Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Tanvir Islam Sajeeb on June 25, 2021, 05:46:14 PM

Title: কিপ্ত কারেন্সি কি
Post by: Tanvir Islam Sajeeb on June 25, 2021, 05:46:14 PM
আমি নতুন জয়েন হয়েছি আসা করি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই কিপ্তকারেন্সি সম্বন্ধে ধন্যবাদ 🍂
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Mistroy on June 26, 2021, 12:03:20 PM
ক্রিপ্টোকারেন্সি হল একটি ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা। এই মুদ্রা বাস্তবে দেখা যায় না ধরা যায় না এবং কি ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়। এই ক্রিপ্টোকারেন্সি মুদ্রা শুধু ভার্চুয়াল অনলাইনে মাধ্যমে লেনদেন হয়ে থাকে। এখানে তৃতীয় পক্ষের কোন অস্তিত্ব নেই শুধু পেয়ার তু পেয়ার লেনদেন হয়ে থাকে। ক্রিপ্টোকারেন্সি মুদ্রা গুলি হল বিটকয়েন ইথেরিয়াম পলকাডট ডগি কয়েন রিপল ইত্যাদি।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Farhana on June 26, 2021, 04:29:12 PM
ভাই ধন্যবাদ আপনাকে। আপনি নতুন হিসেবে এটি টপিক তৈরি করেছেন আপনি অবশ্যই সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন তবে বাংলা ফোরামে সবসময় চোখ রাখবেন। আপনি যেটা লিখেছেন সেটা ঠিক না ওটা ক্রিপ্টোকারেন্সি হবে। দ্বিতিয়তো আপনি ফোরামে এসেই যে টপিকটা করেছেন সেটি অবশ্যই গুগোল বা ফোরামের সুযোগ্য মডারেটর বা সিনিয়র ভাইয়েরা আলোচনা করেছে । সেগুলো ভালভাবে পড়লে আপনি বুঝতে পারবেন। সিনিয়ররা অবশ্যই আপনার পাশে আছে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: RSRS on June 27, 2021, 11:35:53 AM
আপনাকে প্রথমে অনুরোধ করবো পোস্ট করার সময় অবশ্যই শব্দগুলো সঠিক কিনা তা দেখে পোস্ট করবেন। কারন একটু ব্যতিক্রমে শব্দ অনেক পাল্টে যায়। ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। যা না ধরা যায় না ছোয়া যায় এটি কেবল অনলাইনের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। মুদ্রাগুলো বিটকয়েন, ইথেরিয়াম, ডগি কয়েন, রিপল ইত্যাদি।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Chita76 on June 27, 2021, 03:12:05 PM
ভাই আপনি সঠিক ভাবে পোস্ট করতে পারেন নাই। তাই আপনি পোস্ট এর বানান গুলো সঠিক ভাবে পোস্ট করতে হবে। আপনি আপনার পোস্টের বানান গুলো শুদ্দ করেন। ভবিষ্যতে পোস্ট এর কোয়ালিটি ভালো করতে হবে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Jack420 on June 27, 2021, 05:27:38 PM
ক্রিপ্টোকারেন্সি ভার্চুয়াল মুদ্রা ব্যবস্থা। এর কোন কেন্দ্রীয় পরিচালনাকারী নেই। এটা ইনভেস্টরদের ইনভেস্ট এর উপর ভিত্তি করে বাজার উঠানামা করে। এই মুদ্রা সকলের ধরাছোঁয়ার বাইরে এবং এর রোড ম্যাপ সম্পর্কে সঠিক ধারণা করতে পারে না। ফোরামে এটা নিয়ে অনেক পোস্ট এবং টপিক আছে আপনি ভালভাবে পড়ে দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Mosarof on June 27, 2021, 05:58:04 PM
আমি নতুন জয়েন হয়েছি আসা করি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই কিপ্তকারেন্সি সম্বন্ধে ধন্যবাদ 🍂
ক্রিপ্টোকারেন্সি হল এমন এক ধরনের ভার্চুয়াল মুদ্রা যা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে খুব সহজে গোপনভাবে লেনদেন করে থাকে। কিপ্টো মার্কেটে লেনদেন শুধুমাত্র যে দুজন লেনদেন করবে ওই দুজন ছাড়া অন্য কেউ জানবে না। কারেন্সি মার্কেট শুধুমাত্র বড় বড় ইনভেস্টরদের উপর আপডাউন করে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের লেনদেন সকল কয়েন মার্কেট হোল্ড এর মাধ্যমে লেনদেন করে থাকে ।যেমন বিটকয়েন, ইথেরিয়াম, ডগি কয়েন, রিপল ইত্যাদি।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Brithyislam on June 29, 2021, 04:26:37 PM
কিপ্ত কারেন্সি হলো একটি মূল্যবান সম্পদ ।কিপ্ত কারেন্সি  হলো ভার্চুয়াল মুদ্রা, এটি যেমন দেখা যায় না তেমনি হাতে নেওয়া যায় না। এই কারেন্সিগুলো শুধু লেনদেন করা হয়।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Labonno on June 29, 2021, 05:26:31 PM
ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ভারচুয়াল মুদ্রা যার নির্দিষ্ট কোন মুল্য নেই এবং এটি মানুষের ধরা ছোয়ার বাইরে।  ক্রিপ্টো মুদ্রা গুলো শুধু মাত্র অনলাইন ভিত্তিক লেনদেন হয়ে থাকে।  ক্রিপ্টোকারেন্সির মুদ্রা গুলো হলো বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন, ডগিকয়েন, রিপল, ট্রোন, বিন্যান্স ইত্যাদি।                               
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Ramesh Mondal on June 30, 2021, 12:47:16 PM
ধন্যবাদ সকল সিনিয়র ভাইদের, ধন্যবাদ সজিব ভাইকে এমন সুন্দর প্রশ্ন করার জন্য।যদিও আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিস্তারিত পড়েছি তারপরও সিনিয়র ভাইদের দিকনির্দেশনা ও প্রশ্নোত্তর খুবই প্রশংসনীয়।তানারা যেবিষয়গুলো তুলে ধরেছেন খুবই ভালো, আমার কিছু কিছু বিষয় অজানা ছিল,এখন জানতে পেরেছি, উপকৃত হলাম।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Random203 on June 30, 2021, 04:57:59 PM
ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ভারচুয়াল মুদ্রা যার বাস্তবে কোন অস্তিত্ব নেই এবং এর নিদিষ্ট কোন মূল্যও নেই।  এটি সম্পূর্ণই অনলাইন ভিত্তিক একটি মাধ্যম।  ভবিষ্যতে এই ভারচুয়াল মুদ্রার উপর নির্ভর করে আমাদের বিশ্ব পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।                                   
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Milon626 on July 02, 2021, 05:34:36 AM
ক্রিপ্টোকারেন্সি বলতে এক ধরনের অনলাইন ভিত্তিক মুদ্রাকে বুঝানো হয়ে থাকে যা কোন মানুষ হাতে নিয়ে দেখতে পারে না, যার নির্দিষ্ট কোন মুল্য নেই এবং এর লেনদেনেরও কোন প্রমাণ থাকে না। আমাদের আগামীর ভবিষ্যৎ হয়ে উঠবে এই অনলাইন মুদ্রা ভিত্তিক।                     
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Meta on July 02, 2021, 07:14:47 AM
পোস্ট করার সময় অবশ্যই শব্দগুলোর সঠিক কিনা তা যাচাই করে নেয়া উচিত। ক্রিপ্টোকারেন্সি হলো মূলত এ ধরনের সাংকেতিক মুদ্রা। যার অস্তিত্ব শুধু অনলাইনের মাধ্যমে কল্পনা করা যায়। বর্তমানে সারা বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি এর জনপ্রিয়তা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Salman y90 on July 02, 2021, 10:07:16 AM
আমি নতুন জয়েন হয়েছি আসা করি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই কিপ্তকারেন্সি সম্বন্ধে ধন্যবাদ 🍂


ভাইয়া আপনি আপনার পোস্ট করার আগে আপনি আপনার পোস্ট একটু চেক করে নিবেন। যাতে আপনার পোস্টে লেখা ভুল হলে সেটা সঠিক করতে পারেন। আপনি ক্রিপ্টোকারেন্সি লিখতে গিয়ে কিপ্ত কারেন্সি লিখেছেন। ধন্যবাদ
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: HeartBit143 on July 02, 2021, 07:54:16 PM
ক্রিপ্টো কারেন্সি হলো এক ধরনের ভারচুয়াল মুদ্রার সমাহার যাদের সত্যিকার অর্থে বাস্তবে কোন মূল্য নেই এবং এটি আমাদের সবার ধরা ছোয়ার বাইরে।  এই কারেন্সি গুলো লেনদেন অনলাইন ভিত্তিক হয়ে থাকে। এগুলো লেনদেনের কোন প্রকার প্রমান থাকে না এবং এর লেনদেনে কোন প্রকার তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকে না।                               
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: sohel8090 on July 03, 2021, 10:19:21 AM
ক্রিপ্টোকারেন্সি হল এক রকমের ডিজিটাল কারেন্সি। এই কারেন্সি কোন সরকার বা রাষ্ট্র উৎপাদন বা জোগান দেয় না। এসব বিভিন্ন হার্ডওয়্যারের এর মাধ্যমে ইন্টারনেট এ যুক্ত থেকে মাইনিং করতে হয়। আর এই মাইনিং প্রক্রিয়ায় বিভিন্ন জটিল সব এলগোরিদম, ব্লক এবং ক্রিপ্টোগ্রাফি সম্পন্ন করেই একেকটি কয়েন বানাতে হয়। ক্রিপ্টো মুদ্রা আবিষ্কারের প্রচেষ্টা চলছে দীর্ঘদিন ধরে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: sohel8090 on July 05, 2021, 04:28:01 AM
বিশ্বায়ন এর এই যুগে আজ পৃথিবী এগিয়ে চলেছে নিজের আপন গতিতে। সাফল্য এবং উন্নতির মুখ দেখছে মানুষ প্রতি নিয়তই। মানুষের জীবনব্যবস্থাকেও করা হচ্ছে সহজ এর থেকেও বেশি সহজ। প্রাচীন কালের সেই কঠিন রীতিনীতি বদলে এখন তারা সহজ জীবন ব্যবস্থস্কে গ্রহণ করে নিয়েছে। ঠিক তেমনি ভাবে নিজেদের টাকা পয়সার লেনাদেনা কে সহজ করতেই তারা সোনার কিংবা রূপার কয়েন থেকে মুখ ফিরিয়ে এসেছিল কাগজের টাকার দিকে। এবং ওই ভাবেই তারা আবার টাকা থেকে মুখ ফিরিয়ে নিয়ে এমন এক মুদ্রার প্রতি আকৃষ্ট হচ্ছে যার থাকবে না কোনো অস্তিত্ব। তবে মানুষ তা দিয়ে কেনাবেচা করতে পারবে। বলতেছিলাম crypto-currency এর কথা। আধুনিক বিশ্বের এক অন্যতম নির্দশন এর নাম। ভার্চুয়াল এই মুদ্রার দিকেই মানুষ আজ ছুটে চলেছে। আর আমাদের আজকের আলোচনায় থাকছে crypto-currency কি? এবং এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Suma Islam on July 05, 2021, 06:22:14 AM
বিশ্বায়ন এর এই যুগে আজ পৃথিবী এগিয়ে চলেছে নিজের আপন গতিতে। সাফল্য এবং উন্নতির মুখ দেখছে মানুষ প্রতি নিয়তই। মানুষের জীবনব্যবস্থাকেও করা হচ্ছে সহজ এর থেকেও বেশি সহজ। প্রাচীন কালের সেই কঠিন রীতিনীতি বদলে এখন তারা সহজ জীবন ব্যবস্থস্কে গ্রহণ করে নিয়েছে। ঠিক তেমনি ভাবে নিজেদের টাকা পয়সার লেনাদেনা কে সহজ করতেই তারা সোনার কিংবা রূপার কয়েন থেকে মুখ ফিরিয়ে এসেছিল কাগজের টাকার দিকে। এবং ওই ভাবেই তারা আবার টাকা থেকে মুখ ফিরিয়ে নিয়ে এমন এক মুদ্রার প্রতি আকৃষ্ট হচ্ছে যার থাকবে না কোনো অস্তিত্ব। তবে মানুষ তা দিয়ে কেনাবেচা করতে পারবে। বলতেছিলাম crypto-currency এর কথা। আধুনিক বিশ্বের এক অন্যতম নির্দশন এর নাম। ভার্চুয়াল এই মুদ্রার দিকেই মানুষ আজ ছুটে চলেছে। আর আমাদের আজকের আলোচনায় থাকছে crypto-currency কি? এবং এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন একটি মূল্যবান পোষ্ট শেয়ার করার জন্য  কারেন্সি মার্কেট সম্পর্কে আমার যতটুকু ধারণা ছিল তা ছিল অতি নগণ্য আপনার পোস্টের সম্পূর্ণভাবে পড়ার পর আমি কিপটা ফ্যান্সি মার্কেট সম্পর্কে বুঝতে পেরেছি আশা করি ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে কোন ধরনের সমস্যা সৃষ্টি হবে না। মুহূর্ত মূল্যবান পোষ্ট এর উপর ভিত্তি করে আমরা ঠিকই আছে এই ফোরামে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Bma on July 05, 2021, 08:41:38 AM
ক্রিপ্টোকারেন্সি হল একটি ইলেকট্রিক মানি যার কোন রূপ নেই শুধু সংখ্যায় তার মান। ক্রিপ্টোকারেন্সি তে অনেকেই কাজ করে অনেক বড়লোক হয়েছে। ক্রিপ্টোকারেন্সি তে কিছু কয়েন রয়েছে যে কয়েন গুলোর দাম অনেক রয়েছে যেমন:-বিটকয়েন ইথেরিয়াম ইত্যাদি আরো বিভিন্ন কয়েন রয়েছে। এই সমস্ত কয়েন গুলোর ক্যাশ কোন টাকা নেই সব টাকায় হলো ইলেকট্রিক মানি।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Mental on July 05, 2021, 11:06:08 AM
ভাই আমাদের এই বাংলা ফোরাম অনেক ভালো একটি ফোরাম। তাই এই বাংলা ফোরামে আপন যদি প্রশ্ন করেন তাহলে একটু ভালোভাবে লিখে পোস্ট করবেন। আপনি কি বোঝাতে চেয়েছেন আমি কিছুই বুঝতে পারিনি। আশা করি এরপর থেকে পোস্ট করলে ভালোভাবে লিখে পোস্ট করবেন যাতে আমরা সকলেই বুঝতে পারি।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: babu10 on July 06, 2021, 04:08:32 PM
আমি নতুন জয়েন হয়েছি আসা করি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই কিপ্তকারেন্সি সম্বন্ধে ধন্যবাদ 🍂

এইসব আজে বাজে পোষ্ট এখানে করবেন না। ফোরাম এত সস্তা জিনিস না যে আপনি ক্রিপ্টোকারেন্সিকে কিপ্তকারেন্সি উল্লেখ করে পোষ্ট করবেন। আগে জানুন তারপর পোষ্ট করুন। নিজেকে এত ছোট করে উপস্থাপন করবেননা সবার সামনে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Riddi on July 07, 2021, 01:40:25 PM
ভাই আপনার প্রশ্ন করার ধরনটি একদমই ঠিক হয়নি। এবং আপনার প্রশ্নটিতে অনেকগুলো ভুল রয়েছে। যদিও আমি আপনার প্রশ্নটি পড়ে এটুকু বুঝেছি যে আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চেয়েছেন। আমি যতটুকু জানি যে ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা। যা শুধুমাত্র অনলাইন ভিত্তিক লেনদেন হয়ে থাকে।এই ভার্চুয়াল মুদ্রা গুলো কখনো ধরা বা ছোঁয়া যায় না। শুধু অনুভব করা যায় যেমন: বিটকয়েন, ইথেরিয়াম,ডগি কয়েন ইত্যাদি।

আশা করি ভবিষ্যতে ফোরামে নিয়মিত একটিভ থেকে এরকম ছোট এবং বানান ভুল দিয়ে টপিক তৈরি না করে। ভালো মানের টপিক তৈরি করুন যেগুলো থেকে সকলেই কিছু শিক্ষাগ্রহণ করতে পারে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Diknel on July 17, 2021, 12:16:24 PM
ক্রিপ্টোকারেন্সি  এক ধরনের ভার্চুয়াল মুদ্রা। এর কোন অস্তিত্ব নেই এবং এটি অনলাইন ভিত্তিক লেনদেন হয়ে থাকে। এই মুর্দা  কখনো ধরা বা ছোঁয়া যায় না । বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সারা বিশ্বজুড়ে অনেক জনপ্রিয়তা পাচ্ছে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Sumi on October 14, 2021, 05:50:26 AM
আমি নতুন জয়েন হয়েছি আসা করি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই কিপ্তকারেন্সি সম্বন্ধে ধন্যবাদ 🍂
ক্রিপ্টোকারেন্সি হল একটি ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা। এই মুদ্রা বাস্তবে দেখা যায় না ধরা যায় না এবং কি ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়। এই ক্রিপ্টোকারেন্সি মুদ্রা শুধু ভার্চুয়াল অনলাইনে মাধ্যমে লেনদেন হয়ে থাকে। এখানে তৃতীয় পক্ষের কোন অস্তিত্ব নেই শুধু পেয়ার তু পেয়ার লেনদেন হয়ে থাকে। ক্রিপ্টোকারেন্সি মুদ্রা গুলি হল বিটকয়েন ইথেরিয়াম পলকাডট ডগি কয়েন রিপল ইত্যাদি।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Magepai on October 14, 2021, 06:13:20 AM
আমি নতুন জয়েন হয়েছি আসা করি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই কিপ্তকারেন্সি সম্বন্ধে ধন্যবাদ 🍂
দয়া করে এই ধরনের পোস্ট আর কখনোই করবেন না যে আমাকে সাহায্য করুন আমি ফর আমি নতুন এসেছি। এই ধরনের পোস্ট স্পামিং হিসেবে বিবেচনা করা হয় অতএব আপনার যদি কোন কিছু জানার আগ্রহ থেকে থাকে তাহলে আপনি সেই জিনিসটা বলতে পারেন অবশ্যই আপনাকে সিনিয়র ইউজারগন সাহায্য করবে। আসলে ফোরামে নতুন বলতে কোন কথা নেই আপনি ফোরামে যত বেশি সময় দিবেন তত ভালো কিছু শিখতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এই ফোরামে প্রায় সকল পোষ্ট আপনি সিনিয়র ইউজারদের পোস্টগুলো সুন্দর করে পড়লে অবশ্যই বুঝতে পারবেন। তারপরেও কিছু যদি না বোঝেন তাহলে আপনি গুগোল-এ সার্চ করে সম্পন্ন বিষয়ে জানতে পারবেন।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Maxtel on October 14, 2021, 06:34:36 AM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ভার্চুয়াল বা ইলেকট্রিক মুদ্রা। একে ধরা বা ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায়। এটি লেনদেনে তৃতীয় কোনো পক্ষের সাহায্য ছাড়াই লেনদেন করা যায়। এ জন্য এটি লেনদেন হয়ে থাকে পারস্পরিক বিশ্বাস এর উপর ভিত্তি করে। ক্রিপ্টোকারেন্সি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না এতে আপনা আপনি পরিচালিত হয়ে থাকে। ফোরামে বেশি বেশি করে সময় দিন এবং সিনিয়রদের ও মডারেটর বিভিন্ন পোস্ট গুলো দেখতে থাকুন তবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সবকিছু বিস্তারিত জানতে পারবেন।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Bitrab on October 14, 2021, 08:01:43 AM
ক্রিপ্টোকারেন্সি হল ভার্চুয়াল মুদ্রা, যা তৃতীয় কোন পক্ষের হস্তক্ষেপ ছাড়াই লেনদেন করা সম্ভব। সুতরাং ক্রিপ্টোকারেন্সি লেনদেন করলে কখনো তৃতীয় পক্ষ ট্যাক্স আদায় করতে পারবে না। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার অনেক ভালো দিক রয়েছে। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন লেনদেন করে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উপকৃত হয়। তাই প্রতিনিয়ত প্রতিনিয়ত ভার্চুয়াল মাধ্যমে মানুষ লেনদেন করতে সুবিধা অনুভব করে। আরাম আয়েশে লেনদেন করার এই মাধ্যমকেই ক্রিপ্টোকারেন্সি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Kangaro45 on October 14, 2021, 04:05:12 PM
ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা বা ইলেকট্রিক মুদ্রা। এটি কোন মাধ্যম ছাড়াই একজন থেকে আরেকজনের মধ্যে লেনদেন করা যায়। তৃতীয় কোনো পক্ষের প্রয়োজন পড়ে না। এবং অনেক গোপনিয়তা রক্ষা করে লেনদেন সম্ভব। এই ভার্চুয়াল মুদ্রা বহনে কোন জটিলতা হয় না এবং সংরক্ষণ করা খুব সহজ। এবং আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে জানতে ফোরামে বেশি বেশি সময় দিন মডারেটর ও সিনিয়রদের পোস্টগুলো বেশি বেশি ফলো করেনতাহলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সকল তথ্য আপনি জানতে পারবেন।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Rakin343 on October 14, 2021, 04:13:19 PM
আমি নতুন জয়েন হয়েছি আসা করি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই কিপ্তকারেন্সি সম্বন্ধে ধন্যবাদ 🍂
ক্রিপ্টোকারেন্সি হলো একটি সম্পূর্ণ ডিজিটাল ভার্চুয়াল মুদ্রা। এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। এটি আপুনি দেখতে পারবেন না ধরতে পারবেন না শুধু অনুভব করতে পারবেন এবং এর স্বাদ গ্রহণ করতে পারবেন। এটি কোন মাধ্যম ছাড়াই একে অপরের মাধ্যমে লেনদেন করা যায়। তৃতীয় কোনো ব্যক্তির প্রভাব পড়ে না।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Power420 on October 14, 2021, 05:35:23 PM
ভাই আপনাকে ক্রিপ্টোকারেন্সি তে আসার জন্য স্বাগতম। আপনি যে এখানে যে টপিক তৈরি করেছেন এটা বানানটা ভুল আছে। যার কারণে আপনি ক্রিপ্টোকারেন্সি তে পোস্ট দিতে হলে অবশ্যই আপনি খেয়াল করে পোস্ট করবেন কারণ আপনি যে ভুল করেছেন ইহাতে আপনি নেগেটিভ কারমা পেতে পারেন। আপনি খুব শীঘ্রই আপনার পোষ্টের কোয়ালিটি পরিবর্তন করুন।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Bony11 on October 17, 2021, 05:31:53 PM
ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। এই ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা ধরা যায় না,ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। ক্রিপ্টোকারেন্সি লেনদেন খুবই সতর্ক সাথে হয়ে থাকে। ক্রিপ্টোকারেন্সি লেনদেনে তৃতীয় ব্যক্তি কোন ডকুমেন্ট বা প্রমাণ পায় না।শুধুমাত্র দুই ব্যক্তির মধ্যে ক্রিপ্টোকারেন্সি লেনদেন সীমাবদ্ধ থাকে ।বর্তমান বিশ্বে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি ভবিষ্যতে এর ব্যবহার আরো বৃদ্ধি পাবে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: AlviNess on October 18, 2021, 04:00:21 AM
এই পোস্টে আপনি শুধু সিনিয়র ভাইদের কাছে সাহায্য চেয়েছে। কিন্তু আপনি কোন বিষয়ে সিনিয়র ভাইদের কাছে সাহায্য চেয়েছে তা এখানে উল্লেখ। তবে আপনার টপিক পড়ে মনে হল আপনি হয়তো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চেয়েছেন। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল কারেন্সি। যার সাধারণত কোন বাস্তবিক রূপ নেই এটি সম্পূর্ণ ভার্চুয়াল। তবে ভার্চুয়াল হলেও ক্রিপ্টোকারেন্সি এমন কিছু কয়েন রয়েছে যা পৃথিবীতে প্রচুর আলোড়নের সৃষ্টি করেছে। আশা করছি আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারছেন।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Imran88 on November 04, 2021, 10:32:25 AM
এক ধরনের ইলেকট্রিক মুদ্রা বা ডিজিটাল মুদ্রাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি । ক্রিপ্টোকারেন্সির মুদ্রাগুলো ধরা যায় না ছোয়া যায়না কিন্তু এর মূল্য অপরিসীম।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Kangaro45 on November 04, 2021, 03:54:28 PM
আমি নতুন জয়েন হয়েছি আসা করি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই কিপ্তকারেন্সি সম্বন্ধে ধন্যবাদ 🍂


আপনি ফোরামে নতুন জয়েন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আমি মনে করি কোন টপিক তৈরি করার সময়  বানানের দিকে একটু খেয়াল রাখবেন। এতে করে আপনার টপিকের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ইলেকট্রিক মুদ্রা যা তৃতীয়পক্ষ ছাড়া একজন থেকে আরেকজনে ইলেকট্রিক ডিভাইস এর মাধ্যমে লেনদেন করা যায়। এটি বর্তমান বিশ্বে অনেক জনপ্রিয়তা লাভ করেছে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Kangaro45 on November 09, 2021, 04:47:19 PM
ক্রিপ্টোকারেন্সি মূলত এক প্রকার ভার্চুয়াল মুদ্রা। এটি লেনদেন করতে তৃতীয় কোন মাধ্যমের প্রয়োজন পড়ে না। ক্রিপ্টোকারেন্সি মূলত একটি ইলেকট্রিক মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি পেয়ার দো পেয়ার একজন থেকে আরেকজনে লেনদেন হয়ে থাকে। ক্রিপ্টোকারেন্সি মূলত মানুষের আস্থা ও বিশ্বাসের উপরে নির্ভর করে
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: EKRA13 on November 09, 2021, 05:38:59 PM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ইলেকট্রিক বা ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি তে হাজার হাজার কয়েন রয়েছে। এসব কয়েনের দাম প্রতিনিয়ত উঠানামা করে। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এমন একটি মুদ্রা যা অনলাইনের মাধ্যমে একজন থেকে আরেকজনের কাছে লেনদেন করা যায় এটি অনেক গোপনীয়তা রক্ষার মাধ্যমে করা হয়ে থাকে। বর্তমান বিশ্বে সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয় লেনদেনের মাধ্যম হয়ে উঠেছে এই ক্রিপ্টোকারেন্সি।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Triedboy on November 09, 2021, 05:50:16 PM
ক্রিপ্টোকারেন্সির কয়েন গুলো হচ্ছে ভার্চুয়াল মুদ্রা এই মুদ্রাকে আমরা টাকার মতো ধরতে পারিনা কিন্তু শুধুমাত্র অনুভব করা যায় মাত্র। ক্রিপ্টোকারেন্সি কি এটা মূলত আমি সারাদিন বললেও শেষ করতে পারবো না। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার সময় দ্বিতীয় পক্ষের কোনো প্রয়োজন হয় না। এজন্য ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্রায় সবাই কমবেশি যদি দেখেন সারা পৃথিবীতেই ক্রিপ্টোকারেন্সি লেনদেন করছেঋ
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Mrkadir85 on November 09, 2021, 06:01:43 PM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একপ্রকার ইলেকট্রিক বা ভার্চুয়াল মুদ্রা।এ মুদ্রা ধরা ফাঁস হওয়া জানা এমনকি চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায়। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কেউ এককভাবে নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে পারে না। তাই যেকোন কয়েন বা টোকেন এর দাম সারা পৃথিবীতে একই রকম থাকে। দেশভিত্তিক কোন মুদ্রার দাম ভিন্ন হয় না। ক্রিপ্টোকারেন্সি তৃতীয় কোনো পক্ষের মাধ্যম ছাড়াই খুব নিরাপদে লেনদেন করা যায়।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Casual on November 09, 2021, 10:24:37 PM
ক্রিপ্টোকারেন্সি মুদ্রাগুলি হচ্ছে ইলেকট্রনিক মুদ্রা বা আমরা ভার্চুয়াল মুদ্রা হিসেবে আখ্যায়িত করে থাকি। কারণ ক্রিপ্টোকারেন্সি মুদ্রাগুলি ধরাও যায়না ছোঁয়াও যায়না শুধুমাত্র অনুভব করা যায় তারপরেও কিন্তু ক্রিপ্টোকারেন্সি প্রতি মানুষের আগ্রহ। কারণ আমরা জানি নোবেল করোনাভাইরাস সবথেকে বেশি ছড়িয়েছে টাকার মাধ্যমে এ জন্য কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে টাকা ব্যবহার না করে ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবহার করেছে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: MD Sakib Islam Joy on November 14, 2021, 07:10:02 PM
আমার জানা মতে ক্রিপ্টোকারেন্সি হল একটি ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা। এই মুদ্রা টাকার মতো কারো পকেটে থাকেনা এটা বিকাশের মতো এক ফোন থেকে আরেক ফোনে আনা নেওয়া করা যায়। এই ক্রিপ্টোকারেন্সি মুদ্রা শুধু ভার্চুয়াল অনলাইনে মাধ্যমে লেনদেন হয়ে থাকে। এখানে তৃতীয় পক্ষের কোন অস্তিত্ব নেই শুধু পেয়ার তু পেয়ার লেনদেন হয়ে থাকে। ক্রিপ্টোকারেন্সি মুদ্রা গুলি হল বিটকয়েন ইথেরিয়াম পলকাডট ডগি কয়েন রিপল স্মাটচেইন ইত্যাদি।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Nusrat on November 14, 2021, 09:09:14 PM
যারা নতুন ইউজার রয়েছে তাদেরকে প্রথমে না জানা তথ্য গুলো ট্রফিক তৈরি করে পোস্ট করে জানিয়ে দেওয়া উচিত। আমরা অনেক বিষয়ে সম্পর্কে জানি না তাই ট্রাফিক তৈরি করে সিনিয়রদের কাছ থেকে না জানা তথ্য গুলো জেনে নেওয়া উচিত। আর হ্যাঁ ক্রিপ্টোকারেন্সি হলো একটি ভার্চুয়াল মুদ্রা যা কখনো দেখা যায় না ও ধরা যায় না শুধু অনুভব করা যায়। ক্রিপ্টোকারেন্সি মুদ্রাগুলো হলো বিটকয়েন ইথেরিয়াম ডগি কয়েন স্মার্টচেইন ইত্যাদি।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Tepona on November 15, 2021, 12:00:04 PM
ক্রিপ্টোকারেন্সি হলো একটি ভার্চুয়াল মুদ্রা । এই ভার্চুয়াল মুদ্রার বাস্তব কোনো রূপ নেই। এটি মানুষের ধরা এবং ছোঁয়ার বাইরে। এবং এই মুদ্রা শুধু অনুভব করা যায়। এই মুদ্রা অনলাইন ভিত্তিক লেনদেন হয়ে থাকে ‌‌। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই রয়েছে ‌। এই মুদ্রা অনলাইনের মাধ্যমে একজন থেকে আরেকজনের লেনদেন হয়ে থাকে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Centus on November 15, 2021, 01:16:43 PM
ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা। এই মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতে রয়েছে। এই মুদ্রার বাস্তব কোনো রূপ নেই। এটি মানুষের ধরা এবং ছোঁয়ার বাইরে। এই মুদ্রা সব সময় অনলাইনে লেনদেন হয়ে থাকে। এবং এর জনপ্রিয়তাও রয়েছে অনেক। এবং দিন দিন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Spyroo on November 16, 2021, 04:13:29 AM
আমি নতুন জয়েন হয়েছি আসা করি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই কিপ্তকারেন্সি সম্বন্ধে ধন্যবাদ 🍂
ক্রিপ্টোকারেন্সি হল এক ধরনের ভার্চুয়াল মুদ্রা। যা শুধু অনলাইনের মাধ্যমে অনুভব করা যায় এবং লেনদেন করা যায়।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: euz4692 on November 16, 2021, 04:59:08 AM
ক্রিপ্টোকারেন্সি হলো অদৃশ্য মুদ্রা যার কোন বাস্তবে রূপ নেই .
আমাদের জীবনে অর্থনীতির নানান কাজ করার জন্য যেসব মুদ্রা আমরা ব্যবহার করি সেসব মুদ্রা আমরা হাতে ধরতে পারি
কিন্তু ক্রিপ্টোকারেন্সি হল ভার্চুয়াল মুদ্রা এটি আমরা হাত ধরতে পারবো না একটি ভার্চুয়াল ভাবে গঠিত হয়.
মূলকথা ক্রিপ্টোকারেন্সি বলতে এমন এক মুদ্রা বোঝায় যা আমরা হাত দিয়ে ধরতে পারিনা
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Cinno3 on March 25, 2022, 02:01:25 PM
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে হলে আপনাকে আগে ফোরামে নিয়মিত একটিভ থাকতে হবে। এবং ফোরামের পোস্ট গুলো প্রতিনিয়ত করতে হবে। তারপরেই আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক ধারণা পাবেন।ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল কারেন্সি। বর্তমানে সারা বিশ্বে এই ডিজিটাল কারেন্সির জনপ্রিয়তা রয়েছে অনেক। যার অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতে রয়েছে। এই মুদ্রা পিয়র টু পেয়ার লেনদেন হয়ে থাকে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Rubelstor@ on April 12, 2022, 05:06:53 PM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা। এই মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতে রয়েছে। এই মুদ্রা বর্তমানে সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Rubelstor on April 14, 2022, 05:58:39 AM
ক্রিপ্টোকারেন্সি এটা শুধু অনলাইনের মাধ্যমে একজনের সাথে আরেকজনের আদান-প্রদান করা হয়। এটা মূলত বাস্তবে দেখা যায় না। এটা অনলাইনের মাধ্যমে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এবং দিন যতই যাচ্ছে এর জনপ্রিয়তা ততই বেড়ে চলেছে।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Rubelstor on April 29, 2022, 12:43:34 PM
সম্মানিত ভাই আপনারা সবাই জানেন যে, ক্রিপ্টোকারেন্সি হলো একটি ভার্চুয়াল মুদ্রা বাল ডিজিটাল মুদ্রা। এটা বাস্তবে দেখা যায় না। শুধু মানুষের মাঝে আদান-প্রদান হয়ে থাকে
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: LeoKnight on May 22, 2022, 08:53:31 PM
ক্রিপ্টো-কারেন্সি হচ্ছে ভার্চুয়াল মুদ্রা বা অনলাইন মুদ্রা।আমরা এই অনলাইন মুদ্রার মাধ্যমে সহজেই এক দেশ/স্থান থেকে অন্য দেশ/স্থানে মুদ্রা সঞ্চালন করতে পারি। মার্কেটে দুই ধরনের ক্রিপ্টো আছে "স্টাবল" এবং "আনস্টাবল"।আমরা মূলত এই আনস্টাবল ক্রিপ্টোর উপরেই ট্রেডিং করে থাকি।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Madmax789 on May 25, 2022, 05:50:34 PM
ক্রিপ্টো-কারেন্সি হচ্ছে ভার্চুয়াল জগতে একটা বিসনেজ  সেক্টর যেখানে অনেক রকমের কয়েন, টোকেন  ইত্যাদি  বাই সেল করা যায় এগুলা থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন।।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Porok on July 02, 2022, 06:37:38 AM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা। এই মুদ্রা শুধু ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হয়। এর বাস্তব কোন রূপ নেই। এই মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতে রয়েছে। এটি একটি খুব জনপ্রিয় মুদ্রা।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Perfect540 on July 03, 2022, 01:53:41 PM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা। যার অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতে রয়েছে। বর্তমানে সারা বিশ্ব জুড়ে এই মুদ্রা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এবং ভার্চুয়াল জগতে এই মুদ্রার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এই মুদ্রা লেনদেন শুধু অনলাইনে সম্ভব। কারণ এই মুদ্রার বাস্তব কোন রূপ নেই। এবং মানুষের ধরা এবং ছোঁয়ার বাইরে। এই ডিজিটাল মুদ্রা গ্রাহক ও গ্রাহকের কাছে লেনদেন হয়ে থাকে। এখানে কেউ কোন ব্যক্তির অস্তিত্ব থাকে না।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Piku on July 27, 2022, 04:50:20 PM
ক্রিপ্টোকারেন্সিকে সাংকেতিক মুদ্রা বা ডিজিটাল মুদ্রা বলা হয়। এই মুদ্রার ব্যবহার সারা বিশ্ব জুড়ে রয়েছে। এই মুদ্রা লেনদেন অনেক দেশে বৈধ করা হয়েছে আবার অনেক দেশে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এই সাংকেতিক বা ডিজিটাল মুদ্রা অনলাইনের মাধ্যমে লেনদেন হয়। এই মুদ্রা মানুষ কখনো স্পর্শ করতে পারে না। শুধু অনুভব করতে পারে। লেনদেনের ক্ষেত্রে গ্রাহক টু গ্রাহকের কাছে লেনদেন হয়। এখানে তৃতীয় কোন ব্যক্তির অস্তিত্ব থাকে না।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Sallu720 on August 04, 2022, 05:40:19 PM
ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল মুদ্রা। এই মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতে রয়েছে। এই মুদ্রা মানুষের ধরা এবং ছোঁয়ার বাইরে। এবং এই মুদ্রা শুধু ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হয়।
Title: Re: কিপ্ত কারেন্সি কি
Post by: Papusha20 on August 27, 2022, 06:37:44 AM
আমি নতুন জয়েন হয়েছি আসা করি সিনিয়র ভাইদের কাছে জানতে চাই কিপ্তকারেন্সি সম্বন্ধে ধন্যবাদ 🍂

আপনি যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন তা একজন ঠিক না। আপনি সর্বপ্রথম সঠিক ভাষার ব্যবহার করতে শিখুন। নতুন বলে আপনাকে নেগেটিভ ফিডব্যাক দেওয়া হলো না ক্রিপ্টোকারেন্সি জানতে হলে গ্লোবাল সেকশনে চলে যান।