Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Markuri33 on January 08, 2021, 02:11:27 AM

Title: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Markuri33 on January 08, 2021, 02:11:27 AM
বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ 40 হাজার ডলারে উঠেছিল আজকে রাত্রিবেলায়। আপনাদের কি মনে হয় বিটকয়েনের প্রাইস কি 2021 সালের মধ্যে 50 হাজার ডলারে যেতে পারে?
সবার মতামত জানতে চাই সত্যিই কি 50 হাজার ডলারে যেতে পারবে বিটকয়েন প্রাইস।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Milon626 on January 08, 2021, 02:58:36 AM
বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ 40 হাজার ডলারে উঠেছিল আজকে রাত্রিবেলায়। আপনাদের কি মনে হয় বিটকয়েনের প্রাইস কি 2021 সালের মধ্যে 50 হাজার ডলারে যেতে পারে?
সবার মতামত জানতে চাই সত্যিই কি 50 হাজার ডলারে যেতে পারবে বিটকয়েন প্রাইস।
ভাই বিটকয়েন এখন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে।  প্রায় প্রত্যেক দিনই নতুন করে রেকর্ড গড়ে তুলছে।  ইতোমধ্যে বিটকয়েন পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে।  এভাবে চলতে থাকলে ২০২১ সালের পুরোটা লাগবে না, ফেব্রুয়ারিতেই ইনশাআল্লাহ ৫০০০০ ডলার হিট করবে।                                   
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Angel jara on January 08, 2021, 03:30:37 AM
বর্তমান সময়ে বিটকয়েনের দাম 40 হাজার ডলার। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত তারা সবাই ভবিষ্য বাণী করেছিল 2021 সালের শেষদিকে বিটকয়েনের দাম 30 থেকে 35 হাজার ডলার হবে কিন্তু 2021 সাল শুরু না হতে হয় 35 হাজার ডলার ছাড়িয়ে গেছে। যেখানে কিছুদিন আগেও বিটকয়েনের দাম ছিল 19 হাজার ডলার।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: XM8 on January 08, 2021, 06:42:36 AM
সত্যি কথা বলতে কি বিটকয়েন এর মূল্য যেভাবে রকেট স্পিডে লাগামহীন পাগলা ঘোড়ার মতো বৃদ্ধি পাচ্ছে তাতে করে মনে হচ্ছে বিটকয়েন এর পক্ষে যেকোনো রেকর্ড ভাঙ্গা অসম্ভব নয়।কালকে রাত্রে আমি যখন বিট কয়েনের মূল্য পর্যবেক্ষণ করি তখন দেখতে পারি বিটকয়েন 40 হাজার ডলার স্পর্শ করেছে। তাই এই বৃদ্ধির ধারা দেখে আমি মনে করি বিটকয়েন এর 50 হাজার ডলারে স্পর্শ করতে সারা বছর লাগবে না অতি দ্রুতই বিটকয়েন 50 হাজার ডলার স্পর্শ করবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Cristiano on January 08, 2021, 07:51:21 AM
বর্তমানে বিটকয়েন অনেকটাই ঊর্ধ্বমুখী। দিন যত যাচ্ছে বিটকয়েনের দাম তত বৃদ্ধি পাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েনের দাম অধিকমাত্রায় বেড়ে গিয়েছে। যেটা কেউ কল্পনা করতে ছিল না এত দাম বাড়বে। বিটকয়েন ইতোমধ্যে 40 হাজার ডলার ছাড়িয়ে গেছে।যদি এভাবে তার দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে আশা করা যাচ্ছে 2021 সালের মধ্যে বিটকয়েন 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: salukhe on January 08, 2021, 07:56:49 AM
বিটকয়েন যে এত তাড়াতাড়ি রেকর্ড ভাঙ্গবে তা আমাদের কখনো জানা ছিল না। যেভাবে বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে ৫০ হাজার ডলারে পৌঁছাতে তেমন সময় লাগবে না। ফেব্রুয়ারী আর মার্চ এই দুই মাসের মধ্যেই বিটকয়েনের দাম ৫০ হাজার ডলারে পৌঁছাবে। ইনশাআল্লাহ
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Magepai on January 08, 2021, 10:04:56 AM
বিটকয়েনের প্রাইস সবার ধারনা ছিল 2021 সালের মধ্যে হয়তোবা 30 হাজার ডলার হবে।কিন্তু 2021 সালের জানুয়ারি প্রথম দিকেই যে এর প্রাইস এতটা ষাঁড় দৌড়ের মতো এগিয়ে যাবে সেটা কল্পনাও করতে পারছিলাম না। বিটকয়েনের প্রাইস 40 হাজার ডলারে কিছুখন ছিল কিন্তু তারপরে আবারো কিছুটা কমে গিয়েছে। কিন্তু আবারো বিটকয়েনের প্রাইস আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে হয়তো কয়েকদিনের মধ্যেই 40 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Emon khan on January 08, 2021, 05:06:20 PM
ভাই বিটকয়েন এখন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে।  প্রায় প্রত্যেক দিনই নতুন করে রেকর্ড গড়ে তুলছে।  ইতোমধ্যে বিটকয়েন পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে।  এভাবে চলতে থাকলে ২০২১ সালের পুরোটা লাগবে না, ফেব্রুয়ারিতেই ইনশাআল্লাহ ৫০০০০ ডলার হিট করবে।               
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: LeziT on January 08, 2021, 05:48:46 PM
বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ 40 হাজার ডলারে উঠেছিল আজকে রাত্রিবেলায়। আপনাদের কি মনে হয় বিটকয়েনের প্রাইস কি 2021 সালের মধ্যে 50 হাজার ডলারে যেতে পারে?
সবার মতামত জানতে চাই সত্যিই কি 50 হাজার ডলারে যেতে পারবে বিটকয়েন প্রাইস।
বিটকয়েন ইতোমধ্যে 41 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। বিটকয়েনের দাম অনেক দিন ধরে বৃদ্ধির পথে। দিন যত যাচ্ছে বিটকয়েনের দাম তত বৃদ্ধি পাচ্ছে। দিনের-পর-দিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে বিটকয়েন। বিটকয়েনের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে খুবই তাড়াতাড়ি 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Tamsialu$$ on January 11, 2021, 01:36:29 AM
বিটকয়েনের প্রাইস সময়ের সাথে সাথে অনেক উন্নত হচ্ছে। শুধু তাই নয় আমরা দেখেছি ভারতে বেশ কিছুদিন আগে বিটকয়েনের বৈধতা। এটা আমাদের বাংলাদেশীদের জন্য অনেক ভালো খবর আমরা ভারতের সাথে বিভিন্ন ধরনের বাণিজ্যিক লেনদেন করে থাকি। যখন তারা বাংলাদেশিদের সাথে শেয়ার করবে যে বিটকয়েনের মাধ্যমে লেনদেন করতে হবে এর মাধ্যমে লেনদেন করলে কিন্তু অনেক খরচ কম হয়।যখন বাংলাদেশিরা এটা বুঝতে পারবে তখন হয়তো সরকার পদক্ষেপ নেবে বিটকয়েন বৈধতা দেওয়ার জন্য। এবং আরো একটি ভালো নিউজ রয়েছে সেটা হচ্ছে চায়নারা ভার্চুয়াল মুদ্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে।বিটকয়েনের প্রাইস যে কতটা বৃদ্ধি পাবে তা বিশ্লেষণ করে এখন বলতে পারছিনা।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Irfan12@ on January 11, 2021, 05:02:24 AM
বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ 40 হাজার ডলারে উঠেছিল আজকে রাত্রিবেলায়। আপনাদের কি মনে হয় বিটকয়েনের প্রাইস কি 2021 সালের মধ্যে 50 হাজার ডলারে যেতে পারে?
সবার মতামত জানতে চাই সত্যিই কি 50 হাজার ডলারে যেতে পারবে বিটকয়েন প্রাইস।
গত সপ্তাহে বিটকয়েনের দাম 41 হাজার ডলার খরচ করে ফেলেছিল এবং আমরা সবাই ভেবেছিলাম যে সেই সপ্তাহেই বিটকয়েন 45 থেকে 50 হাজার ডলার হিট করবে কিন্তু বর্তমানে যদি আমরা বিটকয়েন মার্কেট পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারব যে বিটকয়েনের দাম প্রায় 10 শতাংশ ডাম্প করে ফেলেছে এবং বর্তমানে বিটকয়েনের দাম হচ্ছে 36 হাজার 600 ডলার এখন আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম আর বৃদ্ধি পাবে না
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Malam90 on January 11, 2021, 05:06:24 AM
বিটকয়েনের মূল্য কারেকশান শুরু হয়ে গেছে। যে কোন একটা পাম্পের পর একটা কারেকশান হবে এটা স্বাভাবিক। গত ২৪ ঘন্টায় ১৭% এর মত দাম কমেছে এবং হয়তো আরো কিছুটা কারেকশান হয়ে ৩০০০০ ডলারে আসতে পারে। অথবা যেটা কারেকশান হয়েছে এখান থেকে আবার ৪০০০০ ডলারে যেতে পারে। এজন্য বুলিশ মার্কেটে বিনিয়োগ না করাই ভালো।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Mahindra on January 11, 2021, 09:39:22 AM
আমি আগামীকাল মার্কেটে দেখেছিলাম বিটকয়েনের দাম সর্বোচ্চ 41 হাজার ডলার পার করেছিল তারপর এটি আবার বিটকয়েন মার্কেট ডাম্প করেছে অবশ্যই 2021 সালে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং আমরা এটি বিশ্বাস করতে পারি 2021 সালের মধ্যে বিটকয়েনের দাম 50 হাজার ডলার পার করে যাবে ।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Lutera94 on January 11, 2021, 09:51:49 AM
আমার মনে হয় ২০২১ সালের ভিতর ৫০ হাজার ডলার বিটকয়ের দাম যাবে। আজকে বড় ধরনের ডাম্প হয়েছে পুরু মার্কেটে। যা মনে করা হাচ্ছে মার্কেটের কারেকশন পিরিয়ড।তবে এই সময়ে যাদের এমাউন্ট আছে তারা চাইলে কিছু বিটকয়েন কিনে রাখতে পারেন যা পরবর্তীতে আরো বাড়বে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Dark Knight on January 11, 2021, 01:34:11 PM
বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ 40 হাজার ডলারে উঠেছিল আজকে রাত্রিবেলায়। আপনাদের কি মনে হয় বিটকয়েনের প্রাইস কি 2021 সালের মধ্যে 50 হাজার ডলারে যেতে পারে?
সবার মতামত জানতে চাই সত্যিই কি 50 হাজার ডলারে যেতে পারবে বিটকয়েন প্রাইস।
ক্রিপ্টো কারেন্সি জগতে বিটকয়েন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি কয়েন। এটি মূলত একটি ভার্চুয়াল কয়েন। এই কয়েনের দাম দিন দিন যেমন ভাবে বৃদ্ধি পাচ্ছে 2021 সালের মধ্যে বিটকয়েনের দাম যে 50 হাজার ডলারে পৌঁছাবে তাতে কোন সন্দেহ নেই কিছুদিন আগে বিটকয়েনের দাম 40000 পৌঁছেছে তাই বলা হচ্ছে বিটকয়েন এবার নতুন রেকর্ড গড়বে
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: saidul2105 on January 11, 2021, 03:31:51 PM
বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ 40 হাজার ডলারে উঠেছিল আজকে রাত্রিবেলায়। আপনাদের কি মনে হয় বিটকয়েনের প্রাইস কি 2021 সালের মধ্যে 50 হাজার ডলারে যেতে পারে?
সবার মতামত জানতে চাই সত্যিই কি 50 হাজার ডলারে যেতে পারবে বিটকয়েন প্রাইস।
ভাই বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সির মধ্যে সব চেয়ে জনপ্রিয় একটি কয়েন।  এই কয়েন ক্রিপ্টোতে সকল কয়েনের রাজা।  দিন দিন বিটকয়েনের দাম বেড়েই চলেছে। ইতোমধ্যেই বিটকয়েনের প্রাইস ৪০০০০ ডলার পার করে গেছে।  এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যেই বিটকয়েনের দাম ৫০০০০ ডলার হতে পারে।                                         
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Triple333 on January 11, 2021, 03:36:52 PM
বিটকয়েনের মার্কেট অনেক বেশি অস্থির অবস্থায় আছে ।বিটকয়েনের দাম প্রচুর উঠানামা করছে বিটকয়েন প্রায় 43 হাজার ডলারে পৌঁছেছিল সেখান থেকে কমতে কমতে এখন 39 হাজার ডলারে আছে ।তবে এ অবস্থা খুব বেশি সময় থাকবেনা বিটকয়েনের যে মুভমেন্ট তাতে মনে হয় খুব দ্রুত আবার বাড়তে শুরু করবে এবং আগামী কিছুদিনের মধ্যে 50 হাজার ডলার অতিক্রম করতে পারে ।আমার ধারণা 2021 সালে বিটকয়েন এক লক্ষ ডলারে পৌঁছাতে পারে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Trumpet on January 11, 2021, 04:01:42 PM
বিট কয়েনের মূল্য যেভাবে রাতারাতি বৃদ্ধি পাচ্ছিল তাতে করে বিটকয়েন এর পক্ষে কোন কিছু সম্ভব ছিল।কিন্তু বিটকয়েনের দাম ভুতুড়ে এভাবে বৃদ্ধির সাথে সাথে কয়েক মুহূর্তে ব্যবধানে বিটকয়েনের দাম ওই ভাবে কমে যাচ্ছে।আজকে রাতে বিট কয়েনের মূল্য দেখে আমি নিজেই অবাক হয়ে যাই বিটকয়েন এর দাম কমতে কমতে আবার 30 হাজার ডলার এ চলে আসছে। তাই বিটকয়েন আবারো প্রমাণ করে দিল বিটকয়েন সম্পর্কে ধারণা ভুল ‌
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Tunir Baap on January 11, 2021, 04:26:07 PM
আপাতত আমি মনে করি বিটকয়েন এর প্রাইস নিয়ে আমাদের এত গভীরভাবে বিশ্লেষণ করার কিছু নেই। কারণ আমাদের বিশ্লেষণ বা মতামতেরপ্রভাব বিটকয়েনের দাম বৃদ্ধি বা কমাতে কোনো প্রভাব ফেলবে না। কারণ বিটকয়েন বা ক্রিপ্তমারকেট কোন ভোটাভোটি বা কারো মতামতের উপর নির্ভর করে না। এর দাম বৃদ্ধি বা কমাতে কারও হস্তক্ষেপ থাকে না। তবে আগের তুলনায় বর্তমানে বিটকয়েনের দাম অনেকটাই নিচের দিকে আসছে। তবে আশা করছি বিট কয়েনের মূল্য আবারও ঘুরে দাঁড়াবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: NANCY on January 24, 2021, 03:30:18 PM
বিটকয়েনের দাম শুধু দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। 2020 সালের প্রথম দিকে বিটকয়েনের দাম ততটা ছিল না কিন্তু এখন এই বিটকয়েনের দাম অনেকটা বৃদ্ধি পাচ্ছে। আর এই বিটকয়েন একদিন সোনার দেখা দখল করে নিবে। এই বিটকয়েনের দাম অনেকটাই বিকল্প হয়ে উঠেছে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Azharul on January 25, 2021, 03:12:59 AM
বিটকয়েন এর মূল্য যেভাবে রকেট স্পিডে লাগামহীন বৃদ্ধি পাচ্ছে তাতে করে মনে হচ্ছে বিটকয়েন এর পক্ষে যেকোনো রেকর্ড ভাঙ্গা সম্ভব।বর্তমানে বিটকয়েনের মূল্য ৪০০০০ ডলার পার হয়ে গেছে।  এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যেই বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার হোয়ে যাবে আশা করা যায়।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: AlviNess on February 23, 2021, 09:56:50 AM
বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ 40 হাজার ডলারে উঠেছিল আজকে রাত্রিবেলায়। আপনাদের কি মনে হয় বিটকয়েনের প্রাইস কি 2021 সালের মধ্যে 50 হাজার ডলারে যেতে পারে?
সবার মতামত জানতে চাই সত্যিই কি 50 হাজার ডলারে যেতে পারবে বিটকয়েন প্রাইস।
বিট কয়েনের মূল্য বৃদ্ধি পাবে বা বিট কয়েনের মূল্য কমে যাবে এটাই স্বাভাবিক। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় আপ ডাউন করতে থাকে। কোন সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট একই অবস্থানে অবস্থান করে না‌ তবে এখন বিটকয়েন এর মূল অনেকটাই ভালো অবস্থানে আছে।আশা করব ভবিষ্যতে বিট কয়েনের মূল্য অনেক বেশি পাবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Dagsu93 on February 23, 2021, 10:42:03 AM
বিটকয়েন এর বর্তমান প্রাইস হয়েছিল সবথেকে বেশি 57 হাজার ডলার। এইসময় বিটকয়েনের প্রাইস দেখা যাচ্ছে অনেকটা ডাম্পিং হচ্ছে আমার মনে হয় বিটকয়েনের প্রাইস হয়তো পুনরায় 40 হাজার ডলারে নেমে আসবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Tubelight on March 21, 2021, 05:08:59 PM
বর্তমানে বিট কয়েনের মূল্য দেখে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমানে বিট কয়েনের মূল্য 60 হাজার ডলারের উপরে অবস্থান করছে।এইভাবে যদি বিট কয়েনের মূল্য বৃদ্ধি পেতে থাকে তাহলে খুব শীঘ্রই বিটকয়েন 1 লাখ ডলার স্পর্শ করবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Azharul on April 02, 2021, 04:27:40 AM
আমরা জানি ক্রিপ্টো জগতের সব থেকে শীর্ষ ডিজিটাল মুদ্রা হলো বিটকয়েন।যে কারণে বিটকয়েনকে সকল কয়েন এর রাজা বলা হয়।আমরা দেখেছি যে দিনের পর দিন বিটকয়েনের দাম বেড়ে যাচ্ছে।এভাবে যদি দিন দিন বৃদ্ধি পায় তবে আমরা একসময় দেখতে পাবো যে বিটকয়েনের দাম ১ লক্ষ ডলার স্পর্শ করেছে।তাই আমরা বিশ্বাস করি বিটকয়েন সব সময় ভালো অবস্থানে থাকবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Angel julian on April 02, 2021, 07:56:30 AM
বিটকয়েন এর দাম সম্পর্কে আর কি বলব সেটি দিন দিন বেড়ে চলেছে। 2020 সালে বিটকয়েনের দাম 48 থেকে 50 ডলারের মত ছিল।2021 সালে বিটকয়েনের দাম আরো দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এখন বর্তমান সময়ে বিটকয়েনের দাম 58 হাজার ডলারের মত।বিটকয়েনের দাম 1 লাখ ডলারের কাছাকাছি যাবে।আমরা সবাই বিশ্বাস করব যে বিটকয়েনের দাম বাড়বে এবং এটি সর্বোচ্চ ভালো অবস্থানে যাবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Mental on April 02, 2021, 02:45:35 PM
ভাই আপনি দেখতে পারেন যে এখন বিটকয়েন প্রাইস 59 হাজার ডলারে পৌঁছেছে। আমরা সবাই আশা করছি যে বিটকয়েন 70 হাজার ডলার অতিক্রম করবে। এবং আমার মনে হয় নতুন রেকর্ড তৈরি করতে চলেছে বিটকয়েন কারণ যেভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে আশা করাটা স্বাভাবিক।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: sakib.bro on April 02, 2021, 02:51:10 PM
আজকে সকালে বিটকয়েন 60 হাজার ডলার কাজ করেছে.বিটকয়েনের ভবিষ্যৎ অনেক সুন্দর দেখা যাচ্ছে. অদূর ভবিষ্যতে বিটকয়েনের দাম 1 মিলিয়ন পার হতে পারে 
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Casual on April 03, 2021, 03:30:22 AM
শুধু বিটকয়েন নয় যে কোন কয়েন বিশ্লেষণ করলে দেখা যায় কখনোই কোন কয়েন প্রাইস স্থির অবস্থায় অনেক দিন থাকে না। কিন্তু বিটকয়েনের বর্তমান মুভমেন্ট যেটা অনেক ভালো অতএব কিছুটা হলেও বুঝা যাচ্ছে বিটকয়েনের প্রাইস আরও অনেক বৃদ্ধি পাবে। এবং কিহাজার ডলার ছাড়িয়ে যেতে পারে এ মাসের মধ্যে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: bmw1 on April 03, 2021, 01:46:35 PM
বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ 40 হাজার ডলারে উঠেছিল আজকে রাত্রিবেলায়। আপনাদের কি মনে হয় বিটকয়েনের প্রাইস কি 2021 সালের মধ্যে 50 হাজার ডলারে যেতে পারে?
সবার মতামত জানতে চাই সত্যিই কি 50 হাজার ডলারে যেতে পারবে বিটকয়েন প্রাইস।
বিটকয়েন হল সবচেয়ে জনপ্রিয়  যা প্রাইস এর  ভিতরেও সবচেয়ে বেশি।  শুধু 50 হাজার ডলার এর বেশী যাবে ইনশাল্লাহ। শুধু 50 হাজার নয় এর আগেও 60 হাজার ডলারের বেশি উঠেছিল কিন্তু কিছুদিন আগে ডাউন থাকার কারণে এর দাম অনেক কমে গেছিলো। এখন আবার দাম বেড়ে চলেছে তাই বলা যেতে পারে 50 হাজার ডলারের চেয়েও বেশি হবে বিটকয়েনের দাম।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Sayema on April 03, 2021, 04:20:01 PM
বিটকয়েন বর্তমানে সবথেকে জনপ্রিয় একটি মুদ্রা। 2020 সালের শেষের দিক থেকে বিটকয়েনের দাম বাড়তে শুরু করে। বর্তমানে প্রতিটি বিট কয়েনের মূল্য 59 হাজার ডলার। বিটকয়েন 50 হাজার ডলার ছাড়িয়ে 60 হাজার ডলার স্পর্শ করার পথে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি বিটকয়েন 60 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Tepona on April 03, 2021, 07:06:57 PM
বিটকয়েনের দাম বর্তমান 60 হাজার ডলারের উপরে অবস্থান করছে। সুতরাং বিটকয়েন সম্পর্কে কিছুদিন আগের প্রারম্ভিক তথ্যগুলো গঠনমূলক নয়। কারণ এখানে প্রকাশিত দামের চেয়ে দাম অনেক বেড়ে গেছে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Madmax789 on November 21, 2022, 08:05:26 PM
1 BTC এর মূল্য বর্তমানে BDT 1658876.22। কিন্তু এটা এমনকি উচ্চ যেতে হবে. আমি মনে করি.
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Mahindra on October 15, 2023, 11:38:02 AM
বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ 40 হাজার ডলারে উঠেছিল আজকে রাত্রিবেলায়। আপনাদের কি মনে হয় বিটকয়েনের প্রাইস কি 2021 সালের মধ্যে 50 হাজার ডলারে যেতে পারে?
সবার মতামত জানতে চাই সত্যিই কি 50 হাজার ডলারে যেতে পারবে বিটকয়েন প্রাইস।
বিটকয়েন প্রাইস বিশ্লেষণ করুন এবং বিনিয়োগ করুন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। যেহেতু বিটকয়েনের সামনে একটি হালভিং অপেক্ষা করতেছে তাই আপনি যদি এখানে বিনিয়োগ করেন তবে ভালো লাভবান হতে পারবেন।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Fulshai on December 09, 2023, 10:38:45 AM
বিটকয়েনের দাম দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। অতীতের বিটকয়েনের দাম যে অবস্থায় ছিল তার চেয়ে অনেকটা উন্নতির দিকে অগ্রগতি হয়েছে। আমার জানামতে ২০২২ সালে বিটকয়েনের দাম অনেকটাই কম ছিল। কিন্তু বর্তমান পর্যায়ে বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিটকয়েনের দাম প্রায় ৫০ কে উন্নতি হয়েছে। আশা করব ভবিষ্যতে বিটকয়েনের প্রাইস আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: SobujAkash#8 on December 09, 2023, 02:46:38 PM
বিটকয়েনের দাম অতীতের চেয়ে বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের দিকে যেখানে বিটকয়েন এর দাম অনেকটাই ডাম্পিং ছিল যা বর্তমানে ২০২৩ সালে এসে অনেকটাই পাম্পিং বা বৃদ্ধি পেয়েছে। এখন যারা যারা বিটকয়েন এ বিনিয়োগ করতে চান তারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। কারণ বিটকয়েন ভবিষ্যতে আরও বেশি দাম বৃদ্ধি পাবে এবং উন্নতি হবে। তাই যারা যারা এখানে বিনিয়োগ করতে চান আমার মতে ভবিষ্যতে অনেক লাভবান হবেন ।
Title: Re: বিটকয়েন প্রাইস বিশ্লেষণ
Post by: Paragon2 on December 13, 2023, 09:46:20 AM
বিটকয়েনের দাম অতীতের চেয়ে বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
কিভাবে আপনি বুঝতে পারলেন বিটকয়েনের দাম আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। আপনি কি জানেন না ২০২১ সালে বিটকয়েনের দাম ৬৯০২০ ডলার পর্যন্ত হয়েছিল। আপনি এটা বলতে পারবেন যে ২০২৩ সালে সর্বোচ্চ বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে বর্তমান সময়ে।



২০২২ সালের দিকে যেখানে বিটকয়েন এর দাম অনেকটাই ডাম্পিং ছিল যা বর্তমানে ২০২৩ সালে এসে অনেকটাই পাম্পিং বা বৃদ্ধি পেয়েছে। এখন যারা যারা বিটকয়েন এ বিনিয়োগ করতে চান তারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। কারণ বিটকয়েন ভবিষ্যতে আরও বেশি দাম বৃদ্ধি পাবে এবং উন্নতি হবে। তাই যারা যারা এখানে বিনিয়োগ করতে চান আমার মতে ভবিষ্যতে অনেক লাভবান হবেন ।
বিটকয়েনে বিনিয়োগ করার সময় ছিল 2023 সালের শুরুতে যখন বিটকয়েনের দাম ১৫৫০০ ডলারে এসেছিল তখন যদি বিটকয়েন বিনিয়োগ করা যেত তাহলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যেত।

এখন বিটকয়েনের দাম কিছুটা স্বল্প সময়ের জন্য উন্নতি হয়েছে তাই অবশ্যই এটা ছোট বুলরান। বিটকয়েনের দাম অবশ্যই একটু ডাম্পিং হবে এবং ডাম্পিংয়ের সময় যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই বেনিফিট অর্জন করতে পারবেন।