Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Dark Knight on June 15, 2021, 10:34:12 AM

Title: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Dark Knight on June 15, 2021, 10:34:12 AM
বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার নির্বাহী পরিচালক ইলন মাস্ক সম্প্রতি আলোচনায় এসেছেন বিটকয়েন নিয়ে টুইট করে। গত রোববার সেই টুইটে মাস্ক জানান, ক্রিপটোকারেন্সি তৈরিতে নিরাপদ জ্বালানির ব্যবহার বাড়ায় টেসলা এখন বিটকয়েন ব্যবহার করবে। এই ঘোষণার পরে গতকাল সোমবার এক দিনেই বেড়ে গেছে ক্রিপটোকারেন্সি বিটকয়েনের দাম।

মাস্ক লেখেন, ‘এখন যখন বিষয়টি নিশ্চিত যে ক্রিপটোকারেন্সি প্রস্তুতকারকেরা যথেষ্ট পরিমাণ (প্রায় ৫০ শতাংশ) নিরাপদ জ্বালানি ব্যবহার করছেন, তখন টেসলাও বিটকয়েন গ্রহণ করবে।’

ভবিষ্যৎ লেনদেনে বিটকয়েন গ্রহণের ঘোষণা দিলেও ক্রিপটোকারেন্সি মাইনিংয়ে নিরাপদ জ্বালানি ব্যবহার কীভাবে নজরদারি করা হবে, সে বিষয়ে কোনো ধারণা ইলন মাস্ক বা তাঁর কোম্পানি টেসলা দেয়নি।

গত রোববার মাস্কের ঘোষণার পরেই ক্রিপটোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম কয়েনবেস জানায়, সোমবার সকাল নাগাদই ক্রিপটোকারেন্সির দাম ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে গেছে।


গত মার্চের শেষেই টেসলা লেনদেনে বিটকয়েন গ্রহণ শুরু করে। মে মাসে টেসলা ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন স্থগিত করে। তখন মাস্ক বলেছিলেন, ক্রিপটোকারেন্সি মাইনিংয়ে পরিবেশের ঝুঁকি বেশি, তাই তিনি তা ব্যবহার থেকে বিরত থাকবেন।

বিটকয়েনের দাম এ বছরের শুরু থেকেই অস্থিতিশীল ছিল। কয়েনবেস জানায়, জানুয়ারিতে একটি বিটকয়েনের দাম ছিল ২৯ হাজার ৪০০ মার্কিন ডলার। এপ্রিল নাগাদ একটি কয়েনের দাম দাঁড়ায় ৬৪ হাজার ৮৯৯ মার্কিন ডলার।


মাস্ক আগে থেকেই এই দাম হ্রাস–বৃদ্ধিতে ভূমিকা রাখছিলেন। গত মে মাসে মাস্কের ক্রিপটোকারেন্সি বর্জনের ঘোষণা পর দাম ১২ শতাংশ কমে যায়।

কয়েনবেস বলছে, মাস্কের ঘোষণার পরে বিটকয়েন ছাড়া অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও বেড়েছে। ইথেরামের দাম বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ, ডজকয়েনের দাম বেড়েছে ৫ শতাংশ।
Source: https://www-prothomalo-com.cdn.ampproject.org/v/s/www.prothomalo.com/amp/story/business/world-business/%E0%A6%87%E0%A6%B2%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9F%E0%A7%81%E0%A6%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=16237455159465&csi=1&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fbusiness%2Fworld-business%2F%25E0%25A6%2587%25E0%25A6%25B2%25E0%25A6%25A8-%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%259F%25E0%25A7%2581%25E0%25A6%2587%25E0%25A6%259F%25E0%25A7%2587-%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A7%259C%25E0%25A6%25B2-%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%2595%25E0%25A7%259F%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25A6%25E0%25A6%25BE%25E0%25A6%25AE
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: ttcsalam on June 17, 2021, 07:26:22 AM
যে ভাবে বিনিয়োগকারী দের কে নিয়ন্ত্রন করছেন তাতে করে বোঝা যাচ্ছে আগামী তে এমন একটা সময় আসবে তখন কেউ ইলন মাস্কের টুইট এ মাথা দিবে না । কারন এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করেছেন তাতে করে মনে হচ্ছে সবাই ইলন এর টুইট এবং রিটুইট নিরভর হয়ে যাচ্ছেন।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: RSRS on June 19, 2021, 11:03:16 AM
ক্রিপ্টোকারেন্সিতে ইলন মাস্ক এর ভূমিকা অনেক বেশি রয়েছে। তার পজেটিভ কথায় যেকোনো কয়েন অথবা টোকন এর দাম খুব দ্রুত বেড়ে যায়। আবার অন্যদিকে তার নেগেটিভ কথায় দাম কমে যায়। এ থেকেই বোঝা যায় তার গুরুত্ব ক্রিপ্টোকারেন্সি তে কতটুকু রয়েছে।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Rifan Khan on June 23, 2021, 04:34:26 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্ক অনেক গুরুত্ব রয়েছে। যার কারণে ইলন মাস্ক একবার যদি বলেন মার্কেট ডাম্পিং হয়ে যায় আবার তিনি যদি বলেন মার্কেট পাম্পিং হয়। তাই আমি মনে করি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মার্কসের ভূমিকা রয়েছে।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Brithyislam on July 02, 2021, 06:05:01 AM
ইলন মাস্কের টুইটে  আবার বিটকয়েনের দাম এটার মূল কারণ   হলো পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি মার্কেটে যখন পদার্পণ করে তখন অন্য সকল সদস্য বিশ্বাস না হয় এতে সবাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লেনদেন করতে থাকে আর এই লেনদেন করার কারণেই বিটকয়েনের দাম আবার বেড়ে চলেছে। আমরা সবাই দেখেছি বিটকয়েন যখন এলাম মাক্স কিনতে শুরু করেন তখন বিটকয়েনের দাম আকাশ ছোঁয়ার মত বেড়ে চলেছিল। কিন্তু যখন দেখি যে এ নিয়ে আর কোন কথা বোবা তো হচ্ছে না তখন বিটকয়েনের দাম অনেকটাই কমে গিয়েছিল।  জন্যই ইলন মাস্ক একটি টুইট করেন।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Diknel on August 05, 2021, 02:43:52 PM
বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হলো ইলন মাস্ক। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে বড় ইনভেস্টর। ইলন মাস্ক যখন ঘোষণা দিয়েছিলেন বিটকয়েন দিয়ে টেসলা কোম্পানির গাড়ি ক্রয় করা যাবে। তখন বিটকয়েনের দাম হুহু করে বেড়ে উঠছিল। আবার যখন তিনি বললেন বিটকয়েন দিয়ে টেসলা কোম্পানির গাড়ি ক্রয় করা যাবেনা তখন আবার বিটকয়েন এর দাম কমতে শুরু করল। তিনি যদি বলেন ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাম্পিং হবে তাহলে ডাম্পিং হবে। আর যদি বলেন পাম্পিং হবে তাহলে পাম্পিং হবে।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Sumaiya2 on October 14, 2021, 08:12:55 PM
বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার পেছনে ইনভেস্টরদের হাত অবশ্যই রয়েছে কারণ একমাত্র দাম কম বেশি হয় ইনভেস্টরদের কারণে। তাই দাম কম বেশি হওয়ার মধ্যে ইনভেস্টরদের ভূমিকা ব্যাপক পরিমাণে রয়েছে।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Trumpet on October 18, 2021, 04:37:20 AM
ইলন মাস্ক কিছুদিন তার টুইটার এবং বিটকয়েন নিয়ে ক্রিপ্টোকারেন্সি সাথে খেলা করেছে। একদিন আগে তিনি টুইট করেছেন আজ থেকে তার তেসলা কোম্পানি বিটকয়েন সাপোর্ট করবে। এই ধরনের টুইট তার পক্ষ থেকে আসার পর বিট কয়েনের মূল্য বড় ধরনের পরিবর্তন হয়েছিল। কিন্তু তার কয়েকদিন পরেই আবার দেখা যায় তিনি নিজেই বলেছেন তার কোম্পানি আর বিটকয়েন সাপোর্ট করবে না তখন আবার বিট কয়েনের মূল্য কমে গিয়েছিল। মূলত একটি ইটের উপর নির্ভর করেই বিটকয়েনের মার্কেট ওঠানামা করে ছিল কয়েক দিন।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Rockalo on October 21, 2021, 09:47:04 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্ক এর ভূমিকা অনেক বেশি। ইলন মাস্ক হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে বড় ইনভেস্টর। ইলন মাস্ক যদি কোন কয়েন নিয়ে পজিটিভ কথা বলে তাহলে ওই কয়েনের দাম হু হু করে বৃদ্ধি পায়। আবার যখন কোন কয়েন নিয়ে নেগেটিভ কথা বলে তাহলে ওই কয়েনের দাম কমে যায়। তাই ইলন মাস্ক একটি টুইটে বিটকয়েনের দাম দ্রুত বৃদ্ধি পায়।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Fighter on October 27, 2021, 03:18:45 PM
ইলন মাস্ক হল বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি। এমনকি একজন বিনিয়োগকারী বলাও চলে।
কিছুদিন আগে তিনি তার এক টুইট বার্তায় বিটকয়েন এবং ডগি কয়েন নিয়ে কিছু পজিটিভ মন্তব্য করেছিলেন।
তারপর থেকে এই দুটি কয়েনের দাম অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে এক ইতিহাস সৃষ্টি হয়েছে।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Cinno3 on October 28, 2021, 12:05:34 PM
ইলন মাস্ক ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে প্রজেক্ট মন্তব্য করলেই বাজারের অবস্থা ভালো হতে থাকে। বিশেষ করে তিনি বিটকয়েন ডগি কয়েন এর খেলোয়ার। কেন এই দুটি কয়েন নিয়ে বাণিজ্য করতে সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই বিটকয়েন ও ডগি কয়েন নিয়ে তিনি বিভিন্ন পজেটিভ এবং নেগেটিভ মন্তব্য করেন। তিনি যখন পজেটিভ মন্তব্য করেন তখন এগুলোর দাম হুহু করে বাড়তে থাকে।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Centus on November 04, 2021, 04:09:54 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবচেয়ে বড় ইনভেস্টর হলো ইলন মাস্ক। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্কের ভূমিকা অনেক বেশি‌। ইলন মাস্ক যদি কোন কয়েন নিয়ে পজিটিভ কথা বলে সেই কয়েনের দাম হুহু করে বৃদ্ধি পায়। আবার যদি কোন কয়েন নিয়ে নেগেটিভ কথা বলে তাহলে ওই কয়েনের দাম ডাম্পিং করে। তার একটা টুইটে বিটকয়েনের দাম হুহু করে বেড়ে যায়।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Bony11 on November 07, 2021, 02:45:49 AM
দিন দিন বিশ্বের অনেক বড় বড় কোম্পানির মালিকরা ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের ব্যবহার শুরু করেছে। যেমন বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার নির্বাহী পরিচালক ইলন মাস্ক সম্প্রতি আলোচনায় এসেছেন বিটকয়েন নিয়ে টুইট করে। তারপর থেকে দেখা যায় যে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে শুরু করে।আবার যদি নেগেটিভ কিছু আলোচনা করে তাহলে তার দাম কমতে শুরু করে। এজন্য দেখা যায় ইলন মাস্কের মত বড় ইনভেস্টরদের একটি টুইটে বিটকয়েনের মূল্য অনেক বৃদ্ধি পেতে শুরু করে থাকে।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Meta on November 07, 2021, 06:56:44 PM
ইলন মাস্ক একজন বড় ধরনের বিনিয়োগকারী সেখানে তিনি একটি গাড়ির কোম্পানি এবং বিশ্ব বিখ্যাত ধনী ব্যক্তি। তার টুইটে ডগি কয়েন এর দাম অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Casual on November 09, 2021, 10:44:42 PM
ক্রিপ্টোকারেন্সি তে এক সময় ইলন মাস্ক এর ওপরে অনেকটা ডিফেন্ড করতে বলে আমি মনে করি। কারণ তিনি যখন সর্বপ্রথম ডগি কয়েন নিয়ে তার নিজস্ব টুইটার পেজে টুইট করেছিল তার পরপরই ডগি কয়েন এর প্রাইস ব্যাপক পাম্পিং হয়েছিল। কিন্তু তার পরপরই তিনি যে কথাটা বলেছেন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তার বিপরীত টা হয়েছে। কারণ ক্রিপ্টোকারেন্সি মধ্যে কখনোই একার পক্ষে সম্ভব নয় মার্কেটের উঠানামা করানোর জন্য।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Paglamon on November 16, 2021, 05:05:00 PM
প্রকৃতপক্ষে বিটকয়েনের দাম তখন বৃদ্ধি পায়, যখন ক্রিপ্টোকারেন্সি বাজার পা বিটকয়েন সম্পর্কে বিভিন্ন পজেটিভ নিউজ থাকে। বর্তমানে বিটকয়েনের নিয়ন্ত্রণ ডিসেন্ত্রালাইজ। অর্থাৎ এটি নির্দিষ্ট কোন গণ্ডির মধ্যে নেই। কারণ সারা পৃথিবীব্যাপী এর জনপ্রিয়তা এবং ব্যবহার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। লেনদেনের জন্য বিটকয়েন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ বিটকয়েনে লেনদেন করে। তাই বিটকয়েন জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। এরই মধ্যে পজেটিভ কোন নিউজ থাকলে বিটকয়েনের দাম হুহু করে বাড়তে থাকে।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Papusha20 on February 02, 2022, 04:08:12 AM
আপনি লক্ষ করতে পারবেন যদি অতীত সময়ের দিকে আপনার ধারনা থাকে। কারণ অতীত সময় থেকে ইলন মাস্ক বড় ধরনের একটি ইনভেস্টর তিনি ডগি কয়েন সহ অন্যান্য যেসকল ইনভেস্ট করেছিলেন তার প্রত্যেকটা কয়েন ব্যাপকভাবে পাম্প করেছে। এবং অতীত পর্যায়ে ইলন মাস্কের ক্রিপ্টোকারেন্সি তে ব্যাপক ভূমিকা রয়েছে। এজন্য তিনি যদি যেকোনো কয়েনের দিকে ইশারা করে তাহলে অবশ্যই সেটা দাম বৃদ্ধি পাবে।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Tepona on February 20, 2022, 12:18:11 PM
ইলন মাস্ক হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবচেয়ে বড় বিনিয়োগকারী। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্কের ভূমিকা রয়েছে অনেক। ইলন মাস্ক যদি বিটকয়েন নিয়ে কোন পজেটিভ কথা বলে তাহলে বিটকয়েনের দাম আকাশচুম্বী হয়ে যায়। বর্তমানে বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং করেছে। আমার মনে হয়, যখন বিটকয়েন কে নিয়ে কোন পজিটিভ নিউজ বের করা হয় ঠিক তখনি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Fulshai on February 27, 2022, 12:12:35 PM
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হচ্ছে ইলন মাস্ক। তিনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিনিয়োগ করে। আর তিনি যদি কয়েন গুলো ক্রয় করে ইনভেস্ট করে। তাহলে বিটকয়েনের দাম পাম্পিং করবে বলে মনে হয়। কারণ তিনি একবার ডগি কয়েন সহ অন্যান্য কয়েন কিনে ইনভেস্ট করছিল। তারপর ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই পাম্পিং করছিল। তাই বলা যায় ইলন মাস্কের টুইটে বাড়তে পারে বিটকয়েনের দাম।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Piku on July 28, 2022, 11:38:35 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্ক বড় ধরনের লোক। এবং একজন বড় বিনিয়োগকারী। শুধু ‌‌‌‌‌‌‌ক্রিপ্টোকারেন্সিতেই নয় বিশ্বের সব ধনী ব্যক্তিদের মধ্যে তিনিও একজন। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্ক এর ভূমিকা অনেক। তার বিভিন্ন টুইট বার্তার কারণে বিভিন্ন কয়েনের দাম আপডাউন করতে থাকে। সে কোন কয়েন নিয়ে পজিটিভ কথা বললে সেই কয়েনের হিউজ পরিমান দাম বেড়ে যায়। আমরা জানি বিটকয়েন অথবা অন্যান্য কয়েনের উপর কোন পজেটিভ নিউজ থাকে তাহলে ওই কয়েনের দাম হু হু করে বৃদ্ধি পায়।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Perfect540 on August 04, 2022, 03:01:52 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্ক অনেক বড় ধরনের লোক। এবং বড় একজন বিনিয়োগকারী। তিনি যেকোনো কয়েন সম্পর্কে যদি পজিটিভ কোন টুইট করে তাহলে ঐ কয়েনের দাম হু হু করে বৃদ্ধি পেতে থাকে ‌‌। যেমন কয়েকদিন আগে বগি কয়েন সম্পর্কে পজিটিভ কথা বার্তা বলার সাথে সাথে বগি কয়েনের দাম হু হু করে বৃদ্ধি পেতে থাকে। তেমনি বিটকয়েন সম্পর্কে তিনি যদি কোন পজিটিভ কথা বার্তা বলে তাহলে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Damrai5$ on September 11, 2022, 05:28:48 PM
বিটকয়েনের প্রাইস কমে যাওয়ার সাথে সাথে ইথেরিয়াম এর প্রাইস অনেক ডাম্পিং হয়েছে। বিটকয়েনের প্রাইস কমতে শুরু করলে শুধু ইথেরিয়াম প্রাইস নয় সকল কয়েন গুলোর প্রাইস কমতে শুরু করে যদি কখনো বিটকয়েনের প্রাইস এক লক্ষ ডলার ছাড়িয়ে যায় তখন হয়তোবা ইথেরিয়াম প্রাইস দশ হাজার ডলার ছাড়িয়ে যাবে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি না পেলে কখনোই ইথিরিয়াম প্রাইস বৃদ্ধি পাওয়া সম্ভব নয়।
Title: Re: ইলন মাস্কের টুইটে বাড়ল বিটকয়েনের দাম।
Post by: Madmax789 on November 15, 2022, 08:39:38 PM
ইলন মাস্ক টুইটার দিয়ে ক্রিপ্টো ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করার মতো। যখনই তিনি কোন ক্রিপ্টো সম্পর্কে টুইট করেন তখন এর দাম রকেটের মতই বেড়ে যায়।