Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Dj01864 on August 26, 2020, 02:46:42 PM

Title: বিটকয়েন গোল্ড?
Post by: Dj01864 on August 26, 2020, 02:46:42 PM
বিটকয়েন গোল্ড খুব দ্রুত বাড়ছে।
 দামগুলি বেশি থাকাকালীন আমি বিটকয়েন সোনার বিক্রয়ের পরামর্শ দিচ্ছি।
বাকিটা আপনারদের ইচ্ছা।
কারন সব সময় এক দাম থাকে নাহ।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Mrkadir85 on August 26, 2020, 03:21:17 PM
বিটকয়েনের দাম কয়েক মাস ধরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এটা ঠিক কিন্তু আপনি পোস্টে কি বোঝাতে চেয়েছেন তার কিছুই বুঝতে পারলাম না। দয়া করে ভালোভাবে বুঝে শুনে পোস্ট করলে ভালো হতো।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Triedboy on August 27, 2020, 02:29:34 AM
ফোরামে যারা সিনিয়র ভাই আছে তাদের কাছে আমার একটি প্রশ্ন হলো বিটকয়েন এর দাম বাড়া বা কোম এটা কি সোনর উপর প্রভাব পড়বে?বা এটা কি অন্য কোন জিনিসের উপর প্রভাব ফেলবে?দয়া করে একটু বলবেন।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Dj01864 on August 27, 2020, 07:32:14 AM
বিটকয়েনের দাম কয়েক মাস ধরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এটা ঠিক কিন্তু আপনি পোস্টে কি বোঝাতে চেয়েছেন তার কিছুই বুঝতে পারলাম না। দয়া করে ভালোভাবে বুঝে শুনে পোস্ট করলে ভালো হতো।
এই ফোরামে নতুন ইউজার তো সেই জন্য একটু ভুল হতেও পারে।
আশা করি সামনে ভালো পোষ্ট করতে পারবো প্রথম তো সেই জন্য এই রকম বুজাতে পারছি নাহ মনে হয় ভালো করে।
ভালো ভাবে পোষ্ট কোড়বো ইনশাআল্লাহ।
সিনিয়ার ভাইদের বলছি একটু ছোট ইউজারদের একটু হেল্প করে পাশে থাকবেন।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Greatwall on October 15, 2020, 06:51:03 AM
ফোরামে যারা সিনিয়র ভাই আছে তাদের কাছে আমার একটি প্রশ্ন হলো বিটকয়েন এর দাম বাড়া বা কোম এটা কি সোনর উপর প্রভাব পড়বে?বা এটা কি অন্য কোন জিনিসের উপর প্রভাব ফেলবে?দয়া করে একটু বলবেন।

সঠিক করে আমি বলতে পারব না যেহেতু ফোরামে কিছুদিন ধরে কাজ করতেছি। তবে একটা কথা আমার বিশ্বাস হয় যে বিটকয়েন যেহেতু সকল কয়েনের রাজা সেহেতু একটু প্রভাব পড়তে পারে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Rakin343 on October 15, 2020, 07:00:11 AM
আসলে কিছু কিছু সময় এমন কিছু পোস্ট করেন যেটা আসলে বোঝা যায়। এখন বর্তমানে যে পোস্ট আপনি করেছেন এই পোষ্টের আমি কি উত্তর দিব আমি নিজেও বুঝতে পারছিনা আপনার কি সম্পর্কে জানতে চাচ্ছেন।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Psycho on October 15, 2020, 01:07:55 PM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার একটি প্রশ্ন আছে।
প্রশ্ন টি হল বিটকয়েন এবং বিটকয়েন গোল্ড এর মধ্যে পার্থক্য কি? এই দুটো কি আলাদা কয়েন?
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Power420 on October 15, 2020, 01:59:02 PM
বিটকয়েন গল্ড খুবই দ্রুত বাড়ছে কারণ বাজারে সবচেয়ে বিটকয়েনের দাম বেশি তাই বিটকয়েন পৃথিবীর সব জায়গায় প্রচলিত এজন্য এর ব্যবহার অনেক বেশি। ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বাড়বে এবং ব্যবহার রাতারাতি বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Chita76 on October 16, 2020, 05:28:59 AM
ক্রিপ্টোকারেন্সি জগতে কোন টোকেন এর মান এক রকম থাকবে না আপডাউন করবেন যদি না করে তাহলে ইনভেস্টর লসের সম্মুখীন হবে। কারণ টোকেনের দাম যখন কমে যাবে তখন সবাই টোকেন কিনবে এবং যখন দাম বাড়বে সবাই বিক্রি করুন এভাবেই ইনভেস্টরদের বেনিফিট পেয়ে থাকবে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Magepai on December 14, 2020, 12:12:31 AM
ক্রিপ্টোকারেন্সি তে যারা ট্রেডিং করে তারা কোন সময় ভয় পায় না। রাউজানের যখন-তখন লাভ হতে পারে আবার ক্ষতি হতে পারে। অনেকে আছে যারা কিছুর প্রাইস কমে গেলে সাথে সাথে সেই টোকেন কিনে রাখেএবং পরবর্তীতে কিছু পরিমাণ দাম বৃদ্ধি পেলে সেগুলোর সাথে সাথে সেল দিয়ে দেয়। তারপরেও কিন্তু রিক্স আছে ক্রিপ্টোকারেন্সি তে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Magepai on December 14, 2020, 12:15:15 AM
ক্রিপ্টোকারেন্সি জগতে কোন টোকেন এর মান এক রকম থাকবে না আপডাউন করবেন যদি না করে তাহলে ইনভেস্টর লসের সম্মুখীন হবে। কারণ টোকেনের দাম যখন কমে যাবে তখন সবাই টোকেন কিনবে এবং যখন দাম বাড়বে সবাই বিক্রি করুন এভাবেই ইনভেস্টরদের বেনিফিট পেয়ে থাকবে।

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন ক্রিপ্টোকারেন্সি তে যারা ইনভেস্ট করে তাদের সবসময় এরকম মনোভাব থাকে।আসলে তারা দেখা যায় অনেক ট্রেন এর ওপর ইনভেস্ট করে এবং তারা সব সময় লক্ষ্য রাখে কোন গুলো একটু বৃদ্ধি পাচ্ছে তা তারা যদি দেখে কিছুটা লাভের পরিমাণ আছে তাহলে সাথে সাথে সেই টোকন গুলা  সেল দিয়ে দেয়। তাই কেউ যদি ইনভেস্ট করে ভয় পেলে চলবে না তাহলে সে কখনোই ক্রিপ্টোকারেন্সি তে টিকে থাকতে পারবে না।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Primo1760 on December 14, 2020, 04:55:16 PM
আমার কাছে যতটা মনে হয় ক্রিপ্টোকারেন্সি তে যতদিন আছে এই বিটকয়েন ততদিনই থাকবে। এই বিটকয়েন কে থামানো অসম্ভব তাই ধারণা করছি ভবিষ্যতে এ বিটকয়েন আকাশছোঁয়া দাম ছাড়িয়ে যাবে। তাই আমি মনে করি সোনার চেয়েও বিটকয়েন সংরক্ষণ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যদি এটা আপনার সম্ভব হয়।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Cz Rock on December 14, 2020, 05:51:31 PM
ফোরামে আমি অল্প কিছুদিন ধরে কাজ করিতেছি এর জন্য আমার সঠিক ধারণা নেই বিটকয়েন গোল্ড এর সম্পর্কে। আমি যতদূর বিটকয়েন করে সম্পর্কে জানি কয়েনের রাজা বিটকয়েন,রাতারাতি বিটকয়েনের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বাড়বে কারণ যে পরিমাণ বিটকয়েন নাম প্রচার হচ্ছে এ কারণে এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাবে তাই বিটকয়েনের দাম ও বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: bmw1 on December 14, 2020, 06:23:37 PM
বিটকয়েন অনেক দামিি আর এই বিটকয়েনকে তাই সোনার সাথে তুলনা করা হয়েছে, এই বিটকয়েন এর দাম ভবিষ্যতে আরও মূল্যবান হয়ে ওঠবে।                 
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Token@ on December 14, 2020, 06:38:51 PM
বিটকয়েন গোল্ড নিয়ে আমার কোন ধারণা নেই। তাই আমি বিটকয়েন গোল্ড নিয়ে কোন কিছু বলতে পারব না। যদি কোনো সিনিয়র ভাইয়ের বিটকয়েন গোল্ড নিয়ে ধারনা থাকে তাহলে আমাকে একটু জানাবেন। বর্তমান বিটকয়েন গোল্ডের প্রাইস কত করে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: bmw1 on December 14, 2020, 06:42:26 PM
বিটকয়েন এর দাম অনেক বেড়েছে আর এটাকে তাই সোনার সাথে তুলনা করা হয়েছে।             
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Laxmi Sharma on December 14, 2020, 06:47:17 PM
বিটকয়েন গোল্ড খুব দ্রুত বাড়ছে।
 দামগুলি বেশি থাকাকালীন আমি বিটকয়েন সোনার বিক্রয়ের পরামর্শ দিচ্ছি।
বাকিটা আপনারদের ইচ্ছা।
কারন সব সময় এক দাম থাকে নাহ।
বিট কয়েনের মূল্য এখন যেখানে অবস্থান করতেছে তাতে সোনার সাথে তুলনা করা যায়। আদিমকাল থেকে এখন পর্যন্ত মানুষ সোনা কে নিজের মূলধন হিসেবে সংরক্ষণ করে রাখতে পছন্দ করতেন। এখন অনেকে বিটকয়েন কে সোনার সমমান হিসেবে দেখছেন। সোনার মত মূলধন হিসেবে বিটকয়েন ক্যাশ সংরক্ষণ করে রাখলেও খারাপ হবে না শুধু একটাই সমস্যা হুটহাট দাম বৃদ্ধি পায় আবার হুটহাট একেবারে কমে যায়।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Nusrat on December 14, 2020, 07:10:19 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব সময় কয়েনের দাম ওঠানামা করছে আমরা যদি ভালো কিছু পেতে চাই তাহলে আমাদেরকে মার্কেট ভালো থাকা অবস্থায় কয়েন গুলো বিক্রি করে দেওয়া ভালো। কেননা অনেক সময় কয়েন গুলোর দাম রাতারাতি কমে যায়। বিটকয়েন হলো সব কয়েন এর উর্দ্ধে বিটকয়েন কে আমরা সোনা চেয়ে দামি বলতে পারি। কান বিটকয়েনের দাম যেভাবে বারে সোনার দাম এর চেয়ে উপরে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Rony on December 14, 2020, 07:42:40 PM
এই ফোরামে নতুন সংযুক্ত হওয়ার কারণে ভুল ত্রুটি হতে পারে এজন্যই আমাকে ক্ষমা করবেন। আমার বিটকয়েন গোল্ড সম্পর্কে তেমন কিছু ধারনা নেই এজন্যই আমি বিটকয়েন গোল্ড সম্পর্কে কিছু বলতে পারছিনা। এই ফোরামের ভাইদের উদ্দেশ্যে বলছি কেউ যদি বিটকয়েন গোল্ড সম্পর্কে জানেন তাহলে আমাকে একটু দয়া করে জানাবেন বিটকয়েন গোল্ড সম্পর্কে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Tamsialu$$ on December 14, 2020, 11:15:17 PM
বিটকয়েনের দাম বাড়লে কি সোনা বিক্রি করতে হবে।আসলেই ফোরামের সিনিয়র ভাইরা যারা আছে আমার একটু বলবেন আসলে বিটকয়েনের দাম বাড়ার সাথে স্মরণ এর কোন সম্পর্ক আছে কিনা। তারপরেও একটু আপনারা ইন একটু বলবেন কারণ আমি বুঝতে পারছি না যে বিটকয়েন বাইরে কেন স্বর্ণ বিক্রি করতে হবে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Tamsialu$$ on December 14, 2020, 11:17:00 PM
বিটকয়েন এর দাম অনেক বেড়েছে আর এটাকে তাই সোনার সাথে তুলনা করা হয়েছে।           

বিটকয়েন এর প্রাইস কিন্তু আমরা দেখতে 19200 এর ওপরে বিটকয়েনের প্রাইস। কিন্তু স্বর্ণের প্রাইস কিন্তু ততটা না যে বিটকয়েন এর সাথে তুলনা করা হবে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Jaya60 on December 15, 2020, 02:20:48 AM
বিটকয়েন এর দাম অনেক বেড়েছে আর এটাকে তাই সোনার সাথে তুলনা করা হয়েছে।           

বিটকয়েনের প্রাইস বাড়লে সোনার সাথে তুলনা করা হয় এটা আপনি কোথায় শুনেছেন। আসলে হয়তো আমরা বাংলাদেশি এজন্য আমাদের কাছে সোনার মূল্য এতটা বেশি। কিন্তু বিটকয়েন সারা পৃথিবীর মধ্যে সবথেকে দামি কয়েন এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তাই কখনোই সোনাকে বিটকয়েন এর সাথে তুলনা করা যাবেনা।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Clearman on December 15, 2020, 02:23:43 AM
হ্যাঁ কিছুদিন আগে বিটকয়েন গোল্ড কেনার উপযুক্ত সময় গেছে যখন বিটকয়েনের দাম অনেক কম ছিল। তখন যদি আপনারা বিটকয়েন গোল্ড কিনে রাখতেন অল্প দামে বর্তমান বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বিটকয়েন গোল্ডের দাম বেশি হয়েছে এখান থেকে আপনারা অনেক বেনিফিট পেতেন।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Apower$ on December 15, 2020, 02:49:29 AM
আমরা জানি ক্রিপ্টোকারেন্সির মার্কেট সবসময় ওঠানামা করে। আমরা যদি ভালো কিছু পেতে চাই তাহলে মার্কেট ভালো থাকা অবস্থায় কয়েন গুলো বিক্রি করে দিতে পারি এতে আমরা ভালো বেনিফিট পেতে পারি। বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম এর বাজার ভালো যাচ্ছে। যারা এই দুটি কয়েন হোল্ড করে রেখে ছিলেন তারা অবশ্যই ভাল কিছু পাবেন ইনশাআল্লাহ।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Kangaro45 on December 15, 2020, 06:32:41 AM
ক্রিপ্টো কারেন্সি মার্কেট কখনোই স্থির থাকে না সবসময় ওঠানামা করে ।তাই কেউ যদি কখনো কোনো কয়েন হোল্ড করেন তাহলে দাম যখন কম থাকে তখন ঐ কয়েন হোল্ড করা উত্তম এবং দাম যখন বৃদ্ধি পায় তখন তা সেল দেয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ ।বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম অনেক বৃদ্ধি পেয়েছে তাই  যাদের কাছে বিটকয়েন বা ইথারিয়াম এখনো রয়েছে তারা দ্রুত বিক্রি করে দিতে পারেন।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Mahindra on December 15, 2020, 09:16:32 AM
ক্রিপ্টোকারেন্সি তে যারা ট্রেডিং করে তারা কোন সময় ভয় পায় না। রাউজানের যখন-তখন লাভ হতে পারে আবার ক্ষতি হতে পারে। অনেকে আছে যারা কিছুর প্রাইস কমে গেলে সাথে সাথে সেই টোকেন কিনে রাখেএবং পরবর্তীতে কিছু পরিমাণ দাম বৃদ্ধি পেলে সেগুলোর সাথে সাথে সেল দিয়ে দেয়। তারপরেও কিন্তু রিক্স আছে ক্রিপ্টোকারেন্সি তে।
আপনি অনেক সুন্দর কথা বলেছেন ভাই আপনার কথায় আমি একমত টোকেন এর দাম যখন কমে যায় তখন আমরা কিনে রাখতে পারি এবং যখন দাম বৃদ্ধি পায় তখন আবার সেল দিয়ে দিলে ভালো হয় তার পরেও একটা রিক্স থেকে যায়। এই কথাটি সুন্দর করে বুঝিয়ে দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Ricky on December 15, 2020, 09:22:35 AM
ক্রিপ্টোকারেন্সি তে যারা ট্রেডিং করে তারা কোন সময় ভয় পায় না। রাউজানের যখন-তখন লাভ হতে পারে আবার ক্ষতি হতে পারে। অনেকে আছে যারা কিছুর প্রাইস কমে গেলে সাথে সাথে সেই টোকেন কিনে রাখেএবং পরবর্তীতে কিছু পরিমাণ দাম বৃদ্ধি পেলে সেগুলোর সাথে সাথে সেল দিয়ে দেয়। তারপরেও কিন্তু রিক্স আছে ক্রিপ্টোকারেন্সি তে।
আপনি অনেক সুন্দর কথা বলেছেন ভাই আপনার কথায় আমি একমত টোকেন এর দাম যখন কমে যায় তখন আমরা কিনে রাখতে পারি এবং যখন দাম বৃদ্ধি পায় তখন আবার সেল দিয়ে দিলে ভালো হয় তার পরেও একটা রিক্স থেকে যায়। এই কথাটি সুন্দর করে বুঝিয়ে দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ক্রিপ্টোকারেন্সি তে রিক্স থাকবে এটাই স্বাভাবিক। কারণ ক্রিপ্টো মার্কেট কখনো স্থির থাকে না। সব সময় ওঠানামা করতে থাকে। আপনি ঠিক বলেছেন এখানে বিনিয়োগ করলেও রিক্স থাকে আবার ট্রেড করতে গেলে তো হাই রিস্ক অবশ্যই স্বীকার করে নিতে হবে। যারা রিক্স নিতে ভয় পায়না তারা অনেকেই সফলতা অর্জন করেছেন তার অনেক গল্প রয়েছে তাই আমাদেরও রিক্স নিয়ে কাজ করে যেতে হবে সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Trumpet on December 15, 2020, 09:57:40 AM
এই ধরনের সেম টপিক নিয়ে সিনিয়র ভাইদের অনেক রিপ্লাই আমি মনোযোগ সহকারে পড়েছি।তাদের রিপ্লাই গুলো আমি পড়ে যতটুকু জানতে পেরেছি যে শোনা এবং বিটকয়েন দুটি আলাদা আলাদা জিনিস কোনটির সাথে কোন মিল নেই বিটকয়েন হল ভার্চুয়াল কয়েন এবং শোনা হল স্থায়ী তাই আমার মনে হয় না যে বিটকয়েন এবং সোনাকে এক করা হোক
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Sasa on December 15, 2020, 10:00:00 AM
ভাই আপনি আপনার পোস্টে কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টা ভালোভাবে বুঝতে পারিনি সেজন্য আমি আপনার পোস্টের কোনরকম ভালো রিপ্লাই দিতে পারলাম না হ্যাঁ ভাই বিটকয়েনের দাম কয়েকমাস ধরে হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং এভাবে বাড়তে থাকলে বিটকয়েনের দাম একসময় 20 থেকে 30 হাজার ডলার হয়ে যাবে তবে আপনি আপনার টপিক কি বোঝাতে চেয়েছেন সেটা যদি একটু বিস্তারিত আলোচনা করতেন তাহলে সবার জন্য ভালো হতো রিপ্লাই দিতে
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Cz Rock on December 22, 2020, 04:39:51 AM
ক্রিপ্টোকারেন্সি তে যারা ট্রেডিং করে তারা কোন সময় ভয় পায় না। রাউজানের যখন-তখন লাভ হতে পারে আবার ক্ষতি হতে পারে। অনেকে আছে যারা কিছুর প্রাইস কমে গেলে সাথে সাথে সেই টোকেন কিনে রাখেএবং পরবর্তীতে কিছু পরিমাণ দাম বৃদ্ধি পেলে সেগুলোর সাথে সাথে সেল দিয়ে দেয়। তারপরেও কিন্তু রিক্স আছে ক্রিপ্টোকারেন্সি তে।
আপনি অনেক সুন্দর কথা বলেছেন ভাই আপনার কথায় আমি একমত টোকেন এর দাম যখন কমে যায় তখন আমরা কিনে রাখতে পারি এবং যখন দাম বৃদ্ধি পায় তখন আবার সেল দিয়ে দিলে ভালো হয় তার পরেও একটা রিক্স থেকে যায়। এই কথাটি সুন্দর করে বুঝিয়ে দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ক্রিপ্টোকারেন্সি তে রিক্স থাকবে এটাই স্বাভাবিক। কারণ ক্রিপ্টো মার্কেট কখনো স্থির থাকে না। সব সময় ওঠানামা করতে থাকে। আপনি ঠিক বলেছেন এখানে বিনিয়োগ করলেও রিক্স থাকে আবার ট্রেড করতে গেলে তো হাই রিস্ক অবশ্যই স্বীকার করে নিতে হবে। যারা রিক্স নিতে ভয় পায়না তারা অনেকেই সফলতা অর্জন করেছেন তার অনেক গল্প রয়েছে তাই আমাদেরও রিক্স নিয়ে কাজ করে যেতে হবে সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বিটকয়েন গোল সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য। বিটকয়েন গোল্ডের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা অবিশ্বাস্য।বর্তমান সময়ে বিটকয়েনের দাম 23 হাজার ডলার। সময়ের সাথে সাথে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Riktakhanom on December 22, 2020, 04:43:36 AM
বিটকয়েন এর দাম বৃদ্ধি বিটকয়েন কে অনেক ভালো অবস্থানে নিয়ে গেছে এবং বর্তমান মার্কেট এর তুলনায় সোনার থেকেও বিটকয়েন এর চাহিদা বেশি। গোল্ড এর পরিমান বৃদ্ধি পেলেও এর বিনিয়োগ অনেকটা কমে আসে কিন্তু বিটকয়েন উচ্চ মূল্য বিটকয়েন এ বিনিয়োগের হার বৃদ্ধি করে.
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: XM8 on December 22, 2020, 07:12:31 AM
আমার কাছে মনে হয় বিটকয়েন এবং গোল্ড দুটি আলাদা আলাদাজিনিস বিটকয়েন হল ভার্চুয়াল কয়েন এবং গোল্ড হল বাস্তবিক বস্তু অর্থাৎ একটির সাথে আরেকটি জগত মিল নেই। আপনি যদি একসাথে বিটকয়েন এবং সোনা কিনে হোল্ড করে রাখেন তাহলে আপনি নিজেই বুঝবেনযে গোল্ড এর তুলনায় বিটকয়েন আপনার কাছে বেশি রিস্কি মনে হবে তাই আমার মনে হয় দুটি কে একত্রে মিলানো উচিত না
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: bmw1 on December 22, 2020, 01:13:23 PM
বিটকয়েন কে ধরা হয় কয়েনের মধ্যে সবচেয়ে দামি কয়েন এবং এটিকে প্রায় সোনার সাথে তুলনা করা হয়ে থাকে এবং এটি স্বর্ণের প্রায় সমান দামি এ কারণে বিটকয়েন কে বিটকয়েন গোল্ড হিসেবে ধরা হয়ে থাকে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Tunir Baap on December 22, 2020, 01:37:38 PM
আপনি ঠিক কথাই বলেছেন বর্তমানে বিটকয়েনের দাম মোটামুটি ভালই বৃদ্ধি পাচ্ছে কিন্তু আপনি এখানে যে কথা বলেছেন যে সোনা বিক্রয় করে বিটকয়েন ক্রয় করার পরামর্শ দিচ্ছে আমার মনে হয় না যে মানুষ সোনা বিক্রয় করে বিটকয়েন ক্রয় করবে কেননা আমি যতটুকু জানি মার্কেট অনেক রিস্কি হয়ে থাকে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Bad leyar on December 22, 2020, 03:08:04 PM
বিটকয়েন গোল্ড নিয়ে আমার তেমন ধারনা নেই আমার মনে হয় গোল্ড এর চেয়ে বিটকয়েন ওই সবচেয়ে ভালো কিছু বিটকয়েন হল ভার্চুয়াল মুদ্রা একটি প্রতি সময় বৃদ্ধি পায় এবং এর দাম কমতে থাকে আর এটি একটি দীর্ঘমেয়াদী কয়েন তাই আমি মনে করি গোল্ড এর চেয়ে বিটকয়েন ভালো হবে আমার তেমন ধারনা নেই তবুও বললাম কিন্তু এখানকার সিনিয়র ভাইয়েরা আরো ভালো জানেন অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Niloy on December 22, 2020, 03:20:20 PM
হ্যাঁ ভাই বর্তমানে বিটকয়েনের দাম আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে ।তাই আমি বলব যাদের বিটকয়েন আছে তাদের দাম বেশি থাকা অবস্থায় বিক্রি করে দেয়া ভালো। কারণ বিটকয়েনের দাম সবসময়ই উঠানামা করে থাকে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Markuri33 on January 13, 2021, 12:49:02 AM
আপনি ঠিক কথাই বলেছেন বর্তমানে বিটকয়েনের দাম মোটামুটি ভালই বৃদ্ধি পাচ্ছে কিন্তু আপনি এখানে যে কথা বলেছেন যে সোনা বিক্রয় করে বিটকয়েন ক্রয় করার পরামর্শ দিচ্ছে আমার মনে হয় না যে মানুষ সোনা বিক্রয় করে বিটকয়েন ক্রয় করবে কেননা আমি যতটুকু জানি মার্কেট অনেক রিস্কি হয়ে থাকে।
বিটকয়েন এর মধ্যেইনভেস্ট করতে অনেকেই পছন্দ করে আবার সোনার মধ্যে ইনভেস্ট করতে কারো পছন্দ। বিটকয়েন এর মধ্যে ইনভেস্ট করলে দেখা যায় সব সময়ই রিস্কি এর মাধ্যমে থাকতে হয়।কারণ বিটকয়েনের প্রাইস আমরা জানি সব সময়ে উঠানামা করবে এতে করে ছোট ছোট ইনভেস্ট আর যারা রয়েছে তারা খুব সহজেই বিষয়ে পড়তে পারে।এ কারণে দেখা যায় কিছু মানুষ রয়েছে এরকম রিস্ক নিতে পছন্দ করে না তারা সোনার মধ্যে ইনভেস্ট করে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: XM8 on January 13, 2021, 07:06:10 AM
ফোরামে যারা সিনিয়র ভাই আছে তাদের কাছে আমার একটি প্রশ্ন হলো বিটকয়েন এর দাম বাড়া বা কোম এটা কি সোনর উপর প্রভাব পড়বে?বা এটা কি অন্য কোন জিনিসের উপর প্রভাব ফেলবে?দয়া করে একটু বলবেন।
জান ভাই আপনি ফোরামের সিনিয়র একজন সদস্য আপনার কাছে থেকে এই ধরনের মতামত আশা করি না। আপনি হয়তো অবশ্যই জানেন বিটকয়েন এবং গোল্ড দুটি আলাদা বস্তু। কোনটির সাথে কোনদিন মিল নেই। বিটকয়েন হল ভার্চুয়াল এবং গোল্ড হল বাস্তব। স্বর্ণের তুলনায় বিটকয়েনের ঝুঁকি বেশি। তাই বিটকয়েনের দামকমলে বাড়লে তার প্রভাব টা আমার মনে হয় না যে স্বর্ণের দামের উপর পড়বে। কারণ দুটির জগত আলাদা।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Dark Knight on January 13, 2021, 01:16:18 PM
বিটকয়েন গোল্ড খুব দ্রুত বাড়ছে।
 দামগুলি বেশি থাকাকালীন আমি বিটকয়েন সোনার বিক্রয়ের পরামর্শ দিচ্ছি।
বাকিটা আপনারদের ইচ্ছা।
কারন সব সময় এক দাম থাকে নাহ।
বিটকয়েন এর দাম এখন আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই দাম সবসময় এক থাকেনা ওঠানামা করে।আমরা সবাই কিন্তু জানি যে বিটকয়েন আসলে একটি ভার্চুয়াল কয়েন যার বাস্তবে কোন রূপ নেই কিন্তু সোনা বাস্তব একটি বস্তু। সোনার তুলনায় বিটকয়েনের ঝুঁকি বেশি কেননা এটি ভার্চুয়াল মুদ্রা।বিট কয়েনের মূল্য কমলে সোনার উপর প্রভাব পড়বে না বলে আমি মনে করি কেননা সোনা বাস্তব কিন্তু বিটকয়েন হল ভার্চুয়াল । এ বিষয়ে সিনিয়র ভাইদের মতামত আশা করছি ।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Mental on January 13, 2021, 06:26:25 PM
আমার মনে হয় বিটকয়েন হোল্ড করে রাখলে সামনে আরো বেশি ডোলারে পৌঁছে যেতে পারে। তাই আমি মনে করি বিটকয়েন হোল্ড করে রাখার জন্য।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: NANCY on January 24, 2021, 06:00:11 AM
আপনি ঠিক বলেছেন বিটকয়েন গোল্ড একদিন সোনার জায়গায় চলে যাবে। ভিট কাল হলো একটি ভার্চুয়াল এবং গোল্ড।বিটকয়েন গোল্ডের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা অবিশ্বাস্য। আপনার পোস্টটি অনেক সুন্দর ভাবে বুঝেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Herry on January 24, 2021, 08:16:10 AM
বিটকয়েন গোল্ড খুব দ্রুত বাড়ছে।
 দামগুলি বেশি থাকাকালীন আমি বিটকয়েন সোনার বিক্রয়ের পরামর্শ দিচ্ছি।
বাকিটা আপনারদের ইচ্ছা।
কারন সব সময় এক দাম থাকে নাহ।
আমি আপনার সাথে একমত একসময় বিটকয়েনের দাম অনেক বেড়ে গিয়েছিল। আমার মনে হয় তখন বিটকয়েন সবাই বিক্রি করে দেওয়া উচিত ছিলো। বর্তমানে আগের তুলনায় বিটকয়েনের দাম অনেক কম। যারা তখন বিটকয়েন সেল করেন নাই। আমার মনে হয় এখনো সেল করে দিতে পারেন।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: AlviNess on February 22, 2021, 05:09:07 PM
ভাই আপনার পোষ্টের সাথে আমি টপিক এর কোন মিল খুজে পাচ্ছিনা। আসলে আপনি কি মিন করতে চেয়েছেন তা আমি কিছুই বুঝতে পারিনি।দয়া করে আপনি আপনার পোস্টটি মডিফাই করে আবার স্পষ্ট ভাবে লিখুন অবশ্যই আমরা উত্তর দেয়ার চেষ্টা করব।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Tubelight on March 21, 2021, 05:22:31 PM
বিটকয়েন এবং স্বর্ণ দুটি আলাদা বস্তু হওয়া সত্ত্বেও মূল্যবান এর দিক দিয়ে এই দুটি কয়েন ভালো একটি পজিশনে আছে। তবে আপনি আসলে কি জানতে চেয়েছেন আমি সেটা ভালোভাবে বুঝতে পারিনি। আশা করছি আপনি পরবর্তীতে পোস্ট করার সময় পোস্টটির নিজে একবার পড়বেন।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Azharul on April 02, 2021, 03:39:48 AM
আমরা জানি ক্রিপ্টো মার্কেট সব সময় ওঠা নামার উপর নির্ভর করে।তবে বিটকয়েন গোল্ড হলো ক্রিপ্টো জগতের অন্যতম ডিজিটাল মুদ্রা।এর দাম আমরা দেখে আসছি দিনের পর দিন বেড়েই চলছে। আমরা দেখেছি বিভিন্ন বিনিয়োগকারীরাও এর মাধ্যমে সফল হয়েছে।তবে আমি বিশ্বাস করি দিন দিন বিটকয়েন গোল্ডের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে আমার মনে হয় কোনো এক সময় এটি স্বর্ণের স্থান দখল করবে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Centus on April 07, 2021, 06:19:28 AM
তুলনামূলকভাবে বিটকয়েন এর সাথে তুলনা করলে বিটকয়েন গোল্ডের দাম এরকম বৃদ্ধি পায়নি। তাই আমি মনে করি বিটকয়েন একটি ভালো অবস্থানে যাওয়ার পরে বিটকয়েন গোল্ডের দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Madmax789 on November 19, 2022, 08:00:08 PM
সঠিক করে আমি বলতে পারব না যেহেতু ফোরামে কিছুদিন ধরে কাজ করতেছি। তবে একটা কথা আমার বিশ্বাস হয় যে বিটকয়েন যেহেতু সকল কয়েনের রাজা সেহেতু একটু প্রভাব পড়তে পারে।বিটকয়েন পৃথিবীর সব জায়গায় প্রচলিত এজন্য এর ব্যবহার অনেক বেশি। ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বাড়বে এবং ব্যবহার রাতারাতি বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: Fulshai on December 10, 2023, 01:47:48 AM
বর্তমানে যেভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। তাতে মনে হয় বিটকয়েন গোল্ড এর সমতুল্য হতে যাচ্ছে। বিটকয়েন বর্তমান প্রাইস প্রায় ৫০ কে এর কাছাকাছি উন্নতি হয়েছে। আশা করি ভবিষ্যতে বিটকয়েন গোল্ড তথা শোনার চেয়ে মূল্যবান হবে। তাই যাদের সামর্থ্য আছে তারা বিটকয়েন কিনলে লাভবান হতে পারবে।
Title: Re: বিটকয়েন গোল্ড?
Post by: SobujAkash#8 on December 10, 2023, 02:59:44 PM
বর্তমানে বিশ্বে জনপ্রিয় একটি কয়েন হচ্ছে বিটকয়েন। বিটকয়েন এর দাম দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে করে আশা করা যায় বিটকয়েন গোল্ড এর কাছাকাছি চলে আসবে। বর্তমানে বাংলাদেশী টাকায় গোল্ডের দাম প্রায় ৯০,০০০ টাকা। এবং বিটকয়েন এর বর্তমান দাম প্রায় ৪৫ হাজার টাকা। যদিও গোল্ডের থেকে বিটকয়েনের দাম প্রায় অনেকটা কম তবুও আশা করা যায় কিছুদিনের মধ্যে প্রায় গোল্ড এর কাছাকাছি চলে আসবে।