Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on February 14, 2021, 04:39:30 PM

Title: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Malam90 on February 14, 2021, 04:39:30 PM
নতুন অবস্থায় সবারই প্রশ্ন থাকে-কিভাবে বাউন্টিতে জয়েন করতে হয়?
বাউন্টি করার জন্য বাউন্টি সেকশনে (https://www.altcoinstalks.com/index.php?board=22.0) যাবেন। সেখানে নতুন নতুন সব বাউন্টি পোস্ট হলেই পাবেন লিংক।
Altcoinstalks চলমান বাউন্টি ক্যাম্পেইন গুলো। (https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0) এখানেও সব চলমান বাউন্টি গুলোর লিস্ট পাবেন। এখান থেকেও লিংকে গিয়ে জয়েন করতে পারবেন।


*যে দুটি লিংক বল্লাম সেখান থেকে যে কোন চলমান একটা বাউন্টি লিংক ওপেন করবেন।
*দেখবেন সেটা কবে পোস্ট করা হয়েছে-বাউন্টিটি কত দিন চলবে।
*তারপর বাউন্টির রুলস কয়েকবার পড়বেন বুঝে ‍বুঝে।
*তারপর ফেসবুক, টুইটার, লিংকডইন, রেডিট, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে যে অপশন আছে তার রুলস পড়ে যেটা যেটা আপনার জন্য সহজ সেটাতে *যোগদানের জন্য ফর্মফিল আপ অর্থাৎ এপ্লাই করবেন।
*রুলস অনুযায়ী সাপ্তাহিক কাজ করে কাজ থেডে বা ফর্মে যেটা বলা থাকবে সেভাবেই করবেন।
*সুন্দর ভাবে রুলস অনুযায়ী কাজ করলে কাজের জন্য আপনাকে সাপ্তাহিক স্টেকস দিবে যেটা বাউন্টি থ্রেডে বলা আছে সেভাবেই।
*বাউন্টি শেষে আপনার সব স্টেকস যোগ করে টোটাল টোকেন দিয়ে সব স্টেকস ভাগ করে প্রতি স্টেক টোকেন হিসেব করে আপনার স্টেকস অনুযায়ী টোকেন পাবেন।
*সেই টোকেন আপনার ওয়ালেটে দিবে যা পরবর্তীতে কোন একচেঞ্জে লিস্টেড হলে সেখানে সেল করে দিতে পারবেন।

আর এভাবে আপনি বাউন্টিতে জয়েন করে আয় করতে পারবেন।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Tepona on February 14, 2021, 11:06:24 PM
আমি যেহেতু অন্য একটি ফোরামের বাউন্টি গুলোতে জয়েন করেছি। আরো আমি বিভিন্ন প্রচারণা গুলোতে কিভাবে জয়েন করতে হয় সেগুলো সম্পর্কে জানি। বাউন্টি সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে। তারপরেও আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: babu10 on February 15, 2021, 05:33:21 AM
নতুন অবস্থায় সবারই প্রশ্ন থাকে-কিভাবে বাউন্টিতে জয়েন করতে হয়?
বাউন্টি করার জন্য বাউন্টি সেকশনে (https://www.altcoinstalks.com/index.php?board=22.0) যাবেন। সেখানে নতুন নতুন সব বাউন্টি পোস্ট হলেই পাবেন লিংক।
Altcoinstalks চলমান বাউন্টি ক্যাম্পেইন গুলো। (https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0) এখানেও সব চলমান বাউন্টি গুলোর লিস্ট পাবেন। এখান থেকেও লিংকে গিয়ে জয়েন করতে পারবেন।


*যে দুটি লিংক বল্লাম সেখান থেকে যে কোন চলমান একটা বাউন্টি লিংক ওপেন করবেন।
*দেখবেন সেটা কবে পোস্ট করা হয়েছে-বাউন্টিটি কত দিন চলবে।
*তারপর বাউন্টির রুলস কয়েকবার পড়বেন বুঝে ‍বুঝে।
*তারপর ফেসবুক, টুইটার, লিংকডইন, রেডিট, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে যে অপশন আছে তার রুলস পড়ে যেটা যেটা আপনার জন্য সহজ সেটাতে *যোগদানের জন্য ফর্মফিল আপ অর্থাৎ এপ্লাই করবেন।
*রুলস অনুযায়ী সাপ্তাহিক কাজ করে কাজ থেডে বা ফর্মে যেটা বলা থাকবে সেভাবেই করবেন।
*সুন্দর ভাবে রুলস অনুযায়ী কাজ করলে কাজের জন্য আপনাকে সাপ্তাহিক স্টেকস দিবে যেটা বাউন্টি থ্রেডে বলা আছে সেভাবেই।
*বাউন্টি শেষে আপনার সব স্টেকস যোগ করে টোটাল টোকেন দিয়ে সব স্টেকস ভাগ করে প্রতি স্টেক টোকেন হিসেব করে আপনার স্টেকস অনুযায়ী টোকেন পাবেন।
*সেই টোকেন আপনার ওয়ালেটে দিবে যা পরবর্তীতে কোন একচেঞ্জে লিস্টেড হলে সেখানে সেল করে দিতে পারবেন।

আর এভাবে আপনি বাউন্টিতে জয়েন করে আয় করতে পারবেন।

আমি শুধু আরো দুই একটা কথা এখানে যোগ করব তা হলো আপনার ওয়ালেট থেকে টোকেন কোন এক্সচেঞ্জার এ নিতে হলে আপনাকে গ্যাস ফি দিতে হবে অনেকটা গাড়ীর তেল দেয়ার মতো আর সেটা মার্কেটের উপর ভিত্তি করে এক এক সময় এক এক রকম হয়ে থাকে তাই আপনাকে ওয়ালেটে অবশ্যই গ্যাস ফি বাবদ ইথারিয়াম অথবা টিআরসি টোকেন হলে টিআরএক্স ইত্যাদি রাখতে হবে।  বর্তমানে সময়ে মেটামাস্ক দিয়ে অথবা ট্রাস্ট ওয়ালেট দিয়ে কানেক্ট করলে ফি কম কাটবে সেটাও মাথায় রাখবেন।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: ExtraPoint on February 15, 2021, 11:11:17 AM
বাউন্টি সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। তবে আপনার দেওয়া পোস্ট পড়ে বাউন্টি সম্পর্কে পরিষ্কার ভাবে শিখতে পারলাম। আপনাদের দেওয়া পোস্ট আমাদের মত নতুনদেরকে সাহায্য করে অনেক। ধন্যবাদ ভাইয়া
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: 7SB on February 16, 2021, 05:14:07 AM
নতুন অবস্থায় সবারই প্রশ্ন থাকে-কিভাবে বাউন্টিতে জয়েন করতে হয়?
বাউন্টি করার জন্য বাউন্টি সেকশনে (https://www.altcoinstalks.com/index.php?board=22.0) যাবেন। সেখানে নতুন নতুন সব বাউন্টি পোস্ট হলেই পাবেন লিংক।
Altcoinstalks চলমান বাউন্টি ক্যাম্পেইন গুলো। (https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0) এখানেও সব চলমান বাউন্টি গুলোর লিস্ট পাবেন। এখান থেকেও লিংকে গিয়ে জয়েন করতে পারবেন।


*যে দুটি লিংক বল্লাম সেখান থেকে যে কোন চলমান একটা বাউন্টি লিংক ওপেন করবেন।
*দেখবেন সেটা কবে পোস্ট করা হয়েছে-বাউন্টিটি কত দিন চলবে।
*তারপর বাউন্টির রুলস কয়েকবার পড়বেন বুঝে ‍বুঝে।
*তারপর ফেসবুক, টুইটার, লিংকডইন, রেডিট, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে যে অপশন আছে তার রুলস পড়ে যেটা যেটা আপনার জন্য সহজ সেটাতে *যোগদানের জন্য ফর্মফিল আপ অর্থাৎ এপ্লাই করবেন।
*রুলস অনুযায়ী সাপ্তাহিক কাজ করে কাজ থেডে বা ফর্মে যেটা বলা থাকবে সেভাবেই করবেন।
*সুন্দর ভাবে রুলস অনুযায়ী কাজ করলে কাজের জন্য আপনাকে সাপ্তাহিক স্টেকস দিবে যেটা বাউন্টি থ্রেডে বলা আছে সেভাবেই।
*বাউন্টি শেষে আপনার সব স্টেকস যোগ করে টোটাল টোকেন দিয়ে সব স্টেকস ভাগ করে প্রতি স্টেক টোকেন হিসেব করে আপনার স্টেকস অনুযায়ী টোকেন পাবেন।
*সেই টোকেন আপনার ওয়ালেটে দিবে যা পরবর্তীতে কোন একচেঞ্জে লিস্টেড হলে সেখানে সেল করে দিতে পারবেন।

আর এভাবে আপনি বাউন্টিতে জয়েন করে আয় করতে পারবেন।

আমি শুধু আরো দুই একটা কথা এখানে যোগ করব তা হলো আপনার ওয়ালেট থেকে টোকেন কোন এক্সচেঞ্জার এ নিতে হলে আপনাকে গ্যাস ফি দিতে হবে অনেকটা গাড়ীর তেল দেয়ার মতো আর সেটা মার্কেটের উপর ভিত্তি করে এক এক সময় এক এক রকম হয়ে থাকে তাই আপনাকে ওয়ালেটে অবশ্যই গ্যাস ফি বাবদ ইথারিয়াম অথবা টিআরসি টোকেন হলে টিআরএক্স ইত্যাদি রাখতে হবে।  বর্তমানে সময়ে মেটামাস্ক দিয়ে অথবা ট্রাস্ট ওয়ালেট দিয়ে কানেক্ট করলে ফি কম কাটবে সেটাও মাথায় রাখবেন।
আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য এবং এখান থেকে আমরা শিখতে পারবো কিভাবে বাউন্টি করতে হয়
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Malam90 on February 17, 2021, 11:15:02 AM
নতুন ভাইদের বাউন্টিতে জয়েন করা নিয়ে নানান প্রশ্ন থাকে। তাই টপিকটা পিন করে দিলাম যাতে নতুনদের সেকশনে ঢুকেই দেখতে পারেন এবং প্রযোজনীয় কিছু তথ্য সামনেই পেযে যান এবং উপকৃত হন।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Tubelight on March 08, 2021, 08:08:25 AM
আমি এখন পর্যন্ত কোন বাউন্টি ক্যাম্পেইনে এড হয়নি। আমি জানিনা কিভাবে কাউন্টি ক্যাম্পেইন গুলোতে অ্যাড হতে হয়। তবে এখন আমি বাউন্টি ক্যাম্পেইনে এড হওয়ার সাহস পাচ্ছি। কারণ আপনি এখানে কিভাবে বাউন্টিতে এড হতে হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Nodi42 on March 18, 2021, 01:41:03 PM
 আমি এখ ন পর্যন্ত কোন বাউন্টি ক্যাম্পেইনে এড হয়নি। আর আমি জানিনা কিভাবে বাউন্টি ক্যাম্পেইয়ানে এড হতে হয়।  তবে আমি এখন
আমি সাহস  পাই।  কারণ আপনি তো শিখেয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ       
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Rockalo on March 20, 2021, 07:16:59 AM
মালাম ভাই বিস্তারিত তুলে ধরার জন্য ধন্যবাদ। সম্পূর্ণ গাইড লাইন আপনার, আমি দেখেছি আপনি অনেক পরিশ্রমী ও ভালো মনের একজন ইউজার। ধন্যবাদ
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Farhana on March 25, 2021, 06:12:17 PM
বাউন্টি করতে গেলে বা যোগদান করতে গেলে অবশ্যই আপনাকে বাউন্টি সেকশানে চোখ রাখতে হবে সারাক্ষন, যখনি নতুন বাউন্টি আসবে আপনাকে তার নোটিফিকেশন চলে যাবে যদি আপনি ণোটিফাই অন করে রাখেন। নতুন বাউন্টি তে ঢোকার পরে প্রথমে আপনাকে প্রূফ অফ অথিন্টিকেশান পোস্ট দিতে হবে তবে সেটি বাউন্টি যা চেয়েছে তাই দিতে হবে বিশেষ করে খেয়াল রাখতে হবে আপনার ওয়ালেট টাকে যেটি ভুল হলে আর কোন কিছুই করার থাকবেনা,  আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন কোন সোস্যাল মিডিয়ায় কাজ করবেন, যেগুলা করবেন সেগুলার ফ্রর্ম ফিলাপ করবেন । এরপর আপনি বাউন্টির সকল রুলস এন্ড রেগুলেশন মেনে কাজ করবেন । আশা করি কিছুটা বুঝাতে পেরেছি।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Centus on March 27, 2021, 10:49:23 AM
আমি বাউন্টিতে যোগ হতে পারি। প্রথমাবস্থায় ইয়ার ড্রপ করতাম। আরো এয়ারড্রপ করতে করতে এক সময় বিটকয়েন্টক এর লিঙ্ক পেয়ে যাই। সেখান থেকে একাউন্ট করে বর্তমানে এই ফোরামে এসেছি। আশা করছি এখানে কাজ করে ভালো কিছু পাব।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Jokar on April 11, 2021, 03:50:33 PM
নতুন অবস্থায় সবারই প্রশ্ন থাকে-কিভাবে বাউন্টিতে জয়েন করতে হয়?
বাউন্টি করার জন্য বাউন্টি সেকশনে (https://www.altcoinstalks.com/index.php?board=22.0) যাবেন। সেখানে নতুন নতুন সব বাউন্টি পোস্ট হলেই পাবেন লিংক।
Altcoinstalks চলমান বাউন্টি ক্যাম্পেইন গুলো। (https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0) এখানেও সব চলমান বাউন্টি গুলোর লিস্ট পাবেন। এখান থেকেও লিংকে গিয়ে জয়েন করতে পারবেন।


*যে দুটি লিংক বল্লাম সেখান থেকে যে কোন চলমান একটা বাউন্টি লিংক ওপেন করবেন।
*দেখবেন সেটা কবে পোস্ট করা হয়েছে-বাউন্টিটি কত দিন চলবে।
*তারপর বাউন্টির রুলস কয়েকবার পড়বেন বুঝে ‍বুঝে।
*তারপর ফেসবুক, টুইটার, লিংকডইন, রেডিট, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে যে অপশন আছে তার রুলস পড়ে যেটা যেটা আপনার জন্য সহজ সেটাতে *যোগদানের জন্য ফর্মফিল আপ অর্থাৎ এপ্লাই করবেন।
*রুলস অনুযায়ী সাপ্তাহিক কাজ করে কাজ থেডে বা ফর্মে যেটা বলা থাকবে সেভাবেই করবেন।
*সুন্দর ভাবে রুলস অনুযায়ী কাজ করলে কাজের জন্য আপনাকে সাপ্তাহিক স্টেকস দিবে যেটা বাউন্টি থ্রেডে বলা আছে সেভাবেই।
*বাউন্টি শেষে আপনার সব স্টেকস যোগ করে টোটাল টোকেন দিয়ে সব স্টেকস ভাগ করে প্রতি স্টেক টোকেন হিসেব করে আপনার স্টেকস অনুযায়ী টোকেন পাবেন।
*সেই টোকেন আপনার ওয়ালেটে দিবে যা পরবর্তীতে কোন একচেঞ্জে লিস্টেড হলে সেখানে সেল করে দিতে পারবেন।

আর এভাবে আপনি বাউন্টিতে জয়েন করে আয় করতে পারবেন।
আমি আগে জানতাম না বাড়িতে কিভাবে কাজ করতে হয়। আপনি আপনার পোস্টের মাধ্যমে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে আমরা বাউন্টিতে ভালো কাজ করতে পারব। আপনার পোষ্টটি পড়ে আমি বুঝতে পেরেছি যে বাউন্টিতে কিভাবে কাজ করতে হয়। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পোষ্টটি করার জন্য।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Sr boy on April 21, 2021, 08:49:10 AM
আমি জানতাম না কিভাবে বাউন্টিতে জয়েন করতে হয়। আপনারা যেভাবে বলেছেন সেভাবে পড়ে আমার মোটামুটি একটা ধারণা হয়েছে। আপনি যেভাবে বলেছেন সেভাবে কাজ করলে বাউন্টিতেযোগ হওয়া সম্ভব । আমি নতুন আমাকে ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: raisajahan on April 22, 2021, 06:10:00 PM
আপনাকে ধন্যবাদ অনেক পরিশ্রম করে আপনি নতুন্দের জন্য ভাল একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। আপনার আলোচনা থেকে যারা এই ফোরাম এ নতুন তাদের অনেক উপকারে আসবে। আমি মনে করি বাউন্টিতে জয়েন করার জন্য এটি একটি পরিপুর্ন টিটোরিয়াল।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: RSRS on May 13, 2021, 08:06:56 PM
কিভাবে বাউন্টি জয়েন করতে হয় আমি জানতাম না। আপনার পোস্টটি পড়ার পরে আমি বাউন্টি জয়েন করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাহায্য করার জন্য।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Anjel Tisha on May 30, 2021, 08:30:20 AM
আমি জানতাম না কিভাবে বাউন্টিতে জয়েন করতে হয়। আপনি যেভাবে বলেছেন সেভাবে পড়ে আমার মোটামুটি একটা ধারণা হয়েছে। আপনি যেভাবে বলেছেন সেভাবে কাজ করলে বাউন্টিতেযোগ হওয়া সম্ভব । আমি নতুন আমাকে ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। আরো কিছু টিপস দিয়ে। আমাদের সাহায্য করার জন্য অনুরোধ রইল
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: md antor hasan on May 31, 2021, 02:27:52 PM
আমি নতুন অবস্থায় বুঝতে পারছিলাম না বাউন্টিতে কিভাবে জয়েন করতে হয় আপনার পোষ্টটি পড়ে ভালো ভাবে বঝতে পারলাম। ধন্যবাদ ভাইয়া
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Bma on June 03, 2021, 11:36:20 AM
আপনাকে অনেক ধন্যবাদ মালাম ভাই। আমি এই ফোরামে একদম নতুন ইউজার আপনার এই পোস্ট দেখে বাউন্টি সম্পর্কে আমি একটু বুঝতে পারলাম। আশা করি এভাবে আমাদেরকে বোঝানোর জন্য ভালো ভালো পোস্ট করবেন যাতে আমরা অতি তাড়াতাড়ি ভালো কিছু জানতে পারি ফোরাম সম্পর্কে বুঝতে পারি।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Akash33 on June 05, 2021, 05:21:37 AM
আপনাকে অনেক ধন্যবাদ এত ভালোভাবে আমি বুঝি নাই তবে আপনার বিস্তারিত পরে আমি ভালোভাবে বুঝতে পারছি
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: 420 on June 08, 2021, 05:47:31 AM
নতুন অবস্থায় সবারই প্রশ্ন থাকে-কিভাবে বাউন্টিতে জয়েন করতে হয়?
বাউন্টি করার জন্য বাউন্টি সেকশনে (https://www.altcoinstalks.com/index.php?board=22.0) যাবেন। সেখানে নতুন নতুন সব বাউন্টি পোস্ট হলেই পাবেন লিংক।
Altcoinstalks চলমান বাউন্টি ক্যাম্পেইন গুলো। (https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0) এখানেও সব চলমান বাউন্টি গুলোর লিস্ট পাবেন। এখান থেকেও লিংকে গিয়ে জয়েন করতে পারবেন।


*যে দুটি লিংক বল্লাম সেখান থেকে যে কোন চলমান একটা বাউন্টি লিংক ওপেন করবেন।
*দেখবেন সেটা কবে পোস্ট করা হয়েছে-বাউন্টিটি কত দিন চলবে।
*তারপর বাউন্টির রুলস কয়েকবার পড়বেন বুঝে ‍বুঝে।
*তারপর ফেসবুক, টুইটার, লিংকডইন, রেডিট, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে যে অপশন আছে তার রুলস পড়ে যেটা যেটা আপনার জন্য সহজ সেটাতে *যোগদানের জন্য ফর্মফিল আপ অর্থাৎ এপ্লাই করবেন।
*রুলস অনুযায়ী সাপ্তাহিক কাজ করে কাজ থেডে বা ফর্মে যেটা বলা থাকবে সেভাবেই করবেন।
*সুন্দর ভাবে রুলস অনুযায়ী কাজ করলে কাজের জন্য আপনাকে সাপ্তাহিক স্টেকস দিবে যেটা বাউন্টি থ্রেডে বলা আছে সেভাবেই।
*বাউন্টি শেষে আপনার সব স্টেকস যোগ করে টোটাল টোকেন দিয়ে সব স্টেকস ভাগ করে প্রতি স্টেক টোকেন হিসেব করে আপনার স্টেকস অনুযায়ী টোকেন পাবেন।
*সেই টোকেন আপনার ওয়ালেটে দিবে যা পরবর্তীতে কোন একচেঞ্জে লিস্টেড হলে সেখানে সেল করে দিতে পারবেন।

আর এভাবে আপনি বাউন্টিতে জয়েন করে আয় করতে পারবেন।
ধন্যবাদ ভাইয়া। আপনার এই পোষ্টটিতে কিছু শিখতে পারলাম। আসলে আমি ক্রিপ্টোকারেন্সি জগতে নতুন। আপনার এই পোস্টটি থেকে আমি অনেকটা ক্লিয়ার হলাম কিভাবে বাউন্টি করতে হয় ।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Kmrul on June 14, 2021, 07:03:50 PM
আমি ক্রিপ্টোকারেন্সি তে নতুন। এর আগে কোন ফোরামে কাজ করেনি। তাই আমি ভয়ে ছিলাম যে কিভাবে বাউন্ড্ররি  করতে হয়।  কিন্তু  আপনার পোস্ট পড়ে বুজতে পেরেছি যে কিভাবে বাউন্ড্ররি করতে হয়। এত সুন্দর পোস্ট করে বোঝানোর জন্য ধন্যবাদ।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Akash Ahmed on June 15, 2021, 02:25:11 AM
ক্রিপ্টোকারেন্সি তে আমি নতুন, বাউন্টি তে যেভাবে যোগদান করতে হয় তা হল প্রথমে একটি ফোরাম আইডি থাকা থাকা প্রয়োজন, তারপর বাউন্টি পেজে গিয়ে জয়েন করতে ফরম ফিলাপ করতে হয়। এবং কি বাউন্টি করার জন্য ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, রেডিট এ অ্যাকাউন্ট থাকতে হয়। এবং ইউটিউব বাউন্টি করতে ইউটিউবে চ্যানেল থাকতে হয়, টিকটক বাউন্টি করতে টিক টক এ অ্যাকাউন্ট থাকতে হয়। রুলস অনুযায়ী কাজ করে সাপ্তাহিক কাজ জমা দিতে হয়। এবং সপ্তাহ শেষে প্রেমেন্ট স্টিক দেয় ফলোয়ার ,ফ্রেন্ড অনুযায়ী। এভাবে বাউন্টি শেষ হলে প্রেমেন্ট ওয়ালেট এ দেয়া হয়। এভাবেই বাউন্টিতে যোগদান এবং কাজ করতে হয়।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Pikachu on June 16, 2021, 04:37:57 AM
ধন্যবাদ ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এতে আমরা নতুনরা অতি সহজে বাউন্টিতে যোগদান করতে পারব আর আমরা আশা করব সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: md antor hasan on June 16, 2021, 07:01:32 AM
আমি বাউন্টিতে কি ভাবে জয়েন হতে হয় ভালো করে বুঝতাম না।আপনার পোষ্টটি পড়ে পুরোপুরি বুঝতে পারলাম কিভাবে বাউন্টিতে জয়েন হতে হয়।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Anjel Tisha on June 17, 2021, 04:48:33 AM
নতুন অবস্থায় সবারই প্রশ্ন থাকে-কিভাবে বাউন্টিতে জয়েন করতে হয়?
বাউন্টি করার জন্য বাউন্টি সেকশনে (https://www.altcoinstalks.com/index.php?board=22.0) যাবেন। সেখানে নতুন নতুন সব বাউন্টি পোস্ট হলেই পাবেন লিংক।
Altcoinstalks চলমান বাউন্টি ক্যাম্পেইন গুলো। (https://www.altcoinstalks.com/index.php?topic=190853.0) এখানেও সব চলমান বাউন্টি গুলোর লিস্ট পাবেন। এখান থেকেও লিংকে গিয়ে জয়েন করতে পারবেন।


*যে দুটি লিংক বল্লাম সেখান থেকে যে কোন চলমান একটা বাউন্টি লিংক ওপেন করবেন।
*দেখবেন সেটা কবে পোস্ট করা হয়েছে-বাউন্টিটি কত দিন চলবে।
*তারপর বাউন্টির রুলস কয়েকবার পড়বেন বুঝে ‍বুঝে।
*তারপর ফেসবুক, টুইটার, লিংকডইন, রেডিট, ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে যে অপশন আছে তার রুলস পড়ে যেটা যেটা আপনার জন্য সহজ সেটাতে *যোগদানের জন্য ফর্মফিল আপ অর্থাৎ এপ্লাই করবেন।
*রুলস অনুযায়ী সাপ্তাহিক কাজ করে কাজ থেডে বা ফর্মে যেটা বলা থাকবে সেভাবেই করবেন।
*সুন্দর ভাবে রুলস অনুযায়ী কাজ করলে কাজের জন্য আপনাকে সাপ্তাহিক স্টেকস দিবে যেটা বাউন্টি থ্রেডে বলা আছে সেভাবেই।
*বাউন্টি শেষে আপনার সব স্টেকস যোগ করে টোটাল টোকেন দিয়ে সব স্টেকস ভাগ করে প্রতি স্টেক টোকেন হিসেব করে আপনার স্টেকস অনুযায়ী টোকেন পাবেন।
*সেই টোকেন আপনার ওয়ালেটে দিবে যা পরবর্তীতে কোন একচেঞ্জে লিস্টেড হলে সেখানে সেল করে দিতে পারবেন।

আর এভাবে আপনি বাউন্টিতে জয়েন করে আয় করতে পারবেন।
অনেক ধন্যবাদ ভাই। আমাদের নতুনদেরকে সহযোগিতা করার জন্য। আপনার টপিক পড়ে আমরা অনেকেই অনেক কিছু খুব সহজেই বুঝতে পারি। আমাদের নতুনদেরকে আরো সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করছি।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Diknel on July 23, 2021, 05:31:01 AM
ধন্যবাদ ভাই, দেখা যায় যে আমরা যারা নতুন ইউজার আছি আমাদের বাউন্টি তে জয়েন করা নিয়ে আমাদের নানা রকম প্রশ্ন থাকে। তাই মালাম ভাই যে টপিকটা আমাদের মাঝে শেয়ার করেছেন তা থেকে আমরা বাউন্টিতে কিভাবে যোগ দান করব তার সম্পর্কে অনেক ধারণা পাবো, ধন্যবাদ।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Rafi on August 01, 2021, 03:59:03 AM
বাউন্টিতে কিভাবে যোগদান করতে হয় তা আমার জানা নেই, আমি নতুন ইউজার,,তবে আপনার পোস্ট পড়ে জানলাম বাউন্টিতে কিভাবে যোগদান করতে হয়।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Aeso on August 10, 2021, 04:41:44 AM
বাংলা ফানি নতুন হওয়ার কারণে এমনটি সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই বাউন্টিতে কিভাবে যোগ করতে হয় আমি জানিনা তবে আপনাকে এবং আপনার শেয়ার করা লিংক থেকে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ এভাবে আপনারা আমাদের সাহায্য করবেন এবং পাশে থাকবেন তাহলে আমরা যারা নতুন যাচ্ছে তাদের কোন সমস্যা হবে না
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Pagla on November 21, 2021, 01:46:45 PM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমি আপনার পোষ্টের মাধ্যমে বাউন্টিতে কাজ করা শিখেছি এবং দুই-একটা বাউন্টিতে জয়েন হয়ে কাজ করা শুরু করেছে। কিন্তু শুধুমাত্র ফেসবুক এবং টুইটার ক্যাম্পেইন করতে পারি অন্যগুলো এখনো করা শিখি নি তবে আস্তে আস্তে শিখে নিব আপনার পোষ্টের মাধ্যমে আমার বাউন্টি পথযাত্রা শুরু হয়েছে তাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Cinno3 on March 20, 2022, 09:58:38 AM
ধন্যবাদ ভাই খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের জন্য তৈরি করেছেন। ফোরামের চলমান বাউন্টিতে যোগদান করতে গেলে প্রথমে ঐ বাউন্টির রুলস গুলো ফলো করতে হবে। এবং বাউন্টি কতদিন চলবে সেটাও দেখতে হবে। তারপর ফেসবুক, টুইটার, লিংকডইন, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এগুলোতে বিভিন্নভাবে রুলস দেওয়া থাকবে সেগুলো ফলো করতে হবে। তারপরে ফরম ফিলাপ করতে হবে। এভাবেই বাউন্টিতে যোগদান করতে হয়।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Ask55 on March 21, 2022, 03:45:40 PM
ভাই আমি নতুন আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Ghamarsi on June 30, 2022, 05:11:22 PM
ধন্যবাদ ভাই আপনাকে। এই পোস্টটি পড়ে অনেক বেশি উপকৃত হলাম।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Bitrab on July 20, 2022, 04:32:33 PM
ধন্যবাদ ভাই বাউন্টিতে যোগদান করতে হয় তা খুব ভালোভাবে বুঝিয়েছেন খুব সুন্দর একটি টপিক তৈরি করেছেন। বাউন্টিতে যোগদান করতে হলে প্রথমত ওই বাউন্টি ক্যাম্পেইনের রুলস গুলো ফলো করতে হবে। তারপর বাউন্টি ক্যাম্পেইন কত সপ্তাহ চলমান থাকবে তা দেখতে হবে। তারপর টুইটার, ফেসবুক, টেলিগ্রাম, লিংকডইন, ইনস্টাগ্রাম, এগুলো ক্যাম্পেইন থাকবে। এবং ক্যাম্পেইন গুলোর রুলস গুলো ফলো করতে হবে। আপনার সুবিধা অনুযায়ী এগুলোতে ফরম ফিলাপ করতে হবে। এভাবেই বাউন্টিতে যোগদান করতে হয়।
Title: Re: বাউন্টিতে কিভাবে যোগদান করবেন?
Post by: Web Designer on December 19, 2023, 04:14:41 PM
আপনার পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ নতুনদের জন্য। যাইহোক আমি প্রায় তিনবছর ধরে বাউন্টি করি। তবুও আপনার পোস্টটি দেখতে চলে আসলাম।