Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: LeoKnight on May 23, 2022, 01:32:51 PM

Title: ক্রিপ্টো জগত কি আসলে Ponzi scheme নাকি ফিউচার টেকনোলজি ?
Post by: LeoKnight on May 23, 2022, 01:32:51 PM
পৃথিবীতে নতুন নতুন বিষ্ময়কর আবিষ্কারগুলো সবসময় অবহেলিত হয়েছে। মানব জাতি  হটাৎ করে খুব ভাল কিছু পেলে তা বিশ্বাস করতে পারে না।গ্যালিলিও যখন বলেছিল যে পৃথিবী গোল এবং সূর্যের চারদিকে ঘুরে তখন এই কথা বলার জন্য তাকে অন্ধকার কারাগারে যেতে হয়েছিল। প্রথম যখন রোবটিক টেকনোলজি আবিষ্কার হয় তখন মানুষ বলেছিল এটা মানবজাতি ধ্বংসের কারন হবে।উপমহাদেশে যখন প্রথম  বৃটিশরা আসে তখন অনেক মুসলমান ইংরেজি শিখতে চাইতো না  কারন ইংরেজি শিখলে নাকি তারা কাফির হয়ে যাবে।অর্থাৎ প্রতিটি সেক্টরে যখন নতুন কিছু আসে তা আমরা গ্রহণ করতে চাই না।ঠিক তেমনই ব্লকচেইন টেকনোলজি হচ্ছে অর্থনীতির জন্য বিংশ শতকের সবচেয়ে বড় আবিষ্কার। আর এই জন্যই ২০১৬ সালে   Satoshi nakamoto অর্থনীতিতে নোবেল পুরষ্কারে মনোনীত হয়েছিল বাট তিনি তার ছদ্মবেশ বেধ করে সামনে আসেনি। আর এইরকম একটা আবিষ্কার কে কিছু অসুস্থ মানুষ Ponzi scheme বলে।আর যারা বলে তারা নিজেদের স্বার্থের জন্যই বলে, যেমন JP Morgan(টপ র‍্যাংকড ব্যাংক ইন USA) CEO,, Jamie Dimon, ফেসবুকের প্রতিষ্ঠাতা, গুগলের প্রতিষ্ঠাতা,২০৫ টি দেশের সরকার থেকে শুরু করে সকল বড় বড় সেন্ট্রালাইজড কোম্পানির মালিকগুলো ক্রিপ্টো কে ঘৃণা করে এর কারন হচ্ছে ব্লকচেইন টেকনোলজি পৃথিবীতে এডাপটেশন হয়ে গেলে তারা তাদের পুঁজিবাদি ব্যাবসা হারিয়ে ফেলবে।যেমন ব্যাংকের মত বাটপারি প্রতিষ্ঠান গুলোর বিকল্প হিসেবে থাকবে কিছু Lending and borrowing cryptocurrency protocol. আর ব্যাংক যদি অচল হয়ে যার তাহলে সরকার সাধারণ জনগণের টাকা নিয়ে প্রতারণা করতে পারবে না।Google ক্রিপ্টোকে ঘৃণা করে কারন ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে Web 3.0 বাস্তবায়ন সম্ভব। যেখানে Web 2.0(বর্তমান ইন্টারনেট ব্যাবস্থা) সেন্ট্রালাইজড এবং গ্রাহকের ব্যাক্তিগত ডাটা চুরি করে তারা ব্যাবসা করে সেখানে Web 3.0 হবে ডিসেন্ট্রালাইজড এবং কোন কম্পানি গ্রাহকের ব্যাক্তিগত ডাটা চুরি করতে পারবে না।তখন বিজ্ঞাপন দেওয়ার জন্য মানুষ Google ব্যবহার না করে Adshare এর মত Crypto platform ইউজ করবে। (আপনারা চাইলে Adshare (ADS) কয়েনে বিনিয়োগ করতে পারেন এটা অলরেডি all time low থেকে ২৯০০০% প্রফিট দিছে।) Google cloud এর মত সেন্ট্রালাইজড স্টোরেজ সিস্টেম ইউজ না করে File coin এবং  Arweave এর মত ডিসেন্ট্রালাইজড স্টোরেজ সিস্টেম ইউজ করবে। (আপনারা চাইলে Arweave (AR) এ বিনিয়োগ করতে পারেন, এটার ফিউচার অনেক ভাল)। সেন্ট্রালাইজড সোস্যাল মিডিয়া ফেসবুক, রেডিট, ইউটিউব এর পরিবর্তে Web 3 এর  ডিসেন্ট্রালাইজ সোস্যাল মিডিয়া ইউজ করবে। (এই কয়েন গুলো নিয়ে পরে বিস্তারিত পোস্ট করব)

সর্বশেষ কথা হল যে, ১৯৯৪ সাল থেকে ২০০৪ পর্যন্ত সময়টা ছিল ইন্টারনেটের Web 1। ২০০৪ - বর্তমান পর্যন্ত সময়টা হল Web 2।  বাট এখন আমরা Web 3 এর যুগে প্রবেশ করতেছি। আর ব্লকচেইন টেকনোলজি হল Web 3  এর মূলমন্ত্র। সুতরাং বলা যায় যে Crypto space  এর জার্নি টা তো সবে শুরু হল, শেষ হওয়া তো এখনো অনেক বাকি।
Title: Re: ক্রিপ্টো জগত কি আসলে Ponzi scheme নাকি ফিউচার টেকনোলজি ?
Post by: Madmax789 on November 14, 2022, 11:36:36 AM
ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা। যার কোন বাস্তব রূপ নেই। এর অস্তিত্ত্ব শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব। যার পুরো কার্যক্রম ক্রিপ্টগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়।