Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Meta on November 10, 2021, 08:53:21 AM

Title: বিটকয়েন: ক্রিপটোকারেন্সি কি হবে ভবিষ্যতের মুদ্রা?
Post by: Meta on November 10, 2021, 08:53:21 AM
ক্রিপটোকারেন্সিতে কেনাবেচা যারা সমর্থন করেন তাদের দাবি ভবিষ্যতের মুদ্রা হবে বিটকয়েন আর এই ডিজিটাল মুদ্রাতেই ভবিষ্যতে মানুষ অনলাইনে আর্থিক লেনদেন করবে।

এর ফলে, তাদের মতে, মানুষকে আর বড় বড় ব্যাংকের ওপর নির্ভর করতে হবে না।

অন্যদিকে ডিজিটাল মুদ্রা বিটকয়েন নিয়ে উদ্বেগও রয়েছে।

এই মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইনকানুন না থাকায় দায়বদ্ধতার ব্যাপারে উদ্বেগ আছে। পাশাপাশি আছে পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে বড় ধরনের আশঙ্কা।
 click (https://www-bbc-com.cdn.ampproject.org/v/s/www.bbc.com/bengali/news-59098996.amp?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQIKAGwASCAAgM%3D#aoh=16365158385159&csi=0&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fwww.bbc.com%2Fbengali%2Fnews-59098996)
Title: Re: বিটকয়েন: ক্রিপটোকারেন্সি কি হবে ভবিষ্যতের মুদ্রা?
Post by: Fulshai on February 27, 2022, 11:59:01 AM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন, বর্তমানে সারাবিশ্বে চলছে ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা। যার মাধ্যমে বর্তমান বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি অর্থের লেনদেন করতেছে। ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন করা অনেকটাই সহজ। এজন্য বলা যায় ক্রিপ্টোকারেন্সি হবে ভবিষ্যতে মুদ্রা।
Title: Re: বিটকয়েন: ক্রিপটোকারেন্সি কি হবে ভবিষ্যতের মুদ্রা?
Post by: Tepona on March 05, 2022, 01:14:12 PM
বর্তমানে দেখা যাচ্ছে যেভাবে বিটকয়েন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তাতে আমার মনে হয় বিটকয়েন হবে ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ মুদ্রা। প্রত্যেকটা দেশের মানুষ বিটকয়েন দিয়ে লেনদেন করে থাকবে। এবং প্রত্যেকটা কোম্পানিগুলোতে বিটকয়েন দিয়ে লেনদেন করবে‌। কেননা বিটকয়েনের মাধ্যমে লেনদেনে অনেক সুবিধা রয়েছে। এবং আমি মনে করি বিটকয়েন একদিন পুরো বিশ্বের বাহক হিসেবে দাঁড়াবে।
Title: Re: বিটকয়েন: ক্রিপটোকারেন্সি কি হবে ভবিষ্যতের মুদ্রা?
Post by: Cinno3 on March 19, 2022, 03:10:57 PM
আমি মনে করি বিটকয়েনি হবে ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ মুদ্রা। কেননা বর্তমানে মানুষ বিটকয়েন নিয়ে অনেক বিনিয়োগ করেছে। ভবিষ্যতে প্রত্যেকটা দেশের একমাত্র লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েন কে বেছে নেওয়া হবে। মানুষ তখন অনলাইনের মাধ্যমে বিটকয়েন দিয়ে আর্থিক লেনদেন করে থাকবে। প্রত্যেকটা দেশের মানুষ বর্তমানে বিটকয়েন নিয়ে অনেক অবগত রয়েছে‌। এবং বর্তমানে সারাবিশ্বে বিটকয়েনের জনপ্রিয়তা রয়েছে অনেক
Title: Re: বিটকয়েন: ক্রিপটোকারেন্সি কি হবে ভবিষ্যতের মুদ্রা?
Post by: Centus on September 05, 2022, 04:42:36 PM
বিটকয়েন ছাড়া ক্রিপ্টোকারেন্সি মার্কেট একেবারে অচল বলে আমি মনে করি। কারণ বিটকয়েন ছাড়া ক্রিপ্টোকারেন্সি মার্কেট কল্পনাও করা যায় না। বিটকয়েন কে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের রাজা বলা হয়। বর্তমানে সারা বিশ্ব জুড়ে বিটকয়েনের ব্যবহার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তাই বিটকয়েন ভবিষ্যৎ মুদ্রা হিসেবে অবশ্যই স্বীকৃতি পাবে। বিশ্বের মানুষের কাছে অধিক চাহিদা স্বরূপ হয়েছে বিটকয়েন। বিটকয়েন একসময় সারা বিশ্বের জুড়ে রাজত্ব শুরু করবে।
Title: Re: বিটকয়েন: ক্রিপটোকারেন্সি কি হবে ভবিষ্যতের মুদ্রা?
Post by: Damrai5$ on September 11, 2022, 05:17:59 PM
 ক্রিপ্টো কারেন্সিতে যে সমস্ত কয়েনগুলা রয়েছে তার মধ্যে বিটকয়েন হচ্ছে সবার শীর্ষে বিটকয়েন আছে বিদায় কিন্তু ক্রিপ্টো কারেন্সি এসেছে আমরা কিন্তু একটা বিষয় দেখলেই বুঝতে পারবো যে যখনই বিটকয়েনের প্রাইস কমতে শুরু করে ঠিক তারপর পরপরই অন্য যে সমস্ত কয়েন রয়েছে সকল কয়েন গুলোর প্রাইস কমতে শুরু করে ।ভবিষ্যতে দেখা যাবে এক বিটকয়েনের প্রাইজ ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে এবং কি ২০২৪ সালের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েন: ক্রিপটোকারেন্সি কি হবে ভবিষ্যতের মুদ্রা?
Post by: Madmax789 on November 15, 2022, 08:44:00 PM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন, বর্তমানে দেখা যাচ্ছে যেভাবে বিটকয়েন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তাতে আমার মনে হয় বিটকয়েন হবে ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ মুদ্রা।প্রত্যেকটা দেশের মানুষ বর্তমানে বিটকয়েন নিয়ে অনেক অবগত রয়েছে‌। ভবিষ্যতে দেখা যাবে এক বিটকয়েনের প্রাইজ ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে এবং কি ২০২৪ সালের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েন: ক্রিপটোকারেন্সি কি হবে ভবিষ্যতের মুদ্রা?
Post by: Zulhabi on January 17, 2024, 11:29:35 AM
ক্রিপটোকারেন্সি মুদ্রা হচ্ছে ডিজিটাল মুদ্রা। যার অবদান সারা বিশ্ব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দিন যাচ্ছে প্রতিটি দেশ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। যার উন্নতির পিছনে রয়েছে ক্রিপটোকারেন্সি মুদ্রার বিশাল অবদান। আর বর্তমানে প্রায় প্রত্যেকটি দেশে বড় বড় বিজনেসম্যানরা ক্রিপটোকারেন্সি মুদ্রা দিয়ে তাদের ব্যবসা-বাণিজ্য লেনদেন করছে। তাই আশা করা যায় ভবিষ্যতে ক্রিপটোকারেন্সি মুদ্রাই হবে প্রচলিত মুদ্রা।