Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on March 19, 2021, 04:12:05 PM

Title: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Malam90 on March 19, 2021, 04:12:05 PM
অনেক ব্যবহারকারী তারা তাদের র‌্যাংক বাড়ানোর কাজে মনোযোগ দেন এবং শেষে নেগেটিভ কারমা (https://www.altcoinstalks.com/index.php?topic=657.0) কিংবা শাস্তি পান।

এই সাধারন গাইড সমূহ আপনাকে সাধারন ভুলগুলো এড়িয়ে চলতে সাহায্য করবে..


১। ফোরামের নিয়মসমূহ পড়ুন এবং বুঝুন কিসের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে (https://www.altcoinstalks.com/index.php?topic=3171.0)

২। প্রয়োজনীয় পোস্ট না করে র‌্যাংক বাড়ানোর জন্য শুধু অপ্রয়োজনীয় পোস্ট করা। (https://www.altcoinstalks.com/index.php?topic=13796.0)

৩। যদি আপনার ইংরেজিতে দক্ষতা না থাকে তাহলে সর্বদা আপনার নিজের লোকাল ভাষার সেকশনে পোস্ট করুন।

৪। মাল্টিপল বা একাধিক একাউন্ট করবেন না। যদি ধরা হয় তাহলে সবগুলোতে ট্যাগ দেওয়া হবে (https://www.altcoinstalks.com/index.php?topic=12876.0)

৫। সঠিক সেকশনে বিজ্ঞাপন প্রচার করুন এবং জানুন কিভাবে স্পামিং ছাড়াই বিজ্ঞাপন দেওয়া যায়। (https://www.altcoinstalks.com/index.php?topic=137706.0)

৬। বিভিন্ন সেকশন চেক করুন এবং বিভিন্ন সাব ফোরামের সাথে নিজকে পরিচিত করুন।

৭। সর্বদা নতুন টপিকের জন্য অর্থবহুল শিরোনাম দিবেন। সাধারনত ১-২ শব্দের হবেনা। শিরোনামে প্রশ্নের বিশ্লেষন থাকবে।

৮। বন্ধুত্বপূণ হন, আক্রমনকারী হবেন না। এটা বন্ধুত্বপূর্ণ ফোরাম, অন্যকে সন্মান করুন যেটা তারা অধিকার রাখে।

৯।  কিভাবে ফোরামে র‌্যাংক বাড়াবেন এবং এই ফোরাম ব্যবহার করবেন কোন প্যানাল্টি ছাড়াই। (https://www.altcoinstalks.com/index.php?topic=23431.0)

১০। নিশ্চিত করুন আপনার কন্টেন্ট ইউনিক।
> কিভাবে? অন্যের পোস্ট কপি করবেন না। কোন প্লাগরিজন চলবেনা। (https://www.altcoinstalks.com/index.php?topic=50701.0)
>কোন ধারণা নেই? আপনি ফেসবুক, রেডিট, কোরা এবং বিটকয়েনটকে অনেক আকর্ষণীয় প্রশ্ন অথবা টপিক পাবেন।
                     >কপি পেস্ট করবেন না, আপনি এই পোস্ট থেকে অনুপ্রাণিত হতে পারেন, এবং আপনি আপনার নিজের ভাষায় পূনরায় লিখতে পারেন।
                     >> শিরোনাম পরিবর্তন করুন
                     >> বিষয়বস্তুকে পুনরায় লিখুন
                     >> যদি সম্ভব হয় সম্মান দিন-ব্যক্তির নাম/ ইউজারনেম// সাইটের নাম নয়
                     >> আপনার ভাষায় পোস্টটাকে অনুবাদ করুন যদি ইংরেজি আপনার মাতৃভাষা না হয়।


Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Tubelight on March 19, 2021, 04:44:55 PM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটি তথ্য শেয়ার করার জন্য। ফোরামে নতুন যারা আছে তাদের সকলের উচিত আপনার এই পোস্ট ভালোভাবে পড়া। যদি আপনার এই পোস্ট কেউ ভালোভাবে পড়ে তাহলে তার আইডিতে আশা করছি কোন সমস্যা হবে না।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Tepona on March 31, 2021, 06:13:38 AM
ভাই একটা প্রশ্ন আছে?
যারা বিভিন্ন সাইট থেকে কপি-পেস্ট করে, যেমন বাংলা সেকশনে ইংরেজি সোর্স লিংক গুলো ব্যবহার করে। এটা আসলেও কি ফোরামে বৈধতা আছে? নাকি নাই?
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: rashedul426 on May 02, 2021, 11:11:36 AM
ফোরাম সম্পর্কিত সকল তথ্য আপনি একত্রে এখানে দিয়েছেন। আমার প্রায় সকল প্রশ্নের উত্তর আমি এখানে পেয়েছি। ধন্যবাদ ভাই।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Mosarof on May 02, 2021, 05:21:09 PM
অনেক ব্যবহারকারী তারা তাদের র‌্যাংক বাড়ানোর কাজে মনোযোগ দেন এবং শেষে নেগেটিভ কারমা (https://www.altcoinstalks.com/index.php?topic=657.0) কিংবা শাস্তি পান।

এই সাধারন গাইড সমূহ আপনাকে সাধারন ভুলগুলো এড়িয়ে চলতে সাহায্য করবে..


১। ফোরামের নিয়মসমূহ পড়ুন এবং বুঝুন কিসের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে (https://www.altcoinstalks.com/index.php?topic=3171.0)

২। প্রয়োজনীয় পোস্ট না করে র‌্যাংক বাড়ানোর জন্য শুধু অপ্রয়োজনীয় পোস্ট করা। (https://www.altcoinstalks.com/index.php?topic=13796.0)

৩। যদি আপনার ইংরেজিতে দক্ষতা না থাকে তাহলে সর্বদা আপনার নিজের লোকাল ভাষার সেকশনে পোস্ট করুন।

৪। মাল্টিপল বা একাধিক একাউন্ট করবেন না। যদি ধরা হয় তাহলে সবগুলোতে ট্যাগ দেওয়া হবে (https://www.altcoinstalks.com/index.php?topic=12876.0)

৫। সঠিক সেকশনে বিজ্ঞাপন প্রচার করুন এবং জানুন কিভাবে স্পামিং ছাড়াই বিজ্ঞাপন দেওয়া যায়। (https://www.altcoinstalks.com/index.php?topic=137706.0)

৬। বিভিন্ন সেকশন চেক করুন এবং বিভিন্ন সাব ফোরামের সাথে নিজকে পরিচিত করুন।

৭। সর্বদা নতুন টপিকের জন্য অর্থবহুল শিরোনাম দিবেন। সাধারনত ১-২ শব্দের হবেনা। শিরোনামে প্রশ্নের বিশ্লেষন থাকবে।

৮। বন্ধুত্বপূণ হন, আক্রমনকারী হবেন না। এটা বন্ধুত্বপূর্ণ ফোরাম, অন্যকে সন্মান করুন যেটা তারা অধিকার রাখে।

৯।  কিভাবে ফোরামে র‌্যাংক বাড়াবেন এবং এই ফোরাম ব্যবহার করবেন কোন প্যানাল্টি ছাড়াই। (https://www.altcoinstalks.com/index.php?topic=23431.0)

১০। নিশ্চিত করুন আপনার কন্টেন্ট ইউনিক।
> কিভাবে? অন্যের পোস্ট কপি করবেন না। কোন প্লাগরিজন চলবেনা। (https://www.altcoinstalks.com/index.php?topic=50701.0)
>কোন ধারণা নেই? আপনি ফেসবুক, রেডিট, কোরা এবং বিটকয়েনটকে অনেক আকর্ষণীয় প্রশ্ন অথবা টপিক পাবেন।
                     >কপি পেস্ট করবেন না, আপনি এই পোস্ট থেকে অনুপ্রাণিত হতে পারেন, এবং আপনি আপনার নিজের ভাষায় পূনরায় লিখতে পারেন।
                     >> শিরোনাম পরিবর্তন করুন
                     >> বিষয়বস্তুকে পুনরায় লিখুন
                     >> যদি সম্ভব হয় সম্মান দিন-ব্যক্তির নাম/ ইউজারনেম// সাইটের নাম নয়
                     >> আপনার ভাষায় পোস্টটাকে অনুবাদ করুন যদি ইংরেজি আপনার মাতৃভাষা না হয়।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। আপনার পোস্টগুলো পড়ে সঠিক নিয়ম কানুন গুলো জানা যাবে।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Malam90 on May 12, 2021, 05:41:17 AM
ভাই একটা প্রশ্ন আছে?
যারা বিভিন্ন সাইট থেকে কপি-পেস্ট করে, যেমন বাংলা সেকশনে ইংরেজি সোর্স লিংক গুলো ব্যবহার করে। এটা আসলেও কি ফোরামে বৈধতা আছে? নাকি নাই?


সোর্স লিংক দিয়ে পোস্ট করা যায়। তবে সেটা নিউজ এন্ড আপডেট এবং গুরুত্বপূর্ন পোস্ট। অথচ ইদানিং দেখা যাচ্ছে এই সুযোগে কিছু বাংলাদেশী ও অন্য দেশী ইউজার আছে যাদের প্রফাইল ঘাটলে দেখা যায় সব পোস্টই এরকম। তারা গুগলে কিংবা কোন সাইটে গিয়ে ক্রিপ্টো রিলেটেড যে পোস্ট পাচ্ছে তা চোখ বন্ধ করে পোস্ট করে যাচ্ছে যা স্পষ্টতই স্পাম। এটা করলে আইডি নষ্ট হবে। তবে গুরুত্বপূর্ণ নিউজ এন্ড আপডেট হলে পোস্ট করতে পারবেন তবে নিয়মিত যদি করতে থাকেন তাহলে সমস্যা।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: RSRS on May 14, 2021, 05:57:50 PM
আমার মনে হয় রেঙ্ক বাড়ানোর জন্য নিয়মিত ফোরামে একটিভ এবং সুন্দর এবং গুচ্ছিত ভাবে পোস্ট করতে হবে। স্পামিং পোস্ট করা যাবে না। অন্যের পোস্ট পড়ে নিজেকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে সঠিক টপিকে সঠিক পোস্টটি পেস্ট করতে হবে। আর তাহলেই আপনার রেংক আপনা আপনি বেড়ে যাবে।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Mosarof on May 15, 2021, 05:36:05 AM
অনেক ব্যবহারকারী তারা তাদের র‌্যাংক বাড়ানোর কাজে মনোযোগ দেন এবং শেষে নেগেটিভ কারমা (https://www.altcoinstalks.com/index.php?topic=657.0) কিংবা শাস্তি পান।

এই সাধারন গাইড সমূহ আপনাকে সাধারন ভুলগুলো এড়িয়ে চলতে সাহায্য করবে..


১। ফোরামের নিয়মসমূহ পড়ুন এবং বুঝুন কিসের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে (https://www.altcoinstalks.com/index.php?topic=3171.0)

২। প্রয়োজনীয় পোস্ট না করে র‌্যাংক বাড়ানোর জন্য শুধু অপ্রয়োজনীয় পোস্ট করা। (https://www.altcoinstalks.com/index.php?topic=13796.0)

৩। যদি আপনার ইংরেজিতে দক্ষতা না থাকে তাহলে সর্বদা আপনার নিজের লোকাল ভাষার সেকশনে পোস্ট করুন।

৪। মাল্টিপল বা একাধিক একাউন্ট করবেন না। যদি ধরা হয় তাহলে সবগুলোতে ট্যাগ দেওয়া হবে (https://www.altcoinstalks.com/index.php?topic=12876.0)

৫। সঠিক সেকশনে বিজ্ঞাপন প্রচার করুন এবং জানুন কিভাবে স্পামিং ছাড়াই বিজ্ঞাপন দেওয়া যায়। (https://www.altcoinstalks.com/index.php?topic=137706.0)

৬। বিভিন্ন সেকশন চেক করুন এবং বিভিন্ন সাব ফোরামের সাথে নিজকে পরিচিত করুন।

৭। সর্বদা নতুন টপিকের জন্য অর্থবহুল শিরোনাম দিবেন। সাধারনত ১-২ শব্দের হবেনা। শিরোনামে প্রশ্নের বিশ্লেষন থাকবে।

৮। বন্ধুত্বপূণ হন, আক্রমনকারী হবেন না। এটা বন্ধুত্বপূর্ণ ফোরাম, অন্যকে সন্মান করুন যেটা তারা অধিকার রাখে।

৯।  কিভাবে ফোরামে র‌্যাংক বাড়াবেন এবং এই ফোরাম ব্যবহার করবেন কোন প্যানাল্টি ছাড়াই। (https://www.altcoinstalks.com/index.php?topic=23431.0)

১০। নিশ্চিত করুন আপনার কন্টেন্ট ইউনিক।
> কিভাবে? অন্যের পোস্ট কপি করবেন না। কোন প্লাগরিজন চলবেনা। (https://www.altcoinstalks.com/index.php?topic=50701.0)
>কোন ধারণা নেই? আপনি ফেসবুক, রেডিট, কোরা এবং বিটকয়েনটকে অনেক আকর্ষণীয় প্রশ্ন অথবা টপিক পাবেন।
                     >কপি পেস্ট করবেন না, আপনি এই পোস্ট থেকে অনুপ্রাণিত হতে পারেন, এবং আপনি আপনার নিজের ভাষায় পূনরায় লিখতে পারেন।
                     >> শিরোনাম পরিবর্তন করুন
                     >> বিষয়বস্তুকে পুনরায় লিখুন
                     >> যদি সম্ভব হয় সম্মান দিন-ব্যক্তির নাম/ ইউজারনেম// সাইটের নাম নয়
                     >> আপনার ভাষায় পোস্টটাকে অনুবাদ করুন যদি ইংরেজি আপনার মাতৃভাষা না হয়।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর গুচ্ছিত নির্দেশনাবলী তথ্যগুলো দেওয়ার জন্য। এই তথ্যগুলো পড়ে আমি বুঝতে পারলাম কিভাবে আমার ফোরামের একটিভিট বাড়াতে পারব। অন্যের পোস্ট কপি করে স্পামিং করা যাবে না এবং অন্যের পোস্ট পড়ে নিজের অভিজ্ঞতা থেকেই কথাগুলো লিখতে হবে।

 
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: IHSojib on May 30, 2021, 02:40:11 PM
আমি altcoinstalks ফোরামে নতুন। আমাকে কেউ বলবেন, Bounty তে join হওয়ার rules গুলা। আর  Bounty তে join হতে কি kyc লাগে ?? কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Malam90 on May 31, 2021, 02:06:32 AM
আমি altcoinstalks ফোরামে নতুন। আমাকে কেউ বলবেন, Bounty তে join হওয়ার rules গুলা। আর  Bounty তে join হতে কি kyc লাগে ?? কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।।

ফোরামে ঢুকে আগেই কমেন্ট শুরু করবেন না। আগে বেশি বেশি পোস্ট পড়ুন। পিন টপিকগুলো পড়ুন। সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর টপিক আছে যা আপনাদের জন্য জরুরী।
বাউন্টির জন্য পড়ুন: https://www.altcoinstalks.com/index.php?topic=192364.0
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Nodi42 on June 16, 2021, 05:34:58 AM
আপনের মত যুদি আমিও পারতাম তাহলে মনে হয় আমার পরিবাকে নিয়ে অনেক ভালো থাকতান। তাই আপনার এই পোস্ট অনেক ভালো লাগছে তাই আপনাকে অনেক ধ্যনবাত।।       
Title: কত rank এর পর থেকে মুল কাজ শুরু করতে পারবো,,,,
Post by: Ramesh Mondal on June 19, 2021, 07:53:41 AM
সম্নানীয় মালাম ভাই আমি যদি এই ফোরামে রিলেটেড কোন বিষয়ভিত্তিক বিষয় গুগলে সার্চ দিয়ে শিখে তা যদি কপি পেস্ট না করে নিজে একই বিষয় লেখালেখি করি তাহলে কোন সমস্যা হবে কি?এই ফোরামে ইনকামের কাজ কত rank এর পর থেকে শুরু করতে পারবো।
Title: Re: কত rank এর পর থেকে মুল কাজ শুরু করতে পারবো,,,,
Post by: Malam90 on June 19, 2021, 11:03:54 AM
সম্নানীয় মালাম ভাই আমি যদি এই ফোরামে রিলেটেড কোন বিষয়ভিত্তিক বিষয় গুগলে সার্চ দিয়ে শিখে তা যদি কপি পেস্ট না করে নিজে একই বিষয় লেখালেখি করি তাহলে কোন সমস্যা হবে কি?এই ফোরামে ইনকামের কাজ কত rank এর পর থেকে শুরু করতে পারবো।

যেখান থেকেই কপি করেন না কেন তা অপরাধ। তবে যদি নিতান্তই কপি করতেই হয় তাহলে পোস্টের নিচে সোর্স লিংক দিয়ে দিবেন তাহলে সমস্যা হবেনা। তবে তা যেন নিয়মিত না হয়। যেমন কিছু বাংলাদেশী আছে যারা গ্লোবাল সেকশনে নিয়মিত কপি পেস্ট করে সোর্স লিংক দিয়ে। যাদের প্রফাইলে কপি পেস্ট ছাড়া কোন পোস্ট পাওয়া যায়না। এমন যেন না হয়। আমরাও অনেক সময় খুব প্রয়োজনীয় তথ্য পেলে কপি করে সোর্স লিংক দিয়ে দেই। আর নতুন অবস্থায় টপিক তৈরি না করে বেশি বেশি বাংলা ফোরামে সময় দিয়ে যত পোস্ট আছে, পিন টপিক আছে সেগুলো পড়ুন। সিনিয়রদের পোস্ট ফলো করুন। কিছু জানতে চাইলে তখন প্রশ্ন করুন। পড়ুন বেশি, তারপর কমেন্ট শুরু করুন।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Ramesh Mondal on June 19, 2021, 12:42:08 PM
অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মালাম ভাইকে সুন্দর করে বুজাইয়া দেওয়ার জন্য।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: sohel8090 on July 03, 2021, 04:58:52 PM
মালাম বাই আপনি আমাদের বাংলাদেশের গর্ব আপনি আমাদের এত ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আসা করি আপনি আরো নতুন আপডেট আসলে আপনি আমাদের জানিয়ে দেবেন আল্লাহ তায়ালা আপনার ভালো করুক। ইনশায়াল্লাহ
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Danilo Malaggay on July 06, 2021, 08:20:48 PM
এটাও অনেক প্রয়োজনীয় পোষ্ট আমরা যারা নতুন আছি অনেকেই জানিনা এই বিষয় গুলো এখন আপনার গুরুত্বপূর্ণ পোস্ট টি পড়ার পর অনেক কিছুই একটু ক্লিয়ারলি বুঝতে সক্ষম হয়েছি ভাই ধন্যবাদ আপনাকে।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: sohel8090 on July 17, 2021, 03:40:36 AM
কিভাবে র‍্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই। আপনার রাংক বাড়ানোর জন্য আপনাকে অনেক বেশি বেশি পোস্ট করতে হবে। শুধু পোস্ট করলেই হবে না আপনার মালাম ভাই যা যা রুলস বলেছেন সে অনুযায়ী পোস্ট করতে হবে। তবে হ্যা আপনি যত পোস্ট করবেন তত রাংক বারবে। রাংক বাড়ানোর জন্য যদি আরো কিছু থাকে তাহলে মালাম ভাই আপনি আমাদের সবাই কে জানিয়ে দেবেন। আপনার জন্য শুভকামনা রইল।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Diknel on July 20, 2021, 06:01:10 AM
আমি মনে করি, র‍্যাংক বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত ফোরামে একটিভ থাকতে হবে । এবং বেশি বেশি পোস্ট করতে হবে। কিন্তু আবার শুধু পোস্ট করলেই হবেনা আপনাকে ফোরামের রুলস এবং নিয়ম অনুযায়ী পোস্ট করতে হবে। এবং অন্যের পোস্ট কপি করা যাবে না। অন্যের পোস্ট পরে আপনার অভিজ্ঞতা থেকেই লিখতে হবে।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Abdulkana on August 10, 2021, 05:02:48 AM
অনেক ভালো ভাবেই পোস্ট পড়ে তারপর পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে বাবুস থেকে অনেক কিছু শিখে তারপর আমাদের কমেন্টস পাপোশ করা উচিত না হলে আমরা নেগেটিভ কারমা খাব আমাদের আইডি হারাতে পারি তুমি আমাদের চেয়ে ভালোভাবে ভালোভাবে পোস্ট করা উচিত যাতে আমরা নেগেটিভ খামাখাই এমনকি একাধিক আইডি ব্যবহার করলেও আইডি হারানোর সম্ভাবনা থাকে তাই আমাদের উচিত আমরা যেন ব্যবহার না করে থাকে
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Jahidul1048 on October 02, 2021, 08:47:55 AM
ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক উপকারী পোস্ট করার জন্য আবারো  ধন্যবাদ 🙏🙏
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: AlviNess on October 14, 2021, 02:32:56 PM
ফোরামের অনেক সদস্য আছে যারা শুধুমাত্র নিজের রেংক আপ করার জন্য ফোরামের রুলস অমান্য করে পোস্ট করে থাকে। যাতে করে আমি মনে করি আমাদের ফোরামের ভারসাম্য নষ্ট হয়ে থাকে। তাই আপনি যেভাবে পোস্ট করতে বলেছেন সেভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি মনে করি আমাদের এই ফোরাম অনেক দূর এগিয়ে যাবে। তাই সকল ইউজারদের প্রতি আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা ফোরামের রুলস মেনে পোস্ট করার চেষ্টা করবেন।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Batch18-19 on October 14, 2021, 02:53:13 PM
ফোরামের অনেক সদস্য ইতোমধ্যেই কিন্তু তাড়াহুড়ো রাঙ্ক বাড়ানোর কারণে ফোরাম থেকে জোরে পড়েছে। কারণ তারা ফোরামের নির্ধারিত নিয়মকানুনগুলো অমান্য করেছে। আপনি যেভাবে গাইডলাইন তৈরি করেছেন সেভাবে যদি পোস্ট করা যায় তাহলে আমি মনে করি আইডিতে কোন রকমের সমস্যা ছাড়াই আইডি রেঙ্ক বৃদ্ধি করা যাবে।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Criminal on October 17, 2021, 03:03:20 PM
আমরা এই ফোরামে এসেছি কাজ করতে তাই কাজ করার আগে অবশ্যই ফোরামের রুলস গুলো সম্পর্কে সকলের ধারণা থাকা উচিত ‌‌‌। অনেক সময় দেখা যায় আমাদের আইডিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। এ ধরনের প্রবলেম দেখা দেওয়ার অন্যতম কারণ হলো ফোরামের গুরুত্বপূর্ণ রুলস গুলো অমান্য করা। আমরা যদি ফোরামের রুলস গুলো মেনে কাজ করতে পারি তাহলে আমাদের আইডিতে কোন প্রবলেম হবেনা।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Nodi42 on November 02, 2021, 12:52:10 PM
আমরা এই ফোরামে এসেছি কাজ করতে তাই কাজ করার আগে অবশ্যই ফোরামের রুলস গুলো সম্পর্কে সকলের ধারণা থাকা উচিত ‌‌‌। অনেক সময় দেখা যায় আমাদের আইডিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। এ ধরনের প্রবলেম দেখা দেওয়ার অন্যতম কারণ হলো ফোরামের গুরুত্বপূর্ণ রুলস গুলো অমান্য করা। আমরা যদি ফোরামের রুলস গুলো মেনে কাজ করতে পারি তাহলে আমাদের আইডিতে কোন প্রবলেম হবেনা।
ফোরামের অনেক সদস্য আছে যারা শুধুমাত্র নিজের রেংক আপ করার জন্য ফোরামের রুলস অমান্য করে পোস্ট করে থাকে। যাতে করে আমি মনে করি আমাদের ফোরামের ভারসাম্য নষ্ট হয়ে থাকে। তাই আপনি যেভাবে পোস্ট করতে বলেছেন সেভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি মনে করি আমাদের এই ফোরাম অনেক দূর এগিয়ে যাবে। তাই সকল ইউজারদের প্রতি আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা ফোরামের রুলস মেনে পোস্ট করার চেষ্টা করবেন।অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মালাম ভাইকে সুন্দর করে বুজাইয়া দেওয়ার জন্য।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: Ask55 on March 16, 2022, 07:35:40 AM
Malam90 ভাই আমি নতুন। আর আপনার পোস্ট টি পড়ে অনেক উপকৃত হলাম এবং ফোরাম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ।
Title: Re: কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড]।
Post by: LeoKnight on May 22, 2022, 09:25:50 AM
অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা নতুনদের জন্য বিশেষকরে এটা বেশি কাজে লাগবে।