Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on January 15, 2019, 05:39:37 AM

Title: কারমা বিষয় সকল তথ্য
Post by: JISAN on January 15, 2019, 05:39:37 AM
১।কারমা কি
=> কারমা মানে বোঝায় যোগ্যতা। আপনার মধ্যে কেমন জ্ঞান আছে বা আপনি ফোরাম সস্পর্কে কিরকম জানেন সেটা প্রকাশ করার ক্ষেত্রেই মূলত কার্মার ব্যবহার বা কারমার সিস্টেম করা।

২। কারমা কিভাবে পাওয়া যাবে
=> আপনার মাঝের জ্ঞান সবার মাঝে শেয়ার করুন। নিত্যনতুন উপডেট পোস্ট করুন। ফোরামে সবাইকে হেল্প করুন। কেও আপনার পোস্টের মাধ্যমে উপক্রিত হলে আপনাকে কারমা দিবে।

৩। কারমা কে দেয়
=> সিনিয়র মেম্বার বা তার উপড়ের র‍্যাংকের মেম্বাররা কারমা দিতে পাড়ে। আপনি সিনিয়র হলে আপনিও দিতে পাড়বেন। তবে কারমার অপব্যবহার করা যাবে না ধরা পড়লেই অ্যাকাউন্ট ব্যান করা হবে।

৪। আমি সিনিয়র হলে কয়টা কারমা অন্যদের দিতে পাড়বো
=> আপনার ইচ্ছামত কারমা দিতে পাড়বেন। তবে একজনকে একবার দেওয়ার পড় ১০০ ঘন্টা বড় আবার দিতে পাড়বেন। তবে যদি তাকে বাদ দিয়ে অন্যকে দিতে যান তবে তার জন্য কোনো দেরি করতে হবে না। তবে আবার বলতেছি কারমার অপব্যবহার করা যাবে না।

৫।-কারমা কে দেয় -কারমা কে দেয়
+কারমা ও -কারমা এই দুইটাই সিনিয়র মেম্বার ও তার উপড়ের ব্যাংকের মেম্বাররা দিতে পাড়ে।

৬। কারো -কারমা থাকা সত্যেও যদি তাকে +কারমা দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে?
কারো -কারমা থাকা সত্যেও কেও তাকে + কারমা দিলে ১ টা +কারমার জন্য ১ টা - কারমা  বাদ যাবে। +কারমা থাকা সত্যেও -কারমা দেওয়া হলে সে ক্ষেত্রে ও এরকমি ঘটবে।

৭। +কারমা কাকে দিবো?
কেও যদি হেল্পফুল পোস্ট করে আপনি যদি উপক্রিত হন বা পোস্ট দেখে যদি মনে হয় অন্যরা উপক্রিত হবে তাহলে কারমা দিতে পাড়েন।

৮। -কারমা কাকে দিবো
যদি আপনার চোখে পড়ে যে কেও কপি পোস্ট করতেছে। আর আপনি যদি সেটা কনফার্ম থাকেন ও যদি দেখেন একজনকে সতর্ক করার পড়ও বারবার স্পামিং করতেছে তখন তাকে -কারমা দিতে পাড়েন।

যে কারমা পাওয়ার যোগ্য তাকে কারমা দিন এতে সবার কাজ করার আগ্রহ বাড়নে ও স্পামাররা কারমা পাওয়ার জন্য স্পামিং ছেড়ে ভালো পোস্ট করতে আগ্রহী হবে। কারমা নিজের কাছে জমিয়ে রাখার জিনিষ না। কারমার সঠিক ব্যবহার করুন
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Fariwala on January 16, 2019, 04:08:05 AM
আগে এতো কিছু জানি নাই । এই পোষ্টটা পড়ার  পর অনেক কিছুই জানতে পারলাম । অনেক অনেক ধন্যবাদ karma সম্পর্কে ভালো একটি পোষ্ট করার জন্য ।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Goku01 on January 16, 2019, 06:37:03 AM
Gathering all information together you made a good post. Though all the information are already given before but in separate post. Try to post about cryptocurrency in the future because this kind of post are already posted lots of times. +karma for you and try your best.
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Lima on January 16, 2019, 04:41:20 PM
কারমা বিষয়ের এই পোস্টটি অনেক সুন্দর হয়েছে। কারমা বিষয়ক সকল তথ্য এখানে তুলে ধরা হয়েছে। অনেক ভালো লাগলো আপনার পোস্ট। ধন্যবাদ আপনাকে।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Nolkupit46 on January 16, 2019, 05:56:25 PM
ভাই আপনি এই পোস্ট করে আমাকে উপকার করলেন কারণ আমিকারমা বিসয়ে এতো কিছু জানতাম না। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি লাইফ এ সাইন করবেন ইনশা আল্লাহ।               
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: JISAN on January 19, 2019, 06:59:49 AM
ভাই আপনি এই পোস্ট করে আমাকে উপকার করলেন কারণ আমিকারমা বিসয়ে এতো কিছু জানতাম না। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি লাইফ এ সাইন করবেন ইনশা আল্লাহ।               
আপনার সাপর্টের জন্য অসংখ্য ধন্যবাদ।  আমি সবসময় চেষ্টা করবো আপনাদের মাধে ভালো কিছু উপহার দেওয়ার জন্য ইন্সাআল্লাহ।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Crypto Library on February 05, 2024, 09:39:05 PM
~snip~
ধন্যবাদ ভাই টপিকটির জন্য,
তবে আমি দেখতেছি আপনার টপিকটি অনেক আগে তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে কারমা সিস্টেমে কিছু পরিবর্তন আনা হয়েছে। আশা করি আপনি সে বিষয়গুলো নজর দিবেন আর কারমা 10 ঘন্টা পর পর দেওয়া যায় আমি আপনার নিকট থেকেই জানলাম, আপনার হয়তো টাইপিং মিসটেক হয়েছে। তাছাড়া বর্তমানে মনে হয় ফুল মেম্বার র‍্যাঙ্ক থেকে কারমা দেওয়া যায়।
আশা করি আপনি আবার হালকা করে এই টপিকটি এডিট মেরে দিবেন  ;)
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: JISAN on February 07, 2024, 05:18:22 AM
~snip~
ধন্যবাদ ভাই টপিকটির জন্য,
তবে আমি দেখতেছি আপনার টপিকটি অনেক আগে তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে কারমা সিস্টেমে কিছু পরিবর্তন আনা হয়েছে। আশা করি আপনি সে বিষয়গুলো নজর দিবেন আর কারমা 10 ঘন্টা পর পর দেওয়া যায় আমি আপনার নিকট থেকেই জানলাম, আপনার হয়তো টাইপিং মিসটেক হয়েছে। তাছাড়া বর্তমানে মনে হয় ফুল মেম্বার র‍্যাঙ্ক থেকে কারমা দেওয়া যায়।
আশা করি আপনি আবার হালকা করে এই টপিকটি এডিট মেরে দিবেন  ;)
যখন এই টপিক খুলা হইছিলো তখন কারমা একই ব্যাক্তিকে ২য় বার দেওয়ার জন্য এমন দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো তবে পরবর্তী আপডেটে তা পরিবর্তন করে ১০ ঘন্টা করা হইছে আরো কিছু পরিবর্তন করা হইছে আর মাঝে মাঝেই পরিবর্তন করা হয়। ঘটনা হলো এই টপিক অনেক আগে খলা তাই আমি এটিকে ইডিট করতে পারতেছি না এর জন্য এটা পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। ভাবতেছি এই টপিক লক করে আরেকটা খুলবো। এটা খুব শিগগিরই করা হবে। ধন্যবাদ আপনাকে
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: hadi97bd on February 09, 2024, 07:31:16 PM
I was created this account a long time ago but i was in offline almost 5 years but now i am trying to active on this platform. As a Bengali i have gather too much information from this topic. Thank a lot for your such a good work.
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Bd officer on February 11, 2024, 01:39:31 PM
I was created this account a long time ago but i was in offline almost 5 years but now i am trying to active on this platform. As a Bengali i have gather too much information from this topic. Thank a lot for your such a good work.
ভাই আমি আপনার প্রোফাইলে গিয়ে দেখলাম আপনি একজন বাঙালি সদস্য, আপনি ইতিপূর্বেও বাংলায় ভাষায় পোস্ট করেছেন। যেহেতু এটা বাংলা লোকাল বোর্ড এখানে বাংলা ভাষায় পোস্ট করা উচিত। আপনি যদি ইংরেজিতে পোস্ট করতে চান তাহলে আপনি গ্লোবালে গিয়ে পোস্ট করতে পারেন। আমরা যেহেতু বংলা লোকাল বোর্ড পেয়েছি কেন আমরা এখানে ইংরেজিতে পোস্ট করবো। আশা করি আপনি এর পর থেকে এখানে বাংলা ভাষায় পোস্ট করবেন। ধন্যবাদ।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Crypto Library on February 11, 2024, 03:27:49 PM
যখন এই টপিক খুলা হইছিলো তখন কারমা একই ব্যাক্তিকে ২য় বার দেওয়ার জন্য এমন দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো তবে পরবর্তী আপডেটে তা পরিবর্তন করে ১০ ঘন্টা করা হইছে আরো কিছু পরিবর্তন করা হইছে আর মাঝে মাঝেই পরিবর্তন করা হয়। ঘটনা হলো এই টপিক অনেক আগে খলা তাই আমি এটিকে ইডিট করতে পারতেছি না এর জন্য এটা পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। ভাবতেছি এই টপিক লক করে আরেকটা খুলবো। এটা খুব শিগগিরই করা হবে। ধন্যবাদ আপনাকে
বিষয়টি নজর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমি আসলে জানতাম না যে পূর্বে এত সময় গ্যাপ লাগতো দ্বিতীয়বার কারমা দেওয়ার জন্য। হ্যাঁ নিয়ম দেখলাম অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে, বর্তমানে ফুল মেম্বার থেকে কারমা দেওয়া যায়। তারপর একাউন্টে  টেলিপোর্ট করার নিয়ম নতুন নিয়ম চালু করা হয়েছে। তাছাড়া আরো কত নিয়ম চেঞ্জ করা হয়েছে আমি নিজেও জানিনা।
যাই হোক আপনাকে আমিও সাজেস্ট করব যে যদি এই পুরাতন টপিক গুলোকে এডিট করা না যায় তাহলে, পুরাতন টপিকগুলো  লক করে  আনস্টিকি করে নতুন টপিক ক্রিয়েট করাই উত্তম হবে। কারণ এখানে নতুন যারা প্রবেশ করতেছে তারা প্রথমেই এইসব টপিক দেখেই শিখবে এবং নিয়ম কানুন গুলো জানবে। আপনাকেও ধন্যবাদ। ;)
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Bd officer on February 12, 2024, 09:58:21 AM
বিষয়টি নজর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমি আসলে জানতাম না যে পূর্বে এত সময় গ্যাপ লাগতো দ্বিতীয়বার কারমা দেওয়ার জন্য। হ্যাঁ নিয়ম দেখলাম অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে, বর্তমানে ফুল মেম্বার থেকে কারমা দেওয়া যায়।
ভাই যদি নিয়ম পরিবর্তন করেই থাকে তাহলে আমি কেন কারমা দিতে পারছি না? আমার মনে হয় এখনো ফুল মেম্বারদের কে অনুমতি দেওয়া হয় নাই। এই বিষয়ে কি কেউ ভালো করে জানেন জানলে জানেবেন?
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Crypto Library on February 12, 2024, 05:43:42 PM
বিষয়টি নজর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমি আসলে জানতাম না যে পূর্বে এত সময় গ্যাপ লাগতো দ্বিতীয়বার কারমা দেওয়ার জন্য। হ্যাঁ নিয়ম দেখলাম অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে, বর্তমানে ফুল মেম্বার থেকে কারমা দেওয়া যায়।
ভাই যদি নিয়ম পরিবর্তন করেই থাকে তাহলে আমি কেন কারমা দিতে পারছি না? আমার মনে হয় এখনো ফুল মেম্বারদের কে অনুমতি দেওয়া হয় নাই। এই বিষয়ে কি কেউ ভালো করে জানেন জানলে জানেবেন?
ধন্যবাদ ভাই ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আমি নিজেও ফোরামের কোন এক মেম্বার এর পোস্টে এই ধরনের একটা লেখা দেখেছিলাম যে ফুল মেম্বার থেকে কারমা দেওয়া যায়। অবশ্য আমার গাফিলতির কারণে আমি ফোরামের অফিশিয়াল কোন স্টেটমেন্ট না দেখেই বলে ফেলেছি।
তাছাড়াও আমি সরাসরি হিরো রাঙ্ক এর টেলিপোর্ট পাওয়ার কারণে নিচের কোন কিছু এক্সপিরিয়েন্স করি নাই।  ::)  তবে আমি এই নিয়ম অবশ্যই দেখেছি যে একাউন্ট টেলিপোর্ট করার জন্য এখন নতুন নিয়মে  শুধুমাত্র জুনিয়র মেম্বার র্যাংক হলেই চলে
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: JISAN on February 12, 2024, 06:52:15 PM
বিষয়টি নজর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমি আসলে জানতাম না যে পূর্বে এত সময় গ্যাপ লাগতো দ্বিতীয়বার কারমা দেওয়ার জন্য। হ্যাঁ নিয়ম দেখলাম অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে, বর্তমানে ফুল মেম্বার থেকে কারমা দেওয়া যায়।
ভাই যদি নিয়ম পরিবর্তন করেই থাকে তাহলে আমি কেন কারমা দিতে পারছি না? আমার মনে হয় এখনো ফুল মেম্বারদের কে অনুমতি দেওয়া হয় নাই। এই বিষয়ে কি কেউ ভালো করে জানেন জানলে জানেবেন?
ধন্যবাদ ভাই ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আমি নিজেও ফোরামের কোন এক মেম্বার এর পোস্টে এই ধরনের একটা লেখা দেখেছিলাম যে ফুল মেম্বার থেকে কারমা দেওয়া যায়। অবশ্য আমার গাফিলতির কারণে আমি ফোরামের অফিশিয়াল কোন স্টেটমেন্ট না দেখেই বলে ফেলেছি।
তাছাড়াও আমি সরাসরি হিরো রাঙ্ক এর টেলিপোর্ট পাওয়ার কারণে নিচের কোন কিছু এক্সপিরিয়েন্স করি নাই।  ::)  তবে আমি এই নিয়ম অবশ্যই দেখেছি যে একাউন্ট টেলিপোর্ট করার জন্য এখন নতুন নিয়মে  শুধুমাত্র জুনিয়র মেম্বার র্যাংক হলেই চলে
Admin আসলে প্রতিনিয়ত ফোরাম আপডেট করতেছেন। প্রথমদিকে Sr ও এর উপরের র‍্যাংকের মেম্বাররা কারমা দিতে পারতো সেই সময় এই টপিকটা খোলা হইছিলো। এরপর Full Member এর জন্য Enable করলেও এইটা আবার সেই Sr পর্যায়ে নিয়ে যাওয়া হইছে। তাই বর্তমানে Sr এর নিচের কেউ কারমা দিতে পারতেছে না। সামনে আরো অনেক পরিবর্তন আসবে।

প্রথমত Teleport এর জন্য Jr এলাউ ছিলো না এখন করা হইতেছে। ফোরাম এখনো স্টাবল হতে পারেনাই। ইউজার কম এর কারনে ইউজার বাড়ানোর জন্য মাঝে মাঝেই ফোরামের পরিবর্তন করা হইতেছে যেন ইউজাররা আকৃষ্ট হয়।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Mr.Corol on February 13, 2024, 04:55:58 AM

প্রথমত Teleport এর জন্য Jr এলাউ ছিলো না এখন করা হইতেছে। ফোরাম এখনো স্টাবল হতে পারেনাই। ইউজার কম এর কারনে ইউজার বাড়ানোর জন্য মাঝে মাঝেই ফোরামের পরিবর্তন করা হইতেছে যেন ইউজাররা আকৃষ্ট হয়।
হ্যাঁ, এই ফরামে বেশি ইউজার রা এক্টিব নয়। যারা সিগনেচার করে তারাই শুধু বেশি এক্টিব হচ্ছে।

বিশেষ করে বাংলা বোর্ডে বেশি উইজার সক্তিয় না, ২-৪ জন সদস্যরাই দেখি পোস্ট করে এছাড়া বেশি ইউজার এক্টিব নাই।

যাইহোক আমার মনে হয় কারমা সকল সদস্যদের মধ্যে আদান প্রদান করার সুযোগ দেওয়া উচিত। তবে এই নিয়ম করে দিলে ভালো হবে যেমন, কেউ ২ টা কারমা পাইলে ১ টা দিতে পারবে। শুধু sr এর বেশি রেংকের সদস্যরা দিতে পারে। এটা আসলে আমার মতে ঠিক না।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: JISAN on February 13, 2024, 11:05:15 AM

প্রথমত Teleport এর জন্য Jr এলাউ ছিলো না এখন করা হইতেছে। ফোরাম এখনো স্টাবল হতে পারেনাই। ইউজার কম এর কারনে ইউজার বাড়ানোর জন্য মাঝে মাঝেই ফোরামের পরিবর্তন করা হইতেছে যেন ইউজাররা আকৃষ্ট হয়।
হ্যাঁ, এই ফরামে বেশি ইউজার রা এক্টিব নয়। যারা সিগনেচার করে তারাই শুধু বেশি এক্টিব হচ্ছে।

বিশেষ করে বাংলা বোর্ডে বেশি উইজার সক্তিয় না, ২-৪ জন সদস্যরাই দেখি পোস্ট করে এছাড়া বেশি ইউজার এক্টিব নাই।

যাইহোক আমার মনে হয় কারমা সকল সদস্যদের মধ্যে আদান প্রদান করার সুযোগ দেওয়া উচিত। তবে এই নিয়ম করে দিলে ভালো হবে যেমন, কেউ ২ টা কারমা পাইলে ১ টা দিতে পারবে। শুধু sr এর বেশি রেংকের সদস্যরা দিতে পারে। এটা আসলে আমার মতে ঠিক না।
আসলে এই ফোরামে র‍্যাংক বাড়ানোটা btt এর মতো কঠিন না। btt তে একটা নির্দিষ্ট সময় পর পর এক্টিভিটি বাড়ে আবার প্রতিটা র‍্যাংকের জন্য আলাদা আলাদা এমাউন্টের মেরিটের প্রয়োজন হয়। এই বিষয়টা সেখানে সবাই মাইনা নিছে কারন btt তে হিউজ ইউজার ৩ মিলিয়েও বেশি তাই সেখানে যতই কঠিন নিয়ম কানুন চালু করা হোকনা কেনো ওই ফোরামের ইউজার কমবে না দিন দিন বেড়ে যাবে৷ কিন্তু btt এর মতো এটা চিন্তা করলে কাজ হবে না। এই ফোরামে এখনো একাউন্ট আছে ১ লাখেও কম তাই এখানে যদি এই সময় btt এর মতো কঠিন নিয়মগুলা চালু করা হয় তাহলে ফোরামে এমনিতেই এক্টিভ ইউজার কম অন্য দিকে নতুন ইউজার এখানে আসবে না। তাই আমি মনে করি Admin যা ভালো বুঝতেছে সেটাই করুক সেটাই ভালো হবে। সে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা নিশ্চয়ই ভেবে চিনতে তারপর নেন।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Hridoy001 on February 15, 2024, 08:32:19 PM
ধন্যবাদ কারমা বিষয়ে ক্লিয়ার আইডিয়া দেবার জন্য। বিষয়টা ক্লয়ার হয়ে গেছে একদম।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: JISAN on February 17, 2024, 05:39:55 PM
ধন্যবাদ কারমা বিষয়ে ক্লিয়ার আইডিয়া দেবার জন্য। বিষয়টা ক্লয়ার হয়ে গেছে একদম।
আপনাকে এই ফোরামে স্বাগতম। আপনাকে ধন্যবাদ ফোরাম সম্পর্কে জানার আগ্রহ থাকার জন্য। অনেক নতুন সদস্য আছে যারা এখানে এসে কোনো কিছু না পড়ে না জেনে উলটা পালটা পোস্ট করেন এবং প্রচুর পরিমান স্পামিং করেন। আপনি প্রথমেই পিন পোস্টগুলো পড়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতেছেন এটা প্রশংসনীয় ব্যাপার। ভালো ভালো পোস্ট চালিয়ে যান একদিন ভালো কিছু করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: DYING_S0UL on February 24, 2024, 06:35:54 AM
প্রথমত Teleport এর জন্য Jr এলাউ ছিলো না এখন করা হইতেছে। ফোরাম এখনো স্টাবল হতে পারেনাই। ইউজার কম এর কারনে ইউজার বাড়ানোর জন্য মাঝে মাঝেই ফোরামের পরিবর্তন করা হইতেছে যেন ইউজাররা আকৃষ্ট হয়।
যাইহোক আমার মনে হয় কারমা সকল সদস্যদের মধ্যে আদান প্রদান করার সুযোগ দেওয়া উচিত। তবে এই নিয়ম করে দিলে ভালো হবে যেমন, কেউ ২ টা কারমা পাইলে ১ টা দিতে পারবে। শুধু sr এর বেশি রেংকের সদস্যরা দিতে পারে। এটা আসলে আমার মতে ঠিক না।

আমার কাছে মনে হয় যেমন আছে তেমনই রাখা উচিত। দরকার পড়লে আরো লিমিট করা উচিত কামরা দেয়া নেয়া। বিশেষ করে বাঙালি ইউজারদের উপর এই নিয়ম ইম্পিমেন্ট করা উচিত। কোন কারণে এটা বলছি সবাই ভালো করেই জানি। এমন কোনো সেক্টর বাদ নাই যেখানে অপব্যবহার হয় নাই বাঙালি দের দ্বারা।

একটু আগেই কারমার অপব্যবহার হইছে এমন একখানা পোস্ট চোঁখে পড়লো, লল।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Crypto Library on February 24, 2024, 04:04:55 PM

প্রথমত Teleport এর জন্য Jr এলাউ ছিলো না এখন করা হইতেছে। ফোরাম এখনো স্টাবল হতে পারেনাই। ইউজার কম এর কারনে ইউজার বাড়ানোর জন্য মাঝে মাঝেই ফোরামের পরিবর্তন করা হইতেছে যেন ইউজাররা আকৃষ্ট হয়।
হ্যাঁ, এই ফরামে বেশি ইউজার রা এক্টিব নয়। যারা সিগনেচার করে তারাই শুধু বেশি এক্টিব হচ্ছে।

বিশেষ করে বাংলা বোর্ডে বেশি উইজার সক্তিয় না, ২-৪ জন সদস্যরাই দেখি পোস্ট করে এছাড়া বেশি ইউজার এক্টিব নাই।

যাইহোক আমার মনে হয় কারমা সকল সদস্যদের মধ্যে আদান প্রদান করার সুযোগ দেওয়া উচিত। তবে এই নিয়ম করে দিলে ভালো হবে যেমন, কেউ ২ টা কারমা পাইলে ১ টা দিতে পারবে। শুধু sr এর বেশি রেংকের সদস্যরা দিতে পারে। এটা আসলে আমার মতে ঠিক না।
২-৪ জন্য ভাই আমি তো দেখতেছি অনেক জুনিয় আছে মোটামুটি রেগুলার হয়েছে এখন যদিও এগুলো সব সিগনেচার ক্যাম্পেইনের অবদান।
তবে ভাই আমিও আপনার কথার কাছে দ্বিমত পোষণ করব কারণ কারমা দেওয়ার ক্ষমতা যদি সকল সদস্যদের দেওয়া হয় তাহলে এখানে এটির অপব্যবহার হিউজ পরিমাণে দেখা যাবে। বিশেষ করে এখনই যদি লক্ষ্য করি আমি কয়েকটি অ্যাকাউন্ট লক্ষ্য করেছি যে তারা কারমা ফার্মিং করতেছে, হয়তো তাদের আগের কোন হিরো একাউন্ট বা সিনিয়র মেম্বার একাউন্ট রয়েছে ওইসব অ্যাকাউন্ট দিয়ে বর্তমানে নিজেদের ছোট একাউন্ট গুলোকে বিল্ডআপ করতেছে মানে কারমা এর অপব্যবহার করতেছে। যদিও Learn Bitcoin ভাইয়ের টপিক ক্রিয়েট হওয়ার পরে একটু কমেছে এগুলো তোর জোর।
তো আমি মনে করি সিনিয়র মেম্বার পর্যন্ত এই ক্ষমতা দেওয়া হয়েছে এটাই বেশি আমার তো মনে হয় আরো উপরের লেভেলে এই ক্ষমতা দেওয়া উচিত ছিল
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: JISAN on February 24, 2024, 05:08:33 PM

প্রথমত Teleport এর জন্য Jr এলাউ ছিলো না এখন করা হইতেছে। ফোরাম এখনো স্টাবল হতে পারেনাই। ইউজার কম এর কারনে ইউজার বাড়ানোর জন্য মাঝে মাঝেই ফোরামের পরিবর্তন করা হইতেছে যেন ইউজাররা আকৃষ্ট হয়।
হ্যাঁ, এই ফরামে বেশি ইউজার রা এক্টিব নয়। যারা সিগনেচার করে তারাই শুধু বেশি এক্টিব হচ্ছে।

বিশেষ করে বাংলা বোর্ডে বেশি উইজার সক্তিয় না, ২-৪ জন সদস্যরাই দেখি পোস্ট করে এছাড়া বেশি ইউজার এক্টিব নাই।

যাইহোক আমার মনে হয় কারমা সকল সদস্যদের মধ্যে আদান প্রদান করার সুযোগ দেওয়া উচিত। তবে এই নিয়ম করে দিলে ভালো হবে যেমন, কেউ ২ টা কারমা পাইলে ১ টা দিতে পারবে। শুধু sr এর বেশি রেংকের সদস্যরা দিতে পারে। এটা আসলে আমার মতে ঠিক না।
ভাই আমরা এমন যে যেখানে আমরা এখন যত ইচ্ছা কারমা দিতে সক্ষম শুধুমাত্র সিনিয়ার র‍্যাংক অতিক্রম করলেই তবে শুধুমাত্র সেম পারসনকে দিতে গেলে দশ ঘন্টার একটা গ্যাপ নিতে হচ্ছে তাছাড়া আপনি একই সময়ে অন্যদেরকে কারমা দিতে পারবেন ইচ্ছামত তবুও আমরা বাঙালিরা কাউরে কারমা দেই না। কয়েকজন আছে যারা শুধুমাত্র নিজেদের মাল্টিপল একাউন্টে কারমা দিয়ে কারমা বাড়াচ্ছে কিন্তু অন্যদের ভালো পোস্ট দেখলেও কারমা দেন না। এদেরকে কিছুই বলার নাই শুধুমাত্র এদের বিরুদ্ধে একশন নেওয়াটাই বাকি। এডমিন কারমা এবিউজিং যারা করতেছে তাদের একটা লিস্ট তৈরি করে খুব দ্রুত পাবলিক করবে। তখন এদের কেরামতি অটোমেটিক বের হবে।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: DYING_S0UL on February 24, 2024, 07:15:11 PM
বিশেষ করে এখনই যদি লক্ষ্য করি আমি কয়েকটি অ্যাকাউন্ট লক্ষ্য করেছি যে তারা কারমা ফার্মিং করতেছে, হয়তো তাদের আগের কোন হিরো একাউন্ট বা সিনিয়র মেম্বার একাউন্ট রয়েছে ওইসব অ্যাকাউন্ট দিয়ে বর্তমানে নিজেদের ছোট একাউন্ট গুলোকে বিল্ডআপ করতেছে মানে কারমা এর অপব্যবহার করতেছে। যদিও Learn Bitcoin ভাইয়ের টপিক ক্রিয়েট হওয়ার পরে একটু কমেছে এগুলো তোর জোর।
ভাই কই দিয়ে দেখতেছেন এসব? আমি তো কিছুই খুজে পাচ্ছিনা। এতদিন ফুল ছিলাম তাই কারমা +- এই অপশন ছিলোনা। তবে আজ সিনিয়র হওয়াতে কারমা দেয়ার অপশন সো করতেছে। এদিকে আমারে কে জানি আবার ১ টা কারমা দিয়ে বসে আছে, একটু আগে, যা মাত্র চোঁখে পড়লো। বুঝলামনা কি হইলো কোন দিক দিয়ে। কনফিউজড উঙ্গামুঙ্গা।


ভাই আমরা এমন যে যেখানে আমরা এখন যত ইচ্ছা কারমা দিতে সক্ষম শুধুমাত্র সিনিয়ার র‍্যাংক অতিক্রম করলেই তবে শুধুমাত্র সেম পারসনকে দিতে গেলে দশ ঘন্টার একটা গ্যাপ নিতে হচ্ছে তাছাড়া আপনি একই সময়ে অন্যদেরকে কারমা দিতে পারবেন ইচ্ছামত তবুও আমরা বাঙালিরা কাউরে কারমা দেই না। কয়েকজন আছে যারা শুধুমাত্র নিজেদের মাল্টিপল একাউন্টে কারমা দিয়ে কারমা বাড়াচ্ছে কিন্তু অন্যদের ভালো পোস্ট দেখলেও কারমা দেন না। এদেরকে কিছুই বলার নাই শুধুমাত্র এদের বিরুদ্ধে একশন নেওয়াটাই বাকি। এডমিন কারমা এবিউজিং যারা করতেছে তাদের একটা লিস্ট তৈরি করে খুব দ্রুত পাবলিক করবে। তখন এদের কেরামতি অটোমেটিক বের হবে।
ভাই একটা প্রশ্ন ছিলো। কারমা কি, কিভাবে দেয় সবই বুঝলাম। কিন্তু এটার ফায়দা টা কি আসলে? আমি যতদূর বুঝছি বিটাকয়েনটকের মেরিটের মতো কিছু একটা এই কারমা। বিটকয়েনটকে রাঙ্ক আপ করতে মেরিট লাগে, তেমনই কি অল্টকয়েনটকের সেইম? বাট আমি যতদূর জানি অল্টটকে রাঙ্ক ডিপেন্ড করে এক্টিভিটির উপর। তাহলে কারমার ব্যবহারবিধি টা কিসে? একটু যদি বুঝায় দিতেন সুবিধা হতো।

নোট: কারমা নিয়ে করা পিন পোস্ট আমি পড়ছি তারপরেও কনফিউজড।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Bd officer on February 26, 2024, 05:32:03 PM
ভাই একটা প্রশ্ন ছিলো। কারমা কি, কিভাবে দেয় সবই বুঝলাম। কিন্তু এটার ফায়দা টা কি আসলে? আমি যতদূর বুঝছি বিটাকয়েনটকের মেরিটের মতো কিছু একটা এই কারমা। বিটকয়েনটকে রাঙ্ক আপ করতে মেরিট লাগে, তেমনই কি অল্টকয়েনটকের সেইম? বাট আমি যতদূর জানি অল্টটকে রাঙ্ক ডিপেন্ড করে এক্টিভিটির উপর। তাহলে কারমার ব্যবহারবিধি টা কিসে? একটু যদি বুঝায় দিতেন সুবিধা হতো।

নোট: কারমা নিয়ে করা পিন পোস্ট আমি পড়ছি তারপরেও কনফিউজড।
ভাই আমি যতদুর জানি কামরা রেংক আপ করার জন্য লাগে না, কেউ যদি কারমা পায় বা না পায় যদি পোস্ট করে তাহলে এক্টিবিটি বাড়বে আর এক্টিবিটি বাড়লেই রেংক আপ হয়। হয়তো হতে পারে ভবিষ্যতে যে পোস্ট করলে আর রেংক আপ হবে না, রেংক আপ করার জন্য বিটকয়েনটক ফরামের মেরিটের মতো হয়তো কারমা অর্জন করা লাগবে।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: kulkhan on March 24, 2024, 07:04:23 PM
ভাই একটা প্রশ্ন ছিলো। কারমা কি, কিভাবে দেয় সবই বুঝলাম। কিন্তু এটার ফায়দা টা কি আসলে? আমি যতদূর বুঝছি বিটাকয়েনটকের মেরিটের মতো কিছু একটা এই কারমা। বিটকয়েনটকে রাঙ্ক আপ করতে মেরিট লাগে, তেমনই কি অল্টকয়েনটকের সেইম? বাট আমি যতদূর জানি অল্টটকে রাঙ্ক ডিপেন্ড করে এক্টিভিটির উপর। তাহলে কারমার ব্যবহারবিধি টা কিসে? একটু যদি বুঝায় দিতেন সুবিধা হতো।

নোট: কারমা নিয়ে করা পিন পোস্ট আমি পড়ছি তারপরেও কনফিউজড।
ভাই আমি যতদুর জানি কামরা রেংক আপ করার জন্য লাগে না, কেউ যদি কারমা পায় বা না পায় যদি পোস্ট করে তাহলে এক্টিবিটি বাড়বে আর এক্টিবিটি বাড়লেই রেংক আপ হয়। হয়তো হতে পারে ভবিষ্যতে যে পোস্ট করলে আর রেংক আপ হবে না, রেংক আপ করার জন্য বিটকয়েনটক ফরামের মেরিটের মতো হয়তো কারমা অর্জন করা লাগবে।
হা ভাই আপনি ঠিকই জানেন, এখনো পর্যন্ত অল্টকয়েনটকে রেংক বৃদ্ধির জন্য কারমা কোন কাজে লাগে না। এখানে র‍্যাংক বাড়ানোর জন্য অ্যাক্টিভিটি কাম করা হয়। তবে আমিও আপনার মত মনে করি, কোন একদিন এই কারমা র‍্যাঙ্ক বাড়ানোর জন্য কাজে লাগবে। বিটকয়েনটকেও প্রথমে একটিভিটি কাউন্ট করে রেঙ্ক বাড়ানো হতো। আলটকয়েনটকেও কোন এক সময় রেঙ্ক করানোর জন্য এই কারমা কাজে লাগবে বলে আমি মনে করি।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: Paragon2 on April 05, 2024, 08:16:44 AM
এখানে মডারেটর ভাই অনেক সুন্দর করে কারমা সম্পর্কে বুঝেছেন। তবে আপনার জ্ঞান এবং পোস্ট কোয়ালিটির উপর ভিত্তি করে একমাত্র কারমা প্রদান করা হয়। তাই যত ভালো উন্নত মানের পোস্ট আপনি করতে পারবেন ততই বেশি কার্য উপহার পাবেন।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: JISAN on April 18, 2024, 05:22:16 AM
ভাই একটা প্রশ্ন ছিলো। কারমা কি, কিভাবে দেয় সবই বুঝলাম। কিন্তু এটার ফায়দা টা কি আসলে? আমি যতদূর বুঝছি বিটাকয়েনটকের মেরিটের মতো কিছু একটা এই কারমা। বিটকয়েনটকে রাঙ্ক আপ করতে মেরিট লাগে, তেমনই কি অল্টকয়েনটকের সেইম? বাট আমি যতদূর জানি অল্টটকে রাঙ্ক ডিপেন্ড করে এক্টিভিটির উপর। তাহলে কারমার ব্যবহারবিধি টা কিসে? একটু যদি বুঝায় দিতেন সুবিধা হতো।

নোট: কারমা নিয়ে করা পিন পোস্ট আমি পড়ছি তারপরেও কনফিউজড।
ভাই আমি যতদুর জানি কামরা রেংক আপ করার জন্য লাগে না, কেউ যদি কারমা পায় বা না পায় যদি পোস্ট করে তাহলে এক্টিবিটি বাড়বে আর এক্টিবিটি বাড়লেই রেংক আপ হয়। হয়তো হতে পারে ভবিষ্যতে যে পোস্ট করলে আর রেংক আপ হবে না, রেংক আপ করার জন্য বিটকয়েনটক ফরামের মেরিটের মতো হয়তো কারমা অর্জন করা লাগবে।
হা ভাই আপনি ঠিকই জানেন, এখনো পর্যন্ত অল্টকয়েনটকে রেংক বৃদ্ধির জন্য কারমা কোন কাজে লাগে না। এখানে র‍্যাংক বাড়ানোর জন্য অ্যাক্টিভিটি কাম করা হয়। তবে আমিও আপনার মত মনে করি, কোন একদিন এই কারমা র‍্যাঙ্ক বাড়ানোর জন্য কাজে লাগবে। বিটকয়েনটকেও প্রথমে একটিভিটি কাউন্ট করে রেঙ্ক বাড়ানো হতো। আলটকয়েনটকেও কোন এক সময় রেঙ্ক করানোর জন্য এই কারমা কাজে লাগবে বলে আমি মনে করি।
র‍্যাংক আপ করার জন্য কারমা প্রয়োজন না হলেও আপনার একাউন্টে যদি কারমা না থাকে তাহলে সে ক্ষেত্রে ফোরামে আপনার রেপুটেশন বাড়বে না। আপনার বেশি কারমা আছে মানে আপনি ভালো কোয়ালিটি পোস্ট করেন তবে আল্ট একাউন্ট ব্যবহার করে বা গ্রুপিং করে কারমা লেনদেন করলে হয়তবা সাময়িক সময়ের জন্য নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবতে পারবেন কিন্তু ধরা খেলে একাউন্টে ট্যাগ দেওয়া হবে তখন সেই একাউন্ট দিয়ে কিছু করতে পারবেন না। তাই আমি সবাইকে বলবো ভালো পোস্ট করতে এবং লিগাল ওয়েতে কারমা বাড়াতে
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: DYING_S0UL on April 26, 2024, 04:37:53 PM
৪। আমি সিনিয়র হলে কয়টা কারমা অন্যদের দিতে পাড়বো
=> আপনার ইচ্ছামত কারমা দিতে পাড়বেন। তবে একজনকে একবার দেওয়ার পড় ১০০ ঘন্টা বড় আবার দিতে পাড়বেন। তবে যদি তাকে বাদ দিয়ে অন্যকে দিতে যান তবে তার জন্য কোনো দেরি করতে হবে না। তবে আবার বলতেছি কারমার অপব্যবহার করা যাবে না।
আসসালামু ওয়ালাইকুম ভাই! আপনার এখানে একটা টাইপো মিসটেক চোঁখে পড়লো।
Title: Re: কারমা বিষয় সকল তথ্য
Post by: JISAN on April 29, 2024, 08:18:42 AM
৪। আমি সিনিয়র হলে কয়টা কারমা অন্যদের দিতে পাড়বো
=> আপনার ইচ্ছামত কারমা দিতে পাড়বেন। তবে একজনকে একবার দেওয়ার পড় ১০০ ঘন্টা বড় আবার দিতে পাড়বেন। তবে যদি তাকে বাদ দিয়ে অন্যকে দিতে যান তবে তার জন্য কোনো দেরি করতে হবে না। তবে আবার বলতেছি কারমার অপব্যবহার করা যাবে না।
আসসালামু ওয়ালাইকুম ভাই! আপনার এখানে একটা টাইপো মিসটেক চোঁখে পড়লো।
আপনি এই টাইপিং ভূল খুজে পেয়েছেন এর মানে আপনি এই টপিকটা ভালোভাবে পড়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি নিজেও এইটা কয়েকদিন আগে দেখেছি তবে বিষয়টা হলো এই টপিক আমি ক্রিকেট করেছিলাম ২০১৯ সালে যা প্রায় ৫ বছর আগে এখন এই টপিক Edit করার কোনো অপশন আমাকে দেওয়া হচ্ছে না। তাই আমি ইডিট করতে পারতেছি না। কারমার উপর বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে সেগুলোও Add করতে পারতেছি না। এর জন্য নতুন একটা টপিক খোলার চিন্তাভাবনা করতেছি