Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Mj joy on February 02, 2021, 07:17:12 AM

Title: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Mj joy on February 02, 2021, 07:17:12 AM
 আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  বেশিরভাগ বাউন্টিতেই  টুইটার ক্যাম্পেইন, টেলিগ্রাম, লিংকডইন ক্যাম্পেইন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করার কথা বলা হয় । টুইটার,  টেলিগ্রাম, এবং লিংকদিনের কাজটা আমার জানা আছে বাটভিডিও ক্যাম্পেইন আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার মথ নতুনরা  অনেক উপকৃত হতো ।
 ধন্যবাদ ।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Malam90 on February 02, 2021, 07:44:26 AM
নতুন অবস্থায় ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, লিংকডইন করতে থাকুন। করতে করতে বেসিক ধারণা এসে যাবে। এবং প্রত্যেক বাউন্টির রুলস গুলো কয়েকবার পড়বেন তাহলে ধারণা পাবেন।
মূলত আর্টিকেল ও ইউটিউব প্রজেক্ট হচ্ছে-সেই প্রজেক্টের্ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করতে হবে। ট্রান্সলেশন হচ্ছে-অনুবাদ। হয়তো ওয়েবসাই, বাউন্টি থ্রেড, এএনএন থ্রেড, হোয়াইটপেপার এর অনুবাদ করতে হবে। এগুলো যার যেরকম দক্ষতা আছে সে সেগুলো করতে পারে।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: LazY on February 02, 2021, 08:32:11 AM
বর্তমানে সবাই টুইটার টেলিগ্রাম ফেসবুক লিংকডইন ক্যাম্পিয়ন সম্পর্কে জানে এবং এগুলো প্রজেক্টে কাজ করতে পারে। কিন্তু আর্টিকেল ভিডিও এবং ট্রানসলেশন সম্পর্কে বেশিরভাগ ইউজার জানেনা। বর্তমানে সবচেয়ে বেশি পেমেন্ট পেয়ে থাকে আর্টিকেল ভিডিও এবং ট্রানসলেশন ক্যাম্পিয়ন থেকে। সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করব আর্টিকেল ট্রানসলেশন নিয়ে একটি টপিক তৈরি করার জন্য। কিভাবে এটি করতে পারি।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Angel jara on February 04, 2021, 03:05:14 PM
আমাদের কাছে বাউন্টি সবচাইতে মূল্যবান কারণ আমরা প্রতিদিন নতুন নতুন প্রজেক্টর যুক্ত হয়ে কাজ করি। এবং ইয়ার ড্রপ প্রজেক্টে কাজ করে থাকে যার বেশিভাগ প্রজেক্ট গুলি স্পাম করে। বাউন্টি টির প্রোজেক্টের কথা বললেই আমরা জানি দীর্ঘসময়ের প্রজেক্ট। বাউন্টি প্রজেক্টগুলো দীর্ঘ সময় চলে বলে এর সফলতা বেশি দেখা যায়। বাউন্টি প্রজেক্ট সাকসেস হওয়ার পর পেমেন্ট করে থাকে। তাই বাউবি প্রজেক্টগুলো আমাদের কাছে মূল্যবান।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: bmw1 on February 04, 2021, 03:19:00 PM
বাউন্টি এর মূল্যবান তথ্য হ্যালো, বাউন্টি করতে সাধারণত টেলিগ্রাম টুইটার ইনস্টাগ্রাম রিডিন ইউটিউব ইত্যাদি করে থাকি কিন্তু বেশিরভাগ বাউন্টি স্পাম করে এজন্য আমরা বেশি পেমেন্ট পাইনাই, বান্টির আরো অনেক সাইট আছে যেমন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল, ইত্যাদি এগুলো সবচাইতে মূল্যবান।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: salukhe on February 06, 2021, 07:07:02 PM
আপনি প্রথমেই এত চাপ নিতে যাবেন না ক্রিপ্টোকারেন্সি যখন যুক্ত হয়েছেন ধৈর্য ধরেন আস্তে আস্তে সব শিখে যাবেন। প্রথমে আপনি বাউন্টি করতে চাইলে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, দিয়ে করতে থাকেন। দু এক মাস তারপর আপনি দেখবেন যে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন। আর আপনার যদি প্রথমেই এত চাপ নেন তাহলে কিছুদিন পর দেখা যাবে যে আপনার কাজের প্রতি কোন আগ্রহ নেই। যেকোনো কাজ শিখতে হলে ধৈর্য ধরে শিখতে হয়।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Malam90 on February 07, 2021, 02:07:21 AM
আপনি প্রথমেই এত চাপ নিতে যাবেন না ক্রিপ্টোকারেন্সি যখন যুক্ত হয়েছেন ধৈর্য ধরেন আস্তে আস্তে সব শিখে যাবেন। প্রথমে আপনি বাউন্টি করতে চাইলে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, দিয়ে করতে থাকেন। দু এক মাস তারপর আপনি দেখবেন যে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন। আর আপনার যদি প্রথমেই এত চাপ নেন তাহলে কিছুদিন পর দেখা যাবে যে আপনার কাজের প্রতি কোন আগ্রহ নেই। যেকোনো কাজ শিখতে হলে ধৈর্য ধরে শিখতে হয়।

হা ভাই, আমিও আমার আগের কমেন্টে এটাই বুৃঝাতে চেয়েছি। নতুন অবস্থায় ফেসবুক, টুইটার টেলিগ্রাম দিয়ে শুরু কাজ করতে করতে কয়েকমাস গেলে তখন সবকিছু সহজ হয়ে যায়। আর আর্টিকেল লেখা তো অত সহজ নয়, সেখানে ভাষার প্রতি, ক্রিপ্টোকারেন্সির প্রতি অনেক দক্ষতা থাকতে হয়। অনেক সময় দিয়ে শিখতে হয়। তাহলে এখান থেকে বেশি পেমেন্ট পাওয়া যায়।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Dark Knight on February 07, 2021, 04:55:38 AM
আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  বেশিরভাগ বাউন্টিতেই  টুইটার ক্যাম্পেইন, টেলিগ্রাম, লিংকডইন ক্যাম্পেইন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করার কথা বলা হয় । টুইটার,  টেলিগ্রাম, এবং লিংকদিনের কাজটা আমার জানা আছে বাটভিডিও ক্যাম্পেইন আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার মথ নতুনরা  অনেক উপকৃত হতো ।
 ধন্যবাদ ।
আপনি প্রথমে বাউন্টি করতে চাইলে আপাতত ফেসবুক, টুইটার, টেলিগ্রাম এবং লিঙ্কডইন করতে থাকুন। ২-১ মাস পর দেখা যাবে যে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন আপনাআপনি। ভিডিও ক্যাম্পেইন, ট্রানসলেশন ক্যাম্পেইন,আর্টিকেল ক্যাম্পেইন নিয়ে ফোরামের বড় ভাইয়েরা বিস্তারিত বলতে পারবেন। ধন্যবাদ
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Bony11 on February 07, 2021, 06:06:07 AM
সাধারণত সকল বাউন্টি ইউজাররা প্রথম অবস্থায় বাউন্টি করতে গেলে তারা ফেসবুক,টুইটার,লিগদিন, ও টেলিগ্রাম ইত্যাদি ক্যাম্পেইনে কাজ করে থাকে। আমি নিজেও প্রথম অবস্থায় ফেসবুক, টুইটার, লিগদিন ও টেলিগ্রাম ক্যাম্পেইনে বাউন্টি করেছি। তবে প্রতিটি প্রজেক্টে আরো কিছু ক্যাম্পেইনে বাউন্টি থাকে সেগুলো হলো ভিডিও,আর্টিকেল ওর ট্রানসলেশন ক্যাম্পেইনে কাজ থাকে যেগুলো আমরা  বেশিরভাগ টাইমই করিনা। যারা সিনিয়র ভাই তারা এইসব গুলোতেই কাজ করে থাকে। তাই প্রথম অবস্থায় ফেসবুক,টুইটার,লিগদিন ও টেলিগ্রামে বাউন্টি করা ভালো আস্তে আস্তে বাউন্টি সম্পর্কে যাদের অনেক জ্ঞান বৃদ্ধি পায়।তারা ধীরে ধীরে বাকি সবগুলোই ক্যাম্পেইনে কাজ করতে পারে।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: mahid on February 07, 2021, 06:45:51 AM
ট্রানশ্লেষন করতে গেলে আপনা কে অন্য ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে। কারন ট্রানশ্লেষনে কিন্তু আমাদের বাংলা ভাষায় করার কোন অনুমোদন থাকে না। তাই দেখবেন যে ভাষা আছে যেমন বেশির ভাগ থাকে জাপানি , রাশিয়া বা এই ধরনের। তাই যদি মনে করেন সেক্ষেত্রে আপনি দক্ষ তাহলে কাজ করতে পারেন।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: babu10 on February 07, 2021, 06:54:32 AM
আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  বেশিরভাগ বাউন্টিতেই  টুইটার ক্যাম্পেইন, টেলিগ্রাম, লিংকডইন ক্যাম্পেইন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করার কথা বলা হয় । টুইটার,  টেলিগ্রাম, এবং লিংকদিনের কাজটা আমার জানা আছে বাটভিডিও ক্যাম্পেইন আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার মথ নতুনরা  অনেক উপকৃত হতো ।
 ধন্যবাদ ।

আমি মনে করি আপনি প্রাথমিক অবস্থায় ফেসবুক, টেলিগ্রাম, টুইটার, লিংকডইন এসবের উপরে বেশী জোর দিন কারন এগুলো করতে মোটামুটি সহজ তবে আপনাকে ফলোয়ার সংখ্যা বাড়াতে হবে সেই সাথে একটিভিটি তাহলে আপনি কাজ করে মজা পাবেন না হলে কাজ করবেন কিন্তু ইনকাম হবে কম।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Sagor Sarkar on February 07, 2021, 08:24:59 AM
এই ফর্মে আমি একজন নতুন ইউজার । আসলে বাউন্টি কি এটি নিয়ে সিনিয়র বড় ভাইরা অনেক মূল্যবান পোষ্ট করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন মূল্যবান পোষ্ট করার জন্য । প্রাথমিক অবস্থায় আমি ফেসবুক টুইটার জয়েন করেছি ।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Alvida on February 07, 2021, 09:48:57 AM
হ্যা আমরা সবাই বাউন্টি করতে হলে টুইটার টেলিগ্রাম ফেসবুক লিংকডিন ইত্যাদি ক্যাম্পিং গুলো মোটামুটি সবাই করতে পারে। কিন্তু আমরা যারা নতুন  আছি তারা এ সম্পর্কে কোন ধারণা নেই।তবে আমার বিশ্বাস যে আমরা যদি প্রথম অবস্থায় টুইটার টেলিগ্রাম ফেসবুক     ইত্যাদি বাউন্টি করতে থাকি করতে থাকি। তাহলে আস্তে আস্তে আমরা পরবর্তীতে ক্যাম্পেইন গুলো আছে সে ক্যাম্পেইন গুলো সম্পর্কে আস্তে আস্তে সব জানতে পারবো।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: AlviNess on February 07, 2021, 04:10:06 PM
আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  বেশিরভাগ বাউন্টিতেই  টুইটার ক্যাম্পেইন, টেলিগ্রাম, লিংকডইন ক্যাম্পেইন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করার কথা বলা হয় । টুইটার,  টেলিগ্রাম, এবং লিংকদিনের কাজটা আমার জানা আছে বাটভিডিও ক্যাম্পেইন আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার মথ নতুনরা  অনেক উপকৃত হতো ।
 ধন্যবাদ ।
ফোরামের নতুন সদস্য যারা আছি তাদের আগেই বাউন্টি ক্যাম্পেইন গুলোর নরমাল বিষয়ের উপর মনোযোগ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ নতুন অবস্থায় টুইটার টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল ক্যাম্পেইনে অ্যাড হয়ে কাজ করতে থাকলে আশা করছি একসময় আমরা নিজেরাই এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারব যে কিভাবে ট্রান্সলেশন ক্যাম্পেইন করতে হয়।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Tubelight on March 18, 2021, 05:07:00 PM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে বাউন্টি সম্পর্কে এত সুন্দর এবং মূল্যবান একটি তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার এই পোস্ট পড়ে সকলেই অনেক উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে এই ধরনের শিক্ষনীয় একটি পোষ্ট করার জন্য।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Rockalo on March 19, 2021, 07:05:03 AM
বর্তমানে বেশিরভাগ প্রকল্পগুলোতে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইনে কাজ করে খুব একটা বেশি পেমেন্ট পাওয়া হয়না। তবে ট্রানসলেশন ও আর্টিকেল ক্যাম্পেইনে কাজ করে বেশি পেমেন্ট পাওয়া সম্ভব। আবার ভিডিও ক্যাম্পেইনে কাজ করে অনেক বেশি পেমেন্ট পাওয়া যায়।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Mj joy on March 23, 2021, 06:05:47 PM
আপনি প্রথমেই এত চাপ নিতে যাবেন না ক্রিপ্টোকারেন্সি যখন যুক্ত হয়েছেন ধৈর্য ধরেন আস্তে আস্তে সব শিখে যাবেন। প্রথমে আপনি বাউন্টি করতে চাইলে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, দিয়ে করতে থাকেন। দু এক মাস তারপর আপনি দেখবেন যে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন। আর আপনার যদি প্রথমেই এত চাপ নেন তাহলে কিছুদিন পর দেখা যাবে যে আপনার কাজের প্রতি কোন আগ্রহ নেই। যেকোনো কাজ শিখতে হলে ধৈর্য ধরে শিখতে হয়।

হা ভাই, আমিও আমার আগের কমেন্টে এটাই বুৃঝাতে চেয়েছি। নতুন অবস্থায় ফেসবুক, টুইটার টেলিগ্রাম দিয়ে শুরু কাজ করতে করতে কয়েকমাস গেলে তখন সবকিছু সহজ হয়ে যায়। আর আর্টিকেল লেখা তো অত সহজ নয়, সেখানে ভাষার প্রতি, ক্রিপ্টোকারেন্সির প্রতি অনেক দক্ষতা থাকতে হয়। অনেক সময় দিয়ে শিখতে হয়। তাহলে এখান থেকে বেশি পেমেন্ট পাওয়া যায়।
  ধন্যবাদ ভাই আপনাদের দুজনকে সুন্দর পরামর্শ দেয়ার জন্য আসলে নতুন অবস্থায় চেয়েছিলাম যে ওই কাজগুলো শেখার জন্য আমি এটা বুঝতে পারলাম যে কাজগুলো আসলেই কঠিন । তবে কাজ করতেছি ধৈর্য সহকারে আপনাদের দোয়া  নিয়ে আমারা নতুন ইউজার যারা আছি  সকলের প্রতি আপনাদের  দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি ।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Mj joy on March 23, 2021, 06:09:03 PM
ট্রানশ্লেষন করতে গেলে আপনা কে অন্য ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে। কারন ট্রানশ্লেষনে কিন্তু আমাদের বাংলা ভাষায় করার কোন অনুমোদন থাকে না। তাই দেখবেন যে ভাষা আছে যেমন বেশির ভাগ থাকে জাপানি , রাশিয়া বা এই ধরনের। তাই যদি মনে করেন সেক্ষেত্রে আপনি দক্ষ তাহলে কাজ করতে পারেন।
  ভাই আপনি যে কথাটি বুঝিয়েছেন তাতে আমার মনে হচ্ছে যে,  তারা যে পোস্টটি বা  বাক্যটি তুলে ধরবে সেই বাক্যটি ঐ দেশের ভাষায় রূপান্তরিত করে তাকে পোস্ট বানিয়ে তৈরি করতে হবে এটাকে ট্রান্সলেশন বলা হয় ?
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: kulkhan on March 24, 2021, 01:05:04 PM
আপনি যত বেশি ফোরামে সময় দিবেন তত বেশি জানতে পারবেন। তাই ফোরামে বেশি বেশি একটিভ থাকেন তাহলে নিজে নিজেই সব বুঝতে পারবেন। আর আর্টিকেল এর কাজ করতে চাইলে আপনাকে ইংরেজিতে অনেক দক্ষ হতে হবে। সেই প্রোজেক্টের সব বিষয় গুলো আপনাকে জানতে হবে এবং ইউনিক একটা আর্টিকেল লিখতে হবে। আর ট্রান্সলেশন হল ভাষার অনুবাদ যা আপনাকে নিজের থেকে করতে হবে। গুগোল ট্রান্সলেট করলে হবে না।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: HeartBit143 on March 26, 2021, 03:12:52 PM
আমি নিজে নিজেও টুইটার, টেলিগ্রাম, লিংকডইন, ইন্সটাগ্রাম ক্যাম্পেইন সম্পর্কে অবগত আছি।  কিন্তু কিভাবে ভিডিও, আরটিকেল, মিডিয়াম করতে হয় সেটা আমার জানা নেই।             
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: rajput on March 29, 2021, 06:05:49 PM
আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  বেশিরভাগ বাউন্টিতেই  টুইটার ক্যাম্পেইন, টেলিগ্রাম, লিংকডইন ক্যাম্পেইন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করার কথা বলা হয় । টুইটার,  টেলিগ্রাম, এবং লিংকদিনের কাজটা আমার জানা আছে বাটভিডিও ক্যাম্পেইন আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার মথ নতুনরা  অনেক উপকৃত হতো ।
 ধন্যবাদ ।
আপনার যদি ইউটিউব ক্যাম্পেইন করতে চান তাহলে আপনাকে একটা ইউটিউব চ্যানেল লাগবে চ্যানেলের সাবস্ক্রাইবার লাগবে আপনি যে বাউন্টি করতাছেন সিয়াই বাহনটির টোকেন সম্পর্কে ভিডিও তৈরি করতে হবে
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: NANCY on March 30, 2021, 11:12:50 AM
আমি নিজে বর্তমানে টুইটার, টেলিগ্রাম এবং লিংকডইন কাজ করে যাচ্ছি কিন্তু আমি জানিনা যে আর্টিকেল, ভিডিও এবং ট্রানসলেশন কিভাবে করতে হয় এগুলো সম্পর্কে যদি কোনদিন সিনিয়র ভাইয়ের ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই একটু আলোচনা করবেন তাহলে আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারবো।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Mist Joya on March 30, 2021, 07:20:14 PM
আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  বেশিরভাগ বাউন্টিতেই  টুইটার ক্যাম্পেইন, টেলিগ্রাম, লিংকডইন ক্যাম্পেইন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করার কথা বলা হয় । টুইটার,  টেলিগ্রাম, এবং লিংকদিনের কাজটা আমার জানা আছে বাটভিডিও ক্যাম্পেইন আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার মথ নতুনরা  অনেক উপকৃত হতো ।
 ধন্যবাদ ।
আপনি অনেক সুন্দর একটি তথ্য তুলে ধরেছেন ভাই সিনিয়র ভাইয়েরা এই ফর্মুলা গুলো আমাদেরকে জানিয়ে দিলে অবশ্যই আমরা অনেক উপকৃত হবে এবং সকল সেকশন থেকে কাজ করে টাকা ইনকাম করতে পারব আমি একজন নতুন আমার এ বিষয়ে তেমন ধারনা নেই।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: ExtraPoint on April 01, 2021, 08:29:31 AM
আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  বেশিরভাগ বাউন্টিতেই  টুইটার ক্যাম্পেইন, টেলিগ্রাম, লিংকডইন ক্যাম্পেইন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করার কথা বলা হয় । টুইটার,  টেলিগ্রাম, এবং লিংকদিনের কাজটা আমার জানা আছে বাটভিডিও ক্যাম্পেইন আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার মথ নতুনরা  অনেক উপকৃত হতো ।
 ধন্যবাদ ।
নতুন হলে প্রথমত আপনি টুইটার টেলিগ্রাম ফেসবুক লিংকডিন  করতে থাকুন। ভিডিও ক্যাম্পেইন করতে চাইলে আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে। আর্টিকেল করতে হয় আপনি যে প্রজেক্ট করবেন সেই প্রজেক্ট সম্পর্কে। আর ট্রানসলেশন শব্দের অর্থ হল অনুবাদ। আমি আর্টিকেল মোটামুটি করতে পারি।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Irfan12@ on April 03, 2021, 07:58:42 PM
আমি বলব আপনি যদি ক্রিপ্টোকারেন্সি এর জগতে নতুন ইউজার হন তাহলে বর্তমানে আপনি যে ক্যাম্পেইন গুলো ভালো বুঝেন সেগুলোই মনোযোগ দিয়ে করতে থাকেন। এই ক্যাম্পেইন গুলো করতে করতে আপনার বাউন্টি ক্যাম্পিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা এসে যাবে। তখন আপনি আপনাআপনি আর্টিকেল এবং ট্রান্সলেট সম্পর্কে বুঝতে পারবেন।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Mist Joya on April 08, 2021, 07:35:22 PM
আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  বেশিরভাগ বাউন্টিতেই  টুইটার ক্যাম্পেইন, টেলিগ্রাম, লিংকডইন ক্যাম্পেইন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করার কথা বলা হয় । টুইটার,  টেলিগ্রাম, এবং লিংকদিনের কাজটা আমার জানা আছে বাটভিডিও ক্যাম্পেইন আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার মথ নতুনরা  অনেক উপকৃত হতো ।
 ধন্যবাদ ।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট করার জন্য আমার নিজেরও এই বিষয়ের কাজগুলো জানা নেই তবে সিনিয়র ভাইরা যে পোস্টগুলো করেছে সেখান থেকে জানতে পারলাম যে আসলে এগুলো নতুন অবস্থায় করা যায়না পুরাতন হলে এগুলো করা যায় তবে । আমার এলাকার আশেপাশের যে সিনিয়র ভাইরা আছে বেশিরভাগ লোকই এই কাজগুলো জানে না আর যারা জানে তারা দিতে চায় না বুঝতে পারছি না বিষয়গুলো কি করে কাজ শিখব ।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Random203 on April 21, 2021, 04:52:46 AM
আমি যেটা মনে করি সেটা হলো যখন কোন ইউজার প্রথম  প্রথম ফোরামে আসে তখন তার টুইটার, টেলিগ্রাম, লিংকডইন, ফেসবুক, রেডিট, ইন্সটাগ্রাম এর দিকে ফোকাস দেওয়া উচিৎ।  কারণ এগুলো আরটিকেল, ট্রান্সলেশন এর থেকে  তুলনামুলক ভাবে সহজ।  আর ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে করতে যখন আপনি অভিজ্ঞ হবেন তখন আপনি নিজে থেকেই এগুলোও করতে পারবেন।                               
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: raisajahan on April 22, 2021, 07:41:10 PM
সর্ব প্রথম আমি বলতে চাই আর্টিকেল এর কথা আর আর সেটি হল আপনাকে প্রথম ব্লগ একাউন্ট খুলতে হবে আর সে জন্য আপনি linkedin, steemit, medium এ একাউন্ট খুলতে হবে আর তার পর দুই তিনটি ছবি সহ ৫০০ এর অধিক শব্দের আর্টিকেল লিখতে হবে। আর transilation হল হোয়াইট পেপার এর বিভিন্ন ভাষায় রুপান্তর করন।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Crypto Banglu on April 25, 2021, 09:43:32 PM
বর্তমানে প্রায় অধিকাংশ মানুষ শুধু টুইটার, টেলিগ্রাম, ফেসবুক, লিংকডিন এবং  ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন গুলো বেশি করে থাকে। ইউটিউ,   আর্টিকেল এবং ট্রান্সলেশন এই ক্যাম্পেইন গুলো সবাই করতে পারে না আমি নিজেও এখন পর্যন্ত পারিনা। কিন্তু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করছি সফল হতে পারবো।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Riddi on April 26, 2021, 09:57:45 AM
নতুন অবস্থায় ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, লিংকডইন করতে থাকুন। করতে করতে বেসিক ধারণা এসে যাবে। এবং প্রত্যেক বাউন্টির রুলস গুলো কয়েকবার পড়বেন তাহলে ধারণা পাবেন।
মূলত আর্টিকেল ও ইউটিউব প্রজেক্ট হচ্ছে-সেই প্রজেক্টের্ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করতে হবে। ট্রান্সলেশন হচ্ছে-অনুবাদ। হয়তো ওয়েবসাই, বাউন্টি থ্রেড, এএনএন থ্রেড, হোয়াইটপেপার এর অনুবাদ করতে হবে। এগুলো যার যেরকম দক্ষতা আছে সে সেগুলো করতে পারে।
ভাই আমি নিজেও বিভিন্ন বাউন্টি প্রজেক্টে টুইটার ক্যাম্পেইন,  ফেসবুক ক্যাম্পেইন ও লিংকডিন ক্যাম্পেইনে কাজ করে থাকি। এই ক্যাম্পেইন গুলো সম্পর্কের আমার জ্ঞান থাকলেও ট্রানসলেশন ও আর্টিকেল ক্যাম্পেইন গুলো সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। এই ক্যাম্পেইন গুলোতে আমি এখন পর্যন্ত কোন কাজ করতে পারিনি। Malam90 ভাই আপনার পোস্টটি পড়ে ট্রান্সলেশন সম্পর্কে কিছুটা ধারনা পেলাম। তবে যদি আর্টিকেল ক্যাম্পেইন সর্ম্পকে যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার অনেক উপকার হত।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: rashedul426 on April 26, 2021, 10:40:19 AM
নতুন অবস্থায় ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, লিংকডইন করতে থাকুন। করতে করতে বেসিক ধারণা এসে যাবে। এবং প্রত্যেক বাউন্টির রুলস গুলো কয়েকবার পড়বেন তাহলে ধারণা পাবেন।
মূলত আর্টিকেল ও ইউটিউব প্রজেক্ট হচ্ছে-সেই প্রজেক্টের্ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করতে হবে। ট্রান্সলেশন হচ্ছে-অনুবাদ। হয়তো ওয়েবসাই, বাউন্টি থ্রেড, এএনএন থ্রেড, হোয়াইটপেপার এর অনুবাদ করতে হবে। এগুলো যার যেরকম দক্ষতা আছে সে সেগুলো করতে পারে।

ভাই আপনার পোষ্ট পড়ে সুস্পষ্ট ধারনা পেলাম। আর্টিকেল নিয়ে আর একটু  বিস্তারিত জানালে উপকৃত হব।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Nusrat on April 29, 2021, 09:44:07 AM
বর্তমানে টুইটার ফেসবুক টেলিগ্রাম ও লিংডিন এইসব কাজের মাঝে জড়িত আছি। এসব বিষয়ে মোটামুটি ভালো ধারনা পেয়েছি এবং একাজগুলো করতে পারি । আর্টিকেল ট্রান্সলেশন কাজ এর প্রতি তেমন ধারণা নেই। সিনিয়র ভাইদের কাছ থেকে এ বিষয়ে জানার জন্য অনুরোধ জানাচ্ছি কিভাবে আর্টিকেল ও ট্রান্সলেশন এর কাজ করতে পারি। বিভিন্ন বাউন্টি প্রজেক্টর টুইটার ফেসবুক টেলিগ্রাম এর কাজ করেছি কিন্তু আর্টিকেল ট্রান্সলেশন এর কাজ করতে পারিনি।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Fighter on May 10, 2021, 02:12:02 PM
প্রথমত আপনি যদি বাউন্টি করতে চান তাহলে সোশ্যাল ক্যাম্পেইন করতে পারেন। যেমন টুইটার, টেলিগ্রাম, ফেসবুক, লিংকডিন, রেডডিট সহ এই সকল সোশ্যাল ক্যাম্পিয়ন গুলো। তারপর যখন আপনার আইডি ডেভলপমেন্ট হবে তখন আপনি সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন। তাছাড়া আর্টিকেল এবং ট্রান্সলেশন করতে অনেক কিছুই শেখার আছে।সেগুলো সম্পর্কে যদি আপনি ভালভাবে শিখতে পারেন তাহলে অনায়েসেই আর্টিকেল এবং ট্রান্সলেশন করতে পারবেন। তাছাড়া আরও রয়েছে ভিডিও ক্যাম্পেইন। এর জন্য প্রয়োজন একটি ইউটিউব চ্যানেল।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Mosarof on May 15, 2021, 06:27:07 AM
নতুন অবস্থায় ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, লিংকডইন করতে থাকুন। করতে করতে বেসিক ধারণা এসে যাবে। এবং প্রত্যেক বাউন্টির রুলস গুলো কয়েকবার পড়বেন তাহলে ধারণা পাবেন।
মূলত আর্টিকেল ও ইউটিউব প্রজেক্ট হচ্ছে-সেই প্রজেক্টের্ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করতে হবে। ট্রান্সলেশন হচ্ছে-অনুবাদ। হয়তো ওয়েবসাই, বাউন্টি থ্রেড, এএনএন থ্রেড, হোয়াইটপেপার এর অনুবাদ করতে হবে। এগুলো যার যেরকম দক্ষতা আছে সে সেগুলো করতে পারে।
টুইটার ,ফেসবুক ,টেলিগ্রাম, সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি কিন্তু সিগনেচার আর্টিকেল সম্পর্কে তেমন ধারনা নেই। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম কিভাবে ট্রান্সলেশন, না লিংক দিন কাজ করতে পারব। ধন্যবাদক তগুলো বুঝিয়ে দেয়ার জন্য।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Sumi on May 20, 2021, 12:22:36 PM
এই ফর্মে আমি একজন নতুন ইউজার । আসলে বাউন্টি কি এটি নিয়ে সিনিয়র বড় ভাইরা অনেক মূল্যবান পোষ্ট করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন মূল্যবান পোষ্ট করার জন্য । প্রাথমিক অবস্থায় আমি ফেসবুক টুইটার জয়েন করেছি ।
ফেসবুক এবং টুইটার কিছুদিন করুন তারপর আপনি অবশ্যই বড় ধরনের ক্যাম্পেইনে বড় ধরনের ক্যাম্পেইন করতে পারবেন এবং তখন আপনি আর্টিকেল সিগনেচার এবং ইউটিউব ক্যাম্পেইনে জয়েন হতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু রিওয়ার্ড পাবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে কিছুদিন পর থেকে আপনি উন্নতমানের প্রজেক্টে কাজ করতে থাকুন
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Rubel007 on May 22, 2021, 06:05:54 PM
আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  বেশিরভাগ বাউন্টিতেই  টুইটার ক্যাম্পেইন, টেলিগ্রাম, লিংকডইন ক্যাম্পেইন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করার কথা বলা হয় । টুইটার,  টেলিগ্রাম, এবং লিংকদিনের কাজটা আমার জানা আছে বাটভিডিও ক্যাম্পেইন আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার মথ নতুনরা  অনেক উপকৃত হতো ।
 ধন্যবাদ ।
আমার মনে হয় নতুন অবস্থায সেগুলোতে সময় না দিয়ে বেসিক কাজ গুলো করাই শ্রেয়। ‍কেন না টুইটার ফেসবুক লিংকডইন টেলিগ্রাম এগুলোতে যদি জয়েন করে কাজ করা হয় তাহলে ধীরে ধীরে তার ভিতরে ম্যাচিউরিটি গ্রো করবে তারপর সে নিজেই বুঝতে পারবে যে কিভাবে বাকি ক্যাম্পেইন গুলো করতে হবে।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Sabiha14 on June 05, 2021, 08:20:23 AM
 ক্রিপ্টোকারেন্সিতে যারা নতুন হিসেবে আসে তাদের জন্য টুইটার, টেলিগ্রাম, লিংকডইন এ কাজ করাটাই বেটার।  এই সোস্যাল মিডিয়া গুলোতে কাজ করা অনেক সহজ।  তবে যখন এখানে কাজ করতে করতে কেউ অভিজ্ঞতা অর্জন করতে পারবে তখন সে আপনাআপনিই আরটিকেল, ভিডিও সহ অন্যান্য ক্যাম্পেইন করতে পারবেন। তাই ধৈর্য্য সহকারে ফোরামে সময় দিন।                           
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Maxtel on June 05, 2021, 03:55:27 PM
কেউ সকল বিষয়ে ধারনা একবারে পায়না। ধীরে ধীরে সব বিষয়ে জানতে ও শিখতে পারেন।  আপনি যেহেতু নতুন তাই Twitter teligram LinkedIn Facebook ইত্যাদি ক্যাম্পেইনে  কাজ করতে থাকুন। কাজ করতে করতে ধিরে ধিরে অভিজ্ঞতা বাড়বে এবং সকল বিষয়ে আস্তে আস্তে জানতে ও শিখতে পারবেন। আর্টিকেল ট্রান্সলেশন এসব বিষয়ে ধারণা পেয়ে যাবেন এবং ভিডিও  ক্যাম্পেইনের জন্য আপনাকে ইউটিউবে  একটি  চ্যানেল থাকতে হবে। ধৈর্য ধরে এখানে টিকে থাকতে হবে  এবং ফোরামে বেশি বেশি সময় দিতে হবে তবেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: rajput on June 15, 2021, 07:14:58 AM
আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  বেশিরভাগ বাউন্টিতেই  টুইটার ক্যাম্পেইন, টেলিগ্রাম, লিংকডইন ক্যাম্পেইন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করার কথা বলা হয় । টুইটার,  টেলিগ্রাম, এবং লিংকদিনের কাজটা আমার জানা আছে বাটভিডিও ক্যাম্পেইন আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার মথ নতুনরা  অনেক উপকৃত হতো ।
 ধন্যবাদ ।
 

ভাই আমি যদি বাউনটি তে জয়েন হয়ে অরদেক কাজ করি তাহলে কি আমি অরকেদ পেমেন্ট পাবো না কি আমি বলতে চাচ্ছি যে এক বাউনটি যদি ৪ সপ্তাহ চলে আমি যদি ২ সপ্তাহ পাই তাহলে কি ২ সপ্তাহর পেমেন্ট পাবো
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Bony11 on November 07, 2021, 09:44:50 AM
আমার সিনিয়র ভাইদের কাছ থেকে জানার বিষয়  বেশিরভাগ বাউন্টিতেই  টুইটার ক্যাম্পেইন, টেলিগ্রাম, লিংকডইন ক্যাম্পেইন ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করার কথা বলা হয় । টুইটার,  টেলিগ্রাম, এবং লিংকদিনের কাজটা আমার জানা আছে বাটভিডিও ক্যাম্পেইন আর্টিকেল ক্যাম্পেইন এবং ট্রানসলেশন ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় সেটা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার মথ নতুনরা  অনেক উপকৃত হতো ।
 ধন্যবাদ ।
অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন।বিশেষ করে যারা নতুন ইউজার তাদের জন্য টপিকটি অনেক গুরুত্বপূর্ণ।আমি প্রথমত বলব যারা নতুন বাউন্টি করবেন। তাদের জন্য প্রথমত ফেসবুক, টুইটার এবং টেলিগ্রাম এইগুলোতে  কাজ করতে করেন। প্রথমত আপনাকে এগুলো ক্যাম্পেইনে কাজ করতে হবে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে অন্যান্য ক্যাম্পেইনে কাজ করতে শিখতে পারবেন।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Diknel on February 18, 2022, 11:33:33 AM
কেউ কোনদিন একবারে সব কিছু শিখতে পারে না, ধীরে ধীরে সবকিছু জানতে পারে। ঠিক তেমনি আপনি প্রথমত ফেসবুক , টুইটার , টেলিগ্রাম এগুলো করতে থাকেন এই কাজগুলো করতে করতে একসময় আপনার যখন অভিজ্ঞতা তৈরি হবে তখন দেখবেন আপনি নিজে থেকেই অন্যান্য কাজ গুলা বুঝতে পারবেন। এগুলো জানতে হলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। এবং ফোরামে বেশি বেশি সময় দিতে হবে।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Cinno3 on February 19, 2022, 12:52:10 PM
আমি মনে করি, প্রথমাবস্থায় আপনি টুইটার, ফেসবুক, টেলিগ্রাম, লিংকডইন এগুলো করতে থাকেন। এবং ধীরে ধীরে কাজ করতে করতে ভিডিও ক্যাম্পেইন, আর্টিকেল ক্যাম্পেইন, ট্রানসলেশন ক্যাম্পেইনে  কাজ করতে হয় কিভাবে সেই ধারণা অনেকটুকু পেয়ে যাবেন। তাই আমার মনে হয়, আপনি ফোরামের রুলস গুলো মেনে কাজ করতে থাকেন, তাহলেই আপনি এই কাজগুলোর প্রতি অনেক ধারণা পেয়ে যাবেন।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Tepona on February 27, 2022, 04:29:55 PM
প্রথম অবস্থায় এত চাপ নিতে যাবেন না, ধীরে ধীরে সব কিছু জানতে পারবেন। প্রথমাবস্থায় টুইটার, ফেসবুক, লিংকডইন, ইনস্টাগ্রাম, এগুলো করতে থাকেন। এগুলোতে কাজ করতে করতে আপনার যখন অভিজ্ঞতা বাড়বে তখন আপনি নিজেই সবকিছু বুঝতে পারবেন। তাই আপনি ক্রিপ্টোকারেন্সিতে বেশি বেশি সময় দিন এবং ফোরামের রুলস গুলো মেনে চলুন। তাহলেই ধীরে ধীরে অন্যান্য ক্যাম্পেইনের কাজ গুলা কিভাবে করতে হয় তা জানতে পারবেন।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Centus on March 03, 2022, 02:20:39 PM
কেউ কোনদিন সকল বিষয়ে একেবারে শিখতে পারে না। ধীরে ধীরে সবকিছু শিখতে হয়। প্রথমে আপনি Facebook, Twitter, Telegram, Instagram. এগুলো করতে পারেন। আপনি যদি এখানে ধৈর্য ধারণ করে কাজ করতে পারেন তাহলে দেখবেন, ধীরে ধীরে অন্যান্য ক্যাম্পেইন সম্পর্কে অনেক ধারণা পাবেন। তারপরেই আপনি অন্যান্য ক্যাম্পেইন গুলোতে কাজ করতে পারবেন। তাই আপনি ফোরামে বেশি বেশি সময় দিন তাহলে অনেক কিছু জানতে পারবেন।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Fulshai on March 05, 2022, 12:39:29 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বাউন্টি সবচেয়ে জনপ্রিয়। আপনি যদি বাউন্টিতে কাজ করতে চান। তাহলে প্রথমত বাউন্টি একাউন্ট খুলতে হবে। তারপর বাউন্টি ফোরামে যে রুলস গুলো আছে ভালোভাবে পড়তে হবে। যেমন: বাউন্টি ফোরামে Facebook, Twitter, telegram, Instagram ইত্যাদি ক্যাম্পিং রয়েছে। এসকল ক্যাম্পিং সম্পর্কে ধারণা নিতে হবে। আশা করি উপরের তথ্যগুলো পড়লে কিছুটা কাজ করতে পারবেন।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Piku on June 30, 2022, 12:55:50 PM
নতুন অবস্থায় Twitter, Facebook, Instagram, LinkedIn, এই‌ ক্যাম্পেইন গুলোতে কাজ করা উত্তম। এগুলোতেই কাজ করে আপনি ব্যাপক অর্থ উপার্জন করতে পারবেন। তারপর আস্তে আস্তে অভিজ্ঞতা বেড়ে গেলে, তখন আপনি নিজে থেকেই অন্যান্য ক্যাম্পেইন গুলোতে কিভাবে কাজ করতে হয় তা শিখতে পারবেন। আমি যখন প্রথম  বাউন্টি করা শুরু করি তখন এই ক্যাম্পেইন গুলোতে কাজ শুরু করেছিলাম। এবং তারপর আস্তে আস্তে অন্যান্য ক্যাম্পেইনে কাজ করা শিখতে পেরেছি।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Web Designer on December 19, 2023, 06:33:55 PM
ফরমের রুলসগুলো ভালোভাবে পড়লে আপনি বুঝতো পারবেন।
Title: Re: বাউন্ডির মূল্যবান তথ্য
Post by: Spyroo on December 20, 2023, 02:22:06 PM
ফরমের রুলসগুলো ভালোভাবে পড়লে আপনি বুঝতো পারবেন।
লেখার সময় একটু ভালোভাবে খেয়াল করবেন ভুল হলো কিনা। ফরমের এটা কোন শব্দ হলো।
ফোরামের রুলস সবার জন্যই সমান হয়তো কেউ শেখে আবার কেউ না বুঝেই পোস্ট করে এবং পরবর্তীতে শিখে নেয়।

By the way, প্রথমত আপনি যদি কোন ক্যাম্পেইনে যুক্ত হতে চান কাজ করার জন্য তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রুপ অফ অথেন্টিকেশন কোডটি কপি করে রিপ্লে বাটনে ক্লিক করবেন তারপর সেখানে পেস্ট করে দিবে পেস্ট করার পর সেখানে আপনার ফোরাম ইউজার নেম টেলিগ্রাম ইউজার নেম বিএসসি অথবা অ্যাড্রেস দিয়ে পোস্ট করবেন। তারপর সেই প্রুপ অফ অথেন্টিকেশন এর লিংক বের করবেন।

এখন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে যুক্ত হওয়ার জন্য গুগল ফার্মে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার প্রোফাইল লিংক ইউজারনেম প্রুফ অফ অথেন্টিকেশন লিংক আপনার এড্রেস দিয়ে যুক্ত হয়ে কাজ করা শুরু করে দিবেন প্রতি সপ্তাহ।