Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on March 22, 2019, 04:33:25 PM

Title: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Malam90 on March 22, 2019, 04:33:25 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Akash on March 26, 2019, 02:00:59 PM
আপনি খুব ভালো করে বুঝিয়ে বিস্তারিত আলোচনা করেছেন । আমি আগে এ সম্পর্কে বিস্তারিত জানতাম না। কিন্তু আপনার পোস্ট টা পড়ার পরে আমি পুরো টা ভালো ভাবে বুঝতে পারলাম । তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । যদি আমি কামরা দিতে পারতাম তাহলে এই পোস্টের জন্য দিতাম।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Malam90 on March 30, 2019, 04:32:58 PM
আপনি খুব ভালো করে বুঝিয়ে বিস্তারিত আলোচনা করেছেন । আমি আগে এ সম্পর্কে বিস্তারিত জানতাম না। কিন্তু আপনার পোস্ট টা পড়ার পরে আমি পুরো টা ভালো ভাবে বুঝতে পারলাম । তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । যদি আমি কামরা দিতে পারতাম তাহলে এই পোস্টের জন্য দিতাম।

ধন্যবাদ ভাই সুন্দর কথা বলার জন্য। সবাই আমরা বাংলা বোর্ডকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাব। নিয়মিত শিখবো, বাউন্টি করবো, নিজে আয় করবো এবং অন্যকেও সাহায্য করবো। আমাদের বোর্ডকে স্পাম মুক্ত রাখবো, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে উন্নত রাখবো। সবাই পাশে থাকবেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: ttcsalam on April 22, 2019, 02:27:22 PM
 তথ্য বহুল একটি বিষয়। খুব ভালো করে বুঝিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমি সহ যাহারা এই ফোরামে নতুন
তাহারা এই বিষয় টা পড়ে অনেক উপকৃত হইবে সে জন্য প্রতিনিয়ত এ ধরনের তথ্য ভিত্তিক পোষ্ট আশা করছি।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Malam90 on April 29, 2019, 07:07:17 PM
তথ্য বহুল একটি বিষয়। খুব ভালো করে বুঝিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমি সহ যাহারা এই ফোরামে নতুন
তাহারা এই বিষয় টা পড়ে অনেক উপকৃত হইবে সে জন্য প্রতিনিয়ত এ ধরনের তথ্য ভিত্তিক পোষ্ট আশা করছি।
জেনে ভালো লাগলো যে পোস্টটি পড়ে আপনি সিগনেচার সম্পকে জেনে সিগনেচার ক্যাম্পেইনে ইতিমধ্যে জয়েনও করেছেন। যদিও সেটা এই ফোরামে নয়। তারপরও এই ফোরাম আমাদের বাংলা বোড উপহার দেওয়ায় বাংলায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি। আপনাদের নতুনদেরও বলছি- যদি কারো কোন সমস্যা হয় বুঝতে- আমাকে পিএম দিতে পারেন ফোরামে অথবা আমার ফেসবুক ম্যাসেঞ্জারে।

Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: kulkhan on May 13, 2019, 10:54:18 PM
আমি এই ফোরামে আসার পর এত দিনে যতটুকু শিখেছি আজ আপনার এই পোস্টর মাধ্যমে তার থেকে বেশি শিখতে পেরেছি বা এর সম্পর্কে বেশি ধারণা পেয়েছি। ধন্যবাদ ভাই এত সুন্দর এবং সহজ ভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আপনার এ রকম লেখার মাধ্যমে আমরা ফোরাম সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছি।                           
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Salman Hasan on August 19, 2020, 07:58:53 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে।সিগনেচার সম্পর্কে আমার কোনো ধারনাই ছিল না। আপনার পোষ্টটি পড়ে সিগনেচার সম্পর্কে অনেক কিছু বুঝতে পারলাম শিখতে পারলাম আমি প্রমে আসার পর যতটুকু শিখেছি আজ আপনার পোষ্টের মাধ্যমে তার থেকে বেশি শিখতে পেরেছি। আপনাদের মত সিনিয়র ভাইদের অনেক ভালোবাসা রইলো। আপনাদের জন্য আমরা জুনিয়র মেম্বার গুলো শিখতে অনেক উৎসাহিত হই। আশা করি আরো ভালো রকমের পোস্ট আপনার কাছ থেকে পাব
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Fawpac2 on October 21, 2020, 05:49:31 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
গুরু আমি আগেই বলছি আপনার পোস্টগুলো আমার অনেক ভালো লাগে। এত সুন্দর করে বুঝিয়ে দেন না আমার মনে হয় যারা নিউ বাইতারাও সকলেই এ পোস্টটা পড়ে আমার মনে হয় একদম সহজ ভাবে বুঝে নিবে। থ্যাংক ইউ গুরু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: ranaprime on October 31, 2020, 04:03:11 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
অসাধারন । আপনি অনেক ভাল বুঝিয়েছে। যে কেউ পোস্ট টি পড়লে সহ্জেই বুজতে পারবে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Sumaiya2 on November 03, 2020, 11:53:51 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
অসাধারন । আপনি অনেক ভাল বুঝিয়েছে। যে কেউ পোস্ট টি পড়লে সহ্জেই বুজতে পারবে।

আপনি অনেক ভাল করে পোস্টটি বুঝিয়েছেন এবং পোষ্ট সম্পর্কে আমি সম্পূর্ণ বুঝে গেছি এ ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Blue_sea on November 03, 2020, 02:55:22 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
গুরু আমি আগেই বলছি আপনার পোস্টগুলো আমার অনেক ভালো লাগে। এত সুন্দর করে বুঝিয়ে দেন না আমার মনে হয় যারা নিউ বাইতারাও সকলেই এ পোস্টটা পড়ে আমার মনে হয় একদম সহজ ভাবে বুঝে নিবে। থ্যাংক ইউ গুরু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বলতেই হবে চমৎকার। আপনি যে ফোরামের একটি সম্পদ তা আপনার লেখা দেখলেই বোঝা যায়। আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে। আপনি অনেকদুর এগিয়ে যাবেন। আপনা কে ধন্যবাদ দেব না। আপনার ক্রিয়েটিভ রাইটিং এর জন্য একটি প্লাস কারমা রইল।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Btceth01 on November 07, 2020, 04:29:27 AM
আসলে ভাই আপনার মত যদি এভাবে সকলেই বুঝিয়ে দিয়ে ইনফর্মেশন দেয় তাহলে আমি মনে করি যারা নতুন আছে তাদের এই ফোরামে কাজ করতে কোন অসুবিধা হবে না। তারা খুব সহজেই কাজ করে যেতে পারবে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: babu10 on November 07, 2020, 05:43:26 AM
অসাধারন একটা পোস্ট করলেন ভাই। সিগনেচার সম্পর্কে অনেকেই ভালো ধারনা নাই যেটা আপনার এই পোষ্ট থেকে সহজেউ বুঝবে এখন থেকে। এসলেই সিগনেচার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারন কেউ যথন একটা সিগনেচার লাগায় তখন তার সব পোস্টেই এটা সো করে যার ফলে সহজেই ওই ক্যাম্পেইন সম্পর্কে প্রচারনা পায় তবে ভুলভাবে লাগালে যেটা কোন কাজে আসেনা।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Goblin on November 07, 2020, 06:02:37 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্যবহুল পোষ্ট করার জন্য। অসাধারন একটি পোস্ট করছেন। যাদের সিগনেচার সম্পর্কে ধারনা নেই তারা আপনার পোষ্টটি পড়ে উপকৃত হবে। সহজেই বুঝা যাবে কিভাবে সিগনেচার করতে হয় ও সিগনেচার জিনিসটা কি?
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Crypto_Somrat on November 08, 2020, 12:06:41 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে আমার সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিলনা। আপনার পোস্ট থেকে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারলাম। এই জগতে নতুন। বাউন্টি তেমন একটা করা হয়নি, আমি আসলে এ ব্যাপারে জানার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। বরাবরই আপনার পোষ্ট থেকে কিছু না কিছু শিখতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Papusha20 on November 08, 2020, 04:52:20 PM
আসলে ভাই যে প্রজেক্টে কাজ করি না কেন লাস্টে গিয়ে পেমেন্ট দিতে চায় না কিন্তু বর্তমানে কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো ভালো কিন্তু অনন্য বেশিরভাগই প্রজেক্টে পেমেন্ট দিতে চায় না যার কারণে আমাদের কাজ করতে ভালো লাগেনা।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Primo1760 on November 16, 2020, 06:58:56 AM
আসলে সিগনেচার কেন করা হয় এ বিষয়ে আমার মোটামুটি একটা ধারণা ছিল। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম পুরোপুরি। এটা বুঝতে পারলাম তাদের মারকেটিং বাড়ানোর জন্য তারা সিগনেচার ক্যাম্পেইন প্রদান করে থাকে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Heron on November 16, 2020, 07:58:20 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আসলে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমাদের মত নতুনদের মনে অনেক বিষয়ই অজানা থাকে। সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে জানার খুব আগ্রহ ছিল। আপনি একটি শিক্ষামুলক পোস্ট শেয়ার করেছেন। আপনার পোষ্ট থেকে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে মোটামুটি ভাল ধারনা পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: AGM on November 16, 2020, 10:24:53 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
আমাদের নতুনদের সিগনেচার সম্পর্কে কোন ধারনাই নেই আপনার এই গুরুত্বপূর্ণ পুষ্টি থেকে আমরা নতুননা অনেক কিছুই শিখতে পারলাম। যা আমাদের জন্য সিগনেচার করার সময় অনেক সাহায্য করবে। ধন্যবাদ ভাইয়া আপনার এই গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়ার জন্য।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Heron on November 16, 2020, 03:48:12 PM
তথ্য বহুল একটি বিষয়। খুব ভালো করে বুঝিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমি সহ যাহারা এই ফোরামে নতুন
তাহারা এই বিষয় টা পড়ে অনেক উপকৃত হইবে সে জন্য প্রতিনিয়ত এ ধরনের তথ্য ভিত্তিক পোষ্ট আশা করছি।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন, উনি বরাবরই তথ্যবহুল পোস্ট করেন এবারও করেছেন। সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে উনি অনেক ভালো ধারণা দিয়েছেন যেটা আমাদের মত জুনিয়রদের জন্য অনেক প্রয়োজনীয়। উনার পোস্ট থেকে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে মোটামুটি ভাল ধারনা পেলাম।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Power420 on November 17, 2020, 02:17:37 PM
আপনি খুবই ভালো করে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে বুঝিয়েছেন আপনার পোস্ট কে আমি সমর্থন করি আপনার পোষ্ট গুলি অনেক ভাল হয়। এ ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখান থেকে নতুন ইউজার রা কিছু শিখতে পারবে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Rain075 on November 17, 2020, 02:52:19 PM
আমরা অনেকেই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে চাই কিন্তু অনেকই কিছু কিছু নিয়ম হয়তো জানেন না। তাই তাদের অনুরোধ করব এই সমস্ত পোস্ট ভালো করে পড়ে যেন সিগনেচার ক্যাম্পেইনে এ কাজ করে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Laxmi Sharma on November 18, 2020, 06:39:16 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনি সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে অনেক ভালো ধারণা দিয়েছেন। আপনার পোস্ট থেকে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে মোটামুটি ভাল ধারনা পেলাম।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Cristiano on November 23, 2020, 09:53:30 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
অনেক ধন্যবাদ আপনাকে সিগনেচার সম্পর্কে এত সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য। খুবই সুন্দর ভাবিরে আপনি বুঝে বলেছেন। জুনিয়র মেম্বারদের বুঝতে কোন অসুবিধা হবে না।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Halkpro on November 26, 2020, 12:46:09 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
আপনার পোস্টটা অনেক ভালো লাগছে ভাই।  অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন সিগনেচার এর বিষয়ে। অনেক অনেক ধন্যবাদ।  আমি আগে থেকেই সিগনেচার এর বিষয়ে জানতাম কিন্তু আপনার পোস্টটা পড়ে আরও ভালো করে বুজতে পারলাম।           
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Alt20 on November 28, 2020, 02:44:56 PM
আমি মনে করি এটি একটি পূর্ণাঙ্গ গাইড সিগনেচার বিষয় জানতে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: warhero on November 29, 2020, 02:32:49 AM
আপনার পোস্টটি পড়ে খুব সহজে সিগনেচার সম্পর্কে ধারণা আর এর কার্যপ্রণালী সম্পর্কে পুরোপুরি বুঝতে পেরেছি। আপনার তথ্যগুলো খুবই মূল্যবান এবং প্রয়োজনীয়।যারা নতুন সিগনেচার সম্পর্কে কিছুই জানেনা তারা আপনার পোস্টগুলো পড়ে সিগনেচার সম্পর্কে অবগত হতে পারবে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Olezka on November 29, 2020, 07:42:43 PM
সিগনেচার বুঝি না। তাই এই বিষয়য়ে মাথা নস্ট করার ইচ্ছা আপতত নেই।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Ricky on November 30, 2020, 05:27:32 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
ধন্যবাদ ভাই। সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমার কোন ধারণা নাই। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম। সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। অনেক ভাল একটা পোস্ট করছেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Nusrat on November 30, 2020, 05:35:22 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
অসাধারন । আপনি অনেক ভাল বুঝিয়েছে। যে কেউ পোস্ট টি পড়লে সহ্জেই বুজতে পারবে।
হ্যাঁ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান পোষ্টের কারনে আমি অনেক উপকৃত আমি এখান থেকে কিছু না জানা তথ্য ভালোভাবে জানতে পারলাম । আমরা যারা জুনিয়র আছি তারা আপনাদের কাছে অনেক আশাবাদী যে আপনারা এরকম পোস্ট করলে আমাদের জন্য খুবই উপকৃত আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Token@ on December 01, 2020, 10:20:19 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
অনেক ধন্যবাদ আপনাকে সিগনেচার  ক্যাম্পিয়ান নিয়ে এত সুন্দর একটি তথ্যবহুল পোষ্ট করার জন্য। আমরা অনেকে হয়তো সিগনেচার ক্যামব্রিয়ান নিয়ে জানিনা। আপনার পোস্টটি থেকে আমরা জানতে পারব।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Expert on December 17, 2020, 03:52:49 AM
এই ফোরামে বর্তমানে খুব একটা বেশি সিগনেচার প্রচারণা নেই। বিটকয়েন্টক অনেক বেশি সিগনেচার প্রচারণা রয়েছে। ফলে সেখান থেকে লাভবান হওয়া সম্ভব। তবে ভবিষ্যতে এই প্রান্তে জনপ্রিয় হবে। তখন অনেক দেশি সিগনেচার প্রচারণা আসবে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Princeraju on December 18, 2020, 04:04:11 AM
পুরনো পোস্ট। বর্তমানে ফোরাম ও বাউন্টি এর নিয়ম গুলো ও বায়ু পরিবর্তন করেছে। সিগনেচার ক্যাম্পেইনে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে বেশিরভাগ ক্যাম্পেইনে জুনিয়র সদস্যের কোন অ্যাকাউন্ট দিয়ে জয়েন করা সম্ভব হয় না।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: bmr on December 18, 2020, 06:26:34 AM
পুরনো পোস্ট। বর্তমানে ফোরাম ও বাউন্টি এর নিয়ম গুলো ও বায়ু পরিবর্তন করেছে। সিগনেচার ক্যাম্পেইনে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে বেশিরভাগ ক্যাম্পেইনে জুনিয়র সদস্যের কোন অ্যাকাউন্ট দিয়ে জয়েন করা সম্ভব হয় না।
আপনি ঠিক বলেছেন বর্তমানে জুনিয়র মেম্বার হযে কোন ক্যাম্পেইন এ এড হওয়া যায় না। খুব রেয়ার কিছু ক্যাম্পেইন আছে যেখানে সিগনেচার এ এড হওয়া যায়। আমার মনে হয় প্রত্যেকটি র‌্যাংক এ সিগনেচার দেওয়া উচিত।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Msweet on December 22, 2020, 03:19:52 AM
আমি কিছুদিন হলো ছিকনিছার ক্যাম্পেইনে কাজ করছি। মোটামুটি একটা ধারণা নিয়ে ক্যাম্পেইনে কাজ করতে শুরু করেছি। মালাম ভাই আপনার পোস্ট গুলো আমি রীতিমত ই পড়ে থাকি। আপনার পোষ্টগুলো অনেক হেল্প ফুল হয়ে থাকে। আমি দেখেছি আপনি একজন একটিভ মডারেটর। আশা করি সামনে আপনার হেল্প ফুল টিপসগুলো পাব ধন্যবাদ আপনাকে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Mr.Eit on December 22, 2020, 07:30:09 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।

আমি এই ফোরামে তেমন কিছু জানি না কিন্তু এখন আপনার মাধ্যমে জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ নতুন দের সিগনেচারের ধারণা দেওয়ার জন্য।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Mr.Eit on December 22, 2020, 12:24:55 PM
আমি এই ফোরামে নতুন। কিন্তু আমি এই ফোরামে সিগনেচার ক্যাম্পেইন করতে খুব আগ্রহী। আশা করি সিনিয়র ভাই রা আমাকে সিগনেচার ক্যাম্পেইন করার জন্য সাহায্য করবেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: LeziT on December 25, 2020, 02:03:43 PM
অনেক নতুন মেম্বার আছে যারা সিগনেচার ক্যাম্পিয়ান সম্পর্কে ভালোভাবে জানে না।আপনার এই পোস্টটি পড়ে সিগনেচার সম্পর্কে ভালো ধারণা পাবে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Clearman on December 25, 2020, 05:55:52 PM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে আপনি সব ধরনের কথাই বলেছেন আমরা আর নতুন করে কি বলব।এ ধরনের পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আরও নতুন কোন তথ্য থাকলে প্লিজ আমাদের জানাবেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Mr.Eit on December 26, 2020, 07:08:32 AM
আমি এই ফোরামে সিগনেচার ক্যাম্পেইন করতে খুব আগ্রহী। আশা করি সিনিয়র ভাই রা এই বিষয় সম্পর্কে জানতে সাহায্য করবেন। সিগনেচার ক্যাম্পেইন করতে হলে কি কি বিষয় সম্পর্কে জানতে হবে আশা করি সিনিয়র ভাই রা তাদের অভিজ্ঞতা থেকে আমারদের জানাবেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Mr.Eit on January 02, 2021, 09:43:21 AM
এই ফোরামের সিগনেচার ক্যাম্পেইন করতে আমি খুব আগ্রহী। আশা করি সিনিয়র ভাই দের সাহায্য তে আমি এই ফোরামে সিগনেচার ক্যাম্পেইন করতে পারবো।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Dark Knight on January 05, 2021, 02:11:24 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
আপনি অনেক বিস্তারিত আলোচনা করেছেন সিগনেচার নিয়ে যারা সিগনেচার সম্পর্কে বোঝেনা তারা আপনার এই লেখাটি পড়ে অনেক কিছু জানতে ও শিখতে পারবে বিশেষ করে যারা ফোরামে নতুন তারা বেশি লাভজনক হবে ধন্যবাদ আপনাকে
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Crypto Banglu on January 06, 2021, 07:03:47 PM
ধন্যবাদ ভাই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি এই ফোরামে নতুন সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিল না। কিন্তু সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে জানার খুব আগ্রহ ছিল। ধন্যবাদ আপনার পোস্ট থেকে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারলাম।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Sharpmax on January 09, 2021, 04:11:25 AM
হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ ব্রাদার।আমরা সকলেই যারা সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে ভালো জানিনা কিভাবে কাজ করতে হয় কিভাবে প্রোফাইল লিংক বসাতে হয় এবং কিভাবে ফটো এডিটর বসাতে হয় আমরা ভালো করে জানি না তবে আপনার এই পোস্টটা থেকে সকলেই অনেক কিছু শিখতে পেরেছি এবং কাজ করতে সক্ষম হবে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: mahid on January 09, 2021, 09:11:39 AM
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে আপনি ভাল বলেছেন। সিগনেচারের নিয়ম অনুযায়ী যে কোন পার্টিসিপেন্ট কে এপলাই করতে হবে। তারপর যদি প্রজেক্ট ম্যানেজার যদি আপনাকে একসেপ করে তাহলে আপনি এখান কাজ করতে পারবেন। তবে সব রুলস মেনে কাজ করলে অবশ্যই আপনি একসেপটেড হবেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: XM8 on January 11, 2021, 06:04:24 PM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে এত সুন্দর ভাবে আমাদের ধারণা দেওয়ার জন্য।আপনি একদম ঠিক কথা বলেছেন সিগনেচার ক্যাম্পেইন হল কোন প্রজেক্ট এর সবচেয়ে বড় প্রচারণার প্ল্যাটফর্ম। আপনি সব সময় শিক্ষনীয় পোস্ট করে থাকেন। প্রতিনিয়তঃ আপনার পোস্টগুলো পড়ে আমি নতুন কিছু শিখতে পারি। আশা করি সব সময় এভাবেই কনস্ট্রাক্টিভ এবং শিক্ষনীয় পোস্ট করবেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: babu10 on January 11, 2021, 06:27:02 PM
সত্যিই খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন সবার জন্য আশাকরি সবার অনেক উপকারে আসবে সবার। তবে সিগনেচার করতে গিয়ে অনেকে কিছু ভুল করে থাকে যেমন-পোষ্ট কাউন্টিংটা ঠিকমত দিতে পারেনা, বেশীরভাগ সিগনেচারে একটা টেক্স থাকে ওইটা লাগায়না। রেজিস্ট্রেশান পোষ্টটা কখনোই কাউন্ট করে সিগনেচার ফরম এ মোট নাম্বার লিখতে যাবেননা তাবে আপনাকে ম্যানেজার গ্রহণ করবেনা। তাই এই বিষয়ে সতর্ক থাকাটা উচিত বিশেষকরে নতুনরা।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Tamsialu$$ on January 12, 2021, 12:29:02 AM
সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে অসাধারণ পোস্ট দিয়েছেন। মূলত আমরা জানি কোন কয়েন কে বাজারে নিয়ে আসে সেটাকে পরিচিত করার জন্য বাউন্টি বা আরব ছাড়া হয়।এবং মাঝে মাঝে কিছু সিগনেচার ক্যাম্পের নিয়ে আসে আর বিশ্বাস করে সিগনেচার ক্যাম্পেইনের মাধ্যমে এবং এয়ার্ড্রপ, বাউন্টি ছাড়া হয়।তারপর সিগনেচার এর মাধ্যমে সেটা সব জায়গায় প্রচারণা হয়ে থাকে সবার মাঝে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Micky on January 14, 2021, 09:23:20 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
খুবই কনস্ট্রাক্টিভ পোস্ট তৈরী করেছেন।এটি নতুনদের জন্য খুবই শিক্ষণীয় একটি পোস্ট। নতুনরা জানে না কিভাবে সিগনেচার ক্যাম্পিয়ন করতে হয়। আপনার পোস্টটি পড়ার পর অবশ্যই তারা জানতে পারবে সিগনেচার কিভাবে করতে হয়।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: MD Imran Khan on January 16, 2021, 10:01:36 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
ধন্যবাদ ভাই আপনাকে এই মূল্যবান পোস্ট করার জন্য আমি এই ফোরামে নতুন আপনার এই পোস্টটি পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম আশা করি ফোরামের সকল সিনিয়র ভাইয়েরা যদি এরকম হেল্প পোস্ট করে তাহলে আমাদের মত নতুনরা অনেক কিছু জানতে পারবে এবং ভালো মানের পোস্ট করতেপারবে কারন আপনি একটা গুরুত্বপূর্ণ পোস্ট করছেন আমি মনে কারি নতুনরা যদি এরকম পোস্ট গুলো ভালো করে পরেন এতে আমাদের ফোরামের সকল নতুন ইউজার অনেক কিছু জানতে পারবে এবং ফোরামের  অনেক উন্নতি  হবে তাই আমরা সকলেই সিনিয়রদের পোস্ট গুলো ভালো ভাবে পড়বো
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Zero0 on January 18, 2021, 03:36:27 PM
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সিগনেচার ক্যাম্পেইন নিয়ে এত সুন্দর একটা টপিক তৈরি করার জন্য। আসলে সিগনেচার ক্যাম্পেইন নিয়ে জানার খুব আগ্রহ ছিল আমার। আপনি খুব সুন্দর ভাবে সিগনেচার ক্যাম্পেইন নিয়ে আলোচনা করেছেন। আশা করছি সবাই আপনার পোষ্ট থেকে কিছু না কিছু উপকৃত হবেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Criminal on January 21, 2021, 08:01:28 PM
কত অ্যাক্টিভিটি বা পোস্ট হলে বা কোন র্যাঙ্ক হলে আমি সিগনেচার ক্যাম্পেইনের জয়েন হয়ে কাজ করতে পারব। যদি এ বিষয়ে বিস্তারিত বলতেন তাহলে সিগনেচার সম্পর্কে যাবতীয় কনফিউজিং দূর হতো বলে আমি মনে করি। কারণ সিগনেচার সম্পর্কে আমার খুব একটা ভাল ধারণা নেই। আশা করছি এ বিষয়ে অবশ্যই আপনি আলোচনা করবেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: NANCY on January 22, 2021, 08:13:37 AM
সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমার কোন ধারণা ছিল না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেকটাই উপকৃত হয়েছি। ধন্যবাদ ভাই আপনাকে এই টপিকটি তৈরি করার জন্যআপনি খুব সুন্দর ভাবে সিগনেচার ক্যাম্পিয়ান সম্পর্কে ধারণা দিয়েছেন আশা করি সবাই এটি থেকে অনেকটা উপকৃত হবে
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Michael 173 on January 22, 2021, 03:26:43 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।

একটি পোস্টের ভিতরে এতে সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।  যদি দয়া করে বলবেন ( যে ১০টি পোস্ট দিতে হবে)  সেটি কোথায় দিব এবং কোন বিষয়ের উপর দিতে হবে
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Malam90 on January 22, 2021, 03:52:20 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।

একটি পোস্টের ভিতরে এতে সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।  যদি দয়া করে বলবেন ( যে ১০টি পোস্ট দিতে হবে)  সেটি কোথায় দিব এবং কোন বিষয়ের উপর দিতে হবে


প্রথমত বলবো আগে অন্তত মেম্বার র‌্যাংক অর্জন করে তারপর সিগনেচারে জয়েন করা নিয়ে ভাবা ভালো। এখন নতুন অবস্থায় সবকিছু মাথায় কাজ করবে না একদিনে। তারপরও বলছি- সিগনেচারের রুলসে যা বলা থাকবে সে অনুযায়ী পোস্ট করতে হবে। ফোরামের যে যে সেকশনে পোস্ট করতে নিষেধ করা হবে সেটা ছাড়া বাকি যেখাবে পোস্ট করবেন তা কাউন্ট হবে। আর কমেন্ট করবেন যে পোস্টে সেই পোস্টের আলোকে হতে হবে যেমন আপনি এই পোস্টের অধিনে কমেন্ট করেছেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: SobujAkash#8 on January 29, 2021, 10:14:33 AM
সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Mr.Eit on January 29, 2021, 11:03:00 PM
এই ফোরামে আমি নতুন তাই এই ফোরামে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে তেমন একটা ধারণা ছিলো না। কিন্তু সিনিয়র ভাই দের পোস্টে মাধ্যমে জানতে পারলাম যে সিগনেচার ক্যাম্পেইন কিভাবে করতে হবে এবং সিগনেচার ক্যাম্পেইন করতে হলে কি কি করতে হবে যা সিনিয়র ভাই রা তাদের অভিজ্ঞতা থেকে আমাদের নতুন দের পোস্টের মাধ্যমে জানতে সাহায্য করেছেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Mr.Eit on January 30, 2021, 12:08:33 AM
আমি এই ফোরামে নতুন হওয়ায় সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে জানতাম না। কিন্তু ভাই মালাম ভাই এর সেই সুন্দর পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে কিভাবে সিগনেচার ক্যাম্পেইন করবো বা কি ভাবে সিগনেচার ক্যাম্পেইন করা যায়। ভাই আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা পোস্ট করে আমাদের নতুন দের সাহায্য করার জন্য।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: LazY on February 01, 2021, 08:03:09 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
সিগনেচার ক্যাম্পিয়ান এ কি আমি জয়েন করতে পারব। সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করতে কি মেম্বার লাগে। কোন রেংকে পেলে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করতে পারব।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Malam90 on February 01, 2021, 10:13:16 AM
এটা নির্ভর করে প্রজেক্টের নিয়ম অনুযায়ী। সেখানে যদি জেআর মেম্বার নেওয়ার কথা বলা থাকে তাহলে হবে। তবে মেম্বার হয়েও জয়েন করতে পারেন। র‌্যাংক যতবেশি হবে, স্টেকসও ততবেশি পাবেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: LazY on February 01, 2021, 10:26:50 AM
এটা নির্ভর করে প্রজেক্টের নিয়ম অনুযায়ী। সেখানে যদি জেআর মেম্বার নেওয়ার কথা বলা থাকে তাহলে হবে। তবে মেম্বার হয়েও জয়েন করতে পারেন। র‌্যাংক যতবেশি হবে, স্টেকসও ততবেশি পাবেন।
ধন্যবাদ ভাই আপনাকে। আপনি ফোরামের একজন সিনিয়র ভাই এবং মডারেটর। আপনি সবাইকে সব রকমের উপকার করেন। আপনার জন্য শুভকামনা রইল।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: SMACK on February 01, 2021, 03:07:23 PM
আপনি খুব সুন্দর একটি টপিক তৈরি করেছেন যে টপিকের কারণে আমাদের মত যারা নতুন সদস্য রয়েছে তাদের অনেকটাই উপকৃত হবে। সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমার কোন ধারণা ছিল না আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেকটাই ধারণা পেয়েছি।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Password on February 01, 2021, 03:11:30 PM
 আপনার এই মূল্যবান পোষ্ট পড়ে আমাদের মত নতুন ইউজার রা অনেক কিছু শিখতে পারবে। আমার এই বিষয়ে কোন জ্ঞান ছিল না কিন্তু আপনার এই পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারছি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের মাঝে এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: babu10 on February 01, 2021, 03:56:27 PM
কত অ্যাক্টিভিটি বা পোস্ট হলে বা কোন র্যাঙ্ক হলে আমি সিগনেচার ক্যাম্পেইনের জয়েন হয়ে কাজ করতে পারব। যদি এ বিষয়ে বিস্তারিত বলতেন তাহলে সিগনেচার সম্পর্কে যাবতীয় কনফিউজিং দূর হতো বলে আমি মনে করি। কারণ সিগনেচার সম্পর্কে আমার খুব একটা ভাল ধারণা নেই। আশা করছি এ বিষয়ে অবশ্যই আপনি আলোচনা করবেন।

সিগনেচার ক্যাম্পেইন এ অংশগ্রহণ করার জন্য অন্তত মেস্বার র‌্যাংক বহন করতে হয় এর নীচে হলে বেশীরভাগ ক্যাম্পেই এ নেয়না তবে এটা অনেকটা ক্যাম্পেইন ম্যানাজারের উপর নির্ভর করে। তারা যদি চায় তবে নিউবি ও নিতে পারে আবার বেশী র‌্যাংকধারীও নিতে পারে। তবে র‌্যাংক বেশী হলে বেশী স্টেকস পাওয়া যায়।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: ExtraPoint on February 02, 2021, 08:02:54 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সিগনেচার ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আসলে আমি নতুন ইউজার তাই এ সম্পর্কে জানতাম না। কিন্তু আপনার দেওয়া পোস্ট পড়ে আমাদের মত নতুন ইউজার রা শিখতে পারবে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Zixr on February 02, 2021, 05:22:14 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
সিগনেচার কি সবাই করতে পারবে। আমি বর্তমানে ইনকাম করতে চাই। আমি কি তাহলে সিগনেচার করতে পারব।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: SMACK on February 06, 2021, 09:28:43 AM
অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন আপনি সিগনেচার ক্যাম্পিয়ান সম্পর্কে আমি তেমন টা জানতাম না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্ট থেকে অনেকটাই সাকসেস হতে পারছি আশা করি যদি কোনো সিনিয়র ভাই থাকেন আমাদের হেল্প করবেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Password on February 06, 2021, 10:21:07 AM
সিগনেচার সম্পর্কে আমার এতটা ধারণা নেই যে কিভাবে সিগনেচার করতে হয়। ফোরামের সিনিয়র ভাইদের পোস্ট লক্ষ্য করে দেখতে পেলাম যে সবাই সিগনেচার করতে পারব। আমি ফোরামে নতুন ইউজার আমি কি সিগনেচার করতে পারব সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি ফোরামের সিনিয়র ভাইরা আমাদের জানাবেন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Malam90 on February 06, 2021, 12:58:33 PM
সিগনেচার কি, সিগনেচার কিভাবে করতে হবে-এসব বিষয় নিয়ে নতুন ভাইদের অনেক প্রশ্ন থাকে। তাদের সুবিধার্থে টপিকটা স্টিকি (টপে সেট) করে দিলাম যাতে সবাই উপকৃত হন।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Tepona on February 08, 2021, 12:28:55 PM
ধন্যবাদ। আগে থেকেই জানি, তবে নতুন করে গোছানো পোস্ট পড়ার পরে আরো ভালো লাগলো। কারমা দেওয়ার মতো এবিলিটি থাকলে কারমা দিতাম। কারমা দেওয়ার মতো rank নেই।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Milon626 on March 01, 2021, 05:50:55 PM
আমি ফোরামে নতুন হিসেবে যে টুকু বুঝেছি তাতে আমার মনে হয় বিভিন্ন প্রজেক্টের ১৫%-২৫% এমাউন্ট  দেওয়া হয় সিগনেচারে। সত্যিই বাউন্টির ক্ষেত্রে সিগনেচার একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। তাই আমদের র‍্যাংক অনুযায়ী সিগনেচারে জয়েন হওয়া উচিৎ। সত্যিকার অর্থে    এই প্লাটফর্মে   অন্যান্য প্লাটফর্মের থেকে বেশি প্রচারণা হয়ে থাকে বলে আমার মনে হয়।               
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Malam90 on March 02, 2021, 03:01:13 AM
Zixr আপনি ইতিমধ্যেই সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করে কাজ করতেছেন। তাই মনে করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।

ধন্যবাদ। আগে থেকেই জানি, তবে নতুন করে গোছানো পোস্ট পড়ার পরে আরো ভালো লাগলো। কারমা দেওয়ার মতো এবিলিটি থাকলে কারমা দিতাম। কারমা দেওয়ার মতো rank নেই।

কাজ করতে থাকুন। সময় হলে কারমা দিতে পারবেন। আক্ষেপ করার কারণ নেই। আমার পোস্ট যদি আপনাদের উপকারে আসে তাহলে ভবিষ্যতে যার ভালো লাগে কারমা দিবে। কারমা নিয়ে মাথা ব্যথা নেই। ফোরামে ভালো কাজ করলে, ডিটি মেম্বারের দায়িত্ব ঠিক মত পালন করতে পারলে আইডিতে কারমার অভাব হবেনা।  :)
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Tubelight on March 04, 2021, 02:21:02 PM
 ভাই আপনার কাছে অনুরোধ আপনি যেখানে সিগনেচার সম্পর্কে আলোচনা করেছেন এই সিগনেচার ক্যাম্পেইন কি। আমি কি সিগনেচার ক্যাম্পেইন করতে পারব।যদি আমি সিগনেচার করতে পারি তাহলে কিভাবে সিগনেচার করবো যদি এ বিষয়ে বিস্তারিত ভাবে বলতেন। তাহলে আমি সিগনেচার করতে পারতাম।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: raisajahan on March 06, 2021, 07:49:08 AM
সিগনেচার ক্যাম্পেইন এর বিষয়ে আমার কিছু অস্পষ্ট ধারনা ছিল কিন্তু আপনার এই টপিক এর আলোচনা থেকে আমার ধারনা স্পষ্ট হল। ধন্যবাদ আপনাকে এ ভাবে সুন্দর সুন্দর টপিক এবং আলোচনা যাতে ভবিষ্যতে আরও করতে পারেন সেই দোওয়া করি।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Rockalo on March 20, 2021, 07:32:30 AM
সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না। আপনার পোষ্ট থেকে ও বিটকয়েন্টক থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Farhana on March 22, 2021, 01:04:05 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।

অনেক বিস্তারিতভাবে উপস্থাপিত,  ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় মডারেটর আপনার প্রতিটা পোস্ট যতই পড়ি ততই নতুন কিছু শিখি আপনি সত্যিই অসাধারণ ও অসাধারণ আপনার উপস্থাপন ক্ষমতা, অনেকে পোস্ট করেন কিন্তু পোস্টটি ক্লিয়ার বুঝাতে সক্ষম হয়না কিছুটা গ্যাপ থেকে যায়। আমি এই পোস্ট থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে কোন প্রজেক্টে সিগ্নেচার ই হচ্ছে অতি গুরুত্বপূর্ণ এবং অধিক ইনকামের জন্য এই সিগনেচার ই সেরা। সিগনেচার ই কোন প্রজেক্ট কে খুব বেশি প্রচার করে তার লোগো ধারন করার মাধম্যে প্রজেক্ট সম্পর্কে পোস্ট করার মাধ্যমে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: HeartBit143 on March 23, 2021, 02:51:44 AM
আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন যে সিগনেচার ক্যাম্পেইন কি।  আসলে যারা ফোরামে নতুন হিসেবে আসে তারা প্রথমত বুঝতে পারে না যে সিগনেচার কিভাবে করে আর এটি মুলত কি।  কিন্তু আপনার পোস্টটি পড়ার পরে আমার মনে হয় না যে কারও সিগনেচার নিয়ে মনে কোন সংসয় থাকতে পারে।                             
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: rashedul426 on March 24, 2021, 03:24:26 AM
ধন্যবাদ ভাই আপনাকে। আসলে নতুনদের অনেক কিছুই না জানা থাকে। আপনারা যদি এমন সহজভাবে বুঝিয়ে দেন তাহলে নতুনরা দ্রুত অগ্রসর হতে পারবে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Centus on March 24, 2021, 05:33:49 AM
ধন্যবাদ। সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে গঠনমুলক বক্তব্য। ইউজারদের উপকারে আসে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Farhana on April 04, 2021, 06:00:45 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
অনবদ্য উপস্থাপনা, সিগনেচার ক্যাম্পেইন নিয়ে একটা ধারনা ইতিমধ্যে পেয়েছি তবুও আপনার বিস্তারিত আলোচনা থেকে অনেক ভালভাবে বিষয়টি আরো পরিষ্কার হয়ে গেলো। তবে যেটি বুঝলাম এখানে র‍্যাংকটি খুবিই জরুরি, কারন র‍্যাংকের উপরে সিগনেচারের ইনকাম নির্ভর করে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Centus on April 08, 2021, 07:43:30 AM
ধন্যবাদ ভাই। বিস্তারিত বলার জন্য। অনেকেই না বুঝে না শুনে টপিক তৈরি করে। আমি মনে করি টপিক তৈরি করার আগে আপনার পিন  পোস্টগুলো এবং আপনার পোস্ট গুলো ভালোভাবে পড়া উচিত। তাহলে একজন ইউজার ভালোভাবে বুঝতে পারবে যদি সিনিয়রদের ফলো করে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Riddi on April 08, 2021, 09:41:38 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা যারা এলার্ট করেন ফোরামে কাজ করে থাকি। বেশিরভাগ ইউজার সর্বনিম্ন মেম্বার আইডি থেকে শুরু করে সিনিয়র মেম্বাররা সিগনেচার ক্যাম্পাসগুলোতে কাজ করে থাকি। কিন্তু এই সিগনেচার ক্যাম্পাইন কি হয় বা এই সিগনেচার করে কোম্পানির কি লাভ এই বিষয়ে আমরা অনেকেই জানি না। এই সিগনেচার বিষয়টি আসলে কি সিগনেচার করে সেই কোম্পানির কি লাভ এই বিষয়ে আপনার পোস্টটি পড়ে সিগনেচার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পেরে অনেক ভালোলাগলো। Malam90 ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Jokar on April 11, 2021, 03:08:49 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার মন্তব্যটি প্রকাশ করার জন্য। আমি আপনার পোস্টটি পড়ে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখান থেকে আমি অনেক জ্ঞান অর্জন করেছি। সিগনেচার ক্যাম্বেল সম্পর্কে আমার কোন ধারণা ছিল না । আপনার পোষ্টটি পড়ে আমি ধারণা পেয়েছি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Danilo Malaggay on April 12, 2021, 01:51:27 PM
ভাই আপনার পোষ্টগুলো যতই পড়ি ততই ভালো লাগে আমার কাছে আপনার করা পোষ্ট গুলো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Goldlife on April 20, 2021, 10:25:28 AM
অসাধারন একটি পোস্ট ।
মালাম যতগুলো পোস্ট পড়েছি আমি সব গুলো ভাল লেগেছে।
তার থেকে সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই এই পোস্টটি এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তা বলাবাহুল্য খুব খুব সুন্দর হয়েছে এবং বিস্তারিত এখান থেকে ধারণা পেলাম যতটুকু জেনেছিলাম কিন্তু কিছু কমতি থেকে গিয়েছিলো কিন্তু এই পোস্টটি পরিপূর্ণ ধারণা পেলাম এরকম আরো পোস্ট আমাদের জন্য করবেন এবং এরকম ভাবে আমাদের এই বাংলা ফোরাম কে আগলে রাখবেন আপনি এই প্রত্যাশা করছি সকলের পক্ষ থেকে
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: SALMA000 on April 29, 2021, 08:22:59 AM
আপনের কথা গুলো অনেক ভাল ভাই আপনে সব পোস্ট গুলোতে বুঝিয়ে বুঝিয়ে বলেন এতে সবার বুঝতে অনেক সুবিধা  হয়। আর বিশেষ করে নতুন দের বুঝতে আর ও বেশি সুবিধা হয়। ধন্যবাদ ভাই
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: RSRS on May 16, 2021, 06:05:04 AM
আপনার এমন মূল্যবান পোষ্ট পড়ে সিগনেচার সম্বন্ধে অনেক ধারণা আপ করতে পারলাম। অনেক কিছুই শিখতে পারলাম এই বিষয়ে। আপনি অনেক সহজ ভাষায় সহজভাবে অনেক কিছুই বুঝিয়ে দিলেন। আমাদের নতুনদের জন্য অনেক কিছুই জানা হয় আপনাদের এমন গুরুত্বপূর্ণ পোস্ট পড়ে।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: md antor hasan on June 01, 2021, 03:14:49 PM
আপনার পোষ্ট গুলো পড়ার পর কাজ গুলো সহজেই বুঝে যাই।ইতিমধ্যে আপনার দেয়া পোষ্ট থেকে অনেক গুলো কাজ শিখে ফেলেছি।এবার সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে শিখলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Bma on June 03, 2021, 11:41:55 AM
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মালাম ভাই। আপনি অত্যান্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলি করেন যা থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি। ফোরামে অনেক সিনিয়র ভাই মালাম ভাইয়ের কথা বলেছেন যে আমি যেন মালাম ভাইয়ের পোস্টগুলো ভালোভাবে পড়ি তাহলে আমি ফোরাম সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। তারপর থেকে আমি আপনার পোস্ট পড়তে থাকি তা থেকে জানতে পারি আপনি অনেক ভালো ভালো কথা বলেন যে কথা থেকে আমরা শিখতে পারি ভবিষ্যৎ আগানোর কথা।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Akash33 on June 05, 2021, 05:08:46 AM
আসলে ভাই আমি নতুন তাই তেমন কিছু জানতাম না ভাই সিগনেচার সম্পর্কে কিছু জানতামই না তো আপনার এই বিস্তারিত পড়ার পর খুবই ভালো লাগলো এবং কিছু শিখতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: 420 on June 08, 2021, 08:38:58 AM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
আপনার এই পোস্টটি থেকে আমি অনেক উপকৃত হলাম। আমি আগে সিগনেচার ক্যাম্পেইন এর সম্পর্কে কিছুই জানতাম না। আপনি আপনার পোস্ট টিতে খুব সুন্দর ভাবে সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে বুঝিয়েছেন। আপনাদের মত সিনিয়র গাইডলাইন থাকলে আমরা জুনিয়ররা ভবিষ্যতে কিছু করতে পারব। ধন্যবাদ ভাই।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Kmrul on June 14, 2021, 02:16:54 PM
আপনি বিস্তারিত আলোচনার মাধ্যমে খুব ভালো করে বুজিয়েছন। আজকের আগ পর্যত্ন আমি যেসকল তথ্য জানতাম না আপনার পোস্ট পরে অনেক অনেক বেশি  তথ্য জানতে পেড়েছি, এরকম সিনিয়র গাইডলাইন থাকলে আশা করি আমরা জুনিয়ররা ভবিষ্যতে অনেক দুর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Diknel on July 22, 2021, 04:36:35 PM
ধন্যবাদ ভাই আপনার পোস্টে তথ্য বহুল ও যুক্তিসঙ্গত ব্যাপার আছে। আপনার পোস্ট থেকে সিগনেচার সম্বন্ধে কিছু জানতে পারলাম। এবং আমি সহ এই ফোরামে যারা নতুন ইউজার আছে আপনার এই পোষ্ট থেকে অনেক উপকৃত হব। ভবিষ্যতে এ ধরনের তথ্য ভিত্তিক পোস্ট আরো আশা করছি। ধন্যবাদ
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Rafi on August 01, 2021, 11:17:06 AM
আমি এই ফোরামে নতুন সদস্য,তাই আমার সিগনেচার ক‍্যাম্পেইন সম্পর্কে ধারণা নেই,তবে আপনার পোস্ট দেখে অনেক উপকৃত হলাম,
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: MD Imran Khan on August 28, 2021, 08:03:07 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
নবাদ ভাই আপনাকে এই মূল্যবান পোষ্টটি করার জন্য আমি এই ফোরামে নতুন সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমার কোন ধারণা ছিল না কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব তাই আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেকটাই সিগনেচার গান সম্পর্কে ধারণা পেলাম আশা করি এরকম পোস্ট করলে মনের আশাটা পূর্ণ হবে এবং আমি খুব তাড়াতাড়ি সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে ফুল কিভাবে জানতে পারব এবং কাজ করতে পারব
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: JISAN on November 07, 2021, 04:19:57 PM
প্রচারেই প্রসার। কোন পন্যের যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার (সেল) হবে। একটা প্রজেক্টের যখন টোকেন সেল করার জন্য এনাউন্সমেন্ট করে তখন বিভিন্ন ক্যাটাগরিতে সেই প্রজেক্ট বাউন্টি নিয়ে আসে। এর মধ্যে সিগনেচার অন্যতম।

সিগনেচার হচ্ছে- একটা প্রজেক্টের লোগো এবং কোড সম্বলিত ফোরাম প্রমোশন। অর্থাৎ সিগনেচার হচ্ছে আপনার ফোরামের প্রফাইলে সেই প্রজেক্টের কোন এভাটর (লোগো) এবং তাদের বিভিন্ন সাইটের তথ্য সম্বলিত কোড যুক্ত করে প্রচার করা। এর জন্য আপনার ফোরাম র‌্যাংক অনুযায়ী সিগনেচার কোড এবং এভাটর বহন করতে হবে।

আপনি যে র‌্যাংকের অধিকারী সেই র‌্যাংক অনুযায়ী কোড এবং ফুল মেম্বার হতে তার উপরের যত র‌্যাংক আছে তারজন্য এভাটর ব্যবহার করতে হবে এবং তাদের নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করে কাজ করতে হবে।

সিগনেচার ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী আপনাকে প্রতিসপ্তাহে নিধারিত পোস্ট ( যেমন ১০ টা পোস্ট করতে বললে মিনিমাম ১০ টা করতে হবে) করতে হবে। তারপর সপ্তাহ শেষে আপনাকে কাজের বিনিময়ে স্টেকস দিবে, আর স্টেকস ক্যাম্পেইন শেষে যোগ করে হিসেব করে আপনাকে টোকেন দেওয়া হবে।

সিগনেচারের গুরুত্ব কী?
সিগনেচার হচ্ছে ফোরামে একটা প্রোজেক্টের সবচেয়ে বড় প্রচারের মাধ্যম। বিনিয়োগকারীরা কিন্তু ফোরামের বাউন্টি সেকশনে যান না। তারা ফোরামের বিভিন্ন এনাউন্সমেন্ট, বিটকয়েন, অলটকয়েন সহ আরো অনেক বোর্ডে ঘোরেন, দেখেন কোন প্রজেক্ট এর বিস্তারিত। তখন চোখে পড়ে তাদের বিভিন্ন প্রজেক্টের এভাটর এবং কোড সহ যত মেম্বার পোস্টের উপর কমেন্ট করেছেন  তার উপর। যখন লিজেন্ডারী, হিরো, এসআর মেম্বার, ফুল মেম্বাররা কোন প্রজেক্টের কোড ও এভাটর ব্যবহার করেন তখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে সেই প্রজেক্টের উপর কারণ যত বড় র‌্যাংক তত প্রচারে সুবিধা বেশি। বিনিয়োগকারীরা সেই প্রজেক্টকে ভালো মনে করেন আর সেই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এজন্য বড় র‌্যাংকধারীদের স্টেকসও বেশি হয়।
যদি সাকিব আল হাসান কোন পণ্যের বিজ্ঞাপন দেন তাহলে সেটা কোটি কোটি মানুষ দেখবে এবং সেই পন্যের ব্যপারে আগ্রহী হয়ে উঠবেন কারন তার মত জনপ্রিয় এবং বিশ্বমানের ব্যক্তিত্ব যেটা করবেন সাধারণ মানুষ সেটা ফলো করবেন। আর সাধারন মানুষ বিজ্ঞাপন দিলে সেটার আগ্রহ কম থাকে মানুষের। ঠিক তেমনি লিজেন্ডারী, হিরো ,এস আর মেম্বাররা কোন সিগনেচার করলে সেটারও একটা বাড়তি গুরুত্ব পায় এবং সেই প্রজেক্টের প্রচারও বেশি হয়। তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে থাকেন সেই প্রজেক্টে।
আপনার পোস্ট টা খুবই সুন্দর। আর আপনার পোস্ট টা অনেক কাজের সব কিছু শুরু থেকে শেষ পযন্ত বুঝিয়ে বলছেন আসলে আমরা অনেক এ অনেক কিছুই জানি না। অনেক কিছুর প্রতি আমাদের ধারণা নাই। আর জারা জানে তারা জদি বুঝিয়ে বলে তাহলে সবারি অনেক উপকার হবে। আর কাউকে জিগাইলে ও তেমন ভাল করে বুঝিয়ে বলে না কিন্তু আপনার পোস্ট এর কথা গুলো এবং ভাষা গুলোও অনেক সহজ। আর সব কিছু খোলা মেলা ভাবে বলছেন এটা অনেকের জন্য প্রয়োজন । অনেক এ এই কথা গুলো জানে না।  তাই সবাই সবায় রে সাহায্য করি। এবং এগিয়ে জাই।
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Pagla on November 21, 2021, 01:39:08 PM
আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আমি মাত্র বাউন্টি করা শুরু করেছি শুধুমাত্র টুইটার এবং ফেসবুক ক্যাম্পেইনের কাজ করতে পারি। সিগনেচার ক্যাম্পেইন সম্বন্ধে তেমন কোনো ধারণা ছিল না আপনার পোস্ট পড়ে সিগনেচার ক্যাম্পেইন সম্বন্ধে পুরোপুরি ধারণা লাভ করতে পেরেছি। কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেছে আমি তো নতুন তাহলে কি আমিও সিগনেচার ক্যাম্পেইন করতে পারবো?
Title: Re: সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
Post by: Ghamarsi on July 01, 2022, 10:12:39 AM
Btt te ami signature korci. Amr bro vi ar 1ta account ace.