Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Rony24h7 on October 13, 2018, 07:49:35 AM

Title: Capped (ক্যাপড) VS Uncapped (আনক্যাপড)
Post by: Rony24h7 on October 13, 2018, 07:49:35 AM
আজকে আলোচনা করবো ICO এর  Capped (ক্যাপড) এবং Uncapped (আনক্যাপড) এর ভিতরে ডিফারেন্স কি এই বিষয়ে। যারা ICO তে ইনভেস্ট করবেন বলে ভাবছেন অথবা অলরেডি ইনভেস্ট করা আরাম্ভ করে দিয়েছেন তারা নিশ্চই এই শব্দ দুইটি দেখেছেন। ICO তে অনেক জায়গায় নিশ্চই দেখেছেন Capped এতো লেখা আছে অথবা Uncapped। শুধুই যে যারা ইনভেস্ট করবে তাদেরই জন্য এইগুলা জানা জরুরী তা কিন্তু না। আমরা যিনারাই এই ক্রিপটোর সাথে জড়িতো সবারই এই বিষয় গুলা ব্যাপারে নলেজ থাকা অবশ্যই জরুরী।

Capped (ক্যাপড) ICO:
Capped আইসিও তে কোম্পানি অথবা আইসিও এর টিম প্রথমেই একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে, তাদের ঠিক এই পরিমান ফান্ডই কালেক্ট করতে হবে। প্রথমেই তারা তাদের ”হোয়াইট পেপারে” লিখে দেয় আমাদের টোটাল ৪০ মিলিয়ন কিংবা ৫০ মিলিয়ন ডলারই লাগবে, এর চাইতে বেশি তাদের ফান্ড দরকার নাই। মানে Capped আইসিও তে একটা নির্দিষ্ট এ্যামাউন্ট এর কথা উল্লেখ থাকে।

Uncapped (আনক্যাপড)ICO :
Uncapped আইসিও তে কোনো নির্দিষ্ট এ্যামাউন্ট এর কথা উল্লেখ থাকে না। যতো ডলারই আসুক সব পকেটে। যতো টাকাই আসুক তার সমস্তটাই রেখে দেয়।

এর আগে যেমন সফটক্যাপ এবং হার্ডক্যাপ নিয়ে আলোচনা করেছিলাম। সফটক্যাপ মিনিমাম ফান্ড রেইজিং গোল আর হার্ডক্যাপ ম্যাক্সিমাম ফান্ড রেইজিং গোল।
এখানে কি হয় Uncapped (আনক্যাপড) ICO তে কোনো হার্ডক্যাপ থাকে না। যতো টাকাই আসুক না কেনো সব রেখে দেয়। হার্ডক্যাপ আমাদের শেখায় আমার একটা ম্যাক্সিমাম এ্যামাউন্ট নির্দিষ্ট করা আছে, এর চাইতে বেশি ফান্ড যদি চলে আসে তাহলে যারা ইনভেস্ট করেছে ম্যাক্সিমাম এ্যাচিভ হওয়ার পরে তাদেরকে তাদের ফান্ড রিফান্ড করে দিবো। কিন্তু Uncapped (আনক্যাপড) আইছিও তে এমন হয় না যেহেতু তাদের হার্ডক্যাপ থকে না ।

Uncapped আইসিও এর এ্যাডভান্টেজ ডিসএ্যাডভান্টেজ দুইটাই আছে। এ্যাডভান্টেজ হচ্ছে,  প্রচুর ফান্ড তাদের কাছে চলে আসে। প্রজেক্ট এ কাজ করতে তাদের কোনো সমস্যাই হবে না। ডিসএ্যাভান্টেজ হচ্ছে, ইনভেস্টমেন্ট বেশি হওয়ার কারনে ইনভেস্টর এর সংখা বেশি হয়ে যায় এবং টোকেন এর ভ্যালু কমে যায়।
এই কারনে অনেকেই আনক্যাপড আইসিও কে এ্যাভোয়েড করে চলে। আইসিও তে বিনিয়োগকারি হিসেবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আশাকরি ছোট কিন্তু জরুরী এই বিষয়টা আপনাদেরকে ইনভেস্ট করার আগে সহয়তা করবে। সেই সাথে কোন আইসিও তে ইনভেস্ট এবং কাজ করা জায় তা বুঝতে পারবেন।
Title: Re: Capped (ক্যাপড) VS Uncapped (আনক্যাপড)
Post by: Goku01 on October 14, 2018, 12:58:59 AM
A good information for investors.  Without proper knowledge investing at any ICO is the reason for loss. With this information people can understand what the project manager are trying to accomplish. When people understand the goal it will be easier for them to select good ICO.
Title: Re: Capped (ক্যাপড) VS Uncapped (আনক্যাপড)
Post by: Rony24h7 on October 14, 2018, 06:51:20 AM
A good information for investors.  Without proper knowledge investing at any ICO is the reason for loss. With this information people can understand what the project manager are trying to accomplish. When people understand the goal it will be easier for them to select good ICO.

আপনি ঠিকই বলেছেন ভাই। এই কারনে পোস্টটি করা। আর আইসিও তে যারা ইনভেস্ট করে বা করবে শুধু তাদের জন্যই পোস্টটি করি নাই। আমাদের দেশে অথবা এই ফরামের বাংলা ভাষা ভাষি যারা আছি তাদের ভিতরে ইনভেস্ট করার চাইতে আইসিও তে কাজ করে ফ্রি টোকেন পাওয়ার প্রবনতা বেশি। আর অনেকে এমন অভিযোগ অনেক সময় করে থাকে, যে আইসিও এর টোকেন এর অরিজিনাল ভ্যালু বেশি ছিলো কিন্তু এক্সেন্জারে বিক্রি করার সময় এতো কম পাচ্ছি কেনো। আগের চাইতে মুল্য এতো কম কেনো। এই তারাই যদি আইসিও তে কাজ করার আগে টপিক এ উল্লেখ বিষয় গুলো নিয়ে একটু গবেষনা করে তাহলে নিশ্চই ভালো আইসিও সিলেক্ট করার ক্ষেত্রে সুবিধা হবে।
Title: Re: Capped (ক্যাপড) VS Uncapped (আনক্যাপড)
Post by: Lima on October 17, 2018, 05:31:33 AM
ধন্যবাদ আপনাকে আপনি ভালো ইনফরমেশন দিয়েছেন। এরকমভাবে সবাই ভালো পোষ্ট করার চেষ্টা করলে তাহলে স্পামিং এর পরিমান কমে যাবে এবং সাইট ভালো থাকবে।
Title: Re: Capped (ক্যাপড) VS Uncapped (আনক্যাপড)
Post by: Rony24h7 on October 17, 2018, 05:27:47 PM
ধন্যবাদ আপনাকে আপনি ভালো ইনফরমেশন দিয়েছেন। এরকমভাবে সবাই ভালো পোষ্ট করার চেষ্টা করলে তাহলে স্পামিং এর পরিমান কমে যাবে এবং সাইট ভালো থাকবে।
স্বাগতম আপনাকে। যেহেতু স্পামিং এর কথা বলছেন, তাই আপনাকে বলছি। আপনিও কিছুটা সেই রাস্তাতেই চলছেন। হয়তোবা দ্রুত র‌্যাংক পাওয়ার জন্য ব্যাপক হারে পোস্ট করে যাচ্ছেন। এইটা মনে হয খুব একটা ভালো হচ্ছে না আপনার জন্য। আমি চেক করে দেখলাম আপনি অলরেডি দ্রুত পোস্ট করার জন্য একটা ব্যাজ পেয়েগেছেন। পোস্ট সংখ্যা প্রায় ২৯ টা একদিনে আমি এই লেখার আগে পর্যন্ত। আমার মনে হয় এতো দ্রুত কিছু না করে একটু ধীরে সুস্থে আগাইলে ভালো হয়। পোস্ট করেন সমস্যা নাই, তাই বলে এতোটা না। আর খেয়াল রাখবেন পোস্টের শব্দ সংখ্যা এবং কোয়ালিটি যেনো ঠিক থাকে।
Title: Re: Capped (ক্যাপড) VS Uncapped (আনক্যাপড)
Post by: Redowan Hasan on October 17, 2018, 07:18:38 PM
ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ  ইনফরমেসন দেওয়ার জন্য। আশা করি এরকম তথ্য দিয়ে সব সময় পাসে থাকবেন এবং ফুরামকে সচল রাখবেন। ধন্যবাদ
Title: Re: Capped (ক্যাপড) VS Uncapped (আনক্যাপড)
Post by: Lima on October 18, 2018, 05:56:39 AM
ধন্যবাদ আপনাকে আপনি ভালো ইনফরমেশন দিয়েছেন। এরকমভাবে সবাই ভালো পোষ্ট করার চেষ্টা করলে তাহলে স্পামিং এর পরিমান কমে যাবে এবং সাইট ভালো থাকবে।
স্বাগতম আপনাকে। যেহেতু স্পামিং এর কথা বলছেন, তাই আপনাকে বলছি। আপনিও কিছুটা সেই রাস্তাতেই চলছেন। হয়তোবা দ্রুত র‌্যাংক পাওয়ার জন্য ব্যাপক হারে পোস্ট করে যাচ্ছেন। এইটা মনে হয খুব একটা ভালো হচ্ছে না আপনার জন্য। আমি চেক করে দেখলাম আপনি অলরেডি দ্রুত পোস্ট করার জন্য একটা ব্যাজ পেয়েগেছেন। পোস্ট সংখ্যা প্রায় ২৯ টা একদিনে আমি এই লেখার আগে পর্যন্ত। আমার মনে হয় এতো দ্রুত কিছু না করে একটু ধীরে সুস্থে আগাইলে ভালো হয়। পোস্ট করেন সমস্যা নাই, তাই বলে এতোটা না। আর খেয়াল রাখবেন পোস্টের শব্দ সংখ্যা এবং কোয়ালিটি যেনো ঠিক থাকে।
আমার অজানা তথ্য জানিয়েছেন সেই কারনে আপনাকে ধন্যবাদ।