Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Em00n01 on October 26, 2020, 03:33:13 PM

Title: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Em00n01 on October 26, 2020, 03:33:13 PM
(https://i.ibb.co/vYSnYjk/IMG-20201026-201234.jpg)
বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস

ধন্যবাদ সবাইকে আগের পোস্টে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তাই আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম।

আজকে আমরা লং টার্ম চার্ট নিয়ে কথা বলবো যা অনেকের হয়তো পছন্দ হবেনা। তবে শুধু আমি না, অনেকেই এটার সাথে এক মত যে বিটকয়েন লোয়ার লো থেকে অল টাইম হাই তে যাবে। সেই হিসেবে একটা ডাম্প সম্ভাব্য! তবে সেটা কতটুকু নামবে এখন বলা মুশকিল। হয়তো ১৪০০০-১৫০০০$ এর আশপাশ থেকে হতেও পারে। আর আমরা ২০২১ এ বিটকয়েনের অল টাইম হাই দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইতোমধ্যে আমরা ক্রিপ্টো নিয়ে অনেক ভালো ভালো নিউজ পাচ্ছি। যা তার একটা ইঙ্গিত ও বহন করে।
ডাম্পের সম্ভাব্য কারণ সমূহ-
১. করোনা ওয়েব ২
২. USA নির্বাচন/নির্বাচনের ফলাফল
৩. বিগত CME গ্যাপ গুলা ফিল না হওয়া।

বিঃদ্রঃ এটা নিতান্তই একটা এনালাইসিস। যার মাঝে সম্ভাব্যতা লুকিয়ে আছে। যা হতেও পারে নাও হতে পারে। কেউ একে ইনভেস্টমেন্ট সাজেশন হিসেবে গ্রহণ করবেন না।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Em00n01 on October 26, 2020, 03:51:50 PM
এই এনালাইসিস নিয়ে কারো কোনো সাজেশন বা অভিযোগ থাকলে জানাতে পারেন। আমি ভবিষ্যতে বিষয় গুলো মাথায় রাখবো। ধন্যবাদ।  :)
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Rafiq on October 26, 2020, 07:14:33 PM
যারা ক্রিপ্টোকারেন্সি সম্পূর্কে জানেন, বুঝেন তাদের আপনার 'বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস' পছন্দ না হবার কিছু নাই; আপনি যা বলতে চাচ্ছেন এটাই হচ্ছে বাস্তবতা। আমি ও আপনার সাথে একমত বিটকয়েনে ১৪০০০-১৫০০০$ এর কাছে থেকে ছোটখাটো একটা ডাম্প আসতে পারে; তবে সেটা ২০১৯ এর মত এতটা নামবে না। ক্রিপ্টোতে করোনা পরিস্থিতি খুব একটা প্রভাব ফেলবে না ; তবে মার্কিন নির্বাচনের ফলাফল ডাম্পের বড় কারণ হতে পারে। ক্রিপ্টোতে শেষ বলতে কিছু নেই,এটা আমার ব্যক্তিগত ভাবনা; সেটা নাও হতে পারে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: kulkhan on October 26, 2020, 08:08:28 PM
ভাই  আপনি অল্পতেই অনেক চমৎকার কিছু বাস্তব ইস্যু তুলে ধরেছেন। আমি ও আপনার সাথে একমত বিটকয়েনের দাম ১৪০০০$- ১৫০০০$ এ গেলে একটা ডাম্প এর মুখোমুখি হতে পারে। সারা বিশ্বের অর্থ ব্যবস্থায় বিটকয়েন আধিপত্য বিস্তার করে চলছে। এর অনেক ভালো ভালো  নিউজ পাওয়া যাচ্ছে। সবমিলিয়ে খুব ভাল দিন অপেক্ষা করছে বিটকয়েনের জন্য এটা আমি মনে করি। আর করোনার কারণে আর বড় কোন পরিবর্তন বিটকয়েনে আসবে না এটা আমার বিশ্বাস। কারন করোনার প্রভাব আরো আগে পড়ার সম্ভবনা ছিল যখন মানু করোনা নিয়ে আতঙ্কিত ছিল, তখন যেহেতু বড় কোন পরিবর্তন আসনি এখন আর আসবে বলে আমি মনেকরি না। তবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কিছুটা হলেও প্রভাব পড়ার সম্ভবনা আছে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: ranaprime on October 27, 2020, 03:03:15 AM
আমার মনে হয় যদি বিটকয়েন পরবর্তি সিগন্যাল ক্রস করে অর্থাৎ 14000 হাজার ডলার ক্রস করে তাহলে পরবর্তি সিগন্যাল হিসেবে 20000 ডলার এ উন্নিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যদি এটি নিচে চলে যায় তাহলে তা আাবার অনেক নিচে চলে আসবে। যা 10000 হাজার ডলারে চলে আসতে পারে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Triedboy on October 27, 2020, 05:36:28 AM
Bitcoin কিছুদিন আগে যে অবস্থায় ছিল বর্তমানে তার থেকে অনেকটা ভালোর দিকে আছে। বিটকয়েনের বর্তমান অবস্থা দেখে আমি বলতে পারি 2021 সালের প্রথমদিকে বিটকয়েন প্রাইস 20,000 ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Em00n01 on October 27, 2020, 10:07:55 PM
Bitcoin কিছুদিন আগে যে অবস্থায় ছিল বর্তমানে তার থেকে অনেকটা ভালোর দিকে আছে। বিটকয়েনের বর্তমান অবস্থা দেখে আমি বলতে পারি 2021 সালের প্রথমদিকে বিটকয়েন প্রাইস 20,000 ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে।

হা, আপাতত এখনো বুলিশ। তবে আমার মনে হচ্ছে লোয়ার লো থেকে হাইয়ার হাই তে যাবে। যা অনেক শক্তিশালী একটা ট্রেন্ড হবে। যেহেতু নিচের অনেক গুলা CME গ্যাপ রয়ে গেছে আমি এখনো একটা কারেকশনের পক্ষে। সেটা ৯৬০০ ও হতে পারে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Sumaiya2 on October 28, 2020, 02:11:46 AM
এই এনালাইসিস নিয়ে কারো কোনো সাজেশন বা অভিযোগ থাকলে জানাতে পারেন। আমি ভবিষ্যতে বিষয় গুলো মাথায় রাখবো। ধন্যবাদ।  :)

ঠিক আছে আপনার পোস্ট আমি পুরোপুরি বুঝে গেছি জানালা সম্পর্কে আমার কোন ধারণা ছিল না কিন্তু বাজার দর দেখে ছবিআমার সম্পূর্ণ ধারণা হয়েছে আপনাকে এ ধরনের পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: ranaprime on October 28, 2020, 02:49:30 AM
এই এনালাইসিস নিয়ে কারো কোনো সাজেশন বা অভিযোগ থাকলে জানাতে পারেন। আমি ভবিষ্যতে বিষয় গুলো মাথায় রাখবো। ধন্যবাদ।  :)
আমার কাছে মনে হয়েছে যে আপনার এনালাইসিস ঠিক আছে। আমার কাছে এই বিষয়ে আপাতত কোন অভিযোগ নেই। চালিয়ে যান। আপনার নতুন নতুন এনালাইসিস শেয়ার করেন।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Em00n01 on October 28, 2020, 06:08:57 AM
আমার কাছে মনে হয়েছে যে আপনার এনালাইসিস ঠিক আছে। আমার কাছে এই বিষয়ে আপাতত কোন অভিযোগ নেই। চালিয়ে যান। আপনার নতুন নতুন এনালাইসিস শেয়ার করেন।

ধন্যবাদ, নিজের কাছেই ভালো লাগছে যে আপনাদের পছন্দ হচ্ছে কাজ গুলো। তবে বিটিসি মার্কেট এখনো বুল মোমেন্টামে আছে। দেখা যাক সামনে কি হয়।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Goblin on October 28, 2020, 12:51:41 PM
(https://i.ibb.co/vYSnYjk/IMG-20201026-201234.jpg)
বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস

ধন্যবাদ সবাইকে আগের পোস্টে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তাই আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম।

আজকে আমরা লং টার্ম চার্ট নিয়ে কথা বলবো যা অনেকের হয়তো পছন্দ হবেনা। তবে শুধু আমি না, অনেকেই এটার সাথে এক মত যে বিটকয়েন লোয়ার লো থেকে অল টাইম হাই তে যাবে। সেই হিসেবে একটা ডাম্প সম্ভাব্য! তবে সেটা কতটুকু নামবে এখন বলা মুশকিল। হয়তো ১৪০০০-১৫০০০$ এর আশপাশ থেকে হতেও পারে। আর আমরা ২০২১ এ বিটকয়েনের অল টাইম হাই দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইতোমধ্যে আমরা ক্রিপ্টো নিয়ে অনেক ভালো ভালো নিউজ পাচ্ছি। যা তার একটা ইঙ্গিত ও বহন করে।
ডাম্পের সম্ভাব্য কারণ সমূহ-
১. করোনা ওয়েব ২
২. USA নির্বাচন/নির্বাচনের ফলাফল
৩. বিগত CME গ্যাপ গুলা ফিল না হওয়া।

বিঃদ্রঃ এটা নিতান্তই একটা এনালাইসিস। যার মাঝে সম্ভাব্যতা লুকিয়ে আছে। যা হতেও পারে নাও হতে পারে। কেউ একে ইনভেস্টমেন্ট সাজেশন হিসেবে গ্রহণ করবেন না।
অনেক ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটা এনালাইসিস তুলে ধরার জন্য। পরবর্তী আপডেট গুলো এভাবে জানাতে থাকেন তাহলে আমাদের মত ছোট ইউজার অনেক কিছু শিখতে পারবো। অনেক শিক্ষনীয় পোস্ট করছেন আপনি।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Casual on October 28, 2020, 12:55:59 PM
আমার মনে হয় যদি বিটকয়েন পরবর্তি সিগন্যাল ক্রস করে অর্থাৎ 14000 হাজার ডলার ক্রস করে তাহলে পরবর্তি সিগন্যাল হিসেবে 20000 ডলার এ উন্নিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যদি এটি নিচে চলে যায় তাহলে তা আাবার অনেক নিচে চলে আসবে। যা 10000 হাজার ডলারে চলে আসতে পারে।

আপনার সাথে আমি একমত ব্রো। তার পরেও সঠিকভাবে কেউ বলতে পারে না আসলে এর প্রাইজ কবে বাড়বে বা কমবে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: ranaprime on October 29, 2020, 03:29:44 AM
(https://i.ibb.co/vYSnYjk/IMG-20201026-201234.jpg)
বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস

ধন্যবাদ সবাইকে আগের পোস্টে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তাই আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম।

আজকে আমরা লং টার্ম চার্ট নিয়ে কথা বলবো যা অনেকের হয়তো পছন্দ হবেনা। তবে শুধু আমি না, অনেকেই এটার সাথে এক মত যে বিটকয়েন লোয়ার লো থেকে অল টাইম হাই তে যাবে। সেই হিসেবে একটা ডাম্প সম্ভাব্য! তবে সেটা কতটুকু নামবে এখন বলা মুশকিল। হয়তো ১৪০০০-১৫০০০$ এর আশপাশ থেকে হতেও পারে। আর আমরা ২০২১ এ বিটকয়েনের অল টাইম হাই দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইতোমধ্যে আমরা ক্রিপ্টো নিয়ে অনেক ভালো ভালো নিউজ পাচ্ছি। যা তার একটা ইঙ্গিত ও বহন করে।
ডাম্পের সম্ভাব্য কারণ সমূহ-
১. করোনা ওয়েব ২
২. USA নির্বাচন/নির্বাচনের ফলাফল
৩. বিগত CME গ্যাপ গুলা ফিল না হওয়া।

বিঃদ্রঃ এটা নিতান্তই একটা এনালাইসিস। যার মাঝে সম্ভাব্যতা লুকিয়ে আছে। যা হতেও পারে নাও হতে পারে। কেউ একে ইনভেস্টমেন্ট সাজেশন হিসেবে গ্রহণ করবেন না।
আমি মনে করি যারা ট্রেডিং করবেন  তাদের জন্য এই এনালাইসিস টা অনেক ফলপ্রসু হবে বলে আমার বিশ্বাস।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Psycho on October 30, 2020, 07:31:42 PM
অনেক ধন্যবাদ আপনাকে  সুন্দর একটা এনালাইসিস দেখানোর জন্য। এভাবে এনালাইসিস গুলো তুলে ধরতে থাকেন। অনেকে অনেক কিছু জানতে পারবো। আমি মনে করি এই এনালাইসিস গুলো প্রত্যেক মানুষেরই জানা দরকার। প্রত্যেক মানুষই এনালাইসিস গুলো জানলে অনেক কিছু শিখতে পারবো। বিটকয়েন সম্পর্কে তার আর কোন মন্তব্য থাকবো না।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Jaya60 on October 31, 2020, 11:30:24 AM
(https://i.ibb.co/vYSnYjk/IMG-20201026-201234.jpg)
বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস

ধন্যবাদ সবাইকে আগের পোস্টে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তাই আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম।

আজকে আমরা লং টার্ম চার্ট নিয়ে কথা বলবো যা অনেকের হয়তো পছন্দ হবেনা। তবে শুধু আমি না, অনেকেই এটার সাথে এক মত যে বিটকয়েন লোয়ার লো থেকে অল টাইম হাই তে যাবে। সেই হিসেবে একটা ডাম্প সম্ভাব্য! তবে সেটা কতটুকু নামবে এখন বলা মুশকিল। হয়তো ১৪০০০-১৫০০০$ এর আশপাশ থেকে হতেও পারে। আর আমরা ২০২১ এ বিটকয়েনের অল টাইম হাই দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইতোমধ্যে আমরা ক্রিপ্টো নিয়ে অনেক ভালো ভালো নিউজ পাচ্ছি। যা তার একটা ইঙ্গিত ও বহন করে।
ডাম্পের সম্ভাব্য কারণ সমূহ-
১. করোনা ওয়েব ২
২. USA নির্বাচন/নির্বাচনের ফলাফল
৩. বিগত CME গ্যাপ গুলা ফিল না হওয়া।

বিঃদ্রঃ এটা নিতান্তই একটা এনালাইসিস। যার মাঝে সম্ভাব্যতা লুকিয়ে আছে। যা হতেও পারে নাও হতে পারে। কেউ একে ইনভেস্টমেন্ট সাজেশন হিসেবে গ্রহণ করবেন না।

ধন্যবাদ ভাই আপনাকে। আপনার চিন্তা ভাবনা টা ঠিকই আছে। আমরা সবাই বিশ্বাস করি যে 2021 সালে অবশ্যই বিটকয়েনের প্রাইস অনেক বেড়ে যাবে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Triedboy on November 26, 2020, 12:25:18 AM
আপনি যে বিটকয়েন সম্পর্কে লংটাইম এনালাইসিস টা তুলে ধরেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি এভাবে পোস্ট করতে থাকুন অবশ্যই আপনি এই ফোরামে অনেক দূর এগিয়ে যাবেন।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Magepai on December 07, 2020, 01:20:17 AM
বিটকয়েন লংটাইম এনালাইসিস এর ব্যাখ্যা আপনি অনেক সুন্দর ভাবে দিয়েছেন।আসলে আমি দেখেছি বিটকয়েনের প্রাইস অল্পদিনের মধ্যেই অনেকটা পাম্প করেছে।আমি মনে করি বিটকয়েনের প্রাইস সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে। যদি এখন মার্কেটে কিছুটা আপ-ডাউন করছে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Herry on December 07, 2020, 03:52:45 AM
হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত বিটকয়েন কিছুটা ডাম্প করতে পারে আমি আপনার কথার সাথে একমত তবে কিছু কিছু ফিচার আছে এ নিয়ে দ্বিমত পোষণ করতে পারে এ নিয়ে কোন চিন্তাও নেই আপনি আপনার পোস্ট চালিয়ে যান আপনার পোস্ট থেকে অনেকে অনেক রকম উপকৃত হতে পারে যারা এই সম্পর্কে জানেনা তারা ভাল ভাবে জানবে
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Mrkadir85 on December 07, 2020, 04:15:40 AM
(https://i.ibb.co/vYSnYjk/IMG-20201026-201234.jpg)
বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস

ধন্যবাদ সবাইকে আগের পোস্টে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তাই আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম।

আজকে আমরা লং টার্ম চার্ট নিয়ে কথা বলবো যা অনেকের হয়তো পছন্দ হবেনা। তবে শুধু আমি না, অনেকেই এটার সাথে এক মত যে বিটকয়েন লোয়ার লো থেকে অল টাইম হাই তে যাবে। সেই হিসেবে একটা ডাম্প সম্ভাব্য! তবে সেটা কতটুকু নামবে এখন বলা মুশকিল। হয়তো ১৪০০০-১৫০০০$ এর আশপাশ থেকে হতেও পারে। আর আমরা ২০২১ এ বিটকয়েনের অল টাইম হাই দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইতোমধ্যে আমরা ক্রিপ্টো নিয়ে অনেক ভালো ভালো নিউজ পাচ্ছি। যা তার একটা ইঙ্গিত ও বহন করে।
ডাম্পের সম্ভাব্য কারণ সমূহ-
১. করোনা ওয়েব ২
২. USA নির্বাচন/নির্বাচনের ফলাফল
৩. বিগত CME গ্যাপ গুলা ফিল না হওয়া।

বিঃদ্রঃ এটা নিতান্তই একটা এনালাইসিস। যার মাঝে সম্ভাব্যতা লুকিয়ে আছে। যা হতেও পারে নাও হতে পারে। কেউ একে ইনভেস্টমেন্ট সাজেশন হিসেবে গ্রহণ করবেন না।
.   



বিটকয়েনের অনেক সুন্দর একটি এনালাইসিস হয়েছে এটি। অনেক শিক্ষণীয় বিষয় আছে পোষ্টের মাধ্যে। নতুন ইউজার রা এ পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারবে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Monster5 on December 07, 2020, 10:42:39 AM
ভাই  আপনি অল্পতেই অনেক চমৎকার কিছু বাস্তব ইস্যু তুলে ধরেছেন। আমি ও আপনার সাথে একমত বিটকয়েনের দাম ১৪০০০$- ১৫০০০$ এ গেলে একটা ডাম্প এর মুখোমুখি হতে পারে। সারা বিশ্বের অর্থ ব্যবস্থায় বিটকয়েন আধিপত্য বিস্তার করে চলছে। এর অনেক ভালো ভালো  নিউজ পাওয়া যাচ্ছে। সবমিলিয়ে খুব ভাল দিন অপেক্ষা করছে বিটকয়েনের জন্য এটা আমি মনে করি। আর করোনার কারণে আর বড় কোন পরিবর্তন বিটকয়েনে আসবে না এটা আমার বিশ্বাস। কারন করোনার প্রভাব আরো আগে পড়ার সম্ভবনা ছিল যখন মানু করোনা নিয়ে আতঙ্কিত ছিল, তখন যেহেতু বড় কোন পরিবর্তন আসনি এখন আর আসবে বলে আমি মনেকরি না। তবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কিছুটা হলেও প্রভাব পড়ার সম্ভবনা আছে।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই বিটকয়েনের করোনার কারণে বড় ধরনের পরিবর্তন হয়েছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে আশা করা যায় এটি আরো ভালো দামে বৃদ্ধি পাবে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে পোস্টটি করার জন্য
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: XM8 on December 07, 2020, 10:47:09 AM
আপনার সাথে আমি একমত। বর্তমানে বিটকয়েনের মূল্যটা কিছুটা হলেও ভালো। কিন্তু আমার মনে হয় এর দামটা আবার ট্রাম করবে। তবে আমার মনে হয় নিয়ে চিন্তার কোন কারণ নেই। কেননা ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট সব সময়  আপডাউন করে। তা হয়তো ভবিষ্যতে এর দাম আরো বাড়বে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Cristiano on December 07, 2020, 11:12:40 AM
আমি মনে করি এই পোস্টটি সবার জন্য না। পোস্টটি শুধু যারা ট্রেডিং করে ট্রেডিং করে ইনকাম করতে চায় তাদের জন্যই। এনালাইসিস সম্পর্কে আমাদের অনেকের অনেক ধারণা ও জ্ঞান রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি এনালাইসিস তুলে ধরার জন্য। এটি ট্রেডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এনালাইসিস গুলো আপডেট দিতে থাকুন আপনি।সবাই হেল্প ফুল হবে আপনার এই পোস্টটি থেকে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Ricky on December 07, 2020, 12:04:33 PM
Bitcoin কিছুদিন আগে যে অবস্থায় ছিল বর্তমানে তার থেকে অনেকটা ভালোর দিকে আছে। বিটকয়েনের বর্তমান অবস্থা দেখে আমি বলতে পারি 2021 সালের প্রথমদিকে বিটকয়েন প্রাইস 20,000 ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভাই আমি আপনার সাথে একমত রয়েছি। নিঃসন্দেহে বিটকয়েনের অনেক ভালো মুভমেন্ট লক্ষ করা যাচ্ছে। বিটকয়েন যেভাবে পাম্প করতে শুরু করেছে আমার মনে হয় 2021 সালের প্রথম দিকেই 20 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। 2021 সালে বিটকয়েন আরো ভালো পজিশনে থাকবে আশা করা যায়।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Markuri33 on December 08, 2020, 02:39:54 AM
বিটকয়েন লংটাইম এনালাইসিস সম্পর্কে সুন্দর একটি পোস্ট দিয়েছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার লংটাইম এনালাইসিস টা। বিটকয়েনের প্রাইস আমরা সবাই দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু বেড়েই চলছে।বিটকয়েন যে হারে বৃদ্ধি পাচ্ছে আমি বিশ্বাস করি 2025 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 27000 ডলার অবস্থান করবে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Tubelight on March 25, 2021, 06:47:10 PM
(https://i.ibb.co/vYSnYjk/IMG-20201026-201234.jpg)
বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস

ধন্যবাদ সবাইকে আগের পোস্টে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তাই আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম।

আজকে আমরা লং টার্ম চার্ট নিয়ে কথা বলবো যা অনেকের হয়তো পছন্দ হবেনা। তবে শুধু আমি না, অনেকেই এটার সাথে এক মত যে বিটকয়েন লোয়ার লো থেকে অল টাইম হাই তে যাবে। সেই হিসেবে একটা ডাম্প সম্ভাব্য! তবে সেটা কতটুকু নামবে এখন বলা মুশকিল। হয়তো ১৪০০০-১৫০০০$ এর আশপাশ থেকে হতেও পারে। আর আমরা ২০২১ এ বিটকয়েনের অল টাইম হাই দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইতোমধ্যে আমরা ক্রিপ্টো নিয়ে অনেক ভালো ভালো নিউজ পাচ্ছি। যা তার একটা ইঙ্গিত ও বহন করে।
ডাম্পের সম্ভাব্য কারণ সমূহ-
১. করোনা ওয়েব ২
২. USA নির্বাচন/নির্বাচনের ফলাফল
৩. বিগত CME গ্যাপ গুলা ফিল না হওয়া।

বিঃদ্রঃ এটা নিতান্তই একটা এনালাইসিস। যার মাঝে সম্ভাব্যতা লুকিয়ে আছে। যা হতেও পারে নাও হতে পারে। কেউ একে ইনভেস্টমেন্ট সাজেশন হিসেবে গ্রহণ করবেন না।
ধন্যবাদ ভাই আপনাকে।আপনি যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন আমি ভবিষ্যতে এ বিষয়গুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করব।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: HeartBit143 on March 31, 2021, 06:30:58 AM
আমি আপনার এনালাইসিস এর সাথে একমত।  আপনার এনালাইসিস ইতোমধ্যে কাজেও লেগে গেছে।  ২০২০ সালের শেষের দিক থেকেই বিটকয়েন অনেক পাম্প করেছে যা আমাদের কল্পনারও বাইরে।  ইতোমধ্যে বিটকয়েন ৬০০০০ ডলার পার করে গিয়েছিল।  আশা করা যায় ২০২০১ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ৭০০০০ ডলার পার করে যাবে।                               
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Tepona on March 31, 2021, 07:34:26 AM
2022 সালে বিটকয়েনের অবস্থা অনেক বেশি ভালো হবে যা আমাদের কল্পনার বাইরে থাকবে। কারণ 2020 সালে আমরা বিটকয়েনের বাজার দেখেছি। 2021 সালে অনেক পরিবর্তন হয়েছে। 2022 সালে বিটকয়েন এর দাম অবশ্যই উন্নয়ন হবে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Azharul on April 23, 2021, 05:19:48 AM
অবশ্যই, আমরা জানি ক্রিপ্টো জগতের সব থেকে শীর্ষ ডিজিটাল মুদ্রা হলো বিটকয়েন।যার অস্তিত্ব সারা বিশ্বে ব্যাপক ভাবে বিস্তার লাভ করছে।তবে আপনার মতে এর দাম যদি ঐ অবস্থায় ফিরে যায় তবে আমার মনে হয় মার্কেট ডাম্প করবে।তবে আমার মনে হয় বিটকয়েনের জনপ্রিয়তা যেহেতু অনেক বেশি,তাই ভবিষ্যতেও বিটকয়েন এর জনপ্রিয়তা ধরে রাখতে পারবে।
Title: Re: বিটকয়েনের লং টার্ম প্রাইস এনালাইসিস (Not Giving Investment Suggestion)
Post by: Madmax789 on November 19, 2022, 07:57:19 PM
আপনার সাথে আমি একমত ব্রো। তার পরেও সঠিকভাবে কেউ বলতে পারে না আসলে এর প্রাইজ কবে বাড়বে বা কমবে।আমি মনে করি এই এনালাইসিস গুলো প্রত্যেক মানুষেরই জানা দরকার। প্রত্যেক মানুষই এনালাইসিস গুলো জানলে অনেক কিছু শিখতে পারবো। বিটকয়েন সম্পর্কে তার আর কোন মন্তব্য থাকবো না।