follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Jan

Pages: [1] 2 3 4
1
২০১৭ সালের সেপ্টম্বর মাসে অলটকয়েন্সটক ফোরামের জন্ম হয়। এর ৩ বছর ২ মাস অর্থাৎ ৩৮ মাস পরে অলটকয়েন্সটক প্রথম ১মিলিয়ন পোস্ট পূর্ণ করলো।  বিটকয়েনটক যেটা করেছিলো ৩২ মাসে। তখন অন্যকোন ক্রিপ্টো ফোরাম ছিলোনা। এখন অনেক প্রতিদ্বন্দ্বী ফোরাম আছে অলটকয়েন্সটকের। তাই বিটকয়েনটক আর অলটকয়েন্সটকের মধ্যে ১ম ১ মিলিয়ন পোস্টের তেমন তফাৎ নেই। আমি একটি লক্ষ্যমাত্রা সেট করেছি সেটা হচ্ছে-২০২১ সালের মধ্যে ১মিলিয়ন পোস্ট হিট করা। এজন্য প্রতিমাসে ৮৩৩৩৩ পোস্ট কমেন্টস দরকার। আপনি কি মনে করেন ২০২১ সালের মধ্যে ১ মিলিয়ন পোস্ট কমেন্টস তার্গেট অর্জন সম্ভব?



And finally, we hit 1M posts!!
Congratulations to Admin, President, Senators, all Mods,  members and contributors of the forum!!!
I wish more and more success of this forum.


ইংরেজি পোস্ট লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=185557.0
হ্যাঁ ভাই আমি মনে করি এটা অবশ্যই সম্ভব কারণ হচ্ছে ইদানিং বহুৎ লোক এই সেকশনে জয়েন করেছেন। আর 2021 সালের সবে মাত্র অর্ধেক সময় হয়েছে আরো অনেক সময় বাকি রয়েছে এর মধ্যে অবশ্যই 2 মিলিয়ন হওয়া সম্ভব। তাছাড়া মানুষ এমনিতেই আজকাল অনলাইনের উপর বেশি নির্ভরশীল। বিশেষ করে আমাদের বাঙ্গালীদের হাতে অনলাইন ছাড়া কোন কথাই হবে না।

2
গতকালকে মডারেশন লগ চেক করতে গিয়ে আমার তো চোখ ছানাবড়া অবস্থা। ঘটনা কি? ঘটনা হচ্ছে বাউন্টি চিটিংয়ের কারণে ১৩-১৪ জন বাংলাদেশীকে বাউন্টি চিটিং এর কারণে ওয়ানিং দেওয়া হয়েছে। ঘটনাটা কারণ কি? কারণ খুঁজতে গিয়ে দেখলাম বাউন্টি ডিটেকটিভের কয়েকটা সিগনেচারে একেক জন প্রায় সপ্তাহে সপ্তাহে সিগনেচার চেঞ্জ করেছে, কয়েকটাতে জয়েন করেছে এবং এর কারনে কয়েক সিগনেচারে স্টেকও পাইছে। বিষয়টি যেমন খুবই লজ্জার তেমনি আমাদের জন্য অপমান জনক। তাহলে সব বাউন্টি স্পামার, বাউন্টি চিটার কি তাহলে বাংলাদেশী? উত্তর হচ্ছে- হা। বাউন্টি থ্রেডে যে স্পামিং হয় তার অধিকাংশ বাংলাদেশী। গতকিছুদিন মডারেটরদের কঠোরতায় কিছুটা কমেছে। এরপরেও কয়েকজন বাংলাদেশী এখনো স্পামিং করে যাচ্ছেন সেখানে। আবার বাউন্টি চিটিং যে গুলো ধরা পড়ছে তার অধিকাংশ বাংলাদেশী। এভাবে চলতে থাকলে একসময় না জানি আমাদের বাংলাদেশী মানেই স্পামার, চিটার হয়ে যায় সেই আশাঙ্কা করতেছি। গতকাল তো একজন মডারেটর বলেই দিলেন আমাকে ”আপনার বাংলাদেশীদের জন্য আমার দূঃক্ষ হয় কিন্তু কিছুই করার নেই।”
লোকাল সেকশনে পোস্ট বেশি করলে সেটা বাহিরের মডারেটররা দেখতে আসবেনা। সতর্ক করার দরকার হলে আমরা সুন্দর করে বুঝিয়ে দেই যতটা পারি। কিন্তু বাউন্টি থ্রেডে স্পামিং বা চিটিং করলে কেউ তো ছেড়ে দিবেনা। তাই বাউন্টি থ্রেডে স্পামিং এবং বাউন্টিতে চিটিং না করে সুন্দর করে কাজ করুন, বাংলাদেশীদের সুনাম বাড়ান।
হ্যাঁ ভাই এই বিষয়টা আজকাল অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে যে আমাদের বাংলাদেশের ভাইয়েরা চিটার বেশি হচ্ছে। তবে এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারে তাহলে আমাদের বাংলাদেশীদের জন্য অনেক প্রবলেম হবে । আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে চলার গতির একটা নিয়ম রয়েছে তেমনি প্রত্যেকটা কাজের ক্ষেত্রেও নিয়ম রয়েছে। আর সেই নিয়ম মানা সকলের জন্য প্রয়োজন।

3
Forum Username: Jan
Forum Profile Link: https://www.altcoinstalks.com/index.php?board=95.0
Telegram Username: @Allady71
Participated Campaigns: Telegram
BEP-20 Wallet Address: 0x3F38f33e9c268CD8C6f4bF689fb32aC429D976C4

4
আমাদের মধ্যে অনেকে দেখছি ফোরামের রুলস না মানার কারনে নেগেটিভ কর্মা খাচ্ছেন তাছাড়া স্পামিং করার কারনেও এই ধরনের সমস্য হচ্ছে। যেই কারনে একটা সময় পরে গিয়ে নেগেটিভ কর্মার পরিমান এতো বেশী হয়ে যায় ফলে ঐ আইডির কোন গুরুত্বই থাকেনা এবং বিভিন্ন বাউন্টিতে ও সিগনেচার ক্যাম্পেইন করতে সমস্যা হয়। ২/১টা কর্মা থাকলে হয়তো ভালো কমেন্টস পোষ্ট করে উঠিয়ে নেয়া যায় কিন্তু তার বেশী হলে মুশকিল। তাই আমি সবাইকে অনুরোধ করব ভালো কাজ করে নেগেটিভ কর্মা থেকে দূরে থাকুন।
হ্যাঁ ভাই আমাদের সকলের উচিত নেগেটিভ কারমা থেকে বিরত থাকা কারণ হচ্ছে এটি করলে  বা পেলে আমাদের ফোরামের অনেক প্রবলেম হবে এবং আমাদের যোগ্যতা  প্রকাশ পাবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা ফোরামের  রুলস  মেনে কাজ করুন ।

5
আমি মনে করি এই বিষয়টা নতুনদের জন্য অনেক বেশি জরুরি। তাই প্রিয় সিনিয়র ভাই ও সুনামের সাথে যারা মডারেটরের দ্বায়িত্ব পালন করছেন তাদের কাছে অনুরোধ যদি একটু নতুনদের বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম। আপনাদের সকল পরামর্শের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি।
হ্যাঁ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন আসলে নতুনদের জন্য এটি খুবই দরকারি আমি নিজেও নতুন তাই আমার কাছে বিষয়টি অনেক দরকারি যে বাউন্টি আসলে আমরা কিভাবে জানবো এবং সিনিয়র ভাইরা অনেক জ্ঞানী তারা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন ।

6
আমরা ফোরামে অনেক নতুন সদস্য এবং পুরাতন সদস্য রয়েছি। তবে সকলের অভিজ্ঞতা ও জ্ঞান কিন্তু সমান নয়। তবে যারা পুরাতন বা সিনিয়র বা বড় রাংকধারী রয়েছে তারা ক্রিপটো বিশ্ব সম্পর্কে অনেক কিছু জানেন এবং বুঝেন।  তবে আমাদের সকলের ক্রিপটো বিশ্বে স্ক্যামার হতে সতর্কতা অবলম্বন করতে হবে।

আমরা অনেকেই ভাবছি স্ক্যামার কি এবং কিভাবে স্ক্যাম করা হয়।
স্ক্যামার হলো প্রতারককারী, যারা আপনার কাছে প্রতারনা করে আপনার অর্থ লুটিয়ে নিবে। ক্রিপটো বিশ্বে অনেকেই প্রতারনার শিকার হচ্ছে।  স্ক্যামাররা সাধারনত তারা লোভ দেখিয়ে ফাদে ফেলে সকলকে। তারা বলবে আপনি এতো ডলার দিবেন আর আমরা আপনাকে ডাবল প্রফিট দিবো। আর এদের থেকে সতর্ক থাকবেন। আপনি যদি ফেসবুকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কিছু অনলাইন ইনকাম গ্রুপে অনেকে কাজ দেওয়ার বিনিময়ে অর্থ ফি হিসেবে চাই, আর আপনারা তাদের থেকে দূরে থাকবেন। কারন অনলাইনে আয় করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয়না,শুধু প্রয়োজন হয় জ্ঞান।
আমার সাথে ঘটনাটি শেয়ার করছি।
হঠাৎ একসময় আমার টেলিগ্রামে একজন নক করলো এবং সে আমাকে বললো আমার এই একচেন্জ সাইটে এতো পরিমান বিটিসি রয়েছে কিন্তু সে এটি বের করতে পারছে না। তারপর আমি কৌতুহলবশত তার একচেন্জ সাইট এর লগিইন ইনফরমেশন চাইলাম আর তিনি তা সঙে সঙে দিয়ে দিলেন। আর আমি যখন তার তথ্য অনুযায়ী লগইন করলাম আর সেই একচেন্জ সাইটের ব্যালেন্স দেখলাম তখন আমি হতভাগ হয়ে গেলাম। তার ১০হাজার ডলার এর মতো ফান্ড ছিলো সেখানে। কিন্তু দূর্ভাগ্যজনক সেখান থেকে প্রত্যাহার করা যাচ্ছিলো না। তারপর আমি সেই একচেন্জ সাইটের সাপোর্ট টিম এর সাথে কথা বললাম এবং তারা বললো যে সেখানে ডিপোজিট করতে হবে। যদি আমি সেখানে ডিপোজিট করি তারপর সেই ফান্ডটি প্রত্যাহার করতে পারবো।
 কিন্তু তখন যদি আমি সেখানে ডিপোজিট করতাম তাহলে আমি আমার অর্থ হারাতাম। কারন এটি একটি ফাদ ছিলো। সেই একচেন্জ সাইটের নাম ছিলো btchob.com।  সবাই এই একচেন্জ সাইট থেকে বিরত থাকবেন।  আর সকলে লোভ সংবরন করবেন। কারন স্ক্যামাররা লোভ দেখিয়ে ফাদে ফেলার চেষ্টা করে বেশী
অবশ্যই আমাদের সকলকে সতর্ক হয়ে কাজ করা উচিত কারণ হচ্ছে অনলাইনে এত পরিশ্রম করে টাকা ইনকাম করে সেই টাকা যদি চোর বাটপারদের হাতে চলে যায় তাহলে অনেক কষ্ট লাগাটাই স্বাভাবিক আমি মনে করি যখন আপনি টোকেন বা কয়েন ট্রান্সফার করবেন তখন ভালোভাবে দেখে বুঝে জেনে করবেন তা না হলে প্রতারকদের ফাটে বললে অনেক ধরনের সমস্যা হয় ধন্যবাদ ।

7
বিটকয়েন এর দাম কি আরও বাড়বে আপনারা যদি কেউ জানেন বলবেন কিনে রাখতে চাই যদি দাম বাড়ে
আমি যতোটুকু জানি ক্রিপ্টোকারেন্সি তে আন্দাজে বা অনুমানে কোন কিছু বলা যায় না । কিন্তু বর্তমানে বিটকয়েনের যে পরিস্থিতি তাতে আমার মনে হয় 2021 সালে বিটকয়েন বিশাল আকার ধারণ করবে এবং এখান থেকে ভালো ধরনের প্রফিট পাওয়া যাবে আপনি নিঃসন্দেহে এখানে বিনিয়োগ করতে পারেন ধন্যবাদ ।

8
বিটকয়েনটকের মত সবচেয়ে বড় ও জনপ্রিয় সাইটেও আমরা বছরের পর বছর ধরে একটা বাংলা ফোরামের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের অবহেলায় আজো ফোরাম পাইনি। সেখানে মাত্র ১টা টপিক আছে সেটাতে কমেন্টস করতে হয়। এটা আমাদের অপূর্ণতা। কিন্তু আমি এই অলটকয়েনটকে যোগদান করার পর থেকে যখন দেখলাম মাতৃভাষায় একটা ফোরাম আছে যেখানে নিজের ভাষায় লেখা যায়, মনের ভাব ব্যক্ত করা যায়-এটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। এরপর থেকে মনোস্থির করেছিলাম যে-এটাকে আমি শীর্ষে দেখতে চাই। মাতৃভাষায় কথাবলাটা যেন বন্ধ না হয়। তার জন্য সবার সাথে কাজ করে যাচ্ছি আজো। মাতৃভাষায় কথা বলতে পারার আনন্দটাই আলাদা।

আপনাদের কাছে আমার প্রশ্ন- মাতৃভাষায় বাংলা ফোরাম পেয়ে আপনাদের অনুভূতি কী?
আমি ভীষণ আনন্দিত কারণ  বাংলা ভাষায় কথা বলে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার জন্য আমি এখন পর্যন্ত এরকম কোন অনলাইন ফোরাম দেখিনি যেখানে বাংলা ভাষায় কথা বলে টাকা ইনকাম করা যায় এই ফাস্ট এই ফর্মটা দেখলাম ধন্যবাদ আপনাকে ।

9
নতুনদের / Re: KARMA কেন প্রয়োজন ?
« on: April 02, 2021, 07:44:23 AM »
আমি এই ফোরামে KARMA নিয়ে অনেক তথ্য পেয়েছি, ধন্যবাদ সুযোগ্য মডারেটর malam90 ভাইকে যিনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কিভাবে কার্মা দেব কিভাবে পজেটিভ কার্মা পাব কিভাবে  নেগেটিভ কার্মা পাব , কিন্তু আমার কাছে karma কি এটা নিয়ে একটু জানতে ইচ্ছা হয়েছে তবে আমি যতটুকু বুঝেছি  KARMA হল আপনার প্রোফাইলের একটি সাইনবোর্ড বলা যায় এবং আপনি কতটুকু গ্রহনযোগ্য তা প্রকাশ করে। এর বাইরে আশা করি অনেক গুরত্বপূর্ণ তথ্য আছে যেটি আমার জানার বাইরে তাই সিনিয়র ভাই এবং মধ্যমণি মডারেটরদের কাছে বিনীত অনুরোধ।
আপনি যে কথাটি তুলে ধরেছেন তাতে আমি অনেক কিছু বুঝতে পেরেছি তবে কারমা বিষয়টি আসলে শুধু সাইনবোর্ড হিসেবে কাজ করে না আমার মনে হয় এটি অনেক উপকারে আসে আর এটি আপনার যোগ্যতার উপর নির্ভর করে যে আপনি এই ফোরামে কতটুকু পরিশ্রম করছেন ধন্যবাদ আপনাকে মূল্যবান পোষ্ট করার জন্য ।

10
ফিউচার ট্রেড সম্পর্কে যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে বিস্তারিত আলোচনা করে যাবেন এতে করে আমাদের ফোরামের যারা ট্রেডিং সম্পর্কে ভাল বোঝে না ফিউচার টেন্স সম্পর্কে ভাল বোঝে না তারা কিন্তু বিস্তারিত জানতে পারবে এখান থেকে ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য কিন্তু  ট্রেড সম্পর্কে আমি কোন কিছু এখন পর্যন্ত জানিনা কারন  আমি এখন পর্যন্ত শুরু করেনি তবে ভবিষ্যতে করার চিন্তাভাবনা আছে সামনে কী হয় । তবে আমি যতটুকু জানি ট্রেড করতে হলে অবশ্যই অনেক ধরনের সাইট সম্পর্কে খুব ভালো জানতে হবে ।

11
ক্রমিক--একেচেঞ্জের নাম-----একচেঞ্জ স্কোর----এভারেজ লিকুইডিটি----মার্কেট সংখ্যা----কয়েন সংখ্যা
১।----- বিন্যান্স---------------------৯.৮-----------৫১৭----------------১০৩৭----------৩২৩
২।-----হাউবি গ্লোবাল---------------৯.২-----------৫১৬----------------৮৫৭-----------২৯৮
৩।----কয়েনবেজ প্রো---------------৮.৯----------৩৭৭----------------১২৯-------------৪৭
৪।-----ক্রাকেন---------------------৮.৬----------৪২৭----------------২৩৯------------৫৯
৫।-----বিটফিনেক্স------------------৮.৫----------৩৭০----------------৩০১------------১৪৫
৬।-----বিটহাম্ব---------------------৮.৩----------২২৪-----------------১৪৩------------১৩২
৭।-----বিটস্ট্যাম্প-------------------৮.২-----------২৪৪----------------৪২-------------১৩
৮।-----কুকয়েন--------------------৭.৯------------৩২৪---------------৫২৯------------২৫৪
৯।------বিটফ্লেয়ার------------------৭.৭------------১৫১---------------১৪---------------৫
১০।-----এফটিএক্স------------------৭.৭-----------২১৪----------------৩১২------------১৫৭
১১।-----বিনান্স.ইউএস--------------৭.৭------------২৫৭---------------১০৭-------------৫৪
১২।-----লিকুইড--------------------৭.৬-----------১৭১---------------১৫০--------------৭৯
১৩।----কয়েনবিনি------------------৭.৫------------১৭০--------------১৫০-------------১৫০
১৪।-----ওকেএক্স-------------------৭.৫------------৩৭৬--------------৫৫৮-----------২১৪
১৫।-----জিমিনি--------------------৭.৫------------২১২--------------৪৮---------------২৯
১৬।-----পোলোনিক্স-----------------৭.৫------------১৮৮-------------২৯১------------১৬৩
১৭।------বিট্ররেক্স-------------------৭.৪-------------২৩৮-------------৬১৯-----------৩২২
১৮।-----কয়েনচেক-----------------৭.০-------------৪৫---------------১-----------------২
১৯।------আইবিট-------------------৬.৯-------------২২৮-------------৫---------------৬
২০।------জাফ---------------------৬.৬-------------৯৬---------------১৩-------------৮


তথ্য সূত্র: কয়েনমার্কেটক্যাপ
আপনার পোস্ট থেকে এটা পরিষ্কার যে বৃষ্টি টপিক চেঞ্জ এর মধ্যে বিনান্স এক নাম্বার তবে আমার মনে হয় বিশেষ করে যারা ট্রেডিং করে তাদের জন্য বিনয় সবচাইতে ভালো হয় এবং বি নান্সি সবাই ব্যবহার করে থাকেন আর আমি নতুন হিসেবে আমি এখন পর্যন্ত কোন এক্সেল ব্যবহার করতে পারিনি তবে আমি যতটুকু শুনেছি বি নান্সি ভালো হবে ।

12
ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করতে হলে আমাদেরক অনেক গুলো বিষয়ের উপর ধারনা থাকতে হবে। আমাদেরকে অনেক স্টাডি করতে হবে। মনেরাখতে হব এটি অত্যন্ত সহজ একটি বিষয় নয়। এটি এমন নয় যে আমি বিটকয়েন বা অন্য যেকোন কয়েন কিনলাম আর রাতারাতি লাভবান হয়ে গেলাম। এটা অনেক সাধনার বিষয়, অনেক জানার বিষয় , না জেনে আমারা যদি ট্রেড করতে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্থ হব। আমরা আমাদের কষ্টার্জিত অর্থ হারিয়ে ফেলব। এখানে ট্রেড শুরু করার আগে যে বিষয়গুলো নিয়ে আমাদের স্টাডি করতে হবে সেগুলো তুলে ধরলামঃ
- ফান্ডামেন্টাল এনালাইসিস
- টেকনিক্যাল এনালাইসিস
- নিউজ এনালাইসিস
- মানি ম্যানেজম্যেন্ট
- লজ্ রিকভারি
এই বিষয় গুলো সম্পর্কে ভালো ধারণা রাখা জরুরি। এগুলো সম্পর্কে প্রপার ধারনা নিয়ে ট্রেড করলে প্রফিট করতে পারার সম্ভাবনা বেশি থাকবে।
ধন্যবাদ
এর পর ধীরে ধীরে সবগুলো বিষয় আলাদা করে বিস্তারিত আলোচনা করব।
আমি নতুন ভাই আমার ট্রেড সম্পর্কে তেমন কোন ধারণা নেই তবে আপনার পোস্টটি পড়ে ট্রেড সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আপনি যে বিষয়গুলো তুলে ধরেছেন ট্রেড করার আগে এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো জানা থাকলে  অবশ্যই ট্রেডে কোন প্রবলেম হবেনা ।

13
এই ফরমের সিনিয়র ভাই যারা আছেন তারা আমাকে দয়া করে বলবেন আমি কিসের সাথে ইথারিয়াম ট্রেড করব এবং কোনটি ইথিরিয়াম ট্রেডের জন্য উত্তম।  আমার তেমন ট্রেড সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই। তাই কেউ ট্রেড সম্পর্কে ভালো জানলে মতামত দিবেন।         
ভাই আমি নিজেও একদমি নতুন আমার এই সম্পর্কে তেমন ধারনা নেই এ বিষয়ে আপনাকে সিনিয়র ভাইদের পরামর্শ নিতে হবে অবশ্যই তারা অনেক বিজ্ঞ ট্রেড সম্পর্কে আমার কোন ধারণা নেই আজ পর্যন্ত কোন ট্রেড করতে পারিনি ।তবে এতটুকু বলতে পারি যে ইথেরিয়াম এ  বিনিয়োগ করলে অবশ্যই 2021 সালে ভাল প্রফিট পেতে পারেন ধন্যবাদ ।

14
Coinbase

Crypto.com

Bitstamp

OKCoin

Ziglu

Wirex

Bittrex

Swipe Wallet

Crosstower

Beaxy

OSL

Jump Trading

Galaxy Digital

Bitwise

Genesis Global Trading

বাইনান্স us এক্সচেঞ্জ Delisting করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত জানতে আরও নিচের লিংকে ভিজিট করুন:
https://www.coindesk.com/binance-us-says-it-will-delist-xrp-on-jan-13

আপনার মন্তব্য কি
আপনাকে অনেক ধন্যবাদ নষ্ট ম্যান ভাই  সুন্দর একটি পোষ্ট করার জন্য আপনাদের যারা আমাদের মত নতুনরা অনেক উপকৃত হচ্ছে এবং হবে আমি আসলে আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে বা বুঝতে পারলাম আমি এখন পর্যন্ত তথ্যবহুল পোস্ট করতে শিখিনি আমার যদি পোস্টে কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ ।

15
এয়ারড্রপ!! প্রথম ১০০০ জন পাবেন Genesis User NFT টোকেন। দ্রুত সাইন আপ করে রাখুন। প্রথম ১০০০ জন পাবেন টোকেন। দ্রুত করতে পারেন। সময় লিমিটেড কারণ পাটিসিপেন্টও লিমিটেড।
ওয়েবসাইটে গিয়ে সাইনআপ করুন: https://www.mogulproductions.com

এয়ারড্রপ সোর্স: irfan_pak10 এর বিটকয়েনটক এয়ারড্রপ থেকে।
আমি নতুন হিসেবে যতটুকু জানতে পেরেছি এন এফ টি টোকেন খুবই ভালো যারা এয়ার ড্রপ এর কাজ জানেন তারা অবশ্যই এখানে জয়েন হতে পারেন নিঃসন্দেহে কারণ এটি ইস্কাম হওয়ার কোন সম্ভাবনা নেই আমি নতুন হিসেবে আমি ইউটিউব এর কাছ থেকে এখন পর্যন্ত শিখতে পারেনি ধন্যবাদ মামুন ভাই আপনাকে পোস্টটি করার জন্য ।

Pages: [1] 2 3 4
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod