Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Bma on June 09, 2021, 09:39:22 PM

Title: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Bma on June 09, 2021, 09:39:22 PM
ফোরামে অনেকেই কারমা সম্পর্কে অনেক কথা বলেছেন।  আবার মালাম ভাই কারমা সম্পর্কে অনেক কথা বলেছেন। কারমা দেওয়া এবং নেওয়া সম্পর্কে মালাম ভাই অনেক ভালোভাবে বুঝিয়েছেন সেটা দেখে আমি অনেক উপকৃত মালাম ভাই এর ওপর। কিন্তু আমার কথা হচ্ছে কারমা দিয়ে আমাদের কি কাজে আসে। আমাদের কারমা যদি বেশি হয় তাহলে কারমা দিয়ে আমি কি করতে পারব।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Mental on June 17, 2021, 07:44:24 AM
কারমা হচ্ছে একটা সাইনবোর্ড এর মত। তবে + কারমা থাকলে সবাই ভাবে সে অনেক ভালো মানের পোস্ট করে তার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক ধারণা আছে। যদি - কারমা থাকে তাহলে ফোরামের সবাই ভাবে যে সে খুব কম বুঝে এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তার ধারণা খুবই কম।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Malam90 on June 20, 2021, 10:34:51 AM
কারমা হচ্ছে আপনার কাজের পুরস্কার। আপনি কেমন পোস্ট করেছেন তার মূল্যায়ন।
আপাতত কারমার কোন কাজ নেই। কারমা না হলেও আপনার র‌্যাংকে কোন সমস্যা হবেনা। তবে ফিউচারে কারমা কাজে লাগতে পারে র‌্যাংক বৃদ্ধির জন্য।
তবে কারমা অনেক সময় সিগনেচার করতে কাজে লাগে যেমন গত বছর টন সিগনেচারের রুলস ছিলো নূন্যতম ১০০ কারমা থাকতে হবে তখন আমার নিজেরও কারমা কম ছিলো বলে জয়েন করতে পারিনি।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: bmw1 on June 20, 2021, 05:04:00 PM
কারমা হচ্ছে আপনার কাজের পুরস্কার। আপনি কেমন পোস্ট করেছেন তার মূল্যায়ন।
আপাতত কারমার কোন কাজ নেই। কারমা না হলেও আপনার র‌্যাংকে কোন সমস্যা হবেনা। তবে ফিউচারে কারমা কাজে লাগতে পারে র‌্যাংক বৃদ্ধির জন্য।
তবে কারমা অনেক সময় সিগনেচার করতে কাজে লাগে যেমন গত বছর টন সিগনেচারের রুলস ছিলো নূন্যতম ১০০ কারমা থাকতে হবে তখন আমার নিজেরও কারমা কম ছিলো বলে জয়েন করতে পারিনি।
কারমা সম্পর্কে আমার ধারণা আছে কামার সাধারণত দুই প্রকার।
যেমনঃ পজেটিভ কারমা এবং নেগেটিভ কারমা
যার যার পোষ্টের উপর ভিত্তি করে কারমা প্রদান করা হয়। কারমা সাধারণত সিনিয়র মেম্বার থেকে লেজেন্ডারি মেম্বার দিতে পারে।
যে ভালো পোস্ট এবং মানসম্মত পোস্ট করতে পারবে তাকে পজেটিভ কারমা দেওয়া হয় এবং সবচেয়ে লো কলেটি পোস্ট করেন এবং তাতে কোন গুণ থাকে না এ ধরনের পোস্টে নেগেটিভ কারমা প্রদান করা হয়।
সালাম ভাই আপনার পোস্টটি পড়ে আমি আরো শিখতে পারলাম যে ভবিষ্যতে কারমার প্রয়োজন হতে পারে যেমন রাঙ্ক বাড়াতে। অথচ এখন আর আমার কোন প্রয়োজন হয় না শুধু আইডি টা কত উন্নত এ পজেটিভ কারমা দ্বারা বোঝা যায়।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Rifan Khan on June 20, 2021, 09:08:06 PM
আমরা সবাই জানি যে আমাদের কারমা দেওয়া হয় তাদের উপর ভিত্তি করে। যেমন ফোরামে কার পোস্ট কেমন হলো সেটা যাচাই করার জন্য। আপনার পোস্ট যদি অনেক ভাল হয় তাহলে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হবে। আপনি যদি পোস্ট এর মান ভালো না করেন তাহলে আপনাকে নেগেটিভ কারমা দেওয়া হবে। আমি মনে করিযে এ কারণে আমাদের কারমা অনেক প্রয়োজন হয়ে থাকে।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Farhana on June 21, 2021, 01:29:09 PM
কারমা হচ্ছে আপনার কাজের পুরস্কার। আপনি কেমন পোস্ট করেছেন তার মূল্যায়ন।
আপাতত কারমার কোন কাজ নেই। কারমা না হলেও আপনার র‌্যাংকে কোন সমস্যা হবেনা। তবে ফিউচারে কারমা কাজে লাগতে পারে র‌্যাংক বৃদ্ধির জন্য।
তবে কারমা অনেক সময় সিগনেচার করতে কাজে লাগে যেমন গত বছর টন সিগনেচারের রুলস ছিলো নূন্যতম ১০০ কারমা থাকতে হবে তখন আমার নিজেরও কারমা কম ছিলো বলে জয়েন করতে পারিনি।

ধন্যবাদ প্রিয় মডারেটর আপনার এই পোস্টের মাধ্যমে আমি শিখলাম যে কার্মা আমাদের কাজের পুরষ্কার । এবং আরো জানলাম যে কিছু কিছু সিগ্নেচার এর রুলসে কার্মার কন্ডিশন থাকবে। অতএব আমাদের কার্মার ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া উচিত। কারন এমন সিগ্নেচার আসলে আমরা জয়েন্ট করতে পারবনা। অতএব আমাদের তথ্যবহুল পোস্ট করতে হবে এবং সিনিয়রদের নতুন্দের কার্মা দেওয়ার ব্যাপারে একটু নজর দেওয়ার অনুরোধ রইলো।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Fighter on June 22, 2021, 03:20:12 PM
আমরা যদি সঠিকভাবে কাজকর্ম করে থাকি তাহলে কিন্তু তার বিনিময়ে আমরা অর্থ পাই তেমনি ক্রিপ্টোকারেন্সি তে অর্থাৎ আমাদের এই ফোরামে যদি ভালোভাবে পোস্ট করা যায় তাহলে তার ফলস্বরূপ আমরা কারমা পেয়ে থাকি। আবার কারমা দুই ধরনের যেমন পজেটিভ এবং নেগেটিভ ‌‌।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: RSRS on July 01, 2021, 04:15:28 PM
কেউ যদি ভালো মানের পোস্ট করে তাকে +কারমা দিয়ে থাকে। তেমনি ভাবে নিম্নমানের পোষ্টের কারনে -কারমা দেওয়া হয়। কারমা হল আইডির সৌন্দর্য কারমার উপর ভিত্তি করে কারো আইডি বিবেচনা করা হয়ে থাকে। তার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কতটুকু ধারণা আছে। কিছুসংখ্যক সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হতে তারা যত কারমার কথা উল্লেখ করে দেয় সেই পরিমান কারমা থাকা বাধ্যতামূলক সেই ক্যাম্পেইনে জয়েন হতে।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Brithyislam on July 02, 2021, 05:58:56 AM
 কারমা সম্পর্কে কোন কিছু বলতে পারলে আগে বলতে হবে এই ফোরামের সিনিয়র ভাইদের কথা। আমার মত যারা নতুন সদস্য তারা সর্বদায় নিম্নমানের পোস্ট করে থাকি কিন্তু এই ফোরামের সিনিয়র ভাইরা যদি আমাদের নেগেটিভ কামড় দেয় তাহলে আমরা এই ফোরাম থেকে ওদিকে চলে যায় কাজ করতে চাই কারণ ভালো ফিডব্যাক না থাকার কারণে এই কারণে এই ফোরামের সিনিয়র ভাইরা আমাদের জিন্দেগী ঠিকানা দেয়া হয় তার জন্য আপনাদের আহবান করা হচ্ছে। কারণ আপনারা একসময় এমন এই রকম সমস্যার সম্মুখীন হয়েছেন।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Meta on July 02, 2021, 10:16:58 AM
কোয়ালিটি সম্পন্ন পোস্ট করলে অবশ্যই পজেটিভ কারমা পাওয়া যেতে পারে। নিম্ন কোয়ালিটি পোস্ট করলে নেগেটিভ কারমা খেতে হয়। তাই পজিটিভ কারমা পাওয়ার জন্য পোস্টগুলো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কোয়ালিটি সম্পন্ন এমনকি মানসম্মত পোস্ট করতে হবে। আমরা সবাই জানি কারমা দুই ধরনের। যেমন
১. পজেটিভ বা প্লাস ( + ) কারমা এবং
২. নেগেটিভ বা মাইনাস (- ) কারমা।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Phython on July 02, 2021, 03:56:56 PM
কারমা বলতে বোঝায় তুমি যদি কোন পোষ্ট করো তারপর উপর সবাই ভিতি করে কারমা দেয় । কারমা হলো দুই প্রকার য়েমন নেপগটিভ কারমা ও পজেটিভ কারমা । যারা খুব খারাপ মানের পোষ্ট করে তাদেরকে সবাই নেগেটিভ পোষ্ট করে আর যারা ভালো মানের পোষ্ট করে তাদের কে ভালো মানের কারমা দেওয়া হয় । পেজেটিভ কারমা বলা হয়। বতমান সময়ে কারমা দেওয়ার জন্য আপনার আইডির ভালো মানের পোষ্টক করে আপনার আইডির রেংক বাড়াতে হবে।তারপর আপনে  কারমা দিতে পারবেন।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Bma on July 05, 2021, 10:45:22 AM
কারমা হচ্ছে আপনার কাজের পুরস্কার। আপনি কেমন পোস্ট করেছেন তার মূল্যায়ন।
আপাতত কারমার কোন কাজ নেই। কারমা না হলেও আপনার র‌্যাংকে কোন সমস্যা হবেনা। তবে ফিউচারে কারমা কাজে লাগতে পারে র‌্যাংক বৃদ্ধির জন্য।
তবে কারমা অনেক সময় সিগনেচার করতে কাজে লাগে যেমন গত বছর টন সিগনেচারের রুলস ছিলো নূন্যতম ১০০ কারমা থাকতে হবে তখন আমার নিজেরও কারমা কম ছিলো বলে জয়েন করতে পারিনি।
আপনাকে অনেক ধন্যবাদ সিনিয়র ভাই আপনি কারমা সম্পর্কে অনেক ভালো একটি তথ্য দিয়েছেন।
ইতিমধ্যে কারমা সম্পর্কে আমি আপনার একটি পোস্ট দেখেছি সেখান থেকে কারমা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Mistroy on July 05, 2021, 12:03:40 PM
কারমা হচ্ছে একটা সাইনবোর্ড এর মত। তবে + কারমা থাকলে সবাই ভাবে সে অনেক ভালো মানের পোস্ট করে তার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক ধারণা আছে। যদি - কারমা থাকে তাহলে ফোরামের সবাই ভাবে যে সে খুব কম বুঝে এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তার ধারণা খুবই কম।
সিনিয়র ভাই কারমা কি সে সম্পর্কে আপনি সুন্দরভাবে বুঝিয়েছেন। এবং কারমার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি তুলে ধরেছেন। ধন্যবাদ সিনিয়র ভাই আপনাকে।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Doyle on July 06, 2021, 08:41:58 AM
আসলে ভাই আমি এই ফোরামে একদম নতুন তো তাই আর কি বলছি যে কারমা কি কারমা দিয়ে আমাদের কি কাজে আসে। কারমা কোথায় থাকে।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Bma on July 06, 2021, 11:08:03 AM
আসলে ভাই আমি এই ফোরামে একদম নতুন তো তাই আর কি বলছি যে কারমা কি কারমা দিয়ে আমাদের কি কাজে আসে। কারমা কোথায় থাকে।
ভাই কারমা হচ্ছে আপনার আইডির একটি সাইনবোর্ড আপনি যদি ভাল মানের পোস্ট করেন তাহলে আপনাকে সবাই  + কারমা দিবে আর যদি আপনি খারাপ পোস্ট করেন তাহলে আপনাকে - কারমা দিবে।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Kolapata on July 18, 2021, 05:14:57 PM
কোয়ালিটি সম্পন্ন পোস্ট করলে অবশ্যই পজেটিভ কারমা পাওয়া যেতে পারে। নিম্ন কোয়ালিটি পোস্ট করলে নেগেটিভ কারমা খেতে হয়। তাই পজিটিভ কারমা পাওয়ার জন্য পোস্টগুলো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কোয়ালিটি সম্পন্ন এমনকি মানসম্মত পোস্ট করতে হবে। আমরা সবাই জানি কারমা দুই ধরনের। যেমন
১. পজেটিভ বা প্লাস ( + ) কারমা এবং
২. নেগেটিভ বা মাইনাস (- ) কারমা।

অনেক সুন্দর বলেছেন প্রিয় ভাই। আপনার পোস্ট থেকে বুজলাম যে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করলে অবশ্যই পজেটিভ কারমা পাওয়া যাবে। এবং কপি পেস্ট বা নিম্ন মানের পোস্ট করলে বা ফোরমের রুলস ভাঙ্গলে নেগেটিভ কার্মা পেতে হবে । তাই আমাদের উচিত কোয়ালিটি সম্পন্ন পোস্ট করা। পজেটিভ কার্মা একটা আইডির গ্রহনযোগ্যতা বাড়িয়ে দেয়।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Labonno on July 18, 2021, 06:25:27 PM
কথায় আছে " ব্যবহার বংশের পরিচয় "।  তেমনি এখানে কারমা আপনার পোস্ট এর মানদণ্ড স্বরুপ। আপনি যদি +কারমা পান তবে আপনি ভালো মানের পোস্ট করেন এটা প্রমান করে।  আবার আপনি যদি -কারমা পান তবে সেটা দিয়ে প্রমান হয় যে আপনি লো-কোয়ালিটির পোস্ট করেন।             
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Diknel on July 22, 2021, 12:33:18 PM
আমরা সবাই জানি আমাদের কাজের উপর ভিত্তি করে আমাদের কারমা দেওয়া হয়। তাই আমরা যারা ফোরামের নিয়ম মেনে ভালো মানের মানসম্মত পোস্ট দেই তাহলে আমাদের + কারমা দিবে। এবং আমরা যদি ফোরামের নিয়ম না মেনে কপি পোস্ট করি তাহলে আমাদের - কারমা দিবে। কারমা হচ্ছে আপনি কেমন পোস্ট করেছেন তার পুরস্কার।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Centus on November 04, 2021, 03:32:36 PM
আমাদের কাজের উপর ভিত্তি করে আমাদের কারমা দেওয়া হবে। আমরা যদি ভালো মানে পোস্ট করতে পারি তাহলে আমাদের পজিটিভ কারমা দেওয়া হবে। আর যদি ফোরামের রুলস না মেনে ভালো মানের পোস্ট না করতে পারি তাহলে আমাদের নেগেটিভ কারমা দেওয়া হবে।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Tepona on November 06, 2021, 03:56:25 PM
আপনি কেমন কাজ করলেন সেই কাজের উপর ভিত্তি করে আমাদের কারমা দেওয়া হয়। আপনি যদি খুব তথ্যবহুল এবং মানসম্মত পোস্ট দেন তাহলে আপনাকে + কারমা দিবে। আর যদি আপনার পোষ্ট তথ্যবহুল এবং মানসম্মত না হয় তাহলে আপনাকে - কারমা দেওয়া হবে।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Apon3333 on November 07, 2021, 10:26:04 AM
এই ফোরামের নতুন। তাই অভিজ্ঞ ভাইদের কাছে আমি জানতে চাই।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Triedboy on November 09, 2021, 06:13:37 PM
কারমা বলতে আমরা পজিটিভ কারমা আরেকটি নেগেটিভ কার মাকে বুঝে থাকি। যদি কেউ ভালো মানের পোস্ট করে তাহলে অবশ্যই সে পজিটিভ কারমা পায় এবং যদি কেউ আজে বাজে পোস্ট করে সে কারণে তাকে নেগেটিভ কারমা দেওয়া হয়। পজিটিভ কারমা মূলত আপনার আইডিকে স্ট্রং করবে কিন্তু কারমা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। যদি কারো ভালো মানের পোস্ট হয় তাহলে অবশ্যই সে পজিটিভ কারমা পাবে এবং কি আজেবাজে পোস্ট গুলো অবশ্যই নেগেটিভ কারমা পাবে। এই ফোরামে কার মার কোন কিছু চালু করা হয়নি হয়তো ভবিষ্যতে হতে পারে।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Sumaiya2 on November 09, 2021, 07:48:44 PM
ফোরামে অনেকেই কারমা সম্পর্কে অনেক কথা বলেছেন।  আবার মালাম ভাই কারমা সম্পর্কে অনেক কথা বলেছেন। কারমা দেওয়া এবং নেওয়া সম্পর্কে মালাম ভাই অনেক ভালোভাবে বুঝিয়েছেন সেটা দেখে আমি অনেক উপকৃত মালাম ভাই এর ওপর। কিন্তু আমার কথা হচ্ছে কারমা দিয়ে আমাদের কি কাজে আসে। আমাদের কারমা যদি বেশি হয় তাহলে কারমা দিয়ে আমি কি করতে পারব।

কারমা বিষয়টা এমন কোন জরুরী নয় কারণ মালাম ভাই বর্তমানে একজন মডারেটর। তিনি এই ফোরামের বড় একটা দায়িত্বে রয়েছেন তিনি অবশ্যই অনেক অভিজ্ঞ এবং লিজেন্ড লোক। কারমা হলো আপনার একাউন্ট এর এক্সট্রা একটি পাওয়ার যা আপনার একাউন্ট কে ক্ষমতাশীল বলে মনে হয়।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Sumaiya2 on November 09, 2021, 07:50:29 PM
কারমা মূলত দেওয়া হয় ভালো মানসম্মত পোস্ট হওয়ার কারণে। আপনি যদি কোনো পোস্ট করেন তাহলে সে পোস্ট যদি কারো পড়ে ভালো লাগে তাহলে সে আপনাকে একটি পজিটিভ কারমা প্রদান করবে। এবং যদি ভালো না লাগে তাহলে নেগেটিভ কারমা প্রদান করবে যা পরবর্তীতে আপনি সতর্ক হয়ে যাবেন। এজন্য পজেটিভ কারমা হলো উৎসাহ মাত্র যাতে আপনি পরবর্তী পোস্ট দেওয়ার জন্য নিজেকে উৎসাহিত করা।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Fawpac2 on November 09, 2021, 09:34:10 PM
কারমা হচ্ছে আপনার একটি সম্মাননা। এটি আপনার একাউন্ট কে ভাল এবং মন্দ দিক নিদর্শন করে। আপনি যদি ভালো কিছু করে বা ভালো মানের পোস্ট করেন তাহলে আপনাকে পজেটিভ কারমা দাও আগে আমি কারমা সম্পর্কে বলে নেই। কারমা হলো দুই প্রকার একটি নেগেটিভ কারমা এবং অন্যটি পজেটিভ কারমা। আপনি ভালো কাজ করলে আপনার জন্য থাকবে পজেটিভ কারমা। আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনার জন্য থাকবে নেগেটিভ কারমা।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Nusrat on November 16, 2021, 01:39:27 AM
পোস্ট অনুযায়ী কারমা প্রদান করা হয়। যার পোস্ট এর মান ভালো হবে তাকে +কারমা দেওয়া হবে এবং যার পোস্ট এর মান ভালো হবে না তাকে - কারমা দেওয়া হবে। কারমা দেওয়া এবং নেওয়া যার যার ব্যক্তিগত বিষয়। আপনার কাছে যদি মনে হয় যে এই পোস্ট অনেক ভালো হয়েছে বা এই পোস্ট দেখে অনেকে অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছে সেই পরিপ্রেক্ষিতে আপনি +কারমা দিতে পারবেন। এবং কে পোস্ট এর মান যদি ভালো না হয় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সে নেগেটিভ কারমা খাবে। তাই আমরা যাই পোস্ট করি না কেন তা যেন অনেক সুন্দর ভাবে লিখে পোস্ট করতে পারি।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Pagla on November 17, 2021, 06:49:00 PM
এখানে কারমা সম্পর্কে অনেকেই অনেকভাবে বর্ণনা করেছেন। তাই কারমা কি সে বিষয়ে বুঝতে আর কিছু বাকি নেই। এভাবে টপিক তৈরি করলে এবং সে বিষয়ে সবাই ধারণা দিলে বাকিদেরও বুঝতে অনেকটা সহজ হয়ে যায় সবাইকে ধন্যবাদ আলোচনার জন্য।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: nextman2329 on November 18, 2021, 09:25:50 AM
 আমি কারমা পাব কি করে সেটা যদি কেউ একটু বলতেন তাহলে খুব ভালো হতো আমার কার মার খুব প্রয়োজন আমি এটা মনে করি না তার কারণ হচ্ছে কারমা কি কাজে লাগে সেটা আমার অতটা ভালো জানা নেই যদি কারমা  পাওয়া যায় কেমনে সেটা যদি একটু বলতেন তাহলে একটু ভালো উপকার হত
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Fulshai on March 17, 2022, 05:12:41 PM
কারমা হচ্ছে পোষ্টের একটি গুরুত্বপূর্ণ সৌন্দর্য। কারণ আপনি যদি ফোরামে গুরুত্বপূর্ণ পোস্ট করতে পারেন। তাহলে যারা সিনিয়ার তারা আপনার গুরুত্বপূর্ণ পোষ্টের উপর কারমা দিবে। তাই বলা যায় কারমা হচ্ছে পোস্টের একটি গুরুত্বপূর্ণ সৌন্দর্য।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Cinno3 on April 01, 2022, 03:03:14 PM
আমরা কারমা বলতে জানি, একটি হলো নেগেটিভ কারমা আরেকটি হলো পজেটিভ কারমা ‌। আপনি যদি ফোরামে ভালো মানের পোস্ট করতে পারেন তাহলে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হবে। আর যদি আপনার পোষ্ট ভালো মানের না হয় তাহলে আপনাকে নেগেটিভ কারমা দেওয়া হবে। তাই কারমা দেওয়া এবং নেওয়া আপনার পোষ্টের উপর ভিত্তি করে। তাই কেউ যদি পজিটিভ কারমা পেতে চায় তাহলে অবশ্যই উন্নত মানের তথ্যবহুল পোস্ট করতে হবে।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Ghamarsi on July 02, 2022, 07:20:59 AM
সিনিয়র ইউজার হিসেবে তাদের জুনিয়রদের শিক্ষা দেওয়া দায়িত্ব এবং কর্তব্য। ফোরামে তাহলে উন্নতির গতিশীলতা বজায় থাকবে। এবং সবাই ইনকাম ও জ্ঞানের পরিধি বাড়ানোর সুযোগ পাবে। কারমা সম্পর্কে ভালো ভালো পোস্ট এখানে রয়েছে
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Piku on July 14, 2022, 10:38:21 AM
কারমা হচ্ছে আপনার কাজের একটি পুরস্কার বললেই চলে। কারমা দুই প্রকার ১. নেগেটিভ কারমা ২. পজেটিভ কারমা। পোষ্টের উপর ভিত্তি করে কারমা দেওয়া হয়। পোস্ট যদি ভালো মানের হয় তাহলে পজিটিভ কারমা দেওয়া হয়, আর যদি পোস্ট ভালো মানের না হয় তাহলে নেগেটিভ কারমা দেওয়া। কত সময় কারমা আপনার কোন সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার সময় প্রয়োজন হয়। সেখানে উল্লেখ করা থাকে এতগুলো কারমা থাকতে হবে।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Damrai5$ on September 10, 2022, 05:48:24 PM
আমরা যদি কারমা পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ফোরামে ভালো মানের পোস্ট করতে হবে এবং কি নিয়মিত একটিভ থাকতে হবে।তথ্যবহুল পোস্ট করলে অবশ্যই সিনিয়র ইউজার যারা রয়েছে অবশ্যই তারা কারমা দিতে পারবে এবং কারমা যারা দিবে অবশ্যই তারা সিনিয়র মেম্বার।আমাদের এই ফোরামটা দিনে দিনে অনেক খারাপ পরিস্থিতি হচ্ছে আগের মতো আর ফোরামে কেউ একটিভ থাকছে না।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Madmax789 on November 12, 2022, 08:29:58 PM
আমি ফর্মে নতুন তবে আমার জানা মতে কারমা থাকলে সবাই ভাবে সে অনেক ভালো মানের পোস্ট করে তার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক ধারণা আছে। বাকিটা সিনিয়রদের দৃষ্টি আর্কশন করছি।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Web Designer on January 03, 2024, 07:23:21 PM
কারমা হলো ভালো কাজের ফল। আপনি যদি ভালো পোস্ট করেন এবং অন্য কারো পোস্টের রিপ্লাই করেন সেটি যদি ইনফরমেটিভ হয় তাহলে তারা খুশি হয়ে কারমা দেয়। আর আপনার যদি বেশি কারমা থাকে তাহলে আপনার আইডি দেখে সবাই মনে করবে যে আপনার ক্রিপ্টো সম্পর্কে ভালো জ্ঞান আছে এবং আপনাই আইডি ভালো রেঙ্ক করবে।
Title: Re: কারমা সম্পর্কে কিছু কথা।
Post by: Home200 on January 08, 2024, 01:32:14 PM
আমি যতদূর জানি এখন বর্তমানে কারমা এর কোনো প্রয়োজন নেই। তাই আমাদের কারমা সম্পর্কে কোন কিছু জানার প্রয়োজন নেই ‌। তবে ভবিষ্যতে কারমা এর প্রয়োজন হতে পারে। তাই যতটুকু মনে করবো এখন আমাদের কারমা প্রয়োজন হবে না। এবং এখন কারমা কোনো কাজ নেই।