Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Review Master on January 10, 2022, 05:20:13 PM

Title: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Review Master on January 10, 2022, 05:20:13 PM
ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই খারাপ, কেননা বিটকয়েন আবারও ৪০ হাজারের কাছাকাছি এবং সকলের মধ্যে আবারও ভয় জেগে উঠেছে যে, বেয়ার মার্কেটে চলে আসলাম বুঝি! এইসময়টিতে যেমন অনেক হোয়েল্সরা বিটকয়েন ক্রয় করতেছে, তেমনি অনেক বড় মাপের ফিউটার ট্রেডাররা তাদের Long পজিশনকে লিকুইডেড করতেছে। সময়টা এমন চলতেছে, অনেকে বলতেছে এই কারেকশন বোনাসের মতো কম মূল্যে ক্রয় করার জন্য, আবার অনেকে বলতেছে বেয়ার মার্কেট চলে এসেছে।

আপনাদের কি মনে হয়, এখন অল্টকয়েন ক্রয় করা ঠিক হবে নাকি বেয়ার মার্কেট আসলেই চলে এসেছে?? আর যদি কোনো অল্টকয়েন ক্রয় করে থাকেন, সেগুলো কি কি??
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Centus on February 19, 2022, 11:19:21 AM
ক্রিপ্টোকারেন্সি বাজারে তখনই বিনিয়োগ করা উচিত যখন বাজারে ডাম্পিং থাকে। বর্তমানে বাজারে বেশিরভাগ অল্টকয়েন গুলোর দাম অনেক ডাম্পিং হয়েছে। যেহেতু বিটকয়েনের দাম বর্তমানে 40 হাজার ডলারের কাছাকাছি। সেহেতু সকল অল্টকয়েন গুলো বর্তমান কিনে হোল্ড করে রাখার জন্য উপযুক্ত সময়। কারণ বিটকয়েনের দাম যখন 50 থেকে 60 হাজার ডলারে উপনীত হবে। তখন অল্টকয়েন গুলো এর দাম অনেক বেশি বৃদ্ধি পাবে। সুতরাং বর্তমান অল্টকয়েন কিনে হোল্ড করে রাখার উপযুক্ত সময়।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Perfect540 on February 20, 2022, 12:21:52 PM
হ্যাঁ, আমি মনে করি বর্তমানে ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য উপযুক্ত সময়। বর্তমান সময়ে যদি কোনো হোল্ডার তাদের এন্ট্রি পয়েন্ট রাখে, এবং সেই কয়েন গুলো যদি অনেকদিন পর্যন্ত হোল্ড করে রাখে তাহলে আমার মনে হয় সেই ব্যক্তি অনেক বেশি লাভবান হতে পারবে। কারণ বর্তমানে বিটকয়েন এর দাম খুব একটা বেশি বৃদ্ধি পাচ্ছে না, যখন বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে তখন সাথে অন্যান্য কয়েন গুলোর দাম বৃদ্ধি পাবে। এবং তখন হোল্ডাররা লাভবান হবেন।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Fulshai on March 05, 2022, 12:27:52 PM
বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা অত্যন্ত ডাম্পিং করছে। কিন্তু কয়েক বছর আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা পাম্পিং ছিল। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অল্টকয়েন এর দাম অনেকটাই ডাম্পিং করছে। তাই যাদের অর্থের সামর্থ্য আছে তারা অতি তাড়াতাড়ি অল্টকয়েন ক্রয় করতে পারেন। কারণ ভবিষ্যতে এ কয়েনের দাম পাম্পিং করতে পারে। তাই আশা করি সবাই অল্টকয়েন ক্রয় করে রাখতে পারেন।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Tepona on March 06, 2022, 01:57:08 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার অনেক খারাপের দিকে রয়েছে। তাই আমার মনে হয় এখনি বিটকয়েন সহ অন্যান্য মুদ্রাগুলো হোল্ড করে রাখার। কারণ বর্তমানে সব কয়েন গুলোর দাম ডাম্পিং করেছে। তাই এখন যদি কেউ কোন কয়েন হোল্ড করে রাখতে পারে তাহলে ভবিষ্যতে ভালো একটা প্রফিট পেতে পারে। তাই যাদের সামর্থ্য আছে তারা এখনই বিটকয়েন এবং অন্যান্য কয়েনগুলো হোল্ড করে রাখতে পারেন।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Diknel on July 21, 2022, 04:26:23 PM
আমার মনে হয় বিটকয়েনের দাম আগের চেয়ে বৃদ্ধি পাবে। বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মুদ্রা। অল্টকয়েন গুলোর দাম অনেক বেশি বৃদ্ধি পাবে। ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েনের দাম কয়েক মাস আগে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং করেছে। কিন্তু ২০২৩ সালের শেষের দিকে বিটকয়েনের দাম আবারো বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। আরো তখনই শুরু হবে অল্টকয়েন সৃজন।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Madmax789 on December 13, 2022, 07:22:52 PM
হ্যাঁ, আমি মনে করি বর্তমানে ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য উপযুক্ত সময়। বর্তমান সময়ে যদি কোনো হোল্ডার তাদের এন্ট্রি পয়েন্ট রাখে, এবং সেই কয়েন গুলো যদি অনেকদিন পর্যন্ত হোল্ড করে রাখে তাহলে আমার মনে হয় সেই ব্যক্তি অনেক বেশি লাভবান হতে পারবে। কারণ ভবিষ্যতে এ কয়েনের দাম পাম্পিং করতে পারে। তাই আশা করি সবাই অল্টকয়েন ক্রয় করে রাখতে পারেন।এখনই বিটকয়েন এবং অন্যান্য কয়েনগুলো হোল্ড করে রাখতে পারেন।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Spyroo on October 15, 2023, 01:43:24 PM
মার্কেটে যেহেতু এখন সবগুলো কয়েনের দাম কম তাই এখনই টোকেন ক্রয় করার সঠিক সময়।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Altcoin1998$ on December 19, 2023, 06:10:35 AM
মার্কেটে যেহেতু এখন সবগুলো কয়েনের দাম কম তাই এখনই টোকেন ক্রয় করার সঠিক সময়।
যখন বিটকয়েনের দাম বৃদ্ধি পায় তখন তাল মিলিয়ে অন্যান্য এলোট কয়েন গুলো বৃদ্ধি পায়। তবে মার্কেটে এখনো কিছু কিছু জনপ্রিয় কয়েন রয়েছে যেগুলো বিটকয়েনের বৃদ্ধির তালে তালে বৃদ্ধি পায়নি বরং কিছুটা হলে কমে রয়েছে সেগুলোতে নিজস্ব গবেষণা অনুসারে বিনিয়োগ করা যেতে পারে। যেমন মার্কেটে বিটকয়েন ও ইথিরিয়াম অনেকটাই বৃদ্ধি পেয়েছে কিন্তু বাইন্যান্স কয়েন বিএনবি সে অনুপাতে বৃদ্ধি পায়নি। তবে এই কয়েন এর উপর এক প্রকারের মামলা রয়েছে এজন্য কিছুটা মার্কেটে দমিয়ে রয়েছে তবে মামলা শুনানি বা মামলা প্রত্যাহার হলে হয়তো এই কয়েনটা অনেকটাই বৃদ্ধি পাবে। রিপল ঠিক একই অবস্থায় আছে যদি এদের উপর থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মামলা প্রত্যাহার হয়ে যায় তাহলে দাম অনেকটা বৃদ্ধি পাবে। এই দুটো কয়েন ইচ্ছে করলে নিজের রিক্সে ক্রয় করে রাখতে পারেন।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: bmw1 on December 20, 2023, 05:29:29 AM
মার্কেটে যেহেতু এখন সবগুলো কয়েনের দাম কম তাই এখনই টোকেন ক্রয় করার সঠিক সময়।

যদি আপনি কয়েন বা টোকেন কিনতে চান তাহলে আর কিছু দিন অপেক্ষা করুন, এখনও আরো কিচুটা কারেকশন এর বাকি আছে। তবে বিনিয়োগ করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে কেননা ক্রিপ্টোতে সব সময় রিস্ক থাকে।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Spyroo on December 20, 2023, 02:53:07 PM
মার্কেটে যেহেতু এখন সবগুলো কয়েনের দাম কম তাই এখনই টোকেন ক্রয় করার সঠিক সময়।

যদি আপনি কয়েন বা টোকেন কিনতে চান তাহলে আর কিছু দিন অপেক্ষা করুন, এখনও আরো কিচুটা কারেকশন এর বাকি আছে। তবে বিনিয়োগ করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে কেননা ক্রিপ্টোতে সব সময় রিস্ক থাকে।
মনে হয় না আল্ট কয়েন ক্রয় করে লাভ করা যাবে। তবে শিট কয়েন বা আল্ট কয়েনে বিনিয়োগ করার পরিবর্তে বিটকয়েনে বিনিয়োগ করা ভালো এতে ভালো প্রফিট পাওয়া যাবে।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Celsius on January 09, 2024, 01:58:57 PM
মার্কেটে যেহেতু এখন সবগুলো কয়েনের দাম কম তাই এখনই টোকেন ক্রয় করার সঠিক সময়।

যদি আপনি কয়েন বা টোকেন কিনতে চান তাহলে আর কিছু দিন অপেক্ষা করুন, এখনও আরো কিচুটা কারেকশন এর বাকি আছে। তবে বিনিয়োগ করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে কেননা ক্রিপ্টোতে সব সময় রিস্ক থাকে।
অপেক্ষা করতে করতে এমন এক সময় আসবে যখন মার্কেট বৃদ্ধি পাবে অথচ আমরা বিনিয়োগ করতেই পারব না। তাই যদি ভবিষ্যতে মার্কেট বৃদ্ধি পায় তাহলে বর্তমানে যা পাই তাতেই বিনিয়োগ করা উচিত। কয়েকদিন আগে মার্কেট চল্লিশ হাজার গিয়েছিল বর্তমানে ৪৭ হাজারের কাছাকাছি তাই মার্কেটে বিনিয়োগের উত্তম সময় আপনার নিজের কাছেই রয়েছে। আপনি মনে করলে উত্তম সময় না মনে করলে কিছুই নয়।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Learn Bitcoin on January 11, 2024, 01:43:09 PM
টপিক ক্রিয়েট করা হয়েছে ২০২২ সালের জানুয়ারী মাসে। আমরা এখন ডিসকাশন করছি ২০২৪ সালের জানুয়ারী মাসে। ২ বছর পর এসে যদি একই প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে বলবো এটাই সঠিক সময় অল্ট কয়েন কেনার। আরো ১ মাস বা ২ মাস আগে কিনতে পারলে আরো ভালো হতো। কারন বিগত ২ মাসে অনেক কয়েন অলরেডি ১০০ থেকে ২০০ পার্সেন্ট অব্দি গেইন করে ফেলেছে। যেমন সোলানা ২ মাস আগে ২০ ডলারের কাছাকছি ছিলো, অথচ এই অল্প কযেকদিনে সেটা অলরেডি ১০০ থেকে ১১০ ডলারের ভেতরে উঠানামা করছে।

বুলে রান এখনো শুরু হয়ে যায়নি। তবে এটাকে প্রি-বুল রান বলা যেতে পারে। কারন ৩ মাস পরেই বিটকয়েন হালভিং। হালভিং এর পর বিটকয়েনের সাপ্লাই কমতে থাকবে এবং বিটকয়েনের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে। বুল রান এক রাতেই শুরু হয় না। এজন্য এটা বুঝাই কঠিন যে বুল রান শুরু হয়ে গেলো নাকি।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Celsius on January 12, 2024, 01:51:43 AM
দেখুন এবং ভাবুন এরা কি বলে।
এদের মতে কিডনি বিক্রি করে বিটকয়েন ক্রয় করি।

Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Home200 on January 12, 2024, 01:53:28 PM
দেখুন এবং ভাবুন এরা কি বলে।
এদের মতে কিডনি বিক্রি করে বিটকয়েন ক্রয় করি।




আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভিডিও আমাদের মাঝে দিয়ে অনেক উপকার করছেন। ভিডিও টা থেকে অনেক কিছু বুঝতে পারলাম। এই ভাবে আমাদের কে আরো তথ্য দিবেন।
Title: Re: এখন কি আসলেই সঠিক সময় অল্টকয়েন ক্রয়ের??
Post by: Learn Bitcoin on January 12, 2024, 03:52:01 PM
দেখুন এবং ভাবুন এরা কি বলে।
এদের মতে কিডনি বিক্রি করে বিটকয়েন ক্রয় করি।

মজার ব্যাপার হলো, এসব সব কিছুই কিন্তু শুধুমাত্র স্পেকুলেশান। তারা কেউ এটাকে ফিন্যান্সিয়াল এডভাইজ হিসেবে প্রচার করে না। আমি নিজেও মনে করি ২০২৪ সালের একটা সময়ে বিটকয়েন ১ লাখ ডলার অব্দি পৌছুতে পারে। কিন্তু তার মানে কিন্তু এই না যে আপনি কোনো কিছু বিক্রি করে বা লোন নিয়ে বিটকয়েনে ইনভেষ্ট করবেন। কারন কেউ জানে না যে বিটকয়েন কবে ১ লাখ ডলারে যাবে। ২০২১ সালেও অনেকেই বলেছেন যে বিটকয়েন ১ লাখ ডলারে যাবে। সেই লোভে মানুষ অনেক দাম হওয়া সত্বেও বিটকয়েনে ইনভেষ্ট করেছে। অথচ বিটকয়েন আজো ১ ডলারে যেতে পারেনি। এগুলো সবই আসলে অনুমান। সুতরাং এসব মাথায় নিয়ে ইনভেষ্ট করবেন না।