Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: mahid on January 10, 2021, 06:44:55 AM

Title: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: mahid on January 10, 2021, 06:44:55 AM
বেশ কিছু এক্সপার্টরা আইডিয়া করছে বিটকয়েন 200K পর্যন্ত চলে যাবে। তবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই। আবার এটা কে ফেলে দেওয়ার মতও না। ধরুন এখন এর বর্তমান দাম আছে 40-42 হাজারের ভেতর এটি মুটামোটি সবার ধারনা যে 50000 হাজার হবে। আমার কথা হচ্ছে যে 50000 হাজার হওয়োর পর ত এটি থেমে থাকবে না। হয় উপরে বা নিচে থাকবে আবার এমনও না যে একেবারে কমে যাবে। তবে 50000 হাজার ডলার হলে এটি
200Kও হতে পারে। আপনার কি মতামত এ ব্যাপারে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: salukhe on January 10, 2021, 07:02:19 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে আমরা একেবারে সঠিকভাবে বলতে পারবোনা যে কখন কি হয়। বিটকয়েন যদি ৫০ হাজারে পৌঁছায়। তাহলে সেখানে আটকে থাকবে না হয়তো আরো দাম বৃদ্ধি পাবে নইলে নিচের দিকে নেমে যাবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোন কয়েন ই স্থিরভাবে থাকবে না।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Ridoy Ahmed Santo on January 10, 2021, 07:08:08 AM
ভাই বিটকয়েন এখন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে।  প্রায় প্রত্যেক দিনই নতুন করে রেকর্ড গড়ে তুলছে।  ইতোমধ্যে বিটকয়েন পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে।  এভাবে চলতে থাকলে ২০২১ সালের পুরোটা লাগবে না, ফেব্রুয়ারিতেই ইনশাআল্লাহ ৫০০০০ ডলার হিট করবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Mahindra on January 10, 2021, 07:37:20 AM
অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেট গুলোর কয়েন গুলো সব সময় উঠানামা করেকিন্তু বিটকয়েন যেভাবে তার তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে তাতে আমার মনে হয় 50 হাজার ডলার অতিক্রম করে যাবে। 50 হাজার ডলার ক্রস করার পর আমার মনে হয় না যে বিটকয়েনের দাম কমে যাবে বরং বৃদ্ধি পাবে অবশ্য এটি আমরা কয়েক বছরের মধ্যে দেখতে পাবো বিটকয়েনের দাম 200k ছাড়িয়ে গিয়েছে তবে এটা বলা সম্ভব নয় যে 50000 ডোলারে পৌঁছে বিটকয়েনের দাম স্থগিত থাকবে কিনা ‌ তবে সম্ভবত অল্প একটু মার্কেট ডাম্প করতে পারে 50 হাজার ডলার ক্রস করার পর।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Triple333 on January 10, 2021, 07:44:00 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে সঠিকভাবে কোনো ধারণাই দেওয়া সম্ভব নয় মার্কেটের মুভমেন্ট কখন কোন দিকে যায় তা বোঝা বড় কঠিন চটি বর্তমানে বিটকয়েনের মার্কেট খুবই অস্থির দাম অস্বাভাবিক উঠানামা করছে গতকাল বিটকয়েন 42 হাজার ডলার ছাড়িয়েছিল কিন্তু আজকে 40 হাজার ডলারে নেমে এসেছে তাই বিটকয়েনের দাম কোথায় গিয়ে থামবে তা বলা যাবে না। আমার ধারণা বিটকয়েন 50 হাজার ডলার পার করতে পারে ।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Cristiano on January 10, 2021, 08:12:05 AM
ক্রিপ্টোকারেন্সি বাজার কখনো থেমে থাকে না। হয়তো তার দাম বৃদ্ধি পাবে না হয়তো তার দাম কমে যাবে। আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি বিটকয়েন তার দাম বৃদ্ধি করে নিয়েছে।দিনের-পর-দিন বিটকয়েন এর নতুন খেলা দেখা যাচ্ছে। কেউ কখনো আশা করেছিল না বিটকয়েন এতদুর পর্যন্ত চলে আসতে পারে। খুবই অল্প সময়ে বিটকয়েন 41 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। বিটকয়েনের দাম যদি ঊর্ধ্ব মাত্রায় থাকে তাহলে 50 হাজার ডলার ছাড়িয়ে যেতে বেশি সময় লাগবে না। অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েন 50 হাজার ডলার ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবাই এখন বিটকয়েন নিয়ে কৌতুহলি।এটির পরবর্তী মুভমেন্ট কি হতে পারে কেউ বলতে পারছে না।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: bmw1 on January 10, 2021, 09:41:32 AM
আমার ধারণা বিটকয়েন এর দাম  যেভাবে অতিক্রম করছে তাহলে বলা যেতে পারে 50 হাজারের থেমে থাকবে না কিন্তু তাও বলা সম্ভব না কারণ ক্রিপ্টোকারেন্সি তে সব সময় দাম উঠানামা করে তাই বলা সম্ভব না যে 50000 এ থেমে থাকবে কিনা কিন্তু 2021 সালের শুরুতে বিটকয়েনের দান 40000 অতিক্রম করবে তাই বলা যেতে পারে 50000 থেমে থাকবে না এবং 50 হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Tunir Baap on January 10, 2021, 10:48:24 AM
বেশ কিছু এক্সপার্টরা আইডিয়া করছে বিটকয়েন 200K পর্যন্ত চলে যাবে। তবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই। আবার এটা কে ফেলে দেওয়ার মতও না। ধরুন এখন এর বর্তমান দাম আছে 40-42 হাজারের ভেতর এটি মুটামোটি সবার ধারনা যে 50000 হাজার হবে। আমার কথা হচ্ছে যে 50000 হাজার হওয়োর পর ত এটি থেমে থাকবে না। হয় উপরে বা নিচে থাকবে আবার এমনও না যে একেবারে কমে যাবে। তবে 50000 হাজার ডলার হলে এটি
200Kও হতে পারে। আপনার কি মতামত এ ব্যাপারে।
বর্তমানে বিটকয়েনের মার্কেট পরিস্থিতি সেই মার্কেট পরিস্থিতির উপর বিবেচনা করে আমি বলবো বিটকয়েন কোনভাবেই 50 হাজার ডলার স্পর্শ করে থামবে না।কেন বর্তমানে বিটকয়েনের দাম যেভাবে লাগামহীন পাগলা ঘোড়ার মতো বৃদ্ধি পাচ্ছে তাতে করে যেকোনো সময় বিটকয়েন এর পক্ষে যে কোন নতুন রেকর্ড করা অসম্ভব কিছু নয়।যেহেতু আগে থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু বলা যায় না তবুও আশা করছি বিটকয়েন অল্প সময়ের মধ্যে 50 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Sonjoy on January 10, 2021, 10:50:57 AM
বেশ কিছু এক্সপার্টরা আইডিয়া করছে বিটকয়েন 200K পর্যন্ত চলে যাবে। তবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই। আবার এটা কে ফেলে দেওয়ার মতও না। ধরুন এখন এর বর্তমান দাম আছে 40-42 হাজারের ভেতর এটি মুটামোটি সবার ধারনা যে 50000 হাজার হবে। আমার কথা হচ্ছে যে 50000 হাজার হওয়োর পর ত এটি থেমে থাকবে না। হয় উপরে বা নিচে থাকবে আবার এমনও না যে একেবারে কমে যাবে। তবে 50000 হাজার ডলার হলে এটি
200Kও হতে পারে। আপনার কি মতামত এ ব্যাপারে।
আমার মনে হয় না। যেভাবে অতিক্রম করছে তাহলে বলা যেতে পারে 50 হাজারের থেমে থাকবে না কিন্তু তাও বলা সম্ভব না কারণ ক্রিপ্টোকারেন্সি তে সব সময় দাম উঠানামা করে তাই বলা সম্ভব না যে 50000 এ থেমে থাকবে কিনা কিন্তু 2021 সালের শুরুতে বিটকয়েনের দান 40000 অতিক্রম করবে তাই বলা যেতে পারে 50000 থেমে থাকবে না এবং 50 হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ধন্যবাদ
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Emon khan on January 10, 2021, 05:07:25 PM
 বিটকয়েন প্রায় প্রত্যেক দিনই নতুন করে রেকর্ড গড়ে তুলছে।  ইতোমধ্যে বিটকয়েন পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে।  এভাবে চলতে থাকলে ২০২১ সালের পুরোটা লাগবে না, ফেব্রুয়ারিতেই ইনশাআল্লাহ ৫০০০০ ডলার হিট করবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: kulkhan on January 10, 2021, 05:34:55 PM
বিটকয়েন বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। করনার ক্রান্তিলগ্নে সারা দুনিয়া যখন অর্থনৈতিকভাবে স্থবির হয়ে পড়ছিল ঠিক তখনি মানুষ বিকল্প উপার্জনের উৎস হিসেবে বিটকয়েনকে বেছে নিয়েছে। আর বিনিয়োগ কারীরা সোনার বিকল্প হিসেবে নিয়ে বিটকয়েনে বিনিয়োগ করছে। যার কারনে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে আমি মনেকরি। আর যেহেতু বিনিয়োগ কারীরা এখানে বেশি বেশি আসছে এবং এর জনপ্রিয়তা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে সেহেতু বিটকয়েনের মূল্য যেকোন একটা নির্দিষ্ট যায়গায় গিয়ে থেমে যাবে এটা আমি মনেকরি না। আমি মনেকরি বিটকয়েনের মূল্য  ২০২১ সালের মধ্যে ১০০০০০$ এ পৌঁছে যেতে পারে এবং উত্থান পতনের মধ্যে দিয়ে এর মূল্য বৃদ্ধি পেতে থাকবে ।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Crypto Banglu on January 10, 2021, 06:30:31 PM
আপনি ঠিক বলেছেন, যে বিটকয়েন এর প্রাইস 50k ডলার হতে পারে সে বিটকয়েন এর প্রাইস 200K ডলারও হতে পারে, এটা অসম্ভব কিছুই নয়। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবকিছুই সম্ভব। কিন্তু আমার মনে হয় বিটকয়েনের প্রাইস 200k ডলার হতে অবশ্যই বেশ কিছুটা সময়ের ব্যাপার। তবে পসিবলিটি রয়েছে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: warhero on January 10, 2021, 11:06:49 PM
বর্তমানে বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি এটি 50000 ডলারকে অতিক্রম করে ফেলবে খুব তাড়াতাড়ি। কেননা এই বিটকয়েন রকেটের গতিতে দাম বৃদ্ধি পাচ্ছে। খুব সময়ের মধ্যে এটি 20000 থেকে 40000 অতিক্রম করেছে। ধারণা করছি এই বিটকয়েন খুব শীঘ্রই 50000 কে অতিক্রম করবে ।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Tamsialu$$ on January 11, 2021, 12:15:17 AM
বিটকয়েনের প্রাইস যে হারে বেড়ে চলছে হয়তো অল্প কিছুদিনের মধ্যে 50 হাজার ডলার হবে। বিটকয়েনের রোড ম্যাপ দেখে মনে হয় বিটকয়েনের প্রাইস থেমে থাকবে না বিটকয়েনের প্রাইস অবশ্যই 200k হতে পারে। কিন্তু সবসময়ের ব্যপার অবশ্যই 2030 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 200k হতে পারে। আমরা দেখেছি কিন্তু কারেন্সিতে অনেক অসম্ভব জিনিসই সম্ভব হয়েছে। তাহলে বিটকয়েন তো সারা পৃথিবীর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং প্রাইস এর দিকে লক্ষ্য করলে দেখা যায় সব থেকে বেশি। এজন্য আমার বিশ্বাস বিটকয়েনের প্রাইস অবশ্যই এক সময় 2000k হবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Mahindra on January 11, 2021, 09:57:17 AM
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি জগতের সকল কয়েন এর দাম সব সময় উঠানামা করে কিন্তু 2021 সালে এটি উল্টো হয়ে গেছে । বর্তমানে বিটকয়েনের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন 50 হাজার ডলার এ গিয়ে থেমে থাকবে না বরং আবারো বৃদ্ধি পাবে আর তা না হলে অল্প একটু মার্কেটে ডাম্প করতে পারে আমি এটা বিশ্বাস করি যে বিটকয়েনের দাম ভবিষ্যতে 200k হতে পারে বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পায় এতে আমার মনে হয় 200k হতে খুব একটা দেরী লাগবে না অবশ্যই আমরা একদিন বিটকয়েনের এরূপ পরিবর্তন দেখব।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Lutera94 on January 11, 2021, 10:17:52 AM
থেমে যাবে কেনো?  বিটকয়েন তার নিজস্ব গতিতে চলবে। বিটকয়েনের সাপ্লাই সীমিত, তাই তার চাহিদা যত বাড়বে তত দাম বাড়বে। সেক্ষেত্রে ইহা ৫০ হাজার থেকে ৫০০ হাজার ডলার পর্যন্ত যেতে পারে। তদ্রূপ ভাবে চাহিদা কমে গেলে দাম ঐ অনুযায়ী কমতে ও পারে। ধন্যবাদ
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Mayajal on January 11, 2021, 01:08:10 PM
বর্তমানে বিটকয়েনের যে অবস্থা তা অন্তত দুঃখের কারণ বিটকয়েনের দাম 41 হাজার ডলার হয়েছিল কিন্তু এখন বর্তমান বিটকয়েনের দাম 34 হাজার 720 ডলার। বিটকয়েনের দাম অনেকটা কমেছে।যদিও বিটকয়েনের দাম কমছে কিন্তু মাঝে মাঝে আবার দাম একটু উন্নতির দিকে যাচ্ছে জানিনা বিটকয়েনের কি অবস্থা হবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Triple333 on January 11, 2021, 01:11:27 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট বর্তমানে অনেক অস্থির। বিটকয়েনের দাম অনেক বেশি ওঠানামা করছে। তবে বিটকয়েনের মুভমেন্ট ঊর্ধ্বমুখী মনে হচ্ছে ।অনেকের ধারণা আগামী কয়েকদিনের মধ্যেই বিটকয়েন 50 হাজার ডলার অতিক্রম করবে।তবে আমি মনে করি বিটকয়েনের দাম কখনো স্থির হবে না সব সময় ওঠানামা করবে তা না হলে বিটকয়েন ট্রেড হবে না।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: saidul2105 on January 11, 2021, 03:37:00 PM
বেশ কিছু এক্সপার্টরা আইডিয়া করছে বিটকয়েন 200K পর্যন্ত চলে যাবে। তবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই। আবার এটা কে ফেলে দেওয়ার মতও না। ধরুন এখন এর বর্তমান দাম আছে 40-42 হাজারের ভেতর এটি মুটামোটি সবার ধারনা যে 50000 হাজার হবে। আমার কথা হচ্ছে যে 50000 হাজার হওয়োর পর ত এটি থেমে থাকবে না। হয় উপরে বা নিচে থাকবে আবার এমনও না যে একেবারে কমে যাবে। তবে 50000 হাজার ডলার হলে এটি
200Kও হতে পারে। আপনার কি মতামত এ ব্যাপারে।
বিটকয়েন ইতোমধ্যে ৪০০০০ ডলার পার করে গেছে।  এভাবে যদি পাম্প করে তবে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই বিটকয়েনের দাম ৫০০০০ ডলার হতে পারে। কিন্তু বিটকয়েনের দাম ২০০k হওয়ার সম্ভাবনা খুবই কম।  তবে যদি মার্কেট ডাম্প হয় তাহলে দাম কিছুটা কমতে পারে।  সেক্ষেত্রে বিটকয়েনের দাম আবারও ২০০০০-২৫০০০ ডলারে নেমে আসতে পারে।                               
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Trumpet on January 11, 2021, 03:57:56 PM
বেশ কিছু এক্সপার্টরা আইডিয়া করছে বিটকয়েন 200K পর্যন্ত চলে যাবে। তবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই। আবার এটা কে ফেলে দেওয়ার মতও না। ধরুন এখন এর বর্তমান দাম আছে 40-42 হাজারের ভেতর এটি মুটামোটি সবার ধারনা যে 50000 হাজার হবে। আমার কথা হচ্ছে যে 50000 হাজার হওয়োর পর ত এটি থেমে থাকবে না। হয় উপরে বা নিচে থাকবে আবার এমনও না যে একেবারে কমে যাবে। তবে 50000 হাজার ডলার হলে এটি
200Kও হতে পারে। আপনার কি মতামত এ ব্যাপারে।
অনেকেই হয়তো দুই লাখ ডলারের ধারণা করছে বর্তমানে বিট কয়েনের মূল্য বৃদ্ধি দেখে। তবে বিটকয়েন সম্পর্কে আগে থেকে কিছু বলা যায় না। কখন এর বাজার কোনদিকে মোড় নিবে সেটা আমরা কেউ বলতে পারিনা।কয়েকদিন আগে বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছিল সেই বৃদ্ধির ধারাতেই এখন বিটকয়েনের দাম কমে যাচ্ছে। অদ্ভূত ভাবে অল্প সময়ের ব্যবধানে বিট কয়েনের মূল্য 30 হাজার ডলারে চলে এসেছে। তাই আমাদের ভবিষ্যত অপেক্ষা করতে হবে যে বিট কয়েনের মূল্য কোন দিকে যায়।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Emon khan on January 11, 2021, 04:03:12 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে আমরা একেবারে সঠিকভাবে বলতে পারবোনা যে কখন কি হয়। বিটকয়েন যদি ৫০ হাজারে পৌঁছায়। তাহলে সেখানে আটকে থাকবে না হয়তো আরো দাম বৃদ্ধি পাবে নইলে নিচের দিকে নেমে যাবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোন কয়েন ই স্থিরভাবে থাকবে না।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: XM8 on January 11, 2021, 05:26:58 PM
বিট কয়েনের মূল্য 50 হাজার ছেড়ে যাওয়া তো দূরের কথা আমার এখন সন্দেহ হচ্ছে বিটকয়েন কি আদৌ 50 হাজার ডলার স্পর্শ করতে পারবে। কয়েকদিন যাবত বিটকয়েনের প্রাইস অনেক বাউন্স হচ্ছিল। যার ফলে অনেকেই আন্দাজ করেছিল বিটকয়েন অতি দ্রুত 50 হাজার ডলার স্পর্শ করবে। কিন্তু বর্তমানে বিট কয়েনের মূল্য অনেকটাই নিচের দিকে নেমে আসছে।অর্থাৎ কিছুদিন আগে বিট কয়েনের মূল্য ছিল 41 হাজার ডলার সেখান থেকে বিট কয়েনের মূল্য নেমে গিয়েছে 30 হাজার ডলারে। তাই আমার এই বিষয়টা নিয়ে সংশয় যে বিটকয়েন কি আদৌ 50 হাজার ডলার স্পর্শ করতে পারবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Rain075 on January 11, 2021, 06:12:54 PM
হ্যাঁ আমরা সকলেই ভেবেছিলাম যে বিটকয়েন প্রায় 35 হাজার থেকে 36000 এর মধ্যে থেমে যাবে। কিন্তু সেটা না করে বিটকয়েন 30 হাজার ডলার এর মধ্যে অবস্থান নিয়েছে। বর্তমানে বিটকয়েনের দাম কমার সকলকে অনেক আতঙ্কিত করেছে। তবে কি বিটকয়েন আবারও 40 হাজার ডলারের মধ্যে অবস্থান করতে পারে?
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Paglamon on January 11, 2021, 06:23:34 PM
বিটকয়েন এর দাম যেভাবে নামতে শুরু করেছে, মনে হচ্ছে বাজারের অবস্থা আরো খারাপ হবে। আজকে বিটকয়েনের দাম $31k+ হয়েছে। বিটকয়েনের দাম যখন সর্বোচ্চ উঠেছিল, তখন আমি সবগুলো usdt করে রেখেছি। এভাবে দাম কমতে থাকলে ‌বাজারের অবস্থা অর্থাৎ বাউন্টি প্রচারণা গুলোর অবস্থা আরো খারাপ হবে। বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক কম।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Crypto Banglu on January 12, 2021, 04:38:32 AM
বিটকয়েনের দাম আবার ডাম্প করতে শুরু করেছে। এটাই  ক্রিপ্টো কারেন্সি মার্কেট। এই মার্কেট কখনো এক জায়গায় থাকে না সব সময় ওঠানামা করতে থাকে। বিটকয়েনের দাম যে হারে পাম্প করতে শুরু করেছিল তাতে সবারই মনে হচ্ছিল বিটকয়েন সর্বনিম্ন 50 হাজার ডলার স্পর্শ করবে। কিন্তু সেরকমটা হয়নি। এই মার্কেট নিয়ে অগ্রিম ভবিষ্যদ্বাণী করা ঠিক হবে না। এখন দেখা যাক কি হয়।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Markuri33 on January 12, 2021, 06:55:48 AM
বিটকয়েনের প্রাইস বর্তমানে অনেক ডাম্পিং হয়েছে। হঠাৎ করে দেখলাম 42 হাজার ডলার থেকে ত্রিশ হাজারের মধ্যে নেমে এসেছিল। আবার সকাল থেকে দেখছি বিটকয়েনের প্রাইস বৃদ্ধির উপরে রয়েছে। আমার বিশ্বাস হয় বিটকয়েনের প্রাইস এখন একটা দৌড় দেবে একবারে 50 হাজার ডলারে গিয়ে থামবে। আর ভবিষ্যতে বিটকয়েনের প্রাইস অবশ্যই 2000k হবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Markuri33 on January 12, 2021, 06:57:58 AM
বিটকয়েন এর দাম যেভাবে নামতে শুরু করেছে, মনে হচ্ছে বাজারের অবস্থা আরো খারাপ হবে। আজকে বিটকয়েনের দাম $31k+ হয়েছে। বিটকয়েনের দাম যখন সর্বোচ্চ উঠেছিল, তখন আমি সবগুলো usdt করে রেখেছি। এভাবে দাম কমতে থাকলে ‌বাজারের অবস্থা অর্থাৎ বাউন্টি প্রচারণা গুলোর অবস্থা আরো খারাপ হবে। বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক কম।
আসলে বিটকয়েনের প্রাইস যেভাবে নামতে শুরু করেছিল আমি ভেবেছিলাম হয়তো 20 হাজার ডলারে নেমে যাবে। কিন্তু এখন আবার বিটকয়েন প্রাইস ভারতে আরম্ভ করেছে। এখন যেভাবে বিটকয়েনের প্রাইস উপরের দিকে যাচ্ছে আবারো যে প্রায় ছিল তার থেকে অনেক বেশি হবে। তারপরেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেহেতু সঠিক করে বলা যাবে না বৃদ্ধি পেতে পারে আবার কমে যেতে পারে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Mahindra on January 12, 2021, 07:43:21 AM
আমার ধারণা বিটকয়েন এর দাম  যেভাবে অতিক্রম করছে তাহলে বলা যেতে পারে 50 হাজারের থেমে থাকবে না কিন্তু তাও বলা সম্ভব না কারণ ক্রিপ্টোকারেন্সি তে সব সময় দাম উঠানামা করে তাই বলা সম্ভব না যে 50000 এ থেমে থাকবে কিনা কিন্তু 2021 সালের শুরুতে বিটকয়েনের দান 40000 অতিক্রম করবে তাই বলা যেতে পারে 50000 থেমে থাকবে না এবং 50 হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আপনার ধারনাটি একদম সঠিক বর্তমানে 2021 সালে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছিল সবাই আশা করেছিল যে অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েন 50 হাজার ডলার স্পর্শ করবে কিন্তু বর্তমানে দাম কমে গিয়েছে এখন আশা করা যায়। 2021 সালে 50 হাজার ডলার ক্রস করবে ই 50 হাজার ডলার ক্রস করে বিটকয়েনের দাম থেমে থাকবে না বরং বৃদ্ধি পাবে এটা আমরা আশা করতে পারি।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Crypto Banglu on January 12, 2021, 10:40:24 AM
বিটকয়েন এখন 50 হাজার ডলারে থেমে যাবে কি। বিটকয়েন এখন 50 হাজার ডলার পর্যন্ত যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বিটকয়েনের প্রাইস আবার ডাম্প করতে শুরু করেছে। কখনো পাম্প করবে কখনো ডাম্প করবে এটাই স্বাভাবিক। তবে আশা করবো বিটকয়েন যেন খুব দ্রুতই 50 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: EKRA13 on January 12, 2021, 04:34:22 PM
বেশ কিছু এক্সপার্টরা আইডিয়া করছে বিটকয়েন 200K পর্যন্ত চলে যাবে। তবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই। আবার এটা কে ফেলে দেওয়ার মতও না। ধরুন এখন এর বর্তমান দাম আছে 40-42 হাজারের ভেতর এটি মুটামোটি সবার ধারনা যে 50000 হাজার হবে। আমার কথা হচ্ছে যে 50000 হাজার হওয়োর পর ত এটি থেমে থাকবে না। হয় উপরে বা নিচে থাকবে আবার এমনও না যে একেবারে কমে যাবে। তবে 50000 হাজার ডলার হলে এটি
200Kও হতে পারে। আপনার কি মতামত এ ব্যাপারে।



বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট কোন দিকে যাবে তা এখনই কেউ বলতে পারবে না ।তবে আমার ধারনা বিটকয়েন 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে ।বর্তমানে বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী রয়েছে ।আশা করি আরো কিছু দিন দাম বৃদ্ধি অব্যাহত থাকবে তবে দাম কখনো স্থির থাকবে না কমবে না বাড়বে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Mental on January 12, 2021, 06:25:09 PM
হ্যাঁ ভাই আমার মনে হয় 50 হাজার ডলার অতিক্রম করবে। দিনদিন বিটকয়েনের মূল্য বাড়তে চলেছে। কিন্তু কোন কিছুই গ্যারান্টি দিয়ে বলতে পারব না তার কারণ বিটকয়েনের দাম সময় অনেক হয় আবার কমে আসে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Mahindra on January 13, 2021, 05:17:06 AM
ক্রিপ্টোকারেন্সি বাজার কখনো থেমে থাকে না। হয়তো তার দাম বৃদ্ধি পাবে না হয়তো তার দাম কমে যাবে। আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি বিটকয়েন তার দাম বৃদ্ধি করে নিয়েছে।দিনের-পর-দিন বিটকয়েন এর নতুন খেলা দেখা যাচ্ছে। কেউ কখনো আশা করেছিল না বিটকয়েন এতদুর পর্যন্ত চলে আসতে পারে। খুবই অল্প সময়ে বিটকয়েন 41 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। বিটকয়েনের দাম যদি ঊর্ধ্ব মাত্রায় থাকে তাহলে 50 হাজার ডলার ছাড়িয়ে যেতে বেশি সময় লাগবে না। অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েন 50 হাজার ডলার ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবাই এখন বিটকয়েন নিয়ে কৌতুহলি।এটির পরবর্তী মুভমেন্ট কি হতে পারে কেউ বলতে পারছে না।
আপনি একদম সঠিক কথা বলেছেন ভাই আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো থেমে থাকে না হয় বৃদ্ধি পায় তা না হলে কমে যায়। আমরা সবাই জানি বিটকয়েন এর দাম কিছুদিন আগে 41000$ স্পর্শ করেছিল। কিন্তু বর্তমানে মার্কেট ডাম্প করে 34000$ এসেছে। তাই আমি মনে করি বিটকয়েনের দাম আবার ও বৃদ্ধি পাবে এবং $50000 পৌঁছাবে।ও মার্কেট তার পর থেমে থাকবে না বরং বৃদ্ধি পাবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Tamsialu$$ on January 15, 2021, 12:21:29 AM
আমার বিশ্বাস যখনই বিটকয়েনের প্রাইস 50 হাজার ডলার এগিয়ে অতিক্রম করবে তারপরে হয়তো কিছুদিন থেমে থাকতে পারে।কিন্তু তারপরে বিটকয়েনের প্রাইস এমন একটা ওপর থেকে টান দেবে তখন হয়তো বিটকয়েনের প্রাইস 100k পৌঁছাবে।আমি অনেক ইনভেস্টরদের সাথে আলাপ করেছি এবং সিনিয়র ভাইদের সাথে পরামর্শ করেছি তারা বলেছে কয়েক বছরের মধ্যেই বিটকয়েনের প্রাইস 200k তে পৌঁছাবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Mahindra on January 15, 2021, 04:04:27 AM
কিছুদিন আগে মার্কেটে বিটকয়েনের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু মাঝখানেমার্কেটে বিটকয়েনের দাম আবার থেমে গিয়েছিল। এখন আবার বিটকয়েন মার্কেট বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আমার পুরোপুরি ধারণা বিটকয়েনের দাম কয়েক সপ্তাহের মধ্যে 50 হাজার ডলার স্পর্শ করবে এবং স্পর্শ করার পর এটি থেমে থাকবে না বরং বিটকয়েনের দাম আবারো বৃদ্ধি পেতে থাকবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Dark Knight on January 15, 2021, 04:27:04 AM
বেশ কিছু এক্সপার্টরা আইডিয়া করছে বিটকয়েন 200K পর্যন্ত চলে যাবে। তবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই। আবার এটা কে ফেলে দেওয়ার মতও না। ধরুন এখন এর বর্তমান দাম আছে 40-42 হাজারের ভেতর এটি মুটামোটি সবার ধারনা যে 50000 হাজার হবে। আমার কথা হচ্ছে যে 50000 হাজার হওয়োর পর ত এটি থেমে থাকবে না। হয় উপরে বা নিচে থাকবে আবার এমনও না যে একেবারে কমে যাবে। তবে 50000 হাজার ডলার হলে এটি
200Kও হতে পারে। আপনার কি মতামত এ ব্যাপারে।
ক্রিপ্টো মার্কেট নিয়ে আগে থেকেই কিছু বলা যায় না। এই মার্কেটের দরদাম একসময় বাড়বে এবং কমবে। বর্তমানে বিটকয়েন এর দাম রকেট গতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে। 2020 সাল এবং 2021 সালের শুরুতে বিটকয়েনের দাম প্রায় 42000 কাছাকাছি গিয়েছিল। কিন্তু মাঝখানে কয়েকদিন এর দাম কমে গিয়েছি। বিটকয়েনের দাম কিছুদিন কমলেও আবারো বাড়তে শুরু করেছে। আমার বিশ্বাস বিটকয়েন  2021 সালের ফেব্রুয়ারির মধ্যেই 50 হাজার ডলার অতিক্রম করবে। 50 হাজার ডলার অতিক্রম করার পর এটি থেমে থাকবে না কেননা বিটকয়েন এর দাম লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলছে। আমার মনে হয় আগামী 2-1 বছরের মধ্যেই বিটকয়েন 200k স্পর্শ করবে ।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Casual on January 15, 2021, 06:14:56 AM
বিকানের প্রাইস বর্তমানে আবারও প্রায় 40 হাজার ডলারের কাছাকাছি রয়েছে।যেভাবে বিটকয়েনের প্রাইস এখন বাড়তে শুরু করেছে হয়তো 50 হাজার ডলার পৌঁছাতে খুব একটা সময় লাগবে না। 50 হাজার ডলারে গিয়ে বিটকয়েন থেমে থাকবে না 50 হাজার ডলার পৌঁছানোর পর আমার বিশ্বাস বিটকয়েনের প্রাইস একটানা 60 থেকে 70 হাজার ডলারে অবস্থান করবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Riddi on January 15, 2021, 06:22:20 AM
বেশ কিছু এক্সপার্টরা আইডিয়া করছে বিটকয়েন 200K পর্যন্ত চলে যাবে। তবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই। আবার এটা কে ফেলে দেওয়ার মতও না। ধরুন এখন এর বর্তমান দাম আছে 40-42 হাজারের ভেতর এটি মুটামোটি সবার ধারনা যে 50000 হাজার হবে। আমার কথা হচ্ছে যে 50000 হাজার হওয়োর পর ত এটি থেমে থাকবে না। হয় উপরে বা নিচে থাকবে আবার এমনও না যে একেবারে কমে যাবে। তবে 50000 হাজার ডলার হলে এটি
200Kও হতে পারে। আপনার কি মতামত এ ব্যাপারে।
ক্রিপ্টো মার্কেটে কোন কয়েনের দাম সঠিক ভাবে বলা একদমই অসম্ভব। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েনের দাম সব সময়ই ওঠানামা করে। তবে সবাই আইডিয়া করছে বিটকয়েন 50 হাজার ডলারে পৌঁছাবে । কিন্তু 50 হাজার ডলারে পৌঁছাবে দাম আরও বাড়বে না কমবে সেটা সঠিক বলতে পারছিনা। তবে এটা বলতে পারি যে ক্রিপ্টো মার্কেটে কয়েনের দাম কখনো স্থির থাকেনা।হয়তো দাম আরো বৃদ্ধি পাবে অথবা কমে যাবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Mahindra on January 15, 2021, 06:23:40 AM
বিকানের প্রাইস বর্তমানে আবারও প্রায় 40 হাজার ডলারের কাছাকাছি রয়েছে।যেভাবে বিটকয়েনের প্রাইস এখন বাড়তে শুরু করেছে হয়তো 50 হাজার ডলার পৌঁছাতে খুব একটা সময় লাগবে না। 50 হাজার ডলারে গিয়ে বিটকয়েন থেমে থাকবে না 50 হাজার ডলার পৌঁছানোর পর আমার বিশ্বাস বিটকয়েনের প্রাইস একটানা 60 থেকে 70 হাজার ডলারে অবস্থান করবে।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই বিটকয়েন প্রাইস আজকে 50000 ডলারের কাছাকাছি চলে গেছে।বিটকয়েনের দাম এতটাই বৃদ্ধি পাচ্ছে যে এটি সকালে বিশ্বাস করা যে কিছুদিনের মধ্যে 50 হাজার ডলার ক্রস করবে খুব একটা দেরি নেই আমি মনে করি বিটকয়েনের দাম 2021 সালে 60 থেকে 70 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Damrai5$ on January 15, 2021, 07:07:15 AM
বিটকয়েনের প্রাইস আবারো যেভাবে বৃদ্ধি পাচ্ছে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই 50 হাজার ডলার পেরিয়ে যাবে। অনেকেরই ধারণা তারপরে হয়তো আর বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাবে না কিন্তু বিটকয়েনের প্রাইস 2021 সালের মধ্যে $70k হওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Micky on January 15, 2021, 07:09:27 AM
বিটকয়েন ইতোমধ্যে 41 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল। বিটকয়েনের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল। দিনের-পর-দিন বিটকয়েন নতুন নতুন রেকর্ড তৈরি করেছিল।সবাই আশা করেছিল বিটকয়েনের দাম এই মাসে 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে।কিন্তু 50 হাজার ডলার পৌঁছানোর আগেই সেটি আবার ডাম্পিং শুরু করে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: babu10 on January 18, 2021, 07:43:32 AM
বেশ কিছু এক্সপার্টরা আইডিয়া করছে বিটকয়েন 200K পর্যন্ত চলে যাবে। তবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই। আবার এটা কে ফেলে দেওয়ার মতও না। ধরুন এখন এর বর্তমান দাম আছে 40-42 হাজারের ভেতর এটি মুটামোটি সবার ধারনা যে 50000 হাজার হবে। আমার কথা হচ্ছে যে 50000 হাজার হওয়োর পর ত এটি থেমে থাকবে না। হয় উপরে বা নিচে থাকবে আবার এমনও না যে একেবারে কমে যাবে। তবে 50000 হাজার ডলার হলে এটি
200Kও হতে পারে। আপনার কি মতামত এ ব্যাপারে।

আপ, ডাউন না করলেতো এটাকে মার্কেট বলা যাবেনা। তবে আমার মনে হচ্ছে আপাতত বিটিসি মার্কেট ৩৫কে থেকে ৪০কে ডলার এর মধ্যে স্টাবল হবে কারন গত এক সপ্তাহে এই ধরণের একটা ভাব লক্ষ্য করছি। ৫০কে হলে ২০০কে ডলার হবে এটা চিন্তা করা অমূলক কারন এতোটা গ্রহণযোগ্য এখনো মনে হয় হয়নি বিটিসি মার্কেট। সময় দিতে হবে মার্কেটকে তারপর দেখা যাবে কি হয়।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Rony on January 18, 2021, 10:34:08 AM
সময় যাওয়ার সাথে সাথে বিটকয়েনের দাম বাড়তে থাকবে। বর্তমান সময়ে বিটকয়েনের দাম কিছুটা কমেছে 34 হাজার ডলারে সবচেয়ে বেশি। বিটকয়েনের দাম 50 হাজার ডলারে সে থামবে না কারণ বিটকয়েনের দাম নির্ধারিত হয় বিটকয়েন ক্রয়-বিক্রয়ের উপর ভিত্তি করে। সবাই ধারণা করছে যে বিটকয়েনের দাম যখন একশ হাজার ডলার এসে পৌঁছাবে তখন বিটকয়েন এর আসল রূপ দেখা যাবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Criminal on January 21, 2021, 10:25:14 PM
আমার তো এখন সংশয় হচ্ছে যে বিটকয়েন কি আদৌ 50 হাজার ডলার স্পর্শ করতে পারবে।কয়েকদিন আগে বিট কয়েনের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছিল তাতে করে সকলেই ধারণা বা আন্দাজ করেছিল যে বিটকয়েন খুব সহজেই 50 হাজার ডলার স্পর্শ করবে। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম বৃদ্ধি তো দূরে থাক আরো কমে যাচ্ছে। এতে করে আমার মনে হচ্ছে বিটকয়েন কি 50 হাজার ডলার স্পর্শ করতে পারবে। তবে আশা করি খুব শীঘ্রই বিটকয়েন 50 হাজার ডলার অতিক্রম করুক।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Mahindra on January 22, 2021, 01:56:10 AM
আমার ধারণা বিটকয়েন 50 হাজার ডলার এ গিয়ে থেমে থাকবে না বরং বৃদ্ধি পাবে। বর্তমানে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে মার্কেটে ‌। আমার ধারণা অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে। আমি মনে করি ভবিষ্যতে বিটকয়েন 200k ছাড়িয়ে যাবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: NANCY on January 23, 2021, 04:24:06 AM
আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ।আপনার ধারনা ঠিক হতে পারে আমরা যারা নতুন ইউজার রয়েছে সবাই আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে অনেকটা ধারণা পাব আশা করা যায়। এই ফোরামে যারা সিনিয়র ভাই রয়েছেন তারা অনেকেই অনেকটা বলছে আমার মনে হয় বিটকয়েনের দাম 50000 হাজার পর্যন্ত যাবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Najmul on January 23, 2021, 06:07:18 AM
বেশ কিছু এক্সপার্টরা আইডিয়া করছে বিটকয়েন 200K পর্যন্ত চলে যাবে। তবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই। আবার এটা কে ফেলে দেওয়ার মতও না। ধরুন এখন এর বর্তমান দাম আছে 40-42 হাজারের ভেতর এটি মুটামোটি সবার ধারনা যে 50000 হাজার হবে। আমার কথা হচ্ছে যে 50000 হাজার হওয়োর পর ত এটি থেমে থাকবে না। হয় উপরে বা নিচে থাকবে আবার এমনও না যে একেবারে কমে যাবে। তবে 50000 হাজার ডলার হলে এটি
200Kও হতে পারে। আপনার কি মতামত এ ব্যাপারে।
বিটকয়েনের দাম যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে কেউ এর সঠিক নাম বলতে পারবে না এখন বর্তমান বিটকয়েনের দাম 40 থেকে 42 হাজার ডলারের মধ্যে আছে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই 50 ডলারের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে আর এর দাম কিভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে 200k পর্যন্ত যেতেই পারে। আর তাই আপনার পোস্টের সাথে আমি একমত।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Mj joy on January 23, 2021, 06:58:23 AM
বেশ কিছু এক্সপার্টরা আইডিয়া করছে বিটকয়েন 200K পর্যন্ত চলে যাবে। তবে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই। আবার এটা কে ফেলে দেওয়ার মতও না। ধরুন এখন এর বর্তমান দাম আছে 40-42 হাজারের ভেতর এটি মুটামোটি সবার ধারনা যে 50000 হাজার হবে। আমার কথা হচ্ছে যে 50000 হাজার হওয়োর পর ত এটি থেমে থাকবে না। হয় উপরে বা নিচে থাকবে আবার এমনও না যে একেবারে কমে যাবে। তবে 50000 হাজার ডলার হলে এটি
200Kও হতে পারে। আপনার কি মতামত এ ব্যাপারে।
ক্রিপ্টোকারেন্সি তে বর্তমানে সবাই বিটকয়েন এর উপর কৌতুহলী তবে সিনিয়র ভাইয়েরা যে সমস্ত কথা বলছে তাতে মনে হয় 2021 সালের মাঝের দিকে বিটকয়েন 50000 কে ছাড়িয়ে যাবে। যেহেতু তারা আমাদের চাইতে  অনেক বিজ্ঞ।আসলে যে কোন কয়েনের মূল্য বৃদ্ধি পায় সেই কয়েনের বিনিয়োগের উপর। যে কয়েনের বিনিয়োগ যত বেশি হবে সেই কয়েনের মূল্য তত বেশি হবে। তবে আমি মনে করছি 2021 এর শেষের দিকে বিট কয়েনের মূল্য আরো বৃদ্ধি পাবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Azharul on February 03, 2021, 12:31:11 PM
ক্রিপ্টো মার্কেটে কোন কয়েনের দাম সঠিক ভাবে বলা খুব কঠিন। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েনের দাম সব সময় ওঠানামা করে।বিটকয়েন হলো ক্রিপ্টো জগৎ এর এক নম্বর।দিন এর পর দিন যেভাবে এটির দাম বৃদ্ধি পাচ্ছে,তাতে আমার মনে হয় খুব তাড়াতাড়ি বিটকয়েনের মূল্য 50000 ডলার অতিক্রম করবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: bmw1 on February 03, 2021, 02:30:35 PM
আমার ধারণা বিটকয়েন 50000 এ থেমে যাবে না কারণ যারা অনেক বেশি অভিজ্ঞ এবং এক্সপার্ট তারা ধারণা করে যে  বিটকয়েনের দাম 1 লাখ 2 লাখ ছাড়িয়ে যেতে পারবে ক্রিপ্টোকারেন্সি জগতে দেখা যাচ্ছে যে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাই আমারও ধারণা 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: AlviNess on February 09, 2021, 10:42:00 AM
বিট কয়েনের মূল্য যদি এই ধাপে 50 হাজার ডলার স্পর্শ করতে পারে তাহলে আমি মনে করি যে ভবিষ্যতে এর মূল্য আরো অনেক এগিয়ে যাবে। কারণ বিট কয়েনের মূল্য যেহেতু অনেকদিন পর বৃদ্ধির ধারায় ফিরেছে সে তো আমার মনে হচ্ছে বিট কয়েনের মূল্য 50 হাজার ডলার অবশ্য ছাড়িয়ে যাবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Monster5 on February 09, 2021, 11:12:23 AM
মার্কেটে বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে। এতে আমার মনে হয় বিটকয়েনের দাম 50 হাজার ডলারে গিয়ে থেমে থাকবে না বরং আবারো বৃদ্ধি পেতে শুরু করবে। কেননা বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো উন্নত হচ্ছে এবং সকল কয়েনের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Alt20 on February 09, 2021, 02:24:29 PM
এটা কোন দিন সম্ভব না। বিটকয়েন যে অবস্থানে আজকে আছে কালকে তারচেয়ে উপরের অবস্থানে যাওয়ার সর্বত্র চেস্টা করে যাবে।আমি মনে করি এবছর না গেলেও আগামিতে বিটকয়েনের দাম 100000 হতেই পারে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Malam90 on February 11, 2021, 08:06:44 AM
৫০০০০ ডলারে থামবেনা বরং মার্কেট ভালো থাকলে ১০০০০০ ডলারেও যেতে পারে। অবাক হওয়ার কিছু নেই। আজকে দেখলাম মাস্টারকার্ড এখন থেকে ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করবে। এরকম নিউজ আসতে থাকলে তো বাড়বেই সামনে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: ttcsalam on February 11, 2021, 08:14:49 AM
আমাদের অবশ্যই বিয়ার মার্কেটের কথা চিন্তা করতে হবে সে জন্য 50 কে তে না থামলেও আমি মনে করি এটা যে কোন সময় একটা ধাক্কা দিবে এ জন্য সব সময় সর্তক থেকে ট্রেড করতে হবে তা না হলে লস হওয়ার সম্ভবনা থাকতে পারে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Batch18-19 on February 11, 2021, 04:26:27 PM
বিটকয়েন যদি 50 হাজার ডলার স্পর্শ করতে পারে তাহলে আমি মনে করি বিট কয়েনের মূল্য আরো বৃদ্ধি পাবে। এখন কথা হল বিটকয়েন কি 50 হাজার ডলারস্পর্শ করতে পারবে। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি বিট কয়েনের মূল্য অনেকটাই বৃদ্ধি পাচ্ছে।মাত্র কয়েকদিনের ব্যবধানে বিট কয়েনের মূল্য বৃদ্ধি পেয়ে 46 হাজার ডলার অতিক্রম করেছে। আশা করছি বিটকয়েন 50 হাজার ডলার স্পর্শ করতে পারবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Tubelight on March 17, 2021, 04:33:27 PM
ভাই এত মধ্যেই কিন্তু বিটকয়েন এর মূল্য 50 হাজার ডলার অতিক্রম করেছে। তবে এখন বিটকয়েন এর টার্গেট হলো এক লাখ ডলার স্পর্শ করা।যদিও বিষয়টা একটু কঠিন কিন্তু অসম্ভব নয় আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করে মার্কেট পর্যবেক্ষণ করতে হবে এবং বিটকয়েন কে সাপোর্ট করতে হবে তাহলে বিটকয়েন 100000 স্পর্শ করতে পারবে।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Centus on March 27, 2022, 10:04:24 AM
 বিটকয়েন একঢি ভার্চুয়াল মুদ্রা। যা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সারাবিশ্বে বিটকয়েন লেনদেন শুরু হয়েছে। বর্তমানে বিটকয়েনে বিনিয়োগের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। মানুষ প্রতিনিয়ত বিটকয়েন দিয়ে ব্যবসা করে যাচ্ছে। ভবিষ্যতে বিটকয়েনের অবস্থা অনেক ভালো। বিটকয়েনের দাম আবারও বৃদ্ধি পাবে। এবার বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে আবারও নতুন একটি রেকর্ড করবে বলে আশা করি।
Title: Re: আপনার কি ধারনা বিটকয়ৈন কি $50000 থেমে যাবে?
Post by: Fulshai on July 06, 2022, 06:49:53 PM
ক্রিপ্টকারেন্সি মার্কেটে সকল কয়েনের দাম উঠানামা করে। তাই  ক্রিপ্টকারেন্সি মার্কেটে বিটকয়েন হচ্ছে মহামূল্যবান একটি কয়েন। যার দাম কখনো ডাম্পিং করতে পারে আবার কখনো পাম্পিং করতে পারে। কিন্তু বর্তমানে বিটকয়েনর দাম অনেকটাই ডাম্পিং করছে। কিন্তু সারা পৃথিবীতে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে বিটকয়েন। তাই আশা করি ভবিষ্যতে বিটকয়েনর দাম $50000 ডলার এর চেয়ে বৃদ্ধি পাবে। আর অতীতের সকল রেকর্ডগুলো ভেঙে ফেলবে।