Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: Goldlife on May 05, 2021, 07:27:15 PM

Title: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Goldlife on May 05, 2021, 07:27:15 PM
কোন কোন দেশে বিটকয়েন নিয়ে কোন আইন নেই, আবার অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ। তবে রেগুলেটর, অর্থনীতিবিদ এবং বিশ্বজুড়ে অন্যান্য স্টেকহোল্ডাররা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ক্রিপ্টোকারেন্সির উপর বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, যেহেতু তাদের মূল্য বাড়া এবং কমা দ্রুত পরিবর্তন হয়।


শোনা যায় বহুল আলোচিত ক্রিপ্টোকারেন্সি বা ‘বিটকয়েন’ আবিষ্কার করেছিলেন একজন অজানা জাপানি উদ্ভাবক বা অজানা ব্যক্তিদের একটি দল। অদ্ভুতভাবে কম্পিউটার দিয়ে তৈরি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস-এর ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড স্ট্রাটেজিক ম্যানেজমেট বিভাগের গবেষক-প্রভাষক এবং ফলিত অর্থনীতিতে পিএইচডি ডঃ মামুন আলা এসবিএস বাংলার সাথে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি ও ভবিষ্যত নিয়ে কথা বলেছেন।




SBS Language
SAT 6:00 PM  AEST
Bangla radio
এসবিএস বাংলা
অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
DOWNLOAD 15.85 MB
SUBSCRIBE
Stacked cryptocurrency coins
Stacked cryptocurrency coins (Bitcoin, Ethereum, Litecoin) Source: iStock Editorial
কোন কোন দেশে বিটকয়েন নিয়ে কোন আইন নেই, আবার অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ। তবে রেগুলেটর, অর্থনীতিবিদ এবং বিশ্বজুড়ে অন্যান্য স্টেকহোল্ডাররা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ক্রিপ্টোকারেন্সির উপর বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, যেহেতু তাদের মূল্য বাড়া এবং কমা দ্রুত পরিবর্তন হয়।

UPDATEDUPDATED 28/02/2021
BY SHAHAN ALAM
PRESENTED BY SHAHAN ALAM
SHARE
Share on Facebook Share on Twitter
শোনা যায় বহুল আলোচিত ক্রিপ্টোকারেন্সি বা ‘বিটকয়েন’ আবিষ্কার করেছিলেন একজন অজানা জাপানি উদ্ভাবক বা অজানা ব্যক্তিদের একটি দল। অদ্ভুতভাবে কম্পিউটার দিয়ে তৈরি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস-এর ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড স্ট্রাটেজিক ম্যানেজমেট বিভাগের গবেষক-প্রভাষক এবং ফলিত অর্থনীতিতে পিএইচডি ডঃ মামুন আলা এসবিএস বাংলার সাথে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি ও ভবিষ্যত নিয়ে কথা বলেছেন।

হাইলাইটস


ক্রিপ্টোকারেন্সি কথাটির বাংলা অর্থ করলে দাঁড়ায় গুপ্ত মুদ্রা, এটি আসলে ভার্চুয়াল মুদ্রা।
ক্রিপ্টোকারেন্সিগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিটকয়েন; এক একটি বিটকয়েন তৈরী হয় কম্পিউটার প্রোগ্রামিংয়ের জটিল গাণিতিক ধাধাঁ সমাধানের মধ্যে দিয়ে।
এটি ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত মুদ্রা, অর্থাৎ কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এটির লেনদেন হয় না।
How to handle pandemic debt
সেটেলমেন্ট গাইডঃ মহামারীর সময়ে ঋণগ্রস্ত হয়ে গেলে যা করতে পারেন
Dr. Mamun Ala
Dr. Mamun Ala
Dr. Mamun Ala
ডঃ মামুন আলা বলেন, অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, আবার কোন কোন দেশে এটি নিয়ে কোন সুনির্দিষ্ট আইন নেই।

"বিটকয়েন মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশেই বৈধ....অস্ট্রেলিয়া ২০১৩ সালের ডিসেম্বরে বিটকয়েনকে আইনগতভাবে বৈধ বলে ঘোষণা দিয়েছে।"
তিনি বলেন, "অন্যদিকে বাংলাদেশ, ভিয়েতনাম, সৌদি আরবসহ ৯টি দেশে বিটকয়েন অবৈধ, আবার কোন কোন দেশে বৈধ বা অবৈধ কোনটিই নয়।"

The All Ordinaries index at the Australian Stock Exchange (ASX)
স্টক মার্কেটে বিনিয়োগে সাফল্য পেতে প্রচুর পড়াশোনা করা প্রয়োজন, ধারণা থাকতে হবে রিটার্ন এবং রিস্ক সম্পর্কে: সালমান আরিফ
ডঃ মামুন আলা বলেন, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ।

তিনি বিলিওনিয়ার ব্যবসায়ী ইলোন মাস্কের উদাহরণ প্রসঙ্গে বলেন, তিনি ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের ঘোষণা দেয়ার সাথেই সাথেই এর দাম বেড়ে গেছে ১৬ শতাংশ।

"আবার অন্যদিকে এতে ক্র্যাক ডাউনের ভয় আছে, কারণ বিভিন্ন দেশের সরকার এটিকে প্রচলিত মুদ্রার বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারে।"


More info: https://www.sbs.com.au/language/bangla/audio/bitcoin-transactions-are-legal-in-many-countries-but-investing-in-them-is-very-risky-dr-mamun-ala


Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: RSRS on June 07, 2021, 10:17:50 AM
আমাদের দেশে যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছে তাদের মধ্যে খুবই কম ইউজার আছে যারা বিনিয়োগ করে থাকে। ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ কেননা খুব তাড়াতাড়ি কোন কয়েনের দাম ওঠানামা করে। যেহেতু আমাদের দেশে বিনিয়োগকারীর সংখ্যা কম তাই আমাদের তেমন ঝুঁকি নেই বললেই চলে।
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: ttcsalam on June 07, 2021, 04:22:21 PM
আমাদের দেশে যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছে তাদের মধ্যে খুবই কম ইউজার আছে যারা বিনিয়োগ করে থাকে। ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ কেননা খুব তাড়াতাড়ি কোন কয়েনের দাম ওঠানামা করে। যেহেতু আমাদের দেশে বিনিয়োগকারীর সংখ্যা কম তাই আমাদের তেমন ঝুঁকি নেই বললেই চলে।
আপনি সঠিক কথা বলেছেন আপনার সাথে আমি সহমত পোষন করছি।কেননা বেশিরভাগ বেকার কিংবা চাকুরীজীবা রা মুলত ফেরামে কাজ করে থাকেন ফ্রিল্যান্সার হিসাবে। তারা এটাকে ব্যবহার করেন শুধু মাত্র পেমেন্ট পাওয়ার মাধ্যম হিসাবে এছাড়া আর কিছূই নহে।
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Gentle on June 23, 2021, 06:56:55 AM
পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও বিটকয়েন লেনদেন অনুমোদন নেই। আমাদের এখানেও বিটকয়েন লেনদেন অনেক ঝুঁকিপূর্ণ কারণ বায়ারদের কাছে বিক্রি করতে গেলে অনেক সময় তা আর পেমেন্ট করে না। অপরদিকে পুলিশ প্রশাসনের নানারকম তৎপরতা ফলে ক্রিপ্টোকারেন্সি কাজ করা অনেক ঝুঁকিপূর্ণ  তাই লুকিয়ে গোপনে কাজ করতে হয়।
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Maxtel on July 01, 2021, 05:17:28 AM
বিশ্বের অনেক দেশেই ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া হয়েছে। এবং সেসব দেশে কাগজের টাকার মতন ক্রিপ্টোকারেন্সি মুদ্রাগুলো লেনদেন হচ্ছে। কয়েকদিন আগে আফ্রিকার একটি দেশ এল সালভাদর ক্রিপ্টোকারেন্সি কে সে দেশে অনুমোদন দিয়েছে। এবং সেখান আলু পটল ক্রয়ের জন্য বিটকয়েন লেনদেন করা যায়।
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: 420 on July 25, 2021, 09:45:39 AM
পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও বিটকয়েন লেনদেন অনুমোদন নেই। আমাদের এখানেও বিটকয়েন লেনদেন অনেক ঝুঁকিপূর্ণ কারণ বায়ারদের কাছে বিক্রি করতে গেলে অনেক সময় তা আর পেমেন্ট করে না। অপরদিকে পুলিশ প্রশাসনের নানারকম তৎপরতা ফলে ক্রিপ্টোকারেন্সি কাজ করা অনেক ঝুঁকিপূর্ণ  তাই লুকিয়ে গোপনে কাজ করতে হয়।
ভাই আপনি ঠিক কথা বলছো। বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সি অবৈধ থাকার কারণে আমাদের খুব সাবধানতার সাথে লুকিয়ে কাজ করতে হয়।
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Piku on February 22, 2022, 02:32:48 PM
যেই দেশের আইন ব্যবস্থা টাকার কাছে বিক্রি হয়, সেই দেশে যদি ডিজিটাল মুদ্রা বৈধতা ঘোষণা করা হয় তাহলে দুর্নীতির চরম শিখরে বাংলাদেশের নাম প্রথমে আসবে। তাই আমি আগে থেকেই বলতে চাই, বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি অনুমোদন দেওয়ার আগে বাংলাদেশের আইন ব্যবস্থা কঠোর হওয়া উচিত। বাংলাদেশের আইন ব্যবস্থা যদি করা না হয় তাহলে দেশ থেকে প্রচুর টাকা বিদেশে ডিজিটাল মুদ্রা মাধ্যমে পাচার হয়ে যাবে। তাই বাংলাদেশের মানুষের সুবিধার্থে কঠোর আইন করা উচিত।
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Diknel on February 27, 2022, 11:15:56 AM
বর্তমানে বিশ্বের অনেক দেশেই ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে এখনও বিটকয়েন বৈধতা দেওয়া হয়নি। আমাদের বাংলাদেশে বিটকয়েন লেনদেনে অনেক ঝুঁকিপূর্ণ রয়েছে ‌‌। এবং আমাদের বাংলাদেশে খুবই কম ইউজার আছে যারা বিটকয়েনে বিনিয়োগ করে। যেহেতু বাংলাদেশে বিটকয়েন বৈধ নয়, তাই পুলিশ প্রশাসনের ভয় রয়েছে
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Fulshai on March 17, 2022, 05:07:05 PM
বর্তমানে প্রায় বিশ্বের প্রতিটি দেশে বিটকয়েন বৈধ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ বিটকয়েন বৈধ করা হয়নি। এজন্য বাংলাদেশে বিটকয়েন লেনদেন করা অনেকটাই ঝুঁকিপূর্ণ। তাই বাংলাদেশ অতি তাড়াতাড়ি বিটকয়েন বৈধ করা উচিত। আর বাংলাদেশ বিটকয়েন যদি বৈধ না করে। তাহলে বিটকয়েন লেনদেন কারীদের অসুবিধা হয়। কারণ বিদেশি বায়ারদের কাছে বিটকয়েন বিক্রি করলে অনেক সময় তার প্রেমেন্ট দেয় না। পেমেন্ট না দিলে আর কিছু করার থাকেনা। কারণ আমাদের দেশে বিটকয়েন হচ্ছে অবৈধ। তাই আশা করব ভবিষ্যতে বাংলাদেশ যেন বিটকয়েন কে বৈধ করা হয়।
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Cinno3 on April 01, 2022, 10:14:02 AM
বর্তমানে বিশ্বের অনেক দেশেই বিটকয়েন লেনদেন বৈধ। ওইসব দেশগুলো প্রতিনিয়ত বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে যাচ্ছে। আমাদের বাংলাদেশেও বিটকয়েন এখন পর্যন্ত বৈধতা দেওয়া হয়নি ‌। তাই আমাদের বাংলাদেশে বিটকয়েনে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বাংলাদেশে এরকম কথা বলা হয়েছে যারা বিটকয়েনে লেনদেন করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং অনেক সময় বিনিয়োগ করে লসে পড়তে হয়। কারণ বিটকয়েনের দাম সব সময় আপডাউন করে।
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Centus on June 29, 2022, 05:03:38 PM
খুব তাড়াতাড়ি বিটকয়েন বৈধতা পাবে। বাংলাদেশ খুব তাড়াতাড়ি বাণিজ্য শুরু হবে। বাংলাদেশ প্রত্যেকটা খাতে উন্নতি লাভ করেছে। বাংলাদেশ বিভিন্ন উন্নতির দেশগুলোকে ফলো করে। আমাদের দেশের সরকার ভারতকে অনেক শুভাকাঙ্ক্ষী মনে করে। তবে ভারতের কার্যকলাপগুলো বাংলাদেশ সরকার কেন ফলো করে না। প্রশ্ন হলো ভার্চুয়াল কারেন্সি লেনদেন কেন অনুমোদন দিচ্ছে না। তাই আশা করা যায় যে ভবিষ্যতে হয়তো দিবে। এখানে স্বার্থের চিন্তা নিয়ে সবাই ব্যস্ত। অনুমোদন দিলে হয়তো দেশের টাকাগুলো ভার্চুয়াল মাধ্যমেই পাচার হয়ে যাবে। সবাই স্বার্থবাদী। তাই ব্লকচেইন মাধ্যমে অনেক বেশি সিকিউরিটি এর প্রয়োজন রয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি এ বিষয়ে নজর দেয় তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Web Designer on December 19, 2023, 07:25:49 PM
আমাদের দেশে অবৈধ থাকার কারণে আমাদেরও অনেক সাবধান হয়ে থাকতে হয়।
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Altcoin1998$ on January 05, 2024, 04:54:13 AM
আমাদের দেশে অবৈধ থাকার কারণে আমাদেরও অনেক সাবধান হয়ে থাকতে হয়।
পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশ নয় বরং আরো অনেক দেশে বিটকয়েনের বৈধতা দেওয়া হয় নাই কিন্তু তাদের মতো কি আমরাও সচেতন এবং বিটকয়েনের ভালো ব্যবহার করতে পারি।
আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়তো কখনোই আমাদের দেশে বিটকয়েনের বৈধতা দেওয়া সম্ভব হবে না। কিন্তু একটি বিষয় খেয়াল করুন আমাদের দেশে যদি বিটকয়েন বৈধতা দেওয়া হয় তাহলে আপনি ধারণাই করতে পারবেন না একদিনেই সোনালী, রুপালি, জনতা,সব ব্যাংকের টাকা হাওয়া হয়ে গেছে।তাই সাধারণ জনগণের জন্যেই আমাদের দেশে বিটকয়েনের বৈধতা না দেওয়াই ভালো মনে হয়।
আমাদের সোনার দেশের সোনার রাজনৈতিক ব্যাক্তিত্বরা যদি সোনার মানুষ হতো তাহলে হয়তো বিটকয়েনের বৈধতা দেওয়া হলেও হয়তো বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো আমি ভাই মানি লন্ডারিং এর কথা বলছি। কেননা বিটকয়েনকে সরকার ও সেন্ট্রাল ব্যাংকের ক্ষমতা নেই নিয়ন্ত্রণ করার।
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Celsius on January 12, 2024, 02:08:25 AM
পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও বিটকয়েন লেনদেন অনুমোদন নেই। আমাদের এখানেও বিটকয়েন লেনদেন অনেক ঝুঁকিপূর্ণ কারণ বায়ারদের কাছে বিক্রি করতে গেলে অনেক সময় তা আর পেমেন্ট করে না। অপরদিকে পুলিশ প্রশাসনের নানারকম তৎপরতা ফলে ক্রিপ্টোকারেন্সি কাজ করা অনেক ঝুঁকিপূর্ণ  তাই লুকিয়ে গোপনে কাজ করতে হয়।
ভাই আপনি ঠিক কথা বলছো। বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সি অবৈধ থাকার কারণে আমাদের খুব সাবধানতার সাথে লুকিয়ে কাজ করতে হয়।
লুকিয়ে না থাকার উপায় নেই তো।
একবার পুলিশ ধরতে পারলে আপনাকে আমাকে বিটকয়েনের জনক বানিয়ে পত্রিকায় নিউজ প্রকাশ করবে।
বলবে ৩০০০০বিটিসি লেনদেনের দায়ে এই লোক অভিযুক্ত।
লও ঠেলা!!!
Title: Re: অনেক দেশেই বিটকয়েনে লেনদেন বৈধ, তবে এতে বিনিয়োগ ভীষণ ঝুঁকিপূর্ণ: ডঃ মামুন আলা
Post by: Perfect540 on January 15, 2024, 03:45:00 PM
পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও বিটকয়েন লেনদেন অনুমোদন নেই। আমাদের এখানেও বিটকয়েন লেনদেন অনেক ঝুঁকিপূর্ণ কারণ বায়ারদের কাছে বিক্রি করতে গেলে অনেক সময় তা আর পেমেন্ট করে না। অপরদিকে পুলিশ প্রশাসনের নানারকম তৎপরতা ফলে ক্রিপ্টোকারেন্সি কাজ করা অনেক ঝুঁকিপূর্ণ  তাই লুকিয়ে গোপনে কাজ করতে হয়।
ভাই আপনি ঠিক কথা বলছো। বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সি অবৈধ থাকার কারণে আমাদের খুব সাবধানতার সাথে লুকিয়ে কাজ করতে হয়।
লুকিয়ে না থাকার উপায় নেই তো।
একবার পুলিশ ধরতে পারলে আপনাকে আমাকে বিটকয়েনের জনক বানিয়ে পত্রিকায় নিউজ প্রকাশ করবে।
বলবে ৩০০০০বিটিসি লেনদেনের দায়ে এই লোক অভিযুক্ত।
লও ঠেলা!!!
একদম খারাপ বলেননি কথাটা এক্ষেত্রে যতটা লেনদেন হয় না ঠিক পত্রিকা খুলে মনে হয় পুলিশ বাংলাদেশে যতগুলো বিটকয়েন তৈরি করে গেছে ততটাই হয়তো ধরা খাওয়া লোকটি লেনদেন করেছে। ভাই বাংলাদেশী পুলিশ  মনে করে বিটকয়েন হয়তো টাকার মতো। যেখানে কোন চোর ধরা পড়লে বলে দশ হাজার টাকা নিলে পুলিশ কেসে লিখতে বলে ১০ লক্ষ টাকা ঠিক তেমনি এক বিটকয়েন লেনদেন করলে পুলিশ সংবাদ সম্মেলনে এসে বলে ১০ হাজার বিটকয়েন লেনদেন করেছে। বিটকয়েন তো আর বললাম না যে একজন ১০ হাজার বিটকয়েন লেনদেন করে ধরা খাবে। তবে বিট কয়েন লেনদেন যাই করি না কেন সেটার ডকুমেন্ট যাতে বের করতে না পারে এজন্য আপনাদের আমাদের সর্তকতা অবলম্বন করতে হবে। খারাপ পরিস্থিতিতে মানুষ যে কোন সময় পড়তে পারে তাই সবাইকে ভালোভাবে সতর্কতা হয়ে চলার অনুরোধ রইল।