Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Malam90 on April 06, 2021, 02:06:35 PM

Title: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: Malam90 on April 06, 2021, 02:06:35 PM
অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |

Title: Re: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: Dark Knight on April 07, 2021, 07:43:15 PM
অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |


  আমাদের এই দেশে বিটকয়েন বৈধ না হওয়া সত্ত্বেও অনেকে প্রকাশ্যে এ বিটকয়েন বেচাকেনা করে। তার জন্যই গোয়েন্দারা বিটকয়েন লেনদেনকারী দের খুঁজে নেমেছে। অনেকেই গোয়েন্দাদের হাতে ইতিমধ্যে ধরা পড়েছে এবং তারা শাস্তীও পেয়েছে। আমাদের সবারই উচিত বাংলাদেশের যতদিন না পর্যন্ত বিটকয়েন বৈধ করা হয় ততদিন পর্যন্ত গোপনে বা নিরাপদে বিটকয়েন বেচা কেনা করা উচিত।
Title: Re: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: Sayema on April 08, 2021, 03:33:24 PM
বাংলাদেশে বিটকয়েন লেনদেন অবৈধ। তাই প্রকাশ্যে এটি নিয়ে ব্যবসা করলে বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এমন কোন তথ্য থাকলে তাকে আইনে ঝামেলার মধ্যে পড়তে হবে। তাই আমরা যারা ক্রিপ্টো রিলেটেড আছি আমাদের লেনদেনের ব্যাপারে অনেক সচেতন হতে হবে এবং প্রকাশ্যে বিটকয়েন লেনদেন করা যাবে না।
Title: Re: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: ranaprime on April 14, 2021, 07:18:12 PM
এখন পরিবেশ কিছুটা শান্তিপুর্ন মনে হচ্ছে। কারন কিছুদিন আগে দেখতাম প্রতিনিয়ত এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে নতুন নতুন আপডেট এবং নেগেটিভ তথ্য দেওয়া হত। তবে এখন হয়তো করোনার কারনে কিছুটা কমেছে। তবে থেমে নেই। সবাই সাবধানতা অবলম্বন করে চলতে হবে।
Title: Re: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: Azharul on April 15, 2021, 02:59:26 PM
আমরা জানি ক্রিপ্টো জগতের সকল কয়েন গুলি থেকে বেশি জনপ্রিয় অবস্থানে রয়েছে বিটকয়েন।তবে যাই হোক না কেন এইটা আমাদের দেশে অবৈধ।আমরা সম্প্রতি সময়ে লক্ষ করছি যে বেশ কিছু অবৈধ বিটকয়েন লেনদেনকারীর খোঁজে মাঠে নেমেছে গোয়েন্দারা।তাই আমাদের উচিত আমরা সবাই যেনো এই বিষয়ে সচেতন হই, তানাহলে আমরা সবাই ক্ষতির সম্মুখীন হতে পারি।তাই আমি ফোরামের সকল ভাইদের কাছে মানসম্পন্ন এমন পোস্ট আশা করছি।যেনো আমরা সবাই এই বিষয়ে সচেতন হতে পারি।
Title: Re: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: Random203 on April 18, 2021, 06:21:58 PM
আমাদের বাংলাদেশে বিটকয়েন অবৈধ।  তাই আমাদের দেশে বিটকয়েন লেনদেন নিয়ে আমাদের সবাইকে অবশ্যই অনেক সর্তকতা অবলম্বন করতে হবে।  আমাদের দেশের গোয়েন্দারা মানি লন্ডারিংয়ের সম্ভাবনা কে মাথায় রেখে এখন নানা রকম অভিযান পরিচালনা করে।  তাই আমাদের সবার উচিৎ খুবই গোপনীয় ভাবে এটির সদ্ব্যবহার করা।                     
Title: Re: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: Rothi roy on April 22, 2021, 08:40:52 AM
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন সম্পূর্ণ অবৈধ। তাই প্রকাশ্যে বিটকয়েন লেনদেন কারীদের সরকার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করছে।
যতদিন পর্যন্ত আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা না দেয়। ততদিন পর্যন্ত আমাদের প্রকাশ্যে বিটকয়েন লেনদেন থেকে বিরত থাকতে হবে।
Title: Re: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: saidul2105 on April 28, 2021, 05:56:17 PM
বাংলাদেশী গোয়েন্দারা সব সময়ই বিটকয়েন লেনদেনকারীদের খোঁজে তৎপর রয়েছে।  তারা যে কোন ভাবে এই অবৈধ কয়েনের সাথে যুক্ত ব্যাক্তিদের ধরতে প্রস্তুত।  তাই আমাদের সব সময় অনেক সাবধানে বিটকয়েন লেনদেন করতে হবে।             
Title: Re: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: Angel jara on April 29, 2021, 04:53:31 PM
আমরা জানি ক্রিপ্টো জগতের সকল কয়েন গুলি থেকে বেশি জনপ্রিয় অবস্থানে রয়েছে বিটকয়েন।কারন কিছুদিন আগে দেখতাম প্রতিনিয়ত এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে নতুন নতুন আপডেট এবং নেগেটিভ তথ্য দেওয়া হত। আমাদের লেনদেনের ব্যাপারে অনেক সচেতন হতে হবে এবং প্রকাশ্যে বিটকয়েন লেনদেন করা যাবে না।
Title: Re: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: Fulshai on March 26, 2022, 11:20:36 AM
বর্তমান সারাবিশ্বে ব্যাপকভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা প্রচলন হচ্ছে। আমাদের বাংলাদেশেও ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে গোপনে অর্থের লেনদেন চলছে। বিশ্বের প্রত্যেকটি দেশের প্রায় ক্রিপ্টোকারেন্সি বৈধ ঘোষণা করছে। কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি অবৈধ বলে ইঙ্গিত দিয়েছে। তাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন হল সবচেয়ে জনপ্রিয়। বর্তমানে বিটকয়েনে লেনদেনকারী খুঁজে নেমেছে গোয়েন্দারা। তাই যারা ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত। তারা সাবধানতা অবলম্বন করে কাজ করবে।
Title: Re: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: Cinno3 on March 27, 2022, 04:04:36 PM
বর্তমানে দ্বিগুণ হারে বেড়েছে বিটকয়েন এর জনপ্রিয়তা। বর্তমানে বিটকয়েন বিশ্বের অনেকগুলো দেশে বৈধতা থাকলেও কিন্তু আমাদের দেশে বিটকয়েন লেনদেন অবৈধ বলে ঘোষণা দিয়েছে। যারা এই বিটকয়েন লেনদেন করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এরকম কথাবার্তা বলা হয়েছে। অনেক গোয়েন্দা পুলিশ নেমেছে যারা বিটকয়েন লেনদেন করে তাদের কে ধরার জন্য। তাই আমাদের খুবই সচেতন এবং সতর্ক ভাবে কাজ করে যেতে হবে।
Title: Re: অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোজেঁ নেমেছে গোয়েন্দারা |
Post by: Centus on April 01, 2022, 03:50:01 PM
বিটকয়েন সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবং বিটকয়েনের লেনদেনও অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের বর্তমানে বিটকয়েন অবৈধ। তাই সবাইকে প্রকাশ্যে বিটকয়েন লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। সবাইকে বিটকয়েন লেনদেনে সর্তকতা অবলম্বন করতে হবে। অনেক সরকারে লোকেরা রয়েছে, যারা বিটকয়েন গোপনে লেনদেন করছে তাদেরকে ধরার জন্য। তাই আমরা সবাই সচেতন ভাবে কাজ করে যাব।