07:00:20 AM
আমি এই ফোরামে নতুন তাই।Defi সম্পর্কে ভালো করে জানা নেই। কিন্তু এই পোস্টটি পড়ে আমি জানতে পারলাম যে Defi একটা নতুন প্রজেক্ট আগে এ প্রজেক্ট এর দাম কম ছিল কিন্তু বর্তমানে এর দাম ভালোই বেড়েছে। কিন্তু বর্তমানে যাদের এই কয়েন আছে তাদের অনেক লস হতে চলেছে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: AlviNess on February 09, 2021, 10:48:39 AM
জি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন বর্তমানে DeFi এর দুর্বলতা বেড়েই চলেছে। DeFiঅধিকাংশ প্রজেক্টগুলো স্কাম হয়ে থাকে। যার ফলে দিন দিন এই প্রজেক্টগুলোর প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। তবে আশা করছি খুব শীঘ্রই আবার মার্কেটে শক্তিশালী ভাবে ফিরে আসবে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Batch18-19 on February 12, 2021, 03:27:08 PM
DeFi space এ যদি আপনি ভিজিট করে থাকেন। তাহলে অবশ্যই আগের মার্কেট cap দেখতে পাবেন। বর্তমানে কি ধরনের পরিবর্তন এসেছে। এইভাবে বাজার নিচের দিকে নামতে থাকে তাহলে বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সময়ে এসে আমার মনে হচ্ছে, আমি যে DeFi টোকেন গুলো কিনেছি সেগুলো থেকে 1000 ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হবো। আমি গতকালকেও Near protocol কিনেছি ও দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা করেছি। বিটকয়েনের তীব্র বিক্রি আমাদের বেশ অবাক করে দিয়েছিল। কারণ অনেকগুলি বিনিয়োগকারী পূর্বে অনুমান করেছিলেন যে প্রধান ডিজিটাল সম্পদের মধ্যে ব্যবসায়ীদের উচ্চ বিটা সম্পদে আরও মূলধন বরাদ্দ করতে পরিচালিত করবে। যা একমাত্র DeFi তে সম্ভব। এখনও অবধি, এটি ঘটেনি। ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই। আপনি কি মনে করেন? চলুন আলোচনা করি।
শুরুর দিকে এই প্রজেক্ট এর জনপ্রিয়তা একেবারে ছিল না বললেই চলে। তবে সময়ের সাথে সাথে এই প্রজেক্ট এর জনপ্রিয়তা এবং চাহিদা বেড়ে চলছে। বর্তমানে এই প্ল্যাটফর্মটি অন্যতম একটি সেরা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আশা করছি ভবিষ্যতে এই প্লাটফর্ম আরো মানুষের হৃদয়ে জায়গা করে নিবে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Tubelight on March 22, 2021, 06:13:17 AM
DeFi space এ যদি আপনি ভিজিট করে থাকেন। তাহলে অবশ্যই আগের মার্কেট cap দেখতে পাবেন। বর্তমানে কি ধরনের পরিবর্তন এসেছে। এইভাবে বাজার নিচের দিকে নামতে থাকে তাহলে বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সময়ে এসে আমার মনে হচ্ছে, আমি যে DeFi টোকেন গুলো কিনেছি সেগুলো থেকে 1000 ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হবো। আমি গতকালকেও Near protocol কিনেছি ও দীর্ঘমেয়াদী হোল্ড করার পরিকল্পনা করেছি। বিটকয়েনের তীব্র বিক্রি আমাদের বেশ অবাক করে দিয়েছিল। কারণ অনেকগুলি বিনিয়োগকারী পূর্বে অনুমান করেছিলেন যে প্রধান ডিজিটাল সম্পদের মধ্যে ব্যবসায়ীদের উচ্চ বিটা সম্পদে আরও মূলধন বরাদ্দ করতে পরিচালিত করবে। যা একমাত্র DeFi তে সম্ভব। এখনও অবধি, এটি ঘটেনি। ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নেই। আপনি কি মনে করেন? চলুন আলোচনা করি।
বর্তমানে DeFi গুলোই বেশি পরিমাণ কম হয়ে থাকে। এজন্যই এই প্রজেক্ট গুলোর দুর্বলতা দিন দিন বেড়েই চলেছে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Azharul on April 25, 2021, 02:22:41 AM
আমরা জানি বর্তমান সময়ে Defi একটি ভালো প্রজেক্ট।তবে মাঝে মাঝে এই সকল প্রজেক্ট গুলোতে একটু দুর্বলতা দেখা গেছে।যেটা ক্রিপ্টো জগতের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার বলে আমি মনে করি।আমরা লক্ষ করেছি যে এই রকম প্রজেক্ট গুলো মাঝে মাঝে স্কাম হয়ে থাকে।যেটা সাধারণ মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে।তাই আমি মনে করি এই সকল কারণে Defi এর দুর্বলতা বেড়েই চলেছে।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Angel julian on April 25, 2021, 07:06:39 AM
বর্তমানে DeFI এর দুর্বলতা বেড়ে চলেছে। এটি বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। তবে আমি এই বিষয়ে জানতে চাই এটি কিসের দুর্বলতা বেড়েছে সে বিষয়ে আমার জানতে খুব ইচ্ছা তাই সকল সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ যে আমাকে দয়া করে জানিয়ে যাবেন। ফর্মে নতুন কাজ করতেছি এগুলো সম্পর্কে তেমন আমার ধারণা নেই । মনে করে যে সকল সিনিয়র বড় ভাই রাজুদা আমাকে হেল্প করেন তাহলে আমি আস্তে আস্তে সব বিষয়ে জানতে পারবো। কল সিনিয়র মেম্বার দের কাছে অনুরোধ করছি যে তারা মাকে জানিয়ে যাবেন।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Madmax789 on November 21, 2022, 07:45:05 PM
আমি defi সম্পর্কে অনেক কিছু জানি না। তবে আমি বলতে পারি এটি অন্যান্য জনপ্রিয় ক্রিপ্টো হিসাবে উঠতে পারে না।
Title: Re: বর্তমানে DeFI এর দুর্বলতা‌ বেড়েই চলছে
Post by: Fulshai on December 14, 2023, 01:58:14 AM
আমি এই ফোরামে নতুন। তাই DeFI প্রজেক্ট সম্পর্কে ফোরামের সিনিয়রদের পোস্টগুলো পড়ে বুঝতে পারলাম যে আসলেই ডি ই এফ আই একটু দুর্বল প্রজেক্ট। কারণ বর্তমানে সব প্রজেক্টি উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু DeFI প্রজেক্ট দেখা যাচ্ছে অবনতি হচ্ছে। আশা করি ভবিষ্যতে DeFI প্রজেক্ট এর মালিকের অতিরিক্ত সচেতন হওয়া উচিত। তাহলে প্রজেক্টটি অনেক উন্নতি অর্জন করবে।