Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: JISAN on November 10, 2020, 04:55:19 AM

Title: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: JISAN on November 10, 2020, 04:55:19 AM
I think Binance Future Trade like bet / (casino) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Lutera94 on November 10, 2020, 05:06:53 AM
I think Binance Future Trade like bet / ((casino)) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
দারুন একটি পোষ্ট, বিষয়টি অবগত ছিলামনা। তবে যা বুঝলাম ভুল এন্ট্রি নিলে বিপদের সম্ভাবনা ও থাকবে। যাই হোক আমার কথা হলো, আমার মুল ব্যালান্স যদি থাকে ৫০ ডলার এখন আমি সেই ৫০ ডলার দিয়ে লোন ১০০০ ডলার। এখন সেই ১০০০ ডলার কোনভাবে ডাম্প হয়ে ১০ ডলার হয়ে গেলো তখন ওরা ওদের ডলার ব্যাক নিবে কিভাবে?  কারণ আপনার মুল ব্যালান্স ও আর ডলার নেই। এটার ব্যাখ্যা চাচ্ছি।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: JISAN on November 10, 2020, 05:20:23 AM
দারুন একটি পোষ্ট, বিষয়টি অবগত ছিলামনা। তবে যা বুঝলাম ভুল এন্ট্রি নিলে বিপদের সম্ভাবনা ও থাকবে। যাই হোক আমার কথা হলো, আমার মুল ব্যালান্স যদি থাকে ৫০ ডলার এখন আমি সেই ৫০ ডলার দিয়ে লোন ১০০০ ডলার। এখন সেই ১০০০ ডলার কোনভাবে ডাম্প হয়ে ১০ ডলার হয়ে গেলো তখন ওরা ওদের ডলার ব্যাক নিবে কিভাবে?  কারণ আপনার মুল ব্যালান্স ও আর ডলার নেই। এটার ব্যাখ্যা চাচ্ছি।
৫০$ এ ১০০০$ নয় ৬২০০$ পর্জন্ত লোন নিতে পারবেন। যে ব্যলেন্স লোন নিবেন লস হলে সেই ব্যলেন্স কাটবে না। যেমন ধরেন আপনি ৫০$ নিয়ে ২০x লিভারেজ এ ট্রেড করতেছেন সেক্ষেত্রে যেহেতু ২০ গুন বেশিতে ট্রেড করবেন সেহেতু কয়েন যদি ১% ডাম্প করে তাহলে আপনার লস হলে ১০$ তো সে ক্ষেত্রে টোকেন যদি আপনার টার্গেটের বিপরিত দিকে  ৫% এন্ট্রি নেয় তাহলে  আপনার লস হবে ৫০$ যেহেতু আপনার মূল ব্যলেন্স ছিলো ৫০$ আপনার মূল ব্যলেন্স শেষ সেহেতু আপনার ব্যলেন্স ০০ হয়ে ট্রেড বিন্ধ হয়ে যাবে। অপর দিকে যদি টোকেন আপনার টার্গেটের দিকে ৫% আন্ট্রি নেয় তাহলে আপনার প্রফিট হবে ৫০$ আপনার মূল ব্যলেন্স ৫০$+৫০$ = ১০০$ হয়ে যাবে। এখানেই  লস ও যেমন লাভ ও তেমন। জাকে বলে রাতারাতি কোটিপতি আর রাতারাতি কোটিপতি থেকে রাস্তা
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Lutera94 on November 10, 2020, 06:08:28 AM
দারুন একটি পোষ্ট, বিষয়টি অবগত ছিলামনা। তবে যা বুঝলাম ভুল এন্ট্রি নিলে বিপদের সম্ভাবনা ও থাকবে। যাই হোক আমার কথা হলো, আমার মুল ব্যালান্স যদি থাকে ৫০ ডলার এখন আমি সেই ৫০ ডলার দিয়ে লোন ১০০০ ডলার। এখন সেই ১০০০ ডলার কোনভাবে ডাম্প হয়ে ১০ ডলার হয়ে গেলো তখন ওরা ওদের ডলার ব্যাক নিবে কিভাবে?  কারণ আপনার মুল ব্যালান্স ও আর ডলার নেই। এটার ব্যাখ্যা চাচ্ছি।
৫০$ এ ১০০০$ নয় ৬২০০$ পর্জন্ত লোন নিতে পারবেন। যে ব্যলেন্স লোন নিবেন লস হলে সেই ব্যলেন্স কাটবে না। যেমন ধরেন আপনি ৫০$ নিয়ে ২০x লিভারেজ এ ট্রেড করতেছেন সেক্ষেত্রে যেহেতু ২০ গুন বেশিতে ট্রেড করবেন সেহেতু কয়েন যদি ১% ডাম্প করে তাহলে আপনার লস হলে ১০$ তো সে ক্ষেত্রে টোকেন যদি আপনার টার্গেটের বিপরিত দিকে  ৫% এন্ট্রি নেয় তাহলে  আপনার লস হবে ৫০$ যেহেতু আপনার মূল ব্যলেন্স ছিলো ৫০$ আপনার মূল ব্যলেন্স শেষ সেহেতু আপনার ব্যলেন্স ০০ হয়ে ট্রেড বিন্ধ হয়ে যাবে। অপর দিকে যদি টোকেন আপনার টার্গেটের দিকে ৫% আন্ট্রি নেয় তাহলে আপনার প্রফিট হবে ৫০$ আপনার মূল ব্যলেন্স ৫০$+৫০$ = ১০০$ হয়ে যাবে। এখানেই  লস ও যেমন লাভ ও তেমন। জাকে বলে রাতারাতি কোটিপতি আর রাতারাতি কোটিপতি থেকে রাস্তা
তাহলে ত বিরাট বড় রিস্ক, ৫% ডাউন হলে সব যাবে। তারমানে আপনি যেখান থেকে এন্ট্রি নিবেন সেখান থেকে ডাউন হওয়া যাবেনা খুব বেশী। বেশী লাভের আশা করতে গিয়ে হীতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। আপনার নিজের অভিজ্ঞতা থেকে কতটুকু অর্জন করেছেন তা ক্লিয়ার করলে সবাই আরো ইন্সপায়ার্ড হতো।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: JISAN on November 10, 2020, 06:15:28 AM
তাহলে ত বিরাট বড় রিস্ক, ৫% ডাউন হলে সব যাবে। তারমানে আপনি যেখান থেকে এন্ট্রি নিবেন সেখান থেকে ডাউন হওয়া যাবেনা খুব বেশী। বেশী লাভের আশা করতে গিয়ে হীতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। আপনার নিজের অভিজ্ঞতা থেকে কতটুকু অর্জন করেছেন তা ক্লিয়ার করলে সবাই আরো ইন্সপায়ার্ড হতো।
রিস্ক তো থাকবেই হাই রিস্ক। আবার প্রফিট হলে তো আর কেও ভাগ দরবে না। তাই লস ও আপনার লাভ ও আপনার। আর ফিউচার ট্রেড এর জন্য পেইড সিগনাল পাওয়া যায় আমি আজকে ৭৭$ দিয়ে ৭৫x লিভারেজ এ ট্রেড করতেছি ৩৬$ প্রফিট ওর জন্য সেট করে রাখছি এখন ২০$ প্রফিটে আছে
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Nostoman on November 10, 2020, 11:17:35 AM
যুগ উপযোগী 1 টি পোস্ট। কিন্তু ভাই বন্দুক দিলেন কিন্তু বুলেট দিলেন না। অর্থাৎ বুলেট সারা বন্দুক অর্থহীন। অর্থাৎ সবাই কিন্তু trade পারেনা। সবাইকে আগে trade গাইডলাইন দেওয়া উচিত। পোস্টটি যুগোপযোগী হয়েছে ধন্যবাদ।+
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: JISAN on November 10, 2020, 02:53:54 PM
যুগ উপযোগী 1 টি পোস্ট। কিন্তু ভাই বন্দুক দিলেন কিন্তু বুলেট দিলেন না। অর্থাৎ বুলেট সারা বন্দুক অর্থহীন। অর্থাৎ সবাই কিন্তু trade পারেনা। সবাইকে আগে trade গাইডলাইন দেওয়া উচিত। পোস্টটি যুগোপযোগী হয়েছে ধন্যবাদ।+
আসলে টোকেনের দাম এনালাইসিস করা সহজ ব্যপার না। আর কাওকে সহজে শেখানোও জাগ না। আমি নিজেও ভালো পারি না। আমি পাইড সিগনাল নেই। আর ফোরামে আমি কিছুদিন ফ্রিতে সিগনাল দেওয়া শুরু করছিলাম কিন্তু উলটা আমাকে -কারমা দেওয়া হইছে। তাই বাদ দিছি। আমি এখানে বিসয় টা বুঝাইলাম। জাতে সবার নলেজে থাকে এই জিনিসটা কি?  তো আমি এখন করতে পারি একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে পারি সেখানে আমার নেওয়া পেইড সিগনাল গুলা দিতে পারি। তবে শেখেত্রে আমাকি প্রত্যেক মেম্বারের কিছু পেইড করতে হবে।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Rafiq on November 10, 2020, 03:10:38 PM
ক্রিপ্টোকারেন্সিতে নতুন একটা বিষয় সম্পূর্কে জানলাম। আপনার পোস্টটির জন্য ধন্যবাদ। আমাদের  স্টকএক্সচেঞ্জ গুলোতেও বিনিয়োগকরীদের এভাবে মার্জিন রিন দেয়া হয়। তবে মার্কেট যখন পরতে পরতে শেয়ারের দাম কমে যায়, তখন হাউজ গুলো ফোর্স সেল দিয়ে তাদের টাকা উঠিয়ে নেয়, মঝখান থেকে অনেক বিনিয়োগকরী নি:স হয়ে যায়। আমার কাছে এখানে সে রকম শংকাই মনে হচ্ছে। আশাকরি এ বিষয়ে পরবর্তী পোস্টে আরো বিস্তরিত জানাবেন।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Rafiq on November 10, 2020, 03:41:26 PM
যুগ উপযোগী 1 টি পোস্ট। কিন্তু ভাই বন্দুক দিলেন কিন্তু বুলেট দিলেন না। অর্থাৎ বুলেট সারা বন্দুক অর্থহীন। অর্থাৎ সবাই কিন্তু trade পারেনা। সবাইকে আগে trade গাইডলাইন দেওয়া উচিত। পোস্টটি যুগোপযোগী হয়েছে ধন্যবাদ।+
আসলে টোকেনের দাম এনালাইসিস করা সহজ ব্যপার না। আর কাওকে সহজে শেখানোও জাগ না। আমি নিজেও ভালো পারি না। আমি পাইড সিগনাল নেই। আর ফোরামে আমি কিছুদিন ফ্রিতে সিগনাল দেওয়া শুরু করছিলাম কিন্তু উলটা আমাকে -কারমা দেওয়া হইছে। তাই বাদ দিছি। আমি এখানে বিসয় টা বুঝাইলাম। জাতে সবার নলেজে থাকে এই জিনিসটা কি?  তো আমি এখন করতে পারি একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে পারি সেখানে আমার নেওয়া পেইড সিগনাল গুলা দিতে পারি। তবে শেখেত্রে আমাকি প্রত্যেক মেম্বারের কিছু পেইড করতে হবে।
আমার কাছে মনেহয় আপনি এ বিষয়ে খুব ট্যালেন্ট, ট্রেড বুঝেন, টোকেনের দাম এনালাইসিস করতে পারেন। আসলে সব জায়গাতেই ভালোর মধ্যে খারাপ ২/৪ জন থাকে; এই ২/৪ জনের জন্য আপনি আমাদের কে Binance Future Trade সহ অন্যান্য ট্রেড সিগন্যাল বিষয়ক নলেজ থেকে বঞ্চিত করবেন না। আশাকরি আপনি একটা টেলিগ্রাম চ্যানেল খুলে আমদের কে বিশেষ করে আমরা যারা বাংলা বোর্ডে আগ্রহী আছি তাদের কে  পেইড সিগনাল বিষয়ক পরামর্শ দিবেন। এখান থেকে মেম্বাররা যখন ভলো কিছু উপার্জন করতে পারবে আশাকরি তখন তারা আপনাকে কিছু পেইড করতে পারবে।ধন্যবাদ
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Nostoman on November 10, 2020, 04:44:43 PM
যুগ উপযোগী 1 টি পোস্ট। কিন্তু ভাই বন্দুক দিলেন কিন্তু বুলেট দিলেন না। অর্থাৎ বুলেট সারা বন্দুক অর্থহীন। অর্থাৎ সবাই কিন্তু trade পারেনা। সবাইকে আগে trade গাইডলাইন দেওয়া উচিত। পোস্টটি যুগোপযোগী হয়েছে ধন্যবাদ।+
আসলে টোকেনের দাম এনালাইসিস করা সহজ ব্যপার না। আর কাওকে সহজে শেখানোও জাগ না। আমি নিজেও ভালো পারি না। আমি পাইড সিগনাল নেই। আর ফোরামে আমি কিছুদিন ফ্রিতে সিগনাল দেওয়া শুরু করছিলাম কিন্তু উলটা আমাকে -কারমা দেওয়া হইছে। তাই বাদ দিছি। আমি এখানে বিসয় টা বুঝাইলাম। জাতে সবার নলেজে থাকে এই জিনিসটা কি?  তো আমি এখন করতে পারি একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে পারি সেখানে আমার নেওয়া পেইড সিগনাল গুলা দিতে পারি। তবে শেখেত্রে আমাকি প্রত্যেক মেম্বারের কিছু পেইড করতে হবে।
আমাদের বাংলা বোর্ডে যারা আছে। বেশিরভাগই নতুন ইউজার। আমি মনে করি এদের শেখার কোন আগ্রহ নাই। তবে ইতিমধ্যে কিছু যারা মাকে পিএম দিয়ে নানা ধরনের কথা বলেছে। তারা বর্তমান অন্য আইডি গুলো নিয়ে খুব ব্যস্ত। তারা মানুষকে কিভাবে বকাঝকা করতে হয় সেগুলো ভালোভাবে জব্দ করে ফেলেছে। তবে আমি তাদের সংশোধনের জন্য অনুরোধ করছি।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Markuri33 on November 11, 2020, 01:32:39 AM
I think Binance Future Trade like bet / ((casino)) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন

আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম আপনাকে ধন্যবাদ ভাই। আপনাদের মত চীনের ভাইরাস এরকম পোস্ট করলে আমাদের মত জুনিয়ররা অবশ্যই ভালো কিছু শিখতে পারবে। এধরনের পোষ্ট আপনাদের কাছ থেকে আমরা কাম্য করি।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Crypto_Somrat on November 11, 2020, 05:47:17 AM
যুগ উপযোগী 1 টি পোস্ট। কিন্তু ভাই বন্দুক দিলেন কিন্তু বুলেট দিলেন না। অর্থাৎ বুলেট সারা বন্দুক অর্থহীন। অর্থাৎ সবাই কিন্তু trade পারেনা। সবাইকে আগে trade গাইডলাইন দেওয়া উচিত। পোস্টটি যুগোপযোগী হয়েছে ধন্যবাদ।+
আসলে টোকেনের দাম এনালাইসিস করা সহজ ব্যপার না। আর কাওকে সহজে শেখানোও জাগ না। আমি নিজেও ভালো পারি না। আমি পাইড সিগনাল নেই। আর ফোরামে আমি কিছুদিন ফ্রিতে সিগনাল দেওয়া শুরু করছিলাম কিন্তু উলটা আমাকে -কারমা দেওয়া হইছে। তাই বাদ দিছি। আমি এখানে বিসয় টা বুঝাইলাম। জাতে সবার নলেজে থাকে এই জিনিসটা কি?  তো আমি এখন করতে পারি একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে পারি সেখানে আমার নেওয়া পেইড সিগনাল গুলা দিতে পারি। তবে শেখেত্রে আমাকি প্রত্যেক মেম্বারের কিছু পেইড করতে হবে।
আমার কাছে মনেহয় আপনি এ বিষয়ে খুব ট্যালেন্ট, ট্রেড বুঝেন, টোকেনের দাম এনালাইসিস করতে পারেন। আসলে সব জায়গাতেই ভালোর মধ্যে খারাপ ২/৪ জন থাকে; এই ২/৪ জনের জন্য আপনি আমাদের কে Binance Future Trade সহ অন্যান্য ট্রেড সিগন্যাল বিষয়ক নলেজ থেকে বঞ্চিত করবেন না। আশাকরি আপনি একটা টেলিগ্রাম চ্যানেল খুলে আমদের কে বিশেষ করে আমরা যারা বাংলা বোর্ডে আগ্রহী আছি তাদের কে  পেইড সিগনাল বিষয়ক পরামর্শ দিবেন। এখান থেকে মেম্বাররা যখন ভলো কিছু উপার্জন করতে পারবে আশাকরি তখন তারা আপনাকে কিছু পেইড করতে পারবে।ধন্যবাদ
রফিক ভাই, আসলে ট্রেড বিষয় সম্পর্কে জানতে আমিও খুব আগ্রহী। আমিও আপনার সাথে একমত, আসলে এলেক্স ফরিদ ভাই যদি একটা টেলিগ্রাম চ্যানেল খুলত আমাদের জন্য। তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। উনি আমাদের সিনিয়র ভাই উনি আমাদের থেকে অনেক অভিজ্ঞ। উনার কাছ থেকে ট্রেড সম্পর্কে ভালোভাবে জানতে পারলে খুব ভালো হতো।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: ttcsalam on November 11, 2020, 12:03:11 PM
এখানে রিস্ক ও আছে । আমি মনে করি যদি ভালো বিশ্বত্ব সিগনাল পেয়ে ট্রেড করা যায়। তাহলে লিভারেজ এ রিস্ক নেওয়া যায় তাছাড়া লিভারেজ এ রিস্ক নেওয়া ঠিক হবে বলে আমি মনে করি না। কারন লস এ গেলে তো পুরাই লস।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Halkpro on November 11, 2020, 03:46:48 PM
I think Binance Future Trade like bet / ((casino)) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
আপনার পোস্টটি পড়ে আমি অনেক কিছু শিখলাম। আমি আগে কখনো ফিউচার ট্রেড সম্পর্কে জানতাম না। কিন্তু এখানে একটা কথা হলো আমি যদি ফিউচার ট্রেড করতে যাই, সর্বপ্রথম লাগবে আমার সিগনাল যদি আমার সিগনাল দেওয়ার কোনো মেম্বার না থাকে তা হলে আমি কিভাবে ট্রেড করবো।  এখানে আবার হাই রিক্সও আছে। সাপস যদি আমি ৫০$ নিয়ে ট্রেড করতে যাই   ৬০০০$ এর যদি সিগনাল অনুযায়ি না পুরন হয় তা হলে তো সব যাবে। এখানে লাভের চেয়ে লস বেশি হবে। আবার যদি ভালো সিগনাল পাওয়া যায় তা হলে ভালো প্রফিট পাবে। তাই বলছি Nostoman malam90 and alex farid ভাই মিলে একটা টেলিগ্রাম গ্রুপ খোলেন তা হলে ভালো হয়।  যেখানে সবাই ফ্রি ভাবে সব কিছু বড়দের থেকে জেনে নিবে এতে করে ছোটদের ভুল হবার আশংকা কম থাকবে।।  ধন্যবাদ😊
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: babu10 on November 11, 2020, 04:27:51 PM
I think Binance Future Trade like bet / ((casino)) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন

ভাই আপনার পোষ্টটি পড়ে অনেককিছু জানলাম যদিও এখানে অনেক রিস্ক আছে যারা নতুন তাদের জন্য। আপনার থেকে আরো নতুন নতুন ভালো পোষ্ট আশা করি যা ফোরামকে আরো সমৃদ্ধ করবে।

ধন্যবাদ
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: JISAN on November 11, 2020, 05:10:41 PM

আপনার পোস্টটি পড়ে আমি অনেক কিছু শিখলাম। আমি আগে কখনো ফিউচার ট্রেড সম্পর্কে জানতাম না। কিন্তু এখানে একটা কথা হলো আমি যদি ফিউচার ট্রেড করতে যাই, সর্বপ্রথম লাগবে আমার সিগনাল যদি আমার সিগনাল দেওয়ার কোনো মেম্বার না থাকে তা হলে আমি কিভাবে ট্রেড করবো।  এখানে আবার হাই রিক্সও আছে। সাপস যদি আমি ৫০$ নিয়ে ট্রেড করতে যাই   ৬০০০$ এর যদি সিগনাল অনুযায়ি না পুরন হয় তা হলে তো সব যাবে। এখানে লাভের চেয়ে লস বেশি হবে। আবার যদি ভালো সিগনাল পাওয়া যায় তা হলে ভালো প্রফিট পাবে। তাই বলছি Nostoman malam90 and alex farid ভাই মিলে একটা টেলিগ্রাম গ্রুপ খোলেন তা হলে ভালো হয়।  যেখানে সবাই ফ্রি ভাবে সব কিছু বড়দের থেকে জেনে নিবে এতে করে ছোটদের ভুল হবার আশংকা কম থাকবে।।  ধন্যবাদ😊
লাভের চেয়ে লসের পরিমান বেশি না। লস ও লাভের পরিমান সমান। আপনার টার্গেটের উপর নির্ভর করবে। যদি আপনার টার্গেটের টিকে জাইতে থাকে তো আপনার লাভ আর যদি বিপরিত দিকে যায় তো সেই সমপরিমাণ লস হবে।  আর টেলিগ্রাম গ্রুপ খুলবো আগে দেখি সাপর্ট কেমম পাই। আমি ইতিমধ্যে দেখছি Malam90 ভাই একটা টেলিগ্রাম গ্রুপ খুলে ফোরামে শেয়ার করছে। দেখি সেখানে কেমম মেম্বার জয়েন হয়। তারপর আমি ট্রেডের জন্য একটা খোলার সিদ্ধান্ত নেবো। কারন ২-৩ জন এর জন্য খুলে কষ্ট করে তো লাভ নাই। আগে দশে মিলে এক হোক। দশে সাপর্ট করুক তারপর খুলবো
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: ranaprime on November 11, 2020, 06:08:06 PM
I think Binance Future Trade like bet / ((casino)) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
নিঃসন্দেহে এটি উন্নতমানের একটি পোস্ট। সত্যিকার অর্থে এই ধরনের ক্রিয়েটিভ পোস্ট আমাদের মেধার বিকাশে সহায়ক হবে। তবে এখানে আমার কিছু জানার দরকার ছিল তারমধ্যে একটি বিষয় হচ্ছে যে আমার মনে করেন 50 ডলার আছে। আমাকে 1000 ডলার লোনদিল আমি যদি ডলার টা লস করি তাহলে কিভাবে আমার কাছে থেকে তারা লোনকৃত ডলার ফেরত নিবে বা তাদের এখানে লাভ কোথায়? আমি এই জন্যে এই কথা বলছি যে কিভাবে তারা এখানে লাভবান হয়। এটার উত্তর পেলে আমি খুব কৃতজ্ঞ থাকব।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Halkpro on November 11, 2020, 06:10:08 PM

আপনার পোস্টটি পড়ে আমি অনেক কিছু শিখলাম। আমি আগে কখনো ফিউচার ট্রেড সম্পর্কে জানতাম না। কিন্তু এখানে একটা কথা হলো আমি যদি ফিউচার ট্রেড করতে যাই, সর্বপ্রথম লাগবে আমার সিগনাল যদি আমার সিগনাল দেওয়ার কোনো মেম্বার না থাকে তা হলে আমি কিভাবে ট্রেড করবো।  এখানে আবার হাই রিক্সও আছে। সাপস যদি আমি ৫০$ নিয়ে ট্রেড করতে যাই   ৬০০০$ এর যদি সিগনাল অনুযায়ি না পুরন হয় তা হলে তো সব যাবে। এখানে লাভের চেয়ে লস বেশি হবে। আবার যদি ভালো সিগনাল পাওয়া যায় তা হলে ভালো প্রফিট পাবে। তাই বলছি Nostoman malam90 and alex farid ভাই মিলে একটা টেলিগ্রাম গ্রুপ খোলেন তা হলে ভালো হয়।  যেখানে সবাই ফ্রি ভাবে সব কিছু বড়দের থেকে জেনে নিবে এতে করে ছোটদের ভুল হবার আশংকা কম থাকবে।।  ধন্যবাদ😊
লাভের চেয়ে লসের পরিমান বেশি না। লস ও লাভের পরিমান সমান। আপনার টার্গেটের উপর নির্ভর করবে। যদি আপনার টার্গেটের টিকে জাইতে থাকে তো আপনার লাভ আর যদি বিপরিত দিকে যায় তো সেই সমপরিমাণ লস হবে।  আর টেলিগ্রাম গ্রুপ খুলবো আগে দেখি সাপর্ট কেমম পাই। আমি ইতিমধ্যে দেখছি Malam90 ভাই একটা টেলিগ্রাম গ্রুপ খুলে ফোরামে শেয়ার করছে। দেখি সেখানে কেমম মেম্বার জয়েন হয়। তারপর আমি ট্রেডের জন্য একটা খোলার সিদ্ধান্ত নেবো। কারন ২-৩ জন এর জন্য খুলে কষ্ট করে তো লাভ নাই। আগে দশে মিলে এক হোক। দশে সাপর্ট করুক তারপর খুলবো
আপনার কথার সাথে আমি এক মত।  কথায় আছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। আমিও দেখছি মালাম ভাই একটা টেলিগ্রাম গ্রুপ খুলছেন।  আমি আপনার সব কথাই বুজতে পারছি কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারিনি। সেটা হলো forex tread যদি ফরেক্স ট্রেড নিয়ে বিস্তারিত জানাতেন তা হলে আমার সাথে আরও যারা নতুন আছে তারা বিষয়টা বুঝতে পারতো।   
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Pitter on November 11, 2020, 07:12:03 PM
I think Binance Future Trade like bet / ((casino)) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
আপনা কে অসংখ ধন্যবাদ। ভাল একটি পোস্ট করেছেন। নতুন কিছু জানলাম।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Triedboy on November 18, 2020, 07:36:53 PM
আসলে আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো। আমি এই বিষয়ে কিছুটা জানতাম কিন্তু আপনার এই পোস্টটি পড়ে অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি বিনান্স ফিউচার সম্পর্কে।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Magepai on November 19, 2020, 02:14:24 AM
I think Binance Future Trade like bet / ((casino)) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন

আপনি যে পোস্টটি করেছেন এই পোষ্টটি সম্পর্কে অবগত ছিলাম। পোস্টটি পড়ে আমি সম্পূর্ণ ভাবে বুঝতে পেরেছি।আপনার কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে ফরেক্স ট্রেড সম্পর্কে আমার ধারনা নেই আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে ভালো হতো।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Chita76 on November 19, 2020, 02:16:30 AM
বিনান্স ফিউচার সম্পর্কে আপনি খুব ভালো করে বুঝেছেন এর পোস্ট টা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Cz Rock on December 20, 2020, 07:55:03 AM
এই ফোরামের আমি নতুন সদস্য তাই আমার Binance Future Trade সম্পর্কে কোন জ্ঞান নেই। আর কিভাবে কাজ করে সেটাও জানা নেই। এই সম্পর্কে আমি আপনাকে কোন সাহায্য করতে পারলাম না ।এর জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Irfan12@ on December 20, 2020, 09:16:04 AM
ভাই আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আসলে অনেকেরই বিষয়ে ধারণা নেই সত্যি বলতে কি আমার এ সম্পর্কে কোন ধারণা ছিল না আমি আপনার পোস্টটি মন দিয়ে পড়েছি এবং অনেকটা ধারণা পেয়েছি এ বিষয়ে হ্যাঁ আপনি যে বিষয়টি তুলে ধরেছেন এটি একটি ক্রিপ্টো মার্জিন ট্রেড বলা হয় কেননা মার্জিন শব্দের অর্থ হচ্ছে ধার আপনি যে ট্রেডার কথা বলেছেন এটি একটি হল ক্রিপ্টো মার্জিন ট্রেড
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Damrai5$ on December 20, 2020, 10:10:36 PM
I think Binance Future Trade like bet / ((casino)) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো। আপনার এই পোস্ট থেকে এ সকল বিষয়ে ধারণা পেয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে বলেছেন।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Jaya60 on December 21, 2020, 01:23:45 AM
কিভাবে ট্রেড করতে হয় সেই বিষয়ে অনেক ভালো মতামত প্রকাশ করেছেন। কিন্তু আমি যেটা বলবো কেউ যদি ট্রেড করতে চায় তাহলে আপনার এই পোস্টটি পড়লে তারা কিছুটা হলেও ধারণা পাবে। কিন্তু আবার পক্ষে ফরেক্স ট্রেড ভালো লাগেনা কারণ ঋণ জিনিসটাই আমার কাছে অপছন্দনীয়। তার পরেও কারো কাছে যদি ভালো লাগে তাহলে করতে পারেন কোন সমস্যা নেই।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Cz Rock on December 21, 2020, 01:55:39 AM
I think Binance Future Trade like bet / (((casino))) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো। আপনার এই পোস্ট থেকে এ সকল বিষয়ে ধারণা পেয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে বলেছেন।
এই ফোরামের নতুন সদস্য হওয়ার কারণেBinance Future Trade সম্পর্কে আমার কোন জ্ঞান নেই। আপনার মূল্যবান পোষ্ট পিঁপড়ে আমি বুঝতে পারলাম Binance Future Trade আসলে কি।Binance Future Trade এটা কিভাবে কাজ করে তার সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারলাম।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Mahindra on December 27, 2020, 04:26:39 PM
আমি আগে এই বিষয়ে জানতাম না কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ তথ্যটি পড়ে অনেক বিষয় জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমি আগে এতো ভালো শুনিনি আপনি এতো সুন্দর করে জানিয়ে দেওয়ার জন্য সবকিছু বুঝতে পেরেছি এবং ভবিষ্যতে আরও ভালো পোস্ট করবেন তাহলে অবশ্যই আরো ভালো কিছু আপনার কাছ থেকে আশা করব।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Rony on December 28, 2020, 03:25:03 AM
Binance Future Trade হল একটি মার্কেটপ্লেস। যেখানে সর্বোদয় মার্কেট আপ ডাউন করতে দেখা যায়। এই সময় আমরা এখানে ইনভেস্ট করি যার কারণে আমরা অনেক সময় লাভবান হই। যদি মার্কেট সম্পর্কে ভুল ধারনা থাকে এবং সেখানে ইনভেস্ট করি তাহলে অর্ধেক পরিমাণ অর্থ ক্ষতি হবে। ।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Mahindra on January 03, 2021, 09:27:02 AM
সুন্দর একটি মূল্যবান পোষ্ট করেছেন ভাই আপনি সত্যিই অসাধারণ একটি টপিক তৈরি করেছে আমি আগে binance future Trade কিভাবে করতে হয় এ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি মনোযোগ সহকারে পড়ে অনেক ধারণা পেয়েছি ইনভেস্ট এবং ট্রেন্ডিং সম্পর্কে ভালোভাবে জানতে পেরে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আপনার কাছ থেকে আরো ভালো ভালো পোস্ট আশা করব।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Lovepro Max on January 03, 2021, 09:35:09 AM
I think Binance Future Trade like bet / (((casino))) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
নিঃসন্দেহে এটি উন্নতমানের একটি পোস্ট। সত্যিকার অর্থে এই ধরনের ক্রিয়েটিভ পোস্ট আমাদের মেধার বিকাশে সহায়ক হবে। তবে এখানে আমার কিছু জানার দরকার ছিল তারমধ্যে একটি বিষয় হচ্ছে যে আমার মনে করেন 50 ডলার আছে। আমাকে 1000 ডলার লোনদিল আমি যদি ডলার টা লস করি তাহলে কিভাবে আমার কাছে থেকে তারা লোনকৃত ডলার ফেরত নিবে বা তাদের এখানে লাভ কোথায়? আমি এই জন্যে এই কথা বলছি যে কিভাবে তারা এখানে লাভবান হয়। এটার উত্তর পেলে আমি খুব কৃতজ্ঞ থাকব।
ভাই টপিক টি পড়ে আমার মাথায় এই একই প্রশ্ন সবসময় ঘুরপাক খাচ্ছিল যে এতে তাদের লাভ কি এবং আমি যদি ট্রেড করতে গিয়ে লস এর সম্মুখীন হয় তাহলে তারা আমার কাছ থেকে কিভাবে ডলার আদায় করবে এ বিষয়ে আমারও জানা নাই কোনো সিনিয়র ভাই যদি এ বিষয়ে সাহায্য করতেন তাহলে খুবই ভালো হতো আশা করি সাহায্য পাব
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Riktakhanom on January 03, 2021, 03:20:23 PM
Binance Future Trade সম্পর্কে অনেক ভালো পোস্ট করেছেন. এই টপিক টা পরে বিন্যান্স ট্রেড সম্পর্কে জানতে পারলাম এবং ট্রেডিং এর ক্ষেত্রে কতটা লেভারেজ নিতে হবে সে সম্পর্কে ধারণা পাওয়া গেলো।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Sumaiya2 on January 03, 2021, 03:45:28 PM
এক ধরনের বেট এটা কারণ এটা করলে আপনি অবশ্যই বেনিফিট পাবেন। আপনি যদি বিনান্স ফিচার্ড রেট করেন তাহলে আপনাকে কিছু ডলার থাকতে হবে যা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন । বর্তমানে ট্রেড করে অবশ্যই এখান থেকে মোটা অংকের বেনিফিট পাচ্ছে।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Goldlife on January 05, 2021, 06:22:42 PM
I think Binance Future Trade like bet / ((casino)) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
এখানে রিস্ক ও আছে । আমি মনে করি যদি ভালো বিশ্বত্ব সিগনাল পেয়ে ট্রেড করা যায়। তাহলে লিভারেজ এ রিস্ক নেওয়া যায় তাছাড়া লিভারেজ এ রিস্ক নেওয়া ঠিক হবে বলে আমি মনে করি না। কারন লস এ গেলে তো পুরাই লস।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Tamsialu$$ on January 14, 2021, 12:05:33 AM
I think Binance Future Trade like bet / ((casino)) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
আসলে ভাই যেকোনো কাজকর্ম করতে হলে এবং যদি বড় হতে চেষ্টা করা যায় তাহলে অবশ্যই আমাদেরকে রিস্ক নিতে হবে। রিস্কি ছাড়া আমার বিশ্বাস কখনোই উপরদিকে ওঠা সম্ভব নয়। কিন্তু ট্রেড করার আগে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে থাকেন কয়েক বছর যাবৎ তাহলে অবশ্যই আপনি রিস্ক নিতে পারেন।কিন্তু যারা নতুন এ আসবে তাদেরকে আমি প্রথমত নাই করব আপনারা প্রথমে সকল ক্রিপ্টোকারেন্সি বিষয়ে ধারণা অর্জন করুন তারপরে আপনারা ট্রেড করতে শুরু করুন।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: XM8 on January 14, 2021, 05:12:07 PM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে খুবই সুন্দর এবং শিক্ষনীয় একটি পোষ্ট করার জন্য। পোস্ট এর প্রত্যেকটা লাইন আমার কাছে তথ্য ভুল মনে হয়েছে। পোস্টটি আমি অনেক মনোযোগ সহকারে পড়েছি। পোস্ট টি সম্পূর্ণ পুড়ে আমি এ বিষয়ে সম্পর্কে অনেক ধারণা লাভ করতে পারছি।আমি আশা করছি যারা এ সম্পর্কে ভালো জানে না তারা যদি আপনার পোস্ট পড়ে তাহলে অবশ্যই যাবতীয় বিষয় সম্পর্কে অনেক ধারণা লাভ করতে পারবে।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: NANCY on January 23, 2021, 08:38:22 PM
অনেক সুন্দর একটি মূল্যবান পোষ্ট করেছেন আপনি। Binance Future Trade কি এটা সম্পর্কে আমার কোন আইডিয়া ছিলো না। কিন্তু আপনার এই পোস্টটি পড়ে আমার অনেকটাই ধারণা হয়ে গেছে। আর এটা দিয়ে কিভাবে কাজ করে সেটা জানতাম না কিন্তু সিনিয়র ভাইয়ের কাছ থেকে অনেকটাই জানতে পেরেছি ধন্যবাদ ভাই আপনাকে।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Lutera94 on January 26, 2021, 08:17:57 AM
এক ধরনের বেট এটা কারণ এটা করলে আপনি অবশ্যই বেনিফিট পাবেন। আপনি যদি বিনান্স ফিচার্ড রেট করেন তাহলে আপনাকে কিছু ডলার থাকতে হবে যা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন । বর্তমানে ট্রেড করে অবশ্যই এখান থেকে মোটা অংকের বেনিফিট পাচ্ছে।
আমি এখনো বাইনান্স ফিউচার ট্রাড করেনি তবে এটা নিয়ে ভাবছি চিন্তা কিরবো। ভালো একটা সিগনাল দেখে ট্রাড করা যায়, তবে রিস্কও আছে অনেক।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: babu10 on January 27, 2021, 06:30:57 AM
এখানে রিস্ক ও আছে । আমি মনে করি যদি ভালো বিশ্বত্ব সিগনাল পেয়ে ট্রেড করা যায়। তাহলে লিভারেজ এ রিস্ক নেওয়া যায় তাছাড়া লিভারেজ এ রিস্ক নেওয়া ঠিক হবে বলে আমি মনে করি না। কারন লস এ গেলে তো পুরাই লস।

রিস্কতো সব জায়গাতেই আছে তবে এখানে একটু বেশী রিস্ক। তাই এখানে ঘাঘু ট্রেডার না হলে এই ট্রেডটা করতে পারবেনা। তবে কিছু সিগন্যাল আছে এই ট্রেডে যাতে লাভ হয়তো কম হয় তবে সিউর থাকে যে আপ হবে। এটা যারা করে তারা করতে করতে বুঝতে পারে। তাছাড়া বইও আছে যদিও বই আর কাজে তেমন মিল পাওয়া যায়না।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Zixr on February 04, 2021, 02:37:48 AM
I think Binance Future Trade like bet / ((casino)) /Forex Trade

আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের  মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন।  যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
ধন্যবাদ ভাই ট্রেড নিয়ে এত সুন্দর একটি টপিক তৈরি করার জন্য। এ বিষয়ে সম্পর্কে যারা জানো না তারা খুব সহজেই জানতে পারবে।
Title: Re: Binance Future Trade কী? এটি কিভাবে কাজ করে
Post by: Tubelight on March 18, 2021, 06:17:01 AM
ধন্যবাদ ভাই আপনাকে বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য। আপনার পোস্ট পড়ে আমি বিনান্স এক্সচেঞ্জ ট্রেড সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারলাম।আশা করছি ভবিষ্যতে এভাবেই আপনি বিভিন্ন তথ্য আমাদের সাথে শেয়ার করে আমাদের উপকার করবেন।